Google Adsense Ads
বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির প্রধান দিকসমূহ কি কি?,গ্রামীণ অর্থনীতির প্রধান দিকসমূহ
ভূমিকা : উন্নয়নশীল দেশে মূলত কৃষিনির্ভর অর্থনীতি হয়ে থাকে। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। কারণ বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষির উন্নয়ন নির্ভর করে গ্রামীণ মানুষের জনসাধারণের উপর। গ্রামীণ অর্থনীতি বলতে মূলত গ্রামীণ সাধারণ মানুষের আর্থসামাজিক ও অবকাঠামোগত ব্যবস্থাকে বোঝায়। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির প্রধান দিকসমূহ নিম্নরূপ :
১. অনুন্নত ও সনাতনি কৃষি : বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি কৃষির উপর নির্ভর করে পরিচালিত হলেও চাষাবাদ পদ্ধতি এখনো সনাতন। ফলে কৃষিক্ষেত্রে বাংলাদেশের অনেকটা পিছিয়ে রয়েছে। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও এদেশের কৃষি ব্যবস্থা অনেকটাই মান্ধাতার আমলের। অর্থাৎ লাঙ্গল বলদ দিয়ে চাষাবাদ করা হয়। ফলে কৃষির উৎপাদন উন্নত দেশের তুলনায় অনেক কম হয় ।
২. শিক্ষার অভাব : বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে অধিকাংশ লোকই নিরক্ষর। তারা লেখাপড়া না জানার কারণে কৃষিক্ষেত্রে আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। ফলে কৃষিক্ষেত্রে উৎপাদন কম হচ্ছে । যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে ।
৩. বেকারত্ব সমস্যা : বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির একটি বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক বেকারত্ব বিদ্যমান। বাংলাদেশের বেশির ভাগ জমি বর্ষাকালে পানির নিচে পতিত থাকে । ঐ সময় কোনো ফসল উৎপাদিত না হওয়ায় কৃষকদের একটি বিরাট অংশ বেকার থাকে। তাছাড়া কৃষিক্ষেত্রে ছদ্মবেকারত্ব বা প্রচ্ছন্ন বেকারত্বসহ বা মৌসুমি বেকারত্ব ও নানা ধরনের বেকারত্ব পরিলক্ষিত হয়। ফলে গ্রামীণ অর্থনীতিতে এর চাপ দিন দিন বাড়ছে।
৪. মূলধনের অভাব : বাংলাদেশ একটি গরিব দেশ। এদেশের জনগণের মূলধনের অভাব রয়েছে। গ্রামের অধিকাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে বলে মাথাপিছু সঞ্চয়ের হার খুবই কম ।
৫. দুর্বল অর্থনৈতিক কাঠামো : গ্রামীণ অর্থনৈতিক কাঠামো: যেমন : যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ সরবরাহ, সেচ ব্যবস্থা ইত্যাদি এখনও অনুন্নত পর্যায়ে রয়েছে। বাংলাদেশের গ্রামীণ সমাজের রাস্তা, নদীনালা, প্রতিষ্ঠান, সেতুসহ বিভিন্ন অবকাঠামো অনুন্নত। ফলে গ্রামীণ অর্থনীতির চাকা অনেকটাই অচল হয়ে পড়েছে
৬. অতিরিক্ত জনসংখ্যা : বাংলাদেশের গ্রামীণ সমাজের মানুষেরা অনেকেই যৌথ পরিবারে বসবাস করে। এতে জন্মহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আবার কৃষিক্ষেত্রে উৎপাদন ব্যবস্থার শ্রম নির্ভর হওয়ার দম্পতিগণ অধিক সন্তান কামনা করে। ফলে বাংলাদেশের গ্রামীণ সমাজে অতিরিক্ত জনসংখ্যার চাপ বৃদ্ধি পাচ্ছে ।
Google Adsense Ads
৭. কুসংস্কার : বাংলাদেশের গ্রামীণ সমাজের অধিকাংশ লোক নিরক্ষর। ফলে গ্রামীণ জনগণের মধ্যে নানান কুসংস্কার বিদ্যমান রয়েছে। এর মধ্যে ধর্মীয় গোড়ামি, প্রথা অন্যতম।
উপসংহার : উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে নিরক্ষরতা কারণে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের সমস্যা বিদ্যমান থাকে। এর মধ্যে ধর্মীয় গোঁড়ামি প্রথা অন্যতম সমস্যা এসব সমস্যার কারণে গ্রামীণ উন্নয়ন ব্যাহত হচ্ছে। এগুলোই বাংলাদেশের অর্থনীতির প্রধান দিক ।
একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।
আর্টিকেলের শেষ কথাঃ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির প্রধান দিকসমূহ কি কি?,গ্রামীণ অর্থনীতির প্রধান দিকসমূহ
Google Adsense Ads