আপনার পরিবারের বয়স্ক ব্যক্তির জন্য বয়স্ক ভাতার আবেদন করতে চান? জানুন কিভাবে বয়স্ক ভাতা অনলাইন আবেদন করবেন, কি কি লাগবে, আবেদন করার শর্তাবলী ও বিস্তারিত।Advertisement
এখন খুব সহজেই মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে বয়স্ক ভাতার আবেদন করা যায়। আবেদন যাচাই বাছাইয়ের পর সরাসরি মোবাইল ব্যাংকিং একাউন্টে ভাতা গ্রহণ করা যায়। তাই ঘরে বসেই এখন বয়স্ক ভাতা গ্রহণ করা যাবে। Boyosko vata online application, বয়স্ক ভাতা আবেদন করার নিয়ম,বয়স্ক ভাতা অনলাইন আবেদন
Boyosko vata online application, বয়স্ক ভাতা আবেদন করার নিয়ম,বয়স্ক ভাতা অনলাইন আবেদন
বাংলাদেশ সরকার ইতোমধ্যে বয়স্ক ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশােধের জন্য অনলাইনে আবেদন গ্রহণ ও যাচাই-বাছাইয়ের পর সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি ভাতাভোগীর একাউন্টে পাঠানোর ব্যবস্থা করেছে।
বয়স্ক ভাতা অনলাইন আবেদন ২০২৪
প্রত্যেকের www.mis.bhata.gov.bd অনলাইন আবেদন প্রক্রিয়া জানতে হবে। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তর চলতি বছরের বার্ধক্য ভাতার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বছরের বিজ্ঞপ্তি অনুসারে, সমস্ত প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেনদের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
আগেকার মানুষদের সাধারণ প্রক্রিয়ার সঙ্গে দেখা করতে হবে। কিন্তু এখন সব সরকারি প্রক্রিয়াই হবে অনলাইনে। বাংলাদেশ সমাজসেবা কর্মকর্তা ঘোষণা করেছেন, এ বছর এ প্রক্রিয়া অনলাইনে করা হবে। যেহেতু বার্ধক্য পেনশন পেতে জনগণকে অনলাইনে আবেদন করতে হবে। তাই প্রতি বছর বাংলাদেশ সরকার BD এর সকল প্রবীণ নাগরিকদের মধ্যে এটি প্রদান করে।
Boyosko Vhata Online Application 2024
সব বয়স্ক মানুষ এই ভাতা পায় না। এই ভ্যাট পেতে সরকার কিছু শর্ত দেয়। প্রবীণ নাগরিক যারা এই ভাতার জন্য যোগ্যতার মানদণ্ড পূরণ করেন। যদিও সমস্ত প্রক্রিয়া অনলাইন তাই এখানে আমরা বার্ধক্য ভাতার আবেদন ফরম ফিলাপের জন্য অনলাইন আবেদন নিয়ম প্রদান করছি।
কিভাবে বয়স্ক ভাতার জন্য আবেদন করবেন সকল তথ্য এখান থেকে জানা যাবে। বয়স্ক ভাতার জন্য ২ ভাবে আবেদন করা যাবে। অনলাইনে এবং অফলাইন দুইভাবে Boyosko vata আবেদন করা যাবে। অনলাইনের মাধ্যমে ঘরে বসেই সরকারি ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সাবমিট করতে পারবেন।
এবং অফলাইনে ইউনিয়ন পরিষদে গিয়ে আবেদন ফরম নিতে হবে। বয়স্ক ভাতা আবেদন করতে কি কি লাগবে । বয়স্ক ভাতা আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে সব তথ্য আমাদের এই আর্টিকেল থেকেই জানতে পারবেন।
বয়স্ক ভাতা কত টাকা ২০২৪
অনেকেই জানতে চেয়েছেন বয়স্ক ভাতা কত টাকা, মাসে কত টাকা বয়স্ক ভাতা দেয়া হবে। এবং অনেকেই জানতে চেয়েছে, বয়স্ক ভাতার টাকার পরিমান আরও বাড়বে কিনা। বর্তমানে বয়স্ক ভাতা হিসেবে জন প্রতি ৫০০ টাকা প্রতি মাসে দেয়া হয়।
তবে আমরা জানতে পেরেছি বয়স্ক ভাতা টাকার পরিমাণ পর্যায়ক্রমে আরও বাড়তে পারে। কারণ নিত্য প্রয়োজনীয় দামের বৃদ্ধির কারণে একজন বয়োজেষ্ঠ ব্যাক্তির প্রতি মাসে ৫০০ টাকা দিয়ে কিছুই হয় না। তবে যা সরকার কর্তৃক দেয়া হয় এটিই অনেক। এই অর্থ দিয়ে একজন বৃদ্ধ আপাদত হলেও তার চিকিৎসা করতে পারে।
কত বছর হলে বয়স্ক ভাতার জন্য আবেদন করা যাবে
আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন, কত বছর হলে বয়স্ক ভাতার জন্য আবেদন করা যাবে। কোন বয়সের মানুষরা বয়স্ক ভাতার জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন।
বয়স্ক ভাতার জন্য আবেদন করতে হলে পুরুষের বয়স ৬৫ বছরের উর্দ্ধে এবং মহিলার বয়স ৬২ বছরের উর্দ্ধে হতে হবে। যাদের বয়স ৬৫ (পুরুষ) বছরের উপরে , এবং যেসকল নারীদের বয়স ৬২ বছরের বেশি বা অধিক তারা এই বয়স্ক ভাতা পেয়ে থাকে ।
বয়স্ক ভাতা পাওয়ার যোগ্যতা ও শর্তাবলী
১. বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
৩. আবেদনকারীর বয়স পুরুষের বয়স নুন্যতম ৬৫ বছর ও নারীর নুন্যতম ৬২ বছর হতে হবে।
৪. বছরের গড় ইনকাম ১০ হাজার টাকার কম হতে হবে।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
যেসকল নাগরিক বয়স্ক ভাতা পাবে না
১. যেসকল বাংলাদেশী নাগরিক সরকারি কর্মচারী পেনশন পান।
২. যেসকল নাগরিক ভিজিডি চালের কার্ডের সুবিধা ভোগ করছেন।
৩. যেসকল নাগরিক অন্যান্য সরকারি আর্থিক অনুদান বা ভাতা পাচ্ছেন।
৪. সরকারি বা অন্য কোন সংস্থা হতে যারা অনুদান বা ভাতা পাচ্ছেন তারা বয়স্ক ভাতা পাবে না।
বয়স্ক ভাতা অনলাইন আবেদনের নিয়ম ২০২৪
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বয়স্ক ভাতা আবদেন করতে পারবেন কয়েকটি সহজ ধাপে যেকোনো কম্পিউটার অথবা মোবাইল ফোন দিয়ে। https://mis.bhata.gov.bd/onlineApplication এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। যেসকল নাগরিকরা ইতিমধ্যেই ভাতা পেয়ে থাকেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
Apply Now
১. বয়স্ক ভাতা হিসাবে ভাতা প্রোগ্রাম সিলেক্ট করুন।
২. এখন ওয়েবসাইট থেকে নতুন পেইজ আসবে একটি অ্যাপ্লিকেশন দেখাবে।
৩. নতুন পেইজে প্রথমে আপনার পরিচয় যাচাই করতে আপনার NID এবং জন্ম তারিখ লিখতে হবে।
৪. এখন বয়স্ক ব্যক্তিদের প্রোগ্রাম অনুযায়ী সম্পূর্ন তথ্য প্রদান করতে হবে।
৫. সকল প্রয়োজনীয় তথ্য লিখুন যেমন নাম, পেশা,শিক্ষার অবস্থা, পরিবারের সদস্য, বৈবাহিক অবস্থা, কাজের ক্ষমতা ইত্যাদি।
৬. বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিতে হবে।
৭. বাজেট নম্বর এবং ইমেল লিখুন তারপর সেভ করুন বাটনে ক্লিক করুন।
বি:দ্র: মাঝে মধ্যে উক্ত আবেদনের লিংক সঠিকভাবে নাও কাজ করতে পারে। কারিগরি কাজের জন্য অথবা অন্যান্য সমস্যার জন্য এটি বন্ধ থাকতে পারে। নির্দিষ্ট সময়ের জন্য বয়স্কভাতা আবেদন সিস্টেম চালু থাকে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করার চেষ্টা করুন।
গ্রাম পুলিশের দ্বারা বা ইউনিয়ন পরিষদে গিয়ে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে হয়েছে। তবে ২০২৪ সালে , সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন এবার অনলাইনের মাধ্যমে বয়স্কভাতার জন্য আবদেন করতে হবে। ডিজিটাল পদ্ধতিতে, কোথাও না গিয়ে ঘরে বসে বয়স্ক ভাতা অনলাইন আবেদন করা যাবে। অনলাইনে mis bhata ওয়েবসাইট এর মাধ্যমে Boyosko bhata এর জন্য আবেদন করা যাবে।
বয়স্ক ভাতা কি?
বয়স্ক ভাতা হচ্ছে সরকারের একটি আর্থিক কর্মসূচি। যে কর্মসূচীর মাধ্যমে সরকারের পক্ষ থেকে বয়স্ক, দুস্থ, কর্মহীন ও স্বল্প আয়ের লোকদের আর্থিক সহযোগিতা দেওয়া হয়। এ আর্থিক সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। কর্তৃপক্ষ যদি সব কাগজপত্র যাচাই বাছাই করে আপনাকে বয়স্ক ভাতার প্রাপ্তির জন্য বিবেচনা করে তবেই কেবল আপনি বয়স্ক ভাতা পাবেন।
বয়স্ক ভাতা মাসিক কত টাকা পাওয়া যাবে?
বয়স্ক ভাতা যা দেওয়া হচ্ছে তা যদি অপ্রতুল। বর্তমানে এই ভাতার পরিমাণ মাসে ৫০০ টাকা। যা বার্ষিক ৬০০ টাকা। তবে এটি পরিবর্তনশীল এবং সরকার এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। ২০০৯-১০ অর্থ বছরে বয়স্কভাতাভোগীর সংখ্যা ২০ লক্ষ জন থেকে বৃদ্ধি করে ২২ লক্ষ ৫০ হাজার জনে এবং জনপ্রতি মাসিক ভাতার হার ২৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকায় উন্নীত করা হয়। ২০১০-১১ অর্থ বছরে বয়স্কভাতাভোগীর সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার জন বৃদ্ধি করে ২৪ লক্ষ ৭৫ হাজার জনে উন্নীত করা হয়। ২০১৬-১৭ অর্থ বছরে ৩১ লক্ষ ৫০ হাজার বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।
বয়স্ক ভাতা প্রাপ্তির যোগ্যতা কি?
- সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে ।
- জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে ।
- বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে। সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বয়স বিবেচনায় নিতে হবে।
- প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ্ব ১০,০০০ (দশ হাজার) টাকা হতে হবে ।
- বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
৬৫ বছর বয়সের উপরে বয়স হলেই কি এ ভাতা পাওয়া যাবে?
বয়স্ক ভাতার জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট বয়সসীমা অনুসরণ করতে হবে। আবেদনের জন্য পুরুষের বয়স সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে। বয়স্ক ভাতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (NID) অনুযায়ী বয়স ৩০ জুন ২০২৪ তারিখে মধ্যে অসচ্ছল পুরুষ ৬৫+ এবং মহিলা ৬২+ বছর হতে হবে। নগদ একাউন্ট খোলা থাকতে হবে।
সবাই কি এখন আবেদন করবে?
না। নতুন আবেদনকারীর তথ্য এন্ট্রি দিতে হবে এবং এখান থেকে নির্বাচন করে বয়স্ক ভাতার আওতায় আনা হবে। যারা ভাতা পাচ্ছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। তাই যারা এ ভাতার আওতায় একবার এসেছেন তাদের আবেদন করার ক্ষেত্রে কোন ভূমিকা নেই। নতুনদের মধ্য থেকে যোগ্যদের নির্বাচন করা হবে।
১০ আগস্ট তারিখ হতে ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত mis.bhata.gov.bd/onlineApplication লিংকে ভাতার আবেদন গ্রহণ করা হবে। বয়স্ক ভাতার ক্ষেত্রে আবেদনকারীর বয়স পুরুষ ৬৫ বা তদুর্ধ বছর ও মহিলা ৬২ বা তদুর্দ বছর এবং বার্ষিক গড় আয় অনধিক ১০,০০০/- টাকা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচিতে বিধবা মহিলার জন্য স্বামীর মৃত্যু সনদ এবং বার্ষিক গড় আয় অনধিক ১০,০০০/- টাকা হতে হবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে। আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকলে তিনি এই সুবিধার জন্য বিবেচিত হবেন না। অন্য সুবিধা গ্রহণ করছে প্রমাণিত হলে আবেদন বাতিল করা হবে।
যারা বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য অযোগ্য বা যাদের দেওয়া হবে না
- সরকারি কর্মচারী পেনশনভোগী হলে ।
- দুঃস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী হলে ।
- অন্য কোনোভাবে নিয়মিত সরকারী অনুদান/ভাতা প্রাপ্ত হলে ।
- কোনো বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান/ভাতা প্রাপ্ত হলে।
বয়স্ক ভাতা প্রাপ্তির আবেদনপত্র । অনলাইনে বয়স্কভাতার আবেদন করা যাবে
ইউপি সদস্য/ চেয়ারম্যান/ পৌরসভা/ সিটি কর্পোরেশন কাউন্সিলরের প্রত্যয়ন পত্র আবেদনের সাথে সংযুক্ত করতেই হবে।
Caption: https://www.mygov.bd/services/info?id=BDGS-1533028690
অনলাইনে কি আবেদন করা যায়?
হ্যাঁ। যায়। বয়স্ক ভাতা মঞ্জুর করার পর আবেদন পত্রের প্রথম অংশের ছবির উপর সমাজ সেবা কার্যালয়ের গোল সীল মোহর দিতে হইবে। সমস্ত তথ্য এন্ট্রি করে আপনি নিজেই অনলাইনে বয়স্ক ভাতার প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে ইউপি সদস্য/ চেয়ারম্যান/ পৌরসভা/ সিটি কর্পোরেশন কাউন্সিলরের প্রত্যয়ন পত্র সংযুক্ত করে আপলোড করতে হবে। আবেদন লিংক: www.mygov.bd/services/form?id=BDGS-1533028690
অনলাইন আবেদনে নগদ/বিকাশ ইউনিটের আওতাধীন আবেদনকারীদের অবশ্যই সক্ৰিয় নগদ/বিকাশ হিসাব (মোবাইল) নম্বর প্রদান করতে হবে। এজেন্ট ব্যাংকিং এর আওতাধীন আবেদনকারীদের সাথে যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীদের হিসাব পূর্বের ন্যায় কেন্দ্রীয়ভাবে খোলা হবে।
পূর্বের অনলাইনে আবেদন (অপেক্ষমান তালিকাসহ) উপকারভোগীদের পুনরায় অনলাইন আবেদন করার প্রয়োজন নেই। সমাজসেবা অধিদপ্তর হতে প্রদত্ত বরাদ্দ অনুযায়ী অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ বাস্তবায়ন নীতিমালার আলোকে সংশ্লিষ্ট বাস্তবায়ন কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদিত তালিকার উপকারভোগীদের প্রয়োজনীয় তথ্য MIS এ সন্নিবেশন এবং এন্ট্রিকৃত ডাটার ভেলিডেশন করতে হবে। অনলাইনে প্রাপ্ত আবেদন, পূর্বের অনলাইনে আবেদন (অপেক্ষমান তালিকাসহ) তালিকার ভিত্তিতে প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রাপ্যতা অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীগণ ০১ জুলাই ২০২৪ খ্রি: তারিখ হতে ভাতা প্রাপ্য হবে
আজকের বিষয়: Boyosko vata online application, বয়স্ক ভাতা আবেদন করার নিয়ম,বয়স্ক ভাতা অনলাইন আবেদন,seniority allowance online application,বয়স্ক ভাতা অনলাইন আবেদন ফরম পূরণ করার নিয়ম
বয়স্ক ভাতা আবেদনের সময় সীমা
বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য নির্দিষ্ট সময়ে আবেদন করতে হয়। সমাজ সেবা অধিদপ্তর প্রতি বছর বয়স্ক ভাতা আবেদনের সময় নোটিশের মাধ্যমে জানিয়ে থাকে। আপনি অনলাইন থেকে শেষ তারিখ জেনে নিতে পারেন।যখন অনলাইনে বয়স্ক ভাতার জন্য আবেদনের কার্যক্রম চলমান থাকে, তখন ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।
বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং
বয়স্ক ভাতার জন্য সঠিকভাবে আবেদন করার পর, স্থানীয় কমিটি যদি আপনাকে চূড়ান্ত ভাবে নির্বাচন করে তাহলেই আপনি বয়স্ক ভাতা পাবেন। বর্তমানে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে বয়স্ক ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মূলত করোনাকালীন সময় থেকে সরকার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিভিন্ন অনুদান ও ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রার্থীকে জাতীয় পরিচয় পত্রের নম্বর দিয়ে মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে হবে।
সরকার সরকারি G2P ( Government to person) প্রক্রিয়া অনুসরণ করছে। এতে করে জনসাধারণের দুর্ভোগ যেমন কমেছে তেমনি অনুদান বণ্টনের সমস্যা কমেছে। বলাই বাহুল্য, অনৈতিকভাবে অর্থ আত্মসাতের সম্ভাবনাও কমে এসেছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।
বয়স্ক ভাতা সম্পর্কিত সাধারণ কিছু জিজ্ঞাসা
বয়স্ক ভাতা কাদের দেয়া হয়?
মূলত সুবিধাবঞ্চিত অসহায় বয়োজ্যেষ্ঠ নাগরিকদের এই ভাতা দেয়া হয়ে থাকে। বাংলাদেশের জনগোষ্ঠীর একটি বিশাল অংশ এই বয়োজ্যেষ্ঠ নাগরিক। তাদের মধ্যে অনেকেই কাজ করতে অক্ষম, সম্পদহীন। কারও পরিবার নেই,কেউ কেউ আবার পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়ায় শেষ বয়সে।
সরকার এই নাগরিকদের সামাজিক মর্যাদা রক্ষা ও জীবনধারণের অবলম্বন দেয়ার প্রচেষ্টায় বয়স্ক ভাতা কর্মসূচি গ্রহণ করেছে। এই ভাতা দেয়ার ক্ষেত্রে বাস্তুহারা, অক্ষম ও সর্বোচ্চ বয়স্কের ব্যক্তিকে প্রাধান্য দেয়া হয়ে থাকে। তবে এই ভাতা নেয়ার জন্য পুরুষের বয়স ন্যূনতম ৬৫ ও মহিলা প্রার্থীর বয়স ন্যূনতম ৬২ হতে হবে।
বয়স্ক ভাতা প্রদানে কী কী বিষয় বিবেচনা করা হয়ে থাকে?
বয়স্ক ভাতা প্রদানের সময় প্রার্থীর শারীরিক অবস্থা, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, বয়স ও নাগরিকত্ব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও