SME ফাউন্ডেশন গঠনের উদ্দেশ্য আলোচনা কর, SME ফাউন্ডেশন গঠনের লক্ষ্য বর্ণনা কর,SME ফাউন্ডেশন গঠনের উদ্দেশ্যসমূহ বর্ণনা করুন
SME ফাউন্ডেশন গঠনের উদ্দেশ্য আলোচনা কর, SME ফাউন্ডেশন গঠনের লক্ষ্য বর্ণনা কর।
ভূমিকা : SME ফাউন্ডেশন শিল্পায়নে নারী ও সকল শ্রেণির SME উদ্যোক্তাদের উৎসাহিত, উদ্বুদ্ধ ও জাতীয় পর্যায়ে সুসংগঠিতকরণসহ উন্নয়নে কাজ করে যাচ্ছে।
কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক বৈষম্য দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনের মাধ্যমে দেশের সাধারণ জনগোষ্ঠীকে অর্থনৈতিক উন্নয়নের মূল স্রোতধারায় এগিয়ে নেওয়াই হলো এই ফাইন্ডেশনের অন্যতম লক্ষ্য SME ফাউন্ডেশন গঠনের উদ্দেশ্য : নিম্নে SME ফাউন্ডেশন গঠনে উদ্দেশ্যসমূহ তুলে ধরা হলো :
১. দেশব্যাপী উৎপাদনমুখী শিল্পকারখার অগ্রগতি ও উন্নয়নকে ত্বরান্বিত করতে সর্বাত্মক সহায়তা ও উৎসাহ প্রদান করা ।
২. ব্যবসায়িক চেম্বার এসোসিয়েশন, বাণিজ্য সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, বিশ্ববিদ্যালয় ও পরামর্শক কোম্পানি ও পেশাজীবী সংগঠন এর কার্যাবলি সম্পাদনে পরিকল্পনা, কর্মসূচি ও অর্থায়নের মাধ্যমে সহায়তা প্রদান করে ।
৩. ক্ষুদ্ৰ ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের মাঝে প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে SME পদক প্রদান করা
৪. ব্যক্তিখাতের উন্নয়নে সরকারি বিভিন্ন সহায়তার যৌক্তিকীকরণ এবং প্রয়োজনীয় সক্ষমতা বৃদ্ধিকল্পে কর্মসূচি প্রণয়ন ।
৫. সমগ্র দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহায়ক ঋণের ব্যবস্থা করা। এই ক্ষেত্রে ফাউন্ডেশন বিভিন্ন ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানসমূহকে তহবিলের যোগান দিবে”। যেন উক্ত তহবিল নির্দিষ্ট ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের মধ্যে স্বল্প সুদে বিতরণ করা হয় ।
৬. প্রবৃদ্ধিবান্ধব পরিবেশ তৈরি করা, যাতে বিদ্যমান এবং সম্ভাব্য উদ্যোক্তাগণ নানামুখী সেবা; যেমন- ঋণের সহজলভ্যতা গুণগতমানের উন্নয়ন বিষয় জ্ঞান পারস্পরিক সংযোগ এবং প্রতিনিধিত্ব লাভ করতে পারে ।
৭. নতুন উদ্যোগ স্থাপনে সহায়তা, পদ্ধতি ও সেবাদান করা, একই সাথে বিদ্যমান উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
৮. মতবিনিময় ও গবেষণার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের সরকারি নিয়মনীতিগত প্রতিকূলতা নিশ্চিতকরণ এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিতকরণ।
৯. আর্থিক প্রতিষ্ঠান, বাণিজ্য সংগঠন, সুশীল সামাজিক প্রতিষ্ঠান এবং খাতভিত্তিক এসোসিয়েশনগুলোর কার্যাবলি বৃদ্ধি ও তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা ও উৎসাহ প্রদান ।
১০. গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার ফলাফলকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উন্নয়নে ব্যবহারকে ত্বরান্বিত করা ।
১১. শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহায়তামূলক পরিবেশ সৃষ্টি করা।
১২. প্রশিক্ষণ, সেমিনার, মতবিনিময়, গোলটেবিল বৈঠক ও কারিগরি মতবিনিময় সভা ইত্যাদি আয়োজনের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি খাতকে সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধি করা ।
১৩. দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে নতুন প্ৰযুক্তি গ্রহণ, আত্তীকরণ ও উন্নয়নকে উৎসাহিত করা।
১৪. ক্রমান্বয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে উৎপাদনশীলতা বৃদ্ধি ও ব্যবসায়িক খরচ কমানোরর ব্যবস্থা করা।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, SME ফাউন্ডেশনে উল্লিখিত উদ্দেশ্যগুলো পূরণের জন্য গঠন করা হয়। এই লক্ষ্যগুলোর পূরণ হলে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধিত হবে।
একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।