আধুনিক বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন ব্যবসায়সমূহ টিকে থাকার কারণসমূহ বর্ণনা কর, বহুজাতিক ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন ব্যবসায় টিকে থাকার কারণসমূহ ব্যাখ্যা কর

আধুনিক বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন ব্যবসায়সমূহ টিকে থাকার কারণসমূহ বর্ণনা কর, বহুজাতিক ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন ব্যবসায় টিকে থাকার কারণসমূহ ব্যাখ্যা কর

আধুনিক বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন ব্যবসায়সমূহ টিকে থাকার কারণসমূহ বর্ণনা কর, বহুজাতিক ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন ব্যবসায় টিকে থাকার কারণসমূহ ব্যাখ্যা কর।

ভূমিকা : বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়ী বিশ্বে বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন ব্যবসায় প্রতিষ্ঠানগুলো টিকে থাকার কথা নয়। কিন্তু বিশেষ কতকগুলো সুবিধার কারণে আজও বিশ্বের সর্বত্র বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন ব্যবসায় প্রতিষ্ঠানগুলো স্বগৌরবে টিকে আছে। যে সকল কারণে বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন ব্যবসায় প্রতিষ্ঠানগুলো সফলতার সাথে টিকে আছে সেগুলো নিম্নে বর্ণিত হলো :

১. সহজ গঠন : ক্ষুদ্রায়তন ব্যবসায়ের গঠনপ্রণালি বৃহদায়তন ব্যবসায়ের তুলনায় খুব সহজ। তাই অধিকাংশ লোক ক্ষুদ্রায়তন ব্যবসায় গঠন করে ।

২. স্বল্প পুঁজি ও ঝুঁকি : ক্ষুদ্রায়তন ব্যবসায়ে অপেক্ষাকৃত কম পুঁজির প্রয়োজন হয় এবং এতে ঝুঁকি কম থাকে। তাই স্বল্প মূলধন নিয়ে অনেকে ব্যক্তিগত উদ্যোগে কম ঝুঁকিপূর্ণ ক্ষুদ্রায়তন ব্যবসায় প্রতিষ্ঠায় উৎসাহী হয়।

৩. নির্দিষ্ট ক্ষেত্র : ব্যবসায়ের ক্ষেত্রে ক্ষুদ্রায়তন ও বৃহদায়তন ব্যবসায়ের পৃথক পৃথক কার্যক্ষেত্র রয়েছে। যেমন : উৎপাদনের পর ভোক্তাদের নিকট পণ্য বণ্টন করা, কৃষি পণ্য
সংগ্রহ করা, সকল প্রকার খুচরা ব্যবসায় ইত্যাদি ক্ষুদ্রায়তন ব্যবসায়ের কার্যক্ষেত্র ।

৪. অবস্থান ও আয়তনগত সুবিধা। দেশের প্রত্যেক ক্ষুদ্রায়াতন ব্যবসায় গড়ে উঠে। ফলে সহজেই বিক্ষিপ্তভাবে ছড়ানো-ছিটানো ক্রেতাদের নিকট ক্ষুদ্রায়তন ব্যবসায়ে উৎপাদিত পণ্যদ্রব্যগুলো পৌঁছে দিতে পারে।

৫. দ্রুত সিদ্ধান্ত : ক্ষুদ্রায়তন ব্যবসায়ে মালিকই সর্বেসর্বা। তাই পরিস্থিতির প্রয়োজনে ক্ষুদ্রায়তন ব্যবসূলে মালিক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে ।

৬. গোপনীয়তা রক্ষা : ক্ষুদ্রায়তন ব্যবসায়ের তত্ত্বাবধান ও ? পরিচালনায় মাণিক মুখ্য ভূমিকা পালন করে। তাই এক্ষেত্রে সহজেই ব্যবসায়ের প্রয়োজনীয় গোপনীয়তা বজায় থাকে।

৭. পণ্যের প্রকৃতি : স্বল্পস্থায়ী ও পঁচনশীল পণ্যদ্রব্যের ক্ষেত্রে ক্ষুদ্রায়তন ব্যবসায় সর্বাপেক্ষা উপযুক্ত ।

৮. সীমিত চাহিদা : যে সকল পণ্যের চাহিদা ও উৎপাদন স্থানীয় এবং সীমিত সে সকল ক্ষেত্রে বৃহদায়তন অপেক্ষা ক্ষুদ্রায়তন ব্যবসায় গঠন অধিক লাভজনক ।

৯. প্রশিক্ষণ ক্ষেত্র : ক্ষুদ্রায়তন ব্যবসায়ে অর্জিত অভিজ্ঞতা দ্বারা ব্যবসায়ি মাঝারি ও বৃদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান গঠন ও পরিচালনায় প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করতে পারে তাই অনেকে ক্ষুদ্রায়তন ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে বিবেচনা করে ।

১০. জনসংযোগ স্থাপন : ক্ষুদ্রায়তন ব্যবসায় গ্রাহকদের কাছাকাছি অবস্থিত হয় বলে বাজারের চাহিদা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সহজেই ব্যবসায় পরিচালনা করতে পারে । ফলে জনগণের সাথে এদের নিবিড় সম্পর্ক গড়ে উঠে।

১১. সহায়ক ব্যবসায় : বৃহদায়তন ব্যবসায়ের প্রয়োজনীয় কাঁচামাল ও খুচরা যন্ত্রপাতি সরবরাহকারী হিসেবে ক্ষুদ্রায়তন
ব্যবসায় কাজ করে থাকে ।

১২. পরিবর্তনশীল চাহিদা : যে সকল পণ্যের চাহিদা পরিবর্তনশীল, সে সকল পণ্যের ক্ষেত্রে বৃহদায়তন অপেক্ষা ক্ষুদ্রায়তন ব্যবসায় অধিক সুবিধাজনক ।

১৩. ব্যক্তিস্বাতন্ত্র্য : যে সকল ব্যক্তি স্বাধীনভাবে কাজ করতে আগ্রহী হয় তারা কম পুঁজি, শ্রম ও ঝুঁকিসম্পন্ন ক্ষুদ্রায়তন ব্যবসায় গঠনে উদ্যোগী হয় ।

১৪. নিশ্চিত সাফল্য : ক্ষুদ্রায়তন ব্যবসায় মালিকের ব্যক্তিগত তত্ত্বাবধানে গঠিত ও পরিচালিত হয়। ফলে বৃহদায়তন ব্যবসায় অপেক্ষা ক্ষুদ্রায়তন ব্যবসায় সহজে অধিক সফলতা অর্জন করতে পারে ।

১৫. সহজ বিলোপসাধন : ক্ষুদ্রায়তন ব্যবসায়ের বিলোপসাধন অত্যন্ত সহজ। এক্ষেত্রে বৃহদায়তন ব্যবসায়ের তুলনায় ক্ষুদ্রায়তন ব্যবসায়কে কম ঝামেলা পোহাতে হয় ।

উপসংহার : পরিশেষে বলা যায়, বৃহদায়তন ও ক্ষুদ্রায়তন ব্যবসায়ের প্রকৃতি, আওতা ও ক্ষেত্র সম্পূর্ণ পৃথক তাই কোন অবস্থাতেই এ দু’ধরনের ব্যবসায় পরস্পরের প্রতিদ্বন্দ্বী তো নয়ই, বরং কার্যক্ষেত্রে এরা উভয়েই একে অপরের সহায়ক। ফলে স্বাভাবিক কারণেই বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন ব্যবসায় সফলতার সাথে টিকে আছে এবং ভবিষ্যতেও থাকবে ।
SCAN AnyScanner

একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।

আর্টিকেলের শেষ কথাঃ আধুনিক বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন ব্যবসায়সমূহ টিকে থাকার কারণসমূহ বর্ণনা কর, বহুজাতিক ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন ব্যবসায় টিকে থাকার কারণসমূহ ব্যাখ্যা কর

Leave a Comment