alim (আলিম) তাজবিদ ২য় পত্র ১২তম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২২, alim tajbid 2nd paper assignment answers 12th week 2022, তাজবিদ ২য় পত্র আলিম ১২তম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২২, আলিম ১২তম সপ্তাহের এ্যাসাইনমেন্ট তাজবিদ ২য় পত্র সমাধান ২০২২

শ্রেণি: আলিম HSC/2022 বিষয়: তাজবিদ ২য় পত্র এসাইনমেন্টেরের উত্তর 2022
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 01 বিষয় কোডঃ 233
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ বিশুদ্ধ কুরআন তেলাওয়াতে সিফাতে হরূফ: একটি বিশ্লেষণ

শিখনফল/বিষয়বস্তু :

  • অধ্যায়: দ্বিতীয় সিফাতে হরফের বিবরণ

নির্দেশনা :  

  • সিফাতে হরফের সংজ্ঞা 
  • সিফাতের প্রকার 
  • সিফাতে জাতিয়্যার প্রকার
  • সিফাতে জাতিয়্যার প্রকার সমূহের বিবরণ

  • সিফাতে হরফের সংজ্ঞা 

উত্তর:

লাযিমাহ উহাকে কে বলে যে হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত আছে। সেই সিফাত অনুপাতে যদি হরফটিকে আদায় না করা হয়, তাহলে হরফ হরফই থাকেনা অথবা হরফটি ত্রুটিপূর্ণভাবে আদায় হয়।হরফ হরফই থাকে না যেমন (ত্বোয়া,তা) ত্বোয়া এর মধ্যে পুর সিফাত আছে, পুর সিফাত অনুপাতে (ত্বোয়া) আদায় না করলে (ত্বোয়া টা) তা, হয়ে যায়। হরফ ত্রুটিপূর্ণ ভাবে আদায় হয়, যেমন (দাল) এর মধ্যে ক্বলক্বলাহ এর সিফাত আছে। ক্বলক্বলাহ এর সিফাত অনুপাতে আদায় না করলে (দাল) ত্রুটিপূর্ণ ভাবে আদায় হয়।

  • সিফাতের প্রকার 

উত্তর:

১।صفت لازمه

২। صفت عارضه

সিফাতে لازمه ঐ সিফাতকে বলে যে হরফের জন্যে যে নির্দিষ্ট সিফাত রয়েছে, সেই সিফাত অনুযায়ী হরফটি আদায় না করলে হরফ হরফই বাকি থাকেনা বা হরফটি ত্র“টিপূর্ণ হয়ে যায়। যেমন- ط – ت । ط এর মধ্যে ১টি সিফাত রয়েছে পুর, যদি ط পুর না করা হয়, তাহলে ط হরফটি ت হয়ে যায়। د এর মধ্যে একটি সিফাত রয়েছে, فلقله যদি ক্বলক্বলা না করা হয়, তাহলে ত্র“টিপূর্ণ হয়ে যায়।

সিফাতে عارضه ঐ সিফাতকে বলে যে হরফের জন্যে যে নির্দিষ্ট সিফাত রয়েছে ঐ সিফাত অনুযায়ী আদায় না করলে, হরফটি বাকি থাকে, কিন্তু হরফের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যেমন ن ও م হরফে তাশদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়।

  • সিফাতে জাতিয়্যার প্রকারসমূহের বিবরণ

উত্তর:

যার বিপরীত অন্য সিফত পাওয়া যায় না । তাকে সিফাতে লাযিমা গায়রে মুতাযাদ্দাহ বলে।

লাযিমা গায়রে মুতাযাদ্দাহ ৭ টি যথাঃ-

(১)

সফীরঃ
অর্থ ঠোট দিয়ে বাজানো । সফীর সিফাতের হরফ ৩টি যেমনঃ-

ص س ز

সফীর সিফাতের হরফগুলি আদায় করার সময় চড়ুই পাখি বা বাঁশির আওয়াজের ন্যায় বাজিয়া উঠে ।

সফীর সিফাতের হরফগুলিকে হুরুফে সফীরিয়্যাহ বলে।

(২)

ক্বলক্বলাহঃ
অর্থ নড়াচড়া করা। ক্বলক্বলাহ সিফাতের হরফ ৫টি যেমনঃ-

قطب جد

ক্বলক্বলাহ সিফাতের হরিফগুলি সাকিন অবস্থায় আদায় করার সময় তার মাখরাজে শক্তভাবে ধাক্কা লাগার কারণে যে অতিরিক্ত আওয়াজ হয়।

এই অতিরিক্ত আওয়াজকে ক্বলক্বলাহ বলে । ক্বলক্বলাহ সিফাতের হরফগুলিকে হুরুফে ক্বলক্বলাহ বলে।

(৩)

লীনঃ
অর্থ নরম । লীন সিফাতের হরফ ২টি যেমনঃ-

و-ي

ইয়া ও ওয়াও, সাকিন হয়ে ডানে যবর হলে এই দুইটি কে লীন এর হরফ বলে । লীন এর হরফ নরম ভাবে আদায় করে পড়তে হয়। যেমনঃ-

بيت-خوف

লীন সিফাতের হরফগুলিকে হুরুফে লীন বলে।

(৪)

ইনহিরাফঃ
অর্থ ঝোকা। ইনহিরাফ সিফাতের হরফ ২ টি যেমনঃ-

ر ل

ইনহিরাফ সিফাতের হরফগুলি আদায় করার সময় একটি অপরটির মাখরাজের দিকে ঝোকে ।

অর্থ্যাত ( লাম )আদায়ের সময়( রা ) এর মাখরাজের দিকে ঝোকে । তেমনি (রা ) আদায়ের সময় ( লাম ) এর মাখরাজের দিকে ঝোকে ।

কিন্তু অতিরিক্ত ঝোকা থেকে বেচে থাকতে হবে । ইনহিরাফ সিফাতের হরফগুলিকে হুরুফে মুনহারিফাহ বলে।

(৫)

তাকরারঃ
অর্থ বারবার হওয়া । তাকরার সিফাতের হরফ ১ টি যেমনঃ-

ر

রা, হরফটি আদায় করার সময় জিহবার মাথা কেঁপে ওঠার কারণে একটি রা, এর পরিবর্তে কয়েকটি রা, হতে চায়।

কিন্তু অতিরিক্ত কম্পন থেকে বেচে থাকতে হবে । যদিও রা, এর উপরে তাশদীদ হয়। তাকরার সিফাতের হরফকে হরফে মুকাররার বলে।।

(৬)

তাফাশ্বীঃ
অর্থ শা শা শব্দ করা । তাফাশ্বী সিফাতের হরফ ১ টি যেমনঃ-

ش

শীন হরফটি আদায় করার সময় মুখের ভিতর শা শা শব্দ ছড়িয়ে পড়ে । তাফাশ্বী সিফাতের হরফকে হরফে মুতাফাশ্বী বলে।

(৭)

ইস্তিত্বলাতঃ
অর্থ লম্বা হওয়া। ইস্তিত্বলাত সিফাতের হরফ ১ টি যেমনঃ-

ض

দ্বোয়াদ, হরফটি আদায় করার সময় তার মাখরাজের শুরু থেকে শেষ পর্যন্ত তথা নাজিয থেকে দ্বোয়াহিক পর্যন্ত আওয়াজ জারী রেখে আদায় করতে হয়।

ইস্তিত্বলাত সিফাতের হরফকে হরফে মুস্তাত্বিল বলে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও


অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • Class: 6 To 9 Assignment Answer Link

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/


Leave a Comment