alim/আলিম বাংলা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন আলিম বাংলা ১ম পত্র, alim bangla 1st paper suggestion 100% common guaranty, special short suggestion alim suggestion bangla 1st paper
alim/আলিম বাংলা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন ২০২৫
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৫ বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি [ ২০২৫ এর সিলেবাস অনুযায়ী] বাংলা ১ম পত্র (Bangla 1st Paper ) সুপার সাজেশন ২০২৫ Subject Code: 236 |
২০২৫ এর এইচএসসি ১০০% কমন সাজেশন |
এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন,বাংলা ১ম পত্র এইচএসসি সাজেশন, চূড়ান্ত সাজেশন এইচএসসি বাংলা ১ম পত্র, HSC বাংলা ১ম পত্র সাজেশন pdf, এইচএসসি ১০০% কমন বাংলা ১ম পত্র সাজেশন,
এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
বাংলা ১ম পত্র এইচএসসি সাজেশন ২০২৫
এবছর করেনার কারণে এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের অধীনে হতে যাচ্ছে। বাংলা ১ম পত্রেও সংক্ষিপ্ত সিলেবাসে হবে। নিচে বাংলা ১ম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস উল্লেখ করা হল। সাজেশন জানার আগে কোন কোন টপিকস পরীক্ষা হবে তা জানা খুব জরুরী।
বাংলা ১ম পত্র সিলেবাস
গল্প
১. অপরিচিতা
২. বিলাসী
৩. আমার পথ
৪. মানব-কল্যাণ
৫. মাসি-পিসি
৬. বায়ান্নর দিনগুলো
৭. রেইনকোট
৮. সোনার তরী
কবিতা
৯. বিদ্রোহী
১০. প্রতিদান
১১. তাহারেই পড়ে মনে
১২. আঠারো বছর বয়স
১৩. ফেব্রুয়ারি ১৯৬৯
১৪. আমি কিংবদন্তীর কথা বলছি
নাটক-উপন্যাস
১৫. লাল সালু
১৬. সিরাজউদ্দৌলা
এই ১৬ টি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এইচএসসি পরীক্ষা হবে।
আঠারো বছর বয়স
১. তরুণদের শক্তি সাহস উদ্দীপনা সম্পর্কে ধারণা
২. অদম্য অপ্রতিরোধ্য তারুণ্যের সম্ভাবনাময় দিকগুলো
৩. আঠারো বছর বয়সের শারীরিক মানসিক সামাজিক সংকটের স্বরূপ
৪. ভুল সিদ্ধান্তের ফলে তারুণ্যের ধ্বংসাত্মক পরিণতি ঘটে।
৫. দেশ ও মানব জাতির কল্যাণে আঠারো বছর বয়সের প্রশস্তির তাৎপর্য – ব্যাখ্যা কর?
তাহারেই পড়ে মনে” Hsc Bangla 1st paper Short syllabus.
১. প্রকৃতির সঙ্গে মানব মনের সাদৃশ্য
২. শিল্প-সাহিত্য তৈরেতে মানব মনের প্রভাব ব্যাখ্যা কর।
৩. গতিময় স্বচ্ছন্দ জীবনে বিচ্ছেদ বেদনার প্রভাব
বিশ্লেষণ কর।
এইচএসসি গুরুত্বপূর্ণ সৃজনশীল সাজেশন + উত্তর বাংলা ১ম পত্র
“সাম্যবাদী” বাংলা ২য় পত্র এইচএসসি সাজেশন।
১. পৃথিবীর সকল মানুষের প্রতি কবির সমদৃষ্টি ও অসাম্প্রদায়িক মনোভাব সম্পর্কে লেখ।
২. কূপমন্ডুকতা পরিহার করে উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন হওয়ার গুরুত্ব বিশ্লেষণ কর?
৩. সকল ধর্ম ও ধর্ম গ্রন্থের সার কথার তাৎপর্য কী?
৪. লোকধর্ম অপেক্ষা মানুষের হৃদয় ধর্মের প্রতি গুরুত্ব আরোপ করার রহস্য
“এই পৃথিবীতে এক স্থান আছে” এইচএসসি সাজেশন।
১. বাংলার প্রকৃতির সৌন্দর্যের স্বরূপ বিশ্লেষণ কর।
২. প্রকৃতি প্রেম ও দেশপ্রেমের সম্পর্ক ব্যাখ্যা লেখ।
৩. জন্মান্তরবাদ সম্পর্কে যা জান।
৪. প্রাচ্যের বিভিন্ন পৌরাণিক চরিত্র ও অনুষঙ্গ সম্পর্কে ধারণার স্বরুপ।
৫. বাংলার প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানের গুরুত্ব ব্যাখ্যা কর।
৬.জীবনানন্দ দাশের কবিতার গঠন সম্পর্কে ব্যাখ্যা লেখ।
এইচএসসি গুরুত্বপূর্ণ সৃজনশীল সাজেশন + উত্তর বাংলা ১ম পত্র
সেই অস্ত্র কবিতা সাজেশন
১. সভ্যতার চিরন্তন প্রতিশ্রুতি কী? ব্যাখ্যা কর।
২. প্রকৃতিকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে হলে কি করতে হবে।
৩. ভালোবাসার প্রয়োজনীয়তা
৪. যুদ্ধের কুফল ও উত্তরণের পথ সম্পর্কে বিশ্লেষণ কর।
৫. জাতি ও বর্ণ বৈষম্য থেকে মুক্তি লাভের উপায় জী?
৬. মানবতার প্রতিশ্রুতি রক্ষায় ভালোবাসার গুরুত্ব কী? ব্যাখ্যা কর।
বিভীষণের প্রতি মেঘনাদ।
এ কবিতা থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। কাজেই নিচের মূল বিষয় জানা আবশ্যক।
১.কবিতাটিতে প্রকাশিত স্বাজাত্যবোধ ও নৈতিকতা সম্পের্ক বল।
২. মেঘনাথ চরিত্রে ফুটে উঠা গুণাবলী দেশপ্রেমের স্বরূপ, বিশ্লেষণ কর।
৩. বিভীষণ চরিত্রে প্রকাশিত দেশের বৈরিতা বিশ্লেষণ কর।
৪. কবিতায় বিধৃত বীরত্ব ও কা-পুরুষতার স্বরূপ উদঘাটন।
৫. পৌরাণিক কাহিনী ও তার নতুননির্মাণ বিশ্লেষণ কর।
ঐকতান বাংলা ১ম পত্র সাজেশন
১. পৃথিবীর বিচিত্র দেশ ও বৈচিত্র্যময় জনজীবনের সঙ্গে একাত্মতা অনুভব করার স্বরুপ।
২.অপাংক্তেয় ও প্রান্তিক মানুষের প্রতি সহমর্মিতা তাৎপর্য ও গুরুত্ব।
৩. শ্রমজীবী মানুষের কর্মের প্রতি শ্রদ্ধা।
৪. সাহিত্য বা শিল্প সৃষ্টিতে মানুষের প্রতি দায়বদ্ধতার গুরুত্বের স্বরুপ।
আরো ও সাজেশন:-
এইচএসসি গুরুত্বপূর্ণ সৃজনশীল সাজেশন + উত্তর বাংলা ১ম পত্র
বাংলা ১ম পত্রের কিছু সৃজনশীল প্রশ্ন।
এইচএসসি পরীক্ষা বাংলা ১ম পত্রে আসতে পারে এমন কিছু প্রশ্নের নমুনা নিচে দেওয়া হল। এগুলো অনুসরণ করলে আপনার অন্যান্য প্রশ্ন বা কমন না পড়লেই আপনি আনায়াসে উত্তর দিতে পারবেন। তাছাড়া এগুলো কমন পড়ার শতভাগ নিশ্চয়তা রয়েছে।
সৃজনশীল প্রশ্ন ১:
সমাজসেবার দিকে বাংলার ক্ষুদিরাম, হাজী মুহসিন, শেরে বাংলা ফজলুল হক, মওলানা আবদুল হামীদ খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা, চে গুয়েভারা মতো মহান নেতার নাম উল্লেখযোগ্য। মানব সেবায় আত্মনিয়োগ করে ইতিহাসে তাঁরা চিরস্মরণীয় আছেন। তাঁরা শুধু অর্থ দিয়ে নয়, নিঃস্বার্থভাবে জীবন দিয়ে মানুষ সেবায় আত্মনিয়োগ করেছিলেন। এসব মহৎ ব্যক্তির জীবনাদর্শ অনুসরণ করে মানবসেবায় আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারি।
ক. কোন ধারণাটি সংকীর্ণ মনোভাবের পরিচায়ক?
খ. কীভাবে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায়?
গ. উদ্দীপকে ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের বিষয়বস্তু ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের সার্বিক চিত্র তুলে ধরতে পারেনি”— মন্তব্যটির যথার্থ?
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
বাংলা ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন PDF Download ২০২৫
সৃজনশীল প্রশ্ন ২.
দুর্বাসা হে! রুদ্র তড়িৎ হানছিলে বৈশাখে,
হঠাৎ সে কার শুনলে বেণু কদম্বের ঐ শাখে।
বজ্রে তোমার বাজলে বাঁশি, বহ্নি হলো কান্না, হাসি
সুরের ব্যথায় প্রাণ উদাসী-
মন সরে না কাজে।
তোমার নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্ত-শিখা বাজে!’
ক. কবি নিজেকে কার শিষ্য বলেছেন?
খ. ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’- বিশ্লেষণ কর।
গ. উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটির অর্থবহন করে ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দুর্বাসা ‘বিদ্রোহী’ কবিতার ক্ষ্যাপা দুর্বাসার স্বরূপ উন্মোচনে সহায়ক, মন্তব্যটি কি যাথার্থ। বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ :
লেভ তলস্তয়ের ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের নায়ক পাখোম লোভী প্রকৃতির ছিল। একদিন প্রতিবেশী দেশে প্রতিদিন জমি ১০০ রুবল শুনে অধিক জমির লোভে সে দেশে ছুটে যায় আর জমি ক্রয় করে। এক দিনে যতটুকু জমি সে ঘুরতে পারবে, ততটুকু জমি তার মালিকানায় থাকবে। এমন লোভনীয় প্রস্তাবে সে ভীষণ লোভে পড়ে। সে শারীরিক ক্লান্তিকে গুরুত্ব না দিয়ে বেশি জমি পাওয়ার লোভে সারা দিন সে ছুটে চলে, আর দৌড়ায়। কিন্তু তার শেষ পরিণতি মৃত্যুই হয়।
ক. মহাকালের স্রোতে কী টিকে ?
খ. মাঝি চলবার সময় কোনো দিকে তাকায় নি কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘সোনার তরী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘সোনার তরী’ কবিতার মূলভাবকে কতটা প্রতিফলিত করতে পেরেছে? বিশ্লেষণ করো।
এইচএসসি গুরুত্বপূর্ণ সৃজনশীল সাজেশন + উত্তর বাংলা ১ম পত্র
সৃজনশীল প্রশ্ন ৪.
করিম রহিমের চায়ের দোকানে কাজ করে। একদিন করিম চায়ের কাপ পরিষ্কার করতে গিয়ে দুটি কাপ ভেঙে ফেলে। এতে রহিম তাকে মারধর করে। রাতের কাজ শেষে যখন করিম বাড়ি ফিরবে হঠাৎ সে দোকানের ক্যাশ বাক্সের পাশে কিছু টাকা দেখতে পায়। তার বুঝতে দেরি হয় না যে, দোকানির মালিক টাকা বাক্সে তুলতে ভুলে গেছে। পরদিন কাজে এসে করিম রহিমের টাকাগুলো ফেরত দেয়। তখন রহিম করিমকে শাস্তি দেওয়ার জন্য লজ্জিত হয়। পরে করিমের বেতন বাড়িয়ে দেয়।
ক. ‘নিরন্তর’ শব্দের অর্থ কী?
খ. ‘ফুল করি দান সারাটি জনম-ভর’— পঙক্তিটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে প্রতিদান’ কবিতার সাদৃশ্য আলোচনা কর।
ঘ. “রহিম সাহেবের মানসিক পরিবর্তন যেন কবির ভালোবাসাপূর্ণ পৃথিবী নির্মাণের সহায়ক।’- উক্তিটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫
প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা,
চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য
কাঠফাটা রোদ সেঁকে চামড়া ।
ক. কমলবান’ শব্দের অর্থ কী ?
খ. “আবার নামবে সালাম রাজপথে” ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে “ফেব্রুয়ারি ১৯৬৯”- এর কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।
ঘ. “ফেব্রুয়ারি ১৯৬৯” কবিতায় বাঙালির সংগ্রামী চেতনার প্রতিফলন ঘটেছে।” মন্তব্যটি কী যথার্থ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৬
ভিতরে আমার বাঁশি বাজে না আর,
উড়েনা পাখি আঁকাবাঁকা সাদা ঝাঁক
নদী জলের ঢেউগুলো নির্বাক
ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড় ।
ক. ‘তাহারেই পড়ে মনে” কবিতাটি ১ম কোন পত্রিকা প্রকাশিত করে?
খ. “যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই” – ব্যাখ্যা কর?
গ. উদ্দীপকটির কোন দিকটি “তাহারেই পড়ে মনে” কবিতার সাথে মিলে, তা চিহ্নিত কর আলোচনা কর।
ঘ. উদ্দীপকের ‘ভিতরে আমার বাশিট বাজেনা আর’ এর দহন ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির অন্তর্দহন – তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও?
নিচের ৭ নং প্রশ্নটি বাংলা ১ম পত্রের অপরিচিতা পাঠ থেকে। এ প্রশ্নটি অনুসরণ করলে আপনার এ পাঠের সংশ্লিষ্ট প্রশ্ন দিতে পারবেন।
সৃজনশীল প্রশ্ন ৭ :
কন্যার পিতা কমল ঠাকুর আমাদের সুজন দত্তের হাতে পায়ে ধরিয়া বলিলেন, “শুভ কার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব।” সুজন দত্ত বলিলেন, “টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না।” এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়িয়া ইতোমধ্যে একটি সুবিধা হইল। বর সহসা তার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল। সে বাবাকে বলিয়া বসিল, “কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না; বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব।
ক. অনুপমের বয়স বিয়ের সময় কত ছিল?
খ. ‘অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি।” ব্যাখ্যা কর?
গ. উদ্দীপকের বরের সাথে ‘অপরিচিতা” গল্পের অনুপমের বৈসাদৃশ্য তুলে ধর।
ঘ. “উদ্দীপকের ঘটনাটি ‘অপরিচিতা’ গল্পে বর্ণিত সামাজিক অসংগতির দিকটি তুলে ধরতে সক্ষম হয়েছে।”- মন্তব্যটির যৌক্তিক আলোচনা কর।
PDF Download বাংলা ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন ২০২৫
সৃজনশীল প্রশ্ন ১ : বজলু মতিন মণ্ডলের চায়ের দোকানে কাজ করে। একদিন বজলু চায়ের কাপ পরিষ্কার করতে গিয়ে অসতর্কতাবশত দুটি কাপ ভেঙে ফেলে। এতে মতিন মণ্ডল তাকে অনেক মারধর করে। রাতের কাজ শেষে যখন বজলু বাড়ি ফিরবে হঠাৎ সে দোকানের ক্যাশ বাক্সের পাশে কিছু টাকা দেখতে পায়। তার বুঝতে দেরি হয় না যে, দোকানির মালিক টাকা বাক্সে তুলতে ভুলে গেছে। পরদিন কাজে এসে বালু মতিন মণ্ডলকে টাকাগুলো ফেরত দেয়। তখন মতিন মিয়া বজলুকে শাস্তি দেওয়ার জন্য অনুতপ্ত হয় এবং বজলুর বেতন বাড়িয়ে দেয়।
ক. ‘নিরন্তর’ শব্দের অর্থ কী?
খ. ‘ফুল করি দান সারাটি জনম-ভর’— পঙক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সাথে প্রতিদান’ কবিতার সাদৃশ্য আলোচনা করো।
ঘ. “মতিন মণ্ডলের মানসিক পরিবর্তন যেন কবির ভালোবাসাপূর্ণ পৃথিবী নির্মাণের সহায়ক।’- উক্তিটি বিশ্লেষণ করো
সৃজনশীল প্রশ্ন ২ : লেভ তলস্তয়ের ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের নায়ক পাখোম লোভী প্রকৃতির। পাশের দেশে দিনপ্রতি জমির দাম ১০০ রুবল শুনে অধিক জমি পাওয়ার লোভে সে সেখানে ছুটে যায় এবং জমি কেনে। এক দিনে যতটুকু জমি সে ঘুরে আসতে পারবে, ততটুকু জমির মালিকানা পাবে সে। এমন আকর্ষণীয় প্রস্তাবে লালায়িত হয়ে শারীরিক ক্লান্তিকে গুরুত্ব না দিয়ে বেশি জমি পাওয়ার লোভে সারা দিন সে দৌড়ায়। পরিণতিতে মৃত্যু হয় তার।
ক. মহাকালের স্রোতে কী টিকে থাকে?
খ. মাঝি চলে যাওয়ার সময় কোনো দিকে তাকায়নি কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ‘সোনার তরী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকটি ‘সোনার তরী’ কবিতার মূলভাবকে কতটা প্রতিফলিত করতে পেরেছে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : সমাজসেবার ক্ষেত্রে বাংলার ক্ষুদিরাম, হাজি মুহম্মদ মুহসীন, শেরে বাংলা এ. কে. ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান। ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আফ্রিকার বর্ণবাদবিরোধী বিশ্বখ্যাত নেতা নেলসন ম্যান্ডেলা, আর্জেন্টিনার চে গুয়েভারা প্রমূখ মহান নেতার নাম উল্লেখযোগ্য। মানব কল্যাণে আত্মনিয়োগ করার মাধ্যমেই ইতিহাসে তাঁরা চিরস্মরণীয় হয়ে আছেন। তাঁরা শুধু অর্থ দিয়ে নয়, নিঃস্বার্থভাবে জীবন দিয়ে মানব কল্যাণে আত্মনিয়োগ করে গেছেন। এসব মহৎপ্রাণ ব্যক্তির জীবনাদর্শ অনুসরণ করে মানবসেবায় আমরা নিজেদের উদ্বুদ্ধ করতে পারি।
ক. লেখকের মতে, কোন ধারণা সংকীর্ণ মনোভাবের পরিচায়ক?
খ. কীভাবে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায়?
গ. উদ্দীপকে ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকের বিষয়বস্তু ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের সার্বিক চিত্র তুলে ধরতে পারেনি”— মন্তব্যটির যথার্থতা যাচাই করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : ‘দুর্বাসা হে! রুদ্র তড়িৎ হান্ছিলে বৈশাখে,
হঠাৎ সে কার শুনলে বেণু কদম্বের ঐ শাখে।
বজ্রে তোমার বাজলে বাঁশি, বহ্নি হলো কান্না, হাসি
সুরের ব্যথায় প্রাণ উদাসী-
মন সরে না কাজে।
তোমার নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্ত-শিখা বাজে!’
ক. কবি নিজেকে কার শিষ্য বলে ঘোষণা করেছেন?
খ. ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে? আলোচনা করো।
ঘ. উদ্দীপকের দুর্বাসা ‘বিদ্রোহী’ কবিতার ক্ষ্যাপা দুর্বাসার স্বরূপ উন্মোচনে সহায়ক কি? যৌক্তিক বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : সারা দিন খেত-খামারে কাজ করে আর পুকুরে মাছ চাষ করে সময় কাটে মন্টু মিয়ার। এসব কাজে কষ্ট হলেও যখন খেতে হলুদ ফসল ফলে আর পুকুর মাছে ভরে যায় তখন তার আনন্দের সীমা থাকে না।
ক. শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে?
খ. গাভির পরিচর্যাকারীকে জননীর আশীর্বাদ কেন দীর্ঘায়ু করবে?
গ. উদ্দীপক ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সাদৃশ্য কোথায়? আলোচনা করো।
ঘ. “পরিশ্রমে যে ফসল ফলে তা অনাবিল আনন্দের’_ উদ্দীপক ও আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : স্বপ্নচূড়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান মি. রহমান রাশভারি মানুষ। কর্মচারীরা আনুগত্যের ভাব প্রকাশে তার সব কথাতেই হ্যাঁ স্যার, জি স্যার করেন। কেবল মতিন সাহেব তা করেন না। যেটি ঠিক সেখানে হ্যাঁ, যেটি ঠিক নয় সেখানে না বলেন। সহকর্মীরা মতিন সাহেবকে গৌয়ার ও বেয়াদব ভাবেন। চেয়ারম্যান সাহেবও মাঝেমধ্যে মতিন সাহেবের গৌয়াতুমিতে বিরক্ত হন। হঠাৎ কোষাধাক্ষের মৃত্যুতে পদটি শূন্য হলে লোভনীয় এ পদে পদায়ন পেতে সহকর্মীরা চেয়ারম্যানকে তোয়াজ করতে থাকেন। অবশেষে চেয়ারম্যান যেদিন উক্ত পদের নিয়োগপত্র ইস্যু করেন তা দেখে সবার চোখ ছানাবড়া। কারণ সেই পদের নিয়োগপত্র পান মতিন সাহেব।
ক. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
খ. মানুষ-ধর্মকে সবচেয়ে বড় ধর্ম বলা হয় কেন?
গ উদ্দীপকে “আমার পথ” প্রবন্ধটির কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. “মতিন সাহেবের সততাই তাকে উক্ত পদে ভূষিত করে” উদ্দীপক ও প্রবন্ধের আলোকে সততার স্বরূপ বিশ্লেষণ করো।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সৃজনশীল প্রশ্ন ৭ :
প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা,
চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য
কাঠফাটা রোদ সেঁকে চামড়া ।
ক. কমলবান’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
খ. “আবার নামবে সালাম রাজপথে” ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে “ফেব্রুয়ারি ১৯৬৯”- এর কোন দিকটি উঠে এসেছে?__ আলোচনা করো।
ঘ. “ফেব্রুয়ারি ১৯৬৯” কবিতায় বাঙালির সংগ্রামী চেতনার প্রতিফলন ঘটেছে।” মন্তব্যটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : ১৭ মে ১৯৭১, সোমবার রেডিও-টিভিতে বিখ্যাত ও পদস্থ ব্যক্তিদের ধরে নিয়ে প্রোগ্রাম করিয়ে কর্তাদের তেমন সুবিধা হচ্ছে না বোধ হয়। তাই এখন বুদ্ধিজীবী ও শিল্পীদের ধরে ধরে তাদের দিয়ে খবরের কাগজে বিবৃতি দেওয়ানোর কুটকৌশল শুরু হয়েছে। আজকের কাগজে ৫৫ জন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম দিয়ে এক বিবৃতি বেরিয়েছে। |….] এদের মধ্যে কেউ কেউ সানন্দে ও সাগ্রহে সই দিলেও বেশিরভাগ বুদ্ধিজীবী ও শিল্পী যে বেয়নেটের মুখে সই দিতে বাধ্য হয়েছেন, তাতে আমার কোনো সন্দেহ নেই।” [তথ্যসূত্র: ‘একাত্তরের দিনগুলি’ – জাহানারা ইমাম]
ক. ‘মিসক্রিয়ান্ট’ শব্দের অর্থ কী?
খ. রেইনকোট পরার পর থেকে নুরুল হুদার হাত-পা কেন শিরশির করতে থাকে? ব্যাখ্যা করো।
গ. বুদ্ধিজীবী ও শিল্পীদের দিয়ে খবরের কাগজে বিবৃতি দেওয়ানোর বিষয়টি রেইনকোট গল্পের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ? আলোচনা করো।
ঘ. “পাকিস্তানীদের সকল অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে এদেশের সকল মানুষ দেশকে স্বাধীন করার নিরন্তর চেষ্টা অব্যাহত রেখেছিল’ – উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পের আলোকে আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৯ :
ভেতরে আমার বাঁশিটি বাজে না আর,
ওড়েনা পাখি আঁকাবাঁকা সাদা ঝাঁক
নদী জলের ঢেউগুলো নির্বাক
ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড় ।
ক. ‘তাহারেই পড়ে মনে” কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
খ. “যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই” – বলতে কি বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকটির কোন দিকটি “তাহারেই পড়ে মনে” কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ তা চিহ্নিত করো।
ঘ. উদ্দীপকের ‘ভেতরে আমার বাশিটি বাজেনা আর’ এর দহন ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির অন্তর্দহন – তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ : আফ্রিকার গণমানুষের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। আফ্রিকায় সংঘটিত বর্ণবাদ, বৈষম্য ও শেতাজ্তাদের শোষণ- নিপীড়নের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের দীর্ঘ আন্দোলন ও কঠোর সংগ্রামের নেতৃত্বের পুরোধা তিনিই ছিলেন। সাধারণ মেহনতি, নির্যাতিত মানুষের অধিকার আদায় করতে তাকে নির্যাতন সহ্য করতে হয়েছে, জেলে যেতে হয়েছে। দীর্ঘ সাতাশ বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে সশ্রম কারাভোগের পর আফ্রিকার মুক্তিপাগল মানুষকে তিনি স্বাধীনতা উপহার দেন।
ক. ১৯৭২ সালে বঙ্গবন্ধু কোন পদকে ভূষিত হন?
খ. “বাংলাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই’- উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের নেলসন ম্যান্ডেলা চরিত্রের সাথে “বায়ান্নর দিনগুলো তুলনামূলক আলোচনা তুলে ধরো ।
ঘ. প্রেক্ষাপট ভিন্ন হলেও সংগ্রামী ও অধিকার সচেতন শেখ মুজিবুর রহমান ও নেলসন ম্যান্ডেলা একই চেতনায় উদ্বুদ্ধ’ – “বায়ান্নর দিনগুলো” রচনার বিষয়বস্তুর আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করে তোমার মতামত প্রদান করো।
সৃজনশীল প্রশ্ন ১১ :
মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম
মোরা ঝরনার মতো চঞ্চল
মোরা বিধাতার মতো নির্ভয়
মোরা প্রকৃতির মতো উচ্ছল
মোরা আকাশের মতো বাধাহীন
মোরা মরু সঞ্চারী বেদুঈন।
ক. কবি সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার আজীবন সম্পাদক ছিলেন?
খ. এ দেশের বুকে আঠারো আসুক নেমে – চরণটি ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকের সঙ্গে ‘আঠারো বছর বয়স’ কবিতার সাদৃশ্য আলোচনা করো।
ঘ. ‘আঠারো বছর বয়স’ কবিতায় এ বয়সের কিছু আশঙ্কার কথা থাকলেও উদ্দীপকে তা অনুপস্থিত – পর্যালোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ১২ : কন্যার পিতা রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন, “শুভ কার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব।” রায় বাহাদুর বললেন, “টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না।” এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়িয়া ইতোমধ্যে একটি সুবিধা হইল। বর সহসা তার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল। সে বাবাকে বলিয়া বসিল, “কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না; বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব।
ক. বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল?
খ. ‘অন্নপূর্ণার কোলে গজাননের ছোটো ভাইটি।” বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের বরের সাথে ‘অপরিচিতা” গল্পের অনুপমের বৈসাদৃশ্য তুলে ধরো।
ঘ. “উদ্দীপকের ঘটনাটি ‘অপরিচিতা’ গল্পে বর্ণিত সামাজিক অসংগতির দিকটি তুলে ধরতে সক্ষম হয়েছে।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।
২০২৫ বাংলা ১ম পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৫
HSC /Alim Common Suggestion 2025
আজকের সাজেশস: ২০২৫ এইচএসসি বাংলা ১ম পত্র পরীক্ষার সাজেশন, ২০২৫ এইচএসসি বর্ষ বাংলা ১ম পত্র সাজেশন
PDF Download বাংলা ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন, বাংলা ১ম পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড, বাংলা ১ম পত্র সাজেশন এইচএসসি, এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন, বাংলা ১ম পত্র এইচএসসি সাজেশন,
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও