অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন পদ্ধতি, মান বণ্টন এবং প্রস্তুতি জানুন:
পূর্বে এই অডিটর ও জুনিয়র অডিটর উভয় পদের নিয়োগ প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হত-প্রিলিমিনারি এবং ভাইভা। দূরনীতিও হত প্রচুর নিজেরা নিতো বলে। কিন্তু গত ২০১৯ সালের সিজিডিএফ এর অধীন অডিটর পদের নিয়োগ তিনটি ধাপে সম্পন্ন হয়-প্রিলিমিনারি, রিটেন ও ভাইভা যেটার দায়িত্ব দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইবিএ বিভাগকে।
জুনিয়র অডিটর এর নিয়োগ দুই ধাপেই সম্পন্ন হয়-প্রিলিমিনারি ও ভাইভা এবং এর দায়িত্ব ও আইবিএ কে দেয়া হয়। ফলে নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ ফেয়ার হয় এবং মেধাবীরা নির্বাচিত হয়। আমার যতটুকু ধারনা এবারের নিয়োগ পরীক্ষার দায়িত্ব আইবিএ কেই দেয়া হবে।
প্রফেসর’স অডিটর ও জুনিয়র অডিটর প্রশ্ন ব্যাংক (২০০৯-২০১৯) ও আপনাদের জন্য রয়েছে বিশেষ সংযোজন অডিটর ও জুনিয়র অডিটর বিগত পরীক্ষার আলোকে নম্বর বন্টন বিশ্লেষণ –
N.B: চাকরির পরীক্ষার নির্দিষ্ট সিলেবাস হয় না তাই কি আসবে বা কি ধরনের প্রশ্ন হবে এটা বলা সম্ভব না এইচ আর তার নিজের ইচ্ছা অনুযায়ী মান বন্টন করে নিতে পারে । তাই এগুলো থেকে আপনি একটা প্রথমিক ধারনা নিবেন মাত্র । সাধারণত বিগত পরীক্ষায় এই ধরনের প্যার্টানে প্রশ্ন করা হয়েছিলো । আশা করা যায় এরকমই হবে , তবে প্রতিষ্ঠান চাইলে পরীক্ষার ধরন পরিবর্তন করতে পারে ।
বিগত পরীক্ষার প্রশ্নের আলোকে বিশ্লেষণঃ
বাংলা ব্যাকরণ ও সাহিত্য:
১. সমার্থক/প্রতিশব্দ বা শব্দের অর্থ
২. বানান/ বাক্য শুদ্ধিকরণ
৩. বাগধারা
৪. এক কথায় প্রকাশ।
৫. বিভিন্ন লেখকের উক্তি/ উপাধি/ ছন্দনাম
৬. ধ্বনি/ বর্ণ
৭. পদ প্রকরণ
৮. বিপরীত শব্দ/ সমাস/ সন্ধি
৯. উপসর্গ/ অনুসর্গ
১০. বিভিন্ন লেখকের লেখা বইয়ের নাম
ইংরেজী:
১. Fill in the gap
২. Identify the underlined word or phrase which is incorrect
৩. World Meaning/Synonym/ Antonym
৪. Select the missing word
৫. Find the odd Word
৬. Pin Point error
৭. Sentence Correction/ Spelling
৮. Idiom or Phrase/ Group Verb
গণিত:
১. দিন ও কাজ/ ঐকিক নিয়ম
২. বয়স
৩. শতকরা
৪. সুদ নির্ণয়
৫. অনুপাত/ সমানুপাত/ মিশ্রণ
৬. সংখ্যা/দূরত্ব ও বেগ
৭. ধারা
৮. নল ও চৌবাচ্চা
৯. লাভ/ ক্ষতি
১০. পরিমিতি
সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক:
১. সাম্প্রতিক সাধারণ জ্ঞান ( বাংলাদেশ ও বিশ্ব)
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
৩. উপজাতি সহ বাংলাদেশের সীমারেখা/ ভূ-রাজনীতি/ সরকার ব্যবস্থা
৪. খেলাধুলা বিশেষ করে বিশ্বকাপ ক্রিকেট ২০২০
৫. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার A to Z
৬. বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রাচীনতম নির্দশন এবং আলোচিত শহর আর স্থাপনা
৭. বেসিক কম্পিউটার ( আসতেও পারতে আবার নাও পারে)
২০১৯ সালের অডিটর ও জুনিয়র অডিটর পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বরের প্রশ্ন করা হয়েছিলো সেটা দেখে নিন –
নিয়োগ পরীক্ষা ২টি ধাপে হয়ঃ
১.লিখিত (শুধু প্রিলি)
২.মৌখিক/ভাইভা
তবে জুনিয়র অডিটর নিয়োগে কম্পিউটার অপারেটিংয়ের উপর এক্সট্রা একটা ব্যবহারিক পরীক্ষা দিতে হয় বিগত পরীক্ষাগুলোয় দেখা গেছে, অডিটর ও জুনিয়র অডিটর পদের লিখিত পরীক্ষা (MCQ) হয় ৭০ নম্বর
Controller General of Accounts (CGA)
Exam Date: 12 July 2019
Exam time: 10.30 AM to 11.30 AM
Exam Taker: IBA, DU
পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে ৭০ টি প্রশ্ন ৭০ নম্বর তবে অনেকেই বলছিলো ভুল উত্তরে ০.২৫ নম্বর কেটে নেয়া হবে একটু কনফিউশন ছিলো , আপনার প্রথম কাজ হবে পরিক্ষার সময় প্রশ্ন হাতে পাবের পরে ভালো করে পড়ে নেওয়া । যদি নেগেটিভ নম্বর থাকে তবে সেটা অবশ্যই প্রশ্নপত্রে বলা থাকবে । এর পরেও কনফিউশন থাকলে পরীক্ষার হলে যারা গার্ড দেবে ওদের কাছে শুনে নিতে পারেন ।
মূল প্রশ্নপত্র:
বাংলা—১৫
অংক—-২০
ইংরেজি—২০
সাধাঃ জ্ঞাণ—১৫
ICT (তথ্য প্রযুক্তি) থেকে প্রশ্ন হতে পারে তাই এগুলোর পাশাপাশি ICT ভালো করে পড়তে হবে ।
বিষয়ভিত্তিক ভাবে দেখে নিন:
বাংলা:
বিগত বছরে যেভাবে প্রশ্ন হয়েছে
শব্দার্থ—৬টি
বানান—৪ টি
বাগধারা–২টি
সাহিত্য–২টি
বাক্য সংকোচন — ১ টি
অংক:
লাভ-ক্ষতি –৫টা
অনুপাত—৪টা
কাজ—২টা
ট্রেন–১টা
সময়–১টা
গড়–১টা
বয়স–১টা
পারসেন্টেজ —৩/৪ টা
ইংরেজী:
সিনোনিম–৫টি
পিন পয়েন্ট ইরর–২টি
শূন্যস্থান –১৩ টি( এই অংশটা পাঁমিশালি।শব্দার্থ,প্রিপজিশান,ফ্রেজ সবকিছু মিলিয়ে)
সাধারণ জ্ঞান:
সাম্প্রতিক —৩টি
মুদ্রা—১টি
গোয়েন্দা সংস্থা–১ টি
রাজধানী—১টি
শহর/নগর/নদী কোথায় অবস্থিত—৪টি
সংস্থা —১টি
বাকি ২টা কমন টাইপ
তথ্য ও প্রযুক্তি:
তথ্য ও প্রযুক্তি থেকে ৫ থেকে ৭ টি প্রশ্ন করা হতে পারে ভালো করে দেখে যেতে হবে ।
বিঃদ্রঃ বেশী ক্যান্ডিডেট হলে লিখিত পরীক্ষা হতে পারে নতুন প্রজ্ঞাপন অনুসারে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন
- ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রস্তুতি ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার, সমাজকর্মীর পরীক্ষা সাজেশন
- মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, Department of Fisheries Job Examination Suggestion, প্রস্তুতি মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার