Bangladesh Railway Exam Question Solution 2022, বাংলাদেশ রেলওয়ে এর গার্ড পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান এর PDF ফাইল ২০২২, বাংলাদেশ রেলওয়ে এর গার্ড পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান 2022, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ pdf [গার্ড লোকোমোটিভ মাস্টার]
বিগত সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক
পদের নাম: গার্ড গ্রেড-২
পরীক্ষার তারিখঃ ১৭ জুন ২০২২
১। ECNEC এর বিকল্প চেয়ারম্যান কে? উত্তরঃ অর্থমন্ত্রী
২। ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস? উত্তরঃ সমার্থে
৩। কোন বাগধারার ভিন্ন অর্থ বহন করে? উত্তরঃ দুধের মাছি
৪। The author of the “Taming of the shrew”- উত্তরঃ William Shakespeare
৫। His proposal was found _ conformity with our office regulations. উত্তরঃ on
৬। We waited until the plane——. উত্তরঃ took off
৭। “বৃষ্টি পড়ে টাপুর টুপুর” এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? উত্তরঃ পদের দ্বিরুক্তি
৮। দুইটি সংখ্যার অনুপাত 5: 7 । এদের গ.সা.গু 4 হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত? উত্তরঃ 140
৯। Select correct passive voice of “Do the work right now”- উত্তরঃ Let the work be done right now
১০। Choose the appropriate word: He had a _ headache. উত্তর: bad
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান 2022
১১। কোন বানানটি সঠিক? উত্তরঃ মহর্ষি
১২। রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ? উত্তর: কাব্যগ্রন্থ
১৩। দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে —- বলে। উত্তরঃ প্রবৃদ্ধ কোণ
১৪। TRIPS – এর পূর্ণরূপ কি? উত্তরঃ Trade Related Aspects of Intellectual Property Rights
১৫। বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল? উত্তরঃ অস্ট্রিক
১৬। বিভক্তিহীন নাম শব্দকে কী বলে? উত্তরঃ প্রাতিপদিক
১৭। This is the house —– I want to buy. উত্তরঃ Which
১৮। Choose appropriate word. He was —– for murder. উত্তর: hanged
১৯। 7 + 12 + 17+ … ধারাটির 30 টি পদের সমষ্টি কত? উত্তরঃ ২৩৮৫
২০। দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি? উত্তর: ইস্তাম্বুল
২১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার কোথায় অবস্থিত? উত্তরঃ বিজয় সরণী, তেজগাঁও
২২। O’Henry was an author of? উত্তরঃ USA
২৩। যে নারীর স্বামী ও পুত্র নেই- এক কথায় কি হবে? উত্তর: অবীরা
২৪। What is the meaning of ‘a white lie’? উত্তরঃ Harmless lie
২৫। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সে.মি, 8 সে.মি ও 9 সে.মি এর ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ 26.83 বর্গ সে.মি
২৬। Choose the antonym of ‘castigate’ উত্তরঃ reward
২৭। কর্তা অন্যকে দিয়ে করালে বোঝালে কোন ক্রিয়া হবে? উত্তরঃ প্রযোজক ক্রিয়া
২৮। একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব যথাক্রমে ১২ সে.মি. ও ৫ সে.মি.। উহার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? উত্তরঃ ১৬৯ বর্গ.সেমি
২৯। Choose the synonym of `entice’ উত্তরঃ allure
৩০। x – y = 2 এবং xy = 24 হলে, x + y এর মান কত? উত্তর: ±10
৩১। যদি কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমান 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? উত্তরঃ 21%
৩২। Meaning of “Wild goose chase” is- উত্তরঃ Worthless job
৩৩। প্রসেসর যা পাটিগণিত এবং লজিক্যাল অপারেশন সম্পাদন করে তাকে …….. বলা হয়। উত্তরঃ এএলইউ (ALU)
৩৪। What is the single word for a hater of mankind? উত্তরঃ Misanthropist
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান 2022
৩৫। secA + tanA=5/2 হলে, secA – tanA এর মান কত? উত্তরঃ 2/5
৩৬। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান কোনটি? উত্তরঃ কারোলিন্সকা ইনস্টিটিউট
৩৭। রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে? উত্তরঃ UNHCR
৩৮। একটি বৃত্তের ক্ষেত্রফল ৩১৪ বর্গ সে: মি: হলে উহার ব্যাস কত? উত্তরঃ ২০ সে.মি
৩৯। Budget শব্দের মূল অর্থ? উত্তরঃ থলে
৪০। ‘লোকটি ধনী কিন্তু কৃপণ’ কোন ধরনের বাক্য? উত্তরঃ যৌগিক
৪১। x + 1/x = 5 হলে, x³ + 1/x³ = ? উত্তরঃ 110
৪২। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? উত্তরঃ মালাক্কা প্রণালী
৪৩। Find out the meaning of the word “Forthcoming” উত্তরঃ approaching
Bangladesh Railway Exam Question Solution 2022, বাংলাদেশ রেলওয়ে এর গার্ড পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান এর PDF ফাইল ২০২২, বাংলাদেশ রেলওয়ে এর গার্ড পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান 2022, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ pdf [গার্ড লোকোমোটিভ মাস্টার]
৪৪। Which one is incorrect spelling? উত্তরঃ Grateful
৪৫। The most correct translation of the sentence “তার জন্য জায়গা করে দাও” is: উত্তরঃ Make room for him
৪৬। Which sentence is correct? উত্তরঃ Many a rose is born to blush unseen.
৪৭। বাংলাদেশে কবে LDC হতে উত্তরণ করবে? উত্তরঃ ২০২৬ সালে
৪৮। কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? উত্তরঃ ঘোড়া খুব দ্রুত চলে।
৪৯। কোন ভগ্নাংশের লবের সােথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। উত্তরঃ 3/5
৫০। বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ কয়টি? উত্তরঃ ৮টি
৫১। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়? উত্তরঃ উপভাষা
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান 2022
৫২। বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় 15000 টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? উত্তরঃ 2865.24
৫৩। Education is enlightening, here enlightening is? উত্তরঃ A participle
৫৪। ভাষার মৌলিক রীতি কোনটি? উত্তরঃ লেখার রীতি
৫৫। পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান? উত্তরঃ AECOM
৫৬। “Once is a blue moon” means____ উত্তর: very rarely
৫৭। মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি? উত্তর: রপ্তানি বৃদ্ধি করা
৫৮। রাতুল শব্দের অর্থ কি? উত্তর: লাল
৫৯। (5⁴ ˣ 8 ˣ 16)/(2⁵ ˣ 125) এর মান নিম্নে কোনটি? উত্তর: 20
৬০। হুমায়ন বাংলা ব্যাকরণে ভালো। কোন কারক? উত্তর: অধিকরণ কারক
৬১। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? উত্তর: ধূমকেতু
৬২। চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ কোন ধরনের পুরষ্কার? উত্তর: গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড
সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক
৬৩। কোনটি মেঘের প্রতিশব্দ নয়? উত্তর: প্রভঞ্জন [প্রভঞ্জন অর্থ ঝটিকা; প্রবল বায়ু]
৬৪। ‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর:পারত্রিক
৬৫। নিচের কোনটি ‘অন্বেষণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ? উত্তর: অনু + এষণ
৬৬। Log₁₀x = -2, x = ? উত্তর: 0.01
৬৭। বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি? উত্তর: দুর্গেশনন্দিনী
৬৮। I only want _ little sugar in my tea. উত্তর: a
৬৯। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল- উত্তর: জুলাই ২০২০-জুন ২০২৫
৭০। আয়তকার একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল ৬০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত? উত্তর: ৫০ মিটার
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন
- ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রস্তুতি ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার, সমাজকর্মীর পরীক্ষা সাজেশন
- মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, Department of Fisheries Job Examination Suggestion, প্রস্তুতি মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার
- সিএজির অডিটর পদের লিখিত পরীক্ষা সাজেশন,Written Examination Suggestion for the post of CAG Auditor, অডিটর পদের লিখিত পরীক্ষা সাজেশন