Bangladesh Studies: History Culture And Heritage Honors 1st Year Exam Suggestion PDF, Honors Bangladesh Studies: History Culture And Heritage Suggestion PDF Download

Bangladesh Studies: History Culture And Heritage Honors 1st Year Exam Suggestion PDF, Honors Bangladesh Studies: History Culture And Heritage Suggestion PDF Download

Bangladesh Studies: History Culture And Heritage Honors 1st Year Exam Suggestion PDF, Honors Bangladesh Studies: History Culture And Heritage Suggestion PDF Download, PDF Download Bangladesh Studies: History Culture And Heritage Honors 1st Year suggestion

জাতীয় বিশ্ববিদ্যালয়
BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
বাংলাদেশ স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন অনার্স ১ম বর্ষের
 [Bangladesh Studies: History Culture And Heritage] সাজেশন অনার্স ১ম বর্ষের
Department of : সমাজকর্ম ও অন্য সকল বিভাগের
Subject Code: 212103
2025 এর অনার্স ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025

PDF Download বাংলাদেশ স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | বাংলাদেশ স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |বাংলাদেশ স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন অনার্স ১ম বর্ষের

অনার্স ১ম বর্ষের বাংলাদেশ স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন pdf ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়- বাংলাদেশ স্টাডিস: ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য, বিষয় কোড: ২১২১০৩।

বাংলাদেশ স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
উত্তর: বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

২. কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামটি প্রকাশিত হয়?
উত্তর: ‘ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নাম প্রকাশিত হয়

৩. প্রাচীন বাংলার জনপদ গুলো কী কী?
অথবা, প্রাচীন বাংলার জনপদ গুলোর নাম লেখ।
অথবা, প্রাচীন বাংলার পাঁচটি জনপদের নাম লেখ।
উত্তর: প্রাচীন বাংলা জনপথগুলো হল গৌরবুন্ডু বঙ্গ বরেন্দ্র হরিকেল সমতট, তাম্রলিপ্তি চন্দ্রদীপ প্রভৃতি।

৪. কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত আইন পাশ হয়?
উত্তর: কবে চিরস্থায়ী বন্দোবস্ত আইন পাশ হয় উত্তর 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত আইন পাশ হয়।

৫. বাংলার নব জাগরনের পথিকৃৎ কারা?
উত্তর: বাংলা নবজাগরণের পথিকৃৎ হলেন রাজা রামমোহন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্যার সৈয়দ আহমদ খান প্রমুখ।

৬. ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায়।

৭. কে কখন এবং কোথায় লাহোর প্রস্তাব উৎন্থাপন করেন?
অথবা, কে লাহোর প্রস্তাব উৎন্থাপন করেন?
উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হক ২৪ মার্চ ১৯৪০ পাকিস্তানের লাহোরে লাহোর প্রস্তাব উৎন্থাপন করেন।

৮. তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা।

৯. সংবিধানে কখন বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
উত্তর: সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় ২৯ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে।

১০. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয়েছে কবে?
উত্তর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয় ১৭ নভেম্বর ১৯৯৯ সালে।

১১. যুক্তফ্রন্টের কয়টি দফা ছিল?
উত্তর: যুক্তফ্রন্টের ২১ টি দফা ছিল।

১২. ছয়দফা ঘোষণা করেন কে?
উত্তর: ৬ দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৩. বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি?
উত্তর: বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা দাবি।

১৪. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দিন আহমেদ।

১৫. পাকিস্তানি বাহিনীর আত্মসমরনেট দলিলে কে কে স্বাক্ষর করেন?
উত্তর: আমির আব্দুল খান নিয়েছি ও জগজিৎ সিং অরোরা।

১৬. ‘Culture’ শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে?
উত্তর: ‘Culture’ শব্দের উৎপত্তি হয়েছে লেটিন শব্দ ‘Colere’ থেকে।

১৭. উপসংস্কৃতি কি?
উত্তর: উপসংস্কৃতি বলতে সমাজের কোন বিশেষ জনগোষ্ঠীর মূল্যবোধ এবং অনুশীলন যা বৃহত্তর সংস্কৃতি থেকে ভিন্নতাকে বুঝায়।

১৮. সংস্কৃতির দুটি উপাদান উল্লেখ কর।
উত্তর: সংস্কৃতির দুটি উপাদান হল ১. জ্ঞানীয় ও ২. মূল্যবোধ।

১৯. বাংলাদেশের বিদ্যমান তিনটি উপসংস্কৃতির উদাহরণ দাও।
উত্তর: বাংলাদেশের বিদ্যমান তিনটির উপসংস্কৃতির উদাহরণ হল এক উপজাতীয় সংস্কৃতি দুই বেদে সংস্কৃতি ও তিন হিজড়া সংস্কৃতি।

২০. গ্রামীণ ও শহুরে সংস্কৃতি দুটি প্রধান পার্থক্য উল্লেখ কর।
উত্তর: গ্রামীণ ও শহুরের সংস্কৃতি দুটি প্রধান পার্থক্য হল ১. গ্রামীণ সংস্কৃতি প্রাকৃতিক এবং শহুরে সংস্কৃতি কৃত্রিম ও ২. গ্রামীণ সংস্কৃতিতে দেশীয় সংস্কৃতির প্রভাব বিদ্যমান এবং শহুরে সংস্কৃতিতে বিদেশীর সংস্কৃতি প্রভাব।

২১. সাংস্কৃতিক দ্বন্দ্ব কী?
উত্তর: সমাজে যখন নতুন কোন রীতিনীতি প্রবেশ ঘটে তখন বিদ্যমান সাংস্কৃতির সাথে নতুন রীতি-নীতির মিশ্রণের ফলে যে অসংগতির সৃষ্টি হয় তাকে সাংস্কৃতিক দ্বন্দ্ব বলে।

২২. বাংলার লোক সংগীতের সম্রাট কে?
উত্তর: বাংলার লোক সংগীতের সম্রাট লালন শাহ।

২৩. বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দেশনার নাম কী?
উত্তর: বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দেশনের নাম চর্যাপদ।

২৪. বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় দাও।
অথবা, বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় দাও।
উত্তর: বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় হলো আদি অস্ট্রেলিয়া ও মঙ্গলীয় নরগোষ্ঠীর সৃষ্টি।

২৫. উপসংস্কৃতি প্রত্যাহারী সর্বপ্রথম কে বহন করেন?
উত্তর: সাংস্কৃতি প্রত্যয়টি সর্বপ্রথম Russel Middleton ব্যবহার করেন।

২৬. বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় কী?
অথবা, বাঙালির জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় কী?
উত্তর: বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় হলো আদি অস্ট্রেলিয়া ও মঙ্গেলিও নরগোষ্ঠীর সংমিশনের সৃষ্টি।

২৭. চাকমা সমাজে প্রধান কে?
উত্তর: চাকমা সমাজের প্রধান চাকমা রাজা

২৮. গারোরা বাংলাদেশের কোন এলাকায় বাস করে?
উত্তর: গারোরা বাংলাদেশের সিলেট ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা টাঙ্গাইল সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীর বাজারে গারোরা বাস করে

২৯. রাখাইনরা বাংলাদেশের কোন কোন অঞ্চলে বাস করে?
উত্তর: রাখাইনরা বাংলাদেশের বরগুনা পটুয়াখালী ও কক্সবাজার জেলায় বাস করে

৩০. শহুরে সংস্কৃতি কী?
উত্তর: নগর বা শহরে বসবাসকারী মানুষের জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা আদর্শ মূল্যবোধ প্রভৃতির সম্বন্ধে যে সংস্কৃতি গড়ে ওঠে তাকে নগরবাস শহরে সাংস্কৃতি বলে

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. বাংলাদেশের মানুষের নৃতাত্ত্বিক পরিচয় উল্লেখ কর।
২. মধ্যবিত্ত শ্রেণী বলতে কী বুঝায়?
৩. রেঁনেশা বলতে কী বুঝ?
৪. ব্রাহ্মসমাজ কী?
৫. দ্বিজাতি তত্ত্ব কী?
৬. হেনরি লুইস ভিবিয়ান ভিরোজিও সম্পর্কে সংক্ষেপে লেখ।
৭. ছয়দফার কি কি ছয় দফা ছিল?

৮. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের তাৎপর্য লেখ।
৯. অসহযোগ আন্দোলন কী?
১০. অস্থায়ী মুজিবনগর সরকার সম্পর্কে লেখ।
১১. মুজিবনগর সরকার কেন গঠিত হয়?
১২. শহুরে সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো লেখ।

১৩. বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির প্রকৃতি লেখ।
১৪. সংস্কৃতিক ব্যবধান কী?
১৫. সাংস্কৃতিক দ্বন্দ্ব বলতে কীবুঝ?
অথবা, সাংস্কৃতিক দ্বন্দ্ব কী?
১৬. লোক সংস্কৃতি কী?
অথবা, লোকসংস্কৃতি বলতে কী বুঝায়?

১৭. লোক সংস্কৃতি ও আধুনিক সংস্কৃতির পার্থক্য দেখাও।
১৮. প্রান্তিক জনগোষ্ঠী কী?
১৯.. চাকমা উপজাতির পরিচয় উল্লেখ কর।
২০. চাকমাদের পোশাক ও ধর্ম সম্পর্কে লেখ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী

১. বাংলার জনগণের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ।
২. ব্রিটিশ আমলে সরকারি সমাজ কল্যাণ কার্যক্রম বর্ণনা কর।
৩. বাংলায় মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ ও বিকাশ আলোচনা কর।
৪. রাজা রামমোহন রায় কে? বাংলার জয় নবজাগরণে তার অবদান আলোচনা কর।অথবা, রাজা রামমোহন রায় কে ছিলেন? বাংলার নবজাগরণে তার অবদান মূল্যায়ন কর।
অথবা, রাজা রামমোহন রায় কে? বাংলা নবজাগরণে তার অবদান মূল্যায়ন কর।

৫. ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায় আলোচনা কর।
৬. ভাষা আন্দোলন কী? বাংলাদেশের স্বাধীনতার জন্য ভাষা আন্দোলনের গুরুত্ব নিরূপণ কর।
অথবা, ভাষা আন্দোলন কী? বাংলার জাতীয় জীবনে ভাষা আন্দোলনের অবদান লেখ।অথবা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা কর।অথবা, বাংলাদেশ অভ্যুদয়ে ভাষা আন্দোলনের গুরুত্ব বা ভূমিকা অবদান ব্যাখ্যা কর।

৭. বাঙালি জাতীয়তাবাদের বিকাশ আলোচনা কর।
৮. মুক্তিযুদ্ধের সেক্টরগুলো বর্ণনা কর।
৯. বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের পটভূমি আলোচনা কর।
১০. বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য লিখ।
১১. গ্রামীণ সাংস্কৃতি কী? বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি আলোচনা কর।
১২. সংস্কৃতির উপাদানগুলো কী? নগর ও গ্রামীণ সংস্কৃতির মধ্যে পার্থক্য আলোচনা কর।

অথবা, সংস্কৃতির উপাদান কী কী? নগর ও গ্রামীণ সংস্কৃতির মধ্যে পার্থক্য আলোচনা কর।
১৩. লোক সংস্কৃতি কী? বাংলাদেশের লোক সংস্কৃতির উপাদানগুলো বর্ণনা কর।
১৪. মানব জীবনে লোক সংস্কৃতি প্রভাব সংক্ষেপে লেখ।
অথবা, বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও আচরণে লোকসংস্কৃতি প্রভাব বর্ণনা কর।
অথবা, বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও আচরণের লোক সংস্কৃতির প্রভাব আলোচনা কর।

১৫. আদিবাসী কারা? বাংলাদেশের গ্রামীণ জীবনে আদিবাসীদের অবস্থা বর্ণনা কর।
১৬. বাংলাদেশের আদিবাসীদের সংক্ষিপ্ত বিবরণ দাও।
১৭. বাংলাদেশের সাঁওতাল জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির সম্বন্ধে আলোচনা কর।
১৮. বাংলাদেশের গাড়ো সম্প্রদায়ের জীবন ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা কর।
অথবা, বাংলাদেশের গারো সম্প্রদায়ের জীবন ও সংস্কৃতি আলোচনা কর।
১৯. বাংলাদেশ আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান সমস্যাসমূহ বর্ণনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর PDF Download বাংলাদেশ স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | বাংলাদেশ স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |বাংলাদেশ স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন অনার্স ১ম বর্ষের

Honors 1st year Common Suggestion 2025

পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন

অনার্স ১ম বর্ষ বাংলাদেশের স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন | Bangladesh Studies: History, Culture & Heritage suggestion

ক বিভাগ

  • শহুরে সংস্কৃতি বলতে কি বুঝেন?
  • রাখাইনরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করত?
  • চাকমা সমাজের প্রধান বলা হয় কাকে?
  • বাঙালির জনগোষ্ঠীর নৃ তাত্ত্বিক পরিচয় বলতে কি বোঝেন?
  • উপসংস্কৃতি প্রত্যাহারী সর্বপ্রথম বহন করেন কে?
  • বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় দিন।
  • বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এর নাম লিখুন।
  • বাংলা লোকসংগীত এর সম্রাট বলা হয় কাকে?
  • সাংস্কৃতিক দ্বন্দ্ব বলতে কি বুঝেন?
  • গ্রামীন এবং শহরের সংস্কৃতির মধ্যে দুটি পার্থক্য লিখুন।
  • বাংলাদেশের বিদ্যমান তিনটি উপসংস্কৃতির উদাহরণ দিন।
  • সংস্কৃতির দুটি উপাদান উল্লেখ করুন।
  • উপসংস্কৃতি কাকে বলা হয়?
  • Culture শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
  • পাকিস্তানি বাহিনীর আত্ম সমরনের দলিলে কে কে স্বাক্ষর করেছিলেন?
  • বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রীর নাম কি?
  • বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কোনটিকে?
  • ছয় দফা আন্দোলনের ঘোষণা করেন কে?
  • যুক্তফ্রন্ট কয় দফা নিয়েছিল?
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয় কত তারিখে?
  • কে এবং কখন লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন?
  • ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
  • কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত আইন পাস করা হয়?
  • প্রাচীন বাংলার জনপদ গুলোর নাম লিখুন।
  • বাংলাদেশের সাংবিধানিক নাম বলা হয় কোনটিকে?

অনার্স ১ম বর্ষ বাংলাদেশ স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন

খ বিভাগ বাংলাদেশের স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন

  • চাকমাদের পোশাক এবং ধর্ম সম্পর্কে লিখুন।
  • চাকমা উপজাতির পরিচয় উল্লেখ করুন।
  • প্রান্তিক জনগোষ্ঠী কাকে বলা হয়?
  • লোকসংস্কৃতি এবং আধুনিক সংস্কৃতির মধ্যে পার্থক্য দেখান।
  • লোকসংস্কৃতি কাকে বলা হয়?
  • সাংস্কৃতিক দ্বন্দ্ব বলতে কি বুঝেন?
  • সাংস্কৃতিক ব্যবধান কি?
  • বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির প্রকৃতি লিখুন।
  • শহরে সংস্কৃতির বৈশিষ্ট্য লিখুন।
  • মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল?
  • অস্থায়ী মুজিবনগর সরকার সম্পর্কে লিখুন।
  • অসহযোগ আন্দোলন বলতে কি বুঝেন?
  • বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তাৎপর্য লিখুন।
  • ছয় দফা বলতে কী বোঝায়?
  • দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝেন?
  • ব্রাহ্মসমাজ বলতে কী বোঝানো হয়?
  • রেনেসাঁ কি?
  • মধ্যবিত্ত শ্রেণী কাকে বলা হয়?
  • বাংলাদেশের নৃতাত্ত্বিক মানুষের পরিচয় দিন?

গ বিভাগ বাংলাদেশের স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন

  • বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর বিদ্যমান সমস্যা সমূহ বর্ণনা করুন।
  • বাংলাদেশের গারো সম্প্রদায় জীবন এবং সংস্কৃতি আলোচনা করুন।
  • বাংলাদেশের সাঁওতাল জনগোষ্ঠীর জীবন এবং সংস্কৃতি সম্বন্ধে লিখুন।
  • আদিবাসী কাদের বলা হয়?
  • বাংলাদেশের আদিবাসীদের সংক্ষিপ্ত বিবরণী দিন।
  • বাংলাদেশের সাধারণ মানুষের জীবন এবং আচরণের লোকসংস্কৃতির বর্ণনা করুন।
  • সংস্কৃতি উপাদান গুলো কি কি? নগর এবং গ্রামীণ সংস্কৃতির মধ্যে পার্থক্য আলোচনা করুন।
  • বাংলাদেশ মুক্তিযুদ্ধের গুরুত্ব এবং তাৎপর্য ব্যাখ্যা করুন।
  • বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের পটভূমি আলোচনা করুন।
  • মুক্তিযুদ্ধের সেক্টর গুলো সম্পর্কে বর্ণনা করুন।
  • বাঙালি জাতীয়বাদের বিকাশ আলোচনা করুন।
  • ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায় সম্পর্কে লিখুন।
  • রাজা রামমোহন রায়ের বাংলা নব জাগরণের অবদান মূল্যায়ন করুন।।
  • বাংলার মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ এবং বিকাশ আলোচনা করুন।
  • ব্রিটিশ আমলের সরকারি সমাজ কল্যাণ কার্যক্রম ও বর্ণনা করুন।
  • বাংলা জনগণের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখুন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর PDF Download বাংলাদেশ স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | বাংলাদেশ স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |বাংলাদেশ স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন অনার্স ১ম বর্ষের

Honors 1st year Common Suggestion 2025

Bangladesh Studies: History Culture And Heritage Honors 1st Year Exam Suggestion PDF, Honors Bangladesh Studies: History Culture And Heritage Suggestion PDF Download, PDF Download Bangladesh Studies: History Culture And Heritage Honors 1st Year suggestion

Leave a Comment