Basic Macroeconomics Honors 1st Year Exam Suggestion PDF, Honors Basic Macroeconomics Suggestion PDF Download

Basic Macroeconomics Honors 1st Year Exam Suggestion PDF, Honors Basic Macroeconomics Suggestion PDF Download

জাতীয় বিশ্ববিদ্যালয়
BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
মৌলিক সামষ্টিক অর্থনীতি সাজেশন অনার্স ১ম বর্ষের
 [Basic Macroeconomics] সাজেশন অনার্স ১ম বর্ষের
Department of : অর্থনীতি ও অন্য সকল বিভাগের
Subject Code: 212203
2025 এর অনার্স ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025

PDF Download মৌলিক সামষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | মৌলিক সামষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |মৌলিক সামষ্টিক অর্থনীতি সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ মৌলিক সামষ্টিক অর্থনীতি সাজেশন

মৌলিক সামষ্টিক অর্থনীতি সাজেশন 2025 বিষয়: মৌলিক সামষ্টিক অর্থনীতি। বিষয় কোড: ২১২২০৩।

মৌলিক সামষ্টিক অর্থনীতি সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. সামষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তর: সামষ্টিক অর্থনীতি অর্থনীতির এমন একটি শাখা যা অর্থনীতির সামগ্রিক আচরণ বিশ্লেষণ করে অর্থনীতির যে শাখায় সব ফার্ম, সব পারিবারিক খাত, সরকারি খাত এবং আন্তর্জাতিক হাতের অর্থনৈতিক আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে।

২. NNP এর সূত্রটি লেখ
উত্তর: NNP = GNP – CCA.

৩. NEW এর পূর্ণরূপ কি?
উত্তর: NEW এর পূর্ণরূপ হল– Net Economic Welfare.

৪. লুক্কায়িত GNP কি?
উত্তর: হিসেবের ক্ষেত্রে অনেক সময় সঠিক তথ্যের অভাবে অনেক পণ্য ও সেবার আর্থিক মূল্য গণনা থেকে বাদ পড়ে যায়। এর উপরে যাওয়া দ্রব্য ও সেবার আর্থিক মূল্য সমষ্টিকে বলা হয় লুক্কায়িত GNP।

৫. GDP ডিফ্লেটর কি?
উত্তর: কোন দেশের নির্দিষ্ট আর্থিক বছরের আর্থিক GDP ও প্রকৃত GDP এর অনুপাতGDP ডিফ্লেটর বলে।

৬. GNP ব্যবধান কি?
উত্তর: কোন নির্দিষ্ট বছরে একটি দেশে প্রত্যাশিত GNP এবং বাস্তব GNP এর মধ্যকার ব্যবধান কে বলা হয় GNP।

৭. GNP কখন GDP অপেক্ষা বড় হয়?
উত্তর: রপ্তানি (X) > আমদানি (M) হলে GDP অপেক্ষা GNP বড় হয়?

৮. C = s + by ভোগ সমীকরণে a ও b কী নির্দেশ করে?
উত্তর: ‍a = স্বয়ম্ভূত ভোগ এবং b = প্রান্তিক ভোগ প্রবণতা।

৯. স্বয়ম্ভূত ভোগ কাকে বলে?
উত্তর: পরিবর্তন পরিবর্তন কোনো পরিবর্তন হয় স্বয়ম্ভূত ভোগ বলে।

১০. MPS বলতে কী বুঝায়?(অংক)
উত্তর: আয়ের পরিবর্তনের ফলে সঞ্চয় যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক সঞ্চয় প্রবণতার (MPS) বলে।

১১. MPS = 0.7 হলে এর মান কী?
উত্তর: MPS = 0.3

১৩. ইনভেন্টরি বিনিয়োগ কি?
উত্তর: অবিক্রিত পণ্য মজুত ভান্ডারকে ইনভেন্টরি বলা হয়, আর এ ইনভেন্টরি গড়ে তোলার জন্য যে অর্থ খরচ হয় তাকে ইনভেন্টরি বিনিয়োগ বলে।

১৪. MEI এর পূর্ণরূপ কি?
উত্তর: MEI এর পূর্ণরূপ হল- Marginal Efficiency of Investment.

১৫. MPC = 0.6 হলে বিনিয়োগ গুণক কত?
উত্তর: (PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)

১৬. মূলধনের প্রান্তিক দক্ষতা (MEC) কি?
উত্তর: অতিরিক্ত এক একক মূলধন নিয়োগের ফলে যে অতিরিক্ত আয় উপার্জন প্রত্যাশা করা হয় তাই হল মূলধনের প্রান্তিক দক্ষতা (MEC)।

১৭. বিনিয়োগ গুণকের সংজ্ঞা দাও।
উত্তর: প্রাথমিক নিয়োগ এর পরিবর্তনের ফলে চূড়ান্ত পর্যায়ে জাতীয় আয় যে পরিমাণ বৃদ্ধি পায়, তার অনুপাতকে বলা হয় বিনিয়োগ গুণক।

১৮. মোট বর্তমান মূল্য (TPV) নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর: (PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)

১৯. মুদ্রাস্ফীতি ব্যবধান কি?
উত্তর: চলতি দামে পুর্ণ নিয়োগ স্তরে মোট উৎপাদনের চেয়ে সামগ্রিক ব্যয়ের পরিমাণ বেশি হলে এ দুইয়ের মধ্যে ব্যবধান সৃষ্টি হয় তাকে মুদ্রাস্ফীতি ব্যবধান বা মুদ্রাস্ফীতি ফাঁক বলে।

২০. স্ট্যাগফ্লেশন কি?
উত্তর: বদ্ধাবস্তা বা স্থবির অর্থনীতিতে অধিক বেকারত্ব ও অধিক মুদ্রাস্ফীতির সমম্বিত অবস্থাকে স্ট্যাগফ্লেশন বলে।

২১. বিহিত মুদ্রা কাকে বলে?
উত্তর: যেসব মুদ্রা সরকারি আইন দ্বারা স্বীকৃত এবং লেনদেনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে সবাই আইনগত বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।

২২. অর্থ গুণকের সূত্রটি লেখ।
উত্তর: অর্থের যোগানের পরিবর্তনের ফলে মোট অর্থের যোগানের যে পরিবর্তন হয় তার অনুপাতকে অর্থ গুণক বলা হয়।

২৩. তারল্য ফাঁদ (Liquidity Trap) কী?
উত্তর: প্রত্যাশিত সর্বনিম্ন সুদের হারে অর্থের ফটকা চাহিদা অসীম হলে তাকে তারল্য ফাঁদ বলে।

২৪. ব্যাংক হার কী?
উত্তর: বাণিজ্যিক ব্যাংকের ঋণদানের খরচ ও যোগানকে যে প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রন করা হয় তাকে ব্যাংক হার বলে। এটি ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি।

২৫. NAIRU কী?
উত্তর: NAIRU হল বেকারত্বের সেই স্বাভাবিক হার, যা মুদ্রাস্ফীতি স্থিতিশীল হারের সাথে সঙ্গতিপূর্ণ।

২৬. কাঠামোগত বেকারত্ব কি?
উত্তর: অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের ফলে যে বেকারত্বের সৃষ্টি হয় তাকে অবকাঠামোগত বেকারত্ব বলে।

২৭. প্রযুক্তিগত বেকারত্ব কি?
উত্তর: প্রযুক্তিগত উন্নয়নের ফলে যে বেকারত্বের সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত বেকারত্ব বলে।

২৮. প্রকৃত মজুরি কাকে বলে?
উত্তর: শ্রমের আর্থিক মজুরিকে দামস্তর দিয়ে ভাগ করলে প্রাপ্ত ভাগফলকে প্রকৃত মজুরি বলে।

২৯. স্বল্পকালীন ফিলিপস রেখার আকৃতি কেমন?
উত্তর: স্বল্পকালীন থেকে ডান দিকে নিম্নগামী একটি Lআকৃতির রেখা, যা প্রাথমিকভাবে দুইটি চলকের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে।

৩০. প্রত্যাশিত মূল্যস্ফীতি কি?
উত্তর: প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হার হচ্ছে কাঙ্ক্ষিত মূল্যস্ফীতির হার।

খ- বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১ সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও|
২. চিত্রের সাহায্যে সামগ্রিক চাহিদা ধারণাটি ব্যাখ্যা কর|
৩. সামগ্রিক যোগান ধারণাটি চিত্রের সাহায্যে দেখাও|
৪. জাতীয় আয়ের সংজ্ঞা দাও।
৫. ভারসাম্য জাতীয় আয় কি?

৭. জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যা ব্যাখ্যা দাও।
8. ভোগ বলতে কি বুঝ?
9. ভোগ অপেক্ষক বলতে কি বুঝ?
১০. স্বল্পকালীন সমীকরণ C= a+ bY এর অর্থনৈতিক ব্যাখ্যা দাও।

১১. মূলধন ও বিনিয়োগের মধ্যে পার্থক্য কি?
১২. স্বয়ম্ভূত ও প্ররোচিত বিনিয়োগ কি?
১৩. অর্থ গুণক কি?
১৪. মুদ্রাস্ফীতি বলতে কি বুঝ?
১৫. অর্থসংক্রান্ত ধারণা ব্যাখ্যা কর।

১৬. দ্রব্যমূল্য ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
১৭. আর্থিক নীতি বলতে কি বুঝ?
১৮. পূর্ণ নিয়োগ বলতে কি বুঝ?
১৯. ফিলিপস রেখা কি?
২০. ক্রাউডিং আউট প্রভাব চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ- বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী

১. সামষ্টিক অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্যসমূহ চিহ্নিত কর।
২.ওকান বিধিটি সংক্ষেপে ব্যাখ্যা কর।
৩. জাতীয় আয় পরিমাপের পদ্ধতিসমূহ আলোচনা কর।
৪. চার খাতবিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ধারণাটি আলোচনা কর।
৫. ভোগের নির্ধারক সমূহ কি?

৬. স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্যসমূহ কি?
৭. কেইনস এর ভোগের মৌলিক মনস্তাত্বিক বিধিটি আলোচনা কর।
৮. চিত্রসহ দেখাও যে, স্বল্পকালে APC> MPC এবং দীর্ঘকালে APC= MPC হয়।
9. বিনিয়োগের নির্ধারকসমূহ কি কি?
10. ১০. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পার্থক্য দেখাও।

১১. মুদ্রাস্ফীতি কমানোর উপায়গুলো আলোচনা কর।
১২. সংকোচনমূলক রাজস্ব নীতির মাধ্যমে কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়?
১৩. গ্রেসামের মুদ্রা বিধিটি ব্যাখ্যা কর।
১৪. বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থার গুণিতক আমানত সৃষ্টি প্রক্রিয়া ব্যাখ্যা কর।

১৫. বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে কোন লক্ষ্যকে সামনে রেখে আর্থিক নীতি প্রণয়ন করা উচিত?
১৬. ক্লাসিকাল আয়নীয় তত্ত্বের মূল বক্তব্য/ চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
১৭. ক্লাসিকাল মডেলে প্রকৃত ও আর্থিক চলকসমূহ চিহ্নিত কর।
১৮. পূর্ণাঙ্গ কেইনসীয় মডেলটি ব্যাখ্যা কর।
১৯. ফিলিপস রেখার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।
২০. ফিলিপস রেখা কিভাবে বেকারত্ব ও মূল্যস্ফীতির মধ্যে ট্রেড অফ— ব্যাখ্যা কর।

গাণিতিক সমস্যা সংশ্লিষ্ট প্রশ্নাবলী

১. একটি মেশিনের মূল্য ৬০০০ টাকা। মেশিনের আয়ুষ্কাল এক বছর। বছর শেষে মেশিনটি থেকে আয় হল ৬৫০০ টাকা। MEC নির্ণয় কর।
২. দুটি বিনিয়োগ প্রকল্প দেওয়া আছে। বাজারে সুদের হার ১২%। কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য? NPV – এর ভিত্তিতে মূল্যায়ন কর।
৩. ক. ধরি একটি মেশিনের আয়ুষ্কাল দু’বছর। যার যোগান মূল্য = ১১০ টাকা। মেশিন হতে প্রতি বছর ৭২ টাকা করে প্রত্যাশিত আয় অর্জিত হলে মূলধনের প্রান্তিক দক্ষতা (MEC) নির্ণয় কর।
খ. বাজারে সুদেরহ হার ১৮% হলে প্রকল্পটি লাভজনক হবে কী?
৪. C = 200 + 0.8Y এবং I = 500 হলে, ভারসাম্য, ভোগ ও জাতীয় আয়স্তর নির্ণয় কর। এখানে গুণকের মান কত?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর PDF Download মৌলিক সামষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | মৌলিক সামষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |মৌলিক সামষ্টিক অর্থনীতি সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ মৌলিক সামষ্টিক অর্থনীতি সাজেশন

Honors 1st year Common Suggestion 2025

Basic Macroeconomics Honors 1st Year Exam Suggestion PDF, Honors Basic Macroeconomics Suggestion PDF Download, PDF Download Basic Macroeconomics Honors 1st Year suggestion

Leave a Comment