Basic Microeconomics Honors 1st Year Exam Suggestion PDF, Honors Basic Microeconomics Suggestion PDF Download
জাতীয় বিশ্ববিদ্যালয় BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন অনার্স ১ম বর্ষের [Basic Microeconomics] সাজেশন অনার্স ১ম বর্ষের Department of : অর্থনীতি ও অন্য সকল বিভাগের Subject Code: 212201 |
অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
PDF Download মৌলিক ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | মৌলিক ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন,
মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন বিষয়: মৌলিক ব্যষ্টিক অর্থনীতি। বিষয় কোড: ২১২২০১।
মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ব্যষ্টিক মডেল কি?
উত্তর: যখন গাণিতিক সমীকরণ ও চিত্র সেটার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে ব্যষ্টিক অর্থনৈতিক চলকগুলোর সম্পর্ক নির্দেশ করা হয় এবং তা থেকে ব্যষ্টিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকে তখন সে সমীকরণ সেটের সমম্বিত রূপকে ব্যষ্টিক মডেল বলে।
২. অর্থনীতিতে অদৃশ্য হাত বলতে কি বুঝায়?
উত্তর: মুক্তবাজার অর্থনীতিতে কোন প্রকার সরকারি হস্তক্ষেপ ছাড়াই কেবলমাত্র চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে দ্রব্যের দাম নির্ধারিত হলে তাকে অদৃশ্য হাত বলে।
৩. অর্থনীতির মৌলিক সমস্যা গুলো কি কি?
উত্তর: অর্থনীতির মৌলিক সমস্যা ৩টি। যথা- ১. কি দ্রব্য উৎপাদন করা হবে, ২. কিভাবে উৎপাদন করা হবে এবং ৩. কাদের জন্য উৎপাদন করা হবে।
৪. সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়?
উত্তর: অসীম কিন্তু অভাব পূরণের উপকরণ সম্পদ সীমিত। এ কারণে সমাজে অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়।
৫. অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট কারা?
উত্তর: অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট হল ব্যক্তি বা পরিবার, ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান এবং সরকার।
৬. যোগান কি?
উত্তর: একটি নির্দিষ্ট সময় কোন বিক্রেতা একটি নির্দিষ্ট দামে কোন পণ্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে যোগান বলে।
৭. চাহিদা সমীকরণ Qd = a – bP তে a ও b বলতে কি বুঝ?
উত্তর: চাহিদা সমীকরণ Qd = a – bP তে a একটি পরামিতি যা স্বয়ম্ভূত চাহিদার পরিমাণ দেখায় এবং b অপর একটি পরামিতি যা চাহিদা রেখার ঢাল প্রকাশ করে।
৮. দাম ও যোগানের মধ্যে সম্পর্ক কিরূপ?
উত্তর: দাম ও যোগান পার্থক্যসমমূখী।
৯. ভোক্তার উদ্বৃত্ত কি?
উত্তর: কোন দ্রব্যের প্রত্যাশী প্রত্যাশিত এবং প্রকৃত দাম এ দুইয়ের ধনাত্মক পার্থক্যকে ভোক্তার উদ্বৃত্ত বলে।
১০. চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপ এর সূত্রটি লেখ।
উত্তর: চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপ এর সূত্রটি হল- (PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)
১১. কোন ধরনের চাহিদা রেখার সকল বিন্দু স্থিতিস্থাপকতা একের সমান হয়?
উত্তর: সমপরাবৃত্তাকার চাহিদা রেখার সকল বিন্দু স্থিতিস্থাপকতা একের সমান হয়।
১২. সংখ্যাগত/ ক্রমবাচক উপযোগ কাকে বলে?
উত্তর: ভোক্তার উপযোগ সংখ্যা দ্বারা পরিমাপ করা হলে তাকে সংখ্যাগত উপযোগ বলে।
১৩. মূল্যের আপাত বিরোধ কি?
উত্তর: চাহিদা ও যোগানের উপর নির্ভরশীল। যে দ্রব্যের উপযোগ বেশি তার দাম বেশি হওয়ার কথা। এক্ষেত্রে পানির প্রয়োজনীয়তা বেশি। তাই এর দাম বেশি হওয়ার কথা এবং হীরার প্রয়োজনীয়তা কম তাই এর দাম কম হওয়ার কথা। কিন্তু বাস্তবে হীরার দাম বেশি এবং পানির দাম কম। প্রচলিত চিন্তাধারার এ আপাত বিরোধীতাকে মূল্যের আপাত বিরোধ বলে।
১৪. নিরপেক্ষ মানচিত্র কি?
উত্তর: দুই অক্ষবিশিষ্ট একই চিত্রে যখন কতগুলো নিরপেক্ষ রেখা পাশাপাশি অবস্থান করে তখন তাকে নিরপেক্ষ মানচিত্র বলা হয়।
১৫. ICC এর পূর্ণরূপ কি?
উত্তর: ICC এর পূর্ণরূপ হল Income Consumption Curve.
১৬. নিকৃষ্ট দ্রব্য কি?
উত্তর: ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সেই দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বা পণ্য বলে।
১৭. প্রান্তিক উৎপাদন কখন সর্বোচ্চ হয়?
উত্তর: মোট উৎপাদন যখন বাড়তে থাকে।
১৮. উৎপাদকের উদ্বৃত্ত কি?
উত্তর: উৎপাদকের মোট আয় হতে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকেই উৎপাদকের উদ্বৃত্ত বলে।
১৯. সমউৎপাদন রেখা বলতে কি বুঝায়?
উত্তর: সমউৎপাদন রেখা হল এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে উৎপাদনের বিভিন্ন উপকরণ সংবাদ প্রকাশ পায় এবং সংমিশ্রণ বিন্দুগুলো উৎপাদক সমপরিমাণ উৎপাদন করে। এ রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান বলে একে সমউৎপাদন রেখা বলে।
২০. স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি কেমন হয়?
উত্তর: ইংরেজি অক্ষর ‘U’ এর মত হয়।
২১. অর্থনৈতিক ব্যয় কি?
উত্তর: কোন ফার্মের স্পষ্ট ব্যয় এবং ওই অস্পষ্ট ব্যয়ের সমষ্টি হল অর্থনৈতিক ব্যয়।
২২. গড় স্থির ব্যয় রেখার বৈশিষ্ট্য কি?
উত্তর: গড় স্থির রেখা বাম থেকে ডানদিকে ক্রমহ্রাসমান হয়ে থাকে।
২৩. প্রান্তিক ব্যয় বা খরচ কাকে বলে?
উত্তর: অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের জন্য যে পরিমাণ ব্যয় হয় তাকে প্রান্তিক ব্যয় বা খরচ বলে।
২৪. LAC কোন রেখা কে আচ্ছাদন করে?
উত্তর: ছোট ছোট অনেকগুলো SAC রেখাকে আচ্ছাদন করে থাকে।
২৫. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালের ফার্মের কোন ধরনের মুনাফা অর্জন করে?
উত্তর: পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে ফার্মের মুনাফা অর্জন করে।
২৬. উৎপাদন বন্ধের বিন্দু কি?
উত্তর: যে বিন্দুতে P = AVC = MC = AR = MR < ACসেই বিন্দুকে উৎপাদন বন্ধের বিন্দু বলে।
২৭. ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কি?
উত্তর: সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলে। অন্যদিকে, কোন সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনে নিয়োজিত সব প্রতিষ্ঠানকে একত্রে শিল্প বলে।
২৮. একচেটিয়া ক্ষমতা কি?
উত্তর: উৎপাদক বা বিক্রেতা নিজ নিজ দাম ও উৎপাদনের ক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতা কি রকম আছে, তাই হল একচেটিয়া ক্ষমতা।
২৯. ডাম্পিং কাকে বলে?
উত্তর: নিজ দেশের মধ্যে বেশি দামে এবং অন্য দেশে কম দামে দ্রব্য বিক্রয়ের পদ্ধতিকে ডাম্পিং বলে।
৩০. বাজার ব্যর্থতা কি?
উত্তর: বাজার ব্যর্থতা বলতে এমন অবস্থায় যখন দামের মাধ্যমে সম্পদ এবং পণ্যের দাম ব্যবহার নিশ্চিত হয় না। অন্য কথায়, দাম যখন সম্পদ এবং পণ্যের কাম্য বন্টনে ব্যর্থ হয় তখন ওই অবস্থাকে বাজার ব্যর্থতা বলা হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতি বলতে কি বুঝ?
২. ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৩. সম্পদের স্বল্পতা ও দুষ্প্রাপ্যতা কি?
৪. নির্বাচন সমস্যা বলতে কি বুঝ?
৫. চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হয় কেন?
৬. বাজার ভারসাম্য বলতে কি বুঝ?
৭. বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাব ব্যাখ্যা কর।
৮. বাজার ভারসাম্যের উপর করে প্রভাব ব্যাখ্যা কর।
৯. চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি ও চাহিদা রেখা অঙ্কন কর।
১০. চাহিদা রেখার ঢাল ও দাম স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য কি?
১১. নিরপেক্ষ মানচিত্র কাকে বলে?
১২. ভোক্তার বাজেট সমীকরণ কি?
১৩. দাম ভোগ রেখা বলতে কি বুঝ?
১৪. উৎপাদন অপেক্ষক বলতে কি বুঝ?
১৫. উৎপাদকের ভারসাম্য কি?
১৬. সম উৎপাদন রেখা ও সম খরচ স্পর্শক হলেই উৎপাদনকারী ভারসাম্য লাভ করে না– প্রমাণ কর।
১৭. গড় স্থির ব্যয় বলতে কি বুঝ?
১৮. স্বল্পকালীন গড় ব্যয় রেখা ও দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১৯.স্বাভাবিক মুনাফার সংজ্ঞা দাও।
২০. একচেটিয়া ফার্মেকে সৃষ্টিকারী বলা হয় কেন?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১.বাজার অর্থনীতিতে দাম ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা কর।
২. যোগানের হ্রাস- বৃদ্ধি চিত্রের সাহায্যে আলোচনা কর।
৩.ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিডিটি আলোচনা কর।
৪. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন কর।
৫. মার্শালের সমপ্রান্তিক উপযোগ বিধির ভিত্তিতে চাহিদা রেখা প্রাপ্তির পদ্ধতি নির্দেশ কর।
৬. নিরপেক্ষ রেখা থেকে কিভাবে প্রান্তিক বিকল্পনের হার বের করা হয়।
৭. বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতের সমান ব্যাখ্যা কর।
৮. মাত্রাগত উৎপাদন এর প্রকারভেদ দেখাও।
৯. কিভাবে একজন উৎপাদনকারী ন্যুনতম ব্যয়ের উপকরণ সংমিশ্রণ নির্ধারণ করবে।
১০. মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের সমন্বয়ে রেখা অঙ্কন কর এবং এর আকৃতি আলোচনা কর।
১১. স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১২. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য লেখ।
১৩. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।
১৪. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের Shut down Point উৎপাদন বন্ধের বিন্দু নির্দেশ কর।
১৫. দেখাও যে, পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে P = AR= MR হয়?
১৬. একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য আলোচনা কর।
১৭. একচেটিয়া বাজারে মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয়ের সম্পর্ক ব্যাখ্যা কর
১৮. একচেটিয়া ক্ষমতা কিভাবে পরিমাপ করা যায়?
১৯. পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য লেখ।
২০. একচেটিয়া বাজারে একই দাম ও যোগানের ভিন্ন ভিন্ন যোগান ও দাম ব্যাখ্যা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর PDF Download মৌলিক ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | মৌলিক ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন,
Honors 1st year Common Suggestion 2024
পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন
ক বিভাগ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন 2024
- বাজার ব্যর্থতা কাকে বলে?
- ডাম্পিং কি?
- একচেটিয়া ক্ষমতা বলতে কি বুঝানো হয়?
- শিল্প এবং ফার্মের মধ্যে পার্থক্য লিখুন।
- উৎপাদন বন্ধের বিন্দু বলা হয় কোনটিকে?
- পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দীর্ঘকালের ফার্ম কোন ধরনের মুনাফা অর্জন করে?
- LAC বলতে কি বুঝেন?
- প্রান্তিক খরচ কাকে বলা হয়?
- গড় স্থির ব্যয় রেখার বৈশিষ্ট্য লিখুন।
- অর্থনৈতিক ব্যয় কাকে বলে?
- স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি কেমন হয়ে থাকে?
- সম উৎপাদন রেখা বলতে কি বুঝানো হয়?
- উৎপাদকের উদ্ধৃতি বলতে কি বোঝানো হয়?
- নিকৃষ্ট দ্রব্য কাকে বলে?
- ICC এর পূর্ণরূপ লিখুন।
- মূল্যের আপাত বিরোধ কাকে বলা হয়?
- সংখ্যা গত উপযোগ কাকে বলা হয়?
- কোন ধরনের চাহিদা রেখার বিন্দু স্থিতিস্থাপকতা একের সমান ?
- ভোক্তার উদ্ধৃতি বলতে কি বোঝেন?
- জোগান এবং দামের মধ্যে সম্পর্ক লিখুন।
- অর্থনীতি সিদ্ধান্তকারী এজেন্ট কাদের বলা হয়?
- যোগান কি?
- অর্থনীতির মৌলিক সমস্যাগুলো লিখুন।
- অর্থনীতিতে অদৃশ্য হাত বলতে কি বুঝানো হয়?
- ব্যষ্টিক মডেল কাকে বলে?
মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশনটি তৈরি করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসরদের দ্বারা। যাদের প্রায় ১০ বছরের অধিক অর্থনীতিতে পাঠ দানের অভিজ্ঞতা রয়েছে। আর আমাদের সাজেশনে রয়েছে ৯৯% নির্ভূলতা। তাই আপনারা এই সাজেশনটি পড়তে পারেন নির্দ্বিধায়।
এটি প্রয়োজনে আপনি আপনার বন্ধু-বান্ধব এবং অন্যদের সাথেও শেয়ার করে দিতে পারবেন। আর দরকার হলে যে কোন দোকান থেকে প্রিন্ট আউট করা সম্ভব হবে। আর হ্যাঁ আমাদের ওয়েবসাইটে প্রাথমিক থেকে মাস্টার্স পর্যন্ত সকল ধরনের সাজেশন এবং পাঠ্যপুস্তক বই পিডিএফ আকারে প্রকাশ করা হয়েছে। সকল প্রকার পিডিএফ ফাইল গুলো পেতে আমাদের ওয়েবসাইটে পিডিএফ ক্যাটাগরিটি দেখুন।
খ বিভাগ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন 2024
- একচেটিয়া ফার্মকে সৃষ্টিকারী বলা হয়ে থাকে কেন?
- স্বাভাবিক মুনাফার সংজ্ঞা দিন?
- স্বল্পকালীন গড় ব্যয় রেখা এবং দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে পার্থক্য নির্ণয়।
- সম উৎপাদন রেখা এবং সমো খরচ স্পর্শক হলে উৎপাদনকারী ভারসাম্য লাভ করে না। প্রমাণ করুন।
- উৎপাদকের ভারসাম্য বলতে কি বুঝেন?
- উৎপাদকের অপেক্ষক বলতে কি বোঝানো হয়?
- দাম ভোগ রেখা বলতে কী বোঝায়?
- ভোক্তার বাজেট সমীকরণ কাকে বলে?
- নিরপেক্ষ মানচিত্র কি?
- চাহিদা রেখা ঢাল এবং দাম স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য নির্ণয় করুন।
- চাহিদা সমীকরণ থেকে চাহিদা সুচি এবং চাহিদা রেখা অঙ্কন করুন।
- বাজার ভারসাম্য উপরে একটি প্রভাব ব্যাখ্যা করুন।
- বাজার ভারসাম্যের ওপর ভর্তুকির প্রভাব ব্যাখ্যা করুন।
- বাজার ভারসাম্য বলতে কি বুঝায়?
- চাহিদা রাখা ডান দিক থেকে নিম্নগামী হয়ে থাকে কেন?
- নির্বাচন সমস্যা বলতে কি বুঝানো হয়?
- সম্পদ স্বল্পতা এবং দুষ্প্রাপ্রতা বলতে কি বুঝেন?
- ইতিবাচক এবং নেতিবাচক এর অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশনা করুন।
- ইতিবাচক এবং নেতিবাচক অর্থনীতি বলতে কি বুঝায়?
গ বিভাগ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন 2024
- একচেটিয়া বাজারের একই দাম এবং যোগানের বিভিন্ন দাম ব্যাখ্যা করুন।
- পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য দেখান।
- একচেটিয়া ক্ষমতা কিভাবে পরিমাপ করা সম্ভব হয়?
- একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য আলোচনা করুন।
- দেখাও যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের P = AR = MR .
- প্রতিযোগিতামূলক বাজারের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য লিখুন।
- স্থির ব্যয় ও পরিবর্তনের ব্যয়ের মধ্যে পার্থক্য করুন।
- মোটি স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে রেখা করুন।
- মাত্রাগত উৎপাদনের প্রকারভেদ দেখান।
- বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাত সমান ব্যাখ্যা করুন।
- নিরপেক্ষ রেখা থেকে কিভাবে প্রান্তিক বিকল্পনের হার বের করা যায়?
- মার্শালের সম প্রান্তিক উপযোগ বিধি এর ভিত্তিতে চাহিদা দেখার প্রাপ্তি পদ্ধতি নির্দেশনা করুন।
- ক্রমহ্রাসমান উপযোগ বিধি হতে চাহিদার একাউন্ট করুন।
- যোগান হ্রাস বৃদ্ধির চিত্রের সাহায্যে তুলে ধরুন।
- বাজার অর্থনীতিতে দাম ব্যবস্থাপনার ভূমিকা ব্যাখ্যা করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর PDF Download মৌলিক ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | মৌলিক ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন,
Honors 1st year Common Suggestion 2024