BCS গ্রন্থ সমালোচনা মুন্সী চন্দ্রর ভান,বাংলা গ্রন্থ সমালোচনা মুন্সী চন্দ্রর ভান, মুন্সী চন্দ্রর ভান কাব্যের সার্থকতা আলোচনা

আজকের গ্রন্থ সমালোচনা: BCS গ্রন্থ সমালোচনা মুন্সী চন্দ্রর ভান,বাংলা গ্রন্থ সমালোচনা মুন্সী চন্দ্রর ভান, মুন্সী চন্দ্রর ভান কাব্যের সার্থকতা আলোচনা,বিসিএস লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি মুন্সী চন্দ্রর ভান,মুন্সী চন্দ্রর ভান বিসিএস গ্রন্থ সমালোচনা

বইঃ শাহ জাহানের ব্রাহ্মণ সচিব মুন্সী চন্দ্রর ভান
লেখক: বিশ্বেন্দু নন্দ
বিষয়: মুঘল শাসনের প্রতি পাশ্চাত্যের ধর্মান্ধতার অভিযোগের জবাব একটি গ্রান্থিক প্রকাশনা

প্রাচ্য কি পাশ্চাত্য সবার কাছেই দূর্দমনীয় এক কৌতূহল এবং আকর্ষণের নাম ভারতীয় মুঘল শাসনামল। শতাধীক দেশি বিদেশি লেখকের কলমে আবদ্ধ হয়েছে সে সময়কার দিনকালের লেখচিত্র। কারো করো লেখনীতে প্রখর সূর্যের দীপ্তিময় আলোচ্ছটা থাকলেও কেউ কেউ শুধু আধার ই খুজে পেয়েছেন ।

তাদের লেখনীতে কোথাও আলোর ছায়া পর্যন্ত নেই। কেউ কেউ ধর্মীয় স্বাধীনতা খুজে পেলেও কারো কারো কাছে সময়টি ছিলো ধর্মীয় উন্মাদনার। আচার্য যদুনাথ সরকার তো ধর্মান্ধ খুনি বলেও পরিচয় করিয়ে দিয়েছেন ততকালিন মুঘল স্ম্রাটদের বিশেষ করে আওরঙ্গজেব কে।


আরো ও সাজেশন:-

ঔপোনীবেশিক ইতিহাসবিদেরা আওরঙ্গজেব কে বার বার হত্যাকারি ঘৃণিত রুপে উপস্থাপন করতে পছন্দ করেন, যদিও তারা আওরঙ্গজেব এর শাসনামলে ব্রিটিশদের সাম্রাজ্যবাদিদের মতো অনিয়ন্ত্রিত লুট, ছিয়াত্তরের মন্বন্তর (এই গ্রন্থের লেখক যেটিকে সাম্রাজ্যবাদি কর্তৃক গনহত্যা বলেছেন), চিরস্থায়ী লুটের বন্দোবস্তের মত কোন ঘটনার আলাপন রাখতে পারেন নি। মুঘল ভারত সম্পর্কে আধুনিক ইতিহাসের বিশ্লেষণের জন্য এই বইটি একটি রেফারেন্স হতে পারে।

লেখক বিশ্বেন্দু নন্দ উপনিবেশ বিরোধী বিষয়াদির চর্চাকারীদের বিশেষ করে রিচার্ড ম্যাক্সয়েল ঈটন, সুপ্রিয়া গান্ধী, মুনিস ফারুকি, অড্রে ট্রুস্কে, রাজীব কিনরা, কপিল রাজ, বীণা তলোয়ার, রুবি লাল, প্রসন্নন পার্থসারথী, এবা কখ, জস গোমানস, ইরা মুখুটি, সঞ্জয় সুব্রহ্মণ্যম, সুশীল চৌধুরী বা বার্নার্ড কোহন, নিকোলাস ড্রিক্স-এর মতো বেশ কয়েকজন ঐতিহাসিক এর সরনাপন্ন হয়েছেন বইটিকে আমাদের মত কম জানা পাঠকের কাছে সামগ্রিক অর্থে পাঠযোগ্য বা বোধঙ্গম করতে।

আধুনিক ভারত বা বাংলা তথা সামগ্রিক দক্ষিণ এশিয়াকে জানা ও বোঝার ক্ষেত্রে ঔপনিবেশিক ইসলাম-ঘৃণাভিত্তিক যে লেখনির মাধ্যমে মুঘল আমল বা শাসন নয় বরং অন্য ধর্মাবলম্বিদের উপর ইসলামিক শাসন এবং শোষণের যে মিথ্যাচার গত দুই শতক ধরে নিগড় চেপে বসেছিল সেখান থেকে কিছুটা হলেও ভিন্ন স্বাদ পাবেন পাঠকবৃন্দ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

যখন ঔপনিবেশিক ইতিহাসবিদরা এবং এদেশীয় তাদের ভাবধারাপুষ্ট লেখকের কলম মুঘল আমলকে শাসক-শাসিতের ইতিহাসের বাইরে নিয়ে এসে ইসলামিক রুপ দিয়ে অন্য ধর্মের প্রতি আক্রোষের ধুয়া তুলছেন তখন লেখক আমাদেওর সামনে নিয়ে এসেছেন সম্রাট শাহজাহানের অধীনে কাজ করা তার দিনিলিপিকার এবং মুন্সি অন্য ধর্মের (গোড়া ধর্মানুরাগী যিনি তখন ও নিজেকে ব্রাহ্মন বলে পরিচয় দিয়ে গর্ববোধ করতেন) চন্দর ভান কে জিনি একাধারে সম্রাট শাহজাহান থেকে শুরু করে আওরঙ্গজেব পর্যন্ত মুঘল রাজ দরবারের শীর্ষস্থনীয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

শুধু চন্দর ভান ই নন তার ভাই উদয় ভান এছাড়াও কাজ করেছেন মুনসি ভূপত রায়, মুলতানের হরকর দাস, বারানশি দাস, গোপীচাঁদ শুদ্র, জাট্মল শুদ্র, নিশবত রাও, ভগন্ত রায়, নারায়বন দাস, জগন্নাথ যিনি পন্ডিত রাজ উপাধী লাভ করেন, রঘুনাথ রায় (আওরঙ্গজেব যাকে রাজা করেন), মুনসি বাল কৃষ্ণ এছাড়াও চন্দর ভানের ছেলেও মুঘোলদের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। মুঘল বিশেষজ্ঞ জন এফ রিচার্ডস যেখানে আকবর মুঘল আমলকে ধর্মান্ধ, একপেশে, ইস্লামি মৌলবাদের উত্থানের গল্প শুনিয়েছেন সে সময়ে মুন্সি চন্দর ভানের জবানে আমরা আলোচ্চ বইটিতে তার ছিটেফোটাও দেখছি না। আলোচ্চ বইটির আবেদনের আরো বড় কারণ হলো যে চন্দর ভান কে নিয়ে বইটির কাহিনী লেখক এগিয়ে নিয়েছেন সেই চন্দর ভান নিজেই তাঁর কর্মকাল কে তাঁর কলমের দাগে বেধে রেখেছেন।

চন্দর ভান ‘চাহার-চম’ নামক গ্রন্থে যে ধর্মীর, সামাজীক, রাজনৈতিক মুঘল আমলের বর্ণনা দিয়েছেন তা হাল আমলের যদুনাথ সরকার, জন এফ রিচার্ডস এর সাথে যে মিল নেই তা লেখন অত্যন্ত সুনিপুন কারুকার্যে তুলে ধরেছেন। আধুনিক ইতিহাসবিদেরা যখন আবেগের বসে বা কোন উদ্দেশ্যকে সামনে নিয়ে ইতিহাস পর্যালোচনা করছেন তখন লেখন বিশ্বন্দু নন্দ নির্মোহ এক ইতিহাসের পাঠ আমাদের সাম্নএ তুলে এনেছেন এই বই এর মাধ্যমে। তিনি সাহাজ্য নিয়েছেন সে সময়ের মুনিস ফারুখির যিনি মুঘল শাহজাদাদের বুঝতে ব্যবহার করেছেন মুঘল আমলে সারা দেশ থেকে দিল্লিতে পাঠানো গুপ্তচর বা ওয়াকিয়ানবিশদের সমীক্ষা যেগুলো বিশ্বাসযোগ্য না হয়ে পারে না।


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

আমাদের আলোচনার বই শাহজাহানের ব্রাহ্মণ সচিব মুন্সি চন্দর ভান-জীবন ও সময় মূলত লিখিত হয়েছে ঐতিহাসিক রাজীব কিনরার রাইটিং সেলফ রাইটিং এম্পায়ার-চন্দর ভান ব্রাহ্মণ অ্যান্ড দ্য কালচারাল ওয়ার্ল্ড অফ দ্য ইন্দো-পারসিয়ান স্টেট সেক্রেটারি এবং সংশ্লিষ্ট আরও কিছু বইয়ের তথ্য অনুসরণ করে।

এই বইতে লেখক মুঘল আমলের একটা বড় অংশের সময়কে আধুনিক ঔপনিবেশিক পশ্চিমা ইতিহাস যে ধর্মান্ধতার সময় হিসেবে দেখেছে, সেই দৃষ্টিভঙ্গিকে সম্রাট শাহজাহানের মুন্সি চন্দর ভান ব্রাহ্মণের জীবন এবং সাহিত্যকর্ম দিয়ে খণ্ডন করার চেষ্টা করেছেন যা পাঠককুলকে মুঘল আমলের সামনে দাড় করিয়ে দেব। সামনে থেকে দেখবে দারার অপটুতা আওরঙ্গজেবের রাষ্ট্রনায়কের মুর্তি ।

সর্বশেষে পাঠকের মনে জেগে উঠবে নানা অজানা প্রশ্ন। যার উত্তপ্র হয়ত আমাদের জানা নেই। হয়তো কোনদিন ই আমরা জানতে পারব না। এছাড়াও চোখে ভেসে উঠবে এখন ও ঔপোনবেশিক শাসন থেমে নেই। তারা আমাদের ইতিহাস কে শাসন করছে।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment