BCS Preparation, BCS Written Preparation, BCS Written, How to Prepare for Retain with BCS Preli, Preli and Written Preparation
বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলী,বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল
বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি: বাংলা
বাংলা
বিসিএস লিখিত বাংলা ১ম ও ২য় পত্রে মোট ২০০ মার্কসের পরীক্ষা। আপনি যদি সিলেবাস ও ৩৫-৪৩তম বিসিএসের বিগত প্রশ্নের ধাচ পর্যালোচনা করে পড়াশোনা করেন, আশা করা যায় দ্রুততম সময়ের মধ্যে আপনার প্রস্তুতি গুছিয়ে আনতে পারবেন।
পুরো সিলেবাসকে আপনি তিনটি ভাগে ভাগ করে ফেলুন। প্রথম ভাগে (১ থেকে ৫ নাম্বার প্রশ্ন) রয়েছে ৩০ মার্কস। এই অংশে মার্ক তোলাও সহজ। টপিকগুলো আপনি এরই মধ্যে জানেন। যেহেতু আপনার প্রিলিমিনারি সিলেবাসের সঙ্গে অনেকাংশেই মিল আছে অংশটুকুর। একটি গাইডবই থেকে বানানের নিয়ম, শব্দের শ্রেণিবিভাগ, বাক্য, পদ ইত্যাদির মৌলিক বিষয়াবলি উদাহরণসহ পড়ে আত্মস্থ করুন। বাগধারা, বাক্যশুদ্ধি, বানানশুদ্ধি প্রিলিমিনারিতে পঠিত বই থেকে রিভিশন দিয়ে ফেলুন। তবে তিনটি টপিক অন্তত দুটি সোর্স থেকে পড়তে পারলে ভালো। যাতে প্রশ্ন গতানুগতিক বা সহজ না হলেও আপনি উত্তর করে আসতে পারেন।
দ্বিতীয় ভাগে আছে ওইসব টপিক, যেগুলো পুরোপুরি আপনার বানিয়ে লেখার দক্ষতার ওপর নির্ভর করছে। ৮৫ মার্কসের এ অংশে আছে ভাবসম্প্রসারণ (২০ মার্কস), সারমর্ম (২০ মার্কস) অনুবাদ (১৫ মার্কস), সংলাপ (১৫ মার্কস) ও চিঠি বা দরখাস্ত (১৫ মার্কস)।
এ অংশে ভালো করতে কিছু পরামর্শ
১. চিঠি বা প্রতিবেদন বা দরখাস্তের ফরম্যাট শিখে রাখুন। প্রতিবেদন লিখতে হলে সেখানে প্রতিবেদন সংশ্লিষ্ট সমস্যার পরিসংখ্যান, সমস্যার সমাধানে আপনার বিশেষ পরামর্শ উল্লেখ করুন।
২. কাল্পনিক সংলাপ আমাদের দৈনন্দিন কথাবার্তার মতো না হওয়াই ভালো। তাতে বাক্যের গভীরতা নষ্ট হয়। তবে সেমিফরমাল ভাব ধরে রেখে চরিত্রের মাধ্যমে বেশি বেশি তথ্য দেওয়ার চেষ্টা করুন। খেয়াল রাখুন, কথোপকথন যেন অংশগ্রহণমূলক হয়। অর্থাৎ একটি চরিত্রই শুধু উত্তর দিচ্ছে এমন যেন না হয়।
৩. ভাবসম্প্রসারণ তিনটি প্যারায় লিখুন। প্রথম প্যারায় কয়েকটি লাইনে টপিকটির মূলভাব লিখুন। দ্বিতীয় প্যারায় টপিকটি বিশ্লেষণ করুন, উদাহরণ দিন ও তৃতীয় প্যারায় পরামর্শমূলক কথা বা রিকমেন্ডেশন দিয়ে শেষ করুন।
৪. সারমর্ম বা সারাংশ আপনার নিজের মতো করে সাহিত্যসমৃদ্ধ ৪টি লাইন লিখুন।
তৃতীয় ভাগের ৮৫ মার্কসে আপনাকে সবচেয়ে বেশি ইফোর্ট দিতে হবে। কারণ এখানে যথেষ্ট গোছানো প্রস্তুতি না থাকলে আপনি দৌড়ে পিছিয়ে যাবেন। এর মধ্যে রয়েছে রচনা (৪০ মার্কস), গ্রন্থ সমালোচনা (১৫ মার্কস) ও বাংলা সাহিত্য (৩০ মার্কস)।
এ অংশে ভালো করতে কিছু পরামর্শ
১. রচনার জন্য বিগত প্রশ্ন ও দেশের ট্রেন্ডিং টপিকগুলো খেয়াল রাখলে কমন পাবেন। ডাটা ও কোটেশন দিয়ে খাতা পূর্ণ করার ধারণা থেকে বেরিয়ে আসাই উত্তম। সাহিত্যসমৃদ্ধ লেখা, সঠিক বানান, প্রযোজ্য ক্ষেত্রে ডাটা ও কোটেশন, ডাটার সূত্র ইত্যাদি আপনাকে ভালো মার্কস পেতে সাহায্য করবে।
২. গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে বিগত প্রশ্নগুলো বিশ্লেষণ করে ৫-৬টি বই সম্পর্কে ভালোভাবে পড়ুন। এমনভাবে বই নির্বাচন করুন, যেন একটি বই দিয়ে ২-৩টি টপিক কাভার হয়ে যায়। কম গুরুত্বপূর্ণ টপিকগুলো কমপক্ষে একবার রিডিং দিয়ে যাবেন, যাতে প্রশ্ন কঠিন হলে আইডিয়া থেকে লিখে আসতে পারেন। গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট শুধু ঘটনার উল্লেখ করেন, যা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে বিষয়বস্তু, ভাষা, ঘটনার প্রাসঙ্গিকতা, বিশেষজ্ঞের মতামত ইত্যাদিসহ সমালোচনা আপনাকে এগিয়ে রাখবে।
৩. বাংলা সাহিত্যের প্রস্তুতিটা বেশ টেকনিক্যাল। পরীক্ষার হলে এর জন্য আপনি সময় পাবেন অল্প, তবে সাহিত্যসমৃদ্ধ ও তথ্যভিত্তিক অল্প লেখাও আপনাকে কাঙ্ক্ষিত মার্কস এনে দেবে এই অংশে। বিগত প্রশ্ন, প্রাচীন ও মধ্যযুগ, মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত গ্রন্থ, পিএসসির ১১ জন সাহিত্যিক, পঞ্চপাণ্ডব কবি, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ লেখক; বিশেষ করে যারা মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ লিখে খ্যাতিমান এমন টপিকগুলো অবশ্যই পড়ে যাবেন। বিগত প্রশ্নের ওপর ভিত্তি করে কোটেশন বা কবিতার লাইন মুখস্থ ও নোট করে রাখুন এবং প্রযোজ্য ক্ষেত্রে তা প্রয়োগ করুন।
সিলেবাসের কঠিন ও সহজ অংশের ভিত্তিতে আমি সিলেবাসটি তিনটি ভাগে ভাগ করে দেখিয়েছি। যাতে আপনি কঠিন অংশটুকুর প্রস্তুতিতে বেশি সময় দিতে পারেন।
বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি
ইংরেজি
বিসিএস লিখিত ইংরেজি প্রস্তুতিতে রচনা ব্যতীত নির্দিষ্টভাবে পড়ার কিছু নেই। তবে যারা বেসিক গ্রামার ও ফ্রি হ্যান্ডরাইটিংয়ে দক্ষ, তারা নিঃসন্দেহে অনেক এগিয়ে থাকবেন।
কেউ যদি ইংরেজি প্রস্তুতির ব্যাপারে এক বাক্যে জানতে চান, তাহলে বলবো, ইংরেজি পত্রিকা পড়ুন। এর কোনো বিকল্প নেই। যখন আপনি ইংরেজি পত্রিকা পড়ছেন; তখন খেয়াল করুন, সেখানে কী ধরনের Alternative words, linker, Complex sentence ব্যবহার করা হচ্ছে। পত্রিকায় লেখা কোনো একটি লাইনকে আপনার নিজের লেখার সঙ্গে তুলনা করুন। তাহলে আপনার ফ্রি হ্যান্ডরাইটিংয়ের ঘাটতির জায়গাটুকু শনাক্ত করতে পারবেন। তাতে আপনার লেখার মান বাড়বে।
অনেক প্রার্থী কঠিন কঠিন সম্পাদকীয় কলাম পড়তে গিয়ে উৎসাহ হারিয়ে ফেলেন, যা অনুচিত। আপনি পত্রিকার যে কোনো পৃষ্ঠাই পড়ুন না কেন, আপনার উন্নয়ন ঘটবেই। এর জন্য দরকার নিয়মিত অনুশীলন। দৈনিক ৩-৪টি কলাম মনোযোগের সঙ্গে পড়লে একমাস পর উন্নতিটা নিজেই অনুভব করতে পারবেন।
ইংরেজিতে ভালো করতে চাইলে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন
১. বানান ভুল একজন লিখিত পরীক্ষার্থীর জন্য খুবই দৃষ্টিকটু। ভুলবশত বা অসচেতনভাবে যাদের বানান ভুল করার অভ্যাস আছে; তারা যে কোনো টপিক মনোযোগ দিয়ে পড়ার অভ্যাস করুন।
২. বেসিক গ্রামারে কারো সমস্যা থাকলে টপিকগুলো (Parts of speech, tense, transformation of sentence, parallelism, condition, voice, narration, right form of verb, transformation of sentence) জানা থাকলে বাক্য গঠনে আশা করা যায় আর ভুল হবে না। বাকিটা নির্ভর করছে আপনার ভোকাব্যুলারি প্রয়োগের দক্ষতা ও বেশি বেশি প্যাসেজ বা পত্রিকা পড়ার ওপর।
৩. কখনোই Comprehension থেকে নকল করে লিখবেন না। এতে পরীক্ষকের আপনার প্রতি আস্থাহীনতা তৈরি হবে। Comprehension ভালো করে পড়ুন এবং নিজের ভাষায় প্রশ্নের উত্তর করুন। চেষ্টা করুন, প্রতিটি উত্তর যেন ২-৩-৪ বাক্যে হয়। নামকাওয়াস্তে এক বাক্যে উত্তর লিখলে তাতে মান কমে যায়।
৪. বাক্য রচনার ক্ষেত্রে গঠনমূলক ও পজিটিভ অভিব্যক্তি তৈরি হয়, এমন কথা লিখুন। অনেক পরীক্ষার্থী খাতায় ব্যাকরণগত সঠিক বাক্য লেখেন কিন্তু তার মধ্যে ভাবের অসম্পূর্ণতা থাকে, যা পরিহার করাই ভালো। যেমন ধরুন, Alleviation দিয়ে বাক্য রচনার ক্ষেত্রে আপনি লিখলেন ‘Poverty alleviation is a good task’। বাক্যটি সঠিক হলেও একজন লিখিত পরীক্ষার্থীর কাছে পরীক্ষকের প্রত্যাশা নিশ্চয়ই আরও বেশি। তাই Complex/Compound Sentence ব্যবহার করে লিখলে বাক্যের মান আরও বাড়বে। আপনি বরং লিখুন: Our government has taken many initiatives as a part of poverty alleviation program and we hope that the percentage of poor people will reduce drastically within next ten years.
৫. লিখিত পরীক্ষার ক্ষেত্রে Vocabulary খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে ভালো করতে নিয়মিত পত্রিকা পড়ুন ও ভালো মানের একটি বই থেকে গুরুত্বপূর্ণ ১০০০ (কম-বেশি) শব্দার্থ Synonym, antonym-সহ শিখে ফেলুন এবং লেখায় প্রয়োগ করুন।
৬. ট্রান্সলেশনের ক্ষেত্রে বলতে হয়, এটি এমন একটি টপিক; যা আপনার বিসিএসের সমীকরণ বদলে দিতে পারে। এতে ভালো করতে পারলে ক্যাডার হওয়ার পথে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন। অর্থনীতি, মুক্তিযুদ্ধ, জলবায়ু পরিবর্তনসহ অন্য গুরুত্বপূর্ণ টপিকের Keywords (যেমন Economic recession=অর্থনৈতিক মন্দা) শিখে ফেলুন এবং পত্রিকার গুরুত্বপূর্ণ টপিক অনুশীলন করুন। আক্ষরিক অর্থ না করে বাক্যের মাধুর্য বজায় রেখে ভাবানুবাদ করুন।
বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি: গণিত
গণিত
গণিত প্রস্তুতির ক্ষেত্রে আমি বলবো, হাতেগোনা কিছু চ্যাপ্টার ব্যতীত বেশিরভাগ অধ্যায়ের প্রস্তুতিতে আপনার বেশি ইফোর্ট দিতে হবে না। তবে যেহেতু বিষয়টি হচ্ছে গণিত, যেখানে ৫০ এর মধ্যে ৫০ পাওয়ার সুযোগ আছে; সেহেতু এ সুযোগকে পরিপূর্ণভাবেই কাজে লাগানো উচিত।
গণিত বিষয়ে আমার নিজস্ব অনুসৃত পরামর্শ
১. যেহেতু গণিতে পিএসসি অনেক সময় সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন করে থাকে, তাই নবম-দশম শ্রেণির গণিত বই ও কনফিডেন্সের বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত বইটিকে ভিত্তি ধরে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে পারেন।
২. বেশিরভাগ পরীক্ষার্থীর কাছে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, জ্যামিতি, ত্রিকোণমিতি, অসমতা, কার্তেসীয় জ্যামিতি, সরলরেখা ও উপপাদ্য এ অধ্যায়গুলো কঠিন মনে হয়। এ ক্ষেত্রে বুঝে বুঝে অনুশীলন করলে সহজ হয়ে যাবে। প্রয়োজনবোধে কোচিংয়ে স্বনামধন্য শিক্ষকদের কাছে অধ্যায়গুলো বুঝে নিন।
৩. অন্য গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে রয়েছে ভেনচিত্র, ধারা, লগারিদম, সূচক, দ্বিঘাত সমীকরণ, বহুপদী উৎপাদক ও বীজগণিত।
৪. গণিত পরীক্ষায় সময় প্রয়োজনের তুলনায় সময় কম পাওয়া যায়। পরীক্ষার হলে অনেক সময় যথাযথ উত্তর না আসায় পরীক্ষার্থী আতঙ্কিত হয়ে আরও বেশি বিপদে পড়ে যেতে পারেন। এ ক্ষেত্রে আমার কৌশল হচ্ছে, প্রথমেই আমি ৫০ এ ৫০ টার্গেট না করে ৩৭-৪০ মার্কস টার্গেট করি ও রিভাইস দিয়ে সেগুলো কনফার্ম করি। যাতে এর নিচে মার্কস না আসে। পরে বাকি সময়ে বাকি ম্যাথস করি। এটি বিশেষ করে ম্যাথ পরীক্ষায় ভালো কৌশল হিসেবে কাজ করে। অনেক সময় কিছু পরীক্ষার্থী তাড়াহুড়ায় প্রথম থেকেই ৫০ এ ৫০ পাওয়ার চাপ নিয়ে নেন এবং ছোট ছোট হিসাবের গরমিল, অবচেতন ভুল প্রভৃতি কারণে মার্কস অনেক নিচে চলে আসে। এ ক্ষেত্রে ঠান্ডা মাথায় পরীক্ষা দিন ও হিসাবগুলো রিভাইস দিন, যাতে ভুল হওয়ার সুযোগ কমে যায়।
৫. যেসব প্রশ্নে ১টি ম্যাথে সরাসরি ০৫ মার্কস, সেগুলো উত্তর করার চেষ্টা করুন। তাতে সময় বাঁচবে। তবে প্রশ্নভেদে ভিন্নরকম কৌশল অবলম্বন করুন।
৬. বিগত বিসিএসের প্রশ্নগুলো সমাধান করুন। উপপাদ্য ও ব্যতিক্রম ধরনের ম্যাথগুলো নোট করে রাখলে পরীক্ষার আগে রিভিশন দেওয়াটা সহজ হয়ে যাবে। উপপাদ্যে কোনো সূত্র প্রয়োগ করা হলে তৃতীয় বন্ধনীর মধ্যে সূত্রের সাধারণ নির্বচন লিখে দিন। অন্যথায় মার্কস কম পাওয়ার সুযোগ আছে।
৭. অনেক পরীক্ষার্থী সঠিকভাবে ম্যাথ করেও ‘উত্তর’ কথাটি এড়িয়ে যান। এ ব্যাপারে সতর্ক হতে হবে। দুটি উত্তর চাওয়া হলে দুটিতেই উত্তর চিহ্নিত করে দিন।
বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি: বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলি
প্রথমেই মাথায় রাখুন, বাংলাদেশ বিষয়াবলির লিখিত সিলেবাসটি আদতে যতটা বড় মনে হয়, আসলে কিন্তু তা নয়। কারণ এই সিলেবাসের একটি অংশ আপনি ইতোমধ্যেই প্রিলিমিনারিতে পড়ে ফেলেছেন। এছাড়া অনেকগুলো অংশ আপনি বাংলা ও ইংরেজি রচনার সাথে সামঞ্জস্য খুঁজে পাবেন। মোটকথা, আমি চেষ্টা করবো যেন সাবজেক্টটি আমার কাছে যতটা কঠিন লেগেছিল, লেখাটি পড়ে আপনার জন্য অনেকাংশেই সহজ হয়ে যায়। আপনি যেন পুরো বিষয়টির একটা খসড়া পরিকল্পনা নিজেই করে ফেলতে পারেন। তাই আপনার লিখিত সিলেবাস হাতে নিন।
লক্ষ্য করুন
১. মোট ১৪টি অধ্যায় রয়েছে লিখিত সিলেবাসে, যার মধ্যে অধ্যায় ৩, অধ্যায় ৯ (আন্তর্জাতিকে এ চ্যাপ্টার পাবেন) ও অধ্যায় ১৪ (আন্তর্জাতিকে এ চ্যাপ্টার পাবেন) না পড়লেও হবে।
২. অধ্যায় ৫, অধ্যায় ১২ ও অধ্যায় ১৫ এর জন্য ০৩টি রচনা রেডি করুন:
ক. জলবায়ু পরিবর্তন (অধ্যায় ৫)
খ. ডিজিটাল বাংলাদেশ (অধ্যায় ১২) ও
গ. নারীর ক্ষমতায়ন (অধ্যায় ১৫)
রচনাগুলো এমনভাবে পড়ুন, যেন ০৩টি অধ্যায় থেকে পূর্বের বিসিএসে যা যা প্রশ্ন এসেছে, তার উত্তর কাভার হয়ে যায়।
৩. সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হচ্ছে ৪, ৬, ৭, ৮ ও ১৬ নং অধ্যায়, যেখানে আপনার বেশি সময় দিতে হবে।
বাংলাদেশের অর্থনীতি (৪ অধ্যায়) ডাটা নির্ভর অধ্যায়, তাই এটি যথাযথভাবে নোট করলে আপনি ব্যাংক ফোকাস রাইটিংসহ যে কোনো লিখিততে কাজে লাগাতে পারবেন। পুরো বিসিএসের লিখিততে আপনি ডাটার জন্য নির্ভর করতে পারেন শুধু এ অধ্যায়ের ওপর।
প্রাকৃতিক সম্পদ (৬ নং অধ্যায়) চ্যাপ্টারে কৃষি, শিল্প ও সেবা খাতের উপখাতভিত্তিক সম্ভাবনা, সাফল্য, সরকারের পদক্ষেপ ও চ্যালেঞ্জসমূহ নোট করুন।
সংবিধান (৭ নং অধ্যায়) এর জন্য বিগত প্রশ্নই যথেষ্ট। তবে, আপনি যদি সংবিধান (১ থেকে ৪৭ অনুচ্ছেদ) ভালোভাবে পড়তে পারেন, তাহলে বাংলাদেশ, আন্তর্জাতিক ও বাংলা-ইংরেজি রচনা সবকিছুতেই যে কোনো টপিকে সংবিধানের উল্লেখ করতে পারবেন এবং উত্তরের কোয়ালিটি এতে বেড়ে যাবে।
সরকারের অঙ্গসমূহ (৮ নং অধ্যায়) থেকে বিগত প্রশ্ন ভালোভাবে পড়ুন, যাতে সংবিধানের অনুচ্ছেদ উল্লেখপূর্বক উত্তর করতে পারেন।
মুক্তিযুদ্ধ (১৬ নং অধ্যায়) নিয়ে আপনি অলরেডি প্রিলিমিনারিতে বিস্তৃত আকারে পড়েছেন এবং আপনি যা জানেন, তা কখনোই নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর করতে পারবেন না। তাই সঠিকভাবে জানুন ও পরিকল্পনা করে রাখুন পরীক্ষার হলে ৫ মার্কের জন্য বরাদ্দকৃত ৬ মিনিটে কতটুকু সুনির্দিষ্টভাবে লিখবেন এবং ১০ মার্কের জন্য বরাদ্দকৃত ১২ মিনিটে কোন কোন কোটেশন বা মূল কথাগুলো লিখবেন।
৪. বাকি আছে ১, ২, ৩, ১০, ১১, ১৩- এ ০৬টি অধ্যায়। এ অধ্যায়গুলোতে পড়া কম, কনসেপ্ট থেকে লিখতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে কোটেশনসহ সংজ্ঞা ব্যবহার করবেন। বিগত প্রশ্ন চোখ বোলালেই এতে আপনার প্রিপারেশন হয়ে যাবে।
পরিশিষ্ট
১. বাংলাদেশ বিষয়াবলি পরীক্ষায় আপনার প্রেজেন্টেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে সময় কম, অল্প সময়ের মধ্যে তথ্য দিতে হবে। এমনভাবে আপনার তথ্য উপস্থাপন করুন, যেন Key points-গুলো পরীক্ষকের নজরে পড়ে। তাই মূল কথার নিচে দাগ দিয়ে দিতে পারেন।
২. কোনো প্যারা না দিয়ে শুধু টানা লিখে গেলে সেটি পরীক্ষকের খাতা মূল্যায়নেরর ক্ষেত্রে একঘেয়েমি তৈরি করতে পারে। তাই প্যারা দিন, পয়েন্ট করে লিখুন।
৩. ডাটা দিলে সেটি ব্যাখ্যা করুন। মনে রাখবেন, ডাটা আপনার প্রশ্নের যৌক্তিকতা বৃদ্ধি করে, কিন্তু ডাটা ব্যাখ্যা না করা হলে তাতে উত্তরের সৌন্দর্য নষ্ট হয়। লেখায় ডাটা ও ব্যাখ্যার মিশেল লেখার গুণগত মান বৃদ্ধি করে। ডাটা অবশ্যই সূত্রসহ উল্লেখ করুন। টেবিল আকারে চার্ট বা গ্রাফ দিলে অবশ্যই ক্যাপশন দিতে ভুলবেন না যেন।
ডাটা ও গ্রাফের ব্যাপারে আমার নিজস্ব মতামত হচ্ছে, ডাটাগুলো নিজের মতো সহজ করে পড়ুন। যেমন, ২৮২৪ মিলিয়ন ডলারকে আপনি ২.৮ বিলিয়ন পড়ুন, এতে করে গত ৫ বছরের ডাটা আপনি সহজেই মনে রাখতে পারবেন। পরিমিত ডাটা + যুক্তিসঙ্গত লেখা লিখবেন আপনি। পেপার নিয়মিত পড়লে আপনি সহজেই বিশেষজ্ঞদের কোটেশন প্রয়োগ করতে পারবেন।
৪. একটি খাতায় শুধু এ টপিক বা ডাটাগুলো লিখে ফেলুন ও আয়ত্ত করে ফেলুন: রূপকল্প ২০৪১ এর অর্থনৈতিক ও আর্থসামাজিক ডাটা, সাম্প্রতিক অর্থনৈতিক সমীক্ষা, এসডিজি ২০৩০ ও বাংলাদেশের অর্জন, মেগাপ্রজেক্ট (খরচ ও কমপ্লিট হওয়ার সম্ভাব্য সাল), বদ্বীপ পরিকল্পনা ২১০০, সমুদ্র অর্থনীতি, বাজেট। আমার বিশ্বাস, কোনো লেখা বা রচনা এ টপিকগুলোর একটি দিয়ে শুরু করলে তা পরীক্ষককে মুগ্ধ করবে।
৫. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি (০২) করে চারটি (০৪) ইংরেজি কোটেশন মুখস্থ করে ফেলুন এবং যে কোনো একটি দিয়ে আপনি যে কোনো রচনা বা প্রশ্নের উত্তর শুরু করতে পারেন। একটু বুঝিয়ে দিলে হয়তো বুঝতে পারবেন। ধরুন, পরীক্ষায় এসেছে ‘ঋণ খেলাপি’ বিষয়ক প্রশ্ন বা রচনা। আপনি শুরু করলেন প্রধানমন্ত্রীর কোটেশনটি দিয়ে: ‘Let’s forget all our differences and work shoulder to shoulder to transform Bangladesh into a hunger-free, poverty-free, golden Sonar Bangla being inspired by the spirit of Liberation War.’
দেখুন, বাহ্যিকভাবে মনে হতে পারে, ঋণ খেলাপির সাথে এই কোটেশনের সম্পর্কটা কী? কিন্তু চিন্তা করলে দেখতে পাবেন যে,
এখানে ঋণ খেলাপি না হওয়ার সাথে প্রধানমন্ত্রীর সোনার বাংলা গড়ার যে পজিটিভ সম্পর্ক, এর মধ্য দিয়েই আপনার কোটেশনের প্রাসঙ্গিকতা ফুটে উঠবে এবং দারুণভাবে আপনি উত্তর শুরু করতে পারবেন। আমি বলতে চাচ্ছি, আপনি প্রিপারেশন নেবেন সহজ, কিন্তু পরীক্ষায় যা-ই আসুক না কেন, আপনার দুই-চারটা জানা জিনিসকে বুদ্ধিমত্তার সাথে প্রয়োগ করবেন।
৬. অবশ্যই প্রতিদিন বাংলা ও পুরো সপ্তাহে অন্তত একটি ইংরেজি পত্রিকার ১৪-১৫টি কলাম পড়বেন। এতে আপনার বাংলা ও ইংরেজি ভাষাজ্ঞানের প্রয়োগ উন্নত হবে। আমি মনে করি, পরীক্ষকরা যখন দেখতে পান কোনো প্রার্থী প্রচলিত ধারণার বাইরে কোনো বিষয়কে বিভিন্ন আঙ্গিকে সাহিত্যসমৃদ্ধ লেখা লিখতে পারছেন, সেটিকে তারা পজিটিভলি মার্কিং করে থাকেন। তাই দৈনিক পত্রিকা পড়ুন, পত্রিকার লেখাকে আপনার স্ট্যান্ডার্ড হিসেবে মাপুন।
৭. খাতায় উপস্থাপনের ক্ষেত্রে পয়েন্ট দিয়ে ও প্যারা আকারে লিখতে পারেন, তাহলে সহজেই তা পরীক্ষকের নজরে আসবে।
৮. খাতায় বিভিন্ন রঙের কলম অনেকেই ব্যবহার করে থাকেন। আমার ধারণা, এতে অনেক সময় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি: আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলি বিষয়টি বিসিএস প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা আপনি যে বিষয়েই অনার্স বা মাস্টার্স করে থাকুন না কেন, এর মৌলিক বিষয়গুলো প্রিলিমিনারি, লিখিত ও ভাইবার জন্য লাগবেই। আর পররাষ্ট্র ক্যাডার প্রথম পছন্দ হলে তো কথাই নেই।
তাই আমি বলব, ১০০ নম্বরের এ বিষয়ে আপনি আপনার প্রস্তুতিতে যত বেশি বুঝে বুঝে কনসেপশন ক্লিয়ার রাখতে পারবেন; ততই তা আপনার পথকে সহজ করে দেবে।
প্রথমেই বলব, ৪০ মার্কসের কনসেপচুয়াল প্রশ্নের বিষয়ে। যেহেতু এ অংশটুকু বিভিন্ন তত্ত্ব, নীতি, মতবাদ, চুক্তি, গুরুত্বপূর্ণ সংগঠন, কূটনীতির মৌলিক বিষয়াদি নিয়ে গঠিত। তাই এ অংশে ভালো করতে হলে আপনাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে প্রতিটি বিষয়ে। সঠিক ধারণা না থাকলে একজন পরীক্ষার্থী উপগ্রহ রাষ্ট্র ও মুখাপেক্ষী রাষ্ট্র, উদারতাবাদ ও বাস্তববাদ ইত্যাদির ক্ষেত্রে হয়তো সঠিক উত্তর করতে পারবেন না।
এ বিষয়ে আমার পরামর্শ হচ্ছে
১. বই থেকে কোনো কনসেপ্ট পরিষ্কার না হলে ইন্টারনেট বা ইউটিউব থেকে সাহায্য নিন।
২. বাজারে প্রচলিত ভালো একটি বই থেকে বিগত প্রশ্নসহ সংশ্লিষ্ট প্রশ্নগুলো পড়ে ফেলুন, এতেই আশা করি ১০টি প্রশ্ন থেকে ৬-৭টি প্রশ্ন কমন পাবেন।
৩. এ বিষয়ে ভালো মার্কস তুলতে প্রযোজ্য ক্ষেত্রে বিশেষজ্ঞদের উক্তি বা প্রামাণ্য সংজ্ঞা দিন, যেমন- বিভিন্ন মতবাদ, ধারণা ও আদর্শ ইত্যাদির ক্ষেত্রে এটি প্রযোজ্য। এছাড়া ওই মতবাদ বা ধারণা কোথাও প্রচলিত ছিল বা আছে কি না এবং ইতিহাসে এর প্রয়োগ ও ফলাফল কি, তা জেনে উপস্থাপন করুন।
৪. ভৌগোলিক কোনো বিষয় যেমন- সিল্ক রোড ইত্যাদি পরীক্ষায় এলে ম্যাপ দেওয়ার চেষ্টা করুন। তবে না জানলে আন্দাজে দিলে হিতে বিপরীত হতে পারে। ম্যাপ না দিয়েও যদি আপনি মূল তথ্যগুলো গুছিয়ে উপস্থাপন করতে পারেন। তাহলেও ভালো মার্কস আশা করা যায়। অনেক প্রার্থী ম্যাপ দিতে গিয়ে অদক্ষতার কারণে খাতার সৌন্দর্য নষ্ট করে ফেলেন, যা আমার মতে পরিহার করাই উত্তম।
৫. এ অংশে প্রতিবছরই সাধারণত ২-৩টি প্রশ্ন আনকমন থাকে, যা নিজ আইডিয়ার পরিসর বাড়িয়ে বিভিন্ন আঙ্গিকে অবশ্যই উত্তর করে আসবেন।
৬০ নম্বরের এমপিরিক্যাল ও প্রবলেম সলভিং বিষয়ে কিছু কথা
আন্তর্জাতিক বিষয়াবলির এ অংশটুকু আমার খুবই প্রিয়। কারণ এ অংশের প্রস্তুতিতে একদিকে যেমন কম সময় প্রয়োজন, অন্যদিকে হাল আমলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকেই যেহেতু প্রশ্ন করা হয়। তাই নিয়মিত পত্রিকায় চোখ বোলালেই এর প্রস্তুতি অনেকাংশে সহজ হয়ে যায়। বাকিটা নির্ভর করছে গুরুত্বপূর্ণ টপিকগুলো গুছিয়ে জেনে পরীক্ষার হলে যাওয়া ও তার উপস্থাপনের ওপর।
গুরুত্বপূর্ণ টপিকের কেন্দ্রে সব সময় থাকবে পরাশক্তিগুলো, যেমন আমেরিকা, রাশিয়া ও চীনের আন্তর্দ্বন্ধ, অর্থনীতি, বাণিজ্য ও যুদ্ধ এবং এর বৈশ্বিক প্রভাব। মধ্যপ্রাচ্য নিয়ে জানতে হবে বিশেষত ইসরাইল, সৌদি আরব, ইরান ও তুরস্কের পারস্পরিক সম্পর্ক নিয়ে।
বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি উভয়টির ক্ষেত্রেই কাজে লাগবে বাংলাদেশের সাথে ভারত, চীন ও অন্য গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশসমূহের সম্পর্ক, সহযোগিতা ও পারস্পরিক সমস্যার ক্ষেত্র।
এ পার্টে উত্তর করার ক্ষেত্রে পত্রিকা থেকে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, সমরবিশেষজ্ঞ, নিরাপত্তা বিশ্লেষক প্রমুখের উক্তি দিতে পারলে তা আপনার উত্তরের কোয়ালিটি অনেকটা বাড়িয়ে দেবে।
একটি গুরুত্বপূর্ণ কথা বলি, আপনার আন্তর্জাতিক বিষয়াবলির খাতা নিশ্চয়ই মূল্যায়ন করবেন এমন কোনো বিশেষজ্ঞ; যিনি প্রতিদিনকার ঘটে যাওয়া দেশ ও বাইরের পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন টিভি নিউজ ও পত্রিকার মাধ্যমে। তাই প্রবলেম সলভিং ও এমপিরিকালের উত্তর করার ক্ষেত্রে আপনার উত্তর ও মতামতকে গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের উক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারলে, তা পরীক্ষকের সুনজর কাড়তে সক্ষম হবে। এ ক্ষেত্রে আপনি তথ্য নেবেন বই-পত্রিকা-ইন্টারনেট থেকে কিন্তু লিখবেন পত্রিকার মাপকাঠিতে, যাতে লেখাটি হয় সাহিত্যসমৃদ্ধ ও তথ্যভিত্তিক।
বিসিএস লিখিত পরীক্ষার সুপার সাজেশন
১ম থেকে সকল বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
ইংরেজি
ইংরেজি ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
Parts of Speech | প্রশ্ন ও উত্তর লিংক | Abbreviations or Elaboration Terms | প্রশ্ন ও উত্তর লিংক |
Article | প্রশ্ন ও উত্তর লিংক | One word Substitutions | প্রশ্ন ও উত্তর লিংক |
Appropriate Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | English literature | প্রশ্ন ও উত্তর লিংক |
Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | Sentence Correction | প্রশ্ন ও উত্তর লিংক |
Right forms of verb | প্রশ্ন ও উত্তর লিংক | Translation /Vocabulary | প্রশ্ন ও উত্তর লিংক |
Voice | প্রশ্ন ও উত্তর লিংক | Spelling | প্রশ্ন ও উত্তর লিংক |
Narration | প্রশ্ন ও উত্তর লিংক | Synonym-Antonym | প্রশ্ন ও উত্তর লিংক |
Phrase and Idioms | প্রশ্ন ও উত্তর লিংক | Word Meaning | প্রশ্ন ও উত্তর লিংক |
prefix and suffix | প্রশ্ন ও উত্তর লিংক | প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
বাংলা
বাংলা ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
সন্ধি | প্রশ্ন ও উত্তর লিংক | শেখ হাসিনা | প্রশ্ন ও উত্তর লিংক |
বিপরীত শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান | প্রশ্ন ও উত্তর লিংক |
সমার্থক শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | জাতীর ৪ নেতা | প্রশ্ন ও উত্তর লিংক |
শুদ্ধ বানান | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন চুক্তি বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত | প্রশ্ন ও উত্তর লিংক |
এককথায় প্রকাশ | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ সেক্টর | প্রশ্ন ও উত্তর লিংক |
তৎসম অর্ধতৎসম তদ্ভব বিদেশী ও দেশি শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | রােহিঙ্গা সমস্যা | প্রশ্ন ও উত্তর লিংক |
উপসর্গ | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের জনপদ | প্রশ্ন ও উত্তর লিংক |
সমাস | প্রশ্ন ও উত্তর লিংক | সংবিধান | প্রশ্ন ও উত্তর লিংক |
বাগধারা, প্রবাদ ও প্রবচন | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ | প্রশ্ন ও উত্তর লিংক |
কারক-বিভক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের ভৌগলিক | প্রশ্ন ও উত্তর লিংক |
যুক্ত বর্ণের | প্রশ্ন ও উত্তর লিংক | কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যু | প্রশ্ন ও উত্তর লিংক |
ধ্বনি, বর্ণ | প্রশ্ন ও উত্তর লিংক | উপন্যাস/রচনাসমগ্র | প্রশ্ন ও উত্তর লিংক |
বাক্য (সরল, জটিল, যৌগিক) | প্রশ্ন ও উত্তর লিংক | ভাষা আন্দোল | প্রশ্ন ও উত্তর লিংক |
পদ নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক | বিখ্যাত স্থান | প্রশ্ন ও উত্তর লিংক |
পারিভাষিক শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | ||
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব | প্রশ্ন ও উত্তর লিংক | স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের চলচ্চিত্র | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার সম্পর্কে সাধারণ জ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
গণিত
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) | প্রশ্ন ও উত্তর লিংক | বীজগাণিতিক মান নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা | প্রশ্ন ও উত্তর লিংক | উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
ল.সা.গু, গ.সা.গু | প্রশ্ন ও উত্তর লিংক | ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য) | প্রশ্ন ও উত্তর লিংক | আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অংকসমূহ, সরলরেখা | প্রশ্ন ও উত্তর লিংক |
অনুপাত:সমানুপাত | প্রশ্ন ও উত্তর লিংক | গাছের উচ্চতা/ মিনারের উচ্চতা | প্রশ্ন ও উত্তর লিংক |
সংখ্যা পদ্ধতি | প্রশ্ন ও উত্তর লিংক | মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিগত সালে প্রশ্ন | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপ ও পরিমান | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
কম্পিউটার
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তর | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | প্রশ্ন ও উত্তর লিংক |
কম্পিউটার | প্রশ্ন ও উত্তর লিংক | সেটেলাইট-১ | প্রশ্ন ও উত্তর লিংক |
LAN, WAN কম্পিউটার নেটওয়ার্ক | প্রশ্ন ও উত্তর লিংক | কম্পিউটার সংক্ষিপ্ত শব্দের পূর্ণরুপ | প্রশ্ন ও উত্তর লিংক |
গুগল | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীড | প্রশ্ন ও উত্তর লিংক |
৩জি,৪জি, ৫ জি | প্রশ্ন ও উত্তর লিংক | ||
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
General Knowledge (GK) সাধারণ জ্ঞান ও বিজ্ঞান
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
ইতিহাস , সভ্যতা ও সংস্কৃতি | প্রশ্ন ও উত্তর লিংক | পুরস্কার ও সম্মাননা | প্রশ্ন ও উত্তর লিংক |
গভর্নর জেনারেল ও ভাইসরয়দের তালিকা | প্রশ্ন ও উত্তর লিংক | খেলাধুলা | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলার শাসন আমল | প্রশ্ন ও উত্তর লিংক | জিন-কোষ | প্রশ্ন ও উত্তর লিংক |
ভূপ্রকৃতি ও জলবায়ু | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন রোগব্যাধি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিখ্যাত উক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপক যন্ত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
সংক্ষিপ্ত রূপ বা বিস্তারিত শর্তাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | রসায়ন | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নাম | প্রশ্ন ও উত্তর লিংক | ভূগোল | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবস | প্রশ্ন ও উত্তর লিংক | পদার্থ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের আয়তন ও রাজধানী | প্রশ্ন ও উত্তর লিংক | জীববিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের মুদ্রা নাম | প্রশ্ন ও উত্তর লিংক | গাণিতিক পরিমাপের একক | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের আলােচিত ঘটনাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | সাধারণ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
সাম্প্রতিক সোস্যাল মিডিয়া | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার এর জানা ও অজানা সকল তথ্য | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক |
Paragraph | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
CV | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক |
Dialog/সংলাপ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও