প্রশ্ন সমাধান: ক্ষুদ্র অর্থায়নে সরকারের নীতি ও আইনগত অবকাঠামো সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর
ক্ষুদ্র অর্থায়নের প্রোগ্রামসমূহ এনজিও (NGO), গ্রামীণ ব্যাংক (Grameen Bank), সরকারি বাণিজ্যিক ব্যাংক Banks) এবং বাংলাদেশ (State-owned Commercial সরকারের মন্ত্রণালয়সমূহ বিশেষ প্রোগ্রামসমূহ নির্ধারণ করার মাধ্যমে বাস্তবায়ন করা হয়।
২০১৩ সালের জুন মাসে ক্ষুদ্র অর্থায়ন প্রকল্পে বাংলাদেশি টাকায় ২২৬ বিলিয়ন এবং মোট ৩৩ মিলিয়ন অর্থ ক্লায়েন্টকে প্রদান করা হয়েছে। নিম্নে ৬টি গ্রুপ অর্থায়নের মাধ্যমে তুলে ধরা হলো :
১. আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র অর্থায়ন;
২. ক্ষুদ্র অর্থায়ন ঋণ;
৩. দারিদ্র্য লোকজনের জন্য ক্ষুদ্র অর্থায়নে ঋণ;
৪ . কৃষি ক্ষেত্রে ঋণ;
৫. ঋতুভিত্তিক ঋণ ও
৬. ক্ষতিগ্রস্ত ব্যবস্থাপনার জন্য ঋণ ।
শন ২০
আরো ও সাজেশন:-
উল্লিখিত বিষয়ে ক্ষুদ্র অর্থায়ন করা হয় সর্বোচ্চ ৫০,০০০ টাকা। এটা সাধারণ ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানকে প্রদান করা হয়। বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানসমূহকে লাইসেন্স প্রদান করা হয়। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ২০০৬ সালে সরকার প্রতিষ্ঠা করে। এমআরএ বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানসমূহের ৪২৪টি আবেদনপত্র গ্রহণ করে! এসব প্রতিষ্ঠান লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করে। তবে অবশ্যই আইনগত বাধ্যবাধকতা রয়েছে। সে সময় এমআর ও দেখল,
যেসব প্রতিষ্ঠানের ১,৮০০০-এর বেশি ক্লায়েন্ট অথবা ৪ মিলিয়ন বাংলাদেশি টাকা ঋণ দিয়েছে তাদের লাইসেন্স দিবে যাহোক, ২০১৪ সালে এমআরএ ৭৪২টি এনজিও-এর লাইসেন্স অনুমোদন করেছেন এবং ৪৪টি এনজিও-এর লাইসেন্স বাতিল করেছে। বাকি ৩টি এনজিও-এর লাইসেন্স বিবেচনার মধ্যে রাখা হয়েছে। ইতোমধ্যে এমআও নতুন আবেদনপত্রের জন্য লাইসেন্স দিবে। এর মধ্যে ৯২টি আবেদনপত্র প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
বাংলাদেশে ক্ষুদ্র অর্থায়নে পরিস্থিতি ভালো বিশ্বায়নের যুগে মন্দাভাবের কারণে ক্ষুদ্র অর্থায়নে খুব ভালো পরিস্থিতি বিরাজ করছে না। কিন্তু এসব সমস্যার মধ্যেও বাংলাদেশের ক্ষুদ্র অর্থায়ন সেক্টরগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।
সাম্প্রতিক সময় বাংলাদেশি টাকায় ২১১ বিলিয়ন হতে ২৫৭ বিলিয়নে দাঁড়িয়েছে। অর্থাৎ শতকরা ২১ ভাগ বৃদ্ধি পেয়েছে। এসব ঋণ ১৯.২৭ মিলিয়ন দারিদ্র্য মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। তা দিয়ে গরিব মানুষদের আত্মকর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ করা হয়েছে।
আর মোট সঞ্চয় শতকরা ২৪ ভাগ বৃদ্ধি পেয়েছে। ২০১২ সালে ৭৫.২০ বিলিয়ন ডলার হতে ২০১৩ সালে ৯৩-৯৯ বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় তা ২৪.৬০ মিলিয়ন লোকের মাঝে প্রদান করা হয়েছে।
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক | Paragraph | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক | CV | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক | Dialog/সংলাপ | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
আপনার জন্য আমাদের ক্যাটাগরি
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- কিং কোড কি?
- উত্তম কর্পোরেট গভর্নেন্স চর্চার উদ্দেশ্যমূলক কোড সমূহ আলোচনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ
- ইজারার দাতার বইতে ইজারা হিসাব সমূহ কেমন ধরনের হয়ে থাকে