CAPM-এর প্রয়োগক্ষেত্রের বর্ণনা দাও

CAPM-এর প্রয়োগক্ষেত্রের বর্ণনা দাও

একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।

বিনিয়োগকারীগণ নিচের ক্ষেত্রসমূহের CAPM প্রয়োগ করার মধ্য দিয়ে তার বিনিয়োগসমূহের বিশ্লেষণ করতে পারেন।

১. আয়ের হার নির্ধারণ : একজন বিনিয়োগকারী তার বিনিয়োগকারীর বা বিনিয়োগের হতে তার প্রত্যাশিত আয়ের পরিমাণ সম্পর্কে অবগত হতে চাইলে তার তিনটি বিষয়ের সম্পর্কে ধারণা থাকতে হয় । যেমন-

CAPM-এর ব্যবহারের ক্ষেত্রসমূহ আলোচনা কর

(i) প্রত্যাশিত বাজার ঝুঁকি প্রিমিয়াম (Rm-Rf)
(ii) সামগ্রিক বাজার ঝুঁকি (B)
(iii) ঝুঁকিবিহীন সুদের হার (Rf)

CAPM-এ উপরিউক্ত ধরনের উপাদানসমূহ বিদ্যমান থাকার ফলে একজন বিনিয়োগকারী তার বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যাশিত বা প্রয়োজনীয় আয়ের হার নির্ধারণের ক্ষেত্রে CAPM- এর ব্যবহার করতে পারেন ।

CAPM কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে?

২. ঝুঁকির বিশ্লেষণ : CAPM তত্ত্ব প্রয়োগের মাধ্যমে একজন বিনিয়োগকারী তার বিনিয়োগের ক্ষেত্রে তার বিনিয়োগের পরিহারযোগ্য এবং অপরিহারযোগ্য ঝুঁকিসমূহের বিশ্লেষণ করতে পারেন। যার ফলে যথাযথ উপায়ে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহজতর হয় ।

ইক্যুইটি ব্যয় নির্ণয়ে সিএপিএম (CAPM) এর ব্যবহার

সমাধান

৩. ঝুঁকিবিহীন আয়ের হার : বিনিয়োগকারীরা ঝুঁকি গ্রহণ করা ছাড়াই যে ধরনের আয় তাদের বিনিয়োগ হতে লাভ করে তাকে বলা হয় ঝুঁকিবিহীন আয়ের হার। CAPM এর সাহায্যে এসব আয় নির্ধারণ করা যায় ।

৪. ঝুঁকির প্রিমিয়াম নির্ধারণ : সাধারণ অবস্থায় আমরা দেখতে পাই যে, ঝুঁকিবিহীন আয় হতে বাজারের গড় আয়ের পরিমাণ বেশি হলে ঝুঁকির প্রিমিয়ামের দৃষ্টি হয়। বাজার আয় হতে ঝুঁকিমুক্ত আয় বাদ দেওয়া হলে যে পরিমাণের আয় অবশিষ্ট থাকে, তাকে বলা হয় ঝুঁকির প্রিমিয়াম যা পরিমাপ করা হয় CAPM-এর মধ্য দিয়ে I

CAPM বলতে কি বুঝ?

সমাধান

৫. বাট্টার হার নির্ধারণ : নতুন কোনো ধরনের মূলধনী বিনিয়োগের বাট্টার হার নির্ধারণ করার ক্ষেত্রেও CAPM মডেলটির ব্যবহার করা যেতে পারে।

৬. অতিমূল্যায়িত এবং অবমূল্যায়িত সিকিউরিটিজসমূহের বিশ্লেষণ : বাজারে কোনো কোনো সিকিউরিটিজ অতিমূল্যায়িত এবং অবমূল্যায়িত অবস্থায় বিদ্যমান থাকতে পারে। এবং সিকিউরিটিউজসমূহের এসব অবস্থার সম্পর্কে জানার ক্ষেত্রে CAPM এর ব্যবহার করতে হয় ।

CAPM কিভাবে পরীক্ষা করতে হয়?

সমাধান

একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।

আর্টিকেলের শেষ কথাঃ ৭১ এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পটভূমি বিশ্লেষণ কর

Leave a Comment