Check Ration Card,রেশন কার্ড চেক করুন,2 মিনিটে চেক করুন APL থেকে BPL রেশন কার্ড

আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং রেশন কার্ডের জন্য আবেদন করেন কিংবা রেশন কার্ড সংশোধন আবেদন করেন তাহলে খুব সহজেই Govt West Bengal Food and Supplies সার্ভার থেকে আপনার রেশন কার্ড চেক করতে পারবেন অথবা রেশন কার্ড স্ট্যাটাস যাচাই করতে পারবেন।

রেশন কার্ডের মাধ্যমে মূলত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের বিনামূল্যে খাদ্যদ্রব্য সামগ্রী প্রদান করা হয়। আপনি যদি রেশন কার্ডের জন্য খাদ্য দপ্তরে গিয়ে আবেদন করে থাকেন কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে রেশন কার্ড এর জন্য আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনার রেশন কার্ড স্ট্যাটাস চেক করা উচিত। কেননা রেশন কার্ড আবেদন যদি বাতিল হলো কিনা কিংবা অ্যাপ্রুব হলো কিনা এটি আপনি জানতে পারবেন রেশন কার্ড স্টাট্যাস যাচাই করার মাধ্যমে।

এই পোস্টে মূলত আমরা তিনটি বিষয়ে আলোচনা করব। এবং আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড চেক বা দুয়ারে সরকার রেশন / খাদ্য সাথী কার্ড চেক করবেন কিংবা ১০ বা ১৬ সংখ্যার এপ্লিকেশন/ বারকোড নাম্বার দিয়ে রেশন কার্ডের বর্তমান আবেদন অবস্থা দেখবেন তার বিস্তারিত।

Check Ration Card,রেশন কার্ড চেক করুন,2 মিনিটে চেক করুন APL থেকে BPL রেশন কার্ড

পরিচয়পত্র হিসেবে প্রমাণ স্বরূপ রেশন কার্ডের (Ration Card) প্রচলন বহুদিন থেকেই হয়ে এসেছে। এতদিন দেশের বিরাট অংশের মানুষ রেশন কার্ডকে অন্যতম পরিচয় পত্র হিসেবে মেনে এসেছে। তবে বিগত বেশ কয়েক বছর ধরে রেশন কার্ডকে সরিয়ে আধার কার্ডকেই সর্বত্র মান্যতা দেওয়া হচ্ছে।

ফলে গুরুত্ব হারাচ্ছিল রেশন কার্ড। অধিকাংশ ক্ষেত্রে এখন আধার কার্ডই বাধ্যতামূলক। কারও বাড়ির ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ডই দেখাতে হয়।

কিন্তু, সাম্প্রতিক পরিস্থিতিতে গুরুত্ব ফিরে পাচ্ছে রেশন কার্ড। সৌজন্যে পশ্চিমবঙ্গ সরকারের ‘খাদ্য সাথী’ প্রকল্প (Khadya Sathi Prokalpo)।

‘খাদ্য সাথী’ প্রকল্পের আওতায় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষই শুধু নয়, লাভবান হচ্ছেন বাংলার প্রায় ৯০% অর্থাৎ কমবেশি ৭ কোটি বেশি মানুষ। এমনই দাবি রাজ্যের তৃণমূল সরকারের। কিন্তু, ঘরে বসেই কী ভাবে যাচাই করা যাবে রেশন কার্ডের বর্তমান অবস্থা?

রেশন কার্ড চেক করতে কি কি লাগে ২০২৪

যদি আপনি রেশন কার্ড চেক করতে চান তাহলে অবশ্যই একটি মোবাইল দরকার। যার মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যবহার করে রেশন কার্ড চেক করার ওয়েবসাইট খুলতে পারবেন।

এবং যদি আপনি নাম দিয়ে রেশন কার্ড চেক করতে চান তাহলে সেই ব্যক্তির পুরো নাম জানতে হবে। এছাড়া যদি সাধারণভাবে রেশন কার্ড চেক করতে চান তাহলে রেশন কার্ড নাম্বারটি প্রয়োজন হবে।

তাই যদি আপনার কাছে এই দুটি জিনিস থাকে তাহলে আপনি রেশন কার্ড চেক করতে সক্ষম হবেন।

কিভাবে রেশন কার্ড চেক করব – জেনে নিন ২০২৪

রেশন কার্ড চেক করবার জন্য আপনাকে প্রথমে একটি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে। যেটি হল একটি সরকারি ওয়েবসাইট। ওই ওয়েব সাইটে যাওয়ার পর আপনি খুব সহজেই নিজের এবং যে কোন ব্যক্তির রেশন কার্ড চেক করতে পারবেন।

রেশন কার্ড চেক করব - নাম দিয়ে রেশন কার্ড চেক করার উপায়

রেশন কার্ড চেক করার জন্য আপনি এই Link থেকে প্রথমে ওয়েব সাইটটিতে প্রবেশ করুন।

ওয়েব সাইটটিতে প্রবেশ করার পর আপনি একদম উপরের ডান দিকে, সবুজ রঙের একটি বক্স দেখতে পাবেন। ওই বক্সটিতে ক্লিক করার পর, E-CITIZEN অপশনে ক্লিক করুন এবং সেখান থেকে “Search Your Digital Ration Card Details” অপশনটিতে যান।

এরপর এইরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। যেখানে নিজের District, Block/Municipality, GP/Ward, Name এবং Security Code দিয়ে, Search অপশনে ক্লিক করলেই আপনার রেশন কার্ডটি দেখতে পাবেন।

এই পদ্ধতিতে আপনি নাম দিয়ে রেশন কার্ড চেক করতে পারবেন।

রেশন কার্ড চেক করব - নাম দিয়ে রেশন কার্ড চেক করার উপায়

আর যদি আপনি রেশন কার্ডের নাম্বার দিয়ে রেশন কার্ড চেক করতে চান, তাহলে ওপরের, Ration Card Number অপশনটিতে ক্লিক করে, কার্ড নাম্বার এবং ক্যাটাগরি দিয়ে রেশন কার্ড দেখতে পাবেন।

রেশন কার্ড কেনো চেক করবেন ২০২৪

কখনো কখনো নতুন বাচ্চা জন্মায় তাদের রেশন কার্ড তৈরি করার প্রয়োজন হয়। এইজন্য যদি আপনি রেশন কার্ডের জন্যে এপ্লাই করে থাকেন, তাহলে সেই রেশন কার্ড দিয়ে তৈরি হয়েছে কিনা এটা জানার জন্য অনলাইনের মাধ্যমে রেশন কার্ড চেক করতে পারেন।

এছাড়া যদি আপনার রেশন কার্ডে কোন ভুল থাকে, এবং ভুল সংশোধনের জন্য এপ্লাই করে থাকেন তাহলে আপনার রেশন কার্ডের ভুল কি ঠিক হয়েছে কিনা এটা জানতে রেশন কার্ড চেক করবেন।

এছাড়া যদি আপনি রেশন কার্ড হারিয়ে ফেলেন, তাহলে নাম দিয়ে রেশন কার্ড চেক করে আপনার রেশন কার্ড নাম্বারটি ফিরে পেতে পারবেন।

এর সাথে সাথে রেশন কার্ড চেক করার প্রত্যেক মানুষের আপনাদের আলাদা ব্যক্তিগত লক্ষ্য থাকতে পারে। তাই আপনি এই সমস্ত রেশন কার্ড তথ্য পাওয়ার জন্য রেশন কার্ড চেক করতে পারেন।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ডিজিটাল রেশন কার্ড চেক করব কিভাবে ২০২৪

যদি আপনার রেশন কার্ড ডিজিটাল হয় তাহলে আপনি, ওপরের দেওয়া ইনফর্মেশন অনুযায়ী ডিজিটাল রেশন কার্ড চেক করতে পারেন।

কারণ এই ওয়েবসাইটটি সাধারণ এবং ডিজিটাল দুই প্রকারের রেশন কার্ড চেক করার অনুমতি দেয়। তাই আপনার রেশন কার্ডটি যদি ডিজিটাল হয়ে থাকে তাহলে কোন ভয় পাওয়ার দরকার নেই, আপনি উপরের পদ্ধতিগুলি অনুসরণ করে আপনার রেশন কার্ড চেক করতে পারেন।

রেশন কার্ড চেক করার ওয়েবসাইটটি কি বিশ্বস্ত ২০২৪

অবশ্যই উপরের রেশন কার্ড চেক করার ওয়েবসাইটটি বিশ্বাস করা যায়। কারণ এটি একটি পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর এর তৈরি ওয়েবসাইট। এখানে পার্সোনাল ডাটা চুরি হওয়ার কোনো ভয় নেই। তাই আপনি কোন সন্দেহ ছাড়া এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন।

তবে অনলাইনে অনেক ধরনের স্ক্যাম ওয়েবসাইট রয়েছে যারা রেশন কার্ড চেক করার অনুমতি দেয়। আপনি সঠিকভাবে Research করার পর ওয়েবসাইটগুলো ব্যবহার করবেন।

উপসংহার

আশা করি উপরের ইনফরমেশন থেকে কিভাবে রেশন কার্ড চেক করব, নাম দিয়ে রেশন কার্ড চেক করার উপায়, ডিজিটাল রেশন কার্ড কিভাবে চেক করে, এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি এখনও রেশন কার্ড চেক করা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন।

আজকের বিষয়: 2 মিনিটে চেক করুন APL থেকে BPL রেশন কার্ড

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment