Class: 9 1st Week Assignment Bangla Bangladesh and World Identity Science Answer

২০২১ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণির প্রথম সপ্তাহের বাংলা বিষয়ের এ্যাসাইনমেন্ট

অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ গদ্য (প্রবন্ধ);

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ বই পড়া (প্রমথ চৌধুরী);

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

অনুচ্ছেদ রচনা: ‘স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব

নির্দেশনা:

‘বই পড়া’ প্রবন্ধটির আলােকে শিক্ষার্থীরা অনুচ্ছেদটি রচনা করবে। প্রয়ােজনে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ বই থেকে অনুচ্ছেদ লেখার নিয়ম অনুসরণ করবে।

উত্তর : লিংক

২০২১ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের এ্যাসাইনমেন্ট

অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ

প্রথম অধ্যায়: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উন্থান (১৯৪৭-১৯৭০)

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ

১.১ বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন-৪
১.২ বাঙালি জাতীয়তাবাদে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা-৫
১.৩ সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ (১৯৫৮-৭০)-৯

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

১৯৫২, ১৯৬৬, ১৯৭০ সাল বাংলাদেশের ইতিহাস বিনির্মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সময়। এর মাঝে কোন সালের ঘটনাপ্রবাহ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অধিকতর প্রেরণা যুগিয়েছিল বলে তুমি মনে কর? যুক্তিসহ তােমার মতামত তুলে ধর।

নির্দেশনা:

১. উল্লিখিত সালগুলির সাথে সম্পর্কিত ঘটনাগুলি ধারাবাহিকভাবে উল্লেখ করবে।
২. যে ঘটনাটি মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে তা ব্যাখ্যা করবে।
৩. উত্তরের স্বপক্ষে যুক্তি প্রদর্শন করবে।
৪. নিজস্ব মতামত প্রদান করবে।

উত্তর : লিংক

২০২১ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণির মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের এ্যাসাইনমেন্ট
শ্রেণি: ৯ম, বিভাগ: মানবিক ও ব্যবসায় শিক্ষা;

অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: উন্নততর জীবনধারা

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ

১.১ খাদ্য ও পুষ্টি;
১.১.১ শর্করা বা কার্বোহাইড্রেট;
১.১.২ আমিষ বা প্রােটিন;
১.১.৩ স্নেহ পদার্থ বা লিপিড;
১.৪.১ খাদ্য সংরক্ষণ;
১.৩.২ উন্নত জীবন যাপনের জন্য খাদ্য উপাদান বাছাই;
১.১.৪ খাদ্য প্রাণ বা ভিটামিন;
১.১.৫ খনিজ পদার্থ এবং পানি;
১.১.৬ রাফেজ বা আঁশ;
১.২ বডিমাস ইনডেক্স;
১.৪.২ খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া;
১.৫ তামাক ও ড্রগস;
১.৬ ড্রাগ আসক্তি;
১.৭ এইডস;
১.৮ স্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম;

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:

১। বৃহস্পতিবার প্রমার আম্মু চাল, ডাল, উদ্ভিজ্জভােজ্য তেল, সবজি এবং মাংস মিশিয়ে খিচুড়ি রান্না করলেন। বিকেলে প্রমা পেয়ারা খেতে খেতে তার আব্বকে বললাে যে কাল তারা বাইরে বেড়াতে যাবে এবং বাইরে খাবে।

কথামত শুক্রবারে তারা বাইরে গিয়ে দুপুরে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সফট ড্রিংক এবং বিকেলে বার্গার খেলাে।

ক) প্রমার গৃহীত খাবারগুলাের মধ্যে কোন খাবারটি ভিটামিন E সমৃদ্ধ?
খ) উল্লেখিত খাবারগুলাের মধ্যে কোন খাবার উদ্ভিজ্জ উৎস ও কোন কোন খাবার প্রাণিজ উৎস থেকে পাওয়া তা ছকের মাধ্যমে দেখাও।
গ) বৃহস্পতিবার প্রমার গৃহীত খাবারের একটি সুষম খাদ্য পিরামিড এঁকে উপস্থাপন কর।
ঘ) প্ৰমার স্বাস্থ্য রক্ষায় কোন দিনের খাবারটি অধিকতর সহায়ক? যুক্তিসহকারে বিশ্লেষণ কর।


২। শিক্ষার্থী হিসেবে তােমার ২৪ ঘন্টার একটি রুটিন তৈরি কর এবং সেখানে নিম্নলিখিত বিষয়গুলাে উপস্থাপন কর।

ক) তিনবেলার খাবার, টিফিন ও বিকালের নাস্তা
খ) বিশ্রাম (ঘুম) ও শরীর চর্চা
গ) সারাদিনের কার্যাবলী (পড়ালেখা, ঘরের কাজ, বাইরের কাজ ইত্যাদি)
ঘ) খেলাধুলা (বাড়িতে)
ঙ) প্রার্থণা
চ) অবসর

নির্দেশনা:

পাঠ্যবইয়ের সহায়তা নিতে পারে;
চিত্র হাতে আঁকতে হবে;
সাদাকালাে বা রঙ্গিন যে কোনটি হতে পারে;
প্রতিটি বিষয় নির্বাচনের কারণ ব্যাখা করতে হবে;
দৈনিক রুটিন যাতে সার্বিক সুস্বাস্থ্যের সহায়ক হয় সেদিকে খেয়াল রাখতে হবে;

উত্তর : লিংক

Assignment

Leave a Comment