class 9 accounting answer 2021 [13th week accounting solution 2021], ৯ম শ্রেণির হিসাববিজ্ঞান ১৩শ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১

শ্রেণি: ৯ম -2021 বিষয়: হিসাব বিজ্ঞান
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 03

এসাইনমেন্ট শিরোনামঃ বাংলাদেশের প্রশাসনিক কাঠামো।

তৃতীয় অধ্যায় : দুতরফা দাখিলা পদ্ধতি

  • দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা
  • দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য।
  • দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ
  • ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলি
  • দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই
  • হিসাব চক্র
  • হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি
  • একতরফা দাখিলা পদ্ধতি

ক. হিসাব চক্রের বিভিন্ন ধাপসহ একটি চিত্র উপস্থাপন কর।

খ. লিমন ট্রেডার্সের ২০২১ সালের জানুয়ারি মাসের নিমের কয়েকটি লেনদেন থেকে ছকের মাধ্যমে সংশ্লিষ্ট হিসাবসমূহের নাম উল্লেখ করে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিত কর।

জানুয়ারি ০১ : দােকান ভাড়া পরিশােধ করা হলাে ২০,০০০ টাকা। জানুয়ারি ০৫ : ধারে পণ্য ক্রয় ৫৭,০০০ টাকা। জানুয়ারি ১০ : ব্যাংক থেকে উত্তোলন করা হলাে ২৫,০০০ টাকা। জানুয়ারি ২০ : ক্রয় । ফেরত ৪,০০০ টাকা। জানুয়ারি ২৮ : পুরাতন টেবিল বিক্রয় ২,৫০০ টাকা।

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

ক. হিসাব চক্রের বিভিন্ন ধাপসহ একটি চিত্র উপস্থাপন কর।

হিসাব চক্রের বিভিন্ন ধাপসহ একটি চিত্র উপস্থাপন কর।, লিমন ট্রেডার্সের ২০২১ সালের জানুয়ারি মাসের নিমের কয়েকটি লেনদেন থেকে ছকের মাধ্যমে সংশ্লিষ্ট হিসাবসমূহের নাম উল্লেখ করে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিত কর  https://www.banglanewsexpress.com/
  • লেনদেনসমূহ সংগ্রহ ও ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ : হিসাব কার্যের প্রথম ধাপে প্রতিষ্ঠানের আর্থিক ঘটনা বা লেনদেন সমূহ চিহ্নিত ও সংগ্রহ করা হয়। অর্থাৎ লেনদেন সংক্রান্ত চালান, ভাউচার, মেমোরি, বিল ইত্যাদি প্রমান পত্র সংগ্রহ করা হয়। এতে বর্ণিত আর্থিক মূল্য ও পক্ষসমূহ নিরূপণ করা হয় এবং তাদের ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করা হয়।
  • লেনদেন লিপিবদ্ধকরণ বা জাবেদা ভূক্তকরণ : হিসাবচক্রের দ্বিতীয় ধাপের লেনদেনগুলো তাদের ডেবিট ক্রেডিট এর ভিত্তিতে সংশ্লিষ্ট প্রাথমিক বইয়ে যেমন ক্রয় বিক্রয়, বিক্রয় বই, নগদান বই বা সাধারণ জাবেদা লিপিবদ্ধ করা হয়। জাবেদায় লেনদেন কাজকে জাবেদা ভূক্তকরণ বা জাবেদায়ন বলা হয়।
  • শ্রেণীবদ্ধকরণ বা খতিয়ানভুক্ত করণ : জাবেদায় লিখিত লেনদেন হতে হিসেব গুলোর প্রকৃত অবস্থা অর্থাৎ দেনা-পাওনা সম্পত্তির হ্রাস বৃদ্ধির বিশেষ খাতে আয় ব্যয় ইত্যাদি কিছুই জানা যায় না। হিসাব সংক্রান্ত তথ্যাদি জানার জন্য লেনদেন হিসাব আকারে খতিয়ানে শ্রেণীবদ্ধ আকারে সাজাতে হয়।
  • সংক্ষিপ্তকরণ : আমরা জানি খতিয়ান উদ্বৃত্ত গুলোর সাহায্যে চূড়ান্ত হিসাব প্রণয়ন করা হয়। কিন্তু জাবেদা খতিয়ানে কোন ভুল সংঘটিত হলে হয়ে থাকলে চূড়ান্ত হিসাব ভুল হতে পারে। তাই চূড়ান্ত হিসাব প্রণয়নের পূর্বে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে নিতে হয়। এজন্য খতিয়ান হিসাব গুলোর সংক্ষিপ্ত ফলাফল অর্থাৎ জের বা ব্যালেন্স নির্ণয় করে ডেবিট জের গুলো ডেবিট এবং ক্রেডিট জেরগুলোকে ক্রেডিট দিকে লিখেন এবং একটি বিবরণ পত্র তৈরি করেন, একে বলা হয় রেওয়ামিল।
  • সমন্বয় করন : হিসাবচক্রের পঞ্চম ধাপে হিসাব কালের সাথে সম্পর্কিত অলিখিত ও অগ্রিম ব্যয়ের দফাগুলো ভুলভ্রান্তির বিষয়গুলো এবং এক হিসাব করতে প্রয়োজনে অন্য হিসাবে অর্থ স্থানান্তরের কাজগুলো সেরে নিতে হয়। হিসেবে এ কাজগুলোকে বলা হয় সমন্বয় করন।
  • সমন্বয় পরবর্তী শুদ্ধতা যাচাই : হিসেবের প্রয়োজনীয় সংশোধন ও বকেয়া অগ্রিম আয়-ব্যয় সমন্বয় এর পর সংশোধিত সব জের নিয়ে তৈরি করা হয় রেওয়ামিল। একে বলা হয় সমন্বিত রেওয়ামিল। এতে সকল হিসাবের হিসাব সমাপনী সঠিক ও সম্পূর্ণ জেরগুলো দেখানো হয় বলে এর ভিত্তিতে প্রস্তুত চূড়ান্ত হিসাবের সঠিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপিত হয়।
  • ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ : হিসাব চক্রের ধাপ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ব্যবসায়ের হিসাব কালের লেনদেনগুলোর ফলাফল অর্থাৎ লাভ-লোকসান ও আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। অন্যান্য হিসাব পর্যাগুলো এ ধাপকে লক্ষ্য করে আবর্তিত হয়।

খ. লিমন ট্রেডার্সের ২০২১ সালের জানুয়ারি মাসের নিমের কয়েকটি লেনদেন থেকে ছকের মাধ্যমে সংশ্লিষ্ট হিসাবসমূহের নাম উল্লেখ করে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিত কর।

হিসাব চক্রের বিভিন্ন ধাপসহ একটি চিত্র উপস্থাপন কর।, লিমন ট্রেডার্সের ২০২১ সালের জানুয়ারি মাসের নিমের কয়েকটি লেনদেন থেকে ছকের মাধ্যমে সংশ্লিষ্ট হিসাবসমূহের নাম উল্লেখ করে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিত কর  https://www.banglanewsexpress.com/

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট , ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট

Leave a Comment