degree 3rd year philosophy 5th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন দর্শন ৫ম পত্র সাজেশন, ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা দর্শন ৫ম পত্র, ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৫ম পত্র স্পেশাল সাজেশন

দর্শন ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের, ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৫ম পত্র সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৫ম পত্র সাজেশন

ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
দর্শন ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের
বাংলাদেশের দর্শন[ Philosophy of Bangladesh] সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের
Subject Code: 131701

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

ডিগ্রি দর্শন ৫ম পত্র সাজেশন

ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. বাংলাদেশ বা বাঙালি দর্শনের সূচনা কোথা থেকে হয়?
উত্তর: প্রদেশ চিন্তা ধারা থেকে বাংলাদেশে বাঙালি দর্শনের সূচনা হয়।

২. বাংলা ভাষায় দর্শন চর্চার সূচনা করেন কারা?
উত্তর: বাংলা ভাষা দর্শন চর্চার সূচনা করেন আর্যরা।

৩. বাঙালির আদি দর্শন কী?
উত্তর: বাঙালির আদি দর্শন হলো সংখ্যা, যোগ ও তন্ত্র।

৪. সুফি শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত?
উত্তর: সুফি শব্দটি আরবি ‘সুফ’ (পশম) শব্দ থেকে উদ্ভূত।

৫. প্রথম সুখী হিসেবে পরিচিত কে?
উত্তর: প্রথম সুখী হিসেবে পরিচিত ইমাম হাসান আল-বাসরী।

৬. শরীয়তের মূল ভিত্তি কী?
উত্তর: শরীয়তের মূল ভিত্তি হলো কুরআন ও হাদিস।

৭. রেনেসাঁ শব্দটির অর্থ কী?
উত্তর: রয়েছে শব্দটির অর্থ হলো জীবনের নতুন জাগৃতি, নবজাগরণ, নবজন্ম প্রভৃতি।

৮. বুদ্ধির মুক্তি আন্দোলন কী?
উত্তর: বিশ শতকের গোড়ার দিকে বাঙালি মুসলমানদের মধ্যে প্রগতিশীল চিন্তাধারার আন্দোলন গড়ে ওঠে তাই বুদ্ধির মুক্তি আন্দোলন।

৯. উনিশ শতকের নবজাগরণের পথিকৃৎ কে?
উত্তর: উনিশ শতকে নবজাগরণের পথিকৃৎ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।

১০. ‘সত্যের সন্ধানে’ কে লিখেছেন?
উত্তর: সত্যের সন্ধানে লিখেছেন আরজ আলী মাতুব্বর।

১১. স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কী?
উত্তর: স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত।

১২. ‘আত্মীয় সভা’ কত সালে গঠিত হয়?
উত্তর: আত্মীয় সভা 1815 সালে গঠিত হয়।

১৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান দুটি সংস্কার উল্লেখ কর।
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান দুটি সংস্কার হল- ১. সতীদাহ প্রথা রোধ এবং ২. হিন্দু বিধবা পুনর্বিবাহ।

১৪. কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।

১৫. বাউল কারা?
উত্তর: বাংলার একশ্রেণির অর্ধশিক্ষিত, অশিক্ষিত, একতারা, আশ্রয়ী ও ভাব বিদ্রোহী গায়ক ও সম্বন্ধয়মুলক মরমি নাম বাউল।

১৬. সুফিবাদের মতে জ্ঞানের উৎস কী?
উত্তর: সুফিবাদের মতে জ্ঞানের উৎস হল স্বজ্ঞা।

১৭. কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি লাভ করেন?
উত্তর: 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি লাভ করেন।

১৮. ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1922 সালে।

১৯. ‘সুফি’ শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
উত্তর: সুফি’ শব্দের উৎপত্তি হয়েছে তাসউফ বা সুফ শব্দ থেকে।

২০. কাজী নজরুল ইসলামের দুটি গ্রন্থের নাম লেখ।
উত্তর: কাজী নজরুল ইসলামের দুটি গ্রন্থের নাম হল- ১. অগ্নিবীণা ও ২. আলেয়া।

২১. কোন গ্রন্থে বরকতুল্লাহ দার্শনিক চিন্তার প্রকাশ পায়?
উত্তর: ‘মানুষের ধর্ম’ গ্রন্থে মোহাম্মদ বরকতুল্লাহ দার্শনিক চিন্তার প্রকাশ পায়।

২২. বিশ শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম কী? উত্তর: বিশ শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম মুসলিম সাহিত্য সমাজ।

২৩. কাজী আবদুল ওদুদ কে ছিলেন?
উত্তর: কাজী আবদুল ওদুদ ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা, মননশীল ও প্রগতিশীল শিক্ষাবিদ।

২৪. কোন বাঙালি দার্শনিককে সক্রেটিস এর সাথে তুলনা করা হয়?
উত্তর: বাঙালি দার্শনিক ডঃ মুহাম্মদ শহীদুল্লাহকে সক্রেটিসের সাথে তুলনা করা হয়।

২৫. সমন্ধয়ী ভাববাদের প্রবক্তা কে?
উত্তর: সমন্ধয়ী ভাববাদের প্রবক্তা ড. গোবিন্দচন্দ্র দেব।

২৬. গোবিন্দচন্দ্র দেবের সমন্ধয়ী ভাববাদ কোন কোন মতবাদের সমন্ধয়?
উত্তর: গোবিন্দচন্দ্র দেবের সমন্ধয়ী ভাববাদ, ভাববাদের ও বস্তুবাদের সম্বন্ধয়।

২৭. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রকাশিত হয় কত সালে?
উত্তর: তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1843 সালে।

আরো কিছু কমন :

#বিষয়ঃ_দর্শন_পঞ্চম_পত্র

১। কাজী নজরুল ইসলামের দুটি গ্রন্থের নাম লিখ।

উঃ ১. অগ্নিবাণ, ২. বিষের বাঁশি।

২। কত সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন?

উঃ ১৯১৩ সালে।

৩। কাজী আব্দুল ওয়াদুদ কে ছিলেন?

উঃ লেখক চিন্তাবিদ।

৪। কোন গ্রন্থে বরকতুল্লাহর দার্শনিক চিন্তার প্রকাশ পায়?

উঃ “মানুষের ধর্ম” গ্রন্থে।

৫। “পারস্য প্রতিভা” কে লিখেন?

উঃ মুহাম্মদ বরকতুল্লাহ।

৬। ব্রক্ষ সমাজ আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?

উঃ রাজা রামমোহন রায়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৭। গোবিন্দ চন্দ্র দেবের সমন্বয়ী ভাববাদ কোন কোন মতবাদের সমন্বয়? উঃ ভাববাদ ও জড়বাদের সমন্বয়।

৮। “সুফি” শব্দটির উতপত্তি হয়েছে কোন শব্দ থেকে?

উঃ আহলুস সাফফা থেকে উদ্ভূত হয়েছে।

৯। “আত্মীয় সভা” কত সালে গঠিত হয়?

উঃ ১৮১৫ সালে।

১০। কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?

উঃ লর্ড বেন্টিঙ্ক ১৮২৯ সালে।

১১। ঊনিশ শতকে নবজাগরণের পথিকৃৎ কে?

উঃ রাজা রামমোহন রায়।

১২। বিশ শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম কি? উঃ মুসলিম লীগ।

১৩। নববিধানের মূলকথা কি?

উঃ সকল ধর্মের সমন্বয় সাধান।

১৪। বঙ্কিমচন্দ্র কোন মতবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন?

উঃ সাম্যবাদ।

১৫। সৈয়দ আমীর আলীর বিখ্যাত গ্রন্থের নাম কি?

উঃ The Sprint of Islam.

১৬। “ধুমকেতু” পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?

উঃ ১৯২২ সালে।

১৭। আরজ আলী মাতুব্বরের বিখ্যাত গ্রন্থের নাম কি?

উঃ সত্যের সন্ধানে।

১৮। নব্য মানবতাবাদের প্রবক্তা কে?

উঃ মানবেন্দ্রনাথ রায়।

১৯। কেশবচন্দ্র সেনকে কোন উপাধিতে ভূষিত করা হয়েছিল?

উঃ ব্রাক্ষানন্দ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

২০। মুহাম্মদ শহীদুল্লাহর একটি প্রবন্ধের নাম লিখ।

উঃ মদন ভষ্ম।

২১। ব্রাক্ষসমাজ আন্দোলনের প্রবর্তক কে?

উঃ রাজা রামমোহন রায়।

২২। বাংলায় নবজাগরণের উন্মোষ ঘটে কোন শতকে?

উঃ ঊনিশ শতকে।

২৩। বৌদ্ধ দর্শনে আর্য সত্য কয়টি?

উঃ চারটি।

২৪। শীলভদ্র কে ছিলেন?

উঃ একজন বৌদ্ধ দার্শনিক ছিলেন।

২৫। বাউল শব্দের অর্থ কি?

উঃ ভবের পাগল ভা প্রেমের পাগল।

২৬। বাউল দর্শনের “চারচন্দ্রভেদ” সাধন কি?

উঃ রাজঃ শুক্র মল ও মূত্র এ চারটি বস্তু গ্রহণ করাকে বোঝায়।

২৭। বেগম রোকেয়ার কোন আন্দোলনের পথিকৃৎ?

উঃ মুসলিম নারীমুক্তি আন্দোলনের।

২৮। সমন্বয়ী ভাববাদের কথা কে বলেছেন?

উঃ ড. গোবিন্দ চন্দ্র দেব।

২৯। মোহাম্মদ বরকতুল্লাহর মতে স্বজ্ঞা কি?

উঃ অতীন্দ্রিয় অনুভব।

৩০। মুসলিম শিক্ষার অন্তরায় কী ছিল?

উঃ অজ্ঞাতা, কুসংস্কার, পর্দাপ্রথা।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. বাঙালির দর্শনের উদ্ভব ও ক্রমবিকাশ সংক্ষেপে আলোচনা কর।
২. বাংলাদেশ দর্শন কী প্রকৃত দর্শন? ব্যাখ্যা কর।
৩. সুফি শব্দের উৎপত্তি সম্পর্কে যা জান লেখ।
৪. বৈষ্ণব দর্শন কী?
৫. বৈষ্ণবীয় প্রেমতত্ত্ব সংক্ষেপে আলোচনা কর।

৬. ‘এই মানুষে সেই মানুষ আছে।’- বলতে লালনশাহ কী বুঝিয়েছেন?
৭. বাউল দর্শনের প্রেমতত্ত্ব সংক্ষেপে আলোচনা কর।
৮. ফরায়েজী আন্দোলন বলতে কী বুঝ?
৯. বিধবাবিবাহ প্রবর্তন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল?
১০. আরজ আলী মাতুব্বরকে কী দার্শনিক বলা হয়? যুক্তি দেখাও।

১১. সংক্ষেপে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদী দর্শন ব্যাখ্যা কর।
১২. জগৎ ও জীবন সম্পর্কে নজরুলের দার্শনিক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা কর।
১৩. কাজী নজরুল ইসলামকে কোন অর্থে দার্শনিক বলা যায়?
১৪. বুদ্ধির মুক্তি আন্দোলনের সদস্য হিসেবে আবুল হোসেনের ভূমিকা কী?

১৫. মানবতা বাদী দার্শনিক হিসেবে জি. সি. দেবের দর্শন ব্যাখ্যা কর।
১৬. নারী মুক্তি আন্দোলন ও শিক্ষা বিস্তারে বেগম রোকেয়ার ভূমিকা কী?
১৭. বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন?

১৮। বাংলাদেশ দর্শন কি সমন্বয়ধর্মী?

১৯। কাজী নজরুল ইসলামকে কোন অর্থে দার্শনিক বলা হয়?

২০। মানুষের ধর্ম বলতে বরকতুল্লাহ কি বুঝিয়েছেন?

২১। বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন?

২২. ড. জি. সি. দেব এর সমন্বয়ী ভাববাদ কি?

২৩. বৈঞ্চব দর্শন কি? “ফানা ও বাকা” কি? পার্থক্য লিখ।

২৪. বৈঞ্চবীয় প্রেমতত্ত্ব সংক্ষেপে আলোচনা কর।

২৫. রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের ধর্ম বলতে কি বুঝিয়েছেন?

২৬. বাঙালি দর্শনের উতসসমূহ আলোচনা কর।

২৭. রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন আলোচনা কর।

২৮. সুফি ও বাউলের দর্শনের মধ্যে পার্থক্য দেখাও।

২৯. ইয়ং বেঙ্গল বলতে কাকে বুঝানো হয়েছে?

৩০. বুদ্ধির মুক্তি আন্দোলন বলতে কি বুঝ?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি

১. বাংলাদেশ দর্শনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
৩. সুফিবাদের মূল নীতিগুলো আলোচনা কর।
৪. বৈষ্ণব দর্শনের স্বরূপ ব্যাখ্যা কর।
৫. বাউল কারা? বাউল তত্ত্বের দার্শনিক প্রেক্ষাপট আলোচনা কর।

৬. বাউল কারা বাউল দর্শনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর।
৭. বৈষ্ণবীয় প্রেমতত্ত্ব আলোচনা কর।
৮. ‘বাউল দর্শনের মানবতাবাদের উৎকৃষ্ট বিকাশ ঘটেছে।’- উক্তিটি ব্যাখ্যা কর।
৯. বিধবা বিবাহ প্রবর্তন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা কর।
১০. ঊনিশ ও বিশ শতকের সমাজ সংস্কারের বাংলাদেশের দার্শনিকদের অবদান বর্ণনা কর।
১১. কাজী নজরুল ইসলামের দার্শনিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা ও মূল্যায়ন কর।

১২. বাংলাদেশের দর্শনে বুদ্ধির মুক্তি আন্দোলন এর ভূমিকা বর্ণনা কর।
১৩. বাংলাদেশ দর্শনে আবুল হোসেনের অবদান ব্যাখ্যা কর।
১৪. ড. জি. সি. দেবের সম্বয়ী ভাববাদ ব্যাখ্যা কর।
১৫. মানবতা বাদী দার্শনিক হিসেবে গোবিন্দ চন্দ্র দেব এর দার্শনিক মত এর ব্যাখ্যা দাও।

১৬.বাংলাদেশ দর্শন কাকে বলে? বাংলাদেশ দর্শনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।

১৭. বাউল কারা? বাউলতত্ত্বের দার্শনিক প্রেক্ষাপট আলোচনা কর।

১৮. সুফিবাদ কি? সুফিবাদের মূলনীতিগুলো আলোচনা কর।

১৯. মানবতাবাদী কবি হিসেবে কাজী নজরুল ইসলামের মত ব্যাখ্যা ও মূল্যায়ন কর।

২০. কাজী নজরুল ইসলামের সাম্যবাদ আলোচনা কর।

২১. বাংলাদেশ দর্শনি আবুল হোসেনের অবদান মূল্যায়ন কর।

২২. মোহাম্মদ বরকতুল্লাহ কে ছিলেন? তাঁর দর্শন আলোচনা কর।

২৩. বৈঞ্চবীয় প্রেমতত্ত্ব কি? বৈঞ্চবীয় প্রেমতত্ত্ব আলোচনা কর।

২৪. নারী জাগরণের অগ্রদূত হিসেবে বেগম রোকেয়ার অবদান মূল্যায়ন কর।

২৫. ফরায়েজী আন্দোলন কি? ফরায়েজী আন্দোলনের প্রেক্ষাপট ও গুরুত্ব ব্যাখ্যা কর।

২৬. গোবিন্দ চন্দ্র দেবের দর্শন আলোচনা কর। তাঁর মতকে সমন্বয়ী ভাববাদ বলা হয় কেন?

২৭. কাজী আব্দুল ওয়াদুদের প্রগ‌তিশীল ধারা কি ইসলামী ভাবধারার সাথে সঙ্গতিপূর্ণ?

Leave a Comment