Degree Economics 2nd paper Suggestion 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] বাংলাদেশের অর্থনীতি (Bangladesh Economy) সুপার সাজেশন অর্থনীতি ২য় পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের Economics 2nd paper Suggestion Degree 1st year Subject Code: 112203 |
Economics 2nd paper Degree 1st Year Suggestion PDF 2024, Degree 1st Year Economics 2nd paper Suggestion 2024, Degree Economics 2nd paper Suggestion 2024
ডিগ্রী ১ম বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
অর্থনীতি ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
(ক) বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. মাথাপিছু আয় কাকে বলে?
উত্তর: সাধারণত এক বছরে দেশে যে পরিমাণ মোট জাতীয় আয় পাওয়া যায় তাকে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথা পিছু আয় পাওয়া যায়।
২. উন্নত দেশ কাকে বলে? অথবা, উন্নত দেশ বলতে কী বুঝ?
উত্তর: যে সকল দেশ মোট জাতীয় আয় এবং মাথাপিছু আয় যথেষ্ট বৃদ্ধি করতে সংক্ষম হয়েছে তাদেরকে উন্নত দেশ বলে।
৩. উন্নয়নশীল দেশ বলতে কী বুঝ? অথবা, উন্নয়নশীল দেশ কাকে বলে?
উত্তর: যে সকল দেশ কিছুটা মাথাপিছু আয় করেছে এবং ভবিষ্যতে আরো উন্নতি করার সম্ভাবনা রয়েছে সে সব দেশকে উন্নয়নশীল দেশ বলে।
৪. অর্থনৈতিক স্থবিরতা বলতে কী বুঝ?
উত্তর: অর্থনৈতিক স্থবিরতা বলতে জনগণের প্রকৃত মাথাপিছু আয় ক্রমশ হ্রাস বা প্রবৃদ্ধিহীন অর্থনীতিকে বুঝায়।
৫. শক্তিসম্পদ কী?
উত্তর: যে সম্পদ যন্ত্রপাতি, কলকারখানা, যোগাযোগ, পরিবহণসহ সব ক্ষেত্রে চালিকা শক্তি হিসেবে কাজ করে তাকে শক্তিসম্পদ বলে।
৬. GDS এর পূর্ণরূপ লেখ।
উত্তর: GDS এর পূর্ণরূপ হলো- Sustainable Development Goals.
৭. মানবসম্পদ উন্নয়ন কী?
উত্তর: কর্মক্ষম জনশক্তিকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করাকে মানবসম্পদ উন্নয়ন বলা হয়।
৮. সামাজিক অবকাঠামো কী?
উত্তর: যেসব উপাদান সমাজের মানুষের চিন্তা-ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়নে সহায়তা করে তাদেরকে সামাজিক অবকাঠামো বলে।
৯. জনসংখ্যার ঘনত্ব কী?
উত্তর: সাধারণত কোনো দেশের ভৌগলিক সীমারেখার ভিতরে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে তার পরিমাণকে জনসংখ্যার ঘনত্ব বলে।
১০.ঋণচক্র কী?
উত্তর: বাংলাদেশে অধিকাংশ কৃষক গরিব। ফলে ঋণ গ্রহণ করে যে উৎপাদন/ ফসল ফলানো হয় তা ঋণ পরিশোধ করতেই ব্যয় হয় এবং আবার ঋণ গ্রহণ করতে হয়। এভাবে ঋণের মাধ্য বেঁচে থাকাকেই ঋণচক্র বলে।
১১. জীবন নির্বাহী খামার কী?
উত্তর: যে খামারে জীবন ধারণের জন্য ন্যূনতম চাষাবাদ পরিচালিত হয় তাকে জীবন নির্বাহী খামার বলে।
১২. কৃষির আধুনিকায়ন কী?
উত্তর: সনাতনি ব্যবস্থার পরিবর্তে যান্ত্রিক পদ্ধতিতে কৃষির চাষাবাদ করাকে কৃষির আধুনিকায়ন বলে।
১৩. বাংলাদেশের কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস কী কী?
উত্তর: বাংলাদেশের কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি ব্যাংক এবং এনজিও প্রতিষ্ঠান।
১৪. ছদ্মবেশী বেকারত্ব কী?
উত্তর: যে শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য তাকে ছদ¥বেশী বলে।
১৫. বৃহদায়তন শিল্প কী? অথবা, বৃহদায়তন শিল্প কাকে বলে?
উত্তর: যে শিল্প-কারখানায় ২৩০ জনের অধিক কাজ করে তাকে বৃহদায়তন বা বৃহৎ শিল্প বলে।
১৬. প্লান্ট কী?
উত্তর: কোনো একটি ফার্মের প্রত্যেকটি দ্রব্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ পৃথক ক্ষেত্রকে এক একটি প্লাণ্ট বলা হয়।
১৭. ডিবেঞ্চার কী?
উত্তর: এটি হলো একটি ঋণের দলিল যাতে ঋণ গ্রহীতা, ঋণের পরিমাণ, সুদের হার পরিশোধ সম্পর্কিত যাবতীয় শর্তাবলি লিপিবদ্ধপূর্বক প্রতিশ্রুতি প্রদান করে।
১৮. একটি প্রত্যক্ষ কর ও একটি পরোক্ষ করের নাম লিখ।
উত্তর: আয়কর ও আবগারি শুল্ক।
১৯. ব্যাংকিং কী?
উত্তর: সাধারণভাবে বলা যায় ব্যাংকের সকল কার্যক্রমই ব্যাংকিং।
২০. লেনদেন ভারসাম্য কী?
উত্তর: এক বছরে একটি দেশের দৃশ্যমান ও অদৃশ্যমান পণ্য সামগ্রির আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের হিসাবকে লেনদেন ভারসাম্য বলে।
২১. রপ্তানি বাণিজ্য কী?
উত্তর: একটি দেশ তার উদ্বত্ত দ্রব্য অন্য দেশের কাছে বিক্রয় করলে তাকে রপ্তানি বাণিজ্য বলে।
২২. বৈদেশিক সাহায্য কী?
উত্তর: অথনৈতিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশ বিদেশ থেকে যে ঋণ ও অনুদান গ্রহণ করে তাকে তাকে বৈদেশিক সাহায্য বলে।
২৩. বৈদেশিক বিনিয়োগ কী?
উত্তর: এক দেশের বিনিয়োগকারী ব্যবসা প্রতিষ্ঠান অন্য কোনো দেশে মূলধন বিনিয়োগ করলে তাকে বৈদেশিক বিনিয়োগ বলে।
২৪. বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কার্যকাল লেখ।
উত্তর: ১৯৭৩ সালের ১ জুলাই হতে ১৯৭৮ সালের ৩ জুন পর্যন্ত।
২৫. উন্নয়ন পরিকল্পনা কাকে বলে?
উত্তর: একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট, সুচিন্তিত নীতিমালার সমষ্টিকে উন্নয়ন পরিকল্পনা বলে।
২৬. দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটির উদ্ভাবক কে?
উত্তর: দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটির প্রবক্তা র্যাগনার নার্কস।
২৭. BRAC- এর পূর্ণরূপ লেখ।
উত্তর: BRAC এর পূর্ণরূপ Bangladesh Rural Advancement Committee.
২৮. দারিদ্র্য কাকে বলে?
উত্তর: জীবনযাত্রার নূন্যতম মানের জন্য প্রয়োজনীয় সম্পদের মালিকানা ও ব্যবহার অধিকার হতে বঞ্চিত মানুষের অর্থনৈতিক ও মানসিক অবস্থাকে বুঝায়।
২৯. NGO এর পূর্ণরূপ কী?
উত্তর: NGO এর পূর্ণরূপ Non Government Organization..
PDF Download অর্থনীতি ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন 2024
(খ) সংক্ষিপ্ত প্রশ্নবলি Degree Economics 2nd paper Suggestion
১. উন্নয়নশীল দেশ বলতে কী বুঝ?
২. অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধির মধ্যে পার্থক্যসমূহ দেখাও।
৩. আর্থসামাজিক অবকাঠামো কী?
৪. অর্থনৈতিক উন্নয়নে স্বাস্থ্যখাতের ভূমিকা ব্যাখ্যা কর।
৫. জনশক্তি রপ্তানি কীভাবে বাড়ানো যায়?
৬. বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য লেখ।
৭. বাংলাদেশের কৃষি আধুনিকীরণের উপায়সমূহ আলোচনা কর।
৮. কৃষি ঋণের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখ।
৯. কুটিরশিল্প কাকে বলে?
১০. ক্ষুদ্র ও কুটির শিল্পের পার্থক্য লেখ।
১১. কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের পার্থক্য লেখ।
১২. আধুনিক অর্থনীতিতে অর্থের গুরুত্ব লেখ।
১৩. অবাধ বাণিজ্য কী?
১৪. বাণিজ্যর ভারসাম্য ও লেনদেনের মধ্যে পার্থক্য লেখ।
১৫. রপ্তনি উন্নয়ন ব্যুরোর কার্যক্রম লেখ।
১৬. অর্থনৈতিক উন্নয়নের অর্থ সংস্থান বলতে কী বুঝায়?
১৭. বৈদেশিক মূলধন ও বৈদেশিক সাহায্যের মধ্যে পার্থক্য কী?
১৮. মুক্তবাজার অর্থনীতি প্রবর্তনের ফলে পরিকল্পনার গুরুত্ব হ্রাস পেয়েছে কি?
১৯. আর্থিক পরিকল্পনা কাকে বলে?
২০. দারিদ্র্য কী?
২১. শিশুশ্রম বন্ধে কী কী কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়?
2024 অর্থনীতি ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
(গ) বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি Degree Economics 2nd paper Suggestion
১. অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলো কী কী ?
২. বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার কারণগুলো কী কী?
৩. বাংলাদেশের শক্তি ও জ্বালানি সম্পদে একটি সংখিপ্ত বিবরণ দাও।
৪. বাংলাদেশের অর্থনীতিতে বিদ্যুতের গুরুত্ব আলোচনা কর।
৫. বাংলাদেশের উচ্চ জন্মহারের কারণ কী?
৬. বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যা কীভাবে অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে?
৭. বাংলাদেশের কৃষির সমস্যা সমাধানের উপায়সমূহ আলোচনা কর।
৮. বাংলাদেশের কৃষকেরা ঋণগ্রস্ত হয় কেন?
৯. কৃষির আধুনিকরণ কী?
১০. বাংলাদেশের কৃষির সমস্যা ও সম্ভাবনা বর্ণনা কর।
১১. বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটিরশিল্পের গুরুত্ব আলোচনা কর।
১২. বাংলাদেশে পোষাক শিল্পের সমস্যা কী কী?
১৩. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংক কী ভূমিকা পালন করে ?
১৪. বিশেষায়িত ব্যাংক কী?
১৫. বাংলাদেশে ব্যাংকের কার্যক্রম আলোচনা কর।
১৬. বাংলাদেশের লেনদেন ভারসাম্যে প্রতিকূলতার কারণসমূহ কী কী ?
১৭. বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যের অসমতা দূর করার উপায় বর্ণনা কর।
১৮. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অর্থসংস্থানের বিভিন্ন উৎস কী কী ? বর্ণনা কর।
১৯. প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কী?
অর্থনীতি ২য় পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের 2024
২০. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ভূমিকা বর্ণনা কর।
২১. বাংলাদেশের প্রেক্ষিতে পরিকল্পনার প্রণয়নের প্রযোজন আছে কি?
২২. প্রেক্ষিত পরিকল্পনা কী?
২৩. বাংলাদেশের ষষ্ঠ-পঞ্চ-বার্ষিক পরিকল্পনা মূল্যায়ন কর?
২৪. দারিদ্র্য বিমোচন বলতে কী বুঝ? বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বিভিন্ন বেসরকারি কর্মসংস্থাসমূহের কর্মসূচি আলোচনা কর।
২৫.দারিদ্র্য বিমোচনে সরকারের কর্মসূচি আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর Degree Economics 2nd paper Suggestion 2024, অর্থনীতি ২য় পত্র চূড়ান্ত সাজেশন,অর্থনীতি ২য় পত্র চূড়ান্ত সাজেশন 2024 বাংলাদেশের অর্থনীতি সাজেশন ডিগ্রি ১ম বর্ষের 2024, special short suggestion degree 1st year Bangladesh Economy 2024
Degree 1st year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: Economics 2nd paper Degree 1st Year Suggestion PDF 2024, Degree 1st Year Economics 2nd paper Suggestion 2024,