পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক |
সময় : ৯০ মিনিট | পূর্ণমান : ১০০ | পরীক্ষার তারিখ: ০৫-১১-২০২১]
১.. কোন পদটি সাংবিধানিক পদ নয়?
ক. চেয়ারম্যান, সরকারি কর্মকমিশনআরো পড়তে পারেন
খ. চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
গ. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
ঘ. প্রধান নির্বাচন কমিশন।
উত্তর: খ
২.OMS stands for
ক. Open Market Steady
খ. Open Market Sale
গ. Open Market System
ঘ. Open Market Support
উত্তর: খ
৩.একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
ক. ২০%।
খ. ১২ টাকা
গ. ১৫ টাকা
ঘ. ১২%
উত্তর: ঘ
৪. “একটি বাড়ি একটি খামার প্রকল্প কবে থেকে চালু হয়?
ক. ১৯৭১ সাল
খ. ১৯৭৫ সাল
গ. ১৯৯৮ সাল
ঘ. ১৯৭৪ সাল।
উত্তর: গ
৫.The word ‘Idolize’ is
ক. a noun
খ. a verb
গ. an adverb
ঘ. an adjective
উত্তর: খ
৬.The passive structure of “They pleased us” is-
ক. We were pleased by them.
খ. We were being pleased by them.
গ. We are pleased to them..
ঘ. We are pleased with them
বি:দ্র: ব্যক্যের গঠন অনুসারে সঠিক উত্তর নেই।
৭. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
ক. প্রতিপাদিক
খ. প্রত্যয়
গ. সাধিত শব্দ
ঘ. প্রাতিপদিক
উত্তর: ঘ
৮. She said, “We are going ……. implement the Mujib Climate
Prosperity Plan”
ক. to
খ. up
গ. over
ঘ. on
উত্তর: ক
৯.একটি বাক্সের ২ মিটার দৈর্ঘ্য, ১ মিটার ৫০ সে.মি. প্রস্থ এবং ১ মিটার উচ্চতা। বাক্সটির আয়তন কত?
ক. ৩ ঘনমিটার
খ. ৫ ঘনমিটার
গ. ২ ঘনমিটার
ঘ. ৩ মিটার।
উত্তর: ক
১০. প ফ ব ভ ম এগুলাে কী ধরনের বর্ণ?
ক. দন্ত বর্ণ
খ. তালব্য বর্ণ
গ. কণ্ঠ বর্ণ
ঘ. ওষ্ঠ্য বর্ণ।
উত্তর: ঘ
১১. ‘সপ্তাহ’ কি ধরনের সংখ্যা?
ক. পরিমাণবাচক সংখ্যা
খ. সমবাচক সংখ্যা
গ. তারিখবাচক সংখ্যা
ঘ. অংকবাচক সংখ্যা।
উত্তর: ক
১২. গণপ্রজাতন্ত্রী বাংলদেশ এর সংবিধান কার্যকর হয় কোন তারিখে?
ক. ১৬ ডিসেম্বর ১৯৭২
খ. ২৬ মার্চ ১৯৭২
গ. ১০ জানুয়ারি ১৯৭৩
ঘ. ৪ নভেম্বর ১৯৭২
উত্তর: ক
১৩.What is antonym of “pale”?
ক. Joyful
খ. Clean
গ. Zealous
ঘ. Relax
উত্তর: খ
১৪.. সমতট জনপদ কোথায় অবস্থিত?
ক. সিলেট অঞ্চেলে।
খ. চট্টগ্রাম অঞ্চেলে
গ. রাজশাহী অঞ্চেলে
ঘ. কুমিল্লা অঞ্চেলে
উত্তর: ঘ
১৫.COS 9 এর সর্বনিম্ন মান কত?
ক. – 00
খ. 0
গ. -1.
ঘ. 1
উত্তর: গ [
১৬. কোনটি শুদ্ধ শব্দ?
ক. ন্যুনতম।
খ. ন্যূনতম
গ. নূন্যত্তম
ঘ. নুন্যত্তম।
উত্তর: খ
১৭. কোন বাক্যে অসমান কর্তা আছে?
ক. সে কেঁদে কেঁদে বলল
খ. বালিকাটি গান করে বলে গেল।
গ. সে এলে আমি যাব ।
ঘ. সে যেতে যেতে থেকে গেল।
উত্তর: গ
১৮. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর “জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে:
ক. ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
খ. ২৬ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১
গ. ২৬ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
ঘ. ১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১
উত্তর: ক
১৯. জেল হত্যা দিবস কবে?
ক. ১৫ আগষ্ট
খ. ২১ আগষ্ট
গ. ৩ নভেম্বর
ঘ. ৭ নভেম্বর
উত্তর: গ
২০. ‘হাত’ কী ধরনের শব্দ?
ক. বিদেশি
খ. তদ্ভব
গ. ফরাসি
ঘ. দেশি
উত্তর: খ
২১.নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য?
ক. ২৫+২৫
খ. ৫৭২+৭২৫
গ. ৪১২+২৩৪
ঘ. ৭৫+৫৭
উত্তর: ঘ
২২. Which has correct spelling?
ক. Hippopotamus
খ. Hipopotomus
গ. Hippoppotamus
ঘ. Hipopotamus
উত্তর: ক
২৩. Which one is correct?
ক. Does I actually get a pay check?
খ. Do I actually getting a pay check?
গ. Do I actually get a pay check?
ঘ. Am I actually got a pay check?
উত্তর: গ
২৪. ‘বিনয়’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. উদ্ধত
খ. ঔদ্ধত্য
গ. ঔদ্ধও
ঘ. উদ্ধত্য
উত্তর: খ
২৫. Improvement means –
ক. advancement
খ. betterment
গ. preference
ঘ. promotion
উত্তর: খ
২৬. “আমরা তখন রােজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম”- বাক্যটি কোন কাল?
ক. ঘটমান অতীত
খ. পুরাঘটিত অতীত
গ. সাধারণ অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত।
উত্তর: ঘ
২৭.“রক্ষকই ভক্ষক” কোন জাতীয় বাক্য?
ক. যৌগিক বাক্য
খ. মিশ্র বাক্য
গ. সরল বাক্য
ঘ. জটিল বাক্য
উত্তর: গ
২৮.. The antonym of coercive is –
ক. Gentle
খ. Progressive
গ. Opinionated
ঘ. Promoting
উত্তর: ক
২৯.‘তবু যেন তা মধুতে মাখা’- কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে সপ্তমী
খ. কর্মে দ্বিতীয়া
গ. অপাদানে সপ্তমী
ঘ. করণে সপ্তমী
উত্তর: ঘ
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
৩০. দেশি উপসর্গ কোনটি?
ক. পরিহার
খ. উপহার
গ. অকাজ
ঘ. লাপাত্তা
উত্তর: গ
৩১.‘তেইশ নম্বর তৈলচিত্র’- কোন ধরনের রচনা?
ক. চলচ্চিত্র
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. চিত্রকর্ম
উত্তর: গ
৩২. বিশ্ব পরিবেশ দিবস কবে?
ক. ৫ মে
খ. ১৫ মে।
গ. ৫ জুন
ঘ. ১৫ জুন
উত্তর: গ
৩৩.সবিতা’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. চন্দ্র
খ. স্বর্গ।
গ. আকাশ
ঘ. সূর্য।
উত্তর: ঘ
৩৪. The verb form of the word ‘friend
ক. defriend
খ. Friendly
গ. Enfriend
ঘ. befriend
উত্তর: ঘ
৩৫.Karim always runs quite fast. Here always is –
ক. Adjective
খ. Adverb
গ. Verb
ঘ. Preposition
উত্তর: খ
৩৬. সার্কের সদস্য দেশ কয়টি?
ক. ৮
খ. ৭
গ. ৬
উত্তর: ক
৩৭. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা কতটি?
ক. ৮
খ. ১০
গ. ৬
উত্তর: গ
৩৮.বর্তমান জাতিসংঘ মহাসচিবের নাম কি?
ক. কফি আনান।
খ. বান কি মুন
গ. অ্যান্টনি ও গুতারেস
ঘ. বুট্রোস বুট্রোস ঘালি
উত্তর: গ
৩৯. ‘বৃহস্পতি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. বৃহৎ + পতি
খ. বৃহ + অস্পতি
গ. বৃহস + পতি
ঘ. বৃহ: + পতি
উত্তর: ক
৪০. “N” সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যােগফল কত?
ক. N2
খ. 2N+1
গ. N
ঘ. 2N-1
উত্তর: ক
৪১. Synonym of Altruistic is –
ক. Benevolent |
খ. Selfish
গ. Inhumane
ঘ. Mirage
উত্তর: ক
৪২.Identify the right passive voice of ‘It is impossible to do this.
ক. Doing this is impossible.
খ. This is Impossible to be done.
গ. This is must be done.
ঘ. This can’t be done.
উত্তর: খ
৪৩. সমতলস্থ তিনটি বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায়?
ক. য;ি ১টি অন্য ২টি বিন্দুর সংযােজক রেখার সধ্যবিন্দু হয়।
খ. যদি বিন্দুগুলাে সমরেখ হয়
গ. যদি বিন্দুগুলাে সমরেখ না হয়
ঘ. যদি বিন্দুগুলাের মধ্যবর্তী দূরত্ব সমান হয়।
উত্তর: গ |
- ……. he nor his brothers have done the work. Which is correct
in blank?
ক. Either
খ. Neither
গ. Both (A) & (b)
ঘ. No one is correct
উত্তর: খ
৪৫. “অর্থ অনর্থ ঘটায়”- এর কারক ও বিভক্তি কী?
ক. কর্মে শূন্য
খ. করণে ২য়া
গ. অপাদানে ২য়া
ঘ. কর্তায় শূন্য
উত্তর: ক
৪৬. মুজিবনগর সরকার গঠিত হয় কবে?
ক. ২৩ মার্চ ১৯৭১
খ. ২৬ মার্চ ১৯৭১
গ. ১০ এপ্রিল ১৯৭১
ঘ. ১৭ এপ্রিল ১৯৭১
উত্তর: গ
৪৭. আবু গারিব বলতে কি বুঝায়?
ক. আবু নামের গরীব ব্যক্তি
খ. একজন বিখ্যাত দার্শনিক
গ. একটি বিখ্যাত যাদুঘর
ঘ. একটি জেলখানা।
উত্তর: ঘ
৪৮. Cop-26 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কোথায়?
ক. রিও ডি জেনেরিও
খ. গ্লাসগাে
গ. লন্ডন
ঘ. প্যারিস
৪৯. বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীন নিদর্শন কোনটি?
ক. চর্যাপদ
খ. রামায়ণ
গ. জঙ্গনামা
ঘ. মহাভারত
উত্তর: ক
৫০. The British rule came to an end 1947.
ক. in
খ. at
গ. on
উত্তর: ক
৫১. ‘ভােরের পাখি’ কার ছদ্মনাম?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. রাজশেখর বসু
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তর: ঘ
৫২. ‘করব’ নাটকটি কোন পটভূমিতে রচিত?
ক. উনসত্তরের গণঅভ্যুত্থান
খ. বায়ান্নর ভাষা আন্দোলন
গ. আটান্নোর সামরিক শাসন
ঘ. একাত্তরের মুক্তিযুদ্ধ
উত্তর: খ
৫৩. Who is the famous satirist in English literature?
ক. Shakespeare
খ. Jonathan Swift
গ. Alexander Pope
ঘ. William Wordsworth
উত্তর: খ
৫৪.“Malden speech” means –
ক. The short speech
খ. The very good place
গ. The last speech
ঘ. The first speech
উত্তর: ঘ
৫৫.What is the meaning of the idiom “around dozen”?
ক. Round about a dozen
খ. Less than a dozen
গ. More than a dozen
ঘ. A full dozen
উত্তর: ঘ
৫৬.The synonym of “Inception” is –
ক. Outset
খ. Complication
গ. None
ঘ. Commotion
উত্তর: ক
৫৭. “কেঁচে গণ্ডস” শব্দটির অর্থ কী?
ক. নিতান্ত অলস
খ. অসার
গ. পুনরায় আরম্ভ
ঘ. সামান্য
উত্তর: গ
৫৮. I saw ……. one-eyed man when I was walking on the road.
ক. no article
খ. a
গ. an
ঘ. the
উত্তর: খ
৫৯. The word ‘majority’ stands for
ক. Major rank
খ. Greater number
গ. Authority
ঘ. Superiority
উত্তর: খ
৬০. He had written the book before he ……
ক. had retired
খ. has retired
গ. will be retired
ঘ. retired
উত্তর: ঘ
৬১. (- x + 2)(x – 3) = 0 হলে x এর মান কত?
ক. -2 অথবা – 3
খ. 2 অথবা 3
গ. -2 অথবা 3
ঘ. 2 অথবা – 3
উত্তর: গ
৬২.একটি কোণের পরিমাণ ১৮১ গিগ্রী একে কী কোন বলে?
ক. সমকোণ
খ. প্রবৃদ্ধ কোন
গ. সুক্ষ্মকোণ।
ঘ. স্থূলকোণ।
উত্তর: খ
৬৩.. মুক্তিযুদ্ধবিষয়ক ১ম উপন্যাস কোনটি?
ক. নিষিদ্ধ লােবান।
খ. রাইফেল রােটি আওরাত
গ. প্রিয় যােদ্ধা প্রিয়তম
ঘ. হাঙর নদী গ্রেনেড
উত্তর: খ
৬৪. দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে?
ক. ভিন্ন পরিধি বিশিষ্ট
খ. অসমান।
গ. সমান।
ঘ. সমকেন্দ্রিক।
উত্তর: গ
৬৫. প্রথম ১০০ টি স্বাভাবিক সংখ্যার যােগফল কত?
ক. ৪৯৫০
খ. কোনটিও না।
গ. ৫০৫০
ঘ. ৫০৫১
উত্তর: গ
৬৬. শহীদ রাসেল এর জন্ম তারিখ কোনটি?
ক. ১৮ অক্টোবর, ১৯৬৫
খ. ১৭ অক্টোবর ১৯৬৫
গ. ১৭ অক্টোবর, ১৯৬৬
ঘ. ১৮ অক্টোবর, ১৯৬৪
উত্তর: ঘ
৬৭. “মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ”- এর বাক্য সংকোচন কি?
ক. মেঘলা।
খ. মেঘাচ্ছন্ন
গ. মেঘমেদুর
ঘ. মেঘস্নিগ্ধ
উত্তর: গ
৬৮. P+ q = 5 হলে P- q = 3 হলে Pq এর মান কত?
ক. 15
খ. 1
গ. 4.
ঘ. 8
উত্তর: গ
৬৯. ৬, ৮, ১০ এর গাণিতক গড় ৭, ৯ এবং নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
ক. ৬
খ. ৫
গ. ১০
ঘ. ৮
উত্তর: ঘ
৭০. ‘বিরানব্বই’ কোন সমাস?
ক. প্রাদি সমাস
খ. নিত্য সমাস
গ. অলুক তৎপুরুষ
ঘ. অব্যয়ীভাব।
উত্তর: খ
৭১. Which is the superlative degree of “Dirty”?
ক. Dirtiest
খ. Dirtly
গ. Dirtier
ঘ. Dirtiest
উত্তর: ঘ
৭২. একেই কি বলে সভ্যতা’ – কোন ধরনের রচনা?
ক. প্রহসন
খ. উপন্যাস
গ. প্রবন্ধ
ঘ. নাটক।
উত্তর: ক
৭৩. Make a comparison ……. the four girls. Identify the right
preposition.
ক. about
খ. between
গ. among
ঘ. on
উত্তর: গ
৭৪. কোনটি সরল কোণ?
ক. 120
খ. 180°
গ. 09
ঘ. 90°
উত্তর: খ
৭৫. কোনটি সাধিত ধাতু?
ক. পড়
খ. কাটা
গ, রাখা
ঘ. পড়া
উত্তর: ঘ
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
৭৬, শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে কী বলা হয়?
ক. মূলদ সংখ্যা
খ. অমূলদ সংখ্যা
গ. পূর্ণ সংখ্যা।
ঘ. স্বাভাবিক সংখ্যা।
উত্তর: গ
৭৭. I have not heard from him
ক. for a long time
খ. since long
গ. for long
ঘ. long since
উত্তর: ক
৭৮. শতকরা ৫ টাকা হার সুদে ১২০ টাকা ৩ বছরে সুদে-আসলে কত হবে?
ক. ১১৩৫ টাকা।
খ. ১৩৭.৫০ টাকা
গ. ১৩৮ টাকা
ঘ. ১৪৮ টাকা।
উত্তর: গ
৭৯. “অসমাপ্ত আত্মজীবনী” বইটির ভূমিক লিখেছেন কে?
ক. কামাল আব্দুল নাসের
খ. শেখ রেহেনা।
গ. শেখ হাসিনা |
ঘ. মুনতাসির মামুন।
উত্তর: গ
৮০. ১০৫০ টাকার ৮% নিচের কোনটি?
ক. ৮৪ টাকা
খ. ৮৬ টাকা
গ. ৮০ টাকা।
ঘ. ৮২ টাকা
উত্তর: ক
৮১. বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে?
ক. বিশেষণের পূর্বে ।
খ. বিশেষ্যের পরে
গ. প্রথমে
ঘ. শেষে।
উত্তর: খ
৮২. ভাষার মূল উপকরণ কী?
ক. বাক্যাংশ
খ. শব্দ
গ. অর্থ
ঘ. বাক্য।
উত্তর: ঘ
৮৩. | বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি সংখ্যা কোনটি?
ক. ২৪টি
খ. ২৫টি
গ. ২৭টি
ঘ. ২৩টি
উত্তর: খ
৮৪. ১৬ : ২৫ অনুপাতের উভয় থেকে কত বিয়ােগ করলে অনুপাতের মান :
ক. ২
খ. ১১
গ. ৭
উত্তর: গ
৮৫. ‘বর্ণচোরা’ কোন ধরনের সমাস?
ক. অলুক তৎপুরুষ
খ. নঞ তৎপুরুষ
গ. ষষ্ঠী তৎপুরুষ
ঘ. উপপদ তৎপুরুষ
উত্তর: ঘ
৮৬. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়?
ক. যখন তখন।
খ. শন শন।
গ. অথবা
ঘ. অধিকন্তু
উত্তর: ক
৮৭. লাহাের প্রস্তাব কোন সালে গঠিত হয়?
ক. ১৯৪০
খ. ১৯৪১
গ. ১৯৪২
ঘ. ১৯৩৭
উত্তর: ক
৮৮.. He ……. reached the station by 10 p. m.
ক. shall
খ. will has
গ. will have
ঘ. will
উত্তর: গ
৮৯. What is the meaning of “silver tongue”?
ক. Having a good time and fortune
খ. A person who speaks sweetly
গ. All of the above
ঘ. Born in a rice family
উত্তর: খ
৯০. I am looking forward to ……… you.
ক. see
খ. saw
গ. seen
ঘ. seeing
উত্তর: ঘ
৯১. 3 + 3 + 3 = কত?
ক. 9*
খ. 93x
গ. 9x+1
ঘ. 9 +2
উত্তর: গ
৯২. মাদার অব হিউম্যানিটি কাকে বলা হয়?
ক. অং সান সুচি
খ. থেরেসা মে
গ. হিলারি ক্লিনটন
ঘ. শেখ হাসিনা
উত্তর: ঘ
৯৩. The plural form of phenomenon is –
ক. phenomenenos
খ. phenomenons
গ. phenomena
ঘ. phenomenenas
উত্তর: গ
৯৪.রফিক একটি কাজ ১০ দিনে করতে পারে। শফিক ঐ কাজ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কতহদিনে শেষ করতে পারবে?
ক. ৬ দিন
খ. ৮ দিন
গ. ১২ দিন
ঘ. ৭ দিন।
উত্তর: ক
৯৫.Find out the noun.
ক. Wonder
খ. Wonderful
গ. Wonderfully
ঘ. Wondering
উত্তর: ক
৯৬. “Proclaim” means –
ক. pronounce
খ. circulate
গ. Declare
ঘ. announce
উত্তর: গ
৯৭. পরস্পরছেদি দুইটি সরল রেখা ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি কত?
ক. 0°
খ. 360°
গ. 180°
উত্তর: খ
৯৮. ১৯৫৬ সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন?
ক. শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়
খ. কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়
গ. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
ঘ. কৃষি ও খাদ্য মন্ত্রণালয়
উত্তরঃ ক
৯৯.“তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?”-কার উক্তি?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: ক
১০০. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল?
ক. ১৩টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ১১টি
উত্তর: ঘ
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান