Dr. Elisa Granato যার নাম আজই প্রথম শুনেছি।
গত বৃহস্পতিবার প্রথম মানব ট্রায়ালে অক্সফোর্ডের নতুন ভ্যাকসিনটা সর্বপ্রথম তাঁর শরীরে দেয়া হয়।
ইঁদুর এবং বানরের উপর ট্রায়ালে ৮০ ভাগ সফল ভ্যাকসিনটি তাঁর শরীরে এন্টিবডি তৈরি করবে প্রত্যাশা করা হচ্ছে। আর এন্টিবডি তৈরী হলে তাঁর শরীরে প্রবেশ করানো হবে করোনাভাইরাস।
এরকম ৮০০ জন ভলান্টিয়ারের মধ্য থেকে পর্যায়ক্রমে ৪০০ জনের উপর কৌশলগত কারণে সামান্য কিছু পরিবর্তন রেখে ভিন্ন দুইটি ভ্যাকসিন প্রয়োগ করা হবে, যার প্রতিটিই ৮০ ভাগ সফল।
ভ্যাকসিন কাজ না করলে এঁদের মৃত্যুও হতে পারে। পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য প্রথম ঝুঁকিটি নিয়েছেন ৩২ বছর বয়সী ডক্টর এলিসা গ্রানাটো।
এই যুদ্ধে একেএকে ৪০০ জন মানুষ এই নিশ্চিত অনিশ্চিত জীবনযুদ্ধে ঝাঁপ দিবে। ভালো কিংবা মন্দ শারীরিক প্রতিক্রিয়া কিংবা ফলাফলের জন্য অপেক্ষায় থাকতে হবে দীর্ঘদিন।
একের পর এক পরীক্ষা চালানো হবে শরীরের স্যাম্পল নিয়ে। কোভিড ১৯ মহামারীর বিরূদ্ধে ডেডিকেটেড অনেক বীরযোদ্ধার নাম আমদের জানা হবে না কোনদিনই।
শুধু এইটুকুই জানবো কাটাতারের ভেদাভেদ ভুলে শুধুমাত্র মানুষের জন্য চেতনাবোধ থেকে লড়ে গিয়েছিলো একদল মানুষ। হ্যাঁ, মানুষ লড়েছিলো মানুষের জন্য।
Dr. Elisa Granato Salute to you mam. তুমি শুধু একজন বিজ্ঞানীই নও, একজন মানবিক গুণসম্পন্ন অসামান্য মানুষ। ভালোবাসা নিয়ো।
- মার্চেন্ট ব্যাংকের কার্যাবলি আলোচনা কর, মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম বর্ণনা কর
- সপ্তাহে কতবার সহবাস সন্তান ধারণের জন্য উপযোগী?, সপ্তাহে কতবার যৌন মিলন সম্পর্ক গভীর করে?
- যেভাবে সহবাস করলে বাচ্চা হয় বিস্তারিত,মহিলারা গর্ভবতী হবার জন্য কখন যৌনমিলনে লিপ্ত হবেন,গর্ভধারণের জন্য সেরা সেক্স পজিশন
- বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কি কি ব্যবস্থা প্রচলিত আছে বিস্তারিত লিখুন
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো