Economics and Development Honors 1st Year Exam Suggestion PDF, Honors Economics and Development Suggestion PDF Download
জাতীয় বিশ্ববিদ্যালয় BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] অর্থনীতি ও উন্নয়ন সাজেশন অনার্স ১ম বর্ষের [Economics and Development] সাজেশন অনার্স ১ম বর্ষের Department of : সমাজকর্ম ও অন্য সকল বিভাগের Subject Code: 212109 |
অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
PDF Download অর্থনীতি ও উন্নয়ন অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | অর্থনীতি ও উন্নয়ন অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |অর্থনীতি ও উন্নয়ন সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ অর্থনীতি ও উন্নয়ন সাজেশন,
অনার্স ১ম বর্ষের অর্থনীতি ও উন্নয়ন সাজেশন pdf ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: অর্থনীতি ও উন্নয়ন, বিষয় কোড: ২১২১০৯।
অর্থনীতি ও উন্নয়ন সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. অদৃশ্য হাত কী?
উত্তর: প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতার মধ্যে সমন্বয়সাধনকারী স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাই অদৃশ্য হাত।
২. মিশ্র অর্থব্যবস্থা কী?
উত্তর: যে অর্থনৈতিক ব্যবস্থায় একদিকে ব্যক্তি স্বাধীনতা বা বেসরকারি উদ্যোগ এবং অন্যদিকে সরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে।
৩. অর্থনৈতিক প্রবৃদ্ধি কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময় জাতীয় উৎপাদন এবং মাথাপিছু প্রকৃত আয়ের বার্ষিক পরিবর্তনের চলমান বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে।
৪. বাজার অর্থনীতি বলতে কী বুঝ?
উত্তর: বাজার অর্থনীতি হলো এমন এক অর্থব্যবস্থা যেখানে বাজার শক্তিসমূহের ঘাত-প্রতিঘাতের দ্বারা চাহিদা ও যোগানের সমতা দ্বারা স্বয়ংক্রিয়ভাবে দ্রব্য সামগ্রীর দাম নির্ধারিত হয়। বাজার অর্থনীতিতে সরকারের হস্তক্ষেপ স্বীকৃতি নয়।
৫. পর্যায়গত উপযোগ কাকে বলে?
অথবা, পর্যায়গত উপযোগ কী?
উত্তর: ভোক্তার উপযোগ সংখ্যা দ্বারা পরিমাপ না করে বিভিন্ন স্তরে বিভক্ত করা হলে তাকে পর্যায়গত উপযোগ বলে।
৬. চাহিদা বিধি কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট সময় অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন দ্রব্যের দাম কমলে তার চাহিদা বৃদ্ধি পায় এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ হ্রাস পায়। দাম ও চাহিদার মধ্যে এ সম্পর্কে যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা বলে
৭. দামের সাথে চাহিদার সম্পর্ক কী ধরনের?
উত্তর: দামের সাথে তাদের সম্পর্ক বিপরীত অর্থ দাম কমলে চাহিদা বাড়ে আবার দাম বাড়লে চাহিদা কমে।
৮. প্রকৃত মজুরি কাকে বলে?
উত্তর: প্রকৃত মজুরি বলতে কোনো শ্রমিক তার শ্রমের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সুযোগ-সুবিধা পেয়ে থাকে তাকে বুঝায়।
৯. পরিবর্তক দ্রব্য কী?
উত্তর: যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্যটি ব্যবহার করা যায় তাহলে তাদেরকে একে অপরের পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলে।
১০. গিফেন দ্রব্য কী?
উত্তর: গিফেন দ্রব্য হচ্ছে নিম্নমানের বা নিকৃষ্ট দ্রব্যের সম পর্যায়ের দ্রব্য। অধ্যাপক স্যার গিফেনের নাম অনুসারে এসব দ্রব্যর নামকরণ করা হয়েছে। যেমন মোটা চলে, মোটা কাপড়।
১১. শ্রমবাজার কাকে বলে?
উত্তর: শ্রমের চাহিদা ও যোগানের ক্রিয়া-প্রতিক্রিয়ার নির্দিষ্ট মজুরি নির্ধারিত হলে তাকে বলে।
১২. অর্থের প্রচলন গতি কী?
উত্তর: অর্থের হাত বদল হওয়াকেই বলা হয় অর্থের প্রচলন গতি।
১৩. দুটি প্রায় মুদ্রার নাম লেখ।
উত্তর: দুটি প্রায় মুদ্রার নাম হল ১. ট্রেজারি বিল ও ২. প্রাইজবন্ড।
১৪. GNP কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে দেশের জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের অর্থমূল্য মোট জাতীয় উৎপাদন (GNP) বলে।
১৫. ইকুইটি কী?
উত্তর: ইকুইটি অর্থ হল মালিকানার স্বত্ত্ব ,যা প্রতিষ্ঠান সম্পদের ক্ষেত্রে মালিকের দাবীর পরিমাণ প্রকাশ করে।
১৬. অর্থনীতিতে উৎপাদন বলতে কী বুঝায়?
উত্তর: অর্থনীতিতে উৎপাদন বলতে কোন দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করাকে বুঝায়।
১৭.বাজার ভারসাম্যের শর্ত কী?
উত্তর: বাজার ভারসাম্যের শর্ত হলো চাহিদার পরিমাণ= যোগানের পরিমাণ।
১৮. কোন বাজারকে Price Taker বলা হয়?
উত্তর: প্রতিযোগিতামূলক বাজারকে Price Taker বলা হয়।
১৯. বেকারত্ব বলতে কী বুঝ ?
উত্তর: কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ শারীরিকভাবে কর্মক্ষম মানসিকভাবে সুস্থ কাজের জন্য যোগ্য এবং প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক অথচ কাজ পায়না এমন অবস্থাকে অর্থনীতিতে বেকারত্ব বলে।
২০. ছদ্দবেশী বেকারত্ব কী?
অথবা, প্রচ্ছন্ন বেকারত্ব কী?
উত্তর: একটি কাজে যে পরিমাণ শ্রমিকের প্রয়োজন তার চেয়ে বেশি পরিমাণে নিয়োজিত থাকে তখন তাকে ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব বলে। ছদ্দবেশী বেকার শ্রমিকদের প্রান্তিক উৎপাদনশীলতা শুন্য।
২১. মুদ্রাস্ফীতি কাকে বলে?
উত্তর: মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটি অবস্থা যেখানে দ্রব্য সামগ্রিক যোগানের তুলনায় কার্যকর চাহিদা বেশি হয়।
২২. কল্যান অর্থনীতি বলতে কী বুঝ?
উত্তর: মানুষের ভালো-মন্দ কল্যাণ-অকল্যাণ বৃদ্ধির উপায় ইত্যাদি বিষয় নিয়ে অর্থনীতির যে শাখা আলোচনা করে তাকে কল্যাণ অর্থনীতি বলে।
২৩. শিল্প কী?
উত্তর: পণ্য উৎপাদনে যতগুলো ফার্ম বা প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাদের সব গুলোর সমষ্টি হল শিল্প।
২৪. বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার তিনটি উপায় লেখ।
উত্তর: বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার তিনটি উপায় হল: ১.রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ এবং ২. জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা।
২৫. কৃষি বিপ্লব কী?
উত্তর: উন্নত বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টাকে কৃষি বা সবুজ বিপ্লব বলে।
২৬. ATM এর পূর্ণরূপ কী?
উত্তর: ATM এর পূর্ণরূপ হলো Automated Teller Machine.
২৭. MRS এর পূর্ণরূপ কী?
উত্তর: MRS এর পূর্ণরূপ হলো Marginal Rate of Substitution.
২৮.বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠাতা হলেন অর্থনীতিবীদ আখতার হামিদ খান।
২৯. লেনদেন ভারসাম্য বলতে কী বুঝ?
উত্তর: একটি নির্দিষ্ট সময় একটি দেশের সকল প্রকার দৃশ্যমান ও অদৃশ্যমান আমদানি ও রপ্তানির হিসাবকে লেনদেন ভারসাম্য বলা হয়।
৩০. EPZ এর পূর্ণরূপ কী?
উত্তর: EPZ এর পূর্ণরূপ হলো Export Processing Zone.
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. বেস্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখ।
২. সমাজকর্মের ছাত্র হিসেবে কেন তুমি অর্থনীতি পড়বে?
৩. মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য কী?
৪.পরিমাণ ও পর্যায়গত উপযোগের পার্থক্য লেখ।
৫. মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
৬. Qd= 6— 2p সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন কর।
৭. শ্রম বিভাগের সুবিধা সমূহ কি?
৮. তারল্য ফাঁদ ধারণাটি ব্যাখ্যা কর।
৯. কিভাবে নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার হতে বিতাড়িত করে?
১০. মোট জাতীয় আয় ও নেট জাতীয় ভাইয়ের মধ্যে পার্থক্য কি
অথবা GNP ও GDP এর মধ্যে পার্থক্য লেখ
১১. GNP ও NNP এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।
১২. আর্থিক ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য কি?
১৩. উৎপাদনের উপকরণগুলোর সংক্ষেপে আলোচনা কর।
১৪. চাহিদে বৃদ্ধি জনিত খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির ধারণা দাও।
১৫. প্যারেটো কাম্য তার অনির্ণেয়তার সমস্যা বলতে কি বুঝ?
১৬. সমাজ কল্যাণ অপেক্ষক কি?
১৭. বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা কতটুকু?
১৮. বাংলাদেশের কৃষির অনুগ্রহসরতার কারণগুলো কি?
১৯. বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব কী?
২০. বাংলাদেশের শিল্পের পাশ্চাৎপদতার কারণ ব্যাখ্যা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
২. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা কর।
৩. চাহিদের সংকোচন সম্প্রসারণ এবং হ্রাসবৃদ্ধি কাকে বলে?
৪. চাহিদা ও যোগান রেখার দ্বারা কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় ব্যাখ্যা কর।
৫. চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৬. অর্থের মূল্য বলতে কি বুঝ? অর্থের মূল্য পরিবর্তনের ফলাফল আলোচনা কর।অথবা, অর্থের মূল্য পরিবর্তনের ফলাফল আলোচনা কর।
৭. বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা দাও।
৮. বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বর্ণনা কর।
অথবা, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা কর।
৯. জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতিসমূহ আলোচনা কর।
অথবা, জাতীয় আয় বলতে কি বুঝ? জাতীয় আয় পরিমাপ পদ্ধতি আলোচনা কর।
১০. অর্থনীতির সংজ্ঞা দাও। একটি সরল দ্বি- খাত বিশিষ্ট অর্থনীতিতে অর্থনৈতিক কার্যাবলীর চক্রাকার প্রবাহ আলোচনা কর।
১১. উৎপাদনের উপাদানগুলোর তুলনামূলক গুরুত্ব বিশ্লেষণ কর।
১২. অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্যে পৌঁছানোর পক্ষে কেইন্সীয় যুক্তি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
১৩. মুদ্রাস্ফীতি বলতে কী বুঝ? মুদ্রাস্ফীতি কারণগুলো আলোচনা কর।
১৪. বেকারত্ব কি? বাংলাদেশের বেকারত্বের প্রকৃতি আলোচনা কর।
১৫. বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণসমূহ কী ?
১৬. বাংলাদেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়সমূহ আলোচনা কর।
১৭. প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তগুলো ব্যাখ্যা কর।
১৮. বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৯. তুমি কী মনে কর বাংলাদেশের মত দেশে ‘‘সাহায্য নয় বাণিজ্য’’- এ দর্শনটাই উন্নয়নের কৌশল হওয়া উচিত? আলোচনা কর।
২০. গণদ্রব্যের কাম্য বন্টনের স্যামুয়েলসনের মডেলটি চিত্রসহ ব্যাখ্যা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর PDF Download অর্থনীতি ও উন্নয়ন অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | অর্থনীতি ও উন্নয়ন অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |অর্থনীতি ও উন্নয়ন সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ অর্থনীতি ও উন্নয়ন সাজেশন
Honors 1st year Common Suggestion 2024
পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন
অধ্যায় ১
ক বিভাগ
- ক্লাসিক্যাল মতবাদের প্রবক্তা কে
- পরিপূরক দ্রব্য কি
- অদৃশ্য হাত কি
- মিশ্র অর্থ ব্যবস্থা কি
- অর্থনৈতিক প্রবৃদ্ধি কি
খ বিভাগ
- অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত গুলো কি
- সমাজকর্মে ছাত্র হিসেবে কেন তুমি অর্থনীতি পড়বে
- ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখ
গ বিভাগ
- একজন সমাজ কর্মীর জন্য অর্থনীতির পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর
- ধন তান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ কর
অধ্যায় ২
ক বিভাগ
- উপযোগ কাকে বলে
- ভোক্তার উদ্ধৃত কি
- বাজেট রেখা কাকে বলে
- পানি চেয়ে হীরার দাম কেন বেশি
- পর্যায় গত উপযোগ কাকে বলে
- MRS এর পূর্ণরূপ কি
- গিফেন দ্রব্য কি
- দামের সাথে চাহিদা সম্পর্ক কি ধরনের
খ বিভাগ
- পরিমাণ পর্যায় গত উপযোগী পার্থক্য লেখ
- চাহিদার রেখা ডানদিকে নিম্নগামী হয় কেন
- মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর
- QD=6-2p সমি করন থেকে চাহিদা রেখা অঙ্কন কর
গ বিভাগ
- ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা কর
- চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধি কাকে বলে
- চাহিদা ও যোগান রেখার দ্বারা কিভাবে ভারসাম্য দায় ও পরিমান নির্ধারিত ব্যাখ্যা কর
অধ্যায় ৩
ক বিভাগ
- শক্তিশালী মুদ্রা কি
- অর্থের প্রচলন গতি কি
- ফিসারীয় সমীকরণটি লেখ
- দুটি প্রায় মুদ্রার নাম লেখ
- এটিএম এর পূর্ণরূপ কি
খ বিভাগ
- সংকীর্ণ অর্থ এবং বিস্তৃত অর্থের মধ্যে পার্থক্য নির্ণয় কর
- কিভাবে নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার হতে বিতাড়িত করে
- তারুল্য ফাঁদ ধারণাটি ব্যাখ্যা কর
গ বিভাগ
- অর্থের মূল্য বলতে কি বুঝ অর্থের মূল্য পরিবর্তনের ফলাফল আলোচনা কর
- অর্থ কি? অর্থের কার্যা বলি আলোচনা কর
- বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা দাও
- বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বর্ণনা কর
অধ্যায় ৪
ক বিভাগ
- GNP কী
- লুকায়িত জিএনপি কি
- মোট দেশ উৎপাদন জিডিপি কি
- কি কারনে জিডিপি ও জিএনপি ভিন্ন হয়
- ইকুইটি কি
খ বিভাগ
- ব্যক্তিগত আয় ও ব্যয়যোগ্য আয় কাকে বলে
- মোট জাতীয় আয় ও নিজ জাতীয় আয়ের মধ্যে পার্থক্য কি
গ বিভাগ
- অর্থনীতি সংজ্ঞা দাও একটি সরল দ্বিধাদ বিশিষ্ট অর্থনীতিতে অর্থনীতি কার্যাবলী চক্রাকার প্রভাব আলোচনা কর
- জাতীয় আয় পরিমাপে সমস্যা সমূহ আলোচনা কর
- দ্বৈত গণনা সমস্যা কি জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যা কিভাবে সমাধান করা যায়
- জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতিসমূহ আলোচনা কর
অধ্যায় ৫
ক বিভাগ
- পূর্ণ নিয়োগ কি।
- অর্থনীতিতে উৎপাদন বলতে কি বুঝায়
- প্রকৃত মজুরি কাকে বলে
- NAIRU কী
- বেকারত্ব বলতে কি বুঝায়
- বাজার ভারসাম্যের শর্ত কি?
- ছদ্মবেশী বেকারত্ব কি
খ বিভাগ
- একই পেশায় মজুরির পার্থক্যের কারণ আলোচনা কর
- উৎপাদনের উপকরণ গুলো সংক্ষেপে আলোচনা কর
- সাহিদা বৃদ্ধি জনিত ও খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির ধারণা দাও
গ বিভাগ
- মুদ্রাস্ফীতি বলতে কি বুঝ মুদ্রা স্মৃতির কারণগুলো আলোচনা কর
- অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়ে ভারসাম্যে পৌঁছানোর পক্ষে কেইন্সীয় যুক্তি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর
- বেকারত্ব কি বাংলাদেশের বেকারত্বের প্রকৃতি আলোচনা কর
- বাংলাদেশে মুদ্রাস্মৃতির কারণ সমূহ কি
- বাংলাদেশের মুদ্রা স্মৃতি নিয়ন্ত্রণের উপায় সমূহ আলোচনা কর
অধ্যায় ৬
ক বিভাগ
- কল্যাণ অর্থনীতি কি
- প্যারটো কাম্যতা কি
খ বিভাগ
- প্যারটো কাম্যতার অনির্ণেতার সমস্যা বলতে কি বুঝ
গ বিভাগ
- কল্যাণ অর্থনীতি বলতে কি বুঝ অর্থনৈতিক কল্যাণ পরিমাপের উপায়সমূহ বর্ণনা কর
- প্যারটো কাম্য তার প্রান্তিক শর্তগুলো ব্যাখ্যা কর
অধ্যায় ৭
ক বিভাগ
- বৈদেশিক বাণিজ্য কাকে বলে
- বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা তিনটি উপায় লেখ
- লেনদেন ভারসাম্য কাকে বলে
খ বিভাগ
- প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের পার্থক্য নির্ণয় কর
- বাংলাদেশের শিল্পের পাশ্চাত্য পদতার কারণ ব্যাখ্যা কর
- বাংলাদেশে অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব
গ বিভাগ
- বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর
- গন দ্রব্যের কাম্য বন্টনের স্যামুয়েলসনের মডেলটি চিত্র সব অপেক্ষা কর
- তুমি কি মনে কর বাংলাদেশের মতো দেশে সাহায্য নয় বাণিজ্য এ দর্শণটাই উন্নয়নের কৌশল হওয়া উচিত আলোচনা কর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর PDF Download অর্থনীতি ও উন্নয়ন অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | অর্থনীতি ও উন্নয়ন অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |অর্থনীতি ও উন্নয়ন সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ অর্থনীতি ও উন্নয়ন সাজেশন
Honors 1st year Common Suggestion 2024