অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করা বর্তমানে একদম সহজ। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট eporcha.gov.bd থেকে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে পারবেন। কিভাবে করবেন তার বিস্তারিত বর্ণনা করা হলো।
ePorcha ওয়েবসাইটে খতিয়ান অনুসন্ধান, আর এস খতিয়ান অনুসন্ধান, eKhatian মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে খতিয়ান অনুসন্ধান
বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার জন্য দাগ নম্বর ও খতিয়ান নাম্বার প্রয়োজন হবে। অনেক সময় জায়গা জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আসল মালিকানা যাচাই এর জন্য জায়গার খতিয়ান যাচাই করার প্রয়োজন হয়।
প্রযুক্তির উন্নয়নের ফলে বর্তমানে আমরা ঘরে বসে মোবাইল ফোন কিংবা কম্পিউটার ব্যবহার করে জমির খতিয়ান যাচাই করে নিতে পারব। অন্যথায় আপনারা চাইলে ভূমি অফিসে গিয়ে খতিয়ান যাচাই করতে পারবেন। এই পোষ্টে অনলাইনে জমির খতিয়ান যাচাই বা আর এস খতিয়ান অনুসন্ধান এবং পর্চা অনুসন্ধান করার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে।
খতিয়ান ও দাগের তথ্য যাচাই করতে যা যা প্রয়োজন ২০২৪
খতিয়ান যাচাই করার জন্য কিছু তথ্য প্রয়োজন। এসব তথ্য দিয়ে সহজেই খতিয়ান এবং দাগের তথ্য অনুসন্ধান ও যাচাই করতে পারবেন। খতিয়ান যাচাই করতে হলে যেসব তথ্য প্রয়োজন হবে –
- মৌজা/গ্রাম
- খতিয়ানের ধরণ
- উপজেলা
- জেলা
- বিভাগ
- দাগ নং/খতিয়ান নং
- জমির মালিকের নাম
উপরোক্ত তথ্যগুলো দিয়ে e পর্চা ওয়েবসাইট থেকে সহজেই যেকোনো জমির খতিয়ান অনুসন্ধান ও যাচাই করতে পারবেন। এছাড়াও, এসব তথ্য দিয়ে যেকোনো জমির দাগের তথ্য যাচাই করতে পারবেন।
খতিয়ান অনুসন্ধান করার নিয়ম ২০২৪
ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার জন্য প্রথমেই www.eporcha.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, মেনু থেকে সার্ভে খতিয়ান বা নামজারি খতিয়ান নির্বাচন করে ঠিকানা এবং দাগ নং দেয়ার পর জমির খতিয়ান, দাগ এবং জমির মালিকানা তথ্য পাওয়া যাবে।
খতিয়ান অনুসন্ধান করার পর আপনি যদি খতিয়ান যাচাই করতে চান, তবে ভূমি মন্ত্রনালয়ের অফিসে গিয়ে সেখানে থাকা যেকোনো নির্বাহী কর্মকর্তার সহযোগিতা নিয়ে আপনার জমির খতিয়ান যাচাই করে নিতে পারবেন।
খতিয়ান যাচাই করার নিয়ম ২০২৪
ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমরা দুইটি পদ্ধতি অনুসরণ করে জমির খতিয়ান যাচাই করতে পারি। এগুলো হচ্ছে –
- www.eporcha. gov.bd ওয়েবসাইটের মাধ্যমে
- মোবাইলে eKhatian অ্যাপ এর মাধ্যমে
ওয়েবসাইটের মাধ্যমে ePorcha খতিয়ান অনুসন্ধান ২০২৪
www.eporcha. gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সহজেই যেকোনো জমির খতিয়ান অনুসন্ধান ও যাচাই করা যায়। ই পর্চা ওয়েবসাইটের মাধ্যমে খতিয়ান এর তথ্য অনুসন্ধান ও যাচাই করতে নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন।
প্রথমেই www.eporcha. gov.bd ওয়েবসাইট ভিজিট করুন এবং মেনু থেকে সার্ভে খতিয়ান অপশনে ক্লিক করুন।
অতঃপর, নিচে দেখানো ইমেজের মতো করে বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরণ, মৌজা নির্বাচন করে খতিয়ান নং দিয়ে খতিয়ান খুঁজতে পারেন কিংবা খতিয়ানের তালিকা থেকে নির্বাচন করতে পারেন।
খতিয়ানের তালিকায় যে খতিয়ান এর তথ্য অনুসন্ধান করতে চাচ্ছেন, সেই জমির মালিকের নাম এবং থিকানার উপরে ডাবল ক্লিক করবেন। তাহলে নিচে দেয়া ইমেজের মতো খতিয়ান এর দাগ নম্বর জানতে পারবেন।
আপনি যদি উক্ত খতিয়ান এর অনলাইন কপি সংগ্রহ করতে চান, তবে খতিয়ান আবেদন বাটনে ক্লিক করে সকল তথ্য এবং নির্দিষ্ট ফি দিতে হবে। তাহলে, খতিয়ান এর কপি সংগ্রহ করে রাখতে পারবেন যা দিয়ে আপনি খতিয়ান যাচাই ও জমির দাগ নম্বর যাচাই করতে পারবেন।
নামজারি খতিয়ান অনুসন্ধান করার নিয়ম ২০২৪
নামজারি খতিয়ান অনুসন্ধান করার জন্য www eporcha gov bd ওয়েবসাইট ভিজিট করে মেনু থেকে নামজারি খতিয়ান অপশনে ক্লিক করতে হবে।
এরপর, নিচে উল্লেখ করে দেয়া ইমেজের মতো করে বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা নির্বাচন করে দিতে হবে। অতঃপর, আপনি যে নামজারি খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন, সেটির নং দিয়ে খুঁজুন বাটনে ক্লিক করবেন।
কিংবা, আপনি চাইলে খতিয়ানের তালিকা থেকে মালিকের নাম খুঁজে বের করে সেখানে ডাবল ক্লিক করে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে পারবেন।
আর এস খতিয়ান অনলাইন চেক ২০২৪
আর এস খতিয়ান অনলাইন চেক করার জন্য সরকারী ই পর্চা ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সার্ভে খতিয়ান অপশন সিলেক্ট করতে হবে।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এরপর, বিভাগ, জেলা, উপজেলা নির্বাচন করার পর খতিয়ানের ধরণ থেকে আর এস খতিয়ান নির্বাচন করে মৌজা নাম নির্বাচন করে দিতে হবে।
এরপর, খতিয়ানের নং কিংবা খতিয়ানের তালিকা থেকে যে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে চান সেটিতে ক্লিক করতে হবে।
বি আর এস খতিয়ান যাচাই ২০২৪
বি আর এস খতিয়ান যাচাই করার জন্য www eporcha gov bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, সার্ভে খতিয়ান অপশন সিলেক্ট করে আপনার বিভাগ, জেলা, উপজেলা নির্বাচন করে দিন।
অতঃপর খতিয়ানের ধরণের ঘর থেকে বি আর এস সিলেক্ট করতে হবে। অতঃপর, মৌজা নাম নির্বাচন করে খতিয়ানের তালিকা থেকে দাগ নং অনুসন্ধান করতে পারেন।
কিংবা, আপনি চাইলে খতিয়ানের নং ঘরে খতিয়ান নম্বর দিয়ে খুঁজুন বাটনে ক্লিক করে খতিয়ান এর তথ্য অনুসন্ধান করতে পারবেন।
উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে বি আর এস রেকর্ড অনুসন্ধান ও যাচাই করতে পারবেন।
একই পদ্ধতি অনুসরণ করে আপনি খতিয়ানের ধরণ ঘর থেকে বি এস, সি এস, এস এ এবং পেটি খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।
মোবাইলে eKhatian অ্যাপ এর মাধ্যমে ই পর্চা অনুসন্ধান ২০২৪
মোবাইলে eKhatian অ্যাপ এর মাধ্যমে সহজেই ই পর্চা খতিয়ান এর তথ্য অনুসন্ধান ও যাচাই করা যায়। আপনি চাইলে ওয়েবসাইট এর পরিবর্তে মোবাইল অ্যাপ এর মাধ্যমে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে পারবেন।
এজন্য, প্রথমেই মোবাইলে প্লে স্টোরে যেতে হবে। এরপর, সার্চ করবেন eKhatian লিখে। অতঃপর, অ্যাপটি ইন্সটল করে নিবেন আপনার ফোনে।
এখন, অ্যাপ ওপেন করে উপরে দেখানো পদ্ধতি এর মতো একইভাবে অ্যাপ এর ভিতর বিভাগ,জেলা, উপজেলা, খতিয়ান এর ধরণ, মৌজা এবং মালিকের নাম কিংবা খতিয়ান নং দিয়ে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে পারবেন।
মোবাইল অ্যাপ এর মাধ্যমে খতিয়ান দেখার সময় ক্যাপচা কোড পূরণ করতে হবে। এছাড়া, ওয়েবসাইট এবং অ্যাপের মাঝে একই নিয়মে e porcha খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।
খতিয়ান এবং দাগের তথ্য অনুসন্ধান করার পর আপনি চাইলে আপনার ঠিকানা এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে ও নির্দিষ্ট পরিমাণ ফি পেমেন্ট করে খতিয়ানের অনলাইন কপি সংরক্ষণ করে রাখতে পারবেন।
এজন্য, মালিকের নামে ডাবল ক্লিক করার পর খতিয়ান আবেদন বাটনে ক্লিক করতে হবে।
উপরে উল্লিখিত এসব নিয়ম অনুসরণ করে সহজেই যেকোনো জমির খতিয়ান এর তথ্য যাচাই করতে পারবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে।
আজকের বিষয়: খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার নিয়ম, খতিয়ান অনুসন্ধান কিভাবে করবেন, অনলাইনে জমির খতিয়ান যাচাই করার পদ্ধতি।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও