GAD নীতিমালার মূল বক্তব্য কি? , GAD নীতিমালার মূল লক্ষ্য কী?, GAD এর পূর্ণরূপ কি? , ‘GAD’ নীতিমালায় নারীর অধস্তনতার মূল কারণ কি?

GAD নীতিমালার মূল বক্তব্য কি? , GAD নীতিমালার মূল লক্ষ্য কী?, GAD এর পূর্ণরূপ কি?

GAD নীতিমালার মূল বক্তব্য কি?
উত্তর : GAD নীতিমালার মূল বক্তব্য হচ্ছে নারীকে উন্নয়নের পরোক্ষ উপকারভোগী নয়, বরং সক্রিয় চালিকাশক্তিরূপে বিবেচনা করে ।

GAD নীতিমালার মূল লক্ষ্য কী?
উত্তর : GAD নীতিমালার মূল লক্ষ্য হলো নারীদের ক্ষমতায়ন ।

GAD এর পূর্ণরূপ কি?
উত্তর : GAD এর পূর্ণরূপ হলো- Gender And Development.

‘GAD’ নীতিমালায় নারীর অধস্তনতার মূল কারণ কি? [টেস্ট পরীক্ষা-ঢাকা কলেজ)
উত্তর : পিতৃতন্ত্র ।

‘নারী স্বাস্থ্য ও উন্নয়ন কর্মসূচি’- কোন এনজিও চালু করেছে?
উত্তর : ব্র্যাক ।

নবাধিকার দিবস কত তারিখ?
উত্তর : ১০ ডিসেম্বর।

মানবাধিকার সনদ কত তারিখে গৃহীত হয়?
উত্তর : ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর।

কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয়?, অথবা, কোন সময়কালকে আন্তর্জাতিক নারী দশক বলা হয়?
উত্তর : ১৯৭৬-১৯৮৫ সালকে আন্তর্জাতিক নারী দশক বলা হয় ৷

নারী দশকের (১৯৭৬-৮৫) মূল শ্লোগান কি ? অথবা, মেক্সিকো সম্মেলনের শ্লোগান কি ছিল ?
উত্তর : সমতা, উন্নয়ন ও শান্তি ।

২০১৯ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য কী
উত্তর : ২০১৯ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হলো “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো।”

চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : চীনের বেইজিং এ ১৯৯৫ সালে ।

Click%20to%20get%2070%20to%20100%25%20common%20topic%20based%20suggestions

‘বেইজিং প্লাস ফাইভ সম্মেলন’-কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। এতে ১৮৮টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে ।

‘বেইজিং প্লাস টেন’ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত ।

কত সালে ভারতের নারী সমাজ ভোটাধিকার লাভ করে?
উত্তর : ১৯৩৫ সালে।

বাংলাদেশের প্রথম মুসলমান নারী রাজনীতিবিদ কে?
উত্তর : জোবেদা খানম চৌধুরী ।

‘ঘাতক দালাল নির্মূল কমিটি’ কার নেতৃত্বে গঠিত হয়েছিল?
উত্তর : শহীদ জননী জাহানারা ইমাম।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত দুইজন মহিলা যোদ্ধার নাম লিখ।
উত্তর : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত দুইজন মহিলা যোদ্ধা হলো- ১. ক্যাপ্টেন ডা. সেতারা বেগম ও ২. তারামন বিবি।

আরো ও সাজেশন:-

তারামন বিবি কে ছিলেন?
উত্তর : মহান স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

আমূল নারীবাদী সুলামিথ ফায়ারস্টোনের দৃষ্টিতে ইতিহাসের মূল চালিকাশক্তি কি?
উত্তর : আমূল নারীবাদী সুলামিথ ফায়ারস্টোনের দৃষ্টিতে ইতিহাসের মূল চালিকা শক্তি প্রজননমূলক সম্পর্ক।

‘গ্লোবাল ভিলেজ’ পরিবর্তিত রূপ কি?
উত্তর : বিশ্বায়ন।

গণমাধ্যম কি?
উত্তর : গণমাধ্যম হচ্ছে “জনগণের মাধ্যম”

বাংলাদেশে কয়টি গণমাধ্যম আছে?
উত্তর : বাংলাদেশে ৭টি গণমাধ্যম আছে ।

নারী উন্নয়ন গণমাধ্যমের ৩টি ভূমিকা লিখ ।
উত্তর : নারী উন্নয়ন গণমাধ্যমের ৩টি ভূমিকা হলো- ১. নারীদের অধিকার সম্পর্কে সচেতন করা; ২. শিক্ষা সম্পর্কে সচেতন করা ও ৩. জনমত গঠন।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

NIMC এর পূর্ণরূপ লিখ
উত্তর : NIMC এর পূর্ণরূপ হলো- National Institute- of Mass Communication.

গণমাধ্যমকে ইংরেজিতে কি বলা হয়?
উত্তর : গণমাধ্যমকে ইংরেজিতে Mass Media বলা হয়।

‘Mass Media and National Development’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ড. উইলবার শ্রাম ।

বাংলাদেশের গণমাধ্যমগুলো কি কি?
উত্তর : বাংলাদেশের গণমাধ্যগুলো রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, সাময়িকী, বই, চলচ্চিত্র, ইন্টারনেট । বিনোদন মাধ্যমে নারীর চরিত্রগুলো কেমন? উত্তর : বিনোদন মাধ্যমে নারীর চরিত্রগুলো কন্যা, প্রেয়সী, জায়া ও জননী ।

ঢাকার প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি?
উত্তর : ৭ মার্চ, ১৮৬১ ইং ২৫ ফাল্গুন ১২৬৭ সালে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা। ‘ঢাকা প্রকাশ’। উইকিপিডিয়া

উপমহাদেশের প্রথম সংবাদপত্রের নাম কি?
উত্তর : ‘বেঙ্গল গেজেট’।

বিজ্ঞাপনে নারীকে কি হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর : বিজ্ঞাপনে নারীকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার করা হয়।

ফেসবুক কত সালে চালু হয়?
উত্তর : ২০০৪ সালে।

Click%20to%20get%2070%20to%20100%25%20common%20topic%20based%20suggestions

Leave a Comment