Degree Geography 2nd paper Suggestion
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] অর্থনৈতিক ভূগোল (Economic Geography) সুপার সাজেশন ভূগোল ২য় পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের Geography 2nd paper Suggestion Degree 1st year Subject Code: 113203 |
ডিগ্রী ১ম বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
ভূগোল ২য় পত্র চূড়ান্ত সাজেশন,ভূগোল ২য় পত্র চূড়ান্ত সাজেশন 2024
PDF Download ভূগোল ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন, ভূগোল ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, ভূগোল ২য় পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের, ডিগ্রী ১ম বর্ষ ভূগোল ২য় পত্র সাজেশন
Geography 2nd paper Suggestion Geography 2nd paper suggestion FOR Degree 1st Year Exam, Degree 1st Year Exam Geography 2nd paper Suggestion, Degree 1st Year Exam Geography 2nd paper Suggestion, Degree 1st Year Geography 2nd paper Suggestion, Geography 2nd paper suggestion Degree 1st year, NU Degree 1st Year Geography 2nd paper Suggestion
ডিগ্রি ১ম বর্ষ অর্থনৈতিক ভূগোল সাজেশন, অর্থনৈতিক ভূগোল সাজেশন ডিগ্রি ১ম বর্ষের, চূড়ান্ত সাজেশন ডিগ্রি ১ম বর্ষের অর্থনৈতিক ভূগোল, ডিগ্রি ১ম বর্ষের ১০০% কমন অর্থনৈতিক ভূগোল সাজেশন,
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নত্তর
১. একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদের নাম লেখ।
উত্তর: একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদের নাম হলো- জে. ডব্লিউ. আলেকজান্ডার (J. W. Alexander)।
২. অর্থনৈতিক ভূগোলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখ।
উত্তর: অর্থনৈতিক ভূগোল মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং এর সাথে প্রাকৃতিক পরিবেশের সম্পর্কে আলোচনা করে।
৩. অর্থনৈতিক ভূগোলের মূল উপাদানগুলো কী?
উত্তর: অর্থনৈতিক ভূগোলের মূল উপাদানগুলো হলো মানুষ, পরিবেশ ও মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড।
৪. অর্থনৈতিক ভূগোল পাঠের দুটি পদ্ধতির নাম লেখ।
উত্তর: অর্থনৈতিক ভূগোল পাঠের দুটি পদ্ধতির নাম হলো- বিষয়ানুগ পদ্ধতি ও আঞ্চলিক পদ্ধতি।
৫. ‘Economic Geography’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Economic Geography’ গ্রন্থের লেখক Trevor J. Barnes.
৬. মিশ্র কৃষি কী?
উত্তর: বাণিজ্যিক ভিত্তিতে একই জমিতে পশুপালন ও ফসল উৎপাদন করাই মিশ্র কৃষি।
৭. মৎস্যচাষ কোন ধরণের অর্থনৈতিক কর্মকাণ্ড?
উত্তর: মৎস্যচাষ কৃষিভিত্তিক ধরণের অর্থনৈতিক কর্মকাণ্ড।
৮. পাট চাষ কোন ধরণের অর্থনৈতিক কর্মকাণ্ড?
উত্তর: পাঠ চাষ কৃষি অর্থনৈতিক কর্মকাণ্ড।
৯. নিবিড় কৃষি কী?
উত্তর: স্বল্প জমিতে অধিক শ্রম ও মূলধন বিনিয়োগ করে অধিক ফসল উৎপাদনের জন্য যে কৃষিকাজ করা হয় তাই নিবিড় কৃষি।
১০. দুটি বাগান কৃষির নাম লেখ?
উত্তর: দুটি বাগান কৃষির নাম হলো- জুমচাষ ও ছাদ কৃষি।
১১. প্রাকৃতিক গ্যাস কী?
উত্তর: যে স্বাভাবিক গ্যাস তেলখনি হতে নির্গত হয় তাই প্রাকৃতিক গ্যাস।
১২. ASEAN এর পূর্ণরূপ কী?
উত্তর: ASEAN এর পূর্ণরূপ হলো Association of South East Asian Nations.
১৩. প্রশাসনিক সেবা বলতে কী বুঝায়?
উত্তর: প্রশাসনিক সেবা বলতে দেশকে সুষ্ঠভাবে পরিচালনা ও শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সেবাকে বুঝায়।
১৪. শিল্প কী?
উত্তর: প্রাথমিক পর্যায়ের প্রাপ্ত দ্রব্যাদির রূপ, গুণ আকার, আকৃতি প্রভৃতি পরিবর্তন করে উপযোগ বৃদ্ধি করাই শিল্প।
১৫. দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের দুটি উদাহরণ দাও?
উত্তর: দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের দুটি উদাহরণ হলো খনিজ পদার্থ ও তৈরি পোষাক শিল্প।
১৬. কোন দেশকে ধীবরের দেশ বলা হয়?
উত্তর: নরওয়েকে ধীবরের দেশ বলা হয়।
১৭. সাদা স্বর্ণ কী?
উত্তর: সাদা স্বর্ণ হচ্ছে স্বর্ণের সাথে অন্তত একটি সাদা ধাতুর (নিকেল বা প্যালাডিয়াম) সংকর মিশ্রণ।
১৮. কোন অঞ্চলকে ‘পৃথিবীর রুটির ঝুড়ি’ বলা হয়?
উত্তর: উত্তর আমেরিকার বসন্তকালীন গম বলয় অর্থাৎ কানাডা ও উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলকে ‘পৃথিবীর রুটির ঝুড়ি’ বলা হয়।
১৯. বাংলাদেশের দুটি গ্যাসক্ষেত্রের নাম লেখ।
উত্তর: বাংলাদেশের দুটি গ্যাসক্ষেত্রের নাম হলো- তিতাস গ্যাসক্ষেত্র ও বাখরাবাদ গ্যাসক্ষেত্র।
২০. বিশ্ব বাণিজ্য সংগঠনের সদর দপ্তর কোথায়?
উত্তর: বিশ্ব বাণিজ্য সংগঠনের সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়।
২১. পশ্চাদভূমি কাকে বলে?
উত্তর: যে অঞ্চল বন্দরের মাধ্যমে রপ্তানিযোগ্য দ্রব্যাদি বিদেশে রপ্তানি করা হয় এবং আমদানিকৃত দ্রব্যাদি ব্যবহার বা ভোগ করা হয় তাকে উক্ত বন্দরের পশ্চাদভূমি বলে।
২২. OPEC এর পূর্ণরূপ কী?
উত্তর: OPEC এর পূর্ণরূপ Organization of Petroleum Exporting Countries..
২৩. পরিবহণ পথগুলোর নাম লেখ।
উত্তর: পরিবহণ পথগুলোর নাম হলো- জলপথ, স্থলপথ ও আকাশপথ।
২৪. ইন্টারনেট সেবা কোন ধরণের অর্থনৈতিক কর্মকাণ্ড?
উত্তর: ইন্টারনেট সেবা চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড।
২৫. অর্থনৈতিক বিকাশের সূচক কী?
উত্তর: ব্যবসা-বাণিজ্য, পরিবহণ ব্যবস্থা, খনিজ সম্পদ এসবই অর্থনৈতিক বিকাশের সূচক।
২৬. VAT কী?
উত্তর: VAT হচ্ছে Value Added Tax (মূল্য সংযোজন কর)।
২৭. জাতীয় আয় কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের সব উৎপাদনের উপকরণের দ্বারা যে পরিমাণ চূরান্ত বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্যই হলো জাতীয় আয়।
২৮. মানব সম্পদ কী?
উত্তর: দক্ষতাসম্পন্ন মানুষই হলো মানবসম্পদ।
২৯. GDP বলতে কী বুঝ?
উত্তর: কোন একটি অঞ্চল বা দেশের অভ্যন্তরে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে উৎপাদিত পণ্য ও সেবার মোট বাজার মূল্যকে GDP বুঝায়।
৩০. মাথাপিছু আয় কাকে বলে?
উত্তর: জনগণের সর্বমোট ব্যক্তিগত আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে যে আয় পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে।
অর্থনৈতিক ভূগোল সাজেশন ডিগ্রি ১ম বর্ষের 2024
(খ) বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নবলি
১. ভূগোল ও অর্থনীতির মধ্যে পার্থক্য নির্ণয় কর?
২. অর্থনৈতিক ভূগোলের গুরুত্ব লেখ।
৩. অর্থনৈতিক কর্মকান্ডের শ্রেণিবিভাগ উদাহরণসহ উল্লেখ কর।
৪. কৃষি পদ্ধতির শ্রেণিবিভাগ উল্লেখ কর।
৫. ধান চাষের ভৌগলিক নিয়ামকসমূহ লেখ।
৬. তৈরি পোষাক শিল্প গড়ে উঠার নিয়ামকসমূহ লেখ।
৭. গম চাষের অনুকূল ভৌগলিক অবস্থাসমূহ লেখ।
৮. বস্ত্র বয়নশিল্পের স্থানীয়করণের কারণসমূহ বর্ণনা কর।
৯. নবায়নযোগ্য সম্পদ ও অনবায়নযোগ্য সম্পদের তুলনা কর।
১০. খনিজ তেলের গুরুত্ব লেখ।
১১. অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বুঝ?
১২. তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবরণ দাও।
১৩. বিমানপথের সুবিধা অসুবিধাগুলো লেখ।
১৪. আন্তর্জাতিক বাণিজ্য সুয়েজ খালের গুরুত্ব আলোচনা কর।
১৫. আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণকারী নিয়ামকসমূহ আলোচনা কর।
১৬. সমুদ্রপথের গুরুত্ব সংক্ষেপে লেখ।
১৭. চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড বলতে কী বুঝায়?
১৮. বাংলাদেশে জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো ব্যাখ্যা কর।
১৯. মোট দেশজ উৎপাদন (GNP) এবং মোট জাতীয় উৎপাদনের (GNP) মধ্যে পার্থক্য নির্দেশ কর।
২০. জাতীয় আয় বলতে কী বুঝ?
ডিগ্রী ১ম বর্ষ ভূগোল ২য় পত্র সাজেশন 2024
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
2024 ডিগ্রী ১ম বর্ষের ভূগোল ২য় পত্র পরীক্ষার সাজেশন, 2024 ডিগ্রী প্রথম বর্ষ ভূগোল ২য় পত্র সাজেশন
(গ) বিভাগ: রচনামূলক প্রশ্নবলি
১. অর্থনৈতিক কর্মকাণ্ড কী? প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবরণ দাও।
২. অর্থনৈতিক ভূগলের সংজ্ঞা দাও এবং এর বিষয়বস্তু আলোচনা কর।
৩. অর্থনৈতিক ভূগলের সাথে অর্থনীতির সম্পকৃ তুলে ধর।
৪. বনভূমির শ্রেণিবিভাগ কর এবং এদের যে কোন একটি বিবরণ দাও।
৫. কৃষির আধুনিকীকরণ বলতে কী বুঝায়? বাংলাদেশের কৃষির আধুনিকীকরণের ক্ষেত্রে সমস্যাসমূহ কী?
৬. বিশ্বের চা অথবা পাট উৎপাদনের ভৌগলিক উপাদানসহ বিশ্ববন্টন আলোচনা কর।
৭. কৃষি পদ্ধতির শ্রেণিবিভাগ কর। স্বয়ংভোগী কৃষি ও বাণিজ্যিক কৃষির বিবরণ দাও।
৮. গম অথবা ইক্ষু এর বিশ্বব্যাপি উৎপাদন ও বন্টন আলোচনা কর।
৯. বাংলাদেশের অর্থনীতিতে বিদুৎ ও জ্বালানি খাতের অবদান আলোচনা কর।
১০. উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক শিল্পের ভূমিকা মূল্যায়ন কর।
১১. লৌহ ও ইস্পাত শিল্প স্থানীয়করণের কারণসমূহ লেখ এবং পৃথিবীর যেকোন একটি উন্নত দেশের লৌহ ও ইস্পাত শিল্পের বর্ণনা দাও।
১২. বিশ্ববাণিজ্য প্রসারে পরিবহনের ভূমিকা আলোচনা কর।
১৩. আন্তর্জতিক বাণিজ্যে প্রভাব বিস্তারকারী নিয়ামকগুলো আলোচনা কর।
১৪. সুয়েজ খাল পরিবহণ পথের বিবরণ দাও এবং আন্তর্জতিক বাণিজ্যে এর গুরুত্ব লেখ।
১৫. উত্তর আটল্যান্টিক সমুদ্রপথের গুরুত্ব লেখ।
১৬. পৃথিবীর প্রধান প্রধান সমুদ্রপথের নাম লেখ। উত্তর আটল্যান্টিক সমুদ্রপথের বিবরণ দাও।
১৭. আন্তর্জতিক বাণিজ্য বলতে কী বুঝ? আন্তর্জতিক বাণিজ্যর গুরুত্ব আলোচনা কর।
১৮. অর্থনৈতিক কার্যাবলি বলতে কী বুঝ? চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলির বর্ণনা দাও।
১৯. বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে প্রধান তিনটি খাতের অবদান মূল্যায়ন কর।
২০. বাংলাদেশে জাতীয় আয় নিরূপণের সমস্যাগুলো আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর ডিগ্রী ১ম বর্ষের ভূগোল ২য় পত্র স্পেশাল সাজেশন 2024, ভূগোল ২য় পত্র চূড়ান্ত সাজেশন,ভূগোল ২য় পত্র চূড়ান্ত সাজেশন 2024
Degree 1st year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: ভূগোল ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন PDF Download 2024, PDF Download ভূগোল ২য় পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন 2024 Geography 2nd paper Suggestion