Honors 2nd Year Climatology Suggestion 2024
Honors 2nd Year Climatology Suggestion, Climatology Suggestion PDF, short suggestion Honors 2nd year Climatology, Climatology suggestion Honors 2nd year, Suggestion Honors 2nd year Climatology
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] জলবায়ুবিদ্যা (Climatology) সুপার সাজেশন Department of : Geography and Environment & Other Department Subject Code: 223203 |
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ২য় বর্ষের জলবায়ুবিদ্যা সাজেশন,জলবায়ুবিদ্যা অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের জলবায়ুবিদ্যা, অনার্স ২য় বর্ষের জলবায়ুবিদ্যা ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন জলবায়ুবিদ্যা সাজেশন,
অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
Climatology Honors 2nd Year Suggestion PDF 2024
ক বিভাগ – অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
জলবায়ুবিজ্ঞান কাকে বলে?
উত্তর : যে বিজ্ঞানে বায়ুর চাপ উচ্চতা তাপমাত্রা বৃষ্টিপাত তথা সঠিক আবহাওয়া ও জলবায়ুগত অবস্থারগুলোর দীর্ঘকালীন গড় অবস্থা অধ্যায়ন করা হয় তাকে জলবায়ুবিজ্ঞান বলে।
Climatology শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : Climatology শব্দটি সর্বপ্রথম হামবোল্ট ব্যবহার করেন।
Climatology শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে এসেছে?
উত্তর : Climatology শব্দটি গ্রিক শব্দ Klima এবং Logos থেকে এসেছে।
জলবায়ুবিজ্ঞান কোন ভূগোলের একটি শাখা?
উত্তর : জলবায়ুবিজ্ঞান প্রাকৃতিক ভূগোলের একটি শাখা।
আঞ্চলিক জলবায়ুবিদ্যা কাকে বলে?
উত্তর : আঞ্চলিক জলবায়ুবিদ্যা হলো স্থানিক বা আঞ্চলিক ভেদে আবহাওয়া ও জলবায়ুর বিশ্লেষণ।
ট্রপ্রোপজ কি?
উত্তর : ট্রপোস্ফিয়ারের উর্ধ্বসিমাকে ট্রপ্রোপজ বলে।
কোন কোন উপাদান বায়ুমণ্ডলের ৯৯% শতাংশ দখল করে আছে?
উত্তর : নাইট্রোজেন ও অক্সিজেন।
ট্রপোস্ফিয়ারের গৌড় গভীরতা কত?
উত্তর : ট্রপোস্ফিয়ারের গড় গভীরতা ১২ কিলোমিটার।
বায়ুমণ্ডলের কোন স্তরের সাহায্যে বেতার যোগাযোগ সম্ভাব হয়?
উত্তর : আয়নোস্ফিয়ারের সাহায্যে।
এরোসল কি?
উত্তর : বায়ুস্থিত ভাসমান ধূলিকণার নামে এরোসল।
সৌর কলঙ্ক কি?
উত্তর : সূর্যপৃষ্টের সর্বনিম্ন তাপমাত্রা বিশিষ্ট স্থানগুলোতে যে দাগ দেখা যায় তাকে সৌর কলঙ্ক বলে।
সমোষ্ণ রেখা কি?
উত্তর : ভূপৃষ্ঠের যেসব স্থানে বছরে একই সময়ে, একই রকম উষ্ণতা অনুভব হয় সেসব স্থানকে এক একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যেসব রেখা তৈরি হয় তাদের সমোষ্ণ বলে।
নিট বিকিরণের সমীকরণটি লেখ?
উত্তর : নিট বিকিরন E=δT4 । এখানে, δ = 5.7 × 10^-8 wm^-2 k^-4 T =5776K.
তাপমাত্রা স্কেলের সূত্রটি লিখ?
উত্তর : তাপমাত্রা স্কেলের সূত্রটি C/5=F-32/9=R/4
সৌর শক্তির পৃথিবীতে আগমন পথের প্রতিবন্ধকতা গুলো কি কি?
উত্তর : বিচ্ছুরণ, বিক্ষিপ্ত প্রতিফলন, প্রতিফলন ও শোষণ।
বায়ুচাপ পরিমাপের একক কি?
উত্তর : বায়ুচাপ পরিমাপের একক মিলিবার।
বায়ুর চাপ পরিমাপক যন্ত্রটির নাম কি?
উত্তর : বায়ুর চাপ পরিমাপক যন্ত্রটির নাম ব্যারোমিটার।
বাণিজ্য বায়ু কি?
উত্তর : প্রাচীনকালে বাণিজ্য করার জন্য যখন পালতোলা জাহাজ চলত তখন তা সম্পূর্ণরূপে আয়ন বায়ুর উপর নির্ভর করত। সে কারণে আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু।
ব্যারোমিটার ও এ্যানিমিমমিটার কি?
উত্তর : বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার এবং বাতাসের দিক ও গতি পরিমাপের জন্য ব্যবহৃত হয় এ্যানিমিমমিটার।
L.T.C এর পূর্ণরূপ কি?
উত্তর : L.T.C এর পূর্ণরূপ হলো Inter Tropical Convergence.
নিরক্ষীয় শান্ত বলয় কি?
উত্তর : নিরক্ষীয় রেখার উভয়দিকে ৫ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুর সমান্তরাল প্রবাহ বাপ পার্শ্বপ্রবাহ প্রায়ই বোঝা যায় না। তাই এখানে বায়ুমণ্ডলের সব সময় শান্তভাবে বজায় থাকে। সেই কারণে অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলায় নামে পরিচিত।
ক্রান্তীয় উচ্চচাপ বলয় দুটির অবস্থান লেখ?
উত্তর : উভয় গোলার্ধে ২৫ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত।
জলকর্ষী কণা কি?
উত্তর : বায়ুতে ভাসমান কিছু সূক্ষ্ম বস্তু থাকে যা আশ্রয় করে জলীয়বাষ্প ঘনীভূত হয়। বস্তুগুলোকে জলিকর্ষী কনা বলা হয়।
লীন শক্তি বলতে কি বুঝ?
উত্তর : যে শক্তি পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় তাকে লীন শক্তি বলে।
আন্তঃক্রান্তীয় অবিস্মরণ অঞ্চল কি?
উত্তর : নিরক্ষীয় শান্ত বলায় দুটি আয়ন বায়ু পরস্পর সম্মুখীন মিলিত হয়ে বলে এই অঞ্চলটিকে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বলা হয়।
বায়ুচাপ বলায় কত ধরনের?
উত্তর : বায়ুর চাপ বলয় ৭ ধরনের।
অশ্ব অক্ষাংশের মান কত?
উত্তর : উভয় গোলার্ধে ২৫ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি অক্ষাংশ।
নিয়ত বায়ু প্রবাহ কত প্রকার? ও কি কি?
উত্তর : নিয়ত বায়ু প্রবাহ তিন প্রকার। যথা: ১/ আয়ন বায়ু, ২/ প্রত্যায়ন বায়ু বা পশ্চিমা বায়ু, ৩/ মেরু বায়ু।
এল-নিনো ও লা-নিনার শক্তি মাত্রা নির্ধারণের জন্য কি ব্যবহৃত হয়?
উত্তর : NINO 3.4 সূচক ব্যবহার করা হয়।
জেট প্রবাহ কি?
উত্তর : জেড প্রবাহ একটি শক্তিশালী সংকীর্ণ বায়ু স্রোত যা ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার দেখা যায়।
পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
উত্তর : রাশিয়ার ভারখয়নষ্ক।
উত্তর গোলার্ধে সবচাইতে দীর্ঘতম দিবস কোনটি?
উত্তর : ২১ জুন।
জাপানের উপকূলে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কে কি বলা হয়?
উত্তর : টাইফুন।
পাঁচটি স্থানীয় বায়ুর নাম লেখ?
উত্তর : ফন, চিনুক, খামসিন পার্বত্য ও উপত্যকা বায়ু, হারমাটন।
অনিয়মিত বায়ু কাকে বলে?
উত্তর : ভূপৃষ্ঠের কোন স্থানে হঠাৎ করে তাপ ও চাপের তারতম্য ঘটলে যে বায়ুপ্রবাহের সৃষ্টি হয় তাকে অনিমিত বায়ু বলে।
আপেক্ষিক আদ্রতা নির্ণয়ের সূত্র কি?
উত্তর : আপেক্ষিক আদ্রতা = নিরপেক্ষ আদ্রতা ÷ পরিপৃক্ত বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ × ১০০।
সমবর্ষণ রেখা কি?
উত্তর : সমান বৃষ্টিপাত বিশিষ্ট স্থান গুলোকে মানচিত্রের যে কাল্পনিক রেখা দ্বারা চিহ্নিত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে।
পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থান কোনটি?
উত্তর : ভারতের মেঘলা রাজ্যের চেরাপুঞ্জি।
জলীয় বাষ্পের পরিমাণ নির্ধারণ বা আদ্রতা নির্ধারণ করার যন্ত্রের নাম কি?
উত্তর : হাইগ্রোমিটার।
ফেরেলের সূত্রটি লেখ?
উত্তর : বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রভাবিত হয়।
বায়ুপুঞ্জের ধারণা প্রথম দেন কারা?
উত্তর : নরওয়ের বিজ্ঞানী V. Bjerknes এবং J. Bjerknes.
ভ্লাদিমির কোপেন কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর : জার্মান জীববিজ্ঞানী ও জলবায়ুবিদ।
বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি?
উত্তর : বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোর জেলা লালপুর।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC & JSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
Honors Climatology Suggestion 2024
খ বিভাগ – সংক্ষিপ্ত প্রশ্ন
- জলবায়ু বিদ্যার সংজ্ঞা দাও?
অথবা, জলবায়ু বিজ্ঞান বলতে কি বুঝ? - জলবায়ু বিদ্যার ও আবহাওয়াবিদ্যার পার্থক্য লিখ।
- আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ।
- বায়ুমণ্ডলের গঠনকারী উপাদান সমূহ সংক্ষেপে আলোচনা কর।
- ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা কর।
- গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউজ প্রতিক্রিয়ার বলতে কি বুঝ?
- বাংলাদেশের উপর গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাব ব্যাখ্যা কর।
- শান্তবলায় ও অশ্ব অক্ষাংশ কি?
- পৃথিবীতে বায়ুর চাপ বলয় গুলো সৃষ্টি হয় কেন? ব্যাখ্যা কর।
- এল-নিনো ও লানি-না কি?
- কোরিওলিস শক্তির বর্ণনা দাও।
- জেট স্ট্রিম কী?
অথবা, জেট বায়ুপ্রবাহ কি? - জেট ক্রিম বা জেট বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য লিখ।
- ক্রান্তীয় বা উষ্ণমন্ডলীয় ও ঘূর্ণিঝড়প্রবন অঞ্চল সমূহ বর্ণনা কর।
- স্থলবায়ু এবং সমুদ্রবায়ু বর্ণনা দাও।
অথবা, স্থলবায়ু সমুদ্রবায়ুর বৈশিষ্ট্য বর্ণনা কর। - পার্বত্য ও উপত্যকা বায়ুর বর্ণনা কর।
- পানিচক্র সংক্ষেপে বর্ণনা কর।
- বর্ষণ ও বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
- পরম আদ্রতা ও আপেক্ষিক আদ্রতার সংজ্ঞা দাও।
- উষ্ণ ও শীতল বায়ু প্রাচীরের পার্থক্য লেখ।
- AF এবং AW জলবায়ুর পার্থক্য লিখ।
- ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্য উল্লেখ কর।
- পৃথিবীর জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝ?
- বিশ্বের জলবায়ু পরিবর্তনের দুটি প্রক্রিয়া বা কারণ আলোচনা কর।
Suggestion Honors 2nd year Climatology 2024
গ বিভাগ – রচনামুলক প্রশ্ন
- জলবায়ু বিদ্যার সংজ্ঞা দাও? জলবায়ু বিদ্যার পরিধি / বিষয়বস্তু / আওতা বর্ণনা কর।
- জলবায়ু বিজ্ঞান বলতে কি বুঝ? জলবায়ু বিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।
- বায়ুমণ্ডলের সংজ্ঞা দাও? বায়ুমণ্ডলের গঠন ও স্তরবিন্যাস বর্ণনা কর।
- বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান গুলোর গুরুত্ব ও প্রভাব বর্ণনা কর।
- ভূপৃষ্ঠের তাপের তারতম্যের কারণ ব্যাখ্যা কর।
অথবা, বায়ুমণ্ডলের তাপমাত্রার নিয়ামক সমূহ বর্ণনা কর। - তাপ উপক্রম কি? তাপ উপক্রমের কারণ সমূহ আলোচনা কর।
- গ্রিন হাউস ইফেক্ট এর ফলাফল বর্ণনা কর।
অথবা, গ্রিন হাউজ প্রতিক্রিয়ার কারণ ও প্রভাব আলোচনা কর। - ভূপৃষ্ঠের বায়ুর চাপ বলয় গুলোর বন্টনমূলক ধরন বর্ণনা করো।
অথবা, পৃথিবীর বায়ুর চাপ বলয় বর্ণনা কর। - বায়ু প্রবাহের সংজ্ঞা দাও? বায়ুপ্রবাহের নিয়ন্ত্রক সমূহ ও শক্তি সমূহ বর্ণনা কর।
- ঘূর্ণিঝড় ও প্রতীপ ঘূর্ণিঝড় বলতে কি বুঝ? ঘূর্ণিঝড় ও প্রতীপ ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য লিখ।
- মৌসুমী বায়ু কি? মৌসুমী বায়ু প্রভাবিত অঞ্চলভিত্তিক বন্টন ও বৈশিষ্ট্য বর্ণনা কর।
- বিভিন্ন প্রকার সাময়িক বায়ু ও স্থানীয় বায়ুর বিবরণ দাও।
- বৃষ্টিপাতের সংজ্ঞা দাও? বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বৈশিষ্ট্যসহ আলোচনা কর।
- মেঘের শ্রেণীবিভাগ সংক্ষেপে লেখ? বিভিন্ন মেঘের গঠনে বৈশিষ্ট্য আলোচনা কর।
- বায়ুপুঞ্জের সংজ্ঞা দাও। বায়ুপুঞ্জের গঠন এবং প্রকারভেদ আলোচনা কর।
- বায়ু প্রাচীরের উদ্ভব প্রক্রিয়া আলোচনা কর এবং বিভিন্ন প্রকার বায়ু প্রাচীর এর সংক্ষিপ্ত বিবরণ দাও।
- বায়ু প্রাচীরের সংজ্ঞা দাও। বায়ু প্রাচীর গঠন ও শ্রেণীবিভাগ আলোচনা করা।
- ভিত্তি উল্লেখপূর্বক কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ কর।
অথবা, শ্রেণীবিভাগে মূলনীতিসহ কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ বর্ণনা কর। - থর্নয়েটের জলবায়ুর শ্রেণীবিভাজন পদ্ধতি ব্যাখ্যা কর।
- জলবায়ু পরিবর্তন কী? পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণ ও ফলাফল সমূহ আলোচনা করো।
- মানবীয় কর্মকাণ্ড সমূহ কিভাবে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে? ব্যাখ্যা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
short suggestion Honors 2nd year Climatology 2024
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের জলবায়ুবিদ্যা পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ জলবায়ুবিদ্যা সাজেশন
Honors 2nd year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: Honors Climatology Suggestion 2024,জলবায়ুবিদ্যা চূড়ান্ত সাজেশন 2024
PDF Download জলবায়ুবিদ্যা অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন, জলবায়ুবিদ্যা অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, জলবায়ুবিদ্যা সাজেশন অনার্স ২য় বর্ষের, অনার্স ২য় বর্ষ জলবায়ুবিদ্যা সাজেশন, জলবায়ুবিদ্যা অনার্স ২য় বর্ষ সাজেশন,