Honors 2nd Year History of the Muslims in India (1526-1858) Suggestion

Honors 2nd Year History of the Muslims in India (1526-1858) Suggestion 2025

Honors 2nd Year History of the Muslims in India (1526-1858) Suggestion, History of the Muslims in India (1526-1858) Suggestion PDF, short suggestion Honors 2nd year History of the Muslims in India (1526-1858), History of the Muslims in India (1526-1858) suggestion Honors 2nd year, Suggestion Honors 2nd year History of the Muslims in India (1526-1858),

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬-১৮৫৮ (History of the Muslims in India (1526-1858)) সুপার সাজেশন
Department of : Islamic History and Culture & Other Department
Subject Code: 221603
2025 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬-১৮৫৮ অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬-১৮৫৮, অনার্স ২য় বর্ষের ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬-১৮৫৮ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬-১৮৫৮ সাজেশন

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2025 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2025

Honors 2nd Year History of the Muslims in India (1526-1858) Suggestion 2025

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় ১৫২৬ সালে।

২. বারব শব্দের অর্থ কী?
উত্তর: বারব শব্দের অর্থ বাঘ।

৩. ভারতবর্ষে সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার করেন কে?
উত্তর: ভারতবর্ষে সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার করেন সম্রাট বাবর।

৪. গুলবদন বেগম কে ছিলেন?
উত্তর: গুলবদন বেগম ছিলেন সম্রাট হুমায়নের বোন।

৫. কবুলিয়াত ও পাট্টা প্রবর্তন করেন কে?
উত্তর: কবুলিয়াত ও পাট্টা প্রবর্তন করেন শেরশাহ।

৬. শেরশাহ কত বছর সিংহাসনে ছিলেন?
উত্তর: শেরশাহ ১৫৪০-১৫৪৫ বছর সিংহাসনে ছিলেন।

৭. ‘দিন ই ইলাহি’ ধর্মমত কতজন গ্রহণ করেছিল?
উত্তর: ‘দিন ই ইলাহি’ ধর্মমত ১৮ জন গ্রহণ করেছিল।

৮. সম্রাট আকবরের ধর্ম নীতির মূলকথা কী ছিল?
উত্তর: সম্রাট আকবরের ধর্ম নীতির মূলকথা হল- ধর্মনিরপেক্ষতা।

৯. কোন মুঘল সম্রাট জিজিয়া কর রোহিত করেন?
উত্তর: সম্রাট আকবর মুঘল সম্রাট জিজিয়া কর রোহিত করেন।

১০. সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে বাংলা বিজয় করেন?
উত্তর: সম্রাট আকবর ১৫৭৬ খ্রিস্টাব্দে বাংলা বিজয় করেন।

১১. ‘আইন ই আকবরি’ গ্রন্থে লেখকের নাম কী?
উত্তর: ‘আইন ই আকবরি’ গ্রন্থে লেখকের নাম আবুল ফজল।

১২. জাহাঙ্গীরের দস্তর উল আমলে কয়টি বিধান ছিল?
উত্তর: জাহাঙ্গীরের দস্তর উল আমলে ১২টি বিধান ছিল।

১৩. ‘তুজুক ই জাহাঙ্গিরি’ কী?
উত্তর: ‘তুজুক ই জাহাঙ্গিরি’ হলো সম্রাট জাহাঙ্গীরি কর্তৃক লিখিত গ্রন্থ।

১৪. ‘তুজুক ই জাহাঙ্গিরি’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘তুজুক ই জাহাঙ্গিরি’ গ্রন্থের লেখক সম্রাট জাহাঙ্গীর।

১৫. সম্রাজ্ঞী মমতাজমহলের প্রকৃত নাম কী?
উত্তর: সম্রাজ্ঞী মমতাজমহলের প্রকৃত নাম আরজুমান্দ বানু।

১৬. ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন?
উত্তর: ময়ূর সিংহাসন শাহজাহান নির্মাণ করেন।

১৭. তাজমহল ও মতি মসজিদ কে নির্মাণ করেন?
উত্তর: তাজমহল ও মতি মসজিদ সম্রাট শাহজাহান নির্মাণ করেন।

১৮. জিন্দাপির কাকে বলা হয়?
উত্তর: জিন্দাপির সম্রাট আওরঙ্গজেবকে বলা হয়।

১৯. শিবাজি কাদের নেতা ছিলেন?
উত্তর: শিবাজি মারাঠাদের নেতা ছিলেন।

২০. ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসে?
উত্তর: ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগীজরা সর্বপ্রথম ভারতে আসে।

২১. কত খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পনি গঠিত হয়?
উত্তর: ১৬০০ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পনি গঠিত হয়।

২২. কলকাতা নগরীর গোড়াপত্তন করেন কে?
উত্তর: কলকাতা নগরীর গোড়াপত্তন করেন জব চার্নক।

২৩. মির কাসিম কে ছিলেন?
উত্তর: মির কাসিম মিরজাফরের জামাতা ছিলেন।

২৪. দ্বৈতশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উত্তর: দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্লাইভ।

২৫. রেগুলেটিং অ্যাক্ট কত খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয়?
উত্তর: রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয়।

২৬. কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হলেন ব্রিটিশ গভর্নর ওয়ারেশ হেস্টিংস।

২৭. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন।

২৮. সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।

২৯. ঝাঁসির রানির প্রকৃত নাম কী?
উত্তর: ঝাঁসির রানির প্রকৃত নাম লক্ষèীবাঈ।

৩০. লালবাগ কেল্লা কে নির্মাণ করেন?
উত্তর: লালবাগ কেল্লা মুঘল সুবাদার শায়েস্তা খান নির্মাণ করেন।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

Honors History of the Muslims in India (1526-1858) Suggestion 2025

খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. সম্রাট বাবর এর বাল্যজীবন সম্পর্কে ধারণা দাও।
২. ‘তুজুক ই বাবরি’ গ্রন্থ সম্পর্কে সংক্ষেপে লেখ।
৩. পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা কর।
৪. সম্রাট হুমায়ুন শেরশাহের বিরুদ্ধে ব্যর্থ হন কেন?

৫. কবুলিয়াত ও পাট্টা বলতে কী বোঝ?
৬. মনসবদারি ব্যবস্থা কী?
৭. আবুল ফজলের পরিচয় দাও।
৮. সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব উল্লেখ কর।

৯. ময়ূর সিংহাসনের উপর একটি টীকা লেখ।
১০. আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ব্যর্থতার কারণগুলি উল্লেখ কর।
১১. শিবাজীর পরিচয় দাও।
১২. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম সম্পর্কে বর্ণনা দাও

১৩. পলাশীর যুদ্ধে নবাবের ব্যর্থতার কারণসমূহ চিহ্নিত কর।
১৪. অন্ধকূপ হত্যা সম্পর্কে আলোচনা কর।
১৫. লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থা কী?
১৬. ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সমূহ চিহ্নিত কর।

১৭. ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
১৮. সূর্যাস্ত আইন কি?
১৯. মুঘলদের সংগীতচর্চা সম্পর্কে যা জানো লেখ।
২০. সংক্ষেপে তাজমহল এর উপর একটি টীকা লেখ।

Suggestion Honors 2nd year History of the Muslims in India (1526-1858) 2025

গ বিভাগ: রচনামূলক প্রশ্নবলি

১. মুঘলের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব মূল্যায়ন কর।
২. শেরশাহের শাসন সংস্কারসমূহ পরীক্ষা কর।
৩. আকবরের বাংলা বিজয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৪. সম্রাট আকবরের মনসবদারি প্রথার বিস্তারিত বর্ণনা দাও

৫. সম্রাট আকবরের ধর্মনীতি বিশ্লেষণ কর।
৬. সম্রাট আকবরের রাজপুত নীতি ব্যাখ্যা কর।
৭. সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকাল এর বর্ণনা দাও।
৮. সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব আলোচনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৯. মুঘল সংস্কৃতির উৎকর্ষতার ক্ষেত্রে সম্রাট জাহাঙ্গীরের অবদান মূল্যায়ন কর।
১০. সম্রাট শাহজাহানের রাজত্বকাল মুঘল বংশের স্বর্ণযুগ বলা হয় কেন?
১১. মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা কর।
১২. সপ্তদশ শতাব্দীতে বাংলায় ইউরোপীয় বণিকদের কর্মতৎপরতা বিশ্লেষণ কর।

১৩. ভারতবর্ষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্রমবিকাশ আলোচনা কর।
১৪. পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমি ও ফলাফল বর্ণনা কর।
১৫. পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।

১৬. চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল লেখ।
১৭. লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের কল্যাণমূলক সংস্কারগুলো আলোচনা কর।
১৮. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের কারণ, ঘটনা ও ফলাফল আলোচনা কর।

short suggestion Honors 2nd year History of the Muslims in India (1526-1858) 2025

2025 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ২য় বর্ষের ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬-১৮৫৮ পরীক্ষার সাজেশন, 2025 অনার্স দ্বিতীয় বর্ষ ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬-১৮৫৮ সাজেশন,

Honors 2nd year Common Suggestion 2025

আজকের সাজেশান্স: Honors History of the Muslims in India (1526-1858) Suggestion 2025,ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬-১৮৫৮ চূড়ান্ত সাজেশন 2025

Leave a Comment