Honors 2nd Year Oriental Political Thought Suggestion

Honors 2nd Year Oriental Political Thought Suggestion 2024

Honors 2nd Year Oriental Political Thought Suggestion,Oriental Political Thought Suggestion PDF,Honors Oriental Political Thought Suggestion,Oriental Political Thought Honors 2nd Year Exam Suggestion PDF

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
প্রাচ্যের রাজনৈতিক চিন্তাধারা (Oriental Political Thought) সুপার সাজেশন
Department of : Political Science & Other Department
Subject Code: 221907
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

প্রাচ্যের রাজনৈতিক চিন্তাধারা অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের প্রাচ্যের রাজনৈতিক চিন্তাধারা, অনার্স ২য় বর্ষের প্রাচ্যের রাজনৈতিক চিন্তাধারা ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন প্রাচ্যের রাজনৈতিক চিন্তাধারা সাজেশন

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

Honors Oriental Political Thought Suggestion 2024

প্রশ্ন: প্রাচ্যের রাষ্ট্রচিন্তা কি?

উত্তর : প্রাচ্যের বিভিন্ন মনীসীগণ রাষ্ট্র সম্পর্কে যে সকল মতামত প্রধান করেছেন তাই প্রাচ্যের রাষ্ট্রচিন্তা।

প্রশ্ন: প্রাচীন যুগের ব্যাপ্তিকাল কত? রাষ্ট্রবিজ্ঞান অনার্স ২য় বর্ষের সাজেশন

উত্তর : খ্রিস্টপূর্ব ৪৬৯ হতে ২৬ অব্দ পর্যন্ত । 

প্রশ্ন: প্রাচ্যর রাষ্ট্রচিন্তার প্রধান তাৎপর্য কি?

উত্তর : ধর্মীয় প্রাধান্য ও রাজতন্ত্রের জয়জয়কার।

প্রশ্ন: রাষ্ট্রচিন্তার জন্ম কোথায়?

উত্তর : প্রাচীন গ্রিসে, তবে ভারতবর্ষেও রাষ্ট্রচিন্তার উদ্ভব হয়েছিল বলে জানা যায়।

প্রশ্ন: প্রাচ্যের রাষ্ট্রচিন্তার লক্ষ্য কি? 

উত্তর : ইসলামী ধর্মতত্ত্বের সাথে গ্রীক দর্শনের সমন্বয় সাধন ।

প্রশ্ন: রাষ্ট্রচিন্তার ৩ জন প্রাচীন দার্শনিকের নাম লিখ। অথবা, প্রাচীন যুগের দুইজন রাষ্ট্রচিন্তাবিদের নাম লিখ ।

উত্তর : সক্রেটিস, প্লেটো ও এরিস্টটল।

প্রশ্ন: রাষ্ট্রচিন্তার ইতিহাস কয় যুগে বিভক্ত ও কি কি? অথবা, রাষ্ট্রচিন্তার যুগগুলো কী কী?

উত্তর : চার যুগে বিভক্ত। যথা- প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ও উত্তর আধুনিক যুগ।

প্রশ্ন: প্রাচ্যের রাষ্ট্রচিন্তার ৩টি বৈশিষ্ট্য লিখ ।

উত্তর : ১. রাষ্ট্রচিন্তায় ধর্মীয় প্রভাব, ২. রাষ্ট্রচিন্তায় রক্ষণশীলতার ব্যাপক প্রভাব ও ৩. রাজতান্ত্রিক শাসন ও ব্যবস্থার প্রাধান্য। 

প্রশ্ন: পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার দার্শনিকগণের নাম লিখ। 

উত্তর : প্লেটো, এরিস্টটল, সেন্ট অগাস্টিন, সেন্ট টমাস একুইনাস, নিকোলো, ম্যাকিয়াভেলি, জন লক, জ্যা জ্যাক ও রুশো। 

প্রশ্ন: সিসেরো ও সেনেকা কোন যুগের দার্শনিক ছিলেন? 

উত্তর : সিসেরো ও সেনেকা প্রাচীন যুগের দার্শনিক।

প্রশ্ন: ডেমী কি? রাষ্ট্রবিজ্ঞান অনার্স ২য় বর্ষের সাজেশন

উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসনের জন্য এথেন্সে গ্রামপর্যায়ে প্রতিষ্ঠিত ব্যবস্থাকে ডেমী বলা হয় ।

প্রশ্ন: গ্রিসের কয়েকটি নগররাষ্ট্রের নাম লিখ। অথবা, প্রাচীন গ্রিসের দু’টি নগর রাষ্ট্রের নাম লিখ। 

উত্তর : এথেন্স, স্পার্টা, থেবেস, মেগেরা ও মিলেটাস।

প্রশ্ন: কে সর্বপ্রথম রাজনীতিকে ‘Politics’ বলে অভিহিত করেন?

উত্তর : এরিস্টটল।

প্রশ্ন: সক্রেটিসের জন্ম ও মৃত্যু সাল কত ?

উত্তর : জন্ম ৪৭০ খ্রিস্টপূর্ব অব্দে এবং মৃত্যু খ্রিস্টপূর্ব ৩৯৯ অব্দে।

প্রশ্ন: “সদগুণই জ্ঞান” তত্ত্বটি কার? অথবা, Virtue is Knowledge—উক্তিটি কার? 

উত্তর : সক্রেটিস-এর।

প্রশ্ন: আধুনিক যুগের কয়েকজন দার্শনিকের নাম লিখ 

উত্তর : নিকোলো ম্যাকিয়াভেলি, টমাস হবস, জন লক, মন্টেস্কু, রুশো প্রমুখ।

প্রশ্ন: রাষ্ট্র কি? রাষ্ট্রবিজ্ঞান অনার্স ২য় বর্ষের সাজেশন

উত্তর : রাষ্ট্র হলো- নির্দিষ্ট ভূ-খণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব যা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত একটি আবশ্যিক সংগঠন এবং যার চারটি উপাদান রয়েছে।

প্রশ্ন: ‘রাষ্ট্র’ শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?

উত্তর : নিকোলো ম্যাকিয়াভেলি।

প্রশ্ন: রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? 

উত্তর : রাজনৈতিক প্রতিষ্ঠান

প্রশ্ন: রাষ্ট্র পরিচালনার মূল সনদ কী? 

উত্তর : সংবিধান।

প্রশ্ন: রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে?

উত্তর : রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন- আধ্যাপক গার্নার। 

প্রশ্ন: Aristotle কতটি দেশের সংবিধান পর্যালোচনা করে সরকারের শ্রেণিবিভাগ করেছেন?

উত্তর : ১৫৮ টি দেশের।

প্রশ্ন: সামাজিক সংগঠনের সর্বোচ্চ স্তর কী? 

উত্তর : রাষ্ট্র। 

প্রশ্ন: বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানীগণ ‘রাষ্ট্র’ শব্দের পরিবর্তে কোন শব্দটি ব্যবহার করেন?

উত্তর : রাজনৈতিক ব্যবস্থা (Political System ) ।

প্রশ্ন: রাষ্ট্রের মৌলিক উপাদান কোনটি?

উত্তর : নির্দিষ্ট ভূ-খণ্ড। 

প্রশ্ন: রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? অথবা, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

উত্তর : সার্বভৌমত্ব।

প্রশ্ন: রাষ্ট্রের উপাদান কয়টি? অথবা, রাষ্ট্র গঠনের উপাদান কয়টি?

উত্তর : ৪টি।“

প্রশ্ন: রাষ্ট্র একটি ক্ষতিকর অথচ প্রয়োজনীয় প্রতিষ্ঠান”। — এটি কাদের উক্তি? 

উত্তর : ব্যক্তিস্বাতন্ত্র্যবাদীদের।

প্রশ্ন: Who is the father of Modern Democracy? অথবা, আধুনিক গণতন্ত্রের জনক কে? 

উত্তর : জন লক (John Lock).

প্রশ্ন: প্রাচীন গ্রিসে রাষ্ট্র বলতে কোন ধরনের প্রতিষ্ঠানকে বুঝানো হত?

উত্তর : নগর রাষ্ট্র (City-state) । রাষ্ট্রবিজ্ঞান অনার্স ২য় বর্ষের সাজেশন

প্রশ্ন: কল্যাণরাষ্ট্র কাকে বলে? অথবা, কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে?

উত্তর : যে রাষ্ট্র ব্যক্তি ও সমাজের সর্বাঙ্গীণ উন্নয়ন ও কল্যাণের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে।

প্রশ্ন: আধুনিক রাষ্ট্র কি ধরনের রাষ্ট্র?

উত্তর : কল্যাণমূলক রাষ্ট্র।

প্রশ্ন: কল্যাণমূলক রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর : কল্যাণমূলক রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য হলো- ১. জনকল্যাণ সাধন ও ২. ব্যক্তি স্বাধীনতা রক্ষা। 

প্রশ্ন: কাকে ‘রাষ্ট্রের মস্তিষ্ক’ বলা হয়? অথবা, ‘রাষ্ট্রের প্রাণ’ বলা হয় কাকে?

উত্তর : সরকারকে।

প্রশ্ন: সরকারের বিভাগ তিনটি কি কি? 

উত্তর : আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।

প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নাম কি?

উত্তর : সিনেট ও প্রতিনিধিসভা।

প্রশ্ন: টমাস হবসের বিখ্যাত গ্রন্থটির নাম কি?

উত্তর : লেভিয়াথান।

প্রশ্ন: ‘The City of God’ গ্রন্থটি কার?

উত্তর : ‘The ‘City of God’ গ্রন্থটির রচয়িতা সেন্ট অগাস্টিন।

প্রশ্ন: সার্বভৌমত্ব বলতে কি বুঝ?

উত্তর : রাষ্ট্রের চরম, অবাধ ও নিরঙ্কুশ ক্ষমতাকে সার্বভৌমত্ব বলে।

প্রশ্ন: ‘Sovereignty’ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?

উত্তর : ল্যাটিন শব্দ Superanus থেকে।

প্রশ্ন: সার্বভৌমত্বের প্রবক্তা কে? 

উত্তর : জ্যাঁ বোঁদা। 

প্রশ্ন: “সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা।”-এটি কার উক্তি?

উত্তর : অধ্যাপক উইলোবির। 

প্রশ্ন: রাষ্ট্রের কোন ক্ষমতাকে সহজে হস্তান্তর করা যায় না?

উত্তর : সার্বভৌমত্বকে ।

প্রশ্ন: “Sovereignty is the supreme will of the state.” উক্তিটি কার?

উত্তর : অধ্যাপক ডবিউ. এফ. উইলোবির । 

প্রশ্ন: সার্বভৌমত্বের মতবাদকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? অথবা, সার্বভৌমত্বের কয়টি দিক এবং কি কি? 

উত্তর : ২টি। যথা- বহুত্ববাদী ও একাত্মবাদী মতবাদ।

প্রশ্ন: সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে?

উত্তর : অধ্যাপক লাস্কি (Laski)। 

প্রশ্ন: সার্বভৌমত্বের বহুত্ববাদের সমর্থক দুইজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লিখ

উত্তর : অধ্যাপক লাস্কি ও বার্কার।

প্রশ্ন: একত্মবাদের মূলকথা কী? 

উত্তর : সার্বভৌমত্ব চরম, অবাধ, অসীম, এক ও অবিভাজ্য।

প্রশ্ন: Lectures on Jurisprudence’ কার রচিত গ্রন্থ?

উত্তর : জন অস্টিনের।

প্রশ্ন: কাকে একাত্মবাদী সার্বভৌমত্বের জনক বলা হয়? অথবা, আইনগত সার্বভৌমত্বের প্রবক্তা কে? অথবা, সার্বভৌমত্বের একাত্মবাদী মতবাদের প্রবক্তা কে

উত্তর : জন অস্টিন।

প্রশ্ন: কোন ধরনের শাসন ব্যবস্থার ‘আইনের চোখে সকলেই সমান’?

উত্তর : সংসদীয় সরকার বা মন্ত্রীপরিষদ শাসিত ব্যবস্থায় আইনের চোখে সকলেই সমান। 

প্রশ্ন: ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়েছে?

উত্তর : ফরাসি বিপব ১৭৮৯ সালে সংগঠিত হয়েছে।

প্রশ্ন: আইনের সংজ্ঞা দাও

উত্তর : আইন হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এমন কতকগুলো নিয়ম-কানুন বা বিধি-বিধান যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং যা ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। 

প্রশ্ন: ‘আইন’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তর : ফার্সি ভাষা থেকে এসেছে।

প্রশ্ন: জাতীয় রাষ্ট্রের মূল প্রবক্তা কে?

উত্তর : ইতালীয় রাষ্ট্র দার্শনিক-নিকোলো ম্যাকিয়াভেলি।

প্রশ্ন: আন্তর্জাতিকতাবাদ কি?

উত্তর : যে চেতনা জাতীয়তাবাদের ঊর্ধ্বে বিশ্বের সকল জাতিকে ঐক্যবদ্ধ করে।

প্রশ্ন: আন্তর্জাতিকতাবাদের মূলকথা কি? 

উত্তর : মানবজাতির ঐক্য ও বিশ্বভ্রাতৃত্ব।

প্রশ্ন: আক্ষরিক অর্থে সামাজিক ন্যায়বিচার কী? 

উত্তর : নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতা।

প্রশ্ন: সামাজিক ন্যায়বিচারের মূল উদ্দেশ্য কী?

উত্তর : সমাজের মানুষের উপর মানুষের শোষণের অবসান ঘটানো

প্রশ্ন: ন্যায্যতা কী?

উত্তর : প্রত্যেককে তার পাওনা বুঝিয়ে দেয়াকে বুঝায়।

প্রশ্ন: সালিশ কী? 

উত্তর : গ্রামের মুরুব্বী, সমাঙ্গের ক্ষমতাশালী ব্যক্তিবর্গ এবং বিবাদমান পক্ষসমূহ এক স্থানে মিলিত হয়ে যে বিবাদ নিষ্পত্তির ব্যবস্থা আয়োজন করা হয় তাই সালিশ।

প্রশ্ন: আদল শব্দের আভিধানিক অর্থ কী?

উত্তর : ভারসাম্য রক্ষা করা, ন্যায়বিচার করা, ইনসাফ করা ইত্যাদি।

প্রশ্ন: মানবাধিকার কী?

উত্তর : সকল মানুষের সমান অধিকারের ভিত্তিতে সামাজিক সুযোগ-সুবিধা ভোগের অধিকার নিশ্চিত করা। 

প্রশ্ন: খারাজ কি?

উত্তর : অমুসলিমদের উপর আরপিত কর।

প্রশ্ন: রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান?

উত্তর : রাষ্ট্র একটি বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান। 

প্রশ্ন: “আমিই রাষ্ট্র” -এটি কার উক্তি

উত্তর : ফ্রান্সের চতুর্দশ লুই। 

প্রশ্ন: ইসলাম অর্থ কি?

উত্তর : ইসলাম শব্দের অর্থ শান্তি ।

প্রশ্ন: ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য কী?

উত্তর : মহান আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষ সকল নাগরিকদের সার্বিক সুযোগ সুবিধা ও নিরাপত্তা বিধান করা ইসলামি রাষ্টের উদ্দেশ্য।

প্রশ্ন: ইসলামী রাষ্ট্রব্যবস্থায় সার্বভৌম ক্ষমতার মালিক কে? অথবা, ইসলামী রাষ্ট্রে কার সার্বভোমত্ব স্বীকৃত?

উত্তর : মহান আল্লাহ তায়ালা

প্রশ্ন: দ্বীন-ই ইলাহীর প্রধান ধর্মগুরু কে ছিলেন?

উত্তর : সম্রাট আকবর। 

প্রশ্ন: মজলিসে শূরা কী?

উত্তর : রাষ্ট্রের আমীর বা রাষ্ট্রপ্রধানকে পরামর্শদান ও রাষ্ট্রীয় কাজকর্মে সহযোগিতা করার জন্য কতিপয় বিচক্ষণ লোকের সমন্বয়ে গঠিত হয় মজলিসে শূরা।

প্রশ্ন: কৌটিল্য কৌটিল্যে কে ছিলেন?

উত্তর : ভারতবর্ষের প্রথম সম্রাট মৌর্য বংশীয় চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য। 

প্রশ্ন: কৌটিল্য তক্ষশীলায় জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে?

উত্তর : ৩২৪ খ্রিস্টাব্দে। 

প্রশ্ন: কৌটিল্যের বিখ্যাত গ্রন্থের নাম কি? অথবা, কৌটিল্যের অমর সৃষ্টি কি?

উত্তর : অর্থশাস্ত্র।

প্রশ্ন: কৌটিল্যের অর্থশাস্ত্রে কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করেছেন?

উত্তর : সমাজ, রাষ্ট্র, ধর্ম ও দর্শন সম্পর্কে।

প্রশ্ন: কৌটিল্যের মতে ‘ত্রিবর্গ’ কী?

উত্তর : কৌটিল্যের মতে ‘ত্রিবর্গ’ হলো- ১. ধর্ম (গুণ),  ২. অর্থ (ধন) ও ৩. কাম (ভাগ)।

প্রশ্ন: কৌটিল্যের অর্থশাস্ত্র প্রথম সংস্করণ করা হয় কত সালে? 

উত্তর : ১৯০৯ সালে।

প্রশ্ন: তৎকালীন ভারতের সংবিধান কোনটিকে বলা হতো?

উত্তর : কৌটিল্যের অর্থশাস্ত্রকে।

প্রশ্ন: প্রাচীন ভারতের প্রথম রাষ্ট্রবিজ্ঞানী কি?

উত্তর: কৌটিল্য।

প্রশ্ন: কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়?

উত্তর : কৌটিল্যকে।

প্রশ্ন: প্রাচীন ভারতের নব জাগরণের প্রতীক কে?

উত্তর: কৌটিল্য

প্রশ্ন: অরি রাজা কি?

উত্তর : বিজিগীষু রাজ্যের সাথে যে রাজ্যের অবস্থান তাকে বলা হয় অরি রাজা।

প্রশ্ন: কৌটিল্যের অন্য নাম কি? 

উত্তর : চানক্য বা বিষ্ণুগুপ্ত

প্রশ্ন: কৌটিল্য কোন সম্রাটের পরামর্শদাতা ছিলেন? 

উত্তর : মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের।

প্রশ্ন: কৌটিল্যের মতে রাষ্ট্রের উপাদান কয়টি? 

উত্তর : ৭টি।

প্রশ্ন: কৌটিল্য কত খ্রিস্টাব্দে মারা যান? 

উত্তর : ২৪৮ খ্রিস্টপূর্বে।

প্রশ্ন: আবুল ফজল কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর : আবুল ফজল ১৫৫১ খ্রিস্টাব্দের ১৪ জানুয়ারি ভারতের আগ্রায় জন্মগ্রহণ করেন।

প্রশ্ন: আবুল ফজলের প্রকৃত নাম কী ?

উত্তর : শেখ আবুল ফজল আল্লামী। 

প্রশ্ন: কাকে আকবরের হেরোডোটাস বলে অভিহিত করা হয়?

উত্তর : আবুল ফজলকে আকবরের হেরোডোটাস বলা হয়। 

প্রশ্ন: আকবর নামা দ্বিতীয় খন্ডের ইংরেজি অনুবাদ করেন কে?

উত্তর : কর্নেল জেরেট।

প্রশ্ন: বিখ্যাত ইতিহাস গ্রন্থ ‘আকবর নামা’ গ্রন্থের রচয়িতা কে? 

উত্তর : বিখ্যাত ইতিহাস গ্রন্থ ‘আকবর নামা’ গ্রন্থের রচয়িতা আবুল ফজল।

প্রশ্ন: আবুল ফজল কার সভাকবি ছিলেন?

উত্তর : আবুল ফজল সম্রাট আকবরের সভাকবি ছিলেন।

প্রশ্ন: আইন-ই-আকবরী গ্রন্থের লেখক কে?  অথবা, আকবরনামা ও আইন-ই-আকবরী গ্রন্থদ্বয়-এর রচয়িতা কে?

উত্তর : ঐতিহাসিক আবুল ফাল 

প্রশ্ন: ‘আকবর নামা’ কোন ভাষায় লিখিত?

উত্তর : ‘আকবর নামা’ ফার্সি ভাষায় লিখিত।

প্রশ্ন: আবুল ফজল রচিত দ্বিতীয় গ্রন্থের নাম কি?

উত্তর : আবুল ফজল রচিত দ্বিতীয় বিখ্যাত গ্রন্থের নাম ‘আইন-আকবরী’।

প্রশ্ন: অসমাপ্ত আকবর নামা কে সমাপ্ত করেন? 

উত্তর : ঐতিহাসিক মুহিব আলী খান অসমাপ্ত আকবর নামা সমাপ্ত করেন।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

Honors 2nd Year Oriental Political Thought Suggestion 2024

খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. ইসলামি রাষ্ট্রের সংজ্ঞা দাও।

২. ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূ কী?

৩. ইসলামি রাষ্ট্রের সার্বভৌমত্ব আলোচনা কর।

৪. সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে ইসলামের শিক্ষা আলোচনা কর।

৫. পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা ও প্রাচ্যের রাষ্ট্রচিন্তার মধ্যে পাথর্ক্য সংক্ষেপে আলোচনা কর।

৬. কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ সম্পর্কে লেখ।

৭. কৌটিল্যের মতানুসারে ‘ত্রিবর্গ’ কী?

৮. কনফুসিয়ানিজম কী?

৯. কনফুসিয়াসের রাষ্ট্রদর্শন সংক্ষেপে আলোচনা কর।

১০. তাওবাদী নীতি অনুযায়ী পঞ্চশীলাসমূহ কী?

১১. আল-ফারাবীকে দ্বিতীয় শিক্ষক বলা হয় কেন?

১২. রাজনীতি সম্পর্কে আল-ফারাবীর মত কী?

১৩. ইবনে রুশদের রাষ্ট্রদর্শনের বর্ণনা দাও।

১৪. রাষ্ট্রের উত্থান-পতন সম্পর্কে ইবনে খালদুনের ধারণা ব্যাখ্যা কর।

১৫. ইমাম গাজ্জালীর মতানুসারে শাসকের দৈনন্দিন জীবন সম্পর্কে আলোচনা কর।

১৬. মহাত্মা গান্ধীর অহিংস ও অসহযোগ রাজনীতি সম্পর্কে কী জান?

১৭. সমাজতন্ত্র সম্পর্কে মাওলানা ভাসানীর মতামত ব্যাখ্যা কর।

১৮. মাওলানা ভাসানীকে কেন মজলুম জননেতা বলা হয়?

১৯. ১৯৬৬ সালের ৬ দফা লেখ।

২০. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্পর্কে সংক্ষেপে লেখ।

Oriental Political Thought Honors 2nd Year Suggestion PDF 2024,

গ বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. ইসলামী রাষ্ট্রের বুনিয়াদি নীতিমালা আলোচনা কর।

২. পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা ও প্রাচ্যের রাষ্ট্রচিন্তার মধ্যে পার্থক্য আলোচনা কর।

৩. আবুল ফজলেরর রাজনৈতিক চিন্তাধারা আলোচনা কর।

৪. সামাজিক সুবিচার প্রসঙ্গে ইসলামের ধারণা ব্যাখ্যা কর।

৫. ‘মধ্যযুগ ছিল মূলত অরাজনৈতিক’ – উক্তিটি ব্যাখ্যা কর।

৬. কৌটিল্যের রাষ্ট্রদর্শন আলোচনা কর।

৭. কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে আলোচনা কর।

৮. তাওবাদ কী? তাওবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৯. তাওবাদ ও কনফুসিয়ানিজম এর মধ্যে তুলনামূলক আলোচনা কর।

১০. আল-ফারাবীকে দ্বিতীয় শিক্ষক বলার কারণ কী? বিশ্লেষণ কর।

১১. ইবনে খালদুনের ‘আসাবিয়া’ বা গোষ্ঠীর সংহতি তত্ত্বটি ব্যাখ্যা কর।

১২. রাষ্ট্রচিন্তায় ইমাম গাজ্জালীল অবদান আলোচনা কর।

১৩. নয়া মানবতাবাদের মূল সূত্রসমূহ কী কী? কার্ল মার্কসের মতবাদ ও এমএন রায়ের ‘র‌্যাডিকাল হিউম্যানিজম’ এর ওপর একটি তুলনামূলক আলোচনা পেশ কর।

১৪. মহাত্মা গান্ধীর অহিংস ও অসহযোগ আন্দোলন সম্পর্কে লেখ।

১৫. ইমাম গাজ্জালীর মতে একজন যোগ্য শাসকের গুণাবলী আলোচনা কর।

১৬. ভারতে কমিউনিস্ট মতবাদ বিস্তারে মুজাফফর আহমদের অবদান লেখ।

১৭. মাওলানা ভাসানীর রাজনৈতিক চিন্তাধারা আলোচনা কর।

১৮. বঙ্গবন্ধু শেখ বুজিবুর রহমানের রাজনৈতিক চিন্তাধারা বিশ্লেষণ কর।

১৯. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর অবদান মূল্যায়ন কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

খ বিভাগ

১ঃ পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা ও প্রাচ্যের রাষ্ট্রচিন্তার মধ্যে পার্থক্য আলোচনা কর?

২ঃ ইসলামি রাষ্ট্র কি?

৩ঃ ইসলামি রাষ্ট্রের সার্বভৌমত্ব আলোচনা কর?

৪ঃ সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে ইসলামের শিক্ষা আলোচনা কর?

৫ঃ কৌটিলের অর্থশাস্ত্র কি?

৬ঃ কনফুসিয়ানিজম কি?

৭ঃ তাওবাদের নীতি অনুযায়ী পঞ্চশীলাসমুহ কি?

৮ঃ চীনা দার্শনিক কনফুসিয়াস এর বিভিন্ন দর্শন আলোচনা কর?

৯ঃ তাওবাদ ও কনফুসিয়াস এর মধ্যে পার্থক্য লিখ?

১০ঃ রাজনীতি সম্পর্কে আল ফারাবির মত কি?

১১ঃ আসাবিয়া কি?

১২ঃ ইমাম গাজ্জালীর মতানুসারে শাসকের দৈনন্দিন জীবন সম্পর্কে আলোচনা কর?

১৩ঃ সমাজতন্ত্র সম্পর্কে মওলানা ভাসানীর মতামত আলোচনা কর?

১৪ঃ ৬ দফা কে বাঙালি জাতীর মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয় কেন?

১৫ঃ ঐতিহাসিক ৭ ই মার্চ ভাষনের বিষয় সংক্ষেপে আলোচনা কর?

Oriental Political Thought Suggestion PDF 2024

গ বিভাগ

১ঃ মহাত্মা গান্ধীর অহিংস ও অসহযোগ আন্দোলন সম্পর্কে লিখ?

২ঃ কার্ল মার্ক্স এর মতবাদ ও এম এন রায়ের রেডিক্যাল হিউম্যানিজমের উপর একট তুলনামূলক আলোচনা পেশ কর?

৩ঃ মাওলানা ভানানীকে রাজনৈতিক জননেতা বলা হয় কেন?

৪ঃ ছয় দফা কি?ছয় দফা কর্মসূচির গুরুত্ব আলোচনা কর?

৫ঃ বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বের ভূমিকা আলোচনা কর?.

৬ঃ মুসলিম দর্শনে ইবনে রুশদের গুরুত্ব আলোচনা কর?

৭ঃ রাষ্ট্রের উত্থান পতন সম্পর্কে ইবনে খালদুন এর দর্শন সমুহ আলোচনা কর?

৮ঃ ইমাম আল গাজ্জালী মতে একজন যোগ্য শাসকের গুনাবলি আলোচনা কর?

৯ঃ রাষ্ট্র চিন্তায় ইমাম গাজ্জালী অবদান আলোচনা কর?

১০ঃ প্রাচ্যের রাষ্ট্র চিন্তার বিষয়বস্তু ও পরিধি আলোচনা কর?

১১ঃ ইসলামি বুনিয়াদি নীতিমালা আলোচনা কর?

১২ঃ কৌশলের রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা কর?

১৩ঃ আবুল ফজলের রাজনৈতিক চিন্তাধারা আলোচনা কর

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের প্রাচ্যের রাজনৈতিক চিন্তাধারা পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ প্রাচ্যের রাজনৈতিক চিন্তাধারা সাজেশন

Honors 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: Honors Oriental Political Thought Suggestion 2024,প্রাচ্যের রাজনৈতিক চিন্তাধারা চূড়ান্ত সাজেশন 2024

Leave a Comment