Honors 3rd Year Bangla Prose 1 Suggestion 2024
Honors 3rd Year Bangla Prose 1 Suggestion, Bangla Prose 1 Suggestion PDF, short suggestion Honors 3rd year Bangla Prose 1, Bangla Prose 1 suggestion Honors 3rd year, Suggestion Honors 3rd year Bangla Prose 1
অনার্স ৩য় বর্ষের বাংলা প্রবন্ধ ১ সাজেশন,বাংলা প্রবন্ধ ১ অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের বাংলা প্রবন্ধ ১, অনার্স ৩য় বর্ষের বাংলা প্রবন্ধ ১ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন বাংলা প্রবন্ধ ১ সাজেশন
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] বাংলা প্রবন্ধ ১ (Bangla Prose 1) সুপার সাজেশন Department of : Bangla & Other Department Subject Code: 231011 |
2024 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
Bangla Prose 1 Suggestion PDF 2024
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর: বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন।
২. ‘বাবু’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘বাবু’ প্রবন্ধটি ‘লোকরহস্য’ গ্রন্থের অন্তর্গত।
৩. বিচিত্র রথে গমন করেন কে?
উত্তর: বিচিত্র রথে গমন করেন বাবু।
৪. ‘গর্দভ’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘গর্দভ’ প্রবন্ধটি লোকরহস্য গ্রন্থের অন্তর্গত।
৫. ‘গীতিকাব্য’ প্রবন্ধ বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘গীতিকাব্য’ প্রবন্ধ বঙ্কিমচন্দ্রের ‘বিবিধ’ প্রবন্ধ প্রথম খণ্ডের অন্তর্গত।
৬. ‘বিদ্যাপতি’ ও ‘জয়দেব’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘বিদ্যাপতি’ ও ‘জয়দেব’ প্রবন্ধটি প্রথম খণ্ড গ্রন্থের অন্তর্গত।
৭. অনুমিতি জ্ঞান কি?
উত্তর: পূর্বের অভিজ্ঞতার আলোকে বর্তমানে অনুমান নিশ্চিত করাই অনুমিতি জ্ঞান।
৮. বঙ্কিমচন্দ্রের মতে মানুষের কয় ধরনের বৃত্তি রয়েছে?
উত্তর: বঙ্কিমচন্দ্রের মতে মানুষের দুই ধরনের বৃত্তি রয়েছে। যথা: কার্যকবৃত্তি ও জ্ঞানবৃত্তি।
৯. ‘কেকাধ্বনি’ প্রবন্ধে কোন ঋতুর কথা বলা হয়েছে?
উত্তর: ‘কেকাধ্বনি’ প্রবন্ধে মূলত বর্ষা ঋতুর কথা উল্লেখ আছে।
১০. কেকাধ্বনি; শব্দের অর্থ কি?
উত্তর: ‘কেকাধ্বনি’ শব্দের অর্থ ময়ূরের ডাক।
১১. নিদ্রা কার সহধরা?
উত্তর: নিদ্রা হচ্ছে শক্তির সহধরা।
১২. রবীন্দ্রনাথের মতে যথার্থ সাহিত্য বিচারক কে?
উত্তর: রবীন্দ্রনাথের মতে যিনি কাব্যের ভিতরে সমগ্র রূপ দেখতে পান তিনি যথার্থ সাহিত্য বিচারক।
১৩. ‘মেঘদূত’ প্রবন্ধে কোন ছন্দের উল্লেখ রয়েছে?
উত্তর: ‘মেঘদূত’ প্রবন্ধে উল্লেখ রয়েছে।
১৪. ‘স্বদেশী সমাজ’ প্রবন্ধটি কখন লিখিত হয়?
উত্তর: বাংলাদেশের জলকষ্ট নিবারণ সম্বন্ধে মন্তব্য প্রকাশিত হলে ‘স্বদেশী সমাজ’ প্রবন্ধটি লিখিত হয়।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
Bangla Prose 1 Honors 3rd Year Suggestion PDF 2024
১৫. ‘সভ্যতার সংকট’ প্রবন্ধটি কোন সালে রচিত?
উত্তর: সভ্যতার সংকট প্রবন্ধটি ১৯৪১ সালে রচিত।
১৬. ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধে রাজবন্দী কার হাতের বীণা?
উত্তর: ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধে রাজবন্দী ভগবানের হাতের বীণা।
১৭. ‘ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়’ – এই উক্তিটি কোন প্রবন্ধের?
উত্তর: ‘ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়’ – উক্তি ধূমকেতুর পথ প্রবন্ধের।
১৮. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে বাঙালির অভিশপ্ত জীবনের কারণ কোনটি?
উত্তর: ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে বাঙালির অভিশপ্ত জীবন এর কারণ হলো ক্ষাত্র শক্তিকে অবহেলা করা।
১৯. ‘রুদ্রমঙ্গল’ প্রবন্ধে লেখক কাকে আহ্বান জানিয়েছেন?
উত্তর: ‘রুদ্রমঙ্গল’ প্রবন্ধে লেখক আঘাতের ও রুদ্রের দেবতাকে আহ্বান জানিয়েছেন।
২০. ‘রুদ্রমঙ্গল’ প্রবন্ধে লেখক কোন শক্তিকে আহ্বান জানিয়েছেন?
উত্তর: ‘রুদ্রমঙ্গল’ প্রবন্ধে লেখক জন শক্তিকে আহ্বান জানিয়েছেন।
২১. কালিদাস কোন ভাষার কবি?
উত্তর: কালিদাস সংস্কৃত ভাষার কবি।
২২. ‘শিখা’ পত্রিকাটি কোন গোষ্ঠীর মুখপত্র?
উত্তর: ‘শিখা’ পত্রিকাটি মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র।
২৩. ‘রস ব্যক্তিত্ব’ প্রবন্ধে শ্রেষ্ঠ শিল্পী কোন বিষয় সম্পর্কে সচেতন?
উত্তর: ‘রস ব্যক্তিত্ব’ প্রবন্ধে শ্রেষ্ঠ শিল্পী জীবনের আদর্শ এবং মানব চিত্তের বিচিত্র প্রবন্ধ ও সম্ভাবনা সম্পর্কে সচেতন।
২৪. ‘গ্যেটে’ প্রবন্ধে গ্যেটে নিজেকে কি বলে পরিচয় দিয়েছেন?
উত্তর: ‘গ্যেটে’ প্রবন্ধের গ্যেটে নিজেকে পেগ্যান- প্রকৃতি পূজারি অর্থাৎ কাফের বলে পরিচয় দিয়েছেন।
২৫. ‘গ্যেটে’ কোন দেশের নাগরিক?
উত্তর: ‘গ্যেটে’ জার্মানির নাগরিক।
২৬. বাংলার নবজাগরণের ‘প্রভাত নক্ষত্র’ কে?
উত্তর: বাংলার নবজাগরণের ‘প্রভাত নক্ষত্র’ রাজা রামমোহন রায়।
২৭. ইউরোপের জ্ঞান-বিজ্ঞানের স্বাদ বাঙালি প্রথম কার কাছ থেকে পায়?
উত্তর: ইউরোপের জ্ঞান-বিজ্ঞানের স্বাদ বাঙালি প্রথম রাজা রামমোহন রায়ের কাছ থেকে পায়।
২৮. ব্রাহ্মসমাজের প্রবর্তক কে?
উত্তর: ব্রাহ্মসমাজে প্রবর্তক রাজা রামমোহন রায়।
২৯. স্বামী বিবেকানন্দ কার শিষ্য ছিলেন?
উত্তর: স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন।
Honors 3rd Year Bangla Prose 1 Suggestion 2024
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. গীতি কবিতার সংজ্ঞাসহ বৈশিষ্ট্য আলোচনা কর।
২. ‘যখন আমার আত্মা এই বিশ্বব্যাপী বিশ্বময় হইবে তখনই চিত্তশুদ্ধি হইবে।’ উক্তির তাৎপর্য্য কী?
৩. ‘জ্ঞান’ প্রবন্ধের আলোকে ভারতীয় ইউরোপীয় দর্শন ভাবনার মৌলিক পার্থক্য বিচার কর।
৪. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধ অনুসারে নব্যপন্থীদের মতামত তুলে ধর।
৫. ‘সেইদিন হইতেই বাঙ্গালাভাষার শ্রীবৃদ্ধি। সেই দিন হইতে শুষ্ক তরুর বারি নিষিক্ত হইল।’ কীভাবে? বুঝিয়ে লেখ।
৬. ‘প্রত্যেক মানুষের মধ্যেই অতলস্পর্শ বিরহ’ ‘মেঘদূত’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর।
৭. রবীন্দ্রনাথ ঠাকুর ‘স্বদেশী সমাজ’ প্রবন্ধে আমাদের আত্মরক্ষার জন্য কি তাগিদ দিয়েছেন? বুঝিয়ে লেখ।
৮. ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ মানব সভ্যতার কোন সঙ্কটের দিকে গুরুত্ব দিয়েছেন? কেন?
৯. ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’ – ব্যাখ্যা কর।
১০. ‘আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি।’ এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।
১১. ‘আত্মার তৃপ্তি স্বর্গসুখ আর আত্মপ্রবঞ্চনার পীড়াই নরক যন্ত্রণা।’ ‘ধূমকেতুর পথ’ প্রবন্ধের আলোকে এই মন্তব্যটি ব্যাখ্যা কর।
১২. ‘এ সুর নবযুগের।’ কোন সুরের কথা বলা হয়েছে? বুঝিয়ে লেখ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৩. কাব্যের শ্রেণীবিভাগ বিষয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অভিমত ব্যক্ত কর।
১৪. বাংলা সাহিত্য কেন অত্যন্ত নীরস এবং দুর্বল হলো? আলোচনা কর।
১৫. ‘কেকাধ্বনি’ প্রবন্ধের মূল সুর লেখ।
১৬. ‘স্বদেশী সমাজ’ প্রবন্ধে ভারতবাসীর কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিনীত নিবেদন কী?
১৭. ‘আজ শয়তান বসে আছে স্রষ্টার সিংহাসনে।’ ‘মসজিদ ও মন্দির’ প্রবন্ধ অবলম্বনে আলোচনা কর।
১৮. ‘রস ও ব্যক্তিত্ব’ প্রবন্ধের আলোচিত ব্যক্তিত্বের স্বরূপ তুলে ধর।
১৯. ‘কোরআনের আল্লাহ’ প্রবন্ধের আলোকে আল্লাহর স্বরূপ সংক্ষেপে বর্ণনা কর।
Honors Bangla Prose 1 Suggestion 2024
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বাবু’ প্রবন্ধের আলোকে বাবু চরিত্র বিশ্লেষণ কর।
২. ‘বিদ্যাপতি ও জয়দেব’ প্রবন্ধে বঙ্কিমচন্দ্র উভয়ের কবি প্রতিভার যে তুলনামূলক মূল্যায়ন করেছেন তার পরিচয় দাও।
৩. ‘রচনার প্রধান গুণ এবং প্রয়োজন সরলতা এবং স্পষ্টতা’ – ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধ অনুসারে আলোচনা কর।
৪. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কেকাধ্বনি’ প্রবন্ধের শিল্প-সৌন্দর্য পরিচয় দাও।
৫. রবীন্দ্রনাথের সাহিত্য প্রবন্ধ অনুসরণে সাহিত্যের স্বরূপ বিশ্লেষণ কর।
৬. ‘শিক্ষার মিলন’ প্রবন্ধ অনুসারে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা পরিচয় দাও।
৭. ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধের কাজী নজরুল ইসলামের স্বদেশ প্রেম ও বিদ্রোহ চেতনার প্রকাশ ঘটেছে তার পরিচয় দাও।
৮. ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধ বস্তুত একজন দেশপ্রেমিক রাজদ্রোহীর আত্মোপলব্ধির দলিল।’ মন্তব্যটি বিশ্লেষণ কর।
৯. ‘রুদ্রমঙ্গল’ প্রবন্ধ অবলম্বনে সমকালীন সমাজ বাস্তবতার পটভূমিতে প্রাবন্ধিক সমাজের বিরুদ্ধে অবরুদ্ধতা ভাঙার যে আহ্বান জানিয়েছেন তার তাৎপর্য বিচার কর।
১১. ‘শাশ্বতবঙ্গ সংস্কৃতির কথা’ প্রবন্ধের আলোকে সংস্কৃতির স্বরূপ বিচার কর এবং লেখকের এর চিন্তার স্বাতন্ত্র মূল্যায়ন কর।
১২. কাজী আবদুল ওদুদের ‘বাংলার জাগরণ’ প্রবন্ধ অনুসরণে ধর্মচিন্তা বিষয়ে একটি নিবন্ধ রচনা কর।
১৩. ‘সম্মোহিত মুসলমান’ প্রবন্ধের আলোকে সম্মোহিত মুসলিম সত্যের পরিচয় দাও।
১৪. ‘জ্ঞান’ প্রবন্ধ অবলম্বনে জ্ঞানের স্বরূপ বিশ্লেষণ কর।
১৫. ‘স্বদেশী সমাজ’ প্রবন্ধ ভারতবর্ষের জন্য কাঙ্খিত সমাজব্যবস্থার যে রূপরেখা তুলে ধরা হয়েছে তার পরিচয় দাও।
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের বাংলা প্রবন্ধ ১ পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ বাংলা প্রবন্ধ ১ সাজেশন
১৬. ‘কালান্তর’ গ্রন্থ অবলম্বনে প্রাচ্য ও পাশ্চাত্য ভাবনার স্বরূপ সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত পর্যালোচনা কর।
১৭. তোমার পাঠ্য প্রবন্ধের আলোকে কাজী নজরুল ইসলামের প্রাবন্ধিক প্রতিভার পরিচয় দাও।
১৮. ‘ধূমকেতুর পথ’ প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা কর।
১৯. ‘রস ও ব্যক্তিত্ব’ প্রভাতে আলোচিত ব্যক্তিত্ব স্বরূপ তুলে ধর।
২০. ‘কোরআনের আল্লাহ’ প্রবন্ধের আলোকে আল্লাহর স্বরূপ সংক্ষেপে বর্ণনা কর।
Honors 3rd year Common Suggestion 2024
আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের বাংলা প্রবন্ধ ১ স্পেশাল সাজেশন 2024,Honors Bangla Prose 1 Suggestion 2024