Honors 3rd Year Development of Economics Suggestion 2024
Honors 3rd Year Development of Economics Suggestion, Development of Economics Suggestion PDF, short suggestion Honors 3rd year Development of Economics, Development of Economics suggestion Honors 3rd year, Suggestion Honors 3rd year Development of Economics
অনার্স ৩য় বর্ষের উন্নয়ন অর্থনীতি সাজেশন,উন্নয়ন অর্থনীতি অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের উন্নয়ন অর্থনীতি, অনার্স ৩য় বর্ষের উন্নয়ন অর্থনীতি ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন উন্নয়ন অর্থনীতি সাজেশন,
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] উন্নয়ন অর্থনীতি/ অর্থনীতির উন্নয়ন (Development of Economics) সুপার সাজেশন Department of : Economics & Other Department Subject Code: 232207 |
2024 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
Development of Economics Suggestion PDF 2024
ক বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. বাংলাদেশের নয়া অর্থনৈতিক নীতি কাকে বলে?
উত্তর : অর্থনীতিতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কমিয়ে এনে মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠা করা।
২. Perspective planning বলতে কী বুঝায়?
উত্তর : যে পরিকল্পনা দীর্ঘকালীন প্রেক্ষাপটে প্রস্তুত করা হয় এবং যেখানে সুদূরপ্রসারী রূপকল্প (vision) স্থান পায়, তাকে Perspective plan বলে।
৩. বাংলাদেশ রস্টোর উন্নয়ন তত্ত্বের কোন স্তরে পড়ে?
উত্তর : উত্তোরণ পূর্ব স্তরে।
৪. সলো কোন নিবন্ধে তার প্রবৃদ্ধিসংক্রান্ত মডেল প্রদান করেন?
উত্তর : সলো A Contribution to the Theory of Economic Growth নামক এক নিবন্ধে তার প্রবৃদ্ধি মডেল প্রদান করেন।
৫. রস্টো তার মতবাদকে কী বলে বর্ণনা করেন?
উত্তর : রস্টো তার মতবাদকে অ-কমিউনিস্ট মেনিফেস্টো হিসেবে আখ্যায়িত করেন।
৬. রস্টো বর্ণিত প্রবৃদ্ধির কতটি স্তর আছে এবং কী কী?
উত্তর : রস্টো বর্ণিত প্রবৃদ্ধির পাঁচটি স্তর আছে। এগুলো নিম্নরূপ: i. ঐতিহ্যগত সমাজ ii. উত্তরণ পূর্বাবস্থা, iii. উত্তরণ অবস্থা, iv. অর্থনৈতিক পরিপক্বতা অর্জন ও v. গণভোগ স্তর।
৭. রস্টো কোন বইতে তার স্তর তত্ত্ব প্রদান করেছেন?
উত্তর : রস্টো Stages of Economic Growth-Non-Communist Manifesto নামক বইতে স্তর তত্ত্ব ব্যাখ্যা করেন।
৮. রস্টো বর্ণিত উত্তরণ স্তরে বিনিয়োগের হার কত?
উত্তর : রস্টো বর্ণিত উত্তরণ স্তরে বিনিয়োগের হার জাতীয় আয়ের ৫% বা তার কম থেকে ১০% এর বেশি হয়।
৯. রস্টোর বর্ণিত উত্তরণ স্তরের নেতৃস্থানীয় শিল্প কী কী?
উত্তর : যে নেতৃস্থানীয় শিল্পসমূহ অর্থনীতিতে উন্নয়ন সৃষ্টি করতে পারে রস্টো তাদেরকে তিন শ্রেণিতে ভাগ করেন । যথা : i. প্রাথমিক শিল্প, ii. অনুপূরক শিল্প ও iii. উদ্ভূত শিল্প।
১০. লুইস মডেলের মূল বক্তব্য লেখ।
উত্তর : কৃষিখাতের শ্রম শিল্প খাতে স্থানান্তরের মাধ্যমে শিল্পের উন্নয়ন করাই এ মডেলের মূল বক্তব্য।
১১. লুইসের পুরানাম কী?
উত্তর : লুইসের পুরানাম Arthur Lewis.
১২. লুইসের জীবন নির্বাহী কৃষিখাতে শ্রমের মজুরি কীভাবে নির্ধারিত হয়?
উত্তর : লুইসের জীবন নির্বাহী কৃষিখাতে শ্রমের গড় উৎপাদন দক্ষতা দ্বারা মজুরি নির্ধারণ করা হয়।
১৩. লুইসের মতে, জাতীয় সঞ্চয় ও বিনিয়োগ শতকরা কত ভাগ হওয়া প্রয়োজন?
উত্তর : লুইসের মতে, যে সব অনুন্নত দেশে জাতীয় সঞ্জয় ৪% থেকে ৫% মাত্র সেখানে দ্রুত উন্নয়নের জন্য এই হার ১২% থেকে ১৫% এ বাড়ানো প্রয়োজন।
১৪. দ্বৈত অর্থনীতি বলতে কী বুঝায়?
উত্তর : যে অর্থনীতিতে একদিকে জীবন নির্বাহী কৃষিখাত এবং অন্যদিকে পুঁজিবাদী খাত বিরাজমান তাকে দ্বৈত অর্থনীতি বলে।
১৫. অর্থনৈতিক উন্নয়নের তিনটি পূর্বশর্ত লেখ।
উত্তর : অর্থনৈতিক উন্নয়নের তিনটি পূর্বশর্ত হলো— i. দেশজ শক্তিসমূহ, ii. বাজারের অপূর্ণতা অপসারণ এবং iii. দৃষ্টিভঙ্গি ও প্রতিষ্ঠানগত পরিবর্তন।
১৬. অর্থনৈতিক উন্নয়নের তিনটি প্রতিবন্ধকতা লেখ।
উত্তর : অর্থনৈতিক উন্নয়নের তিনটি প্রতিবন্ধকতা হলো জনসংখ্যা বৃদ্ধি, মাথাপিছু আয় হ্রাস, মূলধনের স্বল্পতা।
১৭. বাংলাদেশের জাতীয় দারিদ্র্যের হার কত?
উত্তর : বাংলাদেশে জাতীয় দারিদ্র্যের হার ৩১.৫% বর্তমান।
১৮. কখন একটি দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বলা যাবে?
উত্তর : একটি দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে তখনই বলা যাবে যখন: i. মাথাপিছু আয় সর্বোচ্চ স্তরে পৌঁছাবে, ii. জাতীয় আয় এবং মাথাপিছু প্রকৃত আয়ের বৃদ্ধি হবে এবং iii. অর্থনীতি স্বধারায় পুষ্ট হবে।
১৯. পশ্চাৎপদ অর্থনীতি কাকে বলে?
অথবা, পশ্চাৎপদ অর্থনীতি বলতে কী বুঝ?
উত্তর : যেসব দেশে উন্নয়নের কোনো লক্ষণ বর্তমান নেই, চোখে পড়ার মতো কোনো অগ্রগতি লক্ষ করা যায় না, সেসব দেশের অর্থনীতিকে সাধারণভাবে আমরা পশ্চাৎপদ অর্থনীতি বলি।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
Development of Economics Honors 3rd Year Suggestion PDF 2024
২০. উন্নয়ন অর্থনীতি কী?
উত্তর : অর্থনীতির যে শাখায় দেশের অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত যাবতীয় বিষয়াবলি আলোচিত হয়, অর্থনীতির সেই শাখাকে উন্নয়ন অর্থনীতি বলে।
২১. মানব উন্নয়ন সূচক (HDI) কী?
উত্তর : HDI মূল কথা হলো উন্নয়ন পরিমাপ করা হবে দেশের জনগণের জীবনযাত্রার মানের আলোকে। মোট জাতীয় উৎপাদন দিয়ে উন্নয়ন পরিমাপ করা যাবে না। জীবনযাত্রার মান নির্ণয়ের উপাদান হলো নাগরিকদের আয়ুষ্কাল, সাক্ষরতার হার এবং ক্রয়ক্ষমতা, এই তিনটি উপাদানকেই মানব উন্নয়ন সূচক বলে।
২২. বিশ্বায়ন কী?
উত্তর : বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অবাধে দ্রুত ও প্রসারিত ব্যবসাবাণিজ্য পরিচালনার মাধ্যমে যে অর্থনীতির বলয় তৈরি তাকেই মূলত বিশ্বায়ন বলা হয়।
২৩. বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ কী?
উত্তর : কোনো রাষ্ট্র বা বিদেশি প্রতিষ্ঠান কর্তৃক সরাসরি অন্য দেশে বিনিয়োগ করাই প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ।
২৪. অর্থনৈতিক প্রবৃদ্ধির তিনটি পূর্বশর্ত লেখ।
উত্তর : অর্থনৈতিক প্রবৃদ্ধির তিনটি পূর্বশর্ত হলো— i. উৎপাদন সংগঠন, ii. প্রাকৃতিক সম্পদ এবং iii. কৃৎকৌশলের উন্নতি।
২৫. শ্রমের যোগান কোনো বিষয়ের ওপর নির্ভর করে?
উত্তর : শ্রমের যোগান মূলত নির্ভর করে মোট জনসংখ্যার কর্মক্ষম ব্যক্তির অংশ কতটা তার ওপর।
২৬. অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চারটি উপাদান লেখ।
উত্তর : অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ৪টি উপাদান হলো— ১. জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি, ২. গড় আয় বৃদ্ধি, ৩. স্বাস্থ্য ও শিক্ষাসহ মানবীয় মূলধন বৃদ্ধি এবং ৪. নিয়োগ প্রাপ্তি।
২৭. অর্থনৈতিক উন্নয়নের মূল উপাদানগুলো লেখ।
উত্তর : অর্থনৈতিক উন্নয়নের মূল উপাদান হলো- ১. প্রাকৃতিক সম্পদ, ২. শ্রম সম্পদ, ৩. মূলধন গঠন।
২৮. অর্থনৈতিক প্রবৃদ্ধির কুজনেটের ছয়টি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : অর্থনৈতিক প্রবৃদ্ধির কুজনেটের ছয়টি বৈশিষ্ট্য হলো- ১. মাথাপিছু উচ্চহার এবং জনসংখ্যা বৃষ্টি ২. উচ্চহারে উৎপাদনশীলতা বৃদ্ধি, ৩. উচ্চ হারে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন, ৪. উচ্চহারে সামাজিক, রাজনৈতিক। এবং আদর্শগত পরিবর্তন ৫. আন্তর্জাতিক অর্থনৈতিক পরিমণ্ডলে পৌঁছানো ও ৬. আন্তর্জাতিক ক্ষেত্রে সীমিত পরিমাণে অর্থনৈতিক অগ্রগতির প্রসার।
২৯. স্বাভাবিক প্রবৃদ্ধির হার বলতে কী বুঝ?
উত্তর : স্বাভাবিক প্রবৃদ্ধির হার বলতে মূলত বার্ষিক জাতীয় আয়ের বৃদ্ধির হারকেই বুঝায়।
৩০. পক্ষপাতমূলক প্রবৃদ্ধি কী?
উত্তর : যখন দুটি উপকরণের মধ্যে একটি আপেক্ষিকভাবে বাড়লে যে পণ্য ঐ উপকরণ তীব্রভাবে ব্যবহার করে উৎপাদন বেশি বাড়ে তখন তাকে পক্ষপাতমূলক প্রবৃদ্ধি বলে।
Honors 3rd Year Development of Economics Suggestion 2024
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. দরিদ্রতা বলতে কী বুঝ?
২. আমদানি বিকল্প শিল্প ও রপ্তানি তাড়িত শিল্পের মধ্যে পার্থক্য দেখাও।
৩. অনুন্নত দেশের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
৪. কম উন্নত দেশ বলতে কী বুঝ?
৫. শিল্পায়ন বলতে কী বুঝ?
৬. দারিদ্র্য বিমোচনের কৌশলপত্রের লক্ষ্যসমূহ উল্লেখ কর।
৭. বাণিজ্যের সাথে প্রবৃদ্ধির সম্পর্ক ব্যাখ্যা কর।
৮. দারিদ্র্য নিরসন কৌশল কাঠামো বলতে কী বুঝ?
৯. মানব উন্নয়ন বলতে কী বুঝ?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১০. “অর্থনৈতিক প্রবৃদ্ধি ছাড়া অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব”—ব্যাখ্যা কর।
১১. তৃতীয় বিশ্বের বাণিজ্য ধারণাটি ব্যাখ্যা কর।
১২. দারিদ্র্যের দুষ্টচক্র ভাঙার উপায় কী?
১৩. অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তসমূহ উল্লেখ কর।
১৪. উন্নয়নের প্রধান কৌশলগুলো আলোচনা কর ।
১৫. উদ্যোক্তা কীভাবে আবশ্যকীয়ভাবে পুঁজিবাদী উন্নয়নের সাথে জড়িত?
১৬. উন্নয়ন এজেন্ট বলতে কী বুঝায়?
১৭. অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের মধ্যে পার্থক্য লেখ।
১৮. ক্লাসিক্যাল অর্থনীতির নিশ্চল অবস্থা ব্যাখ্যা কর।
১৯. বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ কী কী?
২০. কার্ল মার্কসের পুঁজিবাদের পতনের কারণ লেখ।
2024 উন্নয়ন অর্থনীতি অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন
১. উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব ব্যাখ্যা কর।
২. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের গুরুত্ব আলোচনা কর।
৩. বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণের পথে কী কী বাধা আছে?
৪. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাধাসমূহ আলোচনা কর।
৫. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় আলোচনা কর।
৬. জাতীয় আয় বা প্রবৃদ্ধির হার বাড়লেই কি অর্থনৈতিক উন্নয়ন হয়? ব্যাখ্যা কর।
৭. অর্থনৈতিক উন্নয়নের সংজ্ঞা দাও।
৮. অর্থনৈতিক উন্নয়নের সূচকগুলো আলোচনা কর।
৯. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলো লেখ।
১০. বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলো কতটুকু বিদ্যমান?
১১. উন্নয়ন অর্থনীতি বলতে কী বুঝ?
১২. উন্নয়ন অর্থনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা কর।
১৩. অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বুঝ?
১৪. ‘দারিদ্র্যের দুষ্টচক্র’ ব্যাখ্যা কর।
১৫. বাংলাদেশে দারিদ্র্য পরিমাপ পদ্ধতিসমূহ কী কী?
১৬. বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে সরকারি কর্মসূচিসমূহ বর্ণনা কর।
১৭. বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের উপায়সমূহ ব্যাখ্যা কর।
১৮. অবকাঠামো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কীভাবে ভূমিকা রাখতে পারে? আলোচনা কর।
১৯. বৈদেশিক প্ৰত্যক্ষ বিনিয়োগ কী?
২০. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের গুরুত্ব আলোচনা কর।
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের উন্নয়ন অর্থনীতি পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ উন্নয়ন অর্থনীতি সাজেশন
খ-বিভাগ (যে কোন ৫ টি প্রশ্নের উত্তর দাও)
১. অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের মধ্যে পার্থক্য লিখ ।
২. অর্থনৈতিক উন্নয়নের সূচকসমূহ ব্যাখ্যা কর।
৩. দরিদ্রতার সংজ্ঞা দাও। প্রবৃদ্ধি ও দারিদ্র্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
৪. দারিদ্র্যের দুষ্টচক্র ব্যাখ্যা কর। দারিদ্র্য পরিমাপের সূচকসমূহ কি কি?
৫. দারিদ্র্য বিমােচনে কৌশলপত্রের লক্ষ্যসমূহ উল্লেখ কর।
৬. বাণিজ্যের সাথে প্রবৃদ্ধির সম্পর্ক ব্যাখ্যা কর।
৭. অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কী বুঝ? অর্থনৈতিক প্রবৃদ্ধি কিভাবে পরিমাপ করা যায়?
৮. প্রযুক্তি বলতে কী বুঝায়?
৯. নিম্নস্তরের ভারসাম্য ফাদ ব্যাখ্যা কর।
১০. ক্লাসিক্যাল উন্নয়ন তত্ত্বের নিশ্চল অবস্থা কী?
১১. এডাম স্মিথ তত্ত্বের স্থবির অবস্থা বলতে কী বুঝ?
১২. পরম ও আপেক্ষিক উদ্বৃত্ত মূল্যের মধ্যে পার্থক্য লিখ
১৩. প্রবৃদ্ধি মডেল কী?
১৪. লুইস মডেলের বৈশিষ্ট্যসমূহ লিখ ।
১৫. ক্ষুরধার প্রান্ত সমস্যা কি?
১৬. BIG PUSH কি? উন্নয়নশীল দেশে রপ্তানি তাড়িত শিল্পায়নের সুবিধাসমূহ কি?
১৭. অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রবল ধাক্কার প্রয়ােজন হয় কেন?
১৮. পশ্চাত্মখী প্রভাব ও সম্প্রসারণ প্রভাব কি?
১৯. পুঞ্জীভূতকরণ সােনালী পথ বলতে কী বুঝায়?
২০. অনুন্নয়নের উন্নয়ন বলতে কী বুঝ?
২১. অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত কাঠামােবাদী তত্ত্ব আলােচনা কর ।
Development of Economics Honors 3rd Year Suggestion PDF 2024
গ-বিভাগ (যে কোন ৫ টি প্রশ্নের উত্তর দাও)
১. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাধাসমূহ আলােচনা কর অর্থনৈতিক উন্নয়নে এই বাধাগুলাে দূরীকরণের উপায় ব্যাখ্যা কর ।
২. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলাে ব্যাখ্যা কর। অর্থনৈতিক পূর্বশর্তগুলাে বাংলাদেশে কতটুকু বিদ্যমান?
৩. স্বল্পোন্নত অর্থনীতি বলতে কী বুঝায়? স্বল্পোন্নত দেশের জন্য বাণিজ্যকে কেন প্রবৃদ্ধির ইঞ্জিন বলা হয়?
৪. উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব আলােচনা কর।
৫. দারিদ্র্য বিমােচন কৌশল কি? বাংলাদেশে দারিদ্র বিমােচনে কর্মসূচিসমূহ বর্ণনা কর।
৬. মানব সম্পদ বলতে কী বুঝ? বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের উপায়গুলাের বিবরণ দাও
৭. বাংলাদেশে আই.এম.এফ ও বিশ্বব্যাংক এর কাঠামােগত সমন্বয় কর্মসূচির ফলাফল আলােচনা কর ।
৮. মূলধন গঠনের উৎসসমূহ আলােচনা কর । অর্থনৈতিক উন্নয়নে মূলধন গঠনের ভূমিকা ব্যাখ্যা কর।
৯. আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে সায়মন কুজনেটস, এর ছয়টি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর ।
১০. পুজিবাদী উন্নয়নের মার্কসীয় তত্ত্বের রূপরেখা বর্ণনা কর এবং কার্ল মার্কসের উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি আলােচনা কর ।
১১. রস্টোন তত্ত্ব অনুসারে বাংলাদেশে উন্নয়নের কোন স্তরে অবস্থিত?
১২. Harrod-Domar প্রবৃদ্ধি মডেলটি সংক্ষেপে আলােচনা কর এবং এর বৈশিষ্ট্য আলােচনা কর।
১৩. সমালােচনা সহকারে সলাের মডেলটি ব্যাখ্যা কর। মডেলটি বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু প্রযােজ্য?
১৪. হ্যারােড ডােমার প্রবৃদ্ধি মডেল সমালােচনাসহ ব্যাখ্যা কর।
১৫. অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের উৎসসমূহ কি? অর্থনৈতিক উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের গুরুত্ব বর্ণনা কর ।
১৬. ভারসাম্য ও অভারসাম্য প্রবৃদ্ধির পার্থক্য লিখ।
১৭. শিল্পায়ন কী? অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের গুরুত্ব আলােচনা কর ।
১৮. আমদানি বিকল্প ও রপ্তানিমুখী শিল্পায়নের গুরুত্ব আলােচনা কর।
১৯, গুন্ডার ফ্রাংক এর অনুন্নয়নের তত্ত্বটি ব্যাখ্যা কর।
২০. অনুন্নয়নের কেন্দ্র পরিধি তত্ত্বটি ব্যাখ্যা কর।
২২. Harvey Lilienstein এর সংকটময় নূন্যতম প্রচেষ্টা তত্ত্বটি সমালােচনাসহ ব্যাখ্যা কর।
২৩. সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা (MDG) কি? MDG বাস্তবায়নে বাংলাদেশের চ্যালেঞ্জ ও করনীয় কি?
২৪. বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিশেষ দিকগুলাে উল্লেখ কর ।
Honors 3rd year Common Suggestion 2024
আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের উন্নয়ন অর্থনীতি স্পেশাল সাজেশন 2024,Honors Development of Economics Suggestion 2024