Honors 3rd Year Government and Politics in South Asia Suggestion, Government and Politics in South Asia Suggestion PDF,
short suggestion Honors 3rd year Government and Politics in South Asia, Government and Politics in South Asia suggestion Honors 3rd year, Suggestion Honors 3rd year Government and Politics in South Asia,
Honors 3rd Year Government and Politics in South Asia Suggestion 2024
Government and Politics in South Asia Honors 3rd Year Exam Suggestion PDF, Honors Government and Politics in South Asia Suggestion PDF Download, PDF Download Government and Politics in South Asia Honors 3rd Year suggestion,
চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি সাজেশন
অনার্স ৩য় বর্ষের দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি (Government and Politics in South Asia) সুপার সাজেশন Department of : Political science & Other Department Subject Code: 231905 |
২০২৪ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৩য় বর্ষের দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি সাজেশন,দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, অনার্স ৩য় বর্ষের দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি সাজেশন
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি অনার্স ৩য় বর্ষ সাজেশন 2024
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. ‘Pakistan: Failure in National Integration’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Pakistan: Failure in National Integration’ গ্রন্থের রচয়িতা হলেন অধ্যাপক রওনক জাহান।
২. দক্ষিণ এশিয়ার দেশসমূহের আবির্ভাব ঘটে কখন?
উত্তর: দক্ষিণ এশিয়ার দেশসমূহের আবির্ভাব ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী 1947 সালের পর।
৩. সার্কের রূপকার কে?
উত্তর: সার্কের রূপকার হলেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
৪. শ্রীলংকার রাষ্ট্রীয় নাম কী?
উত্তর: শ্রীলংকার রাষ্ট্রীয় নাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলঙ্কা।
৫. ‘A Framework for Political Analysis’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘A Framework for Political Analysis’ গ্রন্থটির লেখক ডেভিড ইস্টন।
৬. পাকিস্তানের সাংবিধানিক নাম কী?
উত্তর: পাকিস্তানের সাংবিধানিক নাম হলো ইসলামী প্রজাতন্ত্রি পাকিস্তান।
৭. ভারতের আইনসভার উচ্চকক্ষের নাম কী?
উত্তর ভারতের আইনসভার উচ্চকক্ষের নাম হল রাজ্যসভা।
৮. ভারতীয় সংবিধান রচনা কমিটির প্রধান কে?
উত্তর ভারতীয় সংবিধান রচনা কমিটির প্রধান ভীমরাও আম্বেডকর।
৯. নেপালের রাজতন্ত্র কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর নেপালের রাজতন্ত্র 1761 সালে প্রতিষ্ঠিত হয়।
১০. সার্কের মহাসচিব কে?
উত্তর: সার্কের মহাসচিব হলেন আমজাদ হোসেন সিয়াম পাকিস্তান।
১১. ভারতের সরকার পদ্ধতি কোন ধরনের?
উত্তর ভারতের সরকার পদ্ধতি যুক্তরাষ্ট্রের পদ্ধতি।
১২. NAM এর পূর্ণরূপ কী?
উত্তর: NAM এর পূর্ণরূপ হলো;Non- alignment Movement.
১৩. নেপালের আইনসভার নাম কী?
উত্তর নেপালের আইন সভার নাম পার্লামেন্ট।
১৪. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কত সালে সংঘটিত হয়?
উত্তর ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড সংঘটিত হয়।
১৫. ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তর ভারতের সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন।
১৬. নেপালের বর্তমান সংবিধান কত সালে প্রণীত হয়?
উত্তর নেপালের বর্তমান সংবিধান প্রণীত হয় 2015 সালে।
১৭. পাকিস্তানি আদর্শ প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর পাকিস্তানি আদর্শ প্রস্তাব পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান উত্থাপন করেন।
১৮. কখন থেকে সংসদীয় ব্যবস্থা ভারতে কার্যকর রয়েছে?
উত্তর 1947 সাল থেকে সংসদীয় ব্যবস্থা ভারতে কার্যকর রয়েছে।
১৯. শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদের মেয়াদ কত বছর?
উত্তর শ্রীলংকা রাষ্ট্রপতি পদের মেয়াদ ছিল ৬ বছর।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
২০. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হল শ্রীমাভো বন্দরনায়েক।
২১. ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তর:ভারতের সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন।
২২. লাহোর প্রস্তাব বিকল্প কী নামে পরিচিত?
উত্তর লাহোর প্রস্তাব বিকল্প পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত।
২৩. SAARC এর পূর্ণরূপ কী?
উত্তর: SAARC এর পূর্ণরূপ হলো; South Asian Association for Regional Cooperation.
২৪. IBRD এর সদর দপ্তর কোথায়?
উত্তর: IBRD এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
২৫. কত সালে IMF প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৪ সালের জুলাই মাসে IMF প্রতিষ্ঠিত হয়।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২৬. ব্রিটিশ উপনিবেশ থেকে কত সালে ভারত স্বাধীনতা লাভ করে?
উত্তর ব্রিটিশ উপনিবেশ থেকে 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে।
২৭. SAPTA এর পূর্ণরূপ কী?
উত্তর: SAPTA এর পূর্ণরূপ হলো; SAARC Preferential Trading Arrangement.
২৮. ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম কী?
উত্তর ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম লোকসভা।
29. ‘Constitutional development in Pakistan এর রচয়িতা কে?
উত্তর: ‘Constitutional development in Pakistan এর রচয়িতা অধ্যাপক জি. ডব্লিউ. চৌধুরী।
৩০. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়?
উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে গঠিত হয়।
PDF Download দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2024
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বৈশিষ্ট্য সমূহ কী কী?
২. রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বুঝ?
৩. রাজনৈতিক উন্নয়নের সংকট কাকে বলে?
৪. উন্নয়নশীল দেশ বলতে কী বুঝ?
৫. দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ আলোচনা কর।
৬. জাতীয় সংহতি বলতে কী বুঝ?
৭. জাতীয়তাবাদ কী?
৮. ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃতি ব্যাখ্যা কর।
৯. রাজনৈতিক অস্থিতিশীলতা কাকে বলে?
১০. 1971 সালে পাকিস্তান বিভক্তির কারণ কী?
১১. পাকিস্তানের জাতীয় সংহতির সমস্যা গুলো কী কী?
১২. নেপালের মাওবাদী বিদ্রোহের কারণ কী?
১৩. নেপালের গণতন্ত্রের উপর আলোচনা কর।
১৪. শ্রীলংকার জাতীয় সংহতির সমস্যা সমূহ আলোচনা কর।
১৫. ভারতীয় সরকার ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা কর।
১৬. পাকিস্তানের সরকার ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা কর।
১৭. নেপালের বর্তমান সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো কী?
১৮. ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখ।
১৯. ভারতের সর্বশেষ নির্বাচনে বিজেপির বিজয়ের কারণ গুলো কী কী?
২০. মৌলিক গণতন্ত্র কী?
পাকিস্তানের সংসদীয় গণতন্ত্রের ব্যর্থতার কারণ কী?
2024 দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ-বিভাগ রচনামূলক প্রশ্ন বলি
১. দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২. দক্ষিণ এশিয়ার প্রধান প্রধান আর্থসামাজিক বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৩. জাতীয় সংহতির বিভিন্ন দিক আলোচনা কর। এ প্রসঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জাতীয় সংহতির সমস্যা সমূহ আলোচনা কর।
৪. দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক আধুনিকীকরণে সমস্যাগুলো চিহ্নিত কর।
৫. দক্ষিণ এশিয়ার রাজনীতি প্রধান উপাদানসমূহ ব্যাখ্যা কর।
৬. আঞ্চলিক উন্নয়নের সার্ক এবং আসিয়ানের ভূমিকা মূল্যায়ন কর।
৭. বহুভাষা ও জাতি থাকা সত্বে ও ভারতের জাতীয় সংহতি অক্ষুন্ন থাকার কারণগুলো মূল্যায়ন কর।
৮. 1971 সালে বাংলাদেশের অভ্যুদয়ের কারণসমূহ আলোচনা কর।
৯. পাকিস্তানে জাতি গঠনের সমস্যাসমূহ চিহ্নিত কর।
১০. নেপালের রাজতন্ত্র বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা কর।
১১. শ্রীলংকার বর্তমান রাজনৈতিক সংঘাত বিশ্লেষণ কর।
১২. 1947 সাল হতেই 1956 সাল পর্যন্ত পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়নের সমস্যা গুলি আলোচনা কর।
২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি সাজেশন
১৩. শ্রীলংকার জাতিগত সংঘাতের কারণ আলোচনা কর শ্রীলংকার জাতীয় সংহতির প্রতিটি মারাত্মক হুমকি আলোচনা কর।
১৪. নেপালের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৫. ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
১৬. ভারতে গণতান্ত্রিক প্রক্রিয়া টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারতীয় রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেসের ভূমিকা আলোচনা কর।
১৭. রাষ্ট্র পরিচালনায় পাকিস্তান সরকার বর্তমানে যে সংকট মোকাবেলা করেছে তা আলোচনা কর।
১৮. দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণ কী?
১৯. পাকিস্তানের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের কারণগুলো আলোচনা কর।
২০. ভারতের সংসদীয় গণতন্ত্রের সফলতার কারণসমূহ আলোচনা কর।
Honors 3rd year Common Suggestion 2024
আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি স্পেশাল সাজেশন 2024,Honors Government and Politics in South Asia Suggestion 2024
PDF Download দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি সাজেশন অনার্স ৩য় বর্ষের, অনার্স ৩য় বর্ষ দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি সাজেশন, দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি অনার্স ৩য় বর্ষ সাজেশন,