Honors 3rd Year Research Methodology and Statistics Suggestion

Honors 3rd Year Research Methodology and Statistics Suggestion, Research Methodology and Statistics Suggestion PDF,

short suggestion Honors 3rd year Research Methodology and Statistics, Research Methodology and Statistics suggestion Honors 3rd year, Suggestion Honors 3rd year Research Methodology and Statistics,

Honors 3rd Year Research Methodology and Statistics Suggestion 2025

Research Methodology and Statistics Honors 3rd Year Exam Suggestion PDF, Honors Research Methodology and Statistics Suggestion PDF Download, PDF Download Research Methodology and Statistics Honors 3rd Year suggestion,

চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান (Research Methodology and Statistics) সুপার সাজেশন
Department of : Political science & Other Department
Subject Code: 231913
২০২৫ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন,গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান, অনার্স ৩য় বর্ষের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫

Research Methodology and Statistics Suggestion PDF 2025

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নত্তোর

১. ফলিত গবেষণা কাকে বলে?
উত্তর: গবেষণার প্রাপ্ত তথ্যগুলো যখন মাঠ পর্যায়ে ব্যবহৃত হয় তখন তাকে ফলিত গবেষণা বলে।

২. ফলিত গবেষণা কী?
উত্তর: গবেষণা হলেঅ পর্যবেক্ষল, অনুসন্ধান, পরীক্ষা বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে সৃষ্ঠ নতুন চিন্তা বা ভাবনা।

৩. গবেষণা পদ্ধতি কী?
উত্তর: গবেষণা পদ্ধতি হলো গবেষণা সংক্রান্ত নিয়মাবলি।

৪. সামাজিক গবেষণা কী?
উত্তর: সামাজিক গবেষণা হলো সুশৃঙ্খল ও যৌক্তিক পদ্ধতিতে নতুন তত্ত্ব আবিষ।কার, বিদ্যমান তত্ত্বের সত্যতা যাচাই এবং সামাজিক ঘটনাবলরে কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করাই সামাজিক গবেষণা।

৫. তত্ত্ব কী?
উত্তর: তত্ত্ব হলো দুটি প্রত্যয়ের মধ্যে পারস্পারিক সম্পর্কের সাধারণ একটি বির্বতি।

৬. প্রত্যয় কী?
উত্তর: প্রত্যয় হচ্ছে কোনো ধারণা বা বিশ্বাস।

৭. Hypothesis শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: Hypothesis শব্দটি গ্রিক ‘Hypo’ এবং ‘Tithemi’ শব্দ দুটি থেকে এসেছে।

৮. পূর্বানুমান প্রণয়নের প্রথম পদক্ষেপ কী?
উত্তর: পূর্বানুমান প্রণয়নের প্রথম পদক্ষেপ হলো যথার্থ পূর্বানুমান প্রণয়ণ যা পরীক্ষা করা হয়।

৯. কেস স্টাডি কাকে বলে?
উত্তর: কোন একটি সামাজিক একক সম্পর্কে গভীরভাবে পর্যালোচনা করাকেই কেস স্টাডি বলে।

১০. ডকুমেন্টের উৎস কী কী?
উত্তর: ডকুমেন্টের উৎসগুলেঅ হলো— আত্মজীবনী, ডায়েরি, চিঠিপত্র ইত্যাদি।

১১. বৈজ্ঞানিক সামাজিক জরিপের জনক কে?
উত্তর: বৈজ্ঞানিক সামাজিক জরিপের জনক বুধ (Booth)।

১২. নমুনায়ন কী?
উত্তর: নমুনায়ন হলো যে পদ্ধতিতে বিস্তৃত অনুসন্ধান ক্ষেত্র হতে গবেষণার জন্য নির্দিষ্ট সংখ্যক উপাদান নির্বাচন করা।

১৩. আবদ্ধ প্রশ্নমালা কী?
উত্তর: কাঠামোবদ্ধভাবে তৈরিকৃত প্রশ্নমালাই আবদ্ধ প্রশ্নমালা।

১৪. সাক্ষাৎকার কী?
উত্তর: কোনো গবেষণার তথ্য সংগ্রহের জন্য অনুসন্ধানকারী এবং তথ্যসরবরাহকারীর মধ্যকার প্রত্যক্ষ কথোপকথনকে সাক্ষাৎকার বলে।

১৫. সারণিবদ্ধকরণ কী?
উত্তর: সারণিবদ্ধকরণ হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে উপাত্তসমূহকে উপস্থাপনের একটি পদ্ধতি।

১৬. কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে জনপ্রিয় পরিমাপ হলো গাণিতিক গড়।

১৭. দ্বি-প্রচুরকী বা দ্বি- মোড সমস্যা কাকে বলে?
উত্তর: কোনো তথ্যসারিতে বা গণসংখ্যা নিবেশনে দুইটি প্রচুরক থাকার ফলে প্রচুরক নির্ণয় করতে যে সমস্যা হয়, তাকে দ্বি-প্রচুরকী বা দ্বি- মোড সমস্যা বলে।

১৮. ‘Methods of social Research’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Methods of social Research’ গ্রন্থের রচয়িতা হলেন কেনিথ ডি. বেইলি (Kenneth D. Bailey)।

১৯. সামাজিক গবেষণার শেষ ধাপ কোনটি?
উত্তর: সামাজিক গবেষণার শেষ ধাপ হচ্ছে তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন।

২০. ‘Foundation of social Research’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Foundation of social Research’ গ্রন্থের লেখক হলেন পি. ভি. ইয়াং (P.V.Young)।

২১. অনুকল্ল কী?
উত্তর: পূর্ববর্তী জ্ঞানের ওপর ভিত্তি করে গবেষণার উত্তর সম্পর্কে গবেষণার পূর্বেই গৃহীত অস্থায়ী সিদ্ধান্তকেই অনুমান বা অনুকল্ল বলে।

২২. সম্ভাবনার সর্বনিম্ন মান কত?
উত্তর: সম্ভাবনার সর্বনিম্ন মান ওয়ান (1)।

২৩. Statistics শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: ল্যাটিন শব্দ ‘Status’ ইতালিয়ান শব্দ ‘Statius’ এর জার্মান শব্দ ‘Statiatek’ হতে ‘Statistics’ শব্দের উৎপত্তি।

২৪. প্রচুরক কী?
উত্তর: কোনো তথ্যসারি বা নিবেশনে যে মানটি অধিক সংখ্যকবার থেকে ঐ মানটিকে উক্ত তথ্যসারির প্রচুরক বলে।

২৫. ভেদাঙ্ক কী?
উত্তর: কোনো তথ্যসারির বা নিবেশনের গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে ভেদাঙ্ক বলে।

২৬. কে সর্বপ্রথম ব্যবধানংক ব্যবহার করেন?
উত্তর: কার্ল পিয়ারসন সর্বপ্রথম ব্যবধানংক ব্যবহার করেন।

২৭. r=0 দ্বারা কী বোঝায়?
উত্তর: r=0 দ্বারা কী বোঝায় যে, চলক দুটি মধ্যে কোনো সম্পর্ক নেই।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

Research Methodology and Statistics Honors 3rd Year Suggestion PDF 2025

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি

১. সামাজিক গবেষণার উপাদানসমূহ কী কী?
২. মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও।
৩. গবেষণা নকশা বলতে কী বুঝ?
৪. অনুকল্প কী?

৫. একটি উত্তম অনুকল্পের বৈশিষ্ট্য লেখ।
৬. কেস স্টাডির পদ্ধতির সুবিধা কী?
৭. নমুনা জরিপ ও শুমারি জরিপের পার্থক্য কী?
৮. কেস স্টাডির পদ্ধতির অসুবিধা লেখ।

৯. প্রশ্নমালা ও সিডিউল এর মধ্যে পার্থক্য কী?
১০. একটি উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্য আলোচনা কর।
১১. একটি উত্তম প্রতিবেদনের বৈশিষ্ট্য লেখ।
১২. গণসংখ্যা নিবেশন বলতে কী বোঝো?

১৩. নিচের উপাত্ত হতে ১০ শ্রেণি ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো এবং এর ভিত্তিতে একটি আয়ত লেখ অঙ্কন কর।
২৫ ৩২ ৪২ ৩৫ ৭০ ৪৫ ৬৫ ৫২ ৩৮ ৫০
৪৭ ৫৬ ৬২ ৭৫ ৪৬ ৫৪ ৩৪ ‌‌ ৪৩ ৪৭ ‌ ২২
৩৭ ৪৫ ৪৮ ৫৫ ৭০ ৬৩ ৫২ ৬৭ ৫৩ ৫৬

১৪. গাণিতিক গড়ের সুবিধা ও অসুবিধা বর্ণনা করো।
১৫. নিচের উপাত্ত হতে মধ্যমা নির্ণয় কর:
3, 5, 9, 11, 10, 7, 8, 2
১৬. বিস্তার পরিমাপের উত্তম পরিমাপ কোনটি এবং কেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
১৭. নিচের তথ্য হতে পরিমিত ব্যবধান নির্ণয় কর:

5, 7, 8, 10, 14, 15, 18, 20, 22
১৮. নিচের উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয় কর:
4, 6, 8, 10, 11, 13, 16, 19, 21
১৯. সহ সম্পর্ক কী?
২০. শহর সম্বন্ধের বৈশিষ্ট্য লেখ।

Honors 3rd Year Research Methodology and Statistics Suggestion 2025

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি

১. গবেষণা কী? সামাজিক গবেষণার উপাদানগুলো উল্লেখ করো।
২. রাজনীতি অধ্যায়নের সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করো।
৩. গবেষণা নকশা কী? একটি উত্তম গবেষণা নকশার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৪. গবেষণা নকশার বিভিন্ন স্তর আলোচনা কর।

৫. উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতি আলোচনা কর।
৬. উপাত্ত কী? উপাত্ত সংগ্রহের পর্যবেক্ষণ পদ্ধতির সীমাবদ্ধতাসহ আলোচনা কর।
৭. প্রশ্নমালার সংজ্ঞা দাও। একটি উত্তম প্রশ্নমালা তৈরিতে কী কী সর্তকতা অবলম্বন করা উচিত?
৮. একটি সফল সাক্ষাৎকারের অপরিহার্য শর্তগুলো আলোচনা কর।
৯. রাষ্ট্রবিজ্ঞানের গবেষণায় পরিসংখ্যানের ব্যবহার আলোচনা কর।
১০. উপাত্ত কী বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন এর পার্থক্য লেখ।
১১. গণসংখ্যা প্রস্তুতির ধাপগুলো লেখ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন,গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান, অনার্স ৩য় বর্ষের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন
Honors Research Methodology and Statistics Suggestion 2025
গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন,গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান, অনার্স ৩য় বর্ষের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন

২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৩য় বর্ষের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান পরীক্ষার সাজেশন, 2025 অনার্স তৃতীয় বর্ষ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন

Honors 3rd year Common Suggestion 2025

আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান স্পেশাল সাজেশন 2025,Honors Research Methodology and Statistics Suggestion 2025

PDF Download গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন অনার্স ৩য় বর্ষের, অনার্স ৩য় বর্ষ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন, গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান অনার্স ৩য় বর্ষ সাজেশন,

Leave a Comment