Honors 3rd Year Social Inequality Suggestion, Social Inequality Suggestion PDF, short suggestion Honors 3rd year Social Inequality, Social Inequality suggestion Honors 3rd year, Suggestion Honors 3rd year Social Inequality,
Honors 3rd Year Social Inequality Suggestion 2025
Social Inequality Honors 3rd Year Exam Suggestion PDF, Honors Social Inequality Suggestion PDF Download, PDF Download Social Inequality Honors 3rd Year suggestion
চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের সামাজিক অসমতা, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সামাজিক অসমতা সাজেশন
অনার্স ৩য় বর্ষের সামাজিক অসমতা সাজেশন 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সামাজিক অসমতা (Social Inequality) সুপার সাজেশন Department of : Sociology & Other Department Subject Code: 232007 |
২০২৫ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৩য় বর্ষের সামাজিক অসমতা সাজেশন,সামাজিক অসমতা অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের সামাজিক অসমতা, অনার্স ৩য় বর্ষের সামাজিক অসমতা ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সামাজিক অসমতা সাজেশন,
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
Social Inequality Suggestion PDF 2025
ক. বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সামাজিক অসমতা সাজেশন
১. ‘Inequality Reexamined’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: Inequality Reexamined’ গ্রন্থের রচয়িতা অমর্ত্য সেন।
২. সামাজিক অসমতার দুটি উপাদান লেখ।
উত্তর: সামাজিক অসমতার দুটি উপাদান হলো বয়স লিঙ্গ।
৩. সামাজিক অসমতার জৈবিক উপাদান সমূহ কী কী?
উত্তর: সামাজিক অসমতার জৈবিক উপাদানসমূহ হলো লিঙ্গ, বয়স, বর্ণবৈষম্য ও বুদ্ধিবৃত্তিক পার্থক্য।
৪. “মানুষ স্বাধীনভাবে জন্মায়, কিন্তু সর্বত্রই শৃঙ্খলিত।” এটি কার উক্তি?
৫. দাসপ্রথা কোথায় প্রচলিত ছিল?
উত্তর: দাসপ্রথা গ্রিকে প্রচলিত ছিল।
৬. আদিম সাম্যবাদ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: আদিম সাম্যবাদ তত্ত্বের প্রবক্তা/ প্রবর্তক হলেন কার্ল মার্কস।
৭. দাসপ্রথাকে ‘living tools’ হিসেবে আখ্যায়িত করেন কে?
উত্তর: দাসপ্রথাকে ‘living tools’ হিসেবে আখ্যায়িত করে এ্যারিস্টটল।
৮. স্টেট কী?
উত্তর: মধ্যযুগের ইউরোপীয় সমাজে ভূমিকে কেন্দ্র করে যে স্তরবিন্যাস ছিল তাই স্টেট।
৯. এস্টেট প্রথার শ্রেণীসমূহ কী?
উত্তর: এস্টেট প্রধান তিনটি শ্রেণী হলো: যথা- ১. অভিজাত শ্রেণী, ২. ধর্মীয় শ্রেণি এবং ৪. সাধারণ শ্রেণী।
১০. মার্ককের মতে সর্বাধিক অসম সমাজ কোনটি?
উত্তর: মার্ককের মতে সর্বাধিক অসম সমাজ হলো পুঁজিবাদী সমাজ।
১১. ‘মর্যাদা’ প্রত্যয়টি কার?
উত্তর: . ‘মর্যাদা’ প্রত্যয়টি ভালো মাক্স ওয়েবারের।
১২. ‘Class in Modern Society’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: গ্রন্থের রচয়িতা সমাজবিজ্ঞানী টি. বি. বটোমোটো।
১৩. WID এর পূর্ণরূপ কি?
উত্তর: WID এর পূর্ণরূপ হল Women in Development.
১৪. কোন সালে CEDAW গৃহীত হয়?
উত্তর: ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর CEDAW গৃহীত হয়।
১৫. ‘Ideology and Utopia’ গ্রন্থটি কার?
উত্তর: Ideology and Utopia’ গ্রন্থটি কার্ল ম্যানহেইয়ের।
১৬. নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ?
উত্তর: বস্তুগত, মানবিক, বুদ্ধিভিত্তিক, রাজনৈতিক, অর্থনৈতিক পেশাগত ও সম্পদের ওপর নারীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার প্রক্রিয়ায় হলো নারীর ক্ষমতায়ন।
১৭. মর্যাদাগোষ্ঠী কী?
উত্তর: সামাজিক শ্রেণী বিভাজনের মাপকাঠিতে যারা উচ্চ শ্রেণীতে অবস্থান করে তারাই মর্যাদাগোষ্ঠী।
১৮. কাকেশীয়দের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: কাকেশীয়দের দুটি বৈশিষ্ট্য হলো দীর্ঘকায় ও বড় মাথার অধিকারী।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
Social Inequality Honors 3rd Year Suggestion PDF 2025
১৯. Ageism কী?
উত্তর: বয়সে প্রেক্ষিতে কারো প্রতি ঘৃণা, বিদ্বেষ ও বৈষম্যমূলক আচরণকে বয়স Ageism বলে।
২০. বয়স বিদ্বেষবাদ কাকে বলে?
উত্তর: বয়সের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ বা বৈষম্যকে বয়স বিদ্বেষবাদ বলে।
২১. অর্জিত মর্যাদা কী?
উত্তর: ব্যক্তি তার নিজের যোগ্যতায় সমাজ থেকেই যে মর্যাদা অর্জন করে তাই অর্জিত মর্যাদা।
২২. উন্নয়ন বলতে তুমি কি বোঝ?
উত্তর: সাধারণত কোন বিষয়ের সামগ্রিক ইতিবাচক পরিবর্তনই উন্নয়ন।
২৩. উল্লাম বি গতিশীলতার উদাহরণ দাও।
উত্তর: উল্লাম বি গতিশীলতার উদাহরণ হল স্কুলের কেরানি থেকে কলেজের অধ্যাপক হাওয়া।
২৪. দারিদ্র সংস্কৃতি প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: দারিদ্র্যের সংস্কৃতি প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন আমেরিকার নৃবিজ্ঞানী অস্কার লুইস।
২৫. বাংলাদেশ সরকার কখন বয়স্ক ভাতা কর্মসূচি চালু করেন?
উত্তর: বাংলাদেশের সরকার হাজার ১৯৯৮ সালে বয়স্ক ভাতা কর্মসূচী চালু করেন।
২৬. চরম দারিদ্র্য কী?
উত্তর: হলো দৈনিক ১৮০৫ কিলোক্যালরি খাদ্যগ্রহণের সামর্থ্য নেই।
২৭. বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান উৎসটি লেখ।
উত্তর: বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান উৎস ট্যাক্স বা কর।
Honors 3rd Year Social Inequality Suggestion 2025
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী সামাজিক অসমতা সাজেশন
১. সামাজিক অসমতার কারণ কী?
২. সামাজিক অসমতার প্রকৃতি সংক্ষেপে আলোচনা কর।
৩. সামাজিক অসমতার সাথে সামাজিক স্তরবিন্যাসের সম্পর্ক আলোচনা কর।
৪. সমতাভিত্তিক সমাজের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখ।
৫. শিকার ও সংগ্রহভিত্তিক সমাজের বৈশিষ্ট্য গুলি লেখ।
৭. সামাজিক গতিশীলতার ধরনগুলো উদাহরণসহ লেখ।
৬. দাস প্রথা কী?
৮. বর্ণ প্রথা কী?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৯. শ্রেণীর বৈশিষ্ট্য সমূহ লেখ।
১০. এলিট আবর্তন বলতে কি বুঝ?
১১. পিতৃতন্ত্র বলতে কি বুঝায়?
১২. লিঙ্গ বৈষম্য নির্ধারকসমূহ সংক্ষেপে লেখ।
১৩. লিঙ্গ বৈষম্যের কারণসমূহ লেখ।
১৪. নৃগোষ্ঠী কী?
১৫. বর্ণবৈষম্যবাদ বলতে কি বুঝ?
১৬. বয়স বৈষম্যবাদ কাকে বলে?
১৭. সামাজিক গতিশীলতার কারণসমূহ সংক্ষেপে লেখ।
১৮. দারিদ্র বলতে কি বুঝ?
১৯. দারিদ্র্য নিরসন কী?
২০. বাংলাদেশের সামাজিক অসমতার উপাদানগুলি সংক্ষেপে লেখ।
2025 সামাজিক অসমতা অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নবলি সামাজিক অসমতা সাজেশন
১. সামাজিক অসমতা বলতে কি বোঝো সামাজিক অসমতার ঐতিহাসিক ধরন গুলি আলোচনা কর।
২. সামাজিক অসমতা পাঠের বা অধ্যায়নের সমাজতান্ত্রিক তাৎপর্য আলোচনা কর।
৩. সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক অসমতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর।
৪. শিকার ও সংগ্রহ সমাজের সামাজিক অসমতার প্রকৃতি আলোচনা কর।
৫. সামাজিক অসমতার উপকরণ হিসেবে ‘এস্টেট ব্যবস্থা’ আলোচনা কর।
৬. জাতি বর্ণ ও সামাজিক শ্রেণীর মধ্যে পার্থক্য লেখ।
৭. কার্ল মার্কসের সামাজিক অসমতা ও স্তরবিন্যাস তত্ত্বটি আলোচনা কর।
৮. ম্যাক্স ওয়েবারের সামাজিক অসমতার তত্ত্বটি পর্যালোচনা কর।
৯. নারীর মর্যাদা প্রতিষ্ঠায় বিশ্বায়নের ভূমিকা বিশ্লেষণ কর।
১০. বাংলাদেশের লিঙ্গ বৈষম্য বৈষম্য দূরীকরণের পদক্ষেপ সমূহ আলোচনা কর।
১১. এথনিক ও অসমতা ব্যাখ্যা করতে গিয়ে সমাজবিজ্ঞানীরা সমাজ জীবনের কোন কোন বিষয়ের উপর দৃষ্টি দিয়েছেন? আলোচনা কর।
১২. বাংলাদেশের জনগোষ্ঠীর নৃগোষ্ঠীগত পরিচয় বিশ্লেষণ কর।
১৩. বাংলাদেশ প্রবীণ জনগোষ্ঠী সমস্যা সমূহ আলোচনা কর।
১৪. বাংলাদেশের সামাজিক গতিশীলতার নির্ধারকসমূহ কি?
১৫. বাংলাদেশের সামাজিক গতিশীলতার কারণ সমূহ কি কি আলোচনা কর।
১৭. দারিদ্র কি? বাংলাদেশের আর্থসামাজিক জীবনে দারিদ্র্যের প্রভাব পর্যালোচনা কর।
১৮. উদাহরণসহ বাংলাদেশের সামাজিক অসমতার প্রকৃতি ব্যাখ্যা কর।
১৯. বাংলাদেশের সামাজিক অসমতা বৃদ্ধির কারণগুলো আলোচনা কর।
২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৩য় বর্ষের সামাজিক অসমতা পরীক্ষার সাজেশন, 2025 অনার্স তৃতীয় বর্ষ সামাজিক অসমতা সাজেশন
Honors 3rd year Common Suggestion 2025
আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের সামাজিক অসমতা স্পেশাল সাজেশন 2025,Honors Social Inequality Suggestion 2025
PDF Download সামাজিক অসমতা অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, সামাজিক অসমতা অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, সামাজিক অসমতা সাজেশন অনার্স ৩য় বর্ষের, অনার্স ৩য় বর্ষ সামাজিক অসমতা সাজেশন, সামাজিক অসমতা অনার্স ৩য় বর্ষ সাজেশন,