Social Psychology Honors 3rd Year Exam Suggestion PDF, Honors Social Psychology Suggestion PDF Download, PDF Download Social Psychology Honors 3rd Year suggestion,
Honors 3rd Year Social Psychology Suggestion 2024
Honors 3rd Year Social Psychology Suggestion, Social Psychology Suggestion PDF, short suggestion Honors 3rd year Social Psychology, Social Psychology suggestion Honors 3rd year, Suggestion Honors 3rd year Social Psychology
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সমাজ মনোবিজ্ঞান (Social Psychology) সুপার সাজেশন Department of : Sociology & Other Department Subject Code: 232015 |
২০২৪ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
সমাজ মনোবিজ্ঞান সাজেশন,সমাজ মনোবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের সমাজ মনোবিজ্ঞান, অনার্স ৩য় বর্ষের সমাজ মনোবিজ্ঞান ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সমাজ মনোবিজ্ঞান সাজেশন
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
Social Psychology Suggestion PDF 2024
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. সমাজ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।
উত্তর:সমাজ ব্যক্তির আচরণের বিজ্ঞানকে সমাজ মনোবিজ্ঞান বলা হয়।
২. ‘সমাজ মনোবিজ্ঞান সামাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞান- উক্তিটি কে করেছেন?
উত্তর: সমাজ মনোবিজ্ঞান সামাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞান উক্তিটি- বিজ্ঞানী ক্রেচ, ক্রাচফিল্ড এবং ব্যালাচি এর।
৩. সামাজিকীকরণ কী?
উত্তর: সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানবশিশুর ক্রমশ সামাজিক মানুষের পরিণত হয়।
৪. শিশুর সামাজিকীকরণে প্রথম স্তর কোনটি?
উত্তর: শিশুর সামাজিকীকরণ এর প্রথম স্তর হল মৌখিক।
৫. এরিকসন শিশুর মানসিক উন্নয়নে কয়টি পর্যায়ের কথা বলেছেন?
উত্তর: এরিকসন শিশুর মানসিক উন্নয়নের ৮ টি কথা পর্যায়ের বলেছে।
৬. প্রত্যক্ষণ কী?
উত্তর: প্রত্যক্ষণ হচ্ছে একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় মস্তিষ্ক সংবেদন নির্বাচন সংগঠন ও বিশ্লেষণ করে।
৭. সংবেদন কাকে বলে?
উত্তর: কোন বিষয়বস্তু সম্পর্কে আমাদের নিষ্ক্রিয় প্রাথমিক চেতনার সংমিশ্রণকে সংবেদন বলে।
৮. ব্যক্তি প্রত্যক্ষণ কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ার সাহায্যে কোন ব্যক্তি অন্য ব্যক্তির আচরণের বিভিন্ন দিক সম্পর্কে কোনো ধারণা করে থাকে তাকে ব্যক্তি প্রত্যক্ষণ বলে।
৯. প্রেষণা কত প্রকার ও কী কী?
উত্তর: প্রেষণা দুই প্রকার। যথা- ১. অভ্যন্তরীণ ও ২. বাহ্যিক।
১০. প্রেষণা সংযুক্তি সূচক মনোভাব কী?
উত্তর: যে মনোভাব সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যকার সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে সেগুলোকে প্রেষণা সংযুক্তি সূচক মনোভাব বলে।
১১. কে কখন সামাজিকতা মাপনী পদ্ধতি উদ্ভাবন করেন?
উত্তর: বেগারডাস ১৯২৫ সালে সামাজিকতা মাপনী পদ্ধতি উদ্ভাবন করেন।
১২. মনোভাব পরিবর্তনে ভারসাম্যবাদের প্রবক্তা কে?
উত্তর: মনোভাব পরিবর্তনে ভারসাম্যবাদের প্রবক্তা হলেন মনোবিজ্ঞানী হাউজার ও নিউকম্বো।
১৩. সামাজিক গোষ্ঠী কী?
উত্তর: সামাজিক গোষ্ঠী বলতে দুই বা ততোধিক ব্যক্তির সমষ্টিকে বুঝায় যারা একটি স্বীকৃত সংগঠনের মাধ্যমে পরস্পরের ওপর কাজ করে।
১৪. সি. এইচ. কুলির মতানুযায়ী গোষ্ঠী কত প্রকার ও কী কী?
উত্তর: সি. এইচ. কুলির মত অনুযায়ী গোষ্ঠী দুই প্রকার। যথা- ১. মুখ বা প্রাথমিক গোষ্ঠী এবং ২. গৌণ বা মাধ্যমিক গোষ্ঠী।
১৫. প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ দাও্
উত্তর: প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ হল- পরিবার।
১৬. মানুষের পারস্পরিক যোগাযোগের প্রধান মাধ্যম কোনটি?
উত্তর: মানুষের পারস্পরিক যোগাযোগের মাধ্যম প্রধান মাধ্যম ভাষা্
১৭. চিন্তার প্রধান বাহন কী?
উত্তর: চিন্তার প্রধান বাহন হল ভাষা।
১৮. অবাচনিক যোগাযোগ কী?
উত্তর: ভাষা ব্যতীত মানুষ তার মুখ,চোখ, হাত-পা শরীর প্রভৃতি বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্য মুখভাব, দেহভঙ্গি,ইশারা, প্রভৃতির মাধ্যমে মনের ভাব বিনিময়ের মাধ্যমকে যোগাযোগ বলে।
১৯. ব্যক্তিত্বের সূতিকাগার কোনটি?
উত্তর: ব্যক্তিত্বের সূতিকাগার হলো সংস্কৃতি।
২০. অধিসত্তা কি সাধারণত মানবচরিত্রের ভালো দিকগুলোই (যেমন- বিবেক, ধৈর্য, আত্মসংসম,) অধিসত্তা।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
Social Psychology Honors 3rd Year Suggestion PDF 2024
২১. অহম কী?
উত্তর: অহম হল ব্যক্তির বাস্তবসত্তা।
২২. আদিসত্তা কী?
উত্তর: আদি সত্য হলো মানুষের জন্মগত জৈবিক সত্তা।
২৩. ইলেক্ট্রা কমপ্লেক্স কী?
উত্তর: মেয়ে শিশুর মধ্যে পিতার প্রতি যৌনশক্তির প্রভাব প্রবনতাই হল ইলেক্ট্রা কমপ্লেক্স।
২৪. ঐশ্বরিক নেতৃত্ব কাকে বলে?
উত্তর: যে নেতৃত্বে নেতা তার ব্যক্তিগত গুণাবলী আদর্শ ও মূল্যবোধ দিয়ে অন্যের কাছে ঐশ্বরিক ক্ষমতা ও পূজনীয় ব্যক্তি হিসেবে প্রতিভাতহন তাকে ঐশ্বরিক নেতৃত্ব বলে।
২৫. গণতান্ত্রিক নেতৃত্ব কী?
উত্তর: গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নেতৃত্ব প্রদান করা হয় তাই গণতান্ত্রিক নেতৃত্ব।
২৬. জনতার আচরণের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: জনতার আচরণেরদুটি বৈশিষ্ট্য হলো- ১. মানসিক সম্পূরকতা ও ২. আবেগপ্রবণতা।
২৭. জনতা প্রধানত কত প্রকার ও কী কী?
উত্তর: জনতা প্রধানত চার প্রকার। যথা- ১. আকস্মিক জনতা, ২. সংক্রিয় জনতা, ৩. অভিব্যক্তিপূর্ণ জনতা, ও ৪. প্রথাগত জনতা।
২৮. উৎশৃংঙ্খলা কী?
উত্তর: আইন অমান্যকারী শৃংঙ্খল জনতাকে উৎশৃংঙ্খলা বলে।
২৯. গুজব কী?
উত্তর: গুজব হল-অতিদ্রুত প্রচারিত প্রমাণহীন ও বিকৃত তথ্য।
৩০. ফ্যাশন কী?
উত্তর: ফ্যাশন বলতে বুঝায় প্রচলিত কোনো একটি প্রথা বাড়িটির সমাজ স্বীকৃত ব্যতিক্রমী একটি রূপ।
৩১. উগ্রশখ কী?
উত্তর: উগ্রশখ হল প্রচলিত সামাজিক মূল্যবোধের অনেকটা ব্যতিক্রমধর্মী বা দৃষ্টিকটু আচরণ।
৩২. প্রপাগান্ডা কী?
উত্তর: সাধারণত সরকারবিরোধী প্রচার-প্রচারণা প্রোপাগান্ডা বলে।
৩৩. ‘জনমত জনগণের নয় এবং মত ও নয়।’- উক্তিটি কার?
উত্তর: ‘জনমত জনগণের নয় এবং মত ও নয়।’- উক্তিটি অধ্যাপক গেটেলের।
৩৪. কিম্বল ইয়ং এর মতে জনমত গঠনের পর্যায় কয়টি?
উত্তর: কিম্বল ইয়ং এর মতে জনমত গঠনের পর্যায় চারটি।
৩৫. জনমত গঠনের দুটি বাহন এর নাম লেখ।
উত্তর: জনমত গঠনের দুটি বাহন এর নাম হলো- ১. সংবাদপত্র ও ২. ইন্টারনেট।
৩৬. ‘AN introduction to Social Psychology’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর ‘AN introduction to Social Psychology’ গ্রন্থের রচয়িতা এইচ সি লিন্ডগ্রিন।
৩৭. ‘Hand Book of Social Psychology’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Hand Book of Social Psychology’ গ্রন্থের রচয়িতা মনোবিজ্ঞানী কিম্বল ইয়ং।
৩৮. US এবং UR এর পূর্ণরূপ কি
উত্তর: US এবং UR এর পূর্ণরূপ হল- Unconditional Stimulus Unconditional Response.
৩৯. `Persona’ শব্দের অর্থ কী?
উত্তর `Persona’ শব্দের অর্থ মুখোশ
Honors 3rd Year Social Psychology Suggestion 2024
খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন
১. সমাজ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।
২. মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো।
৩. জনমত গঠনে পরিবারের ভূমিকা আলোচনা করো
৪. সামাজিকীকরণের সংজ্ঞা দাও।
৫. শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো।
৬. প্রত্যক্ষণের জৈবিক উপাদানগুলো উল্লেখ করো।
৭. প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য আলোচনা করো।
৮. জৈবিক প্রেষণা কি?
৯. মনোভাবের সংজ্ঞা দাও।
১০. মনোভাবের পরিমাপের সমস্যাগুলো আলোচনা করো।
১১. মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখাও।
১২. যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলো কী।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৩. গণমাধ্যম এর সংজ্ঞা দাও।
১৪. অন্তর্মুখী ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য নিরূপণ করো।
১৫. একজন ভাল নেতার বৈশিষ্ট্য উল্লেখ করো।
১৬. গণতান্ত্রিক নেতৃত্ব ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
১৭. জনতার ও উশৃংখল জনতার মধ্যে পার্থক্য নির্ণয় করো।
১৮. জনতা ও শ্রোতা মণ্ডলীর মধ্যে পার্থক্য লেখ।
১৯. জনমত গঠনের প্রক্রিয়া টি ব্যাখ্যা করো।
2024 সমাজ মনোবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ-বিভাগ রচনামূলক প্রশ্ন
১. সমাজ মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ আলোচনা করো।
২. সমাজ মনোবিজ্ঞান এ ব্যবহৃত পদ্ধতি সমূহ আলোচনা করো।
৩. সমাজ মনোবিজ্ঞান সমস্ত ব্যক্তিরা আচরণের বিজ্ঞান উক্তিটি ব্যাখ্যা করো।
৪. সামাজিকীকরণে পরিবার ও ও শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকা আলোচনা কর।
৫. সামাজিকীকরণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা কর।
৬. আচরণের ওপর সাংস্কৃতিক প্রভাব আলোচনা কর।
৭. সামাজিক প্রত্যক্ষণের বিভিন্ন উপায়সমূহ আলোচনা কর।
৮. প্রত্যক্ষনের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা দাও।
৯. প্রেষণার বিভিন্ন পর্যায়ে আলোচনা কর।
১০. মনোভাবের গঠন ও বিকাশ বিশ্লেষণ কর।
১১. মনোভাব পরিমাপক স্কেল ব্যাখ্যা কর।
১২. রহমানসহ বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠী বা দল সম্পর্কে আলোচনা কর।
১৩. গোষ্ঠী কি মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা কর।
২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের সমাজ মনোবিজ্ঞান পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ সমাজ মনোবিজ্ঞান সাজেশন
১৪. উন্নয়নশীল দেশে জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা মূল্যায়ন কর।
১৫. যোগাযোগ কি যোগাযোগের অপরিহার্য শর্তগুলো বর্ণনা কর।
১৬. যোগাযোগের অবাচনিক সংকেতসমূহ আলোচনা কর।
১৭. ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ব্যক্তিত্যের নির্ধারকসমূহ আলোচনা কর।
১৮. ব্যক্তিত্বের গঠন ও বিকাশ আলোচনা কর।
১৯. ফলপ্রসূ নেতার বৈশিষ্ট্য আলোচনা কর।
২০. নেতৃত্ব মূলত বিশেষ পরিস্থিতিতে নেতা ও তার অনুগামীদের সম্পর্কের ফলাফল ব্যাখ্যা কর।
২১. সামাজিক পরিবর্তনের নেতৃত্বের ভূমিকা আলোচনা কর।
২২. গুজব ও প্রচারণার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
২৩. কার্যকরী প্রচারণার বিভিন্ন কৌশল ও নীতিসমূহ বর্ণনা কর।
২৪. জনমত কী? জনমত গঠনের মাধ্যমগুলো বর্ণনা কর।
Honors 3rd year Common Suggestion 2024
আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের সমাজ মনোবিজ্ঞান স্পেশাল সাজেশন 2024,Honors Social Psychology Suggestion 2024
PDF Download সমাজ মনোবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, সমাজ মনোবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, সমাজ মনোবিজ্ঞান সাজেশন অনার্স ৩য় বর্ষের, অনার্স ৩য় বর্ষ সমাজ মনোবিজ্ঞান সাজেশন, সমাজ মনোবিজ্ঞান অনার্স ৩য় বর্ষ সাজেশন,