Honors 4th Year History of Bangla Literature-3 Suggestion, History of Bangla Literature-3 Suggestion PDF, short suggestion Honors 4th year History of Bangla Literature-3 , History of Bangla Literature-3 suggestion Honors 4th year, Suggestion Honors 4th year History of Bangla Literature-3 ,
Honors 4th Year History of Bangla Literature-3 Suggestion 2025
অনার্স ৪র্থ বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ৩ পরীক্ষার সাজেশন, অনার্স চতুর্থ বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস ৩ সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ৩ সাজেশন 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] বাংলা সাহিত্যের ইতিহাস ৩ (History of Bangla Literature-3) সুপার সাজেশন Department of : Bangla & Other Department Subject Code: 241001 |
২০২৫ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৪র্থ বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ৩ সাজেশন,বাংলা সাহিত্যের ইতিহাস ৩ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ৩, অনার্স ৪র্থ বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ৩ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন বাংলা সাহিত্যের ইতিহাস ৩ সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
History of Bangla Literature-3 Suggestion PDF 2025
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. শামসুদ্দীন আবুল কালামের ‘কাশবনের কন্যা’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : শামসুদ্দীন আবুল কালামের ‘কাশবনের কন্যা’ উপন্যাসটি ১৯৫৪ সালে প্রকাশিত হয়।
২. ‘ক্রীতদাসের হাসি’ কত সালে প্রাকাশিত হয়?
উত্তর : ‘ক্রীতদাসের হাসি’ ১৯৬২ সালে প্রকাশিত হয়।
৩. শওকত ওসমান রচিত ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের আরবি নাম কী?
উত্তর : শওকত ওসমান রচিত ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের আরবি নাম জাহাকুল আব্দ।
৪. শওকত ওসমানের প্রতীকধর্মী উপন্যাস কোনটি?
উত্তর : শওকত ওসমানের প্রতীকধর্মী উপন্যাস ‘ক্রীতদাসের হাসি’।
৫. ‘সারেং বৌ’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
উত্তর : ‘সারেং বৌ’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নবিতুন।
৬. ‘সংশপ্তক’ উপন্যাসের রাবু চরিত্র শেষ পর্যন্ত কোন আদর্শ গ্রহণ করেছে?
উত্তর : ‘সংশপ্তক’ উপন্যাসের রাবু চরিত্র শেষ পর্যন্ত বামপন্থি রাজনৈতিক আদর্শ গ্রহণ করেছে।
৭. ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের বিষয়বস্তু কী?
উত্তর : ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের বিষয়বস্তু গ্রামীণ জীবনের শ্রেণি-সংগ্রাম ও তার পরিণতি।
৮. ‘গায়ত্রী সন্ধ্যা’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর : ‘গায়ত্রী সন্ধ্যা’ উপন্যাসের রচয়িতা কথাশিল্পী সেলিনা হোসেন।
৯. আবু ইসহাকের প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর : আবু ইসহাকের প্রথম উপন্যাসের নাম ‘সূর্য দীঘল বাড়ি’।
১০. সৈয়দ শামসুল হকের জন্ম কত সালে?
উত্তর : সৈয়দ শামসুল হকের জন্ম ১৯৩৫ সালের ডিসেম্বর।
১১. জহিরুল ইসলামের ‘অগ্নিসাক্ষী’ উপন্যাসে জাতীয় রাজনীতির কোন উত্তাল ঘটনাপ্রবাহ বর্ণিত হয়েছে?
উত্তর : জহিরুল ইসলামের ‘অগ্নিসাক্ষী’ উপন্যাসে ‘৬৯ এর জাতীয় রাজনীতির উত্তাল ঘটনাপ্রবাহ বর্ণিত হয়েছে।
১২. ‘পথ জানা নাই’ গল্প গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : ‘পথ জানা নাই’ গল্প গ্রন্থটি রচনা করেন শামসুদ্দীন আবুল কালাম।
১৩. ‘জেগে আছি’ ও ‘ধানকন্যা’ গ্রন্থ দুটির রচয়িতা কে?
উত্তর : ‘জেগে আছি’ ও ‘ধানকন্যা’ গ্রন্থ দুটির রচয়িতা ড. আলাউদ্দিন আল আজাদ।
১৪. সরদার জয়েনউদ্দীনের প্রথম গল্পগ্রন্থ কোনটি?
উত্তর : সরদার জয়েনউদ্দীনের প্রথম গল্পগ্রন্থ ‘নয়ানঢুলী’।
১৫. ‘পাঞ্জেরি’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘পাঞ্জেরি’ শব্দটির অর্থ নৌকা বা জাহাজের অগ্রভাগে অবস্থিত আলোক দিশারি বা নৌ কর্মী।
১৬. আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর : আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম রাত্রিশেষ (১৯৬২)।
১৭. আহসান হাবীবের দুটি কাব্যের নাম লেখ।
উত্তর : আহসান হাবীবের দুটি কাব্যের নাম হলো- ছায়া হরিণ (১৯৬২), সারা দুপুর (১৯৬৪)।
১৮. সিকানদার আবু জাফরের প্রথম কাব্য কোনটি?
উত্তর : সিকান্দার আবু জাফরের প্রথম কাব্য প্রশ্ন প্রহর (১৯৬৫)।
১৯. ‘বাংলা ছাড়ো’ কাব্য গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘বাংলা ছাড়ো’ কাব্যগ্রন্থটির রচয়িতা সিকান্দার আবু জাফর।
২০. “কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি”– কবিতাটি লিখেছেন? – কবিতাটি কে লিখেছেন?
উত্তর : “কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি” -কবিতাটি লিখেছেন মাহবুব উল আলম চৌধুরী।
২১. ‘আসাদের শার্ট’ কবিতায় কবি শামসুর রাহমান কোন সময়কে তুলে ধরেছেন?
উত্তর : ‘আসাদের শার্ট’ কবিতায় কবি শামসুর রাহমান উনসত্তরের গণঅভ্যুত্থানের সময়কে তুলে ধরেছেন।
২২. ‘পৃথক পালঙ্ক’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘পৃথক পালঙ্ক’ গ্রন্থের রচয়িতা আবুল হাসান।
২৩. শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর : শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম— ‘প্রথম গান, দ্বিতীয়-মৃত্যুর আগে’ (১৯৬০)।
২৪. উত্তরাধিকার’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘উত্তরাধিকার’ কাব্যগ্রন্থের রচয়িতা শহীদ কাদরী ।
২৫. নেমেসিস কে?
উত্তর : নেমেসিস গ্রিক পুরাণে বর্ণিত দেবী, যিনি মানুষের নানা অপকর্মের শাস্তি বিধানে দায়িত্বপ্রাপ্ত।
২৬. ‘বেদের মেয়ে’ নাটকটি কার লেখা?
উত্তর : ‘বেদের মেয়ে’ নাটকটি জসীমউদ্দীনের লেখা।
২৭. মুনীর চৌধুরী দুটি পূর্ণাঙ্গ মৌলিক নাটকের নাম লেখ।
উত্তর : মুনীর চৌধুরীর দুটি পূর্ণাঙ্গ মৌলিক নাটকের নাম হলো- রক্তাক্ত প্রান্তর (১৯৬২), চিঠি (১৯৬৬)।
২৮. মুনীর চৌধুরীর রচিত দুটি নাটকের নাম লেখ।
উত্তর : মুনীর চৌধুরী রচিত দুটি নাটক হলো ‘কবর’ ও ‘রক্তাক্ত প্রান্তর’।
২৯. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন আঙ্গিকের নাটক?
উত্তর : ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ এক ধরনের কাব্য নাটক।
৩০. মমতাজউদ্দীন আহমদের ‘কী চাহ শঙ্খচিল’ নাটকে কোন কাহিনি বর্ণিত হয়েছে?
উত্তর : মমতাজউদ্দীন আহমদের ‘কী চাহ শঙ্খচিল’ নাটকে হানাদার বাহিনী কর্তৃক নারী নির্যাতনের কাহিনি বর্ণিত হয়েছে।
৩১. ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থের লেখক নীলিমা ইব্রাহিম।
৩২. ‘আমি বলছি’ গ্রন্থে উপজীব্য কী?
উত্তর : ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থের উপজীব্য মুক্তিযুদ্ধ।
৩৩. বদরুদ্দীন উমরের প্রবন্ধ সাহিত্যের বিষয় কী?
উত্তর : বদরুদ্দীন উমরের প্রবন্ধ সাহিত্যের বিষয় ভাষা আন্দোলন, স্বদেশ, সমাজ এবং রাজনীতি।
৩৪. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থটির লেখক ড. শহীদুল্লাহ।
৩৫. ‘শিখা’ পত্রিকার মূলবাণী কী ছিল?
উত্তর : ‘শিখা’ পত্রিকার মূলবাণী হলো “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বৃদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”
৩৫. ‘সংস্কৃতি কথা’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘সংস্কৃতি কথা’ গ্রন্থের লেখক মোতাহের হোসেন চৌধুরী।
৩৭. ‘জোক’ গল্পটি কে রচনা করেছেন?
উত্তর : ‘জোক’ গল্পটি আবু ইসহাক রচনা করেছেন।
৩৮. ‘পথ জানা নাই’ গল্পে বর্ণিত গ্রামের নাম কী?
উত্তর : ‘পথ জানা নাই’ গল্পে বর্ণিত গ্রামের নাম ‘মাউলতলা’।
৩৯. সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর : সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম সমকাল।
৪০. সেলিনা হোসেনের লেখা মুক্তিযুদ্ধবিষয়ক একটি উপন্যাসের নাম লেখ।
উত্তর : সেলিনা হোসেনের লেখা মুক্তিযুদ্ধবিষয়ক ঔপন্যাস উপন্যাস— হাঙড় নদী গ্রেনেড।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
History of Bangla Literature-3 Honors 4th Year Suggestion PDF 2025
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ উপন্যাসের বিষয়ভাবনা সংক্ষেপে লেখ।
২. শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসসমূহের সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের তালিকাসহ পরিচয় দাও।
৩. শওকত ওসমানের ‘জননী’ উপন্যাসের দরিয়া বিবি চরিত্রের মাতৃত্বের স্বরূপ তুলে ধর।
৪. শহীদুল্লা কায়সারের ‘সংশপ্তক’ উপন্যাসের নামকরণের যৌক্তিকতা প্রতিষ্ঠা কর।
৫. শহীদুল্লা কায়সারের ‘সারেং বৌ’ উপন্যাস কী অর্থে স্বতন্ত্র?
PDF Download বাংলা সাহিত্যের ইতিহাস ৩ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2025
৬. ‘সারেং বৌ’ উপন্যাসে বাংলাদেশের গ্রামীণ জীবনের যে ছবি ফুটে উঠেছে, তার পরিচয় দাও।
৭. বাংলাদেশের সাহিত্যে ঔপন্যাসিক সেলিনা হোসেনের স্থান নিরূপণ কর।
৮. ‘পোকামাকড়ের ঘরবসতি’ উপন্যাসের বিষয়ভাবনার পরিচয় দাও।
৯. রিজিয়া রহমানের ‘বং থেকে বাংলা’ উপন্যাসের বিষয় ভাবনা তুলে ধর।
১০. হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ উপন্যাসের স্বরূপ বিশ্লেষণ কর।
১১. ‘কাঁটাতারে প্রজাপতি’ উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত? আলোচনা কর।
১২. সৈয়দ ওয়লীউল্লাহ্র ‘নয়নচারা’ গল্পে বিধৃত শহর জীবনের পরিচয় দাও।
১৩. সৈয়দ ওয়ালীউল্লাহর ছোটগল্প গ্রন্থগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও।
১৪. শামসুদ্দীন আবুল কালামের ‘পথ জানা নাই’ গল্পে গ্রাম কীভাবে তার স্বকীয়তা হারায়? সংক্ষেপে লেখ।
১৫. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের বিষয়বস্তু আলোচনা কর।
অথবা, ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের বিষয় আলোচনা কর।
১৬. সরদার জয়েনউদ্দীনের ছোটগল্পের বৈশিষ্ট্য নিরূপণ কর।
১৭. ছোটগল্পকার হিসেবে আলাউদ্দিন আল আজাদের অবদান তুলে ধর।
১৮. আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্পের স্বরূপ বিশ্লেষণ কর।
অথবা, আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্পের স্বরূপ নির্ণয় কর।
১৯. ‘কলিমদ্দি দফাদার’ গল্প অবলম্বনে পাকহানাদার বাহিনীর বর্বরতার পরিচয় দাও।
২০. বিশ শতকের ষাটের দশকের বাংলাদেশের কবিতার বৈশিষ্ট্যসমূহ লিপিবদ্ধ কর।
২১. বাংলাদেশের কবিতায় ভাষা আন্দোলনের প্রভাব সম্পর্কে বর্ণনা কর।
অথবা, আহসান হাবীবের কবিমানসের পরিচয় দাও।
২২. আহসান হাবীব এর কবিমানসের পরিচয় দাও।
২৩. জসীমউদ্দীনকে পল্লিকবি বলা হয় কেন?
২৪. সিকান্দার আবু জাফরের কবিমানসের পরিচয় দাও।
২৫. বেগম সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২৬. শামসুর রাহমানের ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের বিষয়বস্তু লেখ।
অথবা, শামসুর রাহমানের ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের বিষয়বস্তু বর্ণনা কর।
২৭. কবি হাসান হাফিজুর রহমান কী অর্থে যন্ত্রণাদগ্ধ কবি? ব্যাখ্যা কর।
২৮. ‘সোনালী কাবিন’ কাব্য অবলম্বনে কবি আল মাহমুদের – ঐতিহ্যপ্রীতির পরিচয় দাও।
২৯. নাট্যকার হিসেবে সৈয়দ ওয়ালীউল্লাহর পরিচয় দাও।
৩০. বাংলা নাটকের বিকাশে নাট্যকার নূরুল মোমেনের অবদান সংক্ষেপে আলোচনা কর।
৩১. ‘নেমেসিস’ নাটকের বিষয়ভাবনা সংক্ষেপে আলোচনা কর।
অথবা, ‘নেমেসিস’ নাটকের বিষয়-ভাবনা সম্পর্কে আলোচনা কর।
৩২. বাংলা নাটকে মুনীর চৌধুরীর অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৩৩. সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্য হিসেবে কতটা সফল তা বিচার কর।
৩৪. সৈয়দ শামসুল হক রচিত ‘নূরলদীনের সারাজীবন’ নাটকের চরিত্রগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও।
৩৫. আবুল ফজলের প্রাবন্ধিক মানসের পরিচয় দাও।
৩৬. প্রাবন্ধিক আবুল ফজলের প্রবন্ধের বিষয়বৈচিত্র্য সংক্ষেপে লেখ।
৩৭. বাঙালী সংস্কৃতি সম্পর্কে আহমদ শরীফের অভিমত বর্ণনা কর।
অথবা, বাঙালি সংস্কৃতি সম্পর্কে আহমদ শরীফের অভিমত কী?
৩৮. মোতাহের হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের আলোচ্য বিষয় কী?
অথবা, প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর ‘জীবন ও বৃদ্ধ প্রবন্ধের মূল বক্তব্য উপস্থাপন কর।
৩৯. ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধ অবলম্বনে সংস্কৃতির স্বরূপ ব্যাখ্যা কর।
৪০. ‘সংস্কৃতি কথা’ অবলম্বনে লেখকের ধর্ম-চেতনার স্বরূপ সংক্ষেপে বর্ণনা কর।
৪১. কাজী মোতাহের হোসেনের মতে সাহিত্যের উদ্দেশ্য কী?
৪২. বাংলা সাহিত্যে মুহম্মদ মুনসুর উদ্দিনের অবদান মূল্যায়ন কর।
2025 বাংলা সাহিত্যের ইতিহাস ৩ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. চেতনা প্রবাহরীতি কী? সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাসে এর কী পরিচয় পাওয়া যায়?
২. সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাসে অস্তিত্ববাদ কীভাবে প্রতিফলিত হয়েছে, তা আলোচনা কর।
অথবা, অস্তিত্ববাদ কী? সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাসে অস্তিত্ববাদ কীভাবে প্রতিফলিত হয়েছে? আলোচনা কর।
৩. “সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস আঙ্গিকে আন্তর্জাতিক কিন্তু বিষয় ভাবনায় স্বাদেশিক।” -আলোচনা কর।
অথবা, “সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস আন্তর্জাতিক হয়েও স্বাদেশিক।” -মন্তব্যটির তাৎপর্য স্পষ্ট কর।
৪. বাংলাদেশের উপন্যাসে শওকত ওসমানের অবদান মূল্যায়ন কর।
৫. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রচনায় শওকত ওসমানের সাফল্য আলোচনা কর।
৬. “সময় সংকট ও জীবনাদর্শ নির্বাচনের প্রশ্নে ‘সংশপ্তক’ প্রাগ্রসরকালের শিল্পরূপ। –আলোচনা কর।
৭. বাংলা সাহিত্যের ঔপন্যাসিক জহির রায়হানের অবদান আলোচনা কর।
অথবা, ঔপন্যাসিক হিসেবে জহির রায়হানের সার্থকতা আলোচনা কর।
৮. স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের উপন্যাসের বিষয় বৈচিত্রা আলোচনা কর।
৯. বাংলাদেশের ছোটগল্পে মুক্তিযুদ্ধের প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত নিবন্ধ লেখ।
১০. মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের ছোটগল্পে বিস্তৃত আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আলোকপাত কর।
১১. বাংলাদেশের ছোটগল্পে চিত্রিত মুক্তিযুদ্ধের চালচিত্র বিশ্লেষণ কর।
১২. “ছোটগল্পকার হিসেবে বাংলা সাহিত্যে শওকত আলীর অবদান” শিরোনামে একটি নিবন্ধ রচনা কর।
১৩. সৈয়দ ওয়ালীউল্লাহর ‘নয়নচারা’ গল্পের মূল প্রতিপাদ্য নিজের ভাষায় লেখ।
১৪. বাংলা ছোটগল্পে আখতারুজ্জামান ইলিয়াসের অবদান আলোচনা কর।
১৫. ‘বাংলাদেশের কবিতায় মুক্তিযুদ্ধের প্রতিফলন’ শীর্ষক একটি নিবন্ধ রচনা কর।
অথবা, বাংলাদেশের কবিতায় মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন সম্পর্কে আলোকপাত কর।
১৬. মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের কবিমানস বিশ্লেষণ কর।
১৭. ফররুখ আহমদের ‘সাত সাগরের মাঝি’ কাব্যের বিষয়-ভাবনা আলোচনা কর।
১৮. সিকান্দার আবু জাফরের কবিতায় যে সংগ্রামী চেতনার প্রকাশ ঘটেছে, তা আলোচনা কর।
১৯. সিকান্দার আবু জাফরের কবিমানসের পরিচয় দাও।
২০. ‘সমাজচৈতন্য ও মানবতাই কবি আহসান হাবীবের কবিতার মৌল অভিপ্রায়।’ -আলোচনা কর।
২১. নাগরিক কবি শামসুর রাহমান- এ শিরোনামে একটি নিবন্ধ রচনা কর।
২২. আধুনিক কাব্যধারায় শামসুর রাহমানের স্বাতন্ত্র্য্য কোন কোন ক্ষেত্রে তা নির্ধারণ কর।
২৩. হাসান হাফিজুর রহমানের কবিমানস বিশ্লেষণ কর।
২৪. বাংলাদেশের কাব্যধারায় কবি আবুল হোসেনের অবদান তুলে ধর।
২৫. বাংলা নাট্যসাহিত্যে নূরুল মোমেনের স্বাতন্ত্র্য্য ও সাফল্য আলোচনা কর।
২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৪র্থ বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ৩ পরীক্ষার সাজেশন, 2025 অনার্স চতুর্থ বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস ৩ সাজেশন
২৬. মুনীর চৌধুরীর ‘চিঠি’ নাটকের সার্থকতা বিচার কর।
২৭. বাংলা কাব্যনাট্যে সৈয়দ শামসুল হকের অবদান আলোচনা কর।
অথবা, বাংলাদেশের কাব্য-নাটকের ধারায় সৈয়দ শামসুল হকের অবদান লিপিবদ্ধ কর।
২৮. বাংলা নাট্যসাহিত্যে মমতাজউদ্দিন আহমদের অবদান আলোচনা কর।
২৯. বাংলাদেশের নাটকে সেলিম আল দীনের ভূমিকা মূল্যায়ন কর।
অথবা, বাংলা নাট্য সাহিত্যে সেলিম আল দীনের অবদান ও অবস্থান বিষয়ে একটি নিবন্ধ লেখ।
৩০. নাটকের বিষয়বস্তু ও আঙ্গিক নির্মাণের ক্ষেত্রে সেলিম আল দীনের স্বাতন্ত্র্য ও সার্থকতা নিরূপণ কর।
৩১. প্রাবন্ধিক হিসেবে মোতাহের হোসেন চৌধুরীর মূল্যায়ন কর।
৩২. প্রাবন্ধিক হিসেবে আবুল ফরালের কীর্তি মূল্যায়ন কর।
৩৩. আবুল ফজলের প্রবন্ধে সমাজ বিবেচনা ও শিক্ষা চিন্তার যে প্রতিফলন ঘটেছে তা বিশ্লেষণ কর।
৩৪. বিদ্যার ক্রমবিকাশ ও নারী শিক্ষা বিষয়ে আহমদ শরীফ যে অভিমত ব্যক্ত করেছেন, তার রচিত প্রবন্ধের আলোকে তা আলোচনা কর।
৩৫. মুক্তিযুদ্ধ-উত্তর বাংলা ছোটগল্পের ধারা ও বিষয়ভাবনার স্বরূপ বিশ্লেষণ কর।
অথবা, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ছোটগল্পের ধারা ও বিষয় ভাবনার স্বরূপ বিশ্লেষণ কর।
Honors 4th year Common Suggestion 2025
৩৬. স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নাটকের ধারা সম্পর্কে আলোচনা কর।
অথবা, ‘বাংলাদেশের নাটকে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন’ সম্পর্কে আলোচনা কর।
৩৭. ‘মুক্তিযুদ্ধ ও বাংলা কথাসাহিত্য’ শিরোনামে একটি নিবন্ধ রচনা কর।
৩৮. ৪৭-উত্তর ছোটগল্পগুলোতে বর্ণিত সমাজচিত্র অঙ্কন কর।
অথবা, ১৯৪৭ উত্তর বাংলা ছোটগল্পে সমাজ বাস্তবতার রূপায়ণে গল্পকারদের সাফল্য বিচার কর।
৩৯. শামসুর রাহমানের ‘বন্দি শিবির থেকে’ কাব্যগ্রন্থের শিল্পসফলতা বিশ্লেষণ কর।
৪০. মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় লেখ।
৪১. ‘নূরলদীনের সারাজীবন’ নাটক অবলম্বনে সৈয়দ শামসুল হকের নাট্যমানসের পরিচয় দাও।
৪২. ‘আখতারুজ্জামান ইলিয়াস বিষয়চেতনা ও জীবনদ্বন্দ্ব রূপায়ণে শক্তিমান লেখক।’ -মন্তব্যটি মূল্যায়ন কর।
আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ৩ স্পেশাল সাজেশন 2025,Honors History of Bangla Literature-3 Suggestion 2025
PDF Download বাংলা সাহিত্যের ইতিহাস ৩ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, বাংলা সাহিত্যের ইতিহাস ৩ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, বাংলা সাহিত্যের ইতিহাস ৩ সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস ৩ সাজেশন, বাংলা সাহিত্যের ইতিহাস ৩ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,