Honors 4th Year Philosophy of Mind Suggestion, Philosophy of Mind Suggestion PDF, short suggestion Honors 4th year Philosophy of Mind ,
Philosophy of Mind suggestion Honors 4th year, Suggestion Honors 4th year Philosophy of Mind ,
Honors 4th Year Philosophy of Mind Suggestion 2025
অনার্স ৪র্থ বর্ষের মনোদর্শন স্পেশাল সাজেশন, মনোদর্শন চূড়ান্ত সাজেশন,মনোদর্শন চূড়ান্ত সাজেশন
অনার্স ৪র্থ বর্ষের মনোদর্শন সাজেশন ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] মনোদর্শন (Philosophy of Mind) সুপার সাজেশন ২০২৫ Department of : Philosophy & Other Department Subject Code: 241711 |
২০২৫ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ৪র্থ বর্ষের মনোদর্শন সাজেশন,মনোদর্শন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের মনোদর্শন, অনার্স ৪র্থ বর্ষের মনোদর্শন ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন মনোদর্শন সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
মনোদর্শন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. চেতনার কর্তা কে?
উত্তর : চেতনার কর্তা হলো মন।
২. মনোদর্শন কী?
উত্তর : মনোদর্শন দর্শনের এমন একটি শাখা যেখানে মন, মন সম্পর্কিত সমস্যা এবং মানসিক ঘটনা ও মানসিক প্রক্রিয়ার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে।
৩. মনের বৃত্তি কয়টি ও কী কী?
উত্তর : মনের বৃত্তি তিনটি। যথা : ১. অনুভব, ২. গুণ ও ৩. ইচ্ছাক্রিয়া।
৪. চেতনা কাকে বলে?
উত্তর : যা দৃশ্যযোগ্য আচরণের সাথে সম্পর্কিত এমন কিছুকে ব্যাখ্যা করতে পারে তাকে চেতনা বলে।
৫. অহং কী?
উত্তর : অহং বলতে আত্মসত্তাকে বুঝায়।
৬. কাজের কারণ হিসেবে দুটি তত্ত্বের নাম লেখ ৷
উত্তর : কাজের কারণ হিসেবে দুটি তত্ত্বের নাম হলো— ১. কাজের কারণ হিসেবে মানসিক ঘটনা ও ২. কর্তাতত্ত্ব।
৭. এরিস্টটলের মতে আত্মা কী?
উত্তর : এরিস্টটলের মতে আত্মা হলো সজীব মানবদেহের আকার।
৮. দার্শনিক মিথ কী?
উত্তর : ডেকার্টের দেহ-মন সম্পর্কিত ব্যাখ্যাই হলো দার্শনিক মিথ।
৯. দ্বৈতবাদী তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : দ্বৈতবাদী তত্ত্বের প্রবক্তা ডেকার্ট।
১০. রাইল কোন মতবাদকে যন্ত্রেভূত বলে তিরস্কার করেছেন?
উত্তর : রাইল স্বীকৃত মতবাদকে যন্ত্রেভূত বলে তিরস্কার করেছেন।
১১. রাইলের মতে ইচ্ছা কী?
উত্তর : রাইলের মতে ইচ্ছা হলো বিকল্প কর্মপন্থাসমূহের মধ্যে থেকে একটিকে বেছে নেওয়া ও অন্যগুলোকে বর্জন করা।
১২. ঐচ্ছিক ক্রিয়া কাকে বলে?
উত্তর : কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করার জন্য পূর্ব থেকে সংকল্প করে ব্যক্তি স্বেচ্ছায় যে ক্রিয়া সম্পাদন করে তাকে ঐচ্ছিক ক্রিয়া বলে।
১৩. Phenomenology এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর : Phenomenology এর বাংলা প্রতিশব্দ হলো রূপবিদ্যা বা অবভাসবিদ্যা।
১৪. ব্যক্তি বলতে কী বুঝায়?
উত্তর : মানসিক ঘটনা এমন সত্তা পুরোপুরি অজড়ও নয় আবার জড়ও নয়, এমন সত্তাকে ব্যক্তি বলে।
১৫. অন্তদর্শন কী?
উত্তর : যে প্রক্রিয়ার সাহায্যে কোনো ব্যক্তি তার নিজের অভিজ্ঞতা পরীক্ষা করে তা ভাষার সাহায্যে ব্যক্ত করে থাকে, সে প্রক্রিয়াকে সাধারণত অন্তর্দর্শন বলে।
১৬. আবেগ কাকে বলে?
উত্তর : উদ্দীপকের সাহায্যে প্রাণীর ভিতরে যে আলো বা উত্তেজনা সৃষ্টি হয় এবং যা অভিজ্ঞতা ও দৈহিক পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশিত হয়, তাকে আবেগ বলে।
১৭. হতাশা কাকে বলে?
উত্তর : লক্ষ্যবস্তু লাভে ব্যর্থ হওয়ার ফলে যে মানসিক অবস্থার সৃষ্টি হয় তাকে হতাশা বলা হয়।
১৮. পারিবারিক সাদৃশ্য কী?
উত্তর : পারিবারিক সাদৃশ্য বলতে এমন ধারণাকে বুঝায় যেখানে মনে করা হয় যে, একটি অপরিহার্য সাধারণ বৈশিষ্ট্যের দ্বারা সংযুক্ত হতে পারে এমন বিষয়গুলো প্রকৃতপক্ষে একই ধরনের যুগপৎ কতকগুলো বিষয় দ্বারাও সংযুক্ত হতে পারে যেখানে কোনো একটি বৈশিষ্ট্য সবকিছুর জন্য সাধারণ নয়।
১৯. সংবেদন কী?
উত্তর : সংবেদন হলো উদ্দীপনার প্রাথমিক চেতনা বা বোধ।
২০. শ্রেণি বিভ্রান্তি কী?
উত্তর : এক শ্রেণির বিষয়কে অন্য শ্রেণিভুক্ত মনে করে আলোচনা করাকে শ্রেণি বিভ্রান্তি বলে।
২১. প্রবণতামূলক শব্দ কাকে বলে?
অথবা, প্রবণতামূলক শব্দ কী?
উত্তর : যে শব্দ কোনো প্রবণতাকে নির্দেশ করে তাকে প্রবণতামূলক শব্দ বলে।
২২. অভিন্নতা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : অভিন্নতা তত্ত্বের প্রবর্তক জে. জে. সি. স্মার্ট।
২৩. মানসিক প্রক্রিয়ার শ্রেণিবিভাগগুলো কী?
উত্তর : মানসিক প্রক্রিয়াকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা: ১. জ্ঞানক্রিয়া, ২. অনুভবক্রিয়া ও ৩, ইচ্ছাক্রিয়া।
২৪. রাইলের একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখ।
উত্তর : রাইলের একটি বিখ্যাত গ্রন্থের নাম হলো ‘The Concept of Mind’.
২৫. ‘Philosophy of Mind’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : ‘Philosophy of Mind’ গ্রন্থটি লিখেছেন জেরোম এ. শেফার।
২৬. শেফারের মতে চেতনা কী?
উত্তর : চেতনাকে সংজ্ঞায়িত করা যায় না, কিন্তু মানসিক ঘটনাবলি দ্বারা ব্যাখ্যা করা যায়। চেতনা মানুষকে তার চারপাশের বস্তুরাজি থেকে পৃথক করে।
২৭. উত্তমপুরুষ বিবরণ কী?
উত্তর : ব্যক্তির নিজের ক্ষেত্রে কোনোকিছু যেভাবে ঘটেছে তার প্রতি মনোনিবেশ করা থেকে যা উদ্ভব হয় তার নাম উত্তমপুরুষ বিবরণ।
২৮. আচরণবাদ কী?
উত্তর : যে মতবাদ অনুসারে মানুষের আচরণের ওপর ভিত্তি করে তাদের মানসিক অবস্থাকে ব্যাখ্যা ও বিশ্লেষণের করা হয় তাই আচরণবাদ।
২৯. ব্যক্তি ও পুরুষ কাকে বলে?
উত্তর : যেকোনো সচেতন সত্তাকে ব্যক্তি বলে। আর ব্যক্তিবিশেষের কোনো মানসিক ঘটনা যখন ব্যক্তির আচরণ লক্ষ করে অন্য কেউ বর্ণনা করে তখন সেই ব্যক্তিকে পুরুষ বলে।
৩০. ব্যক্তিত্ব কী?
উত্তর : সামাজিক পরিবেশে সামগ্রসা স্থাপনকারী আচরণসমূহের সমন্বয়কেই ব্যক্তিত্ব বলে।
৩১. ব্যক্তিত্বের তিনটি শ্রেণির নাম উল্লেখ কর।
উত্তর : ব্যক্তিত্বের তিনটি শ্রেণির নাম হলো – ১. বাস্তবধর্মী ব্যক্তিত্ব, ২. অনুসন্ধানমূলক ব্যক্তিত্ব এবং ৩. সামাজিক ব্যক্তিত্ব।
৩২. ফ্রয়েডের ব্যক্তিত্ব গঠনের উপাদানগুলো কী?
উত্তর : ফ্রয়েডের ব্যক্তিত্ব গঠনের উপাদানগুলো আদি সত্তা, বা বাস্তব সত্তা, অতি অহম বা অধিসত্তা।
৩৩. টেলিপ্যাথি কী?
উত্তর : টেলিপ্যাথি হলো দুটি ভিন্ন ভিন্ন স্থানে অবস্থানকারী দুজন ব্যক্তির মাধ্যম ছাড়া যোগাযোগ।
৩৪. মন সম্পর্কে আচরণবাদী মতবাদের প্রবক্তা কে?
উত্তর : মন সম্পর্কে আচরণবাদী মতবাদের প্রবক্তা হলেন ওয়াটসন।
৩৫. মনোযোগ কী?
অথবা, মনোযোগ কাকে বলে?
উত্তর : মনোযোগ হলো ইন্দ্রিয়সমূহকে কোনো একটি বা একগু উদ্দীপকের প্রতি নিবন্ধ করা।
৩৬. ডেকার্টের পুরোনাম ইংরেজিতে লেখ।
উত্তর: ডেকার্টের পুরোনাম ইংরেজিতে হলো Rane Descartes.
৩৭. কোন গ্রন্থির মাধ্যমে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া সাধিত হয়?
উত্তর : পিনিয়াল গ্রন্থির মাধ্যমে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া সাধিত হয়।
৩৮. দ্বৈতবাদ কী?
উত্তর : যে মতবাদে দেহ ও মন নামক দুটি পৃথক বা স্বতন্ত্র সত্তার অস্তিত্ব/কথা স্বীকার করা হয় তাকে দ্বৈতবাদ বলে।
৩৯. ডেকার্টের দেহ-মন সম্পর্কিত তত্ত্বটির নাম কী?
অথবা, দেহ ও মন সংক্রান্ত ডেকার্টের মতবাদটি কী?
উত্তর : ডেকার্টের দেহ-মন সম্পর্কিত তত্ত্বটির নাম ক্রিয়া প্রতিক্রিয়াবাদ (Interactionism)।
৪০. ডেকার্টের মতে ক্রিয়া প্রতিক্রিয়া কোথায় সাধিত হয়?
উত্তর : ডেকার্টের মতে মস্তিষ্কের কেন্দ্রস্থলে একটি একক গ্রন্থি আছে, যার নাম হচ্ছে পিনিয়াল গ্রন্থি। মন এই পিনিয়াল গ্রন্থির মধ্যে অবস্থান করে দেহের ওপর ক্রিয়া করে এবং দেহও ঐ গ্রন্থির মধ্য দিয়ে মনের ওপর ক্রিয়া করে।
৪১. সমান্তরালবাদের প্রবক্তা কে?
উত্তর: সমান্তরালবাদের প্রবত্তা দার্শনিক স্পিনোজা।
৪২. স্পিনোজার মতে প্রত্যয় কয়টি ও কী কী?
উত্তর : স্পিনোজার মতে প্রত্যয় তিনটি। যথা : ১. দ্রব্য, ২. গুণ ও ৩. প্রত্যংশ।
৪৩. উপঘটনাবাদ কী?
উত্তর : দেহ ও মন সম্পর্কবিষয়ক যে মতবাদে বলা হয়, মন কোনো পৃথক সত্তা নয়; বরং দেহ বা মস্তিষ্ক ক্রিয়ার উপসত্তা বা উপবস্তুমাত্র তাকে উপঘটনাবাদ বলে।
৪৪. কাজ কী?
উত্তর : মানুষ স্বাধীনভাবে তার পছন্দ ও ইচ্ছা অনুযায়ী যা করে তাই কাজ।
৪৫. রূপবিদ্যা বলতে কী বুঝায়?
উত্তর : রূপবিদ্যা হলো এমন একটি দার্শনিক চিন্তাধারা যা সতর্ক পরীক্ষানিরীক্ষার মাধ্যমে চেতনার অভ্যন্তরীণ প্রকৃতিকে পর্যালোচনা ও ব্যাখ্যা করে থাকে।
৪৬. ব্যক্তি অভিন্নতা তত্ত্ব কাকে বলে?
উত্তর : যে মতবাদ অনুসারে বাস্তির মানসিক ঘটনাবলি দৈহিক ঘটনাবলির সাথে অভিন্ন তাকে ব্যক্তি অভিন্নতা তত্ত্ব বলে।
৪৭. সম্পাদনমূলক তত্ত্বের সমর্থক কারা?
উত্তর : সম্পাদনমূলক তত্ত্বের সমর্থক হলেন অস্টিন, সন, উমসন, আর. এম. হেয়ার প্রমুখ।
৪৮. সম্পাদনমূলক তত্ত্বের কথা কে বলেছেন?
উত্তর : সম্পাদনমূলক তত্ত্বের কথা জে. এল. অস্টিন বলেছেন।
৪৯. অভিন্নতা তত্ত্ব কাকে বলে?
উত্তর : যে মতবাদ অনুসারে মানসিক ঘটনাবলি দৈহিক ঘটনাবলির সাথে অভিন্ন তাকে অভিন্নতা তত্ত্ব বলে।
৫০. Person Theory কার?
উত্তর : Person Theory বা ব্যক্তিতত্ত্ব হলো পি. এফ. স্ট্রসনের।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
Philosophy of Mind Suggestion PDF 2025
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. মনোদর্শনের বৈশিষ্ট্যসমূহ লেখ।
২. স্বীকৃত মতবাদ বলতে রাইল কী বুঝিয়েছেন?
৩. ‘মানুষ যন্ত্র নয়, এমনকি ভূতশাসিত যন্ত্রও নয়’ – রাইলের এ উক্তিটি ব্যাখ্যা কর।
৪. যান্ত্রিকতার জুজু বলতে রাইল কী বুঝিয়েছেন?
৫. প্রবণতা ও ঘটনার মধ্যে পার্থক্য কী?
৬. অভিপ্রায় তত্ত্ব বলতে কী বুঝ? আলোচনা কর।
৭. আবেগ ও অনুভূতির মধ্যে পার্থক্য লেখ।
৮. ‘সংবেদন হয় মস্তিষ্ক প্রক্রিয়া।’ – আলোচনা কর।
৯. ধীশক্তি উপকথা কী?
১০. পূর্বপ্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ কী?
১১. সমান্তরালবাদ ব্যাখ্যা কর।
১২. উপঘটনাবাদ কী? ব্যাখ্যা কর।
১৩. আচরণবাদ বলতে কী বুঝ?
১৪. দ্বৈতবাদ দেহ ও মনের সম্পর্ক সন্তোষজনকভাবে ব্যাখ্যা করতে পারে কি?
১৫. অভিন্নতা তত্ত্ব আলোচনা কর
১৬. সম্পাদনমূলক তত্ত্বটি ব্যাখ্যা কর।
১৭. সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য লেখ।
অথবা, সংবেদন ও পর্যবেক্ষণের মধ্যে পার্থক্যগুলো লেখ।
১৮. বিস্মৃতির প্রয়োজনীয়তা আলোচনা কর।
Suggestion Honors 4th year Philosophy of Mind 2025
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. মনোদর্শন বলতে কী বুঝ? মনোদর্শনের স্বরূপ ও বিষয়বস্তু আলোচনা কর।
২. মনোদর্শন কী? মনোদর্শনের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।
অথবা, মনোদর্শনের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দাও। মনোদর্শন ও মনোবিজ্ঞানের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখ।
৩. মন সম্পর্কে রাইলের মতবাদ সমালোচনাসহ ব্যাখ্যা কর।
৪. স্বীকৃত মতবাদ বলতে রাইল কী বুঝান? তিনি কীভাবে স্বীকৃত মতবাদের অসারতা প্রমাণ করেন?
৫. কী জানা এবং কীভাবে জানার মধ্যে পার্থক্য কী? ধীশক্তি উপকথার বিরুদ্ধে রাইলের অভিযোগগুলো ব্যাখ্যা কর।
৬. ধীশত্তি উপকথা কী? এ উপকথাটি মিথ্যা প্রমাণ করার জন্য রাইল কী যুক্তি উপস্থাপন করেন?
৭. প্রবণতামূলক শব্দ কী? প্রবণতামূলক যুক্তিগুলো রাইল কীভাবে মূল্যায়ন করেন?
৮. প্রবণতামূলক শব্দ কী? প্রবণতামূলক উক্তির যুক্তিগুলো রাইল কীভাবে মূল্যায়ন করেন?
৯. রাইল কীভাবে প্রবণতা ও ঘটনার মধ্যে পার্থক্য করেন? রাইল অনুসারে প্রবণতামুলক বাক্যের যৌক্তিক প্রকৃতি আলোচনা কর।
১০. অভিপ্রায় কী? অভিপ্রায় যে একটি অতিকথা রাইলের এ মতটি ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
১১. চেতনা বলতে কী বুঝায়? শেফার কীভাবে চেতনাকে মনোদর্শনের কেন্দ্রীয় প্রত্যয় হিসেবে সংজ্ঞায়িত করেছেন?
১২. নামপুরুষ বিবরণ কী? আচরণবাদ কীভাবে নামপুরুষ বিবরণের সাথে সম্পর্কযুক্ত হয়?
১৩. শেফার অনুসরণে অভিন্নতা তত্ত্বের ব্যাখ্যা দাও।
অথবা, অভিন্নতা তত্ত্বটি ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
১৪. মনোদর্শনে কাজ বলতে কী বুঝায়? কাজের বিবরণ হিসেবে কর্তাতত্ত্ব আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ক বিভাগ
- গিলবার্ট রাইল কোথায় জন্মগ্রহন করেন
- মনের বৃওি কয়টি ও কী কী
- চেতনা কাকে বলে
- অহং কী
- মনের উপাদান কয়টি ও কী কী
- কাজের কারণ হিসেবে দুটি তত্বের নাম লেখ
- এরিস্টটলের মতে আত্মা কী
- দ্বৈতবাদী তত্বের প্রবক্তা কে
- The concept of mind গ্রন্হের রচয়িতা কে
- রাইলের মতে ইচ্ছা কী
- ঐচ্ছিক ক্রিয়া কাকে বলে
- ব্যক্তি বলতে কী বুঝায়
- অন্তর্দর্শন কী
- পারিবারিক সাদৃশ্য কী
- সংবেদন কী
- শ্রেণি বিভ্রান্তি কী
- মিথস্ক্রিয়াবাদ কী
- প্রবণতামূলক শব্দ কী
- অভিন্নতা তত্বের প্রবক্তা কে
- মানসিক প্রক্রিয়ার শ্রেণিবিভাগ কী
- উএম পূরুষ বিবরণ কী
- মনোযোগ কী
- দ্বৈতবাদ কী
- সমান্তরালবাদ কী
- কাজ কী
- সম্পাদনমূলক তত্বের সমর্থক কারা
short suggestion Honors 4th year Philosophy of Mind 2025
খ বিভাগ
- মনোদর্শনকে কেন দার্ণনিক মনোবিজ্ঞান বলা হয়
- মনোদর্শনের বৈশিষ্ট্যযমূহ লেখ
- স্বীকৃত মতবাদ বলতে রাইল কী বুঝিয়েছেন?
- মানুষ যন্ত্র নয় এমন কি ভূতশাসিত নয় রাইলের এ উক্তিটি ব্যাখ্যা কর
- যান্ত্রিকতার জুজু বলতে রাইল কী বুঝিয়েছেন?
- আত্মা বলতে রাইল কি বুঝিয়েছেন
- প্রবণতার ও ঘটনার মধ্যে পার্থক্য কী
- অভিপ্রায় তত্ব বলতে কী বুঝ?আলোচনা কর
- আবেগ ও অনুভূতির মধ্যে পার্থক্য লেখ
- সংবেদন হয় মস্তিষ্ক প্রক্রিয়া আলোচনা কর
- ধীশক্তি উপকথা কী ?
- সমান্তরলবাদ ব্যাখ্যা কর
- শেফারের মতে মনোদর্ননের মূল কাজ কী
- মন এবং আত্মার মধ্যে পার্থক্য দেখাও
- আচরণবাদ বলতে কী বুঝ
- শ্রেণি বিভ্রান্ত কী
- অভিন্নতা তত্ব ও আচরণবাদের মধ্যে পার্থক্য কী
- সম্পাদনমূলক তত্বটি ব্যাখ্যা কর
- সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য লেখ
- প্রেষণা বিচারের মানদন্ড বলতে কী বুঝ
২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৪র্থ বর্ষের মনোদর্শন পরীক্ষার সাজেশন, 2025 অনার্স চতুর্থ বর্ষ মনোদর্শন সাজেশন
গ বিভাগ
- মনোদর্শন কী? মনোদর্শনের বিষয়বস্তু আলোচনা কর
- মনোদর্শন কী? মনোদর্শনের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর
- মন সম্পর্কে রাইলের মতবাদ সমালোচনাসহ ব্যাখ্যা কর
- স্বীকৃত মতবাদ বলতে রাইল কী বুঝান? তিনি কীভাবে স্বীকৃত মতবাদের অসারতা প্রমাণ করেন ৷
- রাইল কী ভাবে কী জানা এবং কীভাবে জানার মধ্যে পার্থক্য করেন? আলোচনা কর
- কী জানা এবং কীভাবে জানার মধ্যে পার্থক্য কী? ধীশক্তি উপকথার বিরুদ্ধে রাইলের অভিযোগ গুলো ব্যাখ্যা কর
- ধীশক্তি উপকথা কী? এ উপকথাটি মিথ্যা প্রমাণ করার জন্য রাইল কী যুক্তি উপস্হান করেন
- প্রবণতামূলক শব্দ কী? প্রবণতামূলক যুক্তিগুলো রাইল কী ভাবে মূল্যায়ন করেন
- প্রবণতামূলক শব্দ কী? প্রবণতামূলক উক্তির যুক্তিগুলো রাইল কী ভাবে মূল্যায়ন করেন
- রাইল অনুসরনে ঐচ্ছিক ও অনৈচ্ছিক ক্রিয়ার পার্থক্য আলোচনা কর
- অভিপ্রায় কী?অভিপ্রায় যে একটি অতিকথা রাইলের এ মতটি ব্যাখ্যা ও মূল্যায়ন কর
- ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে রাইলের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা কর
- চেতনা বলতে কী বুঝায়? শেফার কীভাবে চেকনাকে মনোদর্শনের কেন্দ্রীয় প্রত্যয় হিসেবে সংজ্ঞায়িত করেছেন
- চেতনার কর্তা কে? এ বিষয়ে ব্যক্তি তত্বটির সমালোচনাসহ বিবরণ দাও
- নাম পূরুষ বিবরণ কী? আচরণবাদ কীভাবে নামপূরুষ বিবরণের সাথে সম্পর্কযুক্ত হয়
- অভিপ্রায় তত্ব ব্যাখ্যা ও মূল্যায়ন কর
- সমান্তরালবাদ কীভাবে দেহ ও মনের মধ্যে কার্যকরন সম্পর্ক অস্বীকাপ করে তা ব্যাখ্যা কর
- শেফার অনুসরণে অভিন্নতা তত্বের ব্যাখ্যা দাও
- মনোদর্ণনে কাজ বলতে কী বুঝায়? কাজের বিবরণ হিসেবে কর্তাতত্ব আলোচনা কর
Honors 4th year Common Suggestion 2025
আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের মনোদর্শন স্পেশাল সাজেশন 2025,Honors Philosophy of Mind Suggestion 2025
PDF Download মনোদর্শন অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, মনোদর্শন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, মনোদর্শন সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ মনোদর্শন সাজেশন, মনোদর্শন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও