Honors 4th Year Project Management Suggestion

Honors 4th Year Project Management Suggestion, Project Management Suggestion PDF, short suggestion Honors 4th year Project Management , Project Management suggestion Honors 4th year, Suggestion Honors 4th year Project Management ,

Honors 4th Year Project Management Suggestion 2024

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের প্রকল্প ব্যবস্থাপনা, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন প্রকল্প ব্যবস্থাপনা সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের প্রকল্প ব্যবস্থাপনা সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
প্রকল্প ব্যবস্থাপনা (Project Management ) সুপার সাজেশন
Department of : Management & Other Department
Subject Code: 242609
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

প্রকল্প ব্যবস্থাপনা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের প্রকল্প ব্যবস্থাপনা, অনার্স ৪র্থ বর্ষের প্রকল্প ব্যবস্থাপনা ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন প্রকল্প ব্যবস্থাপনা সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

Project Management Suggestion PDF 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. প্রকল্প কী?
উত্তর : এক বা একাধিক উদ্যোক্তা কর্তৃক সম্পাদনযোগ্য একটি সুনির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব বা পরিকল্পনা যার সুনির্দিষ্ট আরম্ভ ও সমাপ্তিকাল রয়েছে তাকে প্রকল্প বলে।

২. ECNEC -এর পূর্ণরূপ লিখ।
উত্তর : ECNEC -এর পূর্ণরূপ হলো: Executive Committee for National Economic Council.

৩. অনুসূচি কী?
উত্তর : পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে বাস্তবায়নযোগ্য কাজের সময়সূচিকে অনুসূচি বলে।

৪. পেসমেট ব্যয় কী?
উত্তর : প্রকল্পে নিয়োজিত কর্মীদের বেতন/মজুরি ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে যে ব্যয় হয় তাকে পেসমেন্ট ব্যয় বলে।

৫. আর্থিক ঝুঁকি কী?
উত্তর : কোনো প্রকল্প থেকে ঋণের সুদ বা সুদসহ অর্থ পরিশোধ বা মুনাফার ব্যবস্থা করার মতো পর্যাপ্ত নগদ প্রবাহ সৃষ্টি হওয়ার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে।

৬. প্রকল্প অর্থায়ন কী?
উত্তর : প্রকল্পের জন্য অর্থের যোগান এবং তার সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত সব ধরনের আর্থিক কার্যকলাপই হলো প্রকল্প অর্থায়ন।

৭. প্রকল্প মূল্য নিরূপণ কী?
উত্তর : একটি প্রস্তাবিত বিনিয়োগ প্রকল্পে মূলধন বিনিয়োগ করা সামগ্রিকভাবে যথার্থ হবে কিনা তা যাচাইয়ের জন্য প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে একটি বিশ্লেষণ প্রক্রিয়া পরিচালনা করা হয় যাকে প্রকল্পের মূল্য নিরূপণ বলা হয়।

৮. প্রকল্প ঝুঁকি কী?
উত্তর : প্রকল্পে ঝুঁকি হচ্ছে একটি অনিশ্চিত ঘটনা বা অবস্থা প্রকল্পের উদ্দেশ্যের উপর যার নেতিবাচক প্রভাব রয়েছে। অর্থাৎ প্রকল্পের ক্ষেত্রে ঝুঁকি হচ্ছে প্রকল্প থেকে প্রত্যাশিত আয় বা অন্য কোনো নির্ধারিত ফলাফল অর্জনে ব্যর্থ হবার আশংকা।

৯. প্রকল্প বাস্তবায়ন কী?
উত্তর : প্রকল্প বাস্তবায়ন হচ্ছে প্রকল্পের পরিকল্পনা ও অনুসূচি অনুযায়ী প্রকল্প কার্যাবলির সম্পাদন।

১০. প্রকল্প পরিবীক্ষণ কী?
উত্তর : প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত সব কাজের তত্ত্বাবধান, ফলাবর্তন এবং সমস্যাবলী সমাধানকল্পে ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রণয়নের সমন্বিত প্রণালিকে প্রকল্প পরিবীক্ষণ বলে।

১১. প্রকল্প পরিকল্পনা কী?
উত্তর : প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত সব কাজের তত্ত্বাবধান, ফলাবর্তন এবং সমস্যাবলী সমাধানকল্পে ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রণয়নের সমন্বিত প্রণালিকে প্রকল্প পরিবীক্ষণ বলে।

১২. প্রকল্প পরিসর কী?
উত্তর : পরিসর ইচ্ছে সর্বোচ্চ ফলাফলের মান এবং সর্বনি¤œ ফলাফলের মানের পার্থক্য।

১৩. ডেলফী পদ্ধতি কী?
উত্তর : ডেলফী পদ্ধতি হলো বিশেষজ্ঞ দলের নিকট থেকে ডাকযোগে মতামত গ্রহণ করা।

১৪. কর্মসূচি কী?
উত্তর : কর্মসূচি হচ্ছে একগুচ্ছ সংগঠিত কর্মতৎপরতা, প্রকল্প, প্রক্রিয়া ও সেবাসামগ্রী যা বিশেষ উদ্দেশ্যাবলি অর্জনের জন্য পরিচালিত হয়।

১৫. প্রকল্প পরিবীক্ষণ কী?
উত্তর : প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত সব কাজের তত্ত্বাবধান, ফলাবর্তন এবং সমস্যাবলী সমাধানকল্পে ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রণয়নের সমন্বিত প্রণালিকে প্রকল্প পরিবীক্ষণ বলে।

১৬. অভ্যন্তরীণ উপার্জন হার কী?
উত্তর : যে পদ্ধতিতে নগদ অন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য উভয়কেই সমান করার জন্য একটি বাট্টার হার নির্ণয় করা হয় তাকে অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি বলে।

১৭. প্রকল্পের অর্থায়ন কী?
উত্তর : প্রকল্পের জন্য অর্থের যোগান এবং তার সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত সব ধরনের আর্থিক কার্যকলাপই হলো প্রকল্প অর্থায়ন।

১৮. বিলম্বিত সমাপ্তি কী?
উত্তর : যখন কোনো প্রকল্প নির্ধারিত সময়ের পরে শেষ হয় তখন তাকে বিলম্বিত সমাপ্তি বলে।

১৯. সারসংক্ষেপ কী?
উত্তর : কোনো প্রকল্পের উদ্দেশ্য এবং আওতার সংক্ষিপ্ত আলোচনাই হলো সারসংক্ষেপ।

২০. পেসমেন্ট ব্যয় কী?
উত্তর : প্রকল্পে নিয়োজিত কর্মীদের বেতন/মজুরি ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে যে ব্যয় হয় তাকে পেসমেন্ট ব্যয় বলে।

২১. MIS?
উত্তর : Management Information System বা তথ্য ব্যবস্থাপনা পদ্ধতিতে MIS বলে।

২২. পাইলট প্রকল্প কী?
উত্তর : কোনো বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পূর্বে ক্ষুদ্র পরিসরে পরীক্ষামূলকভাবে যে প্রকল্প বাস্তবায়ন করা হয় তাকে পাইলট প্রকল্প বলে।

২৩. অর্থনৈতিক উন্নয়ন কী?
উত্তর : দীর্ঘমেয়াদে জাতীয় আয় ও জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি প্রক্রিয়াকে অর্থনৈতিক উন্নয়ন বলে।

২৪. পরিসর কী?
উত্তর : পরিসর হচ্ছে সর্বোচ্চ ফলাফলের মান এবং সর্বনি¤œ ফলাফলের মানের পার্থক্য।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

Project Management Honors 4th Year Suggestion PDF 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. প্রকল্প ব্যবস্থাপনা কাকে বলে?
২. ঝুঁকি ব্যবস্থাপনার সংজ্ঞা দাও।
3. The Ispahani Press is considering to purchase a giant press costing Tk. 5,00,000. The estimated Annual Net income (EAT) is as follows: (ছকটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)
You are required to Calculate: ARR (On average rate of return)

৪. প্রকল্প ব্যবস্থাপনা প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাও।
৫. পরিবীক্ষণের পূর্বশর্তসমূহ কী কী?
৬. মনিটরিং ও নিয়ন্ত্রণ বলতে কী বুঝায়?
৭. Slack Time কী?
৮. WBS এবং LOT কী?

৯. প্রকল্প ব্যর্থ হওয়ার কারণসমূহ কী কী?
১০. মূলধন বাজেটিং ও মূলধন রেশনিং এর মধ্যে পার্থক্য দেখাও।
১১. চাহিদার পূর্বানুমান কী?
১২. ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য দেখাও।
১৩. প্রকল্প পরিকল্পনা বলতে কী বুঝ?

১৪. ADB এর উদ্দেশ্য কী?
15. A company is considering an investment proposal which requires an initial cash outlay of Tk. 50000. The investment will have a life of 5 years. The project will have no salvage value at the end of the life. The company uses straight line method of depreciation. Tax rate 40%.
Estimated cash flows before tax are as follows: (ছকটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)

Required:
(i) Pay Back Period ( PBP)
(ii) Net Profitibility Index (NPI)

১৬. কী কী উপায়ে একটি প্রকল্পের সমাপ্তি ঘটতে পারে।

PDF Download প্রকল্প ব্যবস্থাপনা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. একনেক ও এনইসি এর কার্যাবলি লিখ।
২. CPM কী? সংকটময় পথ কীভাবে তৈরি করবে?
৩. সময় ব্যয় ট্রেড অফ কী? চিত্রের সাহায্যে সময় ব্যয় ট্রেড অফ ব্যাখ্যা কর।

4. Diya enterprise is considering a new product line. The details of the investment proposal are as follows: (ছকটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)
The project cost of capital is 10% and tax rate 45%. Depreciation will be straight line basis. You are required to calculate:
(i) Pay back period;
(ii) Average rate of return.

৫. প্রকল্প ব্যবস্থাপকের কার্যাবলি আলোচনা কর।
৬. PERT কী? এর সীমাবদ্ধতাসমূহ আলোচনা কর।
৭. বিশ্বব্যাংকের কার্যাবলি আলোচনা কর।
৮. ADB কী? তার উদ্দেশ্য ও কার্যাবলি বর্ণনা কর।
৯. প্রকল্পের জীবন চক্র কী? প্রকল্পের জীবন চক্র বর্ণনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১০. ঝুঁকি ব্যবস্থাপনার ধাপগুলো বর্ণনা কর।
১১. প্রকল্প অনুসূচি প্রণয়নের পদক্ষেপ বর্ণনা কর।
১২. প্রকল্প বাস্তবায়নের স্তরসমূহ বর্ণনা কর।
১৩. প্রকল্প মূল্যায়ন কী? এর প্রয়োজনীয়তা বর্ণনা কর।

১৪. উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সীমাবদ্ধতা বর্ণনা কর।
১৫. প্রকল্প ব্যবস্থাপকের কার্যাবলি বর্ণনা কর।
১৬. প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য দেখাও।

Honors 4th Year Project Management Suggestion 2024

ক বিভাগ 

  • মৌলীক প্রকল্প কী?
  • প্রকল্প ব্যবস্হাপনা কী?
  • পাইলট প্রকল্প কী?
  • কর্মসুচি কী?
  • ছায়া মূল্য কী?
  • প্রকল্পের মূল্য নিরুপণ বলতে কী বুঝ?
  • মূলধন রেশনিং কী?
  • সামাজিক ব্যয় সুবিধা বিশ্লেষণ কী?
  • UNIDO এর পূর্ণরুপ কী?
  • জেলফি পদ্ধতি কী?
  • প্রকল্প ঝুঁকি কী?
  • বাজার ঝুঁকি কী? 
  • পরিসর কী?
  • প্যারামিটার কী?
  • সমচ্ছেদ বিশ্লেষশণ কী?
  • সিদ্ধান্ত বৃক্ষ কী?
  • প্রকল্পের জীবন চক্র বলতে কী বুঝায়?
  • ECNEC এর পূর্ণরুপ কী,
  • প্রকল্প পরিকল্পনা বলতে কী বুঝ?
  • সংকটময় পথ কী,
  • বাষিক উন্নয়ন কর্মসূচি কী?
  • অনুসুচি কী?
  • প্রকল্পের অনুসূচিকরণ কী?
  • সম্পদের সমাবেশ কী?
  • গ্যান্ট চার্টের প্রবক্তা কে?
  • শিথিল সময় কী?
  • সম্পদের গতিশীলতা কী?
  • আন্তর্জাতিক উন্নয়ন সমস্হা কী?
  • প্রকল্প বাস্তবায়ন কী?
  • উন্নয়ন প্রকল্পের অর্থ অবমুক্তি কী?
  • বেনিফশিয়ারি গ্রুপ কারা?
  • প্রকল্প পরিবীক্ষণ কী?
  • অসমাপ্তি কী?
  • প্রকল্প বৃওান্ত কী?
  • প্রকল্প সারপএ কী?
  • অর্থনৈতিক উন্নয়ন কী?
  • ECNCE কী?
  • মধ্যপাড়া কঠিনশিলা প্রকল্প বাংলাদেশের কোথায় অবস্হিত?
  • জনশক্তি সমতায়ন কী?
  • NCE এর প্রধান কে?

খ বিভাগ 

  • একটি প্রকল্পের অস্হায়ী প্রচেষ্টা ব্যাখ্যা কর?
  • প্রকল্পের জীবন চক্র আলোচনা কর?
  • প্রকল্প ব্যবস্হাপনার কার্যাবলি বর্ণনা কর?
  • একজন দক্ষ প্রকল্প ব্যবস্হাপকের বৈশিষ্ট্য উল্লেখ কর?
  • মূলধন বাজেটিং এর সীমাবদ্ধতাসমূহ বর্ণনা কর?
  • নিট বর্তমান মূল্য ও অভ্যন্তরীণ উপার্জন হারের মধ্যে পার্থক্য লেখ?
  • বার্ষিক উন্নয়ন কর্মসূচির যৌক্তিকতা বিশ্লেষণ কর?
  • বাজার  ও চাহিদা বিশ্লেষণ কী?
  • চাহিদা পূর্বানুমানে নূন্যতম বর্গপদ্ধতি ব্যবহারে সুবিধা অসুবিধা আলোচনা কর?
  • ঝুঁকি  ও আয়ের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর?
  • প্রকল্প পরিকল্পনা কেন ব্যর্থ হয়?
  • সংকটময় পথ বিশ্লেষণ বলতে কী বুঝায়?
  • প্রকল্পের অনুসূচি প্রণয়নের পদক্ষেপ ব্যাখ্যা কর?
  • সম্পদের গতিশীলতা উদ্দেশ্য বর্ণনা কর?
  • স্হানীয় মুদ্রার প্রকল্প বরাদ্দের অর্থ অবমুক্তি সম্পর্কে লেখ?
  • বাস্তব পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের কার্যাবলি আলোচনা কর?
  • পরিকল্পনা কমিশনের কার্যাবলি বর্ণনা কর?
  • বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রম  বর্ণনা কর?

গ বিভাগ 

  • একনেক এর কার্যাবলি আলোচনা কর?
  • প্রকল্প ব্যবস্হাপনার সীমাবদ্ধতাসমূহ আলোচনা কর?
  • প্রকল্প কী? প্রকল্পের শ্রেণিবিভাগ বর্ণনা কর?
  • ইউনিডো এপ্রোচ এবং এলএম এ্যপোচের মধ্যে পার্থক্য দেখাও?
  • মূলধন বাজেটিংএর উদ্দেশ্য সমূহ কী?
  • মূলধন বাজেটিং এর পদক্ষেপগুলো আলোচনা কর?
  • চাহিদা পূর্বানুমান অশ্চিয়তার সাথে তুমি কীভাবে খাপ খাওয়াবে?
  • বাজার ও   চাহিদা বিশ্লেষণের প্রক্রিয়া আলোচনা কর?
  • ক ঝুঁকি ব্যবস্হাপনা বলতে কি বুঝায়?
  • খ প্রকল্পের ঝুঁকির প্রকারভেদ আলোচনা কর?
  • প্রকল্পের ঝুঁকি  মুল্যায়ন পদ্ধতি কী কী?
  • বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে বিদ্যমান সমস্যাসমূহ দূরীকরণের উপায় বর্ণনা কর৷
  • প্রকল্প পরিকল্পনা ফলপ্রসুকরণের উপাদান গুলোর ভূমিকা আলোচনা কর?
  • বাংলাদেশে প্রকল্প প্রণয়েনের সাংগঠনিক কাঠামো,বর্ণনা কর?
  • ক বার্ষিক উন্নয়ন কর্মসুচি কী?
  • খ বার্ষিক উন্নয়ন কর্মসুচির গুরুত্ব বর্ণনা কর?
  • প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতাসমূহ চিহৃত কর?
  • প্রকল্প বাস্তবায়নের ক্ষেএে সম্পদ সংগ্রহ বিষয়টি  ব্যাখ্যা কর?
  • প্রকল্প বাস্তবায়নের চ্যালেন্জ্ঞসমূহ বর্ণনা কর?
  • পরিবীক্ষণ ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক নির্ণয় কর?
  • প্রকল্প পরিবীক্ষণ পদ্ধতিসমূহের বর্ণনা কর?
  • কার্যকর প্রকল্প পরিবীক্ষণের পূর্বশর্তসমূহ লেখ?
  • বাংলাদেশে প্রকল্প প্রক্রিয়ার বিদ্যমান সমস্যাগুলো আলোচনা কর?
  • ক উন্নযন প্রকল্পসমূহ কী?
  • খ পরিকল্পনা কমিশনের গঠন ও কার্যাবলি আলোচনা কর?
  • জাতীয়  অর্থনৈতিক পরিষদের কার্যাবলি আলোচনা কর?
  • জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির কার্যাবলি আলোচনা কর?

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

Honors 4th year Common Suggestion 2024

AVvXsEjDNDUlMeQwM21s6pY z7PAWdh5ehUiJs1ljC6s6ytdKig3k9F nr41YDMIOnRa9KqIPUdMVOQFYA1SMIvOfGuRu6Ms4EiHIjqlNceuRu2tJhFQIdGT 5IPB57b kMKAJS25uFjO04HUl9UYnAiOHYKD2pLjeldl2yU6RYZB6bz 91FrkZljbBD zKOaQ

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

AVvXsEisR7jW4J0MoaAaWnbJG7iHiYOHGyguz6P ifZnVYlIAblV5gv2OpC2hg7Mc9K7xgAR4uu0SLGRuz0izqivLrceopz4o6 S5uGFSxPdq7CHT2jqsMB LjBwc3X92XAm5iLYU01IVolNu8PQzMXMLsZMYWejt0LpmSnAyVlv3 qbTARWQUUpgaLY6zvcTA

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের প্রকল্প ব্যবস্থাপনা পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ প্রকল্প ব্যবস্থাপনা সাজেশন

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের প্রকল্প ব্যবস্থাপনা স্পেশাল সাজেশন 2024,Honors Project Management Suggestion 2024

PDF Download প্রকল্প ব্যবস্থাপনা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, প্রকল্প ব্যবস্থাপনা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, প্রকল্প ব্যবস্থাপনা সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ প্রকল্প ব্যবস্থাপনা সাজেশন, প্রকল্প ব্যবস্থাপনা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

Leave a Comment