অনার্স ৪র্থ বর্ষ ভাইভা পরীক্ষা,অনার্স ৪র্থ বর্ষ ভাইভা পরীক্ষা প্রস্তুতি,অনার্স ৪র্থ বর্ষ ভাইভা কি করতে হবে,অনার্স ৪র্থ বর্ষের ভাইভা

অনার্স ৪র্থ বর্ষ ভাইভা পরীক্ষা,অনার্স ৪র্থ বর্ষ ভাইভা পরীক্ষা প্রস্তুতি,অনার্স ৪র্থ বর্ষ ভাইভা কি করতে হবে,অনার্স ৪র্থ বর্ষের ভাইভা

ভাইভা পরীক্ষা নিয়ে অনেকের মনে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়। কিভাবে ভাইভা বোর্ডে ভাল করা যায়, আজ সে উপায়গুলো জানতে চলেছি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনার্স ৪র্থ বর্ষ ভাইভা ৪ ক্রেডিট (১০০ নম্বর)।

অনার্স ৪র্থ বর্ষ ভাইভা পরীক্ষা ২০২৪

ভাইভার ফুল ডোজ

ভাইভা পরীক্ষা হবে ১০০ মার্কের। ক্রেডিট ৪। এটা খুবি গুরুত্বপূর্ণ। জানেন কেনো?

মনে করেন আপনি ৯টা পরীক্ষা দিলেন। এর মধ্যে ৮ পরিক্ষায় B গ্রেড মানে ৩.০০ করে পাইলেন। টোটাল হলো ২৪। আর একটা সাবজেক্টে D গ্রেড পাইলেন মানে ২.০০। তাহলো টোটাল হলো ২৬। এখন টুইস্ট হলো যদি ভাইভাতে A+ হয় তাইলে ৪.০০। টোটাল হলো ৩০। তারমানে আপনার জিপিএ ৩.০০ থাকবে। এছাড়া বিগত ৩টা ইয়ারে যদি কিছু ঘাটতি থাকে তাবে সেটাও এডজাস্ট হবে।ভাইভার ভূমিকা বুঝলে বুঝেন, না বুঝলে লেবু খান।

অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৪

ভাইভার জন্য সাজগোজ

ছেলে:

সাদা শার্ট, কালো প্যান্ট, টাই(কলেজ নিষেধ করলে লাগাবেন না), লোফার/ফরমাল কালো জুতা। অন্য কালার শার্ট পড়া যাবে কিন্তু লাইট কালার না। গ্যাবাডিং প্যান্ট কালো পরা যাবে কিন্তু না পড়াই উত্তম। ফরমালটাই বেস্ট। দাড়ি ট্রিম করা, ক্লিন সেভ চলবে তবে স্টাইলিশ এভয়েড করবেন। পাঞ্জাবি টুপি পড়া যাবে। সাদা বা চেক পাঞ্জাবি ও পাজামা। পাঞ্জাবির সাথে প্যান্ট পড়বেন না। চুল মার্জিত ভাবে কা/টতে হবে।

২০২৪ অনার্স ৪র্থ বর্ষ ভাইভা পরীক্ষা প্রস্তুতি

মেয়ে:

শাড়ি, সালোয়ার কামিজ, বোরকা, হিজাব, থ্রিপিস পড়তে পারবেন। তবে ভাড়ি জকমকা না। যারা মুখ ঢাকবেন তারা হিজাব বা পর্দা দিয়ে মুখ ঢাকবেন। হিজাব পরে মাস্ক দিবেন না। চুল অবশ্যই বাধা থাকবে। আমার হেবলিটার মত কেউ চুল ছেড়ে যাবেন না। খটখট ওয়াজ হয় এমন হীল এভয়েড করবেন, ব্যবহার করলেও রুমে যেন হাঁটার সময় ওয়াজ না হয়। সাজবেন কিন্তু বিয়ে বাড়ির মত না। হালকা সাজলেই জোশ। যাদের শাড়ির কুচি ধারার কেউ নাই তারা হুদাই শাড়ি পড়বেন না। দেখা যাবে বেলার মত শাড়িতে উস্টা খায়া পইরা গেসেন, নাই শাড়ির কোনো অংশের গোছ খুলে গেছে।

কি কি পড়বেন?

ভাইভা সম্পূর্ণ নির্ভর করে টিচারের ওপর। তিনি একটা গান শুনেও ছেড়ে দিতে পারে। আবার প্রশ্ন করতেও পারে।আপনি চলমান ৪র্থ বর্ষের ৯টা পরীক্ষার ক বিভাগের প্রশ্নের উত্তর মুখস্থ করবে। সাবজেক্টের নাম বাংলা ও ইংরেজিতে। সাবজেক্ট কোড মুখস্থ করবেন। নিজ কলেজের প্রিন্সিপালের নাম, ভাইসপ্রিন্সিপাল, ডিপার্টমেন্ট প্রধানের নাম, কলেজে প্রতিষ্ঠা কাল ও প্রতিষ্ঠা ইতিহাস রেডি করবেন। নিজ ডিপার্টমেন্টে ও কলেজের নাম ইংলিশে বানান। বর্তমান রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী,স্পীকারের নাম, অর্থবছর ইত্যাদি রেডি করবেন। আপনাকে প্রশ্ন করতে পারে “তোমার কোন সাবজেক্ট ভালো পরীক্ষা হয়েছে ” ঐ সাবজেক্টে প্রশ্ন ধরবে তাই ১টা সাবজেক্ট ভালো করে রিভিশনে রাখবেন। নিজের নামের অর্থ, নিজ জেলা বা শহরের বিখ্যাত ব্যক্তি বা শিল্প ইত্যাদির ধারণা থাকতে হবে। (ভাইভার ডেট হলে কলেজ সুবিধা মত একটা ডেট ফিক্সড করবে এবং ট্রায়াল ক্লাস করাবে। এর জন্য কলেজের নোটিশ অনুসরণ করবেন। ক্লাসে আরো বিস্তারিত বলবে। এটা ধরে নিয়ে কেউ ভুল করলে আবার দোষ দিয়পন না যে, “সিফাত ভাই আপনিইতো বলছিলেন।”)
রুমের ভিতর…

আপনাকে যেতে বললে পশ্চাৎদেশ ওখানেই ঘুরিয়ে হাটা ধরবেন না। সুন্দরভাবে দাঁড়াবেন। এরপর চেয়ারটা পিছনে ঠেলে ডানে/বামে বের হবেন। সুন্দর করে চেয়ারটা আগের জায়গায় রাখবেন। এরপর উল্টাপাশে ২/৩ কদম হেটে নিজের সম্পত্তিখানা ঘুরিয়ে সোজা হাটবেন।

অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৪

ভাইভার ১০০ মার্ক শুধু প্রশ্ন-উত্তরেই নাই। আপনার রুমে ঢোকা থেকে বের হওয়া, আপনার পোশাক পরিচ্ছেদের রুচি কেমন, কথা বলার ভঙ্গি এগুলোর মধ্যেও মার্ক আছে। যেটা কেউ বলেও না, আবার সবাই জানে না।

অনার্স ৪র্থ বর্ষের ভাইভা ২০২৪

প্রশ্ন ০১. ভাইভা পরীক্ষা কখন হয়?
উত্তরঃ NU নোটিশ দিলেই কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে।

প্রশ্ন ০২. ভাইভা কি নিজ কলেজে হবে?
উত্তরঃ যেসব কলেজে ভাইভা কেন্দ্র রয়েছে তাদের নিজ কলেজেই ভাইভা হবে। বেশিরভাগ কলেজেই নিজ কলেজে ভাইভা হয়।

প্রশ্ন ০৩. ভাইভা পরীক্ষা কত নম্বরে হবে?
উত্তরঃ ভাইভা পরীক্ষা হবে ১০০ নম্বরে যা অন্য সব বিষয়ের মতো জিপিএ হিসাব করা হবে।

প্রশ্ন০৪. ভাইভার জন্য কি কি পড়বেন?
উত্তরঃ আপনি যেই বিষয়ে অনার্স করছেন তার সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে হবে। কারণ ভাইভাতে অনার্স বিষয়ে প্রশ্ন করা হয়।

  • অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষায় যেই ১ মার্কের কুইজ ধরণের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো পড়ে যাবেন। এখান থেকে প্রশ্ন করা হতে পারে।
  • বাংলাদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন করতে পারে।
  • ৪র্থ বর্ষ পরীক্ষায় যে বিষয়ে ভাল পরীক্ষা দিয়েছেন সেই বিষয় ভাল করে পড়ে যাবেন। কারণ আপনাকে জিজ্ঞাস করা হবে আপনার কোন বিষয়ের পরীক্ষা ভাল হয়েছে এবং সে বিষয় থেকে প্রশ্ন করা হবে।
  • ৪র্থ বর্ষের সকল বিষয় গুলোর নাম এবং বিষয় কোড মনে রাখবেন।
  • কলেজের প্রিন্সিপাল,ভাইস প্রিন্সিপাল,ডিপার্টমেন্ট প্রধানের নাম এবং ডিপার্টমেন্টের শিক্ষকদের নামগুলো জেনে রাখবেন।
  • রোল, রেজিঃ নাম্বার এবং পূর্বের ফলাফল জিজ্ঞাস করতে পারে।
  • ১০০ নম্বরে ভাইভা প্রশ্ন পরিমাণ বেশি হতে পারে।
  • ভাইভা বোর্ডে কোন অপ্রাসঙ্গিক কথা বলবেন না এবং অঙ্গভঙ্গি করবেন না।

প্রশ্ন ০৫. কেমন পোশাক পড়তে হবে?
উত্তরঃ ছেলেদের ক্ষেত্রে ফর্মাল ড্রেস পড়ে যেতে হবে।
মেয়েদের ক্ষেত্রে শাড়ি,থ্রি পিস, যারা বোরকা পড়েন পড়ে যেতে পারেন মুখ খোলা রাখবেন।

প্রশ্ন ০৬. কি কি নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে?
উত্তরঃ যেহেতু ভাইভা একটা পরীক্ষা তাই এডমিট, রেজিঃ কার্ড, কলম, ক্যালকুলেটর।
মনে রাখবেন

  • রুমে ঢুকার পূর্বে সালাম দিয়ে ঢুকবেন এবং বসার পূর্বে অনুমতি নিয়ে বসবেন।
  • এমন কোন আচরণ করবেন না যাতে শিক্ষক বিরক্ত হয়।
  • প্রশ্নের উত্তর না পারলে সরাসরি বলে দিবেন উত্তর মনে পড়ছেনা।
  • পরীক্ষা কেন্দ্রের মধ্যে হৈ চৈ করবেন না।

অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৪

প্রশ্ন ০৭. ভাইভা পরীক্ষায় কতজন শিক্ষক থাকবে?
ভাইভা বোর্ডে ৪/৫ জন শিক্ষক থাকতে পারেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অন্য যেকোন কলেজ থেকে একজন শিক্ষক থাকবেন এবং তিনি ভাইবা পরিচালনা করবেন।
এছাড়া যেই কেন্দ্রে পরীক্ষা হবে সেই কলেজের ডিপার্টমেন্ট প্রধান, ডিপার্টমেন্টের ২/৩ জন শিক্ষক।

ভাইভায় এসব জেনে রাখা জরুরিঃ
  • ভাইভা বোর্ডে যাওয়ার সময় ভয় না পাওয়া।
  • হাসিমুখে ভাইভা বোর্ডের কক্ষে প্রবেশ করা।
  • উপস্থিত সবাইকে সালাম দেয়া।
  • পারফিউম ব্যবহার না করাই ভালো।
  • বসার অনুমতি দিলে বসা।
  • কোনোক্রমেই টেবিলে হাত রাখা যাবে না।
  • ভাইভার সময় প্রশ্নকর্তার সামনে হাসি খুশি প্রফুল্ল থাকা।
  • প্রশ্ন না পারলে ইচ্ছামত না বলে সরি বলায় উত্তম,
  • প্রশ্নকর্তার চোখে চোখ রেখে উত্তর দেওয়া।
  • প্রশ্ন কর্তার সাথে খারাপ আচারন না করা।
  • প্রশ্নকর্তা প্রথমে তোমাকে সকল বিষয় হতে প্রশ্ন করবেন।
  • উত্তর বলতে না পারলে তোমাকে প্রশ্নকর্তা প্রশ্ন করবেন তুমি ফাইনাল পরীক্ষায় কোন বিষয়ে ভালো দিয়েছ। সেখান থেকেই তোমাকে প্রশ্ন করবেন।
  • সুতরাং পরিক্ষার প্রশ্ন গুলো ভালো করে দেখে নেবে এবং সিরিয়ালে যারা আগে ভাইবা দিয়ে বের হয়েছে তাদের থেকে প্রশ্নের পূর্ব ধারনা পেয়ে যাবে।
  • বের হওয়ার সময় মৃদু হাসিতে সালাম দিয়ে বের হওয়া।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment