কারবার প্রতিষ্ঠানের গঠন কীভাবে হিসাববিজ্ঞানকে প্রভাবিত করে?,কারবার প্রতিষ্ঠানের গঠন, কারবারের গঠন হিসাববিজ্ঞানকে সবসময়ই প্রভাবিত করে
কারবারের গঠন হিসাববিজ্ঞানকে সবসময়ই প্রভাবিত করে আসছে। যেমন-
১. একমালিকানা ছোট কারবার: এ জাতীয় ব্যবসায় হলো মুদি, মনোহারি, স্টেশনারি, বেকারি, মিষ্টি, কাপড়,
থান কাপড়ের দোকান এবং ছোটখাট সেবাদানকারী প্রতিষ্ঠান প্রভৃতি।
এরা কোনো রকমে হিসাব রাখে। এ জাতীয় প্রতিষ্ঠান মূলত একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে। হিসাবের গুরুত্ব এদের কাছে কম।
২. একমালিকানা বড় কারবার : একমালিকানা বড় বড় প্রতিষ্ঠানগুলো যেহেতু পরিচালনার জন্য তৃতীয় পক্ষের উপর নির্ভরশীল ভাই তারা আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে। এদের কাছে হিসাবের গুরুত্ব তাই বেশি।
৩. অংশীদারি কারবার: অংশীদারি কারবার সাধারণত দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে।
এরা মূলত অংশীদারদের মধ্যকার বিরোধ মিটাতে হিসাব রাখে।
৪. যৌথ মূলধনী কারবার: যৌথ মূলধনী কারবার সাধারণত দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে।
তবে উৎপাদনের সাথে জড়িত যৌথ মূলধনী প্রতিষ্ঠান আর্থিক হিসাব এর পাশাপাশি উৎপাদন ব্যয় হিসাব রাখে।
যৌথ মূলধনী কারবার আর্থিক বিবরণী প্রস্তুতের সাথে নগদ প্রবাহ বিবরণী, তহবিল প্রবাহ বিবরণী, অনুপাত বিশ্লেষণ করে থাকে। এদের হিসাব করার ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা আছে।
৫. বিধিবদ্ধ আর্থিক প্রতিষ্ঠান: যৌথ মূলধনী কারবারের মত এ আতীয় প্রতিষ্ঠান দুতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে হিসাব রাখে।
সাথে সাথে নগদান প্রবাহ, তহবিল প্রবাহ, অনুপাত বিশ্লেষণ করে থাকে।
সাধারণত পূর্ববর্তী বছরের সাথে বর্তমান বছরের তুলনামূলক আর্থিক বিবরণী তৈরি করে থাকে।
৬. ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে: ব্যাংকিং প্রতিষ্ঠান বাদে অন্য সব প্রতিষ্ঠান মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক হিসাব ব্যালেন্স বের করে আর্থিক বিবরণী তৈরি করে। কিন্তু ব্যাংক একমাত্র প্রতিষ্ঠান যাকে প্রতিদিন প্রতিটি লেনদেনের সাথে সাথে হিসাবের ব্যালেন্স বের করে দৈনিক হিসাব আপটুডেট করে রাখতে হয়। কাজেই ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাবের গুরুত্ব অন্য সব প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি।
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক | Paragraph | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক | CV | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক | Dialog/সংলাপ | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- মুদ্রা বাজার ও মূলধন বাজার মধ্যে পার্থক্য কি?মুদ্রা বাজার (Money Market)মুদ্রা বাজার হলো একটি আর্থিক বাজার যেখানে স্বল্পমেয়াদী ঋণ এবং আর্থিক উপকরণ (যেমন ট্রেজারি বিল, বাণিজ্যিক পেপার, …
- মার্চেন্ট ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স মধ্যে পার্থক্য কি?মার্চেন্ট ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স মধ্যে পার্থক্য কি?,মার্চেন্ট ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স বৈশিষ্ট্য ব্যবসায়ী অর্থায়ন/ মার্চেন্ট ফাইন্যান্স (Business Financing) এবং …
- বার্ষিক বৃত্তি বলতে কি বুঝায় উদাহরণসহ ব্যাখ্যা করবার্ষিক বৃত্তি (Annual Annuity) হলো এমন একটি আর্থিক চুক্তি যেখানে এক ব্যক্তি বা সংস্থা নির্দিষ্ট সময়কাল ধরে বার্ষিক ভিত্তিতে একটি …
- বাট্টাকরণ ও চক্রবৃদ্ধিকরণ পার্থক্যবাট্টাকরণ (Discounting):বাট্টাকরণ হলো ভবিষ্যতে প্রাপ্ত একটি নির্দিষ্ট অর্থের বর্তমান মূল্য নির্ধারণ করার প্রক্রিয়া। সহজ ভাষায়, এটি বর্তমান সময়ে ভবিষ্যতের অর্থের …
- কর্পোরেট অর্থের কৌশল সমূহ সংক্ষেপে বর্ণনা করোকর্পোরেট অর্থ (Corporate Finance) বা কর্পোরেট ফাইন্যান্স এমন একটি শাখা যা প্রতিষ্ঠানের অর্থায়ন, সম্পদ ব্যবস্থাপনা, এবং বিনিয়োগ সিদ্ধান্ত সম্পর্কিত। এটি …
- এজেন্সির সমস্যা কিভাবে সমাধান করা যায় ব্যাখ্যা করএজেন্সি সমস্যা তখন ঘটে যখন প্রিন্সিপাল (যেমন, শেয়ারহোল্ডার) এবং এজেন্ট (যেমন, ম্যানেজার) এর মধ্যে স্বার্থের অমিল থাকে, যার ফলে এজেন্ট …
- ব্যবসায়ী অর্থায়ন ও কর্পোরেট অর্থায়ন পার্থক্যব্যবসায়ী অর্থায়ন ও কর্পোরেট অর্থায়ন পার্থক্য, ব্যবসায়ী অর্থায়ন vs কর্পোরেট অর্থায়ন পার্থক্য ব্যবসায়ী অর্থায়ন (Business Financing) এবং কর্পোরেট ফাইন্যান্স (Corporate …
- কর্পোরেট অর্থের উদ্দেশ্য গুলো বর্ণনা কর,কি উদ্দেশ্য কর্পোরেট অর্জন করা হয় আলোচনা করকর্পোরেট অর্থের উদ্দেশ্য বা কর্পোরেট ফাইন্যান্সের লক্ষ্য মূলত ব্যবসার আর্থিক পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কোম্পানির স্থায়িত্ব, বৃদ্ধি এবং মুনাফা …