শ্রেণি: ১১শ/ hsc/ উন্মুক্ত-2021 বিষয়: সমাজকর্ম ১ম পত্র এসাইনমেন্টেরের উত্তর 2021 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02 বিষয় কোডঃ 1862 |
বিভাগ: মানবিক শাখা |
এসাইনমেন্ট শিরোনামঃ পেশার ধারণা এবং সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য উল্লেখপূর্বক পেশা ও বৃত্তির মধ্যকার সম্পর্ক একটি সারণিতে উপস্থাপন করুন।
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
বাংলা পেশা মূলত ফারসি শব্দ। অন্যদিকে পেশার ইংরেজি প্রতিশব্দ হলো ‘Profession’। যার অভিধানিক অর্থ জীবিকা বা জীবন ধারণের বিশেষ উপায়। তবে জীবিকা নির্বাহের সকল উপায় বা পন্থা পেশা নয়।
কোন বিষয়ে সুনির্দিষ্ট তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান নির্ধারিত সময়ে অর্জন করে সে জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে জীবিকা অর্জনের উপায় হচ্ছে পেশা।
যেমন – রিক্সাচালক ও ডাক্তারের কাজ উভয়ই জীবিকা নির্বাহের উপায় হলেও রিক্সাচালকের কাজ বৃত্তি এবং ডাক্তারের কাজ পেশা হিসেবে বিবেচিত হবে। কেননা মানবজ্ঞানের কোনো একটি শাখার উচ্চমানের তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা অর্জন করে সে জ্ঞানকে অর্থনৈতিক উদ্দেশ্যে তথা জীবন ধারণের উপায় হিসেবে প্রয়োগ করলে তা পেশা হিসেবে বিবেচিত হবে।
সমাজকর্ম অভিধানের ব্যাখ্যানুযায়ী, পেশা হলো এমন একদল জনগোষ্ঠী যারা নির্দিষ্ট সামাজিক প্রয়োজন বা চাহিদা পূরণে অভিন্ন সাধারণ মূল্যবোধ, দক্ষতা, কৌশল, জ্ঞান এবং বিশ্বাস অনুসরণ ও ব্যবহার করে।
সুতরাং পেশা বলতে বিশেষ কোনো বিষয়ে নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা, নৈপূন্য, মূল্যবোধ, বিশেষ নীতি ও বৈশিষ্ট্যসম্পন্ন বৃত্তিকে বোঝায়, যা সাধারণত জনকল্যাণমুখী এবং পেশাগত সংগঠন মাধ্যমে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। যেকোনো পেশাকে পরিপূর্ণ পেশার মর্যাদা অর্জন করতে হলে সমাজ ও রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করতে হয়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
‘পেশা’ ও ‘বৃত্তি’ শব্দ দু’টি একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। মানব সভ্যতার শুরুর দিকে এই দুয়ের মধ্যে ততটা পার্থক্য পরিলক্ষিত হয়নি। তখন মূলত জীবিকা নির্বাহের নিমিত্তে যে কোনো কাজকেই পেশা হিসেবে বিবেচনা করা হতো। এছাড়া প্রচলিত ধারণা অনুযায়ী ‘পেশা’ ও ‘বৃত্তি’ একই অর্থে ব্যবহার করা হয়। বর্তমান সময়ে বিশেষ করে উন্নত দেশে শব্দ দুটোর মধ্যে পার্থক্য সুস্পষ্ট করা সম্ভব হলেও আমাদের মতো দেশে সর্বক্ষেত্রে পৃথক করা দুরূহ বিষয়। তবে এ কথা অনস্বীকার্য ও সত্য যে কোনো পেশা বৃত্তি না হয়ে পেশার মর্যাদা লাভ করে না। আবার সকল বৃত্তি পেশার মর্যাদায় উন্নীত হতে পারে না। তাই বলা হয়, “সকল পেশাই বৃত্তি কিন্তু সকল বৃত্তি পেশা নয়।” যেমনÑ ডাক্তারী একাধারে বৃত্তি ও পেশা কিন্তু রিক্সাচালানো শুধু একটি বৃত্তি; কখনো পেশা নয়। পেশা ও বৃত্তির সম্পর্কের ক্ষেত্রে বলা যায়, শাব্দিক অর্থে ও বিশেষ জ্ঞানের প্রয়োজনীয়তার আলোকে এদের মধ্যে পার্থক্য থাকলেও জীবিকা নির্বাহের অর্থনৈতিক পন্থা হিসেবে দুটির মধ্যে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।
পেশা ও বৃত্তির পার্থক্য
পেশা বলতে কোনো বিশেষ ক্ষেত্রে সুনির্দিষ্ট বৈশিষ্ট্য, দক্ষতা, নৈপূণ্য ও সুশৃঙ্খল জ্ঞান সম্পন্ন বৃত্তিকে বোঝানো হয়। প্রতিটি পেশার পেশাগত নৈতিক মানদণ্ড ও মূল্যবোধ থাকে যেগুলো এক পেশাকে অন্য পেশা হতে স্বতন্ত্র পরিচয়ে পরিচিত করে। অন্যদিকে, বৃত্তি ) বলতে জীবন নির্বাহের সাধারণ উপায়কে নির্দেশ করে যার জন্য তাত্ত্বিক জ্ঞানের আবশ্যকতা নেই। সুতরাং পেশা ও বৃত্তির মধ্যে সম্পর্ক থাকলেও এদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে।
পেশার জন্য নিজস্ব সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক জ্ঞান একান্ত প্রয়োজন। পেশার সামাজিক উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণের জন্য প্রত্যেক পেশারই পেশাগত সংগঠন রয়েছে। অন্যদিকে বৃত্তির ক্ষেত্রে বিশেষ জ্ঞানার্জনের বাধ্যবাধকতা নেই। বৃত্তির জন্য পেশাগত সংগঠনের আবশ্যকতা নেই। পেশাগত নীতিমালা ও মূল্যবোধ দ্বারা প্রতিটি পেশা পরিচালিত হয়।
এসব নীতিমালা ও মূল্যবোধ পেশাদার ব্যক্তিকে তার পেশাগত দায়িত্ব পালনে দায়িত্বশীল ও দায়বদ্ধ করে তোলে। কিন্তু বৃত্তির ক্ষেত্রে নৈতিক মানদণ্ড বা মূল্যবোধর উপস্থিতি পরিলক্ষিত হলেও তা পরিবর্তনশীল এবং ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল। পেশার ক্ষেত্রে জনকল্যাণমুখীতা ও জবাবদিহিতা আবশ্যক। তবে বৃত্তির ক্ষেত্রে জনকল্যাণ ও জবাবদিহিতা
অনুপস্থিত থাকতে পারে। কেননা তা ব্যক্তি নির্ভর হয়ে থাকে। পেশার অন্যতম বৈশিষ্ট্য সামাজিক স্বীকৃতি; সামাজিক স্বীকৃতি ব্যতীত কল্যাণকামী হওয়া সত্ত্বেও কোনো কোনো বৃত্তি পেশার মর্যাদা নাও পেতে পারে। কোনো পেশাদার ব্যক্তি ইচ্ছা করলেই পেশা পরিবর্তন করতে পারে না। অন্যদিকে, বৃত্তি সহজে পরিবর্তন করা যায়। যেমনÑ একজন প্রকৌশলী ইচ্ছা করলেই চিকিৎসক হতে পারবেন না। কিন্তু একজন দিনমজুর ইচ্ছা করলে রিক্সচালক হতে পারবেন।
পেশার সঙ্গে দক্ষতা ও যোগ্যতার বিষয়টি জড়িত হলেও বৃত্তির ক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতায় বিষয়টি ততটা মুখ্য বিষয় নয়। সুতরাং এটা প্রতীয়মান হয় যে, পেশা ও বৃত্তির মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। এ প্রসঙ্গে সংক্ষেপে বলা যায় যে, “প্রত্যেক পেশাই বৃত্তি, কিন্তু প্রত্যেক বৃত্তিই পেশা নয়।”
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সমাজকর্ম ব্যবহারিক সামাজিক বিজ্ঞানের একটি শাখা, বহুমুখী পেশা হিসেবে সুপ্রতিষ্ঠিত ও পরিচিত। বৈজ্ঞানিক জ্ঞান, মানব হিতৈষী দর্শন এবং সামাজিক সম্পর্ক বিষয়ক জ্ঞান, দক্ষতা ও মূল্যবােধভিত্তিক সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যা অন্য পেশা থেকে পৃথক সত্ত্বা লাভ করেছে।
সমাজকর্ম শুধু একটি পেশাগত প্রচেষ্টা নয়; এটি একটি বিজ্ঞান ও কলা। সমাজকর্ম হচ্ছে সামাজিক বিজ্ঞানের সেই শাখা যার নিজস্ব সমন্বিত জ্ঞানভাণ্ডার ও পেশাগত মূল্যবােধ রয়েছে এবং যেখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষারও সুযােগ রয়েছে। মানুষ ও তার পরিবেশ এবং সামাজিক ভূমিকার প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি পােষণ সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য। সমাজকর্ম অনুশীলনে মানুষকে সামাজিক পরিবেশের আওতায় বিবেচনা করা হয়। মানুষ ও তার সমস্যাকে এককভাবে বিবেচনা করা হয় না। অর্থাৎ “Total person in the total enviroment” এরূপ দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়া হয়। সমাজকর্ম সমাজের সুবিধাবঞ্চিত ও সমস্যাগ্রস্ত মানুষের কল্যাণে একটি বহুমুখী দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানবিক (humanitarian) এবং Empowering পেশা হিসেবে স্বীকৃত। ব্যক্তির সামাজিক ভূমিকা পালন ক্ষমতার পুনরুদ্ধার, সংরক্ষণ ও উন্নয়ন এবং সুপ্ত প্রতিভার বিকাশ সাধন করে সমাজের সার্বিক কল্যাণ আনয়নে সমাজকর্ম প্রয়াস চালায়। সমাজকর্ম সামাজিক উন্নতি (social betterment) আনয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে caring, curing এবং changing হচ্ছে সমাজকর্ম পেশার তিনটি বিশেষ দিক। সমাজকর্ম মূল্যবােধ, জ্ঞান ও দক্ষতাভিত্তিক পেশাগত কর্মকাণ্ড, যা সামাজিক হস্তক্ষেপ,
সামাজিক উপযােজন, সামাজিক উদ্ভাবন এবং পরিকল্পিত সামাজিক পরিবর্তন কৌশলের মাধ্যমে সাহায্যার্থীকে সমস্যা সমাধানে সক্ষম করে তােলে। সমাজকর্ম অনুশীলনে পরিবর্তন প্রতিনিধি ব্যবস্থা (change agent system), সাহায্যার্থী ব্যবস্থা (client system), লক্ষ্য ব্যবস্থা (target system) এবং কার্যক্রম ব্যবস্থা (action system) পেশাটিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। সমাজকর্ম একটি সুশৃংখল বৈজ্ঞানিক পদ্ধতিভিত্তিক পেশা যার পদ্ধতি মূলত দুই ধরনের।
যথা- মৌলিক সমাজকর্ম পদ্ধতি এবং সহায়ক সমাজকর্ম পদ্ধতি। ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সংগঠন হচ্ছে সমাজকর্মের মৌলিক পদ্ধতি। অন্যদিকে, সমাজকর্ম প্রশাসন, সামাজিক কার্যক্রম ও সমাজকর্ম গবেষণা হচ্ছে সমাজকর্মের সহায়ক পদ্ধতি। span19 Pa Capartat 908 (fates 98164 Charles Zastraw 017 “Introduction to Social Work and Social Welfare” 958 76919, “Social work is distinct from other professions (such as- Psychology and Psychiatry) by virtue of the reponsibility and mandate to provide social service.” সমাজকর্মের সেবাদান কার্যক্রমে পেশাদার সমাজকর্মীর পাশাপাশি সাহয্যার্থীও সমস্যা সমাধান প্রক্রিয়ায় সক্রিয়, বহুমুখী ও গতিশীল (dynamic) ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে সমাজকর্মী সক্ষমকারী, সংযােগকারী, সমন্বয়কারী, মধ্যস্থাকারী, পরামর্শ প্রদানকারী, পরিবর্তনকারীসহ অনুঘটের ভূমিকা পালন করে থাকে। সমাজকর্মী পরিবর্তন প্রতিনিধি হিসেবে সাহায্যার্থীর মধ্যে কাঙ্খিত ও বাঞ্ছিত পরিবর্তন আনয়নে করে যথাযথ সামাজিক ভূমিকা পালনে তাকে সক্ষম করে তােলে। সাহায্যার্থীর সাথে পেশাগত সম্পর্ক (rapport) স্থাপন সমাজকর্ম পেশার অন্যতম বৈশিষ্ট্য। অন্যান্য পেশায় সাহায্যার্থীর সাথে পেশাজীবীর সুনির্দিষ্ট পেশাগত সম্পর্ক স্থাপনের প্রয়ােজন নেই বললেই চলে। সমাজকর্ম অনুশীলনে সাহায্যার্থীর প্রকৃত সমস্যা চিহ্নিত করে সমস্যা সমাধানে পেশাগত সম্পর্ক স্থাপন অত্যাবশক ও গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া সাহায্যার্থীর সাথে সমাজকর্মীর এই পেশাগত সম্পর্ক স্থাপন, সমস্যা অনুধ্যান, সমস্যা নির্ণয়,
সমস্যা সমাধান, অনুসরণ ও মূল্যায়ন সকল স্তরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমাজকর্ম মূল্যবােধ নিরক্ষেপ নয় বরং মূল্যবােধ নির্দেশিত (value guided) পেশা। সমাজকর্মের নিজস্ব পেশাগত মূল্যবােধ ও নীতিমালা রয়েছে। ব্যক্তির অন্তর্নিহিত মূল্য ও মর্যাদার স্বীকৃতি, আত্মনিয়ন্ত্রণ অধিকার, সকলের সমান সুযােগ, আত্মপরিপূর্ণতার সুযােগ, সমাজের প্রতি ব্যক্তির কর্তব্য, ব্যক্তির প্রতি সমাজের কতর্ব্য, পর্যাপ্ত সুযােগ, আত্মনির্ভরতা, সম্পদের সবােত্তম ব্যবহার ও জীবন সংক্রান্ত সার্বিক দৃষ্টিভঙ্গী হচ্ছে সমাজকর্মের নিজস্ব মূল্যবােধ।
সমাজকর্ম অনুশীলনে শৈল্পিক দক্ষতা প্রয়ােগ করা হয়। সমাজকর্মীর সহমর্মিতা, আত্মবিযুক্ত ভালবাসা, উষ্ণতা, আন্তরিকতা, সৃজনশীলতা, কল্পনাশক্তি, বিচারবােধ ও ব্যক্তিগত ভঙ্গিমা হচ্ছে শৈল্পিক দক্ষতা। বর্তমানে সমাজকর্মের ক্ষেত্র বিকাশ ও প্রসার লাভ করেছে। পরিবার ও শিশুসেবা, স্বাস্থ্য ও পুনর্বাসন, মানসিক স্বাস্থ্য, কিশাের অপরাধ ও অপরাধ সংশােধন, প্রবীণকল্যাণ, আবসনসহ নানা ক্ষেত্রে সমাজকর্ম অনুশীলন হচ্ছে। এছাড়া মানবিক সমস্যার সাথে সংশ্লিষ্ট সমাজকর্মের ছু শাখা যেমন- চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, সাইকিয়াট্রিক সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম, শিল্প সমাজকর্ম মিলিটারী সমাজকর্ম ও প্রবীণকল্যাণ, যা পেশাটির বৈচিত্র্যময় পরিধি তােলে ধরে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
বিশ্বব্যাপী সমাজকর্ম পেশার বিকাশ, উন্নয়ন ও সম্প্রসারণে জাতীয় ও আন্তজাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের পেশাগত সংগঠন সক্রিয় রয়েছে। সমাজকর্মীদের পেশাগত স্বার্থ সংরক্ষণে এসব সংগঠনসমূহ কার্যকর ভূমিকা পালন করছে। এসব সংগঠনের মধ্যে উল্লেখযােগ্য হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব সােশ্যাল ওয়ারকার্স, ন্যাশনাল এসােসিয়েশন অব সােশ্যাল ওয়ারকার্স, ক্লিনিক্যাল সােশ্যাল ওয়ার্ক এসােসিয়েশন,
সােসাইটি ফর সােশ্যাল ওয়ার্ক এ্যাণ্ড রিসার্চ, এসােসিয়েশন অব ফ্যামেলী কেস ওয়াকার্স, এসােসিয়েশন অব সাইকিয়াট্রিক সােশ্যাল ওয়াকার্স, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব সােশ্যাল ওয়ারকার্স, ইন্টারন্যাশনাল এসােসিয়েশন অব স্কুলস অব সােশ্যাল ওয়ার্ক এবং এশিয়া পেসিফিক এসােসিয়েশন অব সােশ্যাল ওয়ার্ক। বাংলাদেশ কাউন্সিল ফর সােশ্যাল ওয়ার্ক এডুকেশন নামে একটি পেশাদার সংগঠন বাংলাদেশে সমাজকর্ম পেশার মানােন্নয়নে কার্যকর রয়েছে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/
- Degree 3rd Year Exam Marketing 5th paper Suggestion
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- degree 3rd year philosophy 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- degree 3rd year psychology 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট NU Degree 1st Year Result
- ডিগ্রী ২য় বর্ষের সাজেশন pdf