এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৪
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৪ বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি [ ২০২৪ এর সিলেবাস অনুযায়ী] ইতিহাস ১ম পত্র (History 1st Paper) সুপার সাজেশন ২০২৪ subject code: 304 |
২০২৪ এর এইচএসসি ১০০% কমন সাজেশন |
এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন,ইতিহাস ১ম পত্র এইচএসসি সাজেশন, চূড়ান্ত সাজেশন এইচএসসি ইতিহাস ১ম পত্র, hsc ইতিহাস ১ম পত্র সাজেশন pdf, এইচএসসি ১০০% কমন ইতিহাস ১ম পত্র সাজেশন
এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
ইতিহাস ১ম পত্র এইচএসসি সাজেশন ২০২৪
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
ইতিহাস ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন pdf download ২০২৪
এসাইনমেন্ট শিরোনামঃ ভারতের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস ও মুসলিম লীগের রাজনৈতিক কর্মসূচি বিশ্লেষণ এবং সামাজিক ও রাজনৈতিক জাগরণে পারস্পরিক মতবিনিময়ের প্রয়ােজনীয়তা
শিখনফল/বিষয়বস্তু :
- ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষের রাজনৈতিক বিবর্তন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে,
- ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান ও ভারত রাষ্ট্রের অভ্যুদয় ব্যাখ্যা করতে পারবে,
- সামাজিক ও রাজনৈতিক জাগরণে পারস্পরিক মতবিনিময়ে উদ্বুদ্ধ হবে,
নির্দেশনা :
- কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করা,
- মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা,
- কংগ্রেস ও মুসলিম লীগের উল্লেখযােগ্য রাজনৈতিক কর্মসূচি ছকে উপস্থাপন,
- সামাজিক ও রাজনৈতিক জাগরণে পারস্পরিক মতবিনিময়ে উদ্বুদ্ধ হওয়ার প্রয়ােজনীয়তা ব্যাখ্যা,
চতুর্থ অধ্যায়:
পাকিস্তানি আমলে বাংলা: ভাষা আন্দোলন প্রকৃতি ও এর গতি
শিখনফলঃ
- ভাষা আন্দোলনের প্রেক্ষাপট এবং প্রকৃতি ধারাবাহিকভাবে ব্যাখ্যা করতে
- ভাষা শহীদদের অবদান মূল্যায়ন করতে পারবে;
- বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন ব্যাখ্যা করতে পারবে;
- ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে
নির্দেশনাঃ
- ভাষা আন্দোলনের পটভূমি বর্ণনা:
- ভাষা শহীদদের অবদান মূল্যায়ন
- বাংলাদেশের অব্যুদয়ে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ;
- ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা; • বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন;
ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম পর্যালোচনা।
নির্দেশনা (সংকেত/পরিধি/ধাপ) :
- ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন বর্ণনা ;
- ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম ;
- চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠায় বক্সার যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ ;
- আধিপত্য প্রতিষ্ঠায় দিওয়ানি ও দ্বৈত শাসন ;
- চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠার আর্থ-সামাজিক ও রাজনৈতিক ফলাফল বিশ্লেষণ।
বঙ্গভঙ্গের প্রয়োজনীয়তা ও এর পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া এবং ভারতে বৃটিশ কংগ্রেস ও মুসলিম লীগের রাজনৈতিক কর্মসূচী বিশ্লেষণ।
শিখনফলঃ
- ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষে বঙ্গভঙ্গের প্রয়ােজনীয়তা ব্যাখ্যা করতে পারবে।
- বঙ্গভঙ্গের পক্ষে ও বিপক্ষে প্রতিক্রিয়া মূল্যায়ন করতে পারবে;
- ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি ও এর রাজনৈতিক কর্মসূচী ব্যাখ্যা করতে পারবে
- মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্লেষণ করতে পারবে।
নির্দেশনাঃ
- বঙ্গভঙ্গের প্রয়ােজনীয়তা ব্যাখ্যা করা *বঙ্গভঙ্গের পক্ষে ও বিপক্ষে প্রতিক্রিয়া মূল্যায়ন করা
- ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি ও এর রাজনৈতিক কর্মসূচী ব্যাখ্যা
- মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্লেষণ
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের প্রকৃতি এবং ১৯৪০ সালের লাহোর প্রস্তাব ও এর বৈশিষ্ট্য নিরূপণ।
শিখনফল বিষয়বস্তুঃ
- ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতবর্ষের খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে।
- ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষের স্বাধিকার ও রাজনৈতিক আন্দোলনের ফলাফল মূল্যায়ন করতে পারবে।
- লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে।
নির্দেশন :
- খিলাফত আন্দোলনের প্রকৃতি ব্যাখ্যা।
- অসহযোগ আন্দোলনের প্রকৃতি ব্যাখ্যা।
- খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের ফলাফল বিশ্লেষণ।
- লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য ব্যাখ্যা।
২০২৪ ইতিহাস ১ম পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৪
HSC /Alim Common Suggestion 2024
গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
১. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর : ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড ক্যানিং।
২. কোন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভ করে?
উত্তর : ১৭৬৫ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভ করে।
৩. ব্রিটিশ ভারতের কোন গভর্নর জেনারেলকে ইম্পিচমেন্টের সম্মুখীন হতে হয়?
উত্তর : ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ইম্পিচমেন্টের সম্মুখীন হন।
৪. কাকে ভারতের রেলপথের জনক বলা হয়?
উত্তর : এক লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথের জনক বলা হয়।
৫. কে সতীদাহ প্রথা বিলোপ করেন?
উত্তর : লর্ড বেন্টিঙ্ক সতীদাহ প্রথা বিলোপ করেন।
৬. সিকিম রাজ্য কখন ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?
উত্তর : সিকিম রাজ্য ১৮৪৯ সালে ব্রিটিশ সামাজ্যভুক্ত হয়।
৭. দামিন-ই-কো শব্দের অর্থ কী?
উত্তর : দামিন-ই-কো শব্দের অর্থ পাহাড়ের প্রান্ত দেশ।
৮. লর্ড ডালহৌসি কত সালে পাঞ্জাব দখল করেন?
উত্তর : লর্ড ডালহৌসি ১৮৪৯ সালে পাঞ্জাব দখল করেন।
৯. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে বর্তমান কোন দেশে নির্বাসন দেওয়া হয়?
উত্তর : মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে বর্তমান মায়ানমারে নির্বাসন দেওয়া হয়।
১০. ইংরেজরা ভারতীয় উপমহাদেশে কী করতে এসেছিল?
উত্তর : ইংরেজরা ভারতীয় উপমহাদেশে এসেছিল ব্যবসায় বাণিজ্য করতে।গুরুত্বপূর্ণ
অনুধাবনমূলক প্রশ্নের উত্তর
১. “তিতুমীর এক সাহসী যোদ্ধার নাম”- ব্যাখ্যা কর।
উত্তর : তিতুমীর এক সাহসী যোদ্ধার নাম – কারণ তিনি জমিদার, নীলকরদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তিনি নিজস্ব বাহিনী গঠন করেন ও বাঁশের কেল্লা নির্মাণ করেন। তার বাহিনীতে নির্যাতিত কৃষক, সাধারণ জনগণ যোগ দেয়। কিন্তু তিতুমীর ১৮৩১ খ্রিষ্টাব্দে ইংরেজদের সুশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে এবং কামান বন্দুকের সামনে বীরের মতো লড়াই করে পরাজিত হয়। ইংরেজদের গোলাবারুদ, নীলকর জমিদারদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাঁর বাঁশের কেল্লা ছিল দুঃসাহস আর দেশপ্রেমের প্রতীক।
২. পাইক বিদ্রোহ বলতে কী বোঝ— ব্যাখ্যা কর।
উত্তর : ১৮১৭ সালে উড়িষ্যায় পাইকরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহী হয় এবং বাহারামপুরের পুলিশ ঘাঁটি ও সরকারি কার্যালয়গুলোর ওপর আক্রমণ চালায়। পাইকার প্রায় একশত ইংরেজকে হত্যা করে। কিছুদিনের জন্য উড়িষ্যার ইংরেজ শাসন নিশ্চিহ্ন হয়ে যায় ।
৩. স্বত্ববিলোপ নীতি সম্পর্কে বর্ণনা কর।
উত্তর : ব্রিটিশ আশ্রিত বা ব্রিটিশ সৃষ্ট কোনো রাজ্যের উত্তরাধিকারী না থাকলে সে রাজ্য সরাসরি ইংরেজ অধিকারে চলে যাবে। এটাই স্বত্ব বিলোপনীতি। ব্রিটিশ আধিপত্য বিস্তারে স্বত্ববিলোপ নীতির প্রয়োগে লর্ড ডালহৌসি সমধিক খ্যাতি অর্জন করেন। তিনি যেসব রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন তার মধ্যে সর্বাধিকসংখ্যক রাজ্য স্বত্ববিলোপ নীতির প্রয়োগে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। এ নীতির উদ্দেশ্য ছিল, যে সমস্ত ব্রিটিশ আশ্রিত ও ব্রিটিশ সৃষ্ট দেশীয় রাজ্যের উত্তরাধিকারী না থাকলে সে রাজ্য সরাসরি ইংরেজ অধিকারে চলে যাবে। কোনো দেশীয় রাজার পালিত পুত্রের রাজ্য লাভের অধিকার স্বীকৃত হবে না।
৪. লর্ড ডালহৌসি ভারতীয় তার বিভাগের বিশেষভাবে স্মরণীয় কেন— ব্যাখ্যা কর।
উত্তর : লর্ড ডালহৌসি বৈদ্যুতিক টেলিফোন টেলিগ্রাফ লাইনের দ্বারা ভারতের কলকাতাকে পেশোয়ার, বোম্বাই ও মাদ্রাজ্যের সঙ্গে যুক্ত করেন। ফলে সংবাদ আদান-প্রদান অতি সহজ হয়ে ওঠে আর এ ব্যবস্থা যোগাযোগ ক্ষেত্রে এক অভূতপূর্ব বিপ্লব সৃষ্টি করে। তাই লর্ড ডালহৌসিকে ভারতীয় তার বিভাগে বিশেষভাবে স্মরণ করা হয়।
৫. ‘খেরওয়ারী হুল’ বলতে কী বোঝ- ব্যাখ্যা কর।
উত্তর : ‘খেরওয়ারী হুল’ অর্থ হলো সাঁওতাল বিদ্রোহ। বিহারের ভাগলপুর জেলার অন্তর্গত দামিন-ই-কো অঞ্চল থেকে বীরভূম পর্যন্ত বিস্তৃত সাঁওতাল ভাষাভাষি ও কৃষি নির্ভর জনগোষ্ঠীর ইংরেজ শাসন বিরোধী অভ্যুত্থান হল খেরওয়ারী হুল বা সাঁওতাল বিদ্রোহ। ১৮৫৪ সালের ৩০ জুন এ বিদ্রোহ শুরু হয় এবং ১৮৫৬ সালের ফেব্রুয়ারি মাসে সাঁওতালদের পরাজয়ের মাধ্যমে তা সমাপ্ত হয়।
আজকের সাজেশস: ২০২৪ এইচএসসি ইতিহাস ১ম পত্র পরীক্ষার সাজেশন, ২০২৪ এইচএসসি বর্ষ ইতিহাস ১ম পত্র সাজেশন,
এইচএসসি ইতিহাস ১ম পত্র স্পেশাল সাজেশন ২০২৪, hsc History 1st Paper suggestion 2024
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও