এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র সাজেশন ২০২৫
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৫ বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি [ ২০২৫ এর সিলেবাস অনুযায়ী] উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র (Production Management and Marketing 2nd paper) সুপার সাজেশন ২০২৫ subject code: 287 |
২০২৫ এর এইচএসসি ১০০% কমন সাজেশন |
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র এইচএসসি সাজেশন, চূড়ান্ত সাজেশন এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র, hsc উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র সাজেশন pdf, এইচএসসি ১০০% কমন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র সাজেশন
এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র এইচএসসি সাজেশন ২০২৫
জ্ঞানমূলক প্রশ্ন
১। বাজার কী?
উত্তর : কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেটকে বাজার বলে।
২। বাজারজাতকরণ কী?
উত্তর : প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বাজারজাতকরণ বলে।
৩। প্রয়োজন কী?
উত্তর : উপযোগ রয়েছে এমন কোনো কিছু থেকে মানুষ নিজেকে বঞ্চিত মনে করলে তাকে প্রয়োজন বলে।
৪। চাহিদা কী?
উত্তর : অভাব বা আকাঙ্ক্ষা যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে।
৫। বাজার অফার কী?
উত্তর : প্রয়োজন বা অভাবের সন্তুষ্টি বিধানের জন্য পণ্য, সেবা, তথ্য বা অভিজ্ঞতার সমন্বয়ে যা বাজারে উপস্থাপন করা হয় তাকে বাজার অফার বলে।
৬। ক্রেতা ভ্যালু কী?
উত্তর : পণ্য অর্জন ও ব্যবহারের মাধ্যমে ক্রেতার অর্জিত ভ্যালু এবং পণ্য অর্জনের খরচের পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলে।
৭। ভ্যালুর সূত্রটি কী?
উত্তর : ভ্যালু = সুবিধা/ ব্যয়।
৮। শপিং কী?
উত্তর : ব্যক্তিগত, পারিবারিক বা অন্য কোনো ভোগের উদ্দেশ্যে পণ্য, সেবা বা ধারণার ক্রয়কে শপিং বলে।
৯।মার্কেটিং-এর দ্বিতীয় উদ্দেশ্য কী?
উত্তর : মার্কেটিং-এর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে- বর্তমান ক্রেতাদের সন্তুষ্ট করার মাধ্যমে ধরে রাখা ও তাঁদের সংখ্যা বাড়ানো।
১০। পরিবহণ কী?
উত্তর : পরিবহণ হলো বিপণনের অন্যতম কাজ।
১১। বিক্রয় কী?
উত্তর : বিক্রয় হচ্ছে অর্থের বিনিময়ে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার নিকট হস্তান্তর করা।
১২। মার্কেটিং কী?
উত্তর : উৎপাদনকারীর কাছ থেকে পণ্যসামগ্রী ও সেবাকর্ম চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর কার্যাবলিকে মার্কেটিং বলে।
১৩। পর্যায়িতকরণ কী?
উত্তর : আকার এবং গুণাগুণের দিক দিয়ে সমজাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন পণ্যের এককগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাই হলো পর্যায়িতকরণ।
১৪। চাহিদা কী?
উত্তর : কোনো কিছুর অভাব, অভাব পূরণের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে।
১৫। প্রচার কী?
উত্তর : উৎপাদক কর্তৃক অর্থ প্রদান ব্যতীত গণমাধ্যমসমূহ পণ্য সম্পর্কে মতামত প্রকাশ দ্বারা পরোক্ষভাবে পণ্যের চাহিদা বৃদ্ধির প্রয়াসকে প্রচার বলে।
১৬। উপসংস্কৃতি কী?
উত্তর : একই সংস্কৃতির মানুষকে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে ভাগ করাই হচ্ছে উপসংস্কৃতি।
১৭। ফটকা কারবার কী?
উত্তর : ভবিষ্যতে মূল্য হ্রাস-বৃদ্ধির সম্ভাবনায় অগ্রিম ক্রয়-বিক্রয় হলে তাকে ফটকা কারবার বলে।
১৮। বন্ডেড ওয়্যারহাউস কী?
উত্তর : আমদানিকারক কর্তৃক কাস্টমস ডিউটি পরিশোধ না করা পর্যন্ত আমদানীকৃত পণ্য যে গুদামে সংরক্ষণ করা হয় তাকে বন্ডেড ওয়্যারহাউস বলে।
১৯। কর্মী দ্বারা সৃষ্ট ঝুঁকি কী?
উত্তর : প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীর অদক্ষতা, অসততা, অসতর্কতা যেমন—অর্থ আত্মসাৎ, চুরি, হারানো, ভেঙে ফেলা, দক্ষ কর্মীর অসুস্থতা বা অকাল মৃত্যুজনিত কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে কর্মী দ্বারা সৃষ্ট ঝুঁকি বলে।
২০। কারিগরি ঝুঁকি কী?
উত্তর : উৎপাদন ক্ষমতা অনুযায়ী পণ্য উৎপাদন করা না গেলে, কাঁঁচামালের অপচয়, অধিক উৎপাদন ব্যয়, যন্ত্রপাতির অসতর্ক ব্যবহারজনিত যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে কারিগরি ঝুঁকি বলে।
২১। সরকারি বাজার কী?
উত্তর : যে বাজারের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা সরকার তাকে সরকারি বাজার বলে।
২২। বিপণন মিশ্রণ কী?
উত্তর : ভোক্তাদের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে পণ্য মূল্য বণ্টন ও প্রসারের কাঙ্ক্ষিত সংমিশ্রণকে বিপণন মিশ্রণ বলে।
২৩। বাজার বিভক্তিকরণ কী?
উত্তর : একটি সমগ্র বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ছোট ছোট উপবিভাগে ভাগ করার প্রক্রিয়াকে বাজার বিভক্তিকরণ বলে।
২৪। পণ্যের তালিকা মূল্য কী?
উত্তর : বিক্রয়যোগ্য পণ্যের মোড়কে যে মূল্য লেখা থাকে তাকে পণ্যের তালিকা মূল্য বলে।
২৫। ছাড় কী?
উত্তর : বাট্টা প্রদানের পরও মূল্য সংক্রান্ত বাড়তি সুবিধা প্রদান করা হলে তাকে ছাড় বলে।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র এইচএসসি সুপার সাজেশন pdf download ২০২৫
বিপণনের ধারণা, ক্রমবিকাশ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ
শিখনফল/বিষয়বস্তুঃ
বিপণনের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
বিপণনের ক্রমবিকাশ বর্ণনা করতে পারবে;
বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে;
বিপণনের বৈশিষ্ট্যগুলাে চিহ্নিত করতে পারবে;
বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে;
নির্দেশনাঃ
বিপণনের ধারণা ব্যাখ্যা করতে হবে।
ক্রমবিকাশ বর্ণনা করতে হবে।
বিপণনের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে হবে।
বাজার, বিক্রয় ও বিপণন এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে হবে।
উত্তর: লিংক
উৎপাদন ও এর উপকরণসমূহের সম্পর্ক।
শিখনফল/বিষয়বস্তু :
- ১. উৎপাদনের উপকরণ হিসেবে ভূমির ধারণা ও বৈশিষ্ট্যগুলাে চিহ্নিত করতে পারবে;
- ২. উৎপাদনের উপকরণ হিসেবে শ্রমের ধারণা ও বৈশিষ্ট্যগুলাে চিহ্নিত করতে পারবে;
- ৩. শ্রমবিভাগের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
- ৪. উৎপাদনের উপকরণ হিসেবে মূলধনের ধারণা ও বৈশিষ্ট্যগুলাে ব্যাখ্যা করতে পারবে;
- ৫.উৎপাদনের উপকরণ হিসেবে সংগঠনের ধারণা ও বৈশিষ্ট্যগুলাে ব্যাখ্যা করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি):
- উৎপাদনের উপকরণ হিসেবে – ভূমির ধারণা ও বৈশিষ্ট্যগুলাে ব্যাখ্যা করতে হবে।
- শ্রমের ধারণা ও বৈশিষ্ট্যগুলাে ব্যাখ্যা করতে হবে।
- মূলধনের ধারণা ও বৈশিষ্ট্যগুলাে ব্যাখ্যা করতে হবে।
- সংগঠনের ধারণা ও বৈশিষ্ট্যগুলাে ব্যাখ্যা করতে হবে।
- উপকরণের সাথে উৎপাদনের সম্পর্ক বিশ্লেষণ করতে হবে।
উত্তর: লিংক
বিপণন কার্যাবলি বিশ্লেষণ।
শিখনফল/বিষয়বস্তু:
১. বিপণন কার্যাবলির ধারণা ব্যাখ্যা করতে পারবে।
২. ক্রয় ও বিক্রয়ের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।
৩, পরিবহন ও গুদামজাতকরণের ধারণা ও সুবিধা ব্যাখ্যা করতে পারবে।
৪. প্রমিতকরণ ও পর্যায়িতকরণের ধারণা ও সুবিধা ব্যাখ্যা করতে পারবে।
৫. মােড়কিকরণের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক. বিপণন কার্যাবলির। ধারণা ব্যাখ্যা করতে হবে।
খ. ক্রয় ও বিক্রয়ের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে হবে।
গ. পরিবহন ও গুদামজাতকরণের ধারণা ও সুবিধা ব্যাখ্যা করতে হবে।
ঘ. প্রমিতকরণ ও পর্যায়িতকরণের ধারণা ও সুবিধা ব্যাখ্যা করতে হবে।
ঙ. মােড়কিকরণের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে হবে।
উত্তর: লিংক
pdf download উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র এইচএসসি সুপার সাজেশন ২০২৫
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২০২৫ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৫
HSC /Alim Common Suggestion 2025
আজকের সাজেশস: এইচএসসি ১০০% কমন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র সাজেশন ২০২৫
এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র স্পেশাল সাজেশন ২০২৫, hsc Production Management and Marketing 2nd paper suggestion 2025
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও