HSC/এইচএসসি পদার্থ বিজ্ঞান ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি পদার্থ বিজ্ঞান ১ম পত্র, HSC Physics 1st paper Suggestion 100% Common Guaranty, special short suggestion HSC Suggestion Physics 1st paper
এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২৫
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৫ বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি [ ২০২৫ এর সিলেবাস অনুযায়ী] পদার্থবিজ্ঞান ১ম পত্র (Physics 1st Paper) সুপার সাজেশন ২০২৫ subject code: 174 |
২০২৫ এর এইচএসসি ১০০% কমন সাজেশন |
এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র সাজেশন,পদার্থবিজ্ঞান ১ম পত্র এইচএসসি সাজেশন, চূড়ান্ত সাজেশন এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র, hsc পদার্থবিজ্ঞান ১ম পত্র সাজেশন pdf, এইচএসসি ১০০% কমন পদার্থবিজ্ঞান ১ম পত্র সাজেশন,
এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
পদার্থবিজ্ঞান ১ম পত্র এইচএসসি সাজেশন ২০২৫
সৃজনশীল প্রশ্ন ১ : সানি লম্বা একটি তারের এক প্রান্ত একটি দৃঢ় অবলম্বনে বেঁধে অন্যপ্রান্তে ধরে ওপর নিচে আড়াআড়িভাবে দোলালো। এতে একটি তরঙ্গ তার বেয়ে অগ্রসর হলো এবং বদ্ধ প্রান্তে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসল। সানি ওপর হতে নিচে এবং নিচ হতে ওপরে তার হাতটি সর্বোচ্চ 50 cm পরিমাণ সরায় এবং এতে 0.25 sec সময় লাগে । 3 m লম্বা তারটির সম্মুখ তরঙ্গ অগ্রসর হয়ে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছাতে 2 sec সময় লাগে । ঐ দিন বায়ুর ঘনত্ব 0.00129 gm/cc ছিল।
ক. শব্দ বিজ্ঞানী ত্রয়ী কাকে বলে?
খ. এক সাথে অনেকগুলো সৈন্য ব্রীজের উপর দিয়ে মার্চ করে যাওয়া ঠিক নয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লেখিত তরঙ্গটির তীব্রতা লেভেল নির্ণয় করো।
ঘ. সানির তারটিতে যে স্থির তরঙ্গ উৎপন্ন হয় তার সমীকরণ কিরূপ হবে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : মা ইলিশ রক্ষা করায় বাংলাদেশে এবার প্রচুর ইলিশ ধরা পড়ে । ইলিশ ধরতে গিয়ে একজন মাঝি তার রেডিওতে বৈরী আবহাওয়ার পূর্বাভাস শুনতে পায়। দ্রুত তীরে আসার জন্য তিনি নৌকায় পাল তুলে দেন। নৌকার চলার দিকের সাথে চিত্রের ন্যায় (চিত্র ডাউনলোড ফাইলে সংযুক্ত) কৌণিক ভাবে বায়ু প্রবাহিত হচ্ছিল। নৌকা চলার দিকে বাতাসের উপাংশটি কাজে লাগানোর জন্য তিনি হাল ধরেন । শুধুমাত্র বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে মাঝি 200 kg ভরের নৌকা নিয়ে 5 মিনিটে তীরে পৌছান। (এক্ষেত্রে নদীতে কম স্রোত থাকায় তা উপেক্ষণীয়)
ক. কার্ল কী?
খ. দুটি ভেক্টর কখন পরস্পর সমান্তরাল হয়? ব্যাখ্যা কর।
গ. নৌকাটিকে সামনে গতিশীল রাখার জন্য বাযু প্রবাহ জনিত বলের মান কত?
ঘ. মাছ ধরার জন্য নৌকাটি তীর থেকে কত দূরে অবস্থান করেছিল বলে তুমি মনে কর? গাণিতিক ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নতুন যুক্ত হওয়া নবযাত্রা ও জয়যাত্রা নামক দুটি 100m ও 120m গভীর তলদেশ দিয়ে চালানো হয়েছে। যাদের দেয়াল সর্বাধিক 16atm। চাপ সহ্য করতে সক্ষম। যাত্রার শুরুতে একজন ডুবুরী 100m গভীরতায় উক্ত ডুবোজাহাজ পর্যবেক্ষণে যান এবং তার দ্বারা সেখানে কিছু বায়ু বুদবুদ সৃষ্টি হয়।
ক. আপেক্ষিক আর্ত কাকে বলে?
খ. শীতের দিনে ঠোট ফাটে কেন? ব্যাখ্যা কর।
গ. বুদবুদগুলো সমুদ্রপৃষ্ঠে উঠে আসলে তা আয়তনে কত গুণ হবে?
ঘ. ডুবোজাহাজ দুটি নিরাপদ গভীরতা দিয়ে চালানো হয়েছিল কি না – গাণিতিক ব্যাখ্যা দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : কোন এক শীতের দিন বিকেল বেলা সামির চিত্রের ন্যায় (চিত্র ডাউনলোড ফাইলে সংযুক্ত) খেজুর গাছ বেয়ে B বিন্দুতে উঠে একটি হাড়ি বেঁধে আসে। পরের দিন সকাল বেলা আরাফ রস নামানোর উদ্দেশ্যে মই ব্যবহার করে B বিন্দুতে পৌছায়। তাদের উভয়ের ভর 50kg
ক. ক্ষমতা কাকে বলে?
খ. সকল দোলক সেকেন্ড দোলক নয় কেন? ব্যাখ্যা কর।
গ. B বিন্দুতে সামিরের বিভব শত্তি কত?
ঘ. উভয় পথে B বিন্দুতে পৌছাতে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃত কাজ একই হবে কি না- গাণিতিক ভাবে যাচাই কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : তুমি গাছের ডালে ঝুলে থাকা বানরকে (M) লক্ষ্য করে একটি কলা ছুড়ে মারলে । কলাটি ধরার জন্য নিক্ষেপের মূহুর্তে বানরটি এর অবস্থান থেকে মুক্তভাবে নিচে পরতে থাকলো।
ক. জড়তার ভ্রামক কাকে বলে?
খ. ফ্যানের বাতাসে শরীরের ঘাম শুকালে আরাম লাগে কেন? ব্যাখ্যা কর।
গ. নিক্ষেপের 1 sec পর কলাটির বেগ নির্ণয় কর।
ঘ. বানরের পক্ষে কলাটি ধরা সম্ভব হবে কি? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ পর্বক মতামত দাও ।
সৃজনশীল প্রশ্ন ৬ : একটি পানি পূর্ণ কুয়ার গভীরতা ও ব্যাস যথাক্রমে 10m ও 1.5m এবং অপর একটি কুয়ার গভীরতা 20m। দুটি কুয়ায় একই পরিমাণ পানি ধরে। উভয় কুয়ার পানি শন্য করতে একটি পাম্প ক্রয় করা হল।
ক. অভিলম্ব তরণ কি?
খ. উচু স্থান হতে লাফিয়ে নদীতে পড়ার সময় কোন ব্যাক্তি নিজেকে ওজনহীন মনে করেন কেন?
গ. পাম্পটি 20 মিনিটে প্রথম কুয়াটিকে পানি শূন্য করলে পাম্পটির ক্ষমতা কত হবে?
ঘ. উদ্দীপকের পাম্পের সাহায্যে একই সময়ে উভয় কুয়ার পানি শূন্য করা যাবে কি? গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
পদার্থবিজ্ঞান ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন pdf download ২০২৫
সৃজনশীল প্রশ্ন ১ : একটি বস্তুকে 75 m দূরে এবং 7.4 m উচ্চতায় রাখা একটি ঝুড়িতে ফেলার জন্য লেখচিত্র অনুযায়ী নিক্ষেপ করা হলো।
ক. তাৎক্ষণিক ত্বরণ কী?
খ. সমকৌনিক বেগে ঘূর্ণায়মান একটি বস্তুর লম্বিক ত্বরণ ও ব্যাসার্ধের লেখচিত্র কিরূপ? ব্যাখ্যা কর।
গ. বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে?
ঘ. বস্তুটিকে ঝুঁড়িতে ফেলার চেষ্টা সফল হবে কী না? গাণিতিকভাবে যাচাই কর।
পদার্থবিজ্ঞান ১ম পত্র সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ২ : কোন একটি সার্কাসে দুইজন সার্কাস শিল্পী একটি মসৃণ উলম্ব নলের ভিতর দিয়ে একটি রশি ঢুকিয়ে রশিটির দুইপ্রান্তে দুইজন ধরে প্রথম শিল্পী নলের চারদিকে নির্দিষ্ট কৌণিক বেগে অনুভূমিক তলে ঘূর্ণনের মাধ্যমে দ্বিতীয় শিল্পীকে স্থির অবস্থায় রাখতে সক্ষম হয়েছে।
ক. টর্ক কাকে বলে?
খ. কৌণিক ভরবেগ ভর ও ব্যাসার্ধ উভয়ের উপর নির্ভরশীল – ব্যাখ্যা কর।
গ. প্রম শিল্পী না ঘুরলে তারা কত ত্বরণে গতিশীল হবে?
ঘ. উদ্দীপকের ঘটনাটির সফলতা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : গাছের ডালে বসা একটি পাখি অনবরত একই শক্তিতে ডাকছে। একজন পর্যবেক্ষক পাখির ডাকের তীব্রতা পর্যবেক্ষণ শুরু করার পর পাখির অবস্থান হতে তার অবস্থানের দূরত্ব দ্বিগুণ করে। পাখির সৃষ্ট শব্দের ক্ষমতা 10-7 W।
ক. অনুনাদ কী?
খ. টানা তারের বেগ ও একক দৈর্ঘ্যরে ভরের সম্পর্কযুক্ত লেখচিত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
গ. উৎস হতে ন্যূনতম কত দূরে শব্দের তীব্রতা লেভেল শূন্য ডেসিবেল হবে?
ঘ. উদ্দীপকের পর্যবেক্ষকের নিকট শব্দের তীব্রতা লেভেলের পরিবর্তন নির্ণয় সম্ভব – গাণিতিকভাবে যাচাই কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : পরীক্ষাগারে একজন ছাত্র উল্লম্বভাবে রাখা একটি স্প্রিং এর উপর 0.8 m উঁচু হতে 4 kg ভরের বস্তু ছেড়ে দিলে বস্তুটি স্প্রিং এ আটকে যায় এবং 0.2 m সংকুচিত হয়। ঐ একই স্প্রিংকে দৃঢ় অবস্থানে আটকিয়ে একই ভর যুক্ত করে দোলন কালের পরিবর্তন পর্যবেক্ষণ করল।
ক. কালিক পর্যাক্রম কী?
খ. স্প্রিং এর দৈর্ঘ্য কেটে ছোট করে দিলে বল ধ্রুবক পরিবর্তন হবে কী? ব্যাখ্যা কর।
গ. স্প্রিং এর প্রতিরোধকারী বল কত?
ঘ. উদ্দীপকের ছাত্রের পর্যবেক্ষণ – গাণিতিকভাবে বিশ্লেষণ কর
সৃজনশীল প্রশ্ন ৫ : কোনো ঘরের তাপমাত্রা 30 ডিগ্রী এবং শিশিরাঙ্ক 15 ডিগ্রী C এবং আপেক্ষিক আর্দ্রতা 50%। ঐ সময়ে ঘরের বাইরের তাপমাত্রা 12 ডিগ্রী C এবং আপেক্ষিক আর্দ্রতা 65%। 30 ডিগ্রী C ও 12 ডিগ্রী C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 31.83 mm Hgp ও 10.52 mm HgP। 30 ডিগ্রী C তাপমাত্রায় গ্লেইসারের ধ্রুবক 1.65।
ক. স্প্রিং ধ্রুবক কী?
খ. সমভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষে ভরদ্বয় বেগের বিনিময় করে – ব্যাখ্যা কর।
গ. ঐ ঘরে ঝুলানো আর্দ্র ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারে আর্দ্র বাল্ব থার্মোমিটারে কত পাঠ দেখাবে?
ঘ. যদি ঘরের একটি জানালা খুলে দেয়া হয় তাহলে জলীয় বাষ্প কোন দিকে চলাচল করবে – গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : 1 m দৈর্ঘ্যরে একটি স্প্রিংকে একটি দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে এর অপর প্রান্তে 200 g ভরের একটি বস্তু ঝুলিয়ে দেয়া হলো। এতে স্প্রিংটির দৈর্ঘ্য 1.10 m হলো। অতঃপর বস্তুটিকে নিচের দিকে 20 cm টেনে ছেড়ে দেয়া হলো।
ক. অগ্রগামী তরঙ্গ কী?
খ. তরঙ্গের বিস্তার দ্বিগুণ ও কম্পাঙ্ক অর্ধেক করা হলে এর তীব্রতা কেমন হবে?
গ. বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় কর।
ঘ. সাম্যাবস্থান হতে কত দূরে বস্তুটির বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে? গাণিতিক বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি রাস্তার কোনো এক বাঁকের ব্যাসার্ধ 50 m এবং রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য 0.5 m। রাস্তার প্রস্থ 5 m।
ক. টর্ক কাকে বলে?
খ. “জড়তার ভ্রামক 50 kg m2” বলতে কী বোঝায়?
গ. উল্লিখিত স্থানে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের রাস্তায় 108 km h-1 বেগে একটি গাড়ি নিরাপদে চালানো সম্ভব কি না – গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : O বিন্দু হতে একটি বুলেট ভূমির সাথে তির্যকভাবে নিক্ষেপ করায় এটি A বিন্দুতে অবস্থিত একটি স্থির ক্রিকেট বলের মধ্যে প্রবেশ করে এবং একসঙ্গে মিলিত হয়ে AB তল বরাবর গতিশীল হয়। বুলেট ও ক্রিকেট বলের ভর যথাক্রমে 20 gm ও 150 gm। A বিন্দু বুলেটটির সর্বাধিক উচ্চতা নির্দেশ করে।
ক. তাৎক্ষণিক বেগ কী?
খ. নৌকার গুণটানা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বুলেটের সর্বাধিক উচ্চতা নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত সংঘর্ষটি কিরূপ? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৯ : রাজন 2 m দৈর্ঘ্যরে একটি স্প্রিংকে কোন দৃঢ় অবলম্বনের সাথে ঝুলিয়ে দিয়ে এর নিচে 100 gm ভর যুক্ত করল, এতে স্প্রিং এর দৈর্ঘ্য হলো 2.98 m। রাজন ভরটিকে একটু টেনে ছেড়ে দিল, এতে ভরসহ স্প্রিংটি বিনা বাধায় দুলতে লাগলো।
ক. স্প্রিং ধ্রুবক কাকে বলে?
খ. বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যেতে থাকলে অভিকর্ষজ ত্বরণের মান ক্রমাগত বাড়তে থাকে – ব্যাখ্যা কর।
গ. স্প্রিংটির কম্পাংক নির্ণয় কর।
ঘ. স্প্রিংকে কেটে অর্ধেক করে একই ভর যুক্ত করে ঝুলালে স্প্রিংয়ের, স্প্রিং ধ্রুবকের মান বৃদ্ধি পাবে কি না গাণিতিকভাবে উপস্থাপন কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : ভূ-পৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায় অনুভূমিকভাবে একটি উড়োজাহাজ চলছিল। হঠাৎ উড়োজাহাজের উচ্চতা মাপক যন্ত্রটি নষ্ট হওয়ায় পাইলট বিকল্পভাবে উচ্চতা নির্ণয়ের জন্য স্প্রিং নিক্তির সাহায্যে 1 kg ভরের একটি বাটখারা মেপে 9.70 N ওজন পেলেন। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km এবং অভিকর্ষজ ত্বরণ g = 9.8 m s-2|।
ক. মহাকর্ষীয় বিভব কি?
খ. বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে গেলে অভিকর্ষীয় ত্বরণের মান বৃদ্ধি পায় ব্যাখ্যা কর।
গ. উড়োজাহাজটি কত উচ্চতায় চলছিল?
ঘ. উক্ত স্থানে উড়োজাহাজটি কত বেগে গতিশীল হলে যাত্রীরা ওজনহীনতা অনুভব করবে। গাণিতিকভাবে যাচাই কর।
অধ্যায় – ৪: গতি সূত্র
সূত্র
সমীকরণ | প্রতীক ও একক |
1.F = ma 2. বলের ঘাত, J̅ = F̅ × t̅= mv̅ – mu̅3.ভরবেগের সংরক্ষণ সূত্র,m1u̅1 + m2u̅2 = m1v̅1 + m2v̅24. পশ্চাৎবেগ, mv̅ = – MV̅5.v = u + at6.ত্বরণ, a = v – u / t7.v2 = u2 + 2as8.রকেটের ত্বরণ, 9.x-xo = vxo + ½ axt210.বলের ভারসাম্য, ΣF = 011. Jx = F∆t | F = বল {নিউটন (N)} m = বস্তুর বল {কেজি (kg)}a = ত্বরণ {মিটার/সে.২ (ms-2)}t = সময়m = বস্তুর ভরv = শেষ বেগu = আদি বেগs = {দূরত্ব (m)}ur = রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের নিম্নমুখী বেগdm /dt = গ্যাস নির্গমনের হারg = অভিকর্ষজ ত্বরণjx = বলের ঘাত∆t = অতি ক্ষুদ্র সময় |
গাণিতিক সমস্যা ও সমাধানঃ
১. একটি বল 4kg ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে । এর ফলে বস্তুটি 6s–এ 30ms-1 বেগ প্রাপ্ত হয়। বলের মান কত?
সমাধান :F = ma = m.(v/t) m = 4kg = 4×(30/6) t = 6s∴ F = 20N [ans.] v = 30ms-1
২. 150kg ভরের একটি গাড়ি ঘন্টায় 36km বেগে চলছিল ।ব্রেক চেপে একে 25m দূরত্বে থামিয়ে দেয়া হলো । বাধা দান কারী বলের মান কত?
সমাধান :V2 = Vo2 – 2as Vo = 36kmh-1⇒ 0 = (36×1000/3600)2 – 2a×25 S = 25m⇒ a = 2ms-2∴ বল, F = ma = 150×2∴ F = 300N [ans.]
৩. 5 মেট্রিক টন ভরের পানি বোঝাই একটি ট্রাক 20ms-1 বেগে চলছিল। এমন সময় ট্রাকের ছিদ্র দিয়ে 100 kg বালি নিচে পড়ে গেল। ট্রাকের বর্তমান বেগ কত?
সমাধান :m1v1 = m2v2 v1 = 20ms-1⇒ 5000×20 = (5000-100)v2 m1 = 5×1000 kg m =4900 kg∴ v2 = 20.4ms-1 [ans.] v2 = ?
৪.1.5kg ভরের একটি বই একটি টেবিলের উপর আছে।টেবিলের তল বরাবর কত তলে টানলে বইটি চলা শুরু করবে? (μs = 0.2)
সমাধান : μs = Fs/R m = 1.5kg⇒ Fs = μsR = μsmg μs = 0.2 = .2×1.5×9.8 R = mg∴ Fs = 2.94N [ans.]
৫. একটি কাঠের তক্তার উপর অবস্থিত একটি ইটের ইটের পিস্টন কোণ 40° । ইট ও তক্তার মধ্যকার স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কত?
সমাধান :μs = tanα = tan40°∴ μs = 0.84 [ans.]
৬. 2kg ভরের একটি বস্তুকে একটি অনুভূমিক তলের উপর দিয়ে 6N বল দ্বারা টানা হচ্ছে । বস্তুটির ত্বরণ কত?(μk = .3)
সমাধান :F-Fs = ma m = 2kg⇒ F-μkR = ma μk = 0.3⇒ F-μkmg = ma F = 6N⇒ a = (6-.3×2×9.8)/2∴ a = 0.06ms-2 [ans.]
৭. 2×104kg ভরের রকেটের 80% হচ্ছে জ্বালানী। যদি জ্বালানী গ্যাসের আকারে 1kms-1 বেগে নির্গত হয়,তবে রকেটটির শেষ বেগ কত হবে? (অভিকর্ষ ও বাধা উপেক্ষা করে)
সমাধান :m1v1 = m2v2 m1 = (2×104×.8)kg⇒ (2×104×.8) × 1 × 1000 = (2×104×.2) × v2 m2 = (2×104×.2)kg⇒ v2 = 4000ms-1 v1 = 1kms-1∴ v2 = 4kms-1 [ans.]
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
অধ্যায় -১৫: অবস্থার পরিবর্তন
সূত্র:
সমীকরণ | প্রতীক পরিচিতি ও একক |
1.তাপ পরিমাপের নীতি :হারানো তাপ = গৃহীত তাপ 2.প্রয়োজনীয় তাপ = ms× (তাপমাত্রার পার্থক্য ) 3.প্রয়োজনীয় তাপ = mL 4.Q = MS (θ2 –θ1) = W (θ2 –θ1) = C (θ2 –θ1) 5.Q = mL 6.7.If = ∆Q/m8.Iv = ∆Q/m9.গিবসের সূত্র :P+F = C+2 10.11.12.13. | Q = কোন বস্তুর একই অবস্থা থেকে গৃহীত বা বর্জিত তাপ (J) M = বস্তুর তাপ (kg) S = বস্তুর উপাদানের আঃ তাপ (Jkg-1K-1) (θ2 –θ1)= তাপমাত্রার পার্থক্য (K) W = পানিসম (kg) C = একক ভরের তাপ ধারকতা (Jk-1) L = পর্দাথের অবস্থার সুপ্ততাপ (jkg-1) P = দশা পার্থক্য F = স্বাদীন ভেদক সংখ্যা C = উপাদান সংখ্যা |
গাণিতিক সমস্যা ও সমাধানঃ
১. 0°C তাপমাত্রায় 20g বরফকে 100°C তাপমাত্রায় বাষ্পে পরিনত করতে কতটুকু তাপ প্রয়োজন?
সমাধান:Q=mLf+msΘ+mLv =m(Lf+sΘ+Lv) m=20g=0.02kg =0.02(336000+4200×100+2260000) s=4200Jkg-1k-1 =60320J ∴Q=60.32 kJ [ans]
২. 0°C তাপমাত্রায় 2kg বরফকে কতটুকু তাপ দিলে ১০০ তাপমাত্রার ফুটন্ত পানিতে হবে?
সমাধান:Q=mLf+msθ m=2kg =m(Lf+sΘ) s=4200Jkg-1k-1 =2(336000+4200×100) =1512000J ∴Q=1512kJ [ans]
৩. 0°C তাপমাত্রায় 1kg বরফ 30°C তাপমাত্রার 5 kg পানির সাথে মিশানো হলো । মিশ্রণের তাপমাত্রা কত?
সমাধান:গৃহিত তাপ(Q1)=বর্জিত তাপ(Q2) Θ1=0°C ⟹m1Lf+m1s(θ-Θ1)=m2s(Θ2-Θ) s=4200Jkg-1k-1 ⟹1×336000+1×4200(Θ-0)=5×4200(30-Θ) ⟹336000+4200Θ=630000-21000Θ ∴ θ = 11.67°C [ans]
pdf download পদার্থবিজ্ঞান ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন ২০২৫
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২০২৫ পদার্থবিজ্ঞান ১ম পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৫
HSC /Alim Common Suggestion 2025
আজকের সাজেশস: এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র স্পেশাল সাজেশন ২০২৫, hsc Physics 1st Paper suggestion 2025
১. ভৌতজগৎ ও পরিমাপ:
ভৌতজগতের প্রকৃতি, পদার্থবিজ্ঞানের পরিসর ও বিম্ময়কর অবদান, পদার্থবিজ্ঞানের কতিপয় বিষয়, পদার্থবিজ্ঞান ও অন্যান্য জ্ঞানের জগৎ,স্থান, কাল ও ভর, পরিমাপের মূলনীতি, মৌলিক ও লব্ধ রাশি এবং একক,মাত্রা, বিভিন্ন রাশির সংকেত, একক ও মান লেখার পদ্ধতি, পর্যবেক্ষণ ও পরীক্ষণের ক্রমবিকাশ ও গুরুত্ব, পরিমাপের ক্রুটি, পরিমেয় রাশির শুদ্ধতর মান নির্ধারণ, তাৎপর্যপূর্ণ অঙ্ক।
HSCপদার্থ বিজ্ঞান ১ম পত্র ভৌতজগৎ ও পরিমাপ সৃজনশীল প্রশ্ন ও উত্তর লিংক
HSCপদার্থ বিজ্ঞান ১ম পত্র ভৌতজগৎ ও পরিমাপ MCQ/ নৈবিত্তিক উত্তর লিংক
২. ভেক্টর:
ভেক্টর রাশি ও স্কেলার রাশি, ভেক্টর রাশির কয়েকটি বিশেষ উদাহরণ, ভেক্টর রাশির প্রকাশ কতিপয় ভেক্টর, ভেক্টর বীজগণিত, ভেক্টরের যোগ ও বিয়োগ, ভেক্টরের বিভাজন, ভেক্টরের ত্রিমাত্রিক উপাংশ ও ভেক্টর বীজগণিত, ভেক্টরের গুণন, স্কেলার গুণন (স্কেলার গুণফল বা ডট গুণফল),ভেক্টর গুণন (ভেক্টর গুণফল বা ক্রস গুণফল), ক্যালকুলাস
HSCপদার্থ বিজ্ঞান ১ম পত্র ভেক্টর সৃজনশীল প্রশ্ন ও উত্তর লিংক
HSCপদার্থ বিজ্ঞান ১ম পত্র ভেক্টর MCQ/ নৈবিত্তিক উত্তর লিংক
৩. গতিবিদ্যা:
প্রসঙ্গ কাঠামো, জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো, পরম স্থিতি ও পরম গতি, আপেক্ষিক গতি, গতি বিষয়ক কতগুলো রাশি, অবস্থান-সময় লেখচিত্র, বেগ-সময় লেখচিত্র, গতি বর্ণনায় অন্তরীকরণ ও যোগজীকরণের ব্যবহার, গতির সমীকরণ প্রতিপাদন, পড়ন্ত বস্তু, প্রক্ষেপক বা প্রাসের গতি, বৃত্তীয় বা বৃত্তাকার গতি সুষম বৃত্তাকার গতিতে কেন্দ্রমুখী ত্বরণ।
HSCপদার্থ বিজ্ঞান ১ম পত্র গতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ও উত্তর লিংক
HSCপদার্থ বিজ্ঞান ১ম পত্র গতিবিদ্যা MCQ/ নৈবিত্তিক উত্তর লিংক
৪. নিউটনীয় বলবিদ্যা:
বলের স্বজ্ঞামূলক ধারণা, মৌলিক বল, নিউটনের গতিসূত্র, নিউটনের প্রথম গতি সূত্র, নিউটনের দ্বিতীয় গতি সূত্র, বলের পরিমাপ, নিউটনের তৃতীয় গতি সূত্র ও রৈখিক ভরবেগের নিত্যতা, ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ, নিউটনের গতিসূত্র ও ভরবেগের নিত্যতা সূত্রের কয়েকটি ব্যবহার, নিউটনের গতি সূত্রসমূহের পারস্পরিক সম্পর্ক, নিউটনের গতি সূত্রের সীমাবদ্ধতা, বল, ক্ষেত্র ও প্রাবল্য ঘূর্ণন গতি, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক সংক্রান্ত দুটি উপপাদ্য, কৌণিক ভরবেগ টর্ক, টর্ক ও কৌণিক তুরণের সম্পর্ক, রাস্তার বাক, কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল।
HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র নিউটনিয়ান বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ও উত্তর লিংক
HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র নিউটনিয়ান বলবিদ্যা MCQ/ নৈবিত্তিক উত্তর লিংক
৫. কাজ, শক্তি ও ক্ষমতা:
কাজ ও শক্তির সার্বজনীন ধারণা, কাজ, ধ্রুব বল দ্বারা সম্পাদিত বা কৃতকাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, স্থিতিস্থাপক বলের বিপরীত কৃত কাজ, অভিকর্ষ বলের স্থিতিস্থাপক বল ও অভিকর্ষ বলের বিপরীতে সম্পাদিত কাজের তুলনা, শক্তি, যান্ত্রিক শক্তি, গতিশক্তি, বিভব শক্তি বা স্থিতি শক্তি, কর্মদক্ষতা।
HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র কাজ শক্তি ও ক্ষমতা সৃজনশীল প্রশ্ন ও উত্তর লিংক
HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র কাজ শক্তি ও ক্ষমতা MCQ/ নৈবিত্তিক উত্তর লিংক
৬. মহাকর্ষ ও অভিকর্ষ:
পড়ন্ত বস্তু, ব্যবহারিক মহাকর্ষ নিউটনের মহাকর্ষ সূত্র, গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্রের গাণিতিক রাশিমালা প্রতিপাদন, অভিকর্ষ ও অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ তবরণ g এর পরিবর্তন, আভিকর্ষ কেন্দ্র বা ভারকেন্দ্র, মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষ সূত্রের ব্যাবহার, মুক্তি বেগ, মহাকর্ষ সূত্রের ব্যবহার।
HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র মহাকর্ষ ও অভিকর্ষ সৃজনশীল প্রশ্ন ও উত্তর লিংক
HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র মহাকর্ষ ও অভিকর্ষ MCQ/ নৈবিত্তিক উত্তর লিংক
৭. পদার্থের গাঠনিক ধর্ম:
পদার্থের আন্তঃআণবিক বল , পদার্থের তিন অবস্থা : কঠিন, তরল ও বায়বীয়, পদার্থের বন্ধন স্থিতিস্থাপকতা, পদার্থের স্থিতিস্থাপক ধর্ম ও আন্তঃআণবিক বল, বিভিন্ন প্রকার বিকৃতি ও পীড়ন, হুকের সূত্র, পীড়ন-বিকৃতি লেখচিত্র, স্থিতিস্থাপকতার বিভিন্ন গুণাঙ্ক, পয়সনের অনুপাত, ইস্পাত রবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক, ঘর্ষণ ও সান্দ্রতা, অন্ত্য বেগ বা প্রান্তিক বেগ, সান্দ্রতা সংক্রান্ত ঘটনাবলি, পৃষ্ঠটান, পৃষ্ঠটানের আণবিক তত্ব।
HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ও উত্তর লিংক
HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র পদার্থের গাঠনিক ধর্ম MCQ/ নৈবিত্তিক উত্তর লিংক
৮. পর্যাবৃত্তিক গতি:
পর্যাবৃত্তি, পর্যাবৃত্ত গতি, সরল দোলন গতি বা সরল দোলন গতি বা সরল ছন্দিত গতি, সরল দোলন গতির অন্তরক বা ব্যবকলনীয় সমীকরণ, সরল দোলন গতির অন্তরক সমীকরণের সমাধান, সরল দোলন গতি সংক্রান্ত বিভিন্ন রাশি, সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি, সরল দোলন গতির ব্যবহার, উল্লম্ব স্প্রিং-এর দোলন, সরল দোলক, সরল দোলন গতি ও বৃত্তাকার গতির সম্পর্ক
HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র পর্যাবৃত্ত গতি সৃজনশীল প্রশ্ন ও উত্তর লিংক
HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র পর্যাবৃত্ত গতি MCQ/ নৈবিত্তিক উত্তর লিংক
৯. তরঙ্গ:
তরঙ্গের উৎপত্তি, তরঙ্গ ও শক্তি, তরঙ্গ সংক্রান্ত কতিপয় রাশি, তরঙ্গ বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, তরঙ্গের প্রকারভেদ, অগ্রগামী তরঙ্গ বা চলমান তরঙ্গ, তরঙ্গের উপরিপাতন, স্থির তরঙ্গ, মুক্ত কম্পন ও পরবশ কম্পন, অনুনাদ, তরঙ্গের তীব্রতা, প্রমাণ তীব্রতা ও তীব্রতা লেভেল, বিট বা স্বরকম্প, বিট গঠনের কৌশল, বিটের গাণিতিক বিশ্লেষণ, সুশ্রাব্য শব্দ, হারমনিক এবং স্বরগ্রাম, স্বরগ্রাম সঙ্গীত গুণ বিশ্লেষণে পদার্থবিজ্ঞানের অবদান, নয়েজ ও সঙ্গীত গুণ এবং এদের প্রভাব।
HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র তরঙ্গ সৃজনশীল প্রশ্ন ও উত্তর লিংক
HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র তরঙ্গ MCQ/ নৈবিত্তিক উত্তর লিংক
১০. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব:
আদর্শ গ্যাস, গ্যাস সূত্রাবলি, প্রমাণ তাপমাত্রা ও চাপ, আদর্শ গ্যাস সমীকরণ বা গ্যাস সূত্রাবলির (pV = nRT), গ্যাস ধ্রুবকের মান, তাপমাত্রা ও চাপের সাথে গ্যাসের ঘনত্বের পরিবর্তন, গ্যাসের আণবিক গতিতত্ত্ব, গড়বেগ, গড়বর্গ বেগ, মূল গড় বর্গবেগ এবং সর্বাধিক সম্ভাব্য বেগ, আদর্শ গ্যাসের চাপের রাশিমালা, গ্যাসের গতিতত্ত্ব ও আদর্শ গ্যাসের সূত্র, গড় মুক্ত পথ বা গড় নির্বাধ দূরত্ব, স্বাধীনতার মাত্রা, শক্তির সমবিভাজন নীতি, বাষ্প ও গ্যাস, সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পচাপ, জলীয় বাষ্পের চাপ ও বায়ুর চাপের সম্পর্ক, আর্দ্রতা, আর্দ্রতামাপক যন্ত্র ও আর্দ্রতা নির্ণয়, আর্দ্রতামিতি সংক্রান্ত কয়েকটি ঘটনা।
HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব সৃজনশীল প্রশ্ন ও উত্তর লিংক
HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব MCQ/ নৈবিত্তিক
২০২৫ এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষার সাজেশন, ২০২৫ এইচএসসি বর্ষ পদার্থবিজ্ঞান ১ম পত্র সাজেশন,
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও