hsc (এইচএসসি) মনোবিজ্ঞান ২য় পত্র ৯ম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান উত্তর ২০২২, hsc psychology 2nd paper assignment answers 9th week 2022, মনোবিজ্ঞান ২য় পত্র hsc ৯ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২২

শ্রেণি: HSC/ 2022 বিষয়: মনোবিজ্ঞান ২য় পত্র এসাইনমেন্টেরের উত্তর 2022
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02 বিষয় কোডঃ 124
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ প্রদত্ত ছবিগুলো অসম্পূর্ণ অংশ সম্পন্ন করে ছবি থেকে একটি গল্প রচনা করো

মনোবিজ্ঞান ২য় পত্র এসাইনমেন্ট এর কাজ

9th-week-psychology-03

শিখনফল:

#বুদ্ধির ধারণা বর্ণনা করতে পারবে (অধ্যায়-১)

# বুদ্ধির পরিমাপ সমূহ বাস্তবে প্রয়োগ করতে পারবে
(অধ্যায়-১)

# ব্যক্তিত্বের ধারণা ব্যাখ্যা করতে পারবে
(অধ্যায়-২)

# ব্যাক্তিত্ব পরিমাপে সংশ্লিষ্ট অভিক্ষা সমুহ বাস্তবে প্রয়োগ করতে পারবে
(অধ্যায় 2)

নির্দেশনা সংকেত:

#গল্পের ভূমিকা থাকতে হবে

#ছবির অসম্পূর্ণ অংশ একে সম্পন্ন করতে হবে

# গল্পের (২০০ শব্দ সম্বলিত) অবশ্যই একটি শিক্ষণীয় বিষয় উল্লেখ করতে হবে

# প্রয়োজনে গল্প সাজাতে অভিভাবক অথবা ভাই বোনের সাহায্য নিতে পারবে

#গল্প তৈরি করতে প্রয়োজনীয় ইন্টারনেটের সাহায্য নিতে পারবে


ভূমিকাঃ বন্ধুত্ব কারও কাছে চিরদিনের বন্ধন আবার কারও কাছে স্বার্থসিদ্ধির বস্তু। কিন্তু সে বন্ধুত্বই চিরদিন বেঁচে যা একে অন্যের বিপদে কাজে আসে।

শিক্ষণীয় গল্পঃ একদিন এক মা ও তার সন্তান বনভােজনে জন্য এক বনে যায়। তারা অনেক আনন্দ করে। সেখানে তারা দেখতে পায় বনের মধ্যে এক খরগােশ এবং এক মযুরের বন্ধুত্ব। মযুর ও খরগােশের বন্ধুত্ব দেখে ছেলেটি অনেক আনন্দ পায়।

তারপর বনের সৌন্দর্য্য উপভােগ এবং খাওয়া শেষে যখন মা ও সন্তান বিশ্রাম নিচ্ছিল তখন হঠাৎ দেখতে পায় ঘােড়ায় চড়ে দুইজন শিকারী বনে ঢুকছে। শিকারীর ঘােড়ার পায়ের শব্দ শুনে বনের পশু-পাখিরা ছােটাছুটি শুরু করে। তারপর শিকারী ঘােড়া থেকে নেমে শিকার করার প্রস্তুতি নেয়। তা দেখে ছেলেটির ভীষণ মন খারাপ হয়। কারণ বইয়ে পড়েছে যে পশু-পাখি শিকার করা ভালাে নয়। তাদেরও অধিকার আছে স্বাধীনভাবে বেঁচে থাকার | এছাড়াও দেশের আইনে প্রাণী হত্যা শাস্তিযােগ্য অপরাধ। কিন্তু ছেলেটি ছােট হওয়ায় সে কোন প্রতিবাদ করতে পারল না।

সে শুধু দুর হতে দেখতে থাকল। এদিকে অদূরে মযুর তার পেখম মেলে। ছিল যা শিকারীদের লক্ষবস্তু কিন্তু মযুর কিছুই বুঝতে পারে নি আর অন্যদিকে খরগােশ পাশেই ঘাস। খাচ্ছিল। তারপর শিকারীদের শিকার করার প্রস্তুতি শেষে যখন গুলি করবে ঠিক পূর্বমুহুর্তে খরগােশ টের পেয়ে গেল। তখনই সে তার বন্ধুকে বাঁচানাের জন্য মনস্থির করল । এবং তাকে বাঁচানাের কোন। উপায়ন্তর না নিজে বন্ধুর সামনে লাফ দিল এবং গুলিবিদ্ধ হল আর অক্ষত থেকে গেল বন্ধু মযুর।

আর এই মর্মান্তিক ঘটনা দেখে ছেলেটির মন কেঁদে উঠল এবং ভাবলাে যে, সেই হলাে প্রকৃত বন্ধু যে অন্য বন্ধুর বিপদে নিজের প্রাণ দিতেও পিছপা হয় না। তখন মা তার সন্তানকে বললাে কারও সাথে বন্ধুত্ব করলে এমনই বন্ধুত্ব করা উচিৎ যেন তা মৃত্যুর পরেও অটুট থাকে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও


অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • Class: 6 To 9 Assignment Answer Link

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/


Leave a Comment