hsc ডিপ্লোমা ইন কমার্স কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (২) ১২শ শ্রেণি ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান/ উত্তর ২০২১

শ্রেণি: HSC ভোকেশনাল-2021 বিষয়: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (২) এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 05 বিষয় কোডঃ 1723
বিভাগ: ভোকেশনাল শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

অ্যাসাইনমেন্ট/ শিরো নাম :  ডাটা কমিউনিকেশন টেলি কমিউনিকেশন ইলেকট্রনিক কমিউনিকেশন ব্যান্ডউইথ ও ডাটা কমিউনিকেশনে র রেটের বর্ণনা কর

শিখনফল/বিষয়বস্তু :

  • ডাটা কমিউনিকেশনের প্রাথমিক ধারনা বর্ণনা করতে পারবে
  • ডাটা কমিউনিকেশনের মৌলিক উপাদান লিখতে পারবে
  • কমিউনিকেশনের বৈশিষ্ট্য শিখতে পারবে।

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি): 

  • কমিউকেশন এর ধারণা ব্যাখ্যা করতে হবে
  • কমিউনিকেশনের চিত্র ও প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে
  • ব্যন্ডউইথ ও ডাটা কমিউনিকেশ রেটের ধারণা বর্ণনা করতে হবে
  • শিক্ষাক্ষেত্রে কমিউনিকেশনের ব্যবহার ব্যাখ্যা করতে হবে

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

Data ডাটা হলো তথ্য বা উপাত্ত।আর Communication হল এক ব্যক্তি থেকে  থেকে অন্য ব্যক্তির কাছে তথ্য বা উপাত্ত আদান প্রদান করা। এখানে তথ্য বা উপাত্ত ছাড়া কিন্তু  কমিউনিকেশনে করা সম্ভব না।তাই কমিউনিকেশন সম্ভব না।তাই কমিউনিকেশন করতে হলে অবশ্যই ডেটা বা উপাত্ত লাগবে।

ডেটা হল ব্যবহার উপযোগী তথ্য। বিভিন্ন কাজের ডাটা একটি যন্ত্র বা কম্পিউটার হতে আরেকটি যন্ত্র বা কম্পিউটারে পাঠানোর জন্য যে কানেকশন বা কমিউনিকেশন সিস্টেম ব্যাবহার করা হয় তাকে ডাটা কমিউনিকেশন বলা হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

অন্য ভাবে বলা যায়,এক স্থান থেকে অন্য স্থানে কোন যন্ত্র বা ডিভাইসের মাধ্যমে তথ্য আদান-প্রদান করাকে ডাটা কমিউনিকেশন বলা হয়। ডাটা কমিউনিকেশনে যন্ত্র বা ডিভাইস খুবই গুরুত্ব পূর্ন ভূমিকা রাখে।আধুনিক ডাটা কমিউনিকেশনে ডিভাইস এবং ডেটা ট্রান্সমিশন সিস্টেম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এখানে ডিভাইস বলতে কম্পিউটার মোবাইল ফোন টেলিফোন ইলেকট্রনিক কোন মিডিয়া কে বুঝায়।আর ওই ইলেকট্রনিক মিডিয়ার ডিভাইসের মাধ্যমে কোন ডাটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিখুঁত ভাবে পৌঁছানোর প্রক্রিয়াকেই বলা হয় ডাটা ট্রান্সমিশন।আর ট্রান্সমিশনের উদাহরণ বলতে গেলে এখানে আসবে -ট্রাসমিটার,মডেম, সুইচ ইত্যাদি।

233730682 629228324719363 8822517326563939039 n

ডেটা কমিউনিকেশনের উপাদানঃ-

কমিউনিকেশনের একটা পার্ট হচ্ছে ডেটা কমিউনিকেশন।কোনো তথ্য বা উপাত্ত এক স্থান থেকে অন্য স্থানে নিখুঁতভাবে কোন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে আদান-প্রদান করা কে কি বলা হয় ডেটা কমিউনিকেশন।আর একটা ডাটা কমিউনিকেশন সাধারণত ৫ টি উপাদান থাকে আর সে উপাদান গুলো হলঃ-

১. উৎস

২. প্রেরক

৩. মাধ্যম

৪. প্রাপক

৫. গন্তব্য

নিচে ডেটা কমিউনিকেশনের উপাদান গুলো বিস্তারিত আলোচনা করা হলোঃ-

১.উৎস(Source)-  যেসব ইলেকট্রনিক ডিভাইস থেকে ডাটা বা উপাত্ত তৈরি করা হয় তাকে বলা হয় উৎস। যেমন- মোবাইল ফোন, কম্পিউটার, টেলিফোন ইত্যাদি। উদাহরণস্বরূপ বলা যায় কোন। উদাহরণস্বরূপ বলা যায় কোন অডিও-ভিডিও টেক্সট কোন ডকোমেন্ট। 

২.প্রেরক(Transmission)- প্রেরকের কাজ হচ্ছে কোন ডেটা বা তথ্য বা উপাত্ত একস্থান থেকে অন্যস্থানে ট্রান্সমিশন করা বা পাঠান। কোন উৎস থেকে প্রাপকের কাছে কোন ডেটা বা উপাত্ত পাঠানোর জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকেই বলা হয়। যেমন মডেম।

৩.মিডিয়া বা মাধ্যম(Media)- কোনো তথ্য বা উপাত্ত প্রেরকের নিকট থেকে প্রাপকের নিকট পাঠাতে হলে কোন উপায় বা মাধ্যম কিংবা মিডিয়া ব্যবহার করতে হয়। আর সে মিডিয়া হতে পারে ক্যাবল,টেলিফোন লাইন,স্যাটেলাইট কিংবা রেডিও ওয়েব।

৪.গ্রাহক(Recevier)- প্রেরক থেকে কোন মিডিয়ার মাধ্যমে তথ্য বা উপাত্ত কে কার কাছে পাঠাবেন?উত্তর টা হবে, অবশ্যই প্রাপক বা কোন গ্রাহকের নিকট।তাই কোন তথ্য বা উপাত্ত কোন মিডিয়া বা ইলেক্ট্রনিস ডিভাইসের মাধ্যমে যখন কোন যন্ত্র বা ডিভাইস তথ্য গ্রহন করে তাকে বলা হয় গ্রাহক বা প্রাপক।

৫. গন্তব্য(Destination)- ডাটা পাঠানোর জন্য সর্বশেষ যে ডিভাইস সেটা হলো গন্তব্য।গন্ত্য হতে পারে কোন কম্পিউটার বা কিংবা মোবাইল ফোন কিংবা ইলেক্ট্রনিক ডিভাইস।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

কমিউনিকেশন শব্দটি Communicare শব্দ হতে এসেছে যার অর্থ to share(আদান-প্রদান/ বিনিময়)। অর্থাৎ নেটওয়ার্কের এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্যের আদান-প্রদান হচ্ছে ডেটা কমিউনিকেশন।

Emails, SMS, Phone calls, Chatting ইত্যাদি হলো ডেটা কমিউনিকেশনের উদাহরণ।

ডিজিটাল ডিভাইসগুলোর মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য সফ্টওয়্যার এর প্রয়োজন হয়। এই সফ্টওয়্যারগুলোকে কমিউনিকেশন সফটওয়্যার বলা হয়। যেমন- WhatsApp, IMO, messenger ইত্যাদি।

ডিজিটাল কমিউনিকেশনের পূর্বে দূরবর্তী কোন স্থানে তথ্য আদান-প্রদান করার জন্য মাধ্যম হিসাবে মানুষ ব্যবহৃত হতো। অর্থাৎ মানুষ এক স্থান হতে অন্য স্থানে তথ্য পৌঁছে দিত। তাছাড়া পায়রার(কবুতর) পায়ে চিঠি বেধে দিয়েও মানুষ কমিউনিকেশন করতো। পরবর্তীতে টেলিগ্রাম, টেলিফোনের মত যন্ত্রগুলো আবিষ্কারের মাধ্যমে যোগাযোগের ধারণা পালটে যায়। এরপর রেডিও, টেলিভিশন ও ইন্টারনেট আবিষ্কারের ফলে যোগাযোগের বৈপ্লবিক পরিবর্তন হয়। এখন টেক্সট ও অডিও এর পাশাপাশি ভিডিও আদান-প্রদানের মাধ্যমে যোগাযোগ সম্পন্ন হয়ে থাকে।

কমিউনিকেশন শব্দের অর্থ যোগাযোগ এবং সিস্টেম অর্থ ব্যবস্থা বা পদ্ধতি। অর্থাৎ যে সিস্টেম এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে উপাত্ত বা তথ্যকে স্থানান্তরিত করে তাকে ডেটা কমিউনিকেশন সিস্টেম বলে।

অন্যভাবে বলা যায়, ডেটা কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা হলো কমিউনিকেশন ডিভাইসসমূহ এবং নেটওয়ার্কগুলোর সমন্বয়ে গঠিত ব্যবস্থা যা বিভিন্ন যন্ত্রের মধ্যে নির্ভরযোগ্যভাবে  উপাত্ত বা তথ্য প্রেরণ করতে ব্যবহৃত হয়।

বিভিন্ন ধরণের কমিউনিকেশন সিস্টেম রয়েছে। যেমন:

  • টেলিফোন কমিউনিকেশন সিস্টেম
  • মোবাইল কমিউনিকেশন সিস্টেম
  • কম্পিউটার ভিত্তিক কমিউনিকেশন সিস্টেম
  • ইন্টারনেট ভিত্তিক কমিউনিকেশন সিস্টেম

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

কম্পিউটিংয়ে, ব্যান্ডউইথ হলো প্রদত্ত পাথ জুড়ে ডেটা স্থানান্তরের সর্বোচ্চ হার। ব্যান্ডউইথকে নেটওয়ার্ক ব্যান্ডউইথডেটা ব্যান্ডউইথ বা ডিজিটাল ব্যান্ডউইথ হিসাবে চিহ্নিত করা যেতে পারে।

ব্যান্ডউইথের এই সংজ্ঞাটি সিগন্যাল প্রসেসিং, ওয়্যারলেস কমিউনিকেশনস, মডেম ডেটা ট্রান্সমিশন, ডিজিটাল কমিউনিকেশনস এবং ইলেকট্রনিক্সের ক্ষেত্রের বিপরীতে, যেখানে ব্যান্ডউইথ হার্জে পরিমাপ করা এনালগ সিগন্যাল ব্যান্ডউইথ উল্লেখ করতে ব্যবহৃত হয়, যার মানে ফ্রিকোয়েন্সি পরিসীমা সর্বনিম্ন এবং সর্বোচ্চ প্রাপ্য ফ্রিকোয়েন্সি যখন সিগন্যাল শক্তিতে একটি সংজ্ঞায়িত দুর্বলতা স্তর পূরণ করে। আসল বিট রেট যা অর্জন করা যায় তা কেবল সিগন্যাল ব্যান্ডউইথের উপরই নয় চ্যানেলের গোলমালের উপরও নির্ভর করে।

নেটওয়ার্ক ক্ষমতা
ব্যান্ডউইথ শব্দটি কখনও কখনও নেট বিট রেট ‘পিক বিট রেট’, ‘ইনফরমেশন রেট’, বা ফিজিক্যাল লেয়ার ‘ইউস বিট রেট’, চ্যানেল ক্যাপাসিটি বা ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমে লজিক্যাল বা ফিজিক্যাল কমিউনিকেশন পাথের সর্বোচ্চ থ্রুপুটকে সংজ্ঞায়িত করে। উদাহরণস্বরূপ, ব্যান্ডউইথ পরীক্ষাগুলি একটি কম্পিউটার নেটওয়ার্কের সর্বোচ্চ থ্রুপুট পরিমাপ করে। এই যোগাযোগ ব্যবস্থার জন্য শ্যানন-হার্টলি চ্যানেলের ক্ষমতা দ্বারা একটি লিঙ্কে যে সর্বোচ্চ হার টিকিয়ে রাখা যায় তা সীমিত, যা হার্জ এর ব্যান্ডউইথ এবং চ্যানেলের গোলমালের উপর নির্ভরশীল।

নেটওয়ার্ক খরচ
বিট/সেকেন্ডে খরচ করা ব্যান্ডউইথ, প্রাপ্ত থ্রুপুট বা গুডপুটের সাথে মিলে যায়, অর্থাৎ, যোগাযোগের মাধ্যমে সফল ডেটা ট্রান্সফারের গড় হার। খরচ করা ব্যান্ডউইথ ব্যান্ডউইথের আকৃতি, ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট, ব্যান্ডউইথ থ্রোটলিং, ব্যান্ডউইথ ক্যাপ, ব্যান্ডউইথ অ্যালোকেশন (উদাহরণস্বরূপ ব্যান্ডউইথ অ্যালোকেশন প্রোটোকল এবং ডাইনামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন) ইত্যাদি প্রযুক্তির দ্বারা প্রভাবিত হতে পারে। একটি বিট স্ট্রিমের ব্যান্ডউইথ একটি অধ্যয়নকৃত সময়ের ব্যবধানে হার্জ (বিট স্ট্রিমের প্রতিনিধিত্বকারী এনালগ সিগন্যালের গড় বর্ণালি ব্যান্ডউইথ)-এর গড় খরচ সংকেত ব্যান্ডউইথের সমানুপাতিক।

ওয়েব হোস্টিং
ওয়েব হোস্টিং পরিসেবায়, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়েবসাইট বা সার্ভারে স্থানান্তরিত ডেটার পরিমাণ বর্ণনা করতে ব্যান্ডউইথ শব্দটি প্রায়ই ভুলভাবে ব্যবহার করা হয়, উদাহরণস্বরূপ প্রতি মাসে গিগাবাইটে পরিমাপ করা ব্যান্ডউইথ খরচ। প্রতি মাসে বা প্রদত্ত সময়সীমার সর্বাধিক পরিমাণ ডেটা ট্রান্সফারের এই অর্থের জন্য ব্যবহৃত আরও সঠিক বাক্য হল মাসিক ডেটা ট্রান্সফার।

একই ধরনের পরিস্থিতি এন্ড ইউজার আইএসপি-এর ক্ষেত্রেও ঘটতে পারে, বিশেষ করে যেখানে নেটওয়ার্কের ক্ষমতা সীমিত (উদাহরণস্বরূপঃ অনুন্নত ইন্টারনেট সংযোগ এবং ওয়্যারলেস নেটওয়ার্কের ক্ষেত্রে)।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

1 thought on “hsc ডিপ্লোমা ইন কমার্স কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (২) ১২শ শ্রেণি ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান/ উত্তর ২০২১”

Leave a Comment