বিষয়: HSC বাংলা ১ম পত্রের অপরিচিতা প্রবন্ধ কমন নৈবিত্তিক প্রশ্নের উত্তর,অপরিচিতা প্রবন্ধ ১০০%কমন MCQ নৈবিত্তিক উত্তর, ১০০%কমন MCQ নৈবিত্তিক উত্তর অপরিচিতা প্রবন্ধ ,HSC Bangla 1st Paper অপরিচিতা প্রবন্ধ MCQ (PDF Download),PDF Download HSC Bangla 1st Paper অপরিচিতা প্রবন্ধ MCQ
অপরিচিতা গল্পের mcq গুলো আজকের পোস্টে দেওয়া আছে। অপরিচিতা গল্প টি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিছেন। এই গল্প থেকে অনেক mcq রয়েছে। আপনারা অনেকে অপরিচিতা গল্পের বহুনিইর্বাচনি প্রশ্ন গুলো পড়তে চান। এই অধ্যায় টি বোর্ড পরীক্ষা ও বিভিন্ন পরীক্ষার জন্য খুব গুরুত্ব পূর্ণ। অপরিচিতা হতে প্রায় সময়েই বহুনির্বাচনি প্রশ্ন দেখা যায়। এই পোস্টে আপনাদের জন্য কমন কিছু mcq ও বহুনির্বাচনি প্রশ্নের সমাধান করে দেওয়া আছে।
তো যাদের যাদের বহুনির্বাচনি প্রশ্ন গুলো খুব প্রয়োজন তারা সবাই এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। মনোযোগ সহকারে এখান থেকে অপিরিচিতা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন গুলো দেখুন। আশা করছি আজকের এই পোস্ট টি আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে আর দেরি না করে অপরিচিতা গল্পের mcq একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র দেখেনিন।
অপরিচিতা গল্পের mcq একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র
অনেকে হয়তো জানে না যে অপরিচিতা এটি কি গল্প বা কবিতা। আবার অনেকে এটা কোন শ্রেণির গল্প সেঁতাও হয়তো জানে না। এজন্য তারা গুগলে খুঁজাখুঁজি করে থাকে। তাই তাদের জন্য আজকের পোস্টে অপরিচিতা গল্পের mcq একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র জন্য যেগুলো খুব ই গুরুত্ব পূর্ণ তা নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এখানে আপনাদের জন্য কিছু বহুনিরবাচনি প্রশ্ন সমাধান সহকারে দেওয়া আছে দেখেনিন।
অপরিচিতা গল্পের mcq
এখানে অপরিচিতা গল্পের জন্য কিছু mcq দেওয়া আছে। এগুলো বোর্ড বই থেকে সংগ্রহ করে হয়েছে। এই বহুনির্বাচনি প্রশ্ন গুলো এখানে উত্তর সহকারে পেয়ে যাবেন। তো অপিরিচিতা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন গুলো দেখেনিন।
১. অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন?
ক. ডাক্তারি
খ. ওকালতি
গ. মাস্টারি
ঘ. ব্যবসা
উত্তরঃ খ. ওকালতি
২. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ তার-
ক প্রতিপত্তি
খ প্রভাব
গ. বিচক্ষণতা
ঘ. কূট বুদ্ধি
উত্তরঃ খ প্রভাব
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
পিতৃহীন দীপুর চাচাই ছিলেন পরিবারের কর্তা। দীপু শিক্ষিত হলেও তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছিল না। চাচা তার বিয়ের উদ্যোগ নিলেও যৌতুক নিয়ে বাড়াবাড়ি করার কারণে কন্যার পিতা অপমানিত বোধ করে বিয়ের আলোচনা ভেঙে দেন। দীপু মেয়েটির ছবি দেখে মুগ্ধ হলেও তার চাচাকে কিছুই বলতে পারেননি।
৩. দীপুর চাচার সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের মিল আছে?
ক হরিশের
খ.মামার
গ. শিক্ষকের
ঘ. বিনুর
উত্তরঃ খ.মামার
৪. উক্ত চরিত্রে প্রাধান্য পেয়েছে-
1. দৌরাত্ম্য রর.
1. হীনম্মন্যতা
3. লোভ
নিচের কোনটি সঠিক?
ক. 1 ও 2
খ. 2 ও 3
গ. 1 ও 3
ঘ. 1,2,3
উত্তরঃ খ. 2 ও 3
৬. অনুপম কাকে নিয়ে তীর্থে যাচ্ছিল?
ক. মামাকে
খ. মাকে
গ. বিনুদাদাকে
ঘ. স্বয়ং নিজকে
উত্তরঃ খ. মাকে
৭. অনুপমের কাছে চিরকালই সবচেয়ে বড় সত্য কী?
ক. গলার স্বর
খ. জন্ম-মৃত্যু
গ. বিবাহ
ঘ. মনুষ্যত্ব
উত্তরঃ ক. গলার স্বর
৮ ‘অপরিচিতা’ গল্পের নায়কের কাছে কোন ক্লাসের টিকিট ছিল?
ক. ভিআইপি
খ. ফার্স্ট ক্লাস
গ. সেকেন্ড ক্লাস
ঘ. থার্ড ক্লাস
উত্তরঃ খ. ফার্স্ট ক্লাস
৭৯ ‘কাজী নজরুল ইসলাম ছোটগল্পের পাশাপাশি উপন্যাসও লিখেছেন।’ কাজী নজরুল ইসলামের সাথে কার সাদৃশ্য রয়েছে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. শামসুর রাহমান
গ. প্রমথ চৌধুরী
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ
১০. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ শতকে যেসব ছোটগল্প লিখেছেন সেখানে কী প্রাধান্য পেয়েছে?
ক. প্রকৃতি
খ. ভাবকল্পনা
গ. বিরহ
ঘ. বাস্তবতা
উত্তরঃ ক. প্রকৃতি
১১. ‘শেষের কবিতা’ কী?
ক. কবিতা
খ. ছোটগল্প
গ. নাটক
ঘ. উপন্যাস
উত্তরঃ ঘ. উপন্যাস
১২. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৪০
খ. ১৯৪১
গ. ১৯৪৩
ঘ. ১৯৪৫
উত্তরঃ ঘ. ১৯৪১
১৩. অনুপম কার হাতে মানুষ?
ক. মায়ের
খ. বাবার
গ. মামার
ঘ. ধাত্রীর
উত্তরঃ ক. মায়ের
১৪. অনুপমের মা কেমন ঘরের মেয়ে?
ক. বামুনের
খ. গরিবের
গ. কায়েতের
ঘ. ধনীর
উত্তরঃ খ. গরিবের
১৫. কাকে দেখলে অনড়বপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হবে?
ক. কার্তিক
খ. অনুপমকে
গ. হরিশ
ঘ. মামা
উত্তরঃ খ. অনুপমকে
১৬ অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছরের বড়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. ছয়
উত্তরঃ ঘ. ছয়
১৭. কন্যার পিতামাত্রেই কী স্বীকার করবেন?
ক. গল্পকথক খুবই সুদর্শন
খ. গল্পকথক খুবই বিনয়ী
গ. গল্পকথক একজন সুনাগরিক
ঘ. গল্পকথক একজন সৎপাত্র
উত্তরঃ ঘ. গল্পকথক একজন সৎপাত্র
১৮. অনুপম নিতান্তই ভালো মানুষ কেন?
ক. ধূমপানের অভ্যাস না থাকায়
খ. ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে
গ. মন্দলোকদের সাথে না মেশায়
ঘ. ভালো বংশে জন্মগ্রহণ করায়
উত্তরঃ খ. ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে
১৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬১
খ. ১৮৬২
গ. ১৮৬৩
ঘ. ১৮৬৪
উত্তরঃ ক. ১৮৬১
আরো ও সাজেশন:-
২০. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কে?
ক. প্রমথ চৌধুরী
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ গ. রবীন্দ্রনাথ ঠাকুর
একাদশ-দ্বাদশ শ্রেণি অপরিচিতা গল্পের mcq
২১. রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত?
ক. বিশ্বকবি
খ. চারণ কবি
গ. জাতীয় কবি
ঘ. নাগরিক কবি
উত্তরঃ ক. বিশ্বকবি
২২. ‘গল্পগুচ্ছে’ কতটি গল্প সংকলিত হয়েছে?
ক. ৯১
খ. ৯২
গ. ৯৪
ঘ. ৯৫
উত্তরঃ ঘ. ৯৫
২৩. রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করেছিলেন কেন?
ক. সাহিত্য সাধনার জন্য
খ. জমিদারি দেখাশোনার জন্য
গ. প্রকৃতির কাছে থাকার জন্য
ঘ. মানুষের কাছাকাছি থাকার জন্য
উত্তরঃ খ. জমিদারি দেখাশোনার জন্য
২৪. কোথায় বসবাসের কাল রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ?
ক. শান্তিনিকেতন
খ. জোড়াসাঁকো
গ. শাহজাদপুর
ঘ. শিলাইদহ
উত্তরঃ ঘ. শিলাইদহ
২৫. কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল?
ক. খান্দানি ঘর
খ. বনেদি ঘর
গ. অনেক বড় ঘর
ঘ. অনেক ছোট ঘর
উত্তরঃ গ. অনেক বড় ঘর
২৬. ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল?
ক. অনুপমের
খ. মা’র
গ. মামার
ঘ. কল্যাণীর
উত্তরঃ গ. মামার
২৭. অনুপমের বন্ধুর নাম কী?
ক. হিরণ
খ. হরিশ
গ. নরেশ
ঘ. পরেশ
উত্তরঃ খ. হরিশ
২৮. হরিশ কোথায় কাজ করে?
ক. মালদহে
খ. বীরভূমে
গ. কানপুরে
ঘ. ভুজপুরে
উত্তরঃ গ. কানপুরে
২৯. হরিশ ছুটিতে কোথায় এসেছিল?
ক. মালদহে
খ. কানপুরে
গ. আসানসোলে
ঘ. কলিকাতায়
উত্তরঃঘ. কলিকাতায়
৩০. কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল?
ক. গ্রীষ্মের
খ. বর্ষার
গ. শীতের
ঘ. বসন্তের
উত্তরঃ ঘ. বসন্তের
৩১. হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল?
ক. ঘটকালিতে
খ. তাস পেটাতে
গ. আসর জমাতে
ঘ. গুল মারতে
উত্তরঃ গ. আসর জমাতে
৩২. অনুপমের ‘মন উতলা’ বলতে কী বুঝানো হয়েছে?
ক. উদ্বেগ
খ. উৎকণ্ঠা
গ. শঙ্কা
ঘ. আকুলতা
উত্তরঃ ঘ. আকুলতা
৩৩. ‘অপরিচিতা’ গল্পে অনুপম ‘এই অবকাশ’ বলতে কোন সময়ে বোঝানো হয়েছে?
ক. এম. এ. পাসের পরের সময়
খ. কলেজের ছুটির সময়
গ. বিয়ের সিদ্ধান্ত হওয়ার পরের সময়
ঘ. বিয়ের আয়োজনের পূর্বের সময়
উত্তরঃ ক. এম. এ. পাসের পরের সময়
৩৪. কার মন ছিল তৃষার্ত?
ক. হরিশের
খ. অনুপমের
গ. মামার
ঘ. মা’র
উত্তরঃ খ. অনুপমের
৩৫. মামা কাকে পেলে ছাড়তে চান না?
ক. অনুপমকে
খ. হরিশকে
গ. কল্যাণীকে
ঘ. কল্যাণীর বাবাকে
উত্তরঃ ক. অনুপমকে
৩৬. কথাটা কার বৈঠকে উঠল?
ক. বাবার
খ. মা’র
গ. হরিশের
ঘ. মামার
উত্তরঃ ঘ. মামার
৩৭. মামার কাছে মেয়ের চেয়ে মেয়ের বাপের দেশত্যাগ করে পশ্চিমে গিয়ে বাস করার কারণ কী?
ক. গুরুতর
খ. গুরুত্বপূর্ণ
গ. জরুরি
ঘ. সাংঘাতিক
উত্তরঃ ক. গুরুতর
৩৮. ‘অপরিচিতা’ গল্পে ‘বিবাহের ভূমিকা-অংশটা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. মেয়ের রূপ সৌন্দর্যে
খ. মেয়ের বংশের কৌলিন্যে
গ. মেয়ের বাবার আতিথেয়তায়
ঘ. মেয়ের বাবার অর্থের লোভে
উত্তরঃ খ. মেয়ের বংশের কৌলিন্যে
৩৯. কলিকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করেন?
ক. আন্দামান দ্বীপ
খ. লঙ্কা দ্বীপ
গ. সুবর্ণদ্বীপ
ঘ. নিঝুম দ্বীপ
উত্তরঃ ক. আন্দামান দ্বীপ
৪০. ‘অপরিচিতা’ গল্পের কথকের মনের মধ্যে কী ইচ্ছা ছিল?
ক. কানপুরে যাওয়ার
খ. কোনড়বগর ঘুরে আসার
গ. যৌতুক ছাড়াই বিয়ে করার
ঘ. লুকিয়ে বিয়ে করার
উত্তরঃ গ. যৌতুক ছাড়াই বিয়ে করার
অপরিচিতা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন
৪১. অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন?
ক. বিষয়টি আপত্তিকর বলে
খ. কুলীন বংশে এটি চলে না
গ. মামার এতে ঘোরতর আপত্তি ছিল
ঘ. সাহস করে প্রস্তাব করতে না পারায়
উত্তরঃ ঘ. সাহস করে প্রস্তাব করতে না পারায়
৪২. বিনুদাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কী বললেন?
ক. মেয়ে চমৎকার সুন্দরী
খ. মেয়েটা খুবই মিষ্টি
গ. খাঁটি সোনা বটে
ঘ. হীরের টুকরো একটা
উত্তরঃ ক. মেয়ে চমৎকার সুন্দরী
৪৩. বিনুদার ভাষাটা কেমন?
ক. বড় নীরস
খ. অত্যন্ত আঁট
গ. নিতান্ত সাদামাটা
ঘ. চলনসই
উত্তরঃ খ. অত্যন্ত আঁট
৪৪. বিয়ে উপলক্ষে কন্যাপক্ষকে কোথায় আসতে হলো?
ক. কলকাতায়
খ. কানপুরে
গ. বোলপুরে
ঘ. শিয়ালদহে
উত্তরঃ ক. কলকাতায়
৪৫. ‘অপরিচিতা’ গল্পের কন্যার পিতার নাম কী?
ক. বিশ্বনাথ ঘোষ
খ. শম্ভুনাথ সেন
গ. আদ্যিনাথ বৈদ্য
ঘ. বিশ্বম্ভর দাস
উত্তরঃ খ. শম্ভুনাথ সেন
৪৬. ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত কার পেছনে মেয়ের বাপের লক্ষীর ঘটটি উপুড় করে দিতে দ্বিধা হবে না?
ক. দেশে সুন্দরী কন্যা নিয়ে বাস করা দায়
খ. আর্থিক দৈন্যে দেশে সমাজ রক্ষা করে চলা দায়
গ. পশ্চিমে বেশিরভাগ পুণ্যভূমি অবস্থিত
ঘ. মেয়ের বয়স বেশি হয়ে যাওয়ায়
উত্তরঃ খ. আর্থিক দৈন্যে দেশে সমাজ রক্ষা করে চলা দায়
৪৭. পশ্চিমে মেয়ের বাবা কী অবস্থায় থাকেন?
ক. রাজার হালে
খ. জমিদারের মতো
গ. প্রজার মতো
ঘ. গরিব গৃহস্থের মতো
উত্তরঃ ঘ. গরিব গৃহস্থের মতো
৪৮. ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত কার পেছনে মেয়ের বাপের লক্ষীর ঘটটি উপুড় করে দিতে দ্বিধা হবে না?
ক. জামাইয়ের
খ. মেয়ের
গ. অনুপমের
ঘ. মেয়ের শাশুড়ির
উত্তরঃ খ. মেয়ের
৪৯. বরের হাট মহার্ঘ কেন?
ক. যোগ্য বরের অভাবে
খ. যৌতুকের কারণে
গ. স্থান-কাল-পাত্রের বাছবিচারে
ঘ. মেয়ের বয়সের কারণে
উত্তরঃ খ. যৌতুকের কারণে
৫০. অনুপমের মামার মন নরম হলো কেন?
ক. মেয়ের রূপ সৌন্দর্যে
খ. মেয়ের বংশের কৌলিন্যে
গ. মেয়ের বাবার আতিথেয়তায়
ঘ. মেয়ের বাবার অর্থের লোভে
উত্তরঃ ঘ. মেয়ের বাবার অর্থের লোভে
৫১. বিয়ের কত দিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন?
ক. এক দিন
খ. দুই দিন
গ. তিন দিন
ঘ. চার দিন
উত্তরঃ গ. তিন দিন
৫২. ‘অপরিচিতা’ গল্পের কন্যার পিতার বয়স কত?
ক. চল্লিশের কিছু এপারে বা ওপারে
খ. পয়তাল্লিশের কিছু এপারে বা ওপারে
গ. পঞ্চাশের কিছু এপারে বা ওপারে
ঘ. পঞ্চানড়বর কিছু এপারে বা ওপারে
উত্তরঃ ক. চল্লিশের কিছু এপারে বা ওপারে
৫৩. পাত্র দেখে কন্যার বাপ খুশি কিনা তা বোঝা শক্ত ছিল। কারণ-
ক. তিনি ছিলেন খুবই অন্যমনস্ক
খ. তিনি ছিলেন খুবই চুপচাপ
গ. তিনি ছিলেন খুবই চাপা স্বভাবের
ঘ. তিনি ছিলেন খুবই গম্ভীর
উত্তরঃ খ. তিনি ছিলেন খুবই চুপচাপ
৫৪. কী কারণে মামার মুখ অনর্গল ছুটিতেছিল?
ক. অভ্যাসবশে
খ. মুদ্রাদোষে
গ. ধন-মানের বাগাড়ম্বরে
ঘ. যৌতুকের লোভে
উত্তরঃ গ. ধন-মানের বাগাড়ম্বরে
৫৫. শম্ভুনাথ বাবু কোন প্রসঙ্গের আলোচনায় একেবারেই যোগ দিলেন না?
ক. যৌতুকের
খ. কৌলিন্যের
গ. ভাল-মন্দের
ঘ. ধন-মানের
উত্তরঃ ঘ. ধন-মানের
৫৬. “শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাঁকে বিদায় করিলেন।” -এই ঘটনার মাধ্যমে নিচের কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. মামার বড়লোকি
খ. পাত্রপক্ষের আভিজাত্য
গ. পাত্রপক্ষের প্রতি অবজ্ঞা
ঘ. সৌজন্যতাবোধের অভাব
উত্তরঃ ক. মামার বড়লোকি
৫৭. ‘অপরিচিতা’ গল্পে ‘পণ’ বলতে কী বোঝানো হয়েছিল?
ক. অঙ্গীকার
খ. সংকল্প
গ. শর্ত
ঘ. প্রতিজ্ঞা
উত্তরঃ ঘ. প্রতিজ্ঞা
৫৮ পণ সম্বন্ধে দুই পক্ষে কেমন কথা ঠিক হয়েছিল?
ক. পাকাপাকি
খ. বাঁধাধরা
গ. কড়াকড়ি
ঘ. মোটামুটি
উত্তরঃ ক. পাকাপাকি
৫৯. মামা নিজেকে কী হিসেবে জ্ঞান করেন?
ক. কঠোর হিসাবি
খ. অসামান্য চতুর
গ. সংসারের কাণ্ডারি
ঘ. মহাজ্ঞানী
উত্তরঃ খ. অসামান্য চতুর
৬০. অনুপমের দৃষ্টিতে দেনা-পাওনার বিষয়টি কেমন ছিল?
ক. সূক্ষ
খ. স্থূল
গ. সাধারণ
ঘ. অসাধারণ
উত্তরঃ খ. স্থূল
অপরিচিতা গল্পের mcq সমাধান
৬১. দেনা-পাওনার বিষয়টিকে অনুপম বিয়ের কোন অংশ বলে জানত?
ক. প্রধান অংশ
খ. সাধারণ অংশ
গ. মুখ্য অংশ
ঘ. গৌণ অংশ
উত্তরঃ ক. প্রধান অংশ
অপরিচিতা গল্পের mcq পিডিএফ সংগ্রহ করুন
৬২. পাত্রপক্ষ থেকে দেনা-পাওনার ভার কার ওপর ছিল?
ক. বিনুদার ওপর
খ. হরিশের ওপর
গ. মামার ওপর
ঘ. মায়ের ওপর
উত্তরঃ গ. মামার ওপর
৬৩. মামা অনুপমদের সংসারে কী হিসেবে গণ্য হন?
ক. গর্বের বস্তু
খ. শাখের করাত
গ. দুধের মাছি
ঘ. বসন্তের কোকিল
উত্তরঃ ক. গর্বের বস্তু
৬৪. ‘যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে’ এমন ক্ষেত্রে বুদ্ধির লড়াইয়ে সব সময় কে জিতবেন?
ক. অনুপম
খ. মামা
গ. বিনুদা
ঘ. হরিশ
উত্তরঃ খ. মামা
৬৫. মামার সঙ্গে মা একযোগে হাসলেন কেন?
ক. পাত্রীপক্ষের ধনসম্পদের কথা ভেবে
খ. পাত্রীপক্ষের দুরবস্থা কল্পনা করে
গ. পাত্রীপক্ষের দুর্দশা দেখে
ঘ. বিয়েতে ছেলের খুশি দেখে
উত্তরঃ খ. পাত্রীপক্ষের দুরবস্থা কল্পনা করে
৬৬. পাত্রীপক্ষের গহনাগুলো কেমন?
ক. প্রাচীন ঐতিহ্যের নিদর্শন
খ. পুরাতন আমলের কারুকার্যময়
গ. যেমন মোটা তেমন ভারী
ঘ. যেমন মোটা তেমনি বিশ্রী
উত্তরঃ গ. যেমন মোটা তেমন ভারী
৬৭. ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছা কার নেই?
ক. মামার
খ. অনুপমের
গ. শম্ভুনাথ বাবুর
ঘ. বিশ্বম্ভর বাবুর
উত্তরঃ গ. শম্ভুনাথ বাবুর
৬৮. পাত্রের বাড়ির সবাই রেগে আগুন হয়েছিল কেন?
ক. কন্যার পিতার ব্যবহারে
খ. কন্যার পিতার গুমরে
গ. বিনোদনের ব্যবস্থা না থাকায়
ঘ. যৌতুক হাতছাড়া হওয়ায়
উত্তরঃ খ. কন্যার পিতার গুমরে
৬৯. মামা কী নিয়ে নালিশ করবেন বলে গোল করে বেড়াতে লাগলেন?
ক. বিয়ে না দিয়ে খাইয়ে দেওয়ার জন্য
খ. পণ্যসামগ্রী নিয়ে বাড়াবাড়ি করায়
গ. বিয়ের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে
ঘ. বিয়ের নামে কন্যাপক্ষ তামাশা করায়
উত্তরঃ গ. বিয়ের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে
৭০. মামা বিবাহ সম্বন্ধের কথা তুলতে পারেন না কেন?
ক. দুঃখে
খ. ক্ষোভে
গ. রাগে
ঘ. লজ্জায়
উত্তরঃ ঘ. লজ্জায়
৭১. কে বিয়েবাড়িতে ঢুকে খুশি হলেন না?
ক. মামা
খ. বিনুদাদা
গ. হরিশ
ঘ. অনুপম
উত্তরঃ ক. মামা
৭২. ‘অপরিচিতা’ গল্পের বিয়ের আয়োজন কী রকমের ছিল?
ক. মধ্য রকমের
খ. নিতান্ত মধ্যম রকমের
গ. দায়সারাগোছের
ঘ. জমকালো
উত্তরঃ খ. নিতান্ত মধ্যম রকমের
৭৩. ‘অপরিচিতা’ গল্পে কার মুখে কোনো কথা নেই?
ক. মামার
খ. অনুপমের
গ. শম্ভুনাথের
ঘ. বিনুদাদার
উত্তরঃ গ. শম্ভুনাথের
৭৪. “বাবাজি, একবার এই দিকে আসতে হচ্ছে।” একথা কে বলেছিলেন?
ক. শম্ভুনাথ বাবু
খ. বিনুদাদা
গ. বিশ্বম্ভর বাবু
ঘ. পাত্রের মামা
উত্তরঃ ক. শম্ভুনাথ বাবু
৭৫. “তিনি কোনোমতেই কারও কাছে ঠকিবেন না।” এই ‘তিনি’টা কে?
ক. শম্ভুনাথ বাবু
খ. মামা
গ. হরিশ
ঘ. বিনুদাদা
উত্তরঃ খ. মামা
৭৬. বাড়ির সেকরাকে আনা হয়েছিল কেন?
ক. বরযাত্রী হিসেবে
খ. বাড়ির লোক বলে
গ. গহনা পরখ করতে
ঘ. গাড়ি চালাতে
উত্তরঃ গ. গহনা পরখ করতে
- উত্তম কর্পোরেট গভর্নেন্স চর্চার উদ্দেশ্যমূলক কোড সমূহ আলোচনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (জ্ঞানমূলক):
১. ‘এ জীবনটা না দৈর্ঘ্যরে হিসাবে বড়, না গুণের হিসাবে’- বলতে বোঝানো হয়েছে – আত্মসমালোচনা।
২. ‘অপরিচিতা’ গল্পটি বর্ণিত হয়েছেÑউত্তম পুরুষের জবানিতে।
৩. নিজের নিস্ফল জীবনকে বোঝাতে অনুপম ব্যবহার করেছে ফলের মতো গুটি’ উপমাটি।
৪. পণ্ডিতমশায় বিদ্রুপ করার জন্য অনুপমের চেহারার তুলনা করতেনÑশিমুল ফুল ও মাকাল ফলের সাথে।
৫. ‘মাকাল ফল’ অর্থদুর্গন্ধ ও শাঁসযুক্ত খাওয়ার অনুপযোগী ফল।
৬. অনুপমের পিতা প্রচুর টাকা রোজগার করেছিল ওকালতি করে।
৭. অনুপমের পিতা চাকরি থেকে প্রথম অবকাশ নেন মৃত্যুর সময়।
৮. অনুপম মানুষ হয়েছে মার হাতে।
৯. অন্নপূর্ণা হচ্ছে দেবী দুর্গা।
১০. গজানন হচ্ছে গণেশ (গজ অর্থাৎ হাতির মত আনন যার)।
১১. দেবী দূর্গার ছেলে -২ জন (বড় পুত্র গণেশ ছোট পুত্র কার্তিক)।
১২. অনুপমের আসল অভিভাবকÑতার মামা।
১৩. অনুপমের মামা অনুপমের চেয়ে বয়সে ৬ বছরের বড়।
১৪. ফল্গু হচ্ছে – ভারতের গয়া অঞ্চলে অবস্থিত একটি নদীর নাম।
১৫. ফল্গু নদীর বৈশিষ্ট্য হচ্ছে ওপরের অংশে বালির আস্তরণ কিন্তু ভেতরে জলস্রোত প্রবাহিত হয়।
১৬. যে নারী নিজেই স্বামী নির্বাচন করে তাকে বলে – স্বয়ংবরা।
১৭. অনুপমের মামার অস্থিমজ্জায় জড়িত ছিল – টাকার প্রতি আসক্তি।
১৮. পৃথিবীতে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট ছিল -তারা মামা।
১৯. অনুপমের বন্ধুর নাম – হরিশ (মানুষ হিসেবে রসিক ছিল)।
২০. হরিশ কাজ করত – কানপুরে।
২১. অনুপমের হৃদয়ের গোপন কথা প্রকাশ পেয়েছে – তরুমর্মরে।
২২. হরিশনের কথা শুনে অনুপমের শরীর মনÑবসন্ত বাতাসে বকুল বনের নব পলবরাশির মতো কাঁপিতে কাঁপিতে আলোছায়া বনিতে লাগিল।
২৩. ‘অপরিচিতা’ গল্পে বকুলবনের নবপলবরাশি’ দ্বারা বোঝানো হয়েছে অনুপমের মনের অবস্থা।
২৪. শম্ভুনাথ বাবু পেশায় একজন ডাক্তার।
২৫. শম্ভুনাথ বাবুর বন্ধু পেশায় ছিলেন উকিল।
২৬. শম্ভুনাথ বাবু পশ্চিমে গিয়া বাস করিতেছেন -বংশ মর্যাদা রক্ষার্থে।
২৭. ‘অপরিচিতা’ গল্পে ‘পশ্চিমে’ বলতে বোঝানো হয়েছে ভারতের পশ্চিম অঞ্চলকে।
২৮. লক্ষীর ঘটটি একেবারে উপুড় করিয়া দিতে দ্বিধা হইবে না কোথাও শম্ভুনাথের কারণ কল্যাণী তার একমাত্র মেয়ে (অনুপমের মামার চিন্তা এটা)।
২৯. বিয়ের ভূমিকা অংশটা সমাধা হইয়া গেল – নির্বিঘে।
৩০. অনুপমের মামার মতে কলিকাতার বাহিরে পৃথিবীটা অন্তর্ভুক্ত আছে আন্দামান দ্বীপপুঞ্জের।
৩১. আন্দামান দ্বীপ -ভারতীয় সীমানাভুক্ত বঙ্গোপসাগরের অংশ বিশেষ।
৩২. স্বদেশী আন্দোলনের যুগে রাজবন্দিদের নির্বাসন শাস্তি দিয়ে পাঠানো হতো – আন্দামান দ্বীপে।
৩৩. কল্যাণীকে আর্শীবাদ করার জন্য পাঠানো হয়েছিল – অনুপমের পিসতুতো ভাই বিনুদাদাকে।
৩৪. অনুপম ষোল আনা নির্ভর করে – বিনুদাদার রুচি ও দক্ষতার উপর।
৩৫. বিনুদাদার ভাষা – অত্যন্ত আঁট।
৩৬. যেখানে সবাই বলে ‘চমৎকার’ বিনুদাদা সেখানে বলেনÑ চলনসই।
৩৭. মেয়ের সম্পর্ক বিনু দাদার কথা শুনে অনুপম তার ভাগ্যে প্রজাপতির সঙ্গে মিল খুঁজে পেয়েছ – পঞ্চশরের।
৩৮. হিন্দু পুরাণ অনুসারে প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা(ব্রহ্মা)।
৩৯. পঞ্চশর হচ্ছে – মদনদেবের ব্যবহার্য পাঁচ ধরণের বাণ।
৪০. বিবাহ উপলক্ষে কলকাতায় আসিতে হইল – কন্যাপক্ষকে।
৪১. ‘বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ’ বলা হয়েছে- শম্ভুনাথ বাবুর প্রসঙ্গে।
৪২. ‘লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোন তেজ নাই’ শম্ভুনাথ বাবু সম্পর্কে একথা ভেবেছিলেন অনুপমের মামা।
৪৩. অনুপমের মামা মনে মনে খুশি হইলেন কারণ বেহাইয়ের কোন তেজ নাই।
অপরিচিতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ লাইন:
হরিশের কাছে শুনিয়াছি, মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল।
কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।
আজ আমার বয়স সাতাশ মাত্র।
মার হাতেই আমি মানুষ।
কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন, আমি সৎপাত্র।
আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে।
মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাঁহার কাছে গুরুতর।
এক কালে ইহাদের বংশে লক্ষ¥ীর মঙ্গলঘট ভরা ছিল।
দেশে বংশ মর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন।
মেয়ের বয়স যে পনেরো, তাই শুনিয়া মামার মন ভার হইল।
বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, “মন্দ নয় হে! খাঁটি সোনা বটে।”
আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নাই।
বিবাহ-উপলক্ষে কন্যাপক্ষকেই কলিকাতায় আসিতে হইল।
“বাবাজি, একবার এই দিকে আসতে হচ্ছে।”
স্যাকরা কহিল, “ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে।”
ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।”
চিরকাল গলার স্বর আমার কাছে বড়ো সত্য।
তাহার একটিমাত্র ধুয়া-“গাড়িতে জায়গা আছে।”
“না, আমরা গাড়ি ছাড়িব না।”
সে বলিল, “মাতৃ-আজ্ঞা।”
কেবল সেই এক রাত্রির অজানা কন্ঠের মধুর সুরের আসা-যাওয়া আছে।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
- hsc result 2024
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper
- আলিম ইসলামের ইতিহাস সাজেশন ১০০% নিশ্চিত কমন,আলিম পরীক্ষা ইসলামের ইতিহাস সাজেশন,A+ 100% Sure আলিম/Alim ইসলামের ইতিহাস সাজেশন
১২,১৩ নং mcq উত্তর যেহেতু ভুল আছে তাই আরো ভুল থাকতে পারে তাই। প্লিজ এগুলো সংশোধন করুন না হলে ছাত্রদের ভুল পড়ানো মুখস্ত হবে ।
Assalamualaikum