HSC বাংলা ১ম পত্রের আমার পথ এমসিকিউ, HSC Bangla 1st Paper আমার পথ প্রবন্ধের MCQ,বহুনির্বাচনী HSC বাংলা ১ম পত্রের আমার পথ প্রবন্ধের ,নৈবিত্তিক প্রশ্নের উত্তর HSC বাংলা ১ম পত্রের আমার পথ প্রবন্ধের, এইচএসসি বাংলা ১ম পত্রের আমার পথ প্রবন্ধের কমন নৈবিত্তিক প্রশ্নের উত্তর

বিষয়: HSC বাংলা ১ম পত্রের আমার পথ এমসিকিউ, HSC Bangla 1st Paper আমার পথ প্রবন্ধের MCQ,বহুনির্বাচনী HSC বাংলা ১ম পত্রের আমার পথ প্রবন্ধের ,নৈবিত্তিক প্রশ্নের উত্তর HSC বাংলা ১ম পত্রের আমার পথ প্রবন্ধের, এইচএসসি বাংলা ১ম পত্রের আমার পথ প্রবন্ধের কমন নৈবিত্তিক প্রশ্নের উত্তর

প্রশ্ন-১. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর : কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-২. বাংলাদেশের জাতীয় কবি কে?

উত্তর : বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন-৩. ‘রুদ্রমঙ্গল’ গ্রন্থটির লেখক কে?

উত্তর : ‘রুদ্রমঙ্গল’ গ্রন্থটির লেখক কাজী নজরুল ইসলাম৷

প্রশ্ন-৪. ‘আমার পথ’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

উত্তর : ‘আমার পথ’ প্রবন্ধটি ‘রুদ্র-মঙ্গল’ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

প্রশ্ন-৫. কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন?

উত্তর : কাজী নজরুল ইসলাম ঢাকায় মৃত্যুবরণ করেন।

প্রশ্ন-৬. কাজী নজরুল ইসলাম সালে কত তারিখে মৃত্যুবরণ করেন?

উত্তর : কাজী নজরুল ইসলাম সালে ১৯৭৬ সালের ২৯শে আগস্ট মৃত্যুবরণ করেন।

প্রশ্ন-৭. কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?

উত্তর : কাজী নজরুল ইসলামের কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত।

প্রশ্ন-৮. কীভাবে মানুষের মনে আপনা-আপনি একটা জোর আসে?

উত্তর : নিজেকে চিনলে মানুষের মনে আপনা-আপনি একটা জোর আসে।

প্রশ্ন-৯. অতিরিক্ত বিনয় মানুষকে কী করে?

উত্তর : অতিরিক্ত বিনয় মানুষকে ছোট করে।

প্রশ্ন-১০. ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে কাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়?

উত্তর : ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে নিজ আত্মাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়।

প্রশ্ন-১১. ‘কুর্নিশ’ শব্দটির অর্থ কি?

উত্তর : ‘কুর্নিশ’ শব্দটির অর্থ অভিবাদন বা সম্মান প্রদর্শন।

প্রশ্ন-১২. কোন দিন আমরা সত্যি সত্যি স্বাধীন হব?

উত্তর : যেদিন আমারা আত্মনির্ভরশীল হতে পারব, সেদিনই আমরা সত্যি সত্যি স্বাধীন হব।

প্রশ্ন-১৩. প্রাবন্ধিক কোন পথকে বিপথ মনে করেন?

উত্তর : প্রাবন্ধিক সত্যের বিরোধী পথকে বিপথ মনে করেন।

প্রশ্ন-১৪. মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে কখন?

উত্তর : সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে।

প্রশ্ন-১৫. কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে দেয়?

উত্তর : কবি কাজী নজরুল ইসলামের মতে, পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে দেয়।

প্রশ্ন-১৬. ‘আমার পথ’ প্রবন্ধে আমার পথ আমাকে কী দেখাবে?

উত্তর : ‘আমার পথ’ প্রবন্ধে আমার পথ আমাকে আমার সত্য দেখাবে।

প্রশ্ন-১৭. মিথ্যা, ভণ্ডামি, মেকি দূর করতে কী প্রয়োজন?

উত্তর : মিথ্যা, ভণ্ডামি, মেকি দূর করতে আগুনের ঝান্ডা প্রয়োজন।

প্রশ্ন-১৮. ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিকের মতে, আত্মাকে চিনলে কী আসে?

উত্তর : ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিকের মতে, আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে।


আরো ও সাজেশন:-

শব্দার্থ ও টীকা

কর্ণধার – নেতৃত্ব প্রধানের সামর্থ্য আছে এমন ব্যক্তি।
কুর্নিশ – অভিবাদন।
মেকি – মিথ্যা।
সম্মার্জনা – মেজে ঘষে পরিষ্কার করা।
আগুনের ঝান্ডা – অগ্নিপতাকা।

নমস্কার – প্রণাম।
বিপথ – ভুল পথ।
কান্ডারী – মাঝি, কর্ণধার।
অহংকার – অহমিকা, গর্ব।
স্বাবলম্বন – আÍনির্ভব, স্বনির্ভরতা।
উদ্ধার – পরিত্রাণ, নিষ্কৃতি।
ইমারত – দালান, পাকাবাড়ি।
বৈষম্য – বৈসাদৃশ্য, ভিন্নতা, অসমতা।
অন্যতম – অনেকের মধ্যে এক, বহুর মধ্যে এক।

গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১. লেখককে পথ দেখাবে তার – সত্য।
২. যাত্রা শুরুর আগে লেখক সালাম ও নমস্কার জানিয়েছেন – সত্যকে।
৩. লেখক সত্যকে সালাম জানিয়েছেন – যাত্রা শুরু করার আগে।
৪. ‘সে পথ ছাড়া আর কোন পথই আমার বিপথ নয়’ – এখানে ‘সে পথ’ বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন – সত্যের বিরোধী পথ।
৫. ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে প্রাবন্ধিককে বিপথে নিয়ে যাবে না – রাজভয় ও লোকভয়।
৬. ভুলের মাধ্যমে আমরা পেতে পারি – সত্য।
৭. যার মনে মিথ্যা সেই মিথ্যাকে – ভয় করে।
৮. মিথ্যার ভয়কে জয় করতে প্রয়োজন – নিজেকে চেনা।
৯. সবচেয়ে বড় দাসত্বের পথ – পরাবলম্বন হওয়া।
১০. ‘গান্ধীজি আছেন’ বলতে বোঝানো হয়েছে – পরাবলম্বন।
১১. ‘আমার পথ’ প্রবন্ধে পরিহার করতে বলা হয়েছে – ভণ্ডামি।
১২. প্রাবন্ধিক আমার পথ বলতে বুঝিয়েছেন – সত্যের পথ।
১৩. প্রাবন্ধিকের মতে ভুল করার চেয়েও নিকৃষ্ট কাজ – ভণ্ডামি করা।
১৪. মানুষের সঙ্গে মানুষের প্রাণের মিলন ঘটে – মানব ধর্ম পালনে।
১৫. আগুনের সম্মার্জনা প্রয়োজন – মিথ্যাকে দূর করতে।
১৬. কারও বাণীকে বেদবাক্য বলে মেনে নেয়া যায়, যদি তা – প্রাণের সাড়া দেয়।
১৭. সত্যের অগ্নিশিখাকে নিভিয়ে দেয় – মিথ্যার জল।
১৮. পথ নির্দেশক সত্য অবিনয়কে মানতে পারেন, কিন্তু সহ্য করতে পারেন না – অন্যায়।
১৯. ‘আমার পথ’ প্রবন্ধে ‘আমি’ ভাবনা বিন্দুতে উচ্ছ¡াস জাগায় – সিন্ধুর।
২০. ‘আমার পথ’ প্রবন্ধে যে মহাপুরুষের উলে­খ আছে- মহাত্মা গান্ধী।
২১. ‘আমার পথ’ প্রবন্ধটি নেওয়া হয়েছে – রুদ্রমঙ্গল প্রবন্ধ থেকে।
২২. ‘আমার পথ’ প্রবন্ধে লেখক এক মানুষ, আরেক মানুষের সাথে মিলিয়ে হতে চেয়েছেন – আমরা।
২৩. আমার পথ প্রবন্ধের মূল বিষয় – আত্মসত্য অর্জন।
২৪. ভারতীয়দের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে চেয়েছিলেন – মহাত্মা গান্ধী।
২৫. প্রাণ প্রাচুর্যের উৎস বিন্দু – সত্যের উপলদ্ধি।
২৬. অতিরিক্ত বিনয় মানুষকে – ছোট করে।
২৭. লেখক ভুল করতে রাজি হলেও রাজি নন – ভণ্ডামি করতে।
২৮. উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব- স¤প্রীতির মধ্য দিয়ে।
২৯. মেকি শব্দের অর্থ – মিথ্যা বা কপট।
৩০. সম্মার্জনা শব্দের অর্থ – মেজে ঘষে পরিস্কার করা।

৩১. ‘অগ্নি-বীণা’ উৎসর্গ করা হয় – বিপ্লবী বারিন্দ্রকুমার ঘোষকে।
৩২. অগ্নি-বীণার প্রথম কবিতা – ’প্রলয়োল্লাস’।
৩৩. নজরুলের কোনটি পত্রোপন্যাসের পর্যায়ভুক্ত – বাঁধন-হারা।
৩৪. নজরুল মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন – ১৯৪২ এর ১০ই অক্টোবর।
৩৫. বঙ্গবন্ধু সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনয়ন করা হয় – ১৯৭২ এর ২৪ শে মে এবং এরপর থেকে নজরুল বাংলাদেশেই ছিলেন।
৩৬. তিনি বার বছর বয়সে কোথায় যোগ দেন? – লেটোর দলে এবং দলে ’ পালা গান’ রচনা করেন।
৩৭. নজরুল কোন দৈনিক পত্রিকার সাধারণ সম্পাদক ছিলেন? – ’সন্ধ্যা, দৈনিক নবযুগ’ (১৯২০) – এর।
৩৮. এই পত্রিকার সঙ্গে আর কোন দু’জন রাজনৈতিক নেতা যুক্ত ছিলেন? – কমরেড মুজাফ্ফর আহমদ ও শেরে বাংলা ফজলুল হক।
৩৯. তাঁর সম্পাদনায় কোন অর্ধ সাপ্তাহিক পত্রিকা বের হত? – ধূমকেতু (১৯২২)।
৪০. নজরুলকে জাতীয় সংবর্ধনা দেয়া হয় কোথায় এবং কখন? – ১৯২৯ – এর ১৫ই ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে।
৪১. কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী – সৈয়দা খাতুন (নার্গিস)।
৪২. কাজী নজরুল ইসলামের স্ত্রীর নাম – আশালতা সেনগুপ্ত (প্রমিলা)। উলে­খ্য যে, নজরুল আশালতা সেনগুপ্তকে ’প্রমিলা’

প্রথম লাইন – আমার কর্ণধার আমি।
শেষ লাইন – সম্ভব হবে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা; আর এই ঐক্যের মূল শক্তি হলো সম্প্রীতি।



১। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত বছর বেঁচে ছিলেন?

        ক. ৭৫ বছর        খ. ৭৬ বছর

        গ. ৭৭ বছর         ঘ. ৭৮ বছর

২। ‘মৃত্যু ক্ষুধা’ রচনাটির লেখক কে?

        ক. কাজী নজরুল ইসলাম

        খ. রবীন্দ্রনাথ ঠাকুর

        গ. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়

        ঘ. আবুল মনসুর আহমদ

৩। জাতীয় কবির বংশের নাম কী?

        ক. ফকির           খ. কাজী

        গ. দৌলত           ঘ. মুন্সী

৪।

     আমৃত্যু শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
        ক. সমাস            খ. সন্ধি

        গ. কারক           ঘ. উপসর্গ

৫। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি?

        ক. কুহেলিকা

        খ. ঘরে-বাইরে

        গ. দিবা রাত্রির কাব্য

        ঘ. চিহ্ন

        নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

        গ্রামের একজন আদর্শ শিক্ষক কামরান। সত্য, ন্যায় ও মুক্তির পথে থাকার জন্য তিনি সব সময় মানুষকে পরামর্শ দেন। কারণ সত্যই মানুষের অব্যর্থ মুক্তির পথ।

৬। ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিকের কোন চিন্তার দিকটি উদ্দীপকে বিদ্যমান?

        ক. অহংকারের

        খ. শ্রদ্ধাবোধের

        গ. বাস্তবতার

        ঘ. সত্যের          

৭। প্রাবন্ধিক ও উদ্দীপকের কামরান মাস্টারের মাঝে প্রকাশিত হয়েছে—

        i. জীবনানুসন্ধান

        ii. মুক্তির উন্মুক্তদার

        iii. মিথ্যার অবমানতা নির্মূল

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii                খ. রi ও iii

        গ. i ও iii                ঘ. i, ii ও iii

৮। ব্যথার দান কী জাতীয় গ্রন্থ?

        ক. গল্পগ্রন্থ

        খ. সাহিত্য সাময়িকী

        গ. নাটক

        ঘ. উপন্যাস

৯। প্রাবন্ধিক যে কারণে মানুষের বাক্যকে বেদবাক্য বলে মেনে নেবেন না—

        i সত্যানুসন্ধানের জন্য

        ii জীবনের মুক্তির জন্য

        iii মানবিকতাবোধ যাচাইয়ের জন্য

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii            খ. র ও ররর

        গ. iর ও iii         ঘ. i, রi ও iii

১০। আমার পথ প্রবন্ধের লেখকের মতে, কারা বেশি বিনয়ী?

        ক. ছেলেরা

        খ. মেয়েরা

        গ. ধর্মপরায়ণরা

        ঘ. সত্যাশ্রয়ীরা

১১। গান্ধীজি ছিলেন—

        i অহিংস আন্দোলনের অবিসংবাদিত নেতা

        ii ভারতের জাতির পিতা

        iii ধর্মগুরু

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii            খ. i ও iii

        গ. ii ও iii           ঘ. i, ii ও iii

১২। ‘আমার পথ’ অভিভাষণটি লেখক কখন দিয়েছিলেন?

        ক. ধূমকেতুর উদ্বোধনী দিনে

        খ. লেখকের জন্মদিনে

        গ. ভারতের স্বাধীনতা দিবসে

        ঘ. তারিখ অনির্দিষ্ট

১৩। কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ কোনটি?

        ক. যুগবাণী         খ. মৃত্যু-ক্ষুধা

        গ. শিউলীমালা    ঘ. বাঁধনহারা

১৪। ‘তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না’—চরণটি দ্বারা কাজী নজরুল ইসলাম বোঝাতে চেয়েছেন—

        i. সত্যের পথ

        ii. অধিকারের পথ

        iii. অমিথ্যার আশ্রয়

        নিচের কোনটি সঠিক?

        ক. র ও ii           খ. i ও iii

        গ. ii ও iii           ঘ. i, ii ও iii

        নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

        রমিজউদ্দিনের বেশ সুখ্যাতি রয়েছে তার গ্রামে। তিনি ভদ্র ও বিনয়ী।

        সমাজে নানা কাজে তার নিঃস্বার্থ উপস্থিতি লক্ষ করা যায়।

        পক্ষান্তরে তার আপন চাচা জমির মিয়া সমাজে ভদ্রবেশে ঘুরে বেড়ানো এক মিথ্যাবাদী প্রতারক।

১৫। উদ্দীপকের রমিজউদ্দিনের সঙ্গে সাদৃশ্য রয়েছে তোমার পঠিত বইয়ের কোন লেখকের?

        ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

        খ. মীর মশাররফ হোসেন

        গ. কাজী নজরুল ইসলাম

        ঘ. সৈয়দ মুজতবা আলী

১৬। এরূপ সাদৃশ্যের কারণ—

        i. দুজনেই সত্যের সন্ধানী

        ii. দুজনেই মুক্তিকামী

        iii. দুজনেই স্বাধীনচেতা

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii            খ. i ও iii

        গ. ii ও iii           ঘ. i, ii ও iii

১৭। কাজী নজরুল ইসলাম তাঁর লেখায় সাধারণ মানুষকে কাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠতে বলেছেন?

        ক. ডাচেদর

        খ. ফরাসিদের

        গ. পাকিস্তানিদের

        ঘ. ইংরেজদের

১৮। মেকি শব্দের অর্থ কী?

        ক. অলসতা        খ. মিথ্যা

        গ. সংকোচ         ঘ. আমিত্ব

১৯। নমস্কার শব্দটি বাংলা ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?

        ক. সন্ধি খ. উপসর্গ

        গ. কারক           ঘ. সমাস

২০। ‘আমার পথ’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

        ক. রাজবন্দির জবানবন্দি

        খ. রুদ্র-মঙ্গল

        গ. যুগ-বাণী

        ঘ. দুর্দিনের যাত্রী

উত্তর: ১. গ ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ক ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. গ ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০.

২১। ‘বাঁশি’ আর ‘রণতূর্য’ সমন্বয়ে কোন কবি বঞ্চিত মানুষদের সামনে আবির্ভূত হয়েছেন?

        ক. জীবনানন্দ দাশ

        খ. আবু জাফর ওবায়দুল্লাহ

        গ. রবীন্দ্রনাথ ঠাকুর

        ঘ. কাজী নজরুল ইসলাম

২২। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকরুদ্ধ হন?

        ক. ৪৩   খ. ৪৪

        গ. ৪৫    ঘ. ৪৬

২৩। নিচের কোনটি প্রবন্ধ গ্রন্থ?

        ক. ব্যথার দান    খ. বাঁধনহারা

        গ. মৃত্যু-ক্ষুধা      ঘ. যুগবাণী

২৪। কাজী নজরুল ইসলাম কোনটিকে দম্ভ বলতে রাজি নন?

        ক. বিনয়কে

        খ. সত্য স্বীকারোক্তিকে

        গ. আপন অহংকারকে

        ঘ. নিজেকে চেনা

২৫। বাংলা কোন মাসের ১২ তারিখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস?

        ক. বৈশাখ           খ. আষাঢ়

        গ. শ্রাবণ            ঘ. ভাদ্র

২৬। কোনটি মিথ্যা বিনয়ের চেয়ে অনেক ভালো?

        ক. আপন মিথ্যার দম্ভ

        খ. আপন সত্যের দম্ভ

        গ. দেশের দম্ভ

        ঘ. আপন কপটতা

২৭। চুরুলিয়া গ্রামের সঙ্গে কোন কবির জন্মগত সম্পর্ক বিদ্যমান?

        ক. রবীন্দ্রনাথ ঠাকুর

        খ. কাজী নজরুল ইসলাম

        গ. জসীমউদ্দীন

        ঘ. সুফিয়া কামাল

২৮। কোন বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধি ফলক রয়েছে?

        ক. জাহাঙ্গীরনগর

        খ. রাজশাহী

        গ. ঢাকা

        ঘ. সিলেট শাহজালাল

২৯। প্রাবন্ধিক সত্যের পথের কথা বারবার বর্ণনা করেছেন। এর কারণ—

        i. সত্য জীবননাশের পথ

        ii. সত্য মুক্তির পথ

        iii. উদার চিন্তার ধারক

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii            খ. i ও iii

        গ. ii ও iii           ঘ. i, ii ও iii

৩০। ‘কুহেলিকা’ কাজী নজরুল ইসলামের কী জাতীয় রচনা?

        ক. প্রবন্ধ            খ. কাব্য

        গ. উপন্যাস       

        ঘ. গানের সংকলন

৩১। ‘রাজবন্দির জবানবন্দি’ কোন প্রাবন্ধিকের ফসল?

        ক. আবদুল হক

        খ. আবদুল ওদুদ

        গ. কাজী নজরুল ইসলাম

        ঘ. আহমদ শরীফ

৩২। কাণ্ডারী শব্দটি কী ধরনের শব্দ?

        ক. তদ্ভব            খ. বিদেশি

        গ. সংস্কৃত           ঘ. দেশি

৩৩। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি—প্রাবন্ধিকের সালাম জানানোর কারণ হলো—

        i. সত্যের সন্ধান

        ii. সম্মানের সন্ধান

        iii. বাস্তবতার সন্ধান

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii            খ. i ও iii

        গ. ii ও iii           ঘ. i, ii ও iii

৩৪। কোন ধরনের কথায় কষ্ট পাওয়া দুর্বলতা?

        ক. সত্য কথায়   

        খ. অসত্য কথায়

        গ. পরিষ্কার কথায়           

        ঘ. স্পষ্ট কথায়

৩৫। কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে?

        ক. ধর্মাবলম্বন     খ. পরাবলম্বন

        গ. ধনাবলম্বন     ঘ. মানাবলম্বন

৩৬। কাজী নজরুল ইসলাম ভুল করলে স্বীকার করতে বদ্ধপরিকর ছিলেন—

        i. ভুল থেকে শিক্ষা গ্রহণের জন্য

        ii. সত্যকে মেনে নেওয়ার জন্য

        iii. বারবার ভুল করার জন্য

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii            খ. i ও iii

        গ. ii ও iii           ঘ. i, ii ও iii

        নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

        আরমান সৎ পথে চলতে চায়। এ ক্ষেত্রে যদি কখনো ভুল হয়, সে তাত্ক্ষণিক তা শোধরানের চেষ্টা করে। সে বলে, ভুল না করলে শেখা যায় না।

৩৭। আরমানের চিন্তায় আমার পথ প্রবন্ধের কোন ধরনের মানসিকতার উদয় ঘটেছে?

        ক. ভুল করার     খ. সত্য জানার

        গ. শ্রদ্ধাবোধের    ঘ. হীনম্মন্যতার

৩৮। প্রাবন্ধিক ও আরমানের মাঝে যে কারণে ভুল করার প্রবণতা দৃষ্ট হয়—

        i. সত্য না জানার

        ii. সত্য জানার

        iii. উত্তম শিক্ষা গ্রহণের

        নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii           

        খ. i ও iii

        গ. ii ও iii          

        ঘ. i, ii ও iii

৩৯। সমধিক শব্দের অর্থ কী?

        ক. সমান            খ. সমপর্যায়

        গ. অতিশয়         ঘ. সাহস

৪০। ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিক কাকে গুরু বলে স্বীকার করেছেন?

        ক. আপন সত্যকে

        খ. চিরন্তন সত্যকে

        গ. মহৎ ব্যক্তির সত্য বাণীকে

        ঘ. জাতির সত্যকে

উত্তর: ২০. খ ২১. ঘ ২২. ক ২৩. ঘ ২৪. ঘ ২৫. ঘ ২৬. খ ২৭. খ ২৮. গ ২৯. গ ৩০. গ ৩১. গ ৩২. গ ৩৩. খ ৩৪. ঘ ৩৫. খ ৩৬. ক ৩৭. খ ৩৮. গ ৩৯. গ ৪০. ক

কাজী নজরুল ইসলাম

১. কাজী নজরুল ইসলাম আমৃতু্য কিসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন?

ক. অন্যায় ও শোষণ

খ. সমাজতন্ত্র

গ. রাষ্ট্রব্যবস্থা

ঘ. ব্রিটিশ সরকার

সঠিক উত্তর : ক. অন্যায় ও শোষণ

২. ‘আমায় পথ দেখাবে আমার সত্য।’-এ সত্য বলতে প্রাবন্ধিক কোন সত্যকে বুঝিয়েছেন?

ক. অন্তরের

খ. জীবনের

গ. সমাজের

ঘ. বাইরের

সঠিক উত্তর : ক. অন্তরের

নিচের কবিতাংশটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও

সত্য যে কঠিন

কঠিনেরে ভালোবাসিলাম

সে কখনো করে না বঞ্চনা।

৩. আমার পথ প্রবন্ধের যে বাক্য উদ্দীপকের বাক্যটির প্রতিনিধিত্ব করে তা হলো-

র. আমার পথ দেখাবে সত্য

রর. নমস্কার করছি সত্যকে

ররর. এই আগুনের ঝান্ডা দুলিয়ে বাহির হলাম

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

৪. উক্ত প্রতিনিধিত্বের কারণ হলো-

র. সত্যই সুন্দর

রর. সত্যই মুক্তির পথ

ররর. সত্য আলোর দিশারী

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৫. ‘ধূমকেতু’ কোনটিকে ধারণ করবে?

ক. ধ্বংস খ. সাম্য

গ. সত্য ঘ. ন্যায়-নীতি

সঠিক উত্তর : গ. সত্য

৬. কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছেন?

ক) তারুণ্যকে

খ) সত্যকে

গ) রাজভয়কে

ঘ) লোকভয়কে

সঠিক উত্তর : খ) সত্যকে

৭. ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়?

ক) বার বার ভুল করার মাধ্যমে

খ) ভুল থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে

গ) ভুল চেপে রাখার মাধ্যমে

ঘ) প্রাণ খুলে ভুল স্বীকার করার মাধ্যমে

সঠিক উত্তর : খ) ভুল থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে

৮. ‘আমার পথ’ প্রবন্ধে নিচের কোনটিকে বিপথ বলা হয়েছে-

ক. সত্যবিরোধী পথকে

খ. ভয়ের পথকে

গ. লাঞ্ছনার পথকে

ঘ. নিপীড়নের পথকে

সঠিক উত্তর : ক. সত্যবিরোধী পথকে

৯. কাকে চিনলে মানুষের মনে আপনাআপনি একটা জোর আসে?

ক. বিশ্বকে

খ. জীবনকে

গ. সময়কে

ঘ. নিজেকে

সঠিক উত্তর : ঘ. নিজেকে

১০. অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে মানুষ কোনটিকে অস্বীকার করে ফেলে?

ক. নিজের পৌরুষ

খ. নিজের মর্যাদা

গ. নিজের বিবেক

ঘ. নিজের সত্য

সঠিক উত্তর : ঘ. নিজের সত্য

১১. মহাত্মা গান্ধী ভারতবাসীকে কী শেখাচ্ছিলেন?

ক. স্বাবলম্বন

খ. সত্যবাদিতা

গ. শৃঙ্খলা

ঘ. নিয়মানুবর্তিতা

সঠিক উত্তর : ক. স্বাবলম্বন

১২. ভুলের মাধ্যমে আমরা কী পেতে পারি?

ক) সত্য খ) মিথ্যা

গ) ভয় ঘ) জ্ঞান

সঠিক উত্তর : ক) সত্য

১৩. কোনটিকে সবচেয়ে বড় দাসত্ব বলে?

ক. পরাবলম্বন খ. গোলামি

গ. ব্যক্তিত্বহীনতা ঘ. পরাধীনতা

সঠিক উত্তর : ক. পরাবলম্বন

১৪. কাকে চিনলে আত্মনির্ভরতা আসে?

ক. আত্মা খ. সত্য

গ. অস্তিত্ব ঘ. কর্ণধার

সঠিক উত্তর : ক. আত্মা

১৫. আত্মাকে চেনা আর যাই হোক কী নয়?

ক. ছলচাতুরী খ. ছলনা

গ. ভন্ডামি ঘ. মিথ্যাচার

সঠিক উত্তর : গ. ভন্ডামি

১৬. এ ‘ধূমকেতু’ কী আনবে না?

ক. বিনষ্ট খ. ধ্বংস

গ. দুঃখ ঘ. ঝগড়া-বিবাদ

সঠিক উত্তর : ঘ. ঝগড়া-বিবাদ

১৭. ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে কোন ব্যক্তি বাহিরে ভয় পায়?

ক. যার ভেতরে ভয়

খ. যে পরাধীন

গ. যে মূর্খ

গ. যে অত্যাচারী

সঠিক উত্তর : ক. যার ভেতরে ভয়

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment