HSC বাংলা ১ম পত্রের বিড়াল প্রবন্ধ কমন নৈবিত্তিক প্রশ্নের উত্তর,বিড়াল প্রবন্ধ ১০০%কমন MCQ নৈবিত্তিক উত্তর, ১০০%কমন MCQ নৈবিত্তিক উত্তর বিড়াল প্রবন্ধ ,HSC Bangla 1st Paper বিড়াল প্রবন্ধ MCQ (PDF Download),PDF Download HSC Bangla 1st Paper বিড়াল প্রবন্ধ MCQ

বিষয়: HSC বাংলা ১ম পত্রের বিড়াল প্রবন্ধ কমন নৈবিত্তিক প্রশ্নের উত্তর,বিড়াল প্রবন্ধ ১০০%কমন MCQ নৈবিত্তিক উত্তর, ১০০%কমন MCQ নৈবিত্তিক উত্তর বিড়াল প্রবন্ধ ,HSC Bangla 1st Paper বিড়াল প্রবন্ধ MCQ (PDF Download),PDF Download HSC Bangla 1st Paper বিড়াল প্রবন্ধ MCQ

বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বিখ্যাত ছোট গল্প। আজ আমরা বিড়াল গল্পের MCQ নিয়ে আলোচনা করবো। প্রথমে আমরা পাঠ্যসূচীর গুরুত্বপূর্ণ নৈব্যত্তিক সমূহের প্রশ্ন-উত্তর পড়বো এবং সবার শেষে আমাদের অনুশীলন কেমন হল তা যাচাই করার জন্য একটি পরিক্ষা দেব। পরিক্ষায় অংশ নিতে এই পোষ্টের একেবারে শেষে ‘পরিক্ষা দিন’ বাটনে ক্লিক করে পরিক্ষায় অংশ নেওয়া যাবে।

বাংলা ভাষায় প্রথম শিল্প সম্মত উপন্যাস রচনার কৃতিত্ব কার?

ক) প্যারীটাদ মিত্রের

খ) কালীপ্রসন্ন সিংহের

গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তর:

ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কোনটি?

ক) সাহিত্য সম্রাট উত্তর:
খ) অপরাজেয় কথাশিল্পী
গ) কবি সম্রাট
ঘ) সাহিত্য রত্ন

কমলাকান্ত ভাল ভাবে দেখলে ওয়েলিংটনের পরিবর্তে কাকে দেখতে পান?

ক) কবুতরকে
খ) প্রসন্নকে
গ) মার্জারকে উত্তর:
ঘ) নসীবাবুকে

কমলাকান্ত কাকে ‘মার্জার সুন্দরী’ বলেছেন?

ক) বিড়াল উত্তর:
খ) প্রসন্ন
গ) নেপোলিয়য়ান
ঘ) নসীবাবুকে

বিড়াল অতি মধুর স্বরে ‘মেও’ বলেছে কেন?

ক) ব্যঙ্গ করার উদ্দেশ্যে
খ) পরিতৃপ্ত হওয়ার কারণে উত্তর:
গ) করুণা পাওয়ার জন্য
ঘ) অপরাধবোধের জন্য

প্রসন্ন যে গাভীর দুধ দোহন করেছিল তার নাম কী?

ক) মার্জারী
খ) মঙ্গলা উত্তর:
গ) ধবলী
ঘ) শ্যামলী

মনুষ্যকূলে কুলাঙ্গার হতে চান না কে?

ক) কমলাকান্ত উত্তর:
খ) প্রসন্ন
গ) নেপোলিয়ন
ঘ) ওয়েলিংটন

সন্তু সারাদিন না খেতে পেয়ে ক্ষুধার জ্বালা মেটাতে হোটেল থেকে খাবার চুরি করে। সন্তুর সঙ্গে ‘বিড়াল’ রচনার কার মিল আছে?

ক) প্রসন্নের
খ) মঙ্গলার
গ) বিড়ালের উত্তর:
ঘ) কমলাকান্তের

‘সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে’- এখানে ‘তোমরা’ কারা?

ক) বিড়ালরা
খ) মানুষরা উত্তর:
গ) অধার্মিকেরা
ঘ) চোরেরা

কমলাকান্ত কী পেয়ে মার্জারের সকল বন্তব্য বুঝতে পারলেন?

ক) আফিং
খ) দৈবশক্তি
গ) দিব্যকর্ণ
ঘ) ক্ষুৎপিপাসা উত্তর:

‘বিড়াল’ রচনায় শিরোমণি বলতে কী বোঝানো হয়েছে?

ক) পরিবারের প্রধান ব্যক্তিকে
খ) সমাজের প্রধান ব্যক্তিকে উত্তর:
গ) পরিবারের নিম্ন আয়ের ব্যক্তিকে
ঘ) সমাজের নিম্নশ্রেণির ব্যক্তিকে

সমাজের ধনবৃদ্ধির অর্থ কাদের ধন বৃদ্ধি?

ক) চোরদের
খ) ধনীদের উত্তর:
গ) বিড়ালদের
ঘ) অধার্মিকদের

জলযোগ কী?

ক) পানি পর্ণ করা
খ) জলদান
গ) হালকা খাবার উত্তর:
ঘ) তরল খাবার

কোন সমাজে বনেদি বা অভিজাত ব্যক্তিকে ডিউক বলা হতো?

ক) এশীয় সমাজে
খ) ইউরোপীয় সমাজে উত্তর:
গ) আফ্রিকান সমাজে
ঘ) আমেরিকার সমাজে

‘বিজ্ঞ লোকের মত এই যে, যখন বিচারে পরাস্ত হইবে, তখন গন্তীরভাবে উপদেশ প্রদান করবে’ কমলাকান্তের এই উক্তিটি-_

।. আত্মরক্ষামলক
।।. শ্লেষাত্মক
।।।. যুক্তিনিষ্ঠ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii উত্তর:
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

বিড়ালটিকে কমলাকান্ত্র ‘পতিত আত্মা’ বলার কারণ হলো-

i. ধর্মাচারণে মন দেয় না বলে

ii. অন্যের খাদ্য চুরি করে খেয়েছে বলে

iii. তুচ্ছ প্রাণী হয়ে বিজ্ঞ মনোভাব পোষণ করেছে বলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii উত্তর:

কৃপণের দণ্ড হওয়া উচিত। কেননা কৃপণরা-

i. দরিদ্রকে চুরি করতে বাধ্য করে
ii. ধর্মের কথা বলে বেড়ায়
iii. ধন সঞ্জয় করে রাখে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii উত্তর:
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্ন দুটির উত্তর দাও:

‘আপনারে রাখিলে ব্যর্থ জীবন সাধনা
জনম বিশ্বের তরে পরার্থে কামনা ।’

উদ্দীপকটিতে ‘বিড়াল’ রচনার কোন দিকটি প্রকাশ পেয়েছে?

ক) স্বার্থপরতা
খ) স্বজনগ্রীতি
গ) পরহিতব্রত উত্তর:
ঘ) বিচ্ছিন্নতা

এই ভাব প্রকাশক বাক্য হলো-

i. দরিদ্রের ক্ষুধা সবার বোঝা উচিত

ii. অনাহারে মরে যাবার জন্য পৃথিবীতে কেউ আসেনি

iii. সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii উত্তর:
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii


আরো ও সাজেশন:-

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১। বিড়াল রচনার উৎস কী?

ক) গল্পগুচ্ছ খ) কমলাকান্তের দপ্তর

গ) কমলাকান্তের পত্র ঘ) কমলাকান্তের জবানবন্দি

২। কমলাকান্তের দফতর কী ধরনের রচনার সংকলন?

ক) শিক্ষামূলক খ) তথ্যমূলক ও ব্যঙ্গধর্মী গ) জ্ঞানগর্ভ ঘ) রসাত্মক ও ব্যঙ্গধর্মী

৩। বিড়াল প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের ভাষা কেমন?

ক) হাস্যকর খ) মর্মস্পর্শী

গ) আবেগঘন ঘ) শ্লেষাত্মক

৪। কমলাকান্ত কোথায় ঝিমাইতেছিল?

ক) শয়নগৃহে খ) উঠানের ধারে

গ) রন্ধনশালায় ঘ) বারান্দায়

৫। কমলাকান্ত কী হাতে ঝিমাইতেছিল?

ক) মদের বোতল হাতে খ) কোলকে হাতে

গ) হুঁকা হাতে ঘ) গ্লাস হতে।

৬। কমলাকান্ত কোথায় বসে ঝিমাইতেছিল?

ক) গাছ তলায় খ) চারপায়ীর ওপর

গ) খাটিয়ার পাশে ঘ) শিতলপাটি ওপর

৭। বিড়াল রচনায় উল্লিখিত আলো কেমন ছিল?

ক) ক্ষুদ্র খ) বৃহৎ গ) মাঝারি ঘ) তীক্ষ্ম

৮। বিড়াল রচনায় কোন যুদ্ধের ইঙ্গিত আছে?

ক) ওয়াটার লু’র যুদ্ধ খ) মুক্তিযুদ্ধ

গ) ইরাক যুদ্ধ ঘ) ভারত-পাকিস্তান যুদ্ধ

৯। বিড়াল রচনায় দেয়ালের ওপর ছায়া কীসরে মতো নাচছিল?

ক) প্রেতের মতো খ) পরীর মতো

গ) খঞ্জনার মতো ঘ) পঙ্খিরাজের মতো

১০। কমলাকান্ত সম্পর্কে নিচের কোনটি প্রযোজ্য?

ক) আহার প্রস্তুত না হওয়াতে ঝিমাচ্ছিল

খ) কিছুটা মাতাল হওয়াতে ঝিমাচ্ছিল

গ) দুগ্ধপানে ঝিমাচ্ছিল

ঘ) নেপোলিয়ানের চিন্তায় পড়াতে ঝিমাচ্ছিল

উত্তর : ১খ, ২ঘ, ৩ঘ, ৪ক, ৫গ, ৬খ, ৭ক, ৮ক, ৯ক, ১০ঘ,

১১। মাছের কাঁটা, পাতের ভাত বিড়ালকে না দিয়ে মানুষ ফেলে দেয় নর্দমার জলে। সে ক্ষেত্রে এই মানুষেরা আমাদের কাছে চিহ্নিত হয়-

ক) পরজাতি বিদ্বেষী হিসেবে

খ) সহানুভূতিহীন জীব হিসেবে

গ) সুরুচিবান হিসেবে ঘ) অপচয়কারী হিসেবে

১২। “কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই।” এই কই খাওয়ার সাথে বিড়াল রচনার সম্পর্কযুক্ত কে?

ক) ওয়েলিংটন খ) কমলাকান্ত গ) মার্জার ঘ) প্রসন্ন

১৩। দুধ খাওয়ার পরে ‘মেও’ শব্দের মধ্যে বিড়ালের যে অভিপ্রায় প্রকাশ পেয়েছে-

ক) তৃপ্তি বোঝানোর অভিপ্রায়

খ) হাসি চেপে রাখার অভিপ্রায়

গ) মন বোঝার অভিপ্রায়

ঘ) প্রশ্ন করার অভিপ্রায়

১৪। বিড়ালে দুধ খেয়ে গেলে তাকে তাড়িয়ে না মারলে কমলাকান্তর সমাজে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হবে। এখানে সমাজের কোন দৃষ্টিভঙ্গি উঠে আসে?

ক) ছোটকে সর্বদা দমিয়ে রাখতে হবে

খ) চিরায়ত প্রথাকে মেনে চলাই কর্তব্য

গ) সকলকে সমান সুযোগ প্রদান করা কর্তব্য

ঘ) জীবকুলের প্রতি সহানুভূতিশীল হতে হবে

১৫। প্রসন্ন গোয়ালিনী মঙ্গলার দুধ কমলাকান্তর জন্য কিছু পরিমাণ রেখে যায়। এ থেকে কমলাকান্তর প্রতি প্রকাশ পেয়েছে-

ক) প্রসন্নর সহানুভূতি খ) প্রসন্নর ভালোবাসা

গ) প্রসন্নর শ্রদ্ধামিশ্রিত ভালোলাগা

ঘ) প্রসন্নর প্রগাঢ় আসক্তি

১৬। কমলাকান্তের ভাবনাজগতে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিল কে?

ক) ওয়েলিংটন খ) নেপোলিয়ন গ) প্রসন্ন ঘ) মঙ্গলা

১৭। মার্জারির ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে চুরি করে খেয়ে ফেলেছে কমলাকান্তর জন্য রেখে দেয়া দুধ। এখানে মার্জারির যুক্তি কোনটি?

ক) ক্ষুধা থাকলেই চুরি করতে হয়

খ) ধনীর ধন বৃদ্ধিতে কিছু যায় আসে না

গ) খেতে না পেলে চুরি করতে হবে

ঘ) গরিব না খাওয়ার জন্য পৃথিবীতে এসেছে

১৮। মার্জারে দুধ খেয়ে ফেললেও কমলাকান্ত দেখতে পায়নি। কারণ সে ব্যস্ত ছিল-

ক) আফিমের সুখ অনুভবে খ) ডিউকের সঙ্গে আলাপে

গ) ওয়াটার লু’র মাঠে ব্যুহ রচনায় ঘ) প্রসন্নের গল্পে

১৯। দুধ খেয়ে নিলেও কমলাকান্ত মার্জারের ওপরে রাগ করতে পারেনি। কেননা সেখানে রয়েছে-

ক) করুণার প্রশ্ন খ) অধিকারের প্রশ্ন

গ) উপকারের প্রশ্ন ঘ) মহানুভবতার প্রশ্ন

২০। বিড়াল দুধ খেলে চিরায়ত প্রথা হিসেবে বিড়াল রচনায় যেটির উল্লেখ আছে-

ক) তাড়িয়ে দেয়া খ) সাবধান হয়ে যাওয়া

গ) তাড়িয়ে মারতে যাওয়া ঘ) প্রথমবার কিছু না বলা

উত্তর : ১১খ, ১২খ, ১৩গ, ১৪খ, ১৫গ, ১৬ক, ১৭গ, ১৮গ, ১৯খ, ২০গ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment