hsc ভূগোল ২য় পত্র এমসিকিউ সাজেশন, hsc Geography 2nd paper mcq,বহুনির্বাচনী hsc ভূগোল ২য় পত্র
এইচএসসি ভূগোল ২য় পত্র এমসিকিউ সাজেশন ২০২৫
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৫ বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি [ ২০২৫ এর সিলেবাস অনুযায়ী] ভূগোল ২য় পত্র (Geography 2nd paper) সুপার সাজেশন ২০২৫ subject code: 126 |
২০২৫ এর এইচএসসি ১০০% কমন সাজেশন |
এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
ভূগোল ২য় পত্র বহুনির্বাচনী এইচএসসি সাজেশন ২০২৫
ভূগোল ২য় পত্র ১ম অধ্যায় mcq
১. শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা প্রভৃতি ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?
ক. নগর ভূগোল
খ. বসতি ভূগোল
গ. রাজনৈতিক ভূগোল
● সাংস্কৃতিক ভূগোল
২. প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি?
● নিমিত্তবাদ
খ. সম্ভবনাবাদ
গ. পরিবেশবাদ
ঘ. নব্য সম্ভবনাবাদ
৩. সমুদ্রবেষ্টিত দেশ কোনটি?
● জাপান
খ. ভারত
গ. উত্তর কোরিয়া
ঘ. দক্ষিণ কোরিয়া
৪. ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
ক. ফ্রান্স
খ. স্পেন
● পর্তুগাল
ঘ. গ্রেট ব্রিটেন
৫. বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের
ক. আসাম ও ত্রিপুরা
খ. মেঘালয় ও ত্রিপুরা
● মেঘালয় ও আসাম
ঘ. আসাম ও মনিপুর
৬. বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা-
● ৮৮° পূ.
খ. ৯০° পূ.
গ. ৮৮° পূ.
ঘ. ৯০° পূ.
৭. বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি?
ক. ৫
খ. ৬
গ. ৭
● ৮
৮. নিচের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি?
● ইউরোপ
খ. এন্টার্কটিকা
গ. উত্তর আমেরিকা
ঘ. দক্ষিণ আমেরিকা
৯. মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি?
ক খনিজ
● জলবায়ু
গ. ভূমিরূপ
ঘ. হিমবাহ
১০. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
ক. আফ্রিকা
● এশিয়া
গ. ইউরোপ
ঘ. অস্ট্রেলিয়া
১১. ভাষা, ধর্ম, বর্ণ ও সংস্কৃতি নিয়ে মানব ভুগোলের যে শাখা আলোচনা করে তার নাম-
ক. নগর ভূগোল
● সাংস্কৃতিক ভূগোল
গ. জনসংখ্যা ভূগোল
ঘ. গ্রামীণ ভূগোল
১২. ভূগোলের প্রধান অংশ কয়টি?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৩. মানব ভূগোল পঠন-পাঠনের প্রণালিবদ্ধ রোডম্যাপ প্রস্তুত করেন কে?
● ফ্রেডরিক র্যাটজেল
খ. ইলেন চার্চিল ম্যাম্পেল
গ. ভিদাল ডি লা ব্লাশ
ঘ. জীন ব্রুনেস
১৪. ইলেন চার্চিল ম্যাম্পেলের শিক্ষক কে ছিলেন?
ক. পল ভিদাল ডি লা ব্লাশ
খ. জীন ব্রুনেস
গ. কার্ল রিটার
● ফ্রেডরিক র্যাটজেল
১৫. পল ভিদাল ডি লা ব্লাশ কোন দেশের নাগরিক?
● ফ্রান্স
খ. নেদারল্যান্ড
গ. রাশিয়া
ঘ. জাপান
১৬. মানব ভূগোলে মানুষ ও প্রকৃতির আন্তঃসম্পর্ক উদঘাটন করেন কে?
ক. কার্ল রিটার
খ. ফ্রেডরিক র্যাটজেল
গ. জীন ব্রুনেস
● ইলেন চার্চিল ম্যাম্পেল
১৭. বনজ সম্পদ সংগ্রহ ভূগোলের কোন ধরনের বিষয়বস্তু?
ক. উৎপাদনমূলক বিষয়বস্তু
খ. নির্মাণমূলক বিষয়বস্তু
গ. পরিসেবামূলক বিষয়বস্তু
● সম্পদগত বিষয়বস্তু
১৮. কোনটি মানব ভূগোলের শাখা?
ক. অর্থনৈতিক ভূগোল
খ. জনসংখ্যা ভূগোল
গ. পরিবহন ভূগোল
● সবগুলো
১৯. মানুষের অর্থনৈতিক কর্মকা- কীভাবে পরিচালিত হচ্ছে তা কোন ভূগোলের আলোচ্য বিষয়?
ক. জনসংখ্যা ভূগোল
● অর্থনৈতিক ভূগোল
গ. কৃষি ভূগোল
ঘ. বসতি ভূগোল
২০. কোনটি জনসংখ্যাবিষয়ক ভূগোলের অন্তর্ভুক্ত?
● জনসংখ্যা তত্ত্ব
খ. নগরায়ণের ধারা
গ. মানুষের গঠন
ঘ. পরিবেশ সংরক্ষণ
২১. কৃষি উপকরণের উৎপাদন ও বণ্টনবিষয়ক আলোচনা ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত?
ক. নৃ-ভূগোল
● কৃষি ভূগোল
গ. সম্পদ ভূগোল
ঘ. অর্থনৈতিক ভূগোল
২২. সমুদ্রবন্দর গড়ে তোলা ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?
● পরিবহন ভূগোল
খ. পরিবেশগত ভূগোল
গ. নৃ-ভূগোল
ঘ. নগর ভূগোল
২৩. দেশের স্বাধীনতা, আইনকানুন প্রভৃতি দেশের আয়তন, ক্রমবিকাশ প্রভৃতি আলোচনা করা কোন ভূগোলের অন্তর্ভুক্ত?
ক. সাংস্কৃতিক ভূগোল
খ. আঞ্চলিক ভূগোল
গ. শিল্প ভূগোল
● রাজনৈতিক ভূগোল
২৪. একটি অঞ্চলের নগর সভ্যতার উৎপত্তি নিয়ে আলোচনা করা ভূগোলের কোন শাখার কাজ?
ক. শিল্প ভূগোল
খ. আঞ্চলিক ভূগোল
● নগর ভূগোল
ঘ. কৃষি ভূগোল
ভূগোল ২য় পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
২৫. শিল্পের কাঁচামাল, শক্তিসম্পদের প্রাচুর্যতা ইত্যাদি কোন ভূগোলের আলোচ্য বিষয়?
● শিল্প ভূগোল
খ. অর্থনৈতিক ভূগোল
গ. রাজনৈতিক ভূগোল
ঘ. নগর ভূগোল
২৬. মানব ভূগোলকে ভূদৃশ্য পরিবর্তনে মানুষের সৃজনশীলতার আলোকে বিবেচনা করেন-
র. ইলেন চার্চিল ম্যাম্পেল
রর. জীন ব্রুনেস
ররর. পল ভিদালডি লা ব্লাশ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
২৭. উত্তোলনবিষয়ক কর্মকান্ডের মধ্যে উল্লেখযোগ্য হলো-
র. মাটি খনন
রর. পাথর উত্তোলন
ররর. খনিজ উত্তোলন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
২৮. পরিসেবামূলক কর্মকান্ডের অন্তর্ভুক্ত নয়-
র. ব্যাংকিং ব্যবস্থা
রর. কৃষিকাজ
ররর. ভবন নির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
মি. জলিল ঢাকার বাড্ডায় এলাকায় একটি বাসায় দুই বছর যাবৎ বসবাস করছেন। সে একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি নোয়াখালী। দুই বছর আগে নদীভাঙনে তার বসত ভিটা বিলীন হয়ে যাওয়ায় সে ঢাকায় এসে বসবাস শুরু করে।
২৯. মি. জলিল ঢাকায় বসবাস ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?
ক. নৃ-ভূগোল
খ. পরিবহন ভূগোল
● বসতি ভূগোল
ঘ. নগর ভূগোল
৩০. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি ভূগোলের যে শাখাটিকে প্রভাবিত করেছে তা হলো-
র. বসতি ভূগোল
রর. পরিবেশ ভূগোল
ররর. অর্থনৈতিক ভূগোল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৩১. কোন ভূগোল পাঠের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভাষা, জাতি, বর্ণ প্রভৃতি সম্বন্ধে সম্যক জ্ঞানলাভ করা যায়?
ক. আঞ্চলিক ভূগোল
খ. সাংস্কৃতিক ভূগোল
গ. অর্থনৈতিক ভূগোল
● নৃ-ভূগোল
৩২. অর্থনৈতিক ভূগোল পাঠের মাধ্যমে কোনটি সম্পর্কে ধারণা লাভ করা যায়?
● খনিজ সম্পদ
খ. সাংস্কৃতিক কর্মকা-
গ. দেশের আয়তন
ঘ. ভৌগোলিক তথ্য
৩৩. কোন ভূগোল বিভিন্ন দেশের জনসংখ্যা বন্টন ধারা ও অধিবাসীদের অর্থনৈতিক কর্মকান্ড সম্পর্কে ধারণা দেয়?
ক. জনসংখ্যা ভূগোল
● অর্থনৈতিক ভূগোল
গ. বসতি ভূগোল
ঘ. আঞ্চলিক ভূগোল
৩৪. পর্যাপ্ত কাঁচামাল ও সস্তা শ্রমিকের কারণে অধিক পরিমাণ পোশাক শিল্প গড়ে উঠেছে-
র. চীন
রর. রাশিয়া
ররর. বাংলাদেশ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৩৫. দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশ হলো-
র. ভারত
রর. বাংলাদেশ
ররর. চীন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৩৬. ভারতের মোট আয়তন কত?
ক. ৩০,৮৫,২৬০ বর্গ কি.মি.
খ. ৩২,৭৫,৫২৭ বর্গ কি.মি.
● ৩২,৮৭,২৬৩ বর্গ কি.মি.
ঘ. ৩৫,৭২,৫৫৩ বর্গ কি.মি.
৩৭. মধ্যপ্রাচ্যের দেশ কোনটি?
● কাতার
খ. লাওস
গ. ভুটান
ঘ. নেপাল
৩৮. কোনটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত নয়?
ক. সিঙ্গাপুর
খ. ভিয়েতনাম
গ. ব্রুনাই
● কুয়েত
৩৯. ইউরেশিয়ার পশ্চিমে কোন মহাদেশ অবস্থিত?
ক. এশিয়া
● ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. অস্ট্রেলিয়া
৪০. প্রতি বর্গ কি.মি. এ ইউরোপ মহাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
ক. ৭০.৫ জন
খ. ৭১ জন
গ. ৭১.৫ জন
● ৭২.৯ জন
৪১. আফ্রিকা মহাদেশের মোট আয়তন কত?
ক. ৩ কোটি ৪ লক্ষ ৭০ হাজার ৫০০ বর্গ কি.মি.
● ৩ কোটি ২ লক্ষ ২১ হাজার ৫৩২ বর্গ কি.মি.
গ. ৩ কোটি ৫ লক্ষ ৭৫ হাজার ৪৪৪ বর্গ কি.মি.
ঘ. ৩ কোটি ৬ লক্ষ ৭৫ হাজার ৪৪৮ বর্গ কি.মি.
৪২. বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ আফ্রিকা মহাদেশে রয়েছে?
ক. ১০ শতাংশ
● ১৪ শতাংশ
গ. ১৫ শতাংশ
ঘ. ১৭ শতাংশ
৪৩. মোট স্থলভাগের ২০.৪ ভাগ জুড়ে কোন মহাদেশ অবস্থিত?
ক. ইউরোপ
খ. অস্ট্রেলিয়া
● আফ্রিকা
ঘ. এশিয়া
৪৪. উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত স্বাধীন দেশ কয়টি?
ক. ২০টি
খ. ২২টি
● ৩৩টি
ঘ. ২৭টি
৪৫. দক্ষিণ আমেরিকা মহাদেশ কোথায় অবস্থিত?
ক. অস্ট্রেলিয়ার পূর্বে
● উত্তর আমেরিকার দক্ষিণ-পূর্বে
গ. এশিয়ার উত্তর-পূর্বে
ঘ. এন্টার্কটিকার দক্ষিণে
৪৬. দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ কয়টি?
ক. ১০টি
● ১৪টি
গ. ১৫টি
ঘ. ১৭টি
৪৭. নিউজিল্যান্ড কোন মহাসাগরের দ্বীপ।
ক. আটলান্টিক মহাসাগর
খ. ভারত মহাসাগর
● প্রশান্ত মহাসাগর
ঘ. উত্তর মহাসাগর
৪৮. বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
● অস্ট্রেলিয়া
খ. এশিয়া
গ. ইউরোপ
ঘ. আফ্রিকা
৪৯. এন্টার্কটিকা মহাদেশটিকে পৃথিবীর কয়টি দেশ তাদের টেরিটোরিয়াল দেশ মনে করে?
ক. ১০টি
খ. ১২টি
● ১৪টি
ঘ. ১৬টি
৫০. ভারতের রাষ্ট্রীয় নাম কী?
ক. গণপ্রজাতন্ত্রী ভারত
● রিপাবলিক অব ইন্ডিয়া
গ. ইউনাইটেড কিংডম অব ইন্ডিয়া
ঘ. ইউনাইটেড স্টেটস অব ইন্ডিয়া
অধ্যায় ভিত্তিক এইচএসসি ভূগোল ২য় পত্র সৃজনশীল প্রশ্ন সাজেশন পিডিএফ
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
ভূগোল ২য় পত্র এইচএসসি সুপার mcq সাজেশন pdf download ২০২৫
ভূগোল ২য় পত্র ২য় অধ্যায় mcq
১. জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বে কততম?
ক. ৬ষ্ট
খ. ৭ম
● ৮ম
ঘ. ৯ম
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও: জনমিতিক ট্রানজিশনাল মডেলের ‘ক’ ধাপ যেখানে খাদ্য ও চিকিৎসার অভাব, যুদ্ধ ইত্যাদি বিদ্যমান। মায়ানমার এই ধাপের একটি দেশ। আবার বাংলাদেশ এই মডেলের ‘খ’ ধাপে রয়েছে যেখানে জনস্বাস্থ্যের উন্নয়ন, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন দেখা যায়।
২. উদ্দীপকের ‘ক’ ধাপে রয়েছে নিচের কোন দেশ?
● ভুটান
খ. ভারত
গ. মিশর
ঘ. নাইজেরিয়া
৩. উদ্দীপকের উভয় ধাপেরই মিল রয়েছে-
র. উচ্চ জন্মহার
রর. উচ্চ মৃত্যুহার
ররর. জীবনযাত্রার নি¤œমান
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪. জাতিসংঘের মতে অভিগমনের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের ন্যূনতম সময়কাল কত?
ক. ৬ মাস
খ. ৮ মাস
গ. ১০ মাস
● ১২ মাস
৫. ঢাকা ও খাগড়াছড়ির জনসংখ্যার তারতম্যের কারণ-
র. ভূপ্রকৃতির ভিন্নতা
রর. কর্মসংস্থানের সুবিধা
ররর. খনিজ সম্পদের প্রাপ্যতা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৬. জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান হচ্ছে
ক. নৃ-গোষ্ঠী
● বয়স কাঠামো
গ. ভাষাগত বৈশিষ্ট্য
ঘ. পেশাগত বৈশিষ্ট্য
৭. জনসংখ্যার ঘনত্ব বলতে বোঝায়-
ক. মোট জনসংখ্যা
খ. নারী-পুরুষ অনুপাত
● জনবসতির নিবিড়তা
ঘ. জনসংখ্যার অবস্থানগত বিস্তৃতি,
৮. অভিগমনের আকর্ষণমূলক কারণ কোনটি?
ক. জনসংখ্যা বৃদ্ধি
খ. অর্থনৈতিক মন্দা
গ. প্রাকৃতিক দুর্যোগ
● সামাজিক নিরাপত্তা
৯. কোনো এলাকার জনসংখ্যার পরিবর্তনে ভূমিকা রাখে-
র. জন্মহারা
রর. মৃত্যুহার
ররর. অভিগমন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১০. অভ্যন্তরীণ অভিগমনের কারণ হলো-
ক. সংস্কৃতির ভিন্নতা
● জনসংখ্যার চাপ
গ. জলবায়ু পরিবর্তন
ঘ. ধর্মীয় কারণ
১২. মানচিত্রে জনসংখ্যার বণ্টন দেখানাের জন্য উপযুক্ত পদ্ধতি হলো-
র. স্তম্ভলেখ
রর. ছায়াপাত
ররর. বিন্দু
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১৩. অভিগমন নির্ভর করে-
র. সরকারের নীতি
রর. নিজের চাহিদা
ররর. পরিবারের সুযোগ-সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১৪. জনমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উপস্থাপন করা হয়?
ক ১৯০৯
খ. ১৯১৯
● ১৯২৯
ঘ. ১৯৩৯
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:
লিনজু নেত্রকোনার একটি গ্রামের কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে সাভারের একটি গার্মেন্টসে চাকরি নিয়েছে। সেখানেই সে বসতি গড়েছে।
১৫. উদ্দীপকে উল্লিখিত অভিগমনের ধরন কোনটি?
ক. পল্লি থেকে পল্লি
● পল্লি থেকে নগর
গ. নগর থেকে পল্লি
ঘ. নগর থেকে নগর
১৬. লিনজুর অভিগমন হচ্ছে-
র. অভ্যন্তরীণ
রর. আকর্ষণজনিত
ররর. বিকর্ষণজনিত
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৭. বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?
ক. ২০০১
খ. ২০০৭
● ২০১১
ঘ. ২০১৫
১৮. কোনো এলাকার জনসংখ্যার পরিবর্তন নিচের কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?
র. জন্মহার
রর. মৃত্যুহার
ররর. অভিগমন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১৯. পৃথিবীর জনসংখ্যা ৩ বিলিয়ন ছিল কত সালে?
ক. ১৮০০
খ. ১৯০০
● ১৯৬০
ঘ. ১৯৮০
২০. সবচেয়ে বেশি জনসংখ্যার অবস্থান কোন মহাদেশে?
ক. আফ্রিকা
● এশিয়া
গ. ইউরোপ
ঘ. ওশেনিয়া
২১. UN Data-২০১৯ এর হিসেবে বর্তমান পৃথিবীর জনসংখ্যা কত?
ক. ৭.১ বিলিয়ন
খ. ৭.২ বিলিয়ন
গ. ৭.৩ বিলিয়ন
● ৭.৫ বিলিয়ন
২২. UN Data-২০১৯ এর হিসেবে চীনের জনসংখ্যা কত?
ক. ১.৩৫৭ বিলিয়ন
● ১.৪৩৫ বিলিয়ন
গ. ১.৬৭৫ বিলিয়ন
ঘ. ১.৮০৫ বিলিয়ন
২৩. জনসংখ্যার বয়সভিত্তিক পরিমাপ করার জন্য কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
ক. ৪টি
● ৩টি
গ. ২টি
ঘ. ৫টি
২৪. কোন ধরনের পরিবর্তনের জন্য মানুষ অভিবাসনে আগ্রহী হয়।
● অর্থনৈতিক
খ. সামাজিক
গ. রাজনৈতিক
ঘ. জনবৈশিষ্ট্যগত
ভূগোল ২য় পত্র ২য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
২৫. জনমিতিক ট্রানজিশনাল মডেলে কী ব্যাখ্যা করা হয়?
ক. জন্মহার
খ. মৃত্যুহার
গ. জনসংখ্যা বৃদ্ধি
● জন্মহার ও মৃত্যুহার
২৬. ১৯৯০ সালে সমগ্র পৃথিবীর মোট জনসংখ্যা কত ছিল?
ক. ৫১২২ মিলিয়ন
খ. ৫২৪৫ মিলিয়ন
● ৫২৫৫ মিলিয়ন
ঘ. ৫১৩২ মিলিয়ন
২৮. কত বছর বয়স থেকে বৃদ্ধ জীবন শুরু হয়?
● ৬০ বছর
খ. ৫৫ বছর
গ. ৫০ বছর
ঘ. ৪৫ বছর
২৯. যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের মৃত্যুহার কত বেশি?
ক. ৬.০০ জন
● ৬.২ জন
গ. ৬.৪ জন
ঘ. ৬.৬ জন
৩০. জনসংখ্যার ঘনত্বকে প্রভাবিত করে-
র. সমতল ভূমি
রর. উর্বর মাটি
ররর. চিকিৎসা সেবা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৩১. জনসংখ্যায় লিঙ্গভিত্তিক গঠন নির্ভর করে-
র. মৃত্যুহার
রর. জন্মহার
ররর. অভিগমন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৩২. মৃত্যুহারের ওপর প্রভাববিস্তারকারী উপাদান হলো-
র. মহামারী
রর. যোগাযোগ ব্যবস্থা
ররর. চিকিৎসা ও সেবা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৩৩. “মৃত্যুহারের তুলনায় কম জন্মহার” এই ধরনের অবস্থা পরিলক্ষিত হয়-
র. অস্ট্রেলিয়া
রর. নিউজিল্যান্ড
ররর. সুইডেন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৪ ও ৩৫নং প্রশ্নের উত্তর দাও:
জনাব কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিষয়ে অধ্যয়ন করছেন । তিনি বিভিন্ন দেশের মৃত্যুহার নিয়ে গবেষণা করার সময় দেখলেন যে, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের মৃত্যুহার অনেক বেশি। তবে ভারতের চেয়ে সামান্য কম। বেশ কিছু উপাদান এর জন্য প্রভাববিস্তার করে।
৩৪. যুক্তরাষ্ট্রের মৃত্যুহার কত?
● ১০.৮ জন
খ. ১১.৮ জন
গ. ১১.৯ জন
ঘ. ১২.০০ জন
৩৫. বাংলাদেশের মৃত্যুহার কত?
ক. ১৭.৮ জন
খ. ১৭.৬ জন
গ. ১৭.৪ জন
● ১৭.০০ জন
৩৬. ল্যাটিন শব্দ Migrati -এর অর্থ কী?
● বাসস্থান পরিবর্তন
খ. অভ্যাস পরিবর্তন
গ. স্থান পরিবর্তন
ঘ. জনসংখ্যা পরিবর্তন
৩৭. Migration শব্দটি কোন শব্দ?
ক. জাপানি
খ. ফারসি
● ইংরেজি
ঘ. ল্যাটিন
৩৮. বাংলাদেশে ১৯৮১ সালে মৃত্যুহার কত ছিল?
ক. ১০.৫
● ১১.৫
গ. ১২.৫
ঘ. ১৩.৫
৩৯. আন্তর্জাতিক অভিগমন প্রধানত কয়টি কারণে হয়?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৪০. ধরন অনুযায়ী অভিগমনকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ৫ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৩ ভাগে
● ২ ভাগে
৪১. আন্তর্জাতিক অভিগমনকে কয় ভাগে ভাগ করা যায়?
● ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৪২. অভিগমনের ফলে মানুষের শারীরিক পরিবর্তনের জন্য দায়ী কোনটি?
ক. আর্থিক পরিবর্তন
● আবহাওয়ার পরিবর্তন
গ. জনসংখ্যার পরিবর্তন
ঘ. আচরণগত পরিবর্তন
৪৩. নারী-পুরুষের অসামঞ্জস্যতার জন্য অভিগমনের কোন দিকটি দায়ী?
● নারীর তুলনায় পুরুষ অভিগমনে অধিক আগ্রহী
খ. পুরুষের তুলনায় নারী অভিগমনে অধিক আগ্রহী
গ. নারী-পুরুষ সমানভাবে অভিগমনে আগ্রহী
ঘ. নারী-পুরুষ অভিগমনে আগ্রহী নয়
৪৪. অভিগমনের জনবৈজ্ঞানিক কারণ হলো-
র. জন্মহার
রর. মৃত্যুহার
ররর. নারী-পুরুষভেদ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৫. অভিগমনের অর্থনৈতিক কারণ হলো-
র. সরকারি খাস জমি প্রদান
রর. কৃষি জমি হ্রাস
ররর. পর্যাপ্ত নিয়োগ সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪৬. ২০২১ সালে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
ক. ১৬,৫০,০০,০০০ জন
খ. ১৬,৬২,০০,০০০ জন
● ১৬,৮২,০০,০০০ জন
ঘ. ১৬,৯৫,০০,০০০ জন
৪৭. জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য কোনটি?
ক. বসতবাড়ি তৈরি
● অভিগমন
গ. অর্থ উপার্জন
ঘ. স্কুলে যাওয়া
৪৮. বাংলাদেশে কত সালে জনসংখ্যা বৃদ্ধির হার ২.৩১% ছিল?
ক. ১৯৭২ সালে
● ১৯৮১ সালে
গ. ১৯৯১ সালে
ঘ. ২০০১ সালে
৪৯. ২০২০ সালের হিসাব অনুযায়ী পেশাজীবী প্রবাসী বাংলাদেশির সংখ্যা কত?
● ৩৭৮ জন
খ. ৩১০ জন
গ. ৩০৮ জন
ঘ. ৩০৫ জন
৫০. ২০২০ সালের হিসাব অনুযায়ী দক্ষ প্রবাসী বাংলাদেশির সংখ্যা কত?
● ৬১,৭১৯ জন
খ. ৬০,৪৫৫ জন
গ. ৬০,৪৮৫ জন
ঘ. ৫৯,৫১৫ জন
অধ্যায় ভিত্তিক এইচএসসি ভূগোল ২য় পত্র সৃজনশীল প্রশ্ন সাজেশন পিডিএফ
এতে গ্রাম এবং শহর সহজেই চেনা যায়। বাংলাদেশের গ্রামীণ এলাকা যেমন পরিবর্তিত হচ্ছে ঠিক তেমনি নগরায়নের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। ফলে নগরায়নজনিত সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যা সমাধান করে নগরায়নকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। এই ইউনিটে বসতি, বসতির ধরণ, বসতি স্থাপনে ভৌগোলিক পরিবেশের প্রভাব, বাংলাদেশের গ্রামীণ বসতির বৈশিষ্ট্য, হাট ও বাজার, নগরায়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
ভূগোল ২য় পত্র ৩য় অধ্যায় mcq
১. স্থায়ী বসতি গড়ে ওঠার জন্য প্রয়োজন-
র. পানির সহজলভ্যতা
রর. অনুকূল জলবায়ু
ররর. রাজনৈতিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও: (চিত্রটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)
২. উদ্দীপকের ‘ক’ স্থানটির বসতি কোন প্রকার?
● পুঞ্জীভূত
খ. সারিবদ্ধ
গ. গােলাকার
ঘ. বিচ্ছিন্ন
৩. উদ্দীপকে ‘খ’ স্থানের বসতির অনুকূল বৈশিষ্ট্য হচ্ছে-
র. অনুর্বর কৃষিজমি
রর. পলল সমৃদ্ধ মৃত্তিকা
ররর. পার্বত্য ভূ-ভাগ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪. বাংলাদেশের কোন গােষ্ঠী রাজশাহী অঞ্চলে বসবাস করে?
● সাঁওতাল
খ. চাকমা
গ. গারাে
ঘ. মারমা
৫. (চিত্রটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)
উদ্দীপকে কোন ধরনের বসতি নির্দেশ করে?
● সারিবদ্ধ
খ. পুঞ্জীভূত
গ. বিক্ষিপ্ত
ঘ. বিচ্ছিন্ন
৬. ২০০ পরিবারের অধিক একসাথে বসবাস করে কোন বসতিতে?
ক. পল্লি
খ. গ্রাম
গ. বিক্ষিপ্ত
● নিবিড়
৭. ‘ইগলু’ কাদের বাসগৃহ?
ক. মাউরি
খ. নরম্যান
গ. ফ্রিম্যান
● এস্কিমো
৮. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে কম বসতি দেখা যায়?
ক. রাজশাহী
খ. টাঙ্গাইল
গ. ফরিদপুর
● বান্দরবান
৯. নদীগুলোর সক্রিয়তার অভাবে বাংলাদেশের কোন অঞ্চলে সারিবদ্ধ বসতি গড়ে ওঠে?
ক. দক্ষিণাঞ্চল
খ. দক্ষিণ-পশ্চিমাঞ্চল
● বরেন্দ্র অঞ্চল
ঘ. দক্ষিণ-পূর্বাঞ্চল
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
বৃষ্টির বাড়ি পাবনায়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুপ্তি চাকমার গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে সেখানে ভিন্ন ধরনের বসতি দেখতে পেল।
১০. বৃষ্টি কোন ধরনের বসতি দেখতে পেয়েছিল?
ক. পুঞ্জীভূত
খ. সারিবদ্ধ
● বিচ্ছিন্ন
ঘ. অনুকেন্দ্রিক
১১. উদ্দীপকে ইঙ্গিতকৃত এলাকার সাথে বৃষ্টির নিজ এলাকার বসতির ভিন্নতর হওয়ার কারণ-
র. মৃত্তিকার ভিন্নতার কারণে
রর. গৃহ নির্মাণের ধরনে
ররর. সাংস্কৃতিক বৈচিত্র্যে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১২. মানুষের সামাজিকতার অন্যতম নিদর্শন কোনটি?
ক. ব্যবসায়-বাণিজ্য
খ. বিবাহ
গ. বিনিময় প্রথা
● বসতি
১৩. জীবনধারণের জন্য কোনটি অপরিহার্য?
ক. খাদ্য
● পানি
গ. অর্থ
ঘ. কর্মসংস্থান
১৪. বহুসংখ্যক পরিবার কোন বসতির প্রধান বৈশিষ্ট্য?
● নিবিড় বসতি
খ. বিক্ষিপ্ত বসতি
গ. পুঞ্জীভূত বসতি
ঘ. বিচ্ছিন্ন বসতি
১৫. গ্রামীণ বসতিকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ৫ ভাগে
খ. ৪ ভাগে
● ৩ ভাগে
ঘ. ২ ভাগে
১৬. কোন ধরনের বসতিতে প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় হয়?
ক. বিচ্ছিন্ন বসতি
● পুঞ্জীভূত বসতি
গ. অনুকেন্দ্রিক বসতি
ঘ. বিক্ষিপ্ত বসতি
১৭. বাংলাদেশের কোন অঞ্চলে বিক্ষিপ্ত বসতি বিদ্যমান?
ক. সুন্দরবনে
● পার্বত্য চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলে
গ. মধুপুর অঞ্চলে
ঘ. রাজশাহীর বরেন্দ্রভূমিতে
১৮. কোনটি গ্রামীণ হাটবাজারগুলো গড়ে ওঠার অন্যতম কারণ?
● স্থানীয় চাহিদার উদ্বৃত্ত চালান
খ. দূরবর্তী পরিবাহক সেবা প্রদান
গ. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা
ঘ. শ্রমিক মজুরি বৃদ্ধি
১৯. ‘সোনারগাঁও’ কোন সময়ের নগরায়ণ?
ক. আটাশকালের নগরায়ণ
● মধ্যযুগের নগরায়ণ
গ. ইংরেজ আমলের নগরায়ণ
ঘ. সাম্প্রতিককালের নগরায়ণ
২০. কোন অঞ্চলে প্রাচীনকালের নগরায়ণ ঘটেছে?
● বিক্রমপুর
খ. সিলেট
গ. গোপালপুর
ঘ. দর্শনা
২১. বাংলাদেশের সর্ববৃহৎ বিভাগ কোনটি?
● ঢাকা
খ. রাজশাহী
গ. বরিশাল
ঘ. খুলনা
২২. বাংলাদেশের কোন নগরটি প্রশাসনিক নগর?
● ঢাকা
খ. চট্টগ্রাম
গ. খুলনা
ঘ. বরিশাল
২৩. যে-প্রক্রিয়ার মাধ্যমে কোনো জনগোষ্ঠীর পেশা কৃষি থেকে ক্রমশ অকৃষিতে পরিবর্তিত হয় সে প্রক্রিয়াকে কী বলে?
ক. শিল্পায়ন
● নগরায়ণ
গ. কৃষি রূপান্তর
ঘ. পেশা
২৪. পাটশিল্পের জন্য বিশ্ববিখ্যাত ছিল কোন শহর?
ক. টাঙ্গাইল
খ. ফরিদপুর
● নারায়ণগঞ্জ
ঘ. নরসিংদী
২৫. ”Conerbation” শব্দের অর্থ কী?
ক. মহানগর
খ. নগর
গ. নগরায়ণ
● নগরপুঞ্জ
২৬. এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম কোনটি?
● বানিয়াচং
খ. দহগ্রাম
গ. সোনারগাঁও
ঘ. জায়গীরজোত
২৭. ড্যানীর মতে, ঢাকায় বসতির সূত্রপাত হয় কখন?
● ১৬০০ খ্রিস্টাব্দে
খ. ১৯০০ খ্রিস্টাব্দে
গ. ১৭০০ খ্রিস্টাব্দে
ঘ. ১৫০০ খ্রিস্টাব্দে
২৮. সপ্তদশ শতাব্দীর নিদর্শন কোনটি?
● সাত গম্বুজ মসজিদ
খ. তারা মসজিদ
গ. লালবাগ দুর্গ
ঘ. ঢাকেশ্বরী মন্দির
২৯. Urbs কোন শব্দ?
ক. ইংরেজি
● ল্যাটিন
গ. ফারসি
ঘ. হিব্রু
৩০. সাম্প্রতিককালের নগরায়ণের ধারাকে কয়টি ভাগে ভাগ করা যায়?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৩১. পাকিস্তান আমলের ১৯৫১ – ১৯৬১ এর মধ্যে কত সালে সামরিক শাসন জারি হয়?
ক. ১৯৫৩ সালে
খ. ১৯৫৪ সালে
● ১৯৫৮ সালে
ঘ. ১৯৬১ সালে
৩২. স্বাধীন বাংলাদেশে প্রথম কত সালে লোক গণনা শুরু হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
● ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও:
মেহেদী তার বাবার সাথে রাজশাহীর চলনবিলে বেড়াতে গেল। বিকালে নৌকা নিয়ে ঘুরতে বের হয়ে লক্ষ করল বিলের পাশ দিয়ে ছোট ছোট বাড়িঘর রয়েছে।
৩৩. মেহেদীর বেড়াতে যাওয়া এলাকাতে কোন ধরনের বসতি বেশি দেখা যায়?
ক. পল্লি
● গোলাকার
গ. পুঞ্জীভূত
ঘ. বিক্ষিপ্ত
৩৪. উদ্দীপকের বসতির প্রাধান্য বেশি-
র. বিল অঞ্চলে
রর. ডােবা এলাকায়
ররর. পাহাড়ি জনবসতিতে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ থেকে ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
বাশাররা তিন বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে গেল। সেখানে গিয়ে প্রাকতিক বৈচিত্র্য ও সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হলো।
৩৫. কক্সবাজার নগরী কোনটির জন্য বিখ্যাত?
● পর্যটন শিল্প
খ. খনিজ শিল্প
গ. চা শিল্প
ঘ. কাগজ শিল্প
৩৬. কক্সবাজার জেলা কোন বিভাগের অন্তর্ভুক্ত?
ক. ঢাকা
● চট্টগ্রাম
গ. খুলনা
ঘ. সিলেট
৩৭. কক্সবাজার নগরী কোনটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
● সমুদ্রসৈকত
খ. নাফ নদী
গ. পাহাড়
ঘ. বনাঞ্চল
৩৭. বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য হলো-
ক. বাসগৃহের একত্রে সমাবেশ
খ. যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত
● ক্ষুদ্রাকৃতির বসতি
ঘ. বৃহৎ আকৃতির বসতি
৩৮. পুঞ্জীভূত বসতির বৈশিষ্ট্য নয় কোনটি?
ক. বাসগৃহের একত্রে সমাবেশ
● ছড়িয়ে-ছিটিয়ে থাকা বসতি
গ. উন্নত যোগাযোগ ব্যবস্থা
ঘ. বৃহৎ আকৃতির বসতি
৩৯. বাংলাদেশের অধিকাংশ শহরের অন্যতম সমস্যা কোনটি?
● বস্তি
খ. অধিক যানবাহন
গ. স্বল্প আয়তন
ঘ. রাস্তাঘাটের স্বল্পতা
৪০. জীবনধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা কী?
● বিশুদ্ধ পানীয় জল
খ. বস্ত্র
গ. বাসস্থান
ঘ. শিক্ষা
৪১. নগরে সাধারণত কোন ধরনের বাড়ির সংখ্যা বেশি থাকে?
ক. একতলা বাড়ি
খ. টিনের ঘর
● বহুতলবিশিষ্ট বাড়ি
ঘ. দোতলা বাড়ি
৪২. বিক্ষিপ্ত গ্রামীণ বসতির ধরন হলোÑ
র. ক্ষুদ্র পল্লি বসতি ও পৃথক বাসস্থান
রর. পথের ধারের চটি বসতি
ররর. বিক্ষিপ্ত গুচ্ছায়ন বসতি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও:
অপুর বাড়িটি ষোলোতলাবিশিষ্ট অট্টালিকা। অপু ও নিপুর বাড়ির মধ্যকার দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। নিপুর বাড়িটিও খুব সুন্দর। তাদের উঠানের একদিকে তৈরি করা হয়েছে রান্নাঘর, শোয়ার ঘর এবং অন্যপাশে খনন করা হয়েছে দৃষ্টিনন্দন একটি পুকুর, যার পাশে রয়েছে একটি গোয়ালঘর।
৪৩. নিপুর বাড়ির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে?
● গ্রামে অবস্থান
খ. নগরে অবস্থান
গ. পৌর এলাকায় অবস্থান
ঘ. পৌরসভায় অবস্থান
৪৪. অপুর বাড়িতে কীসের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক. গ্রামীণ বসতির
● পৌর বসতির
গ. রৈখিক বসতির
ঘ. বিক্ষিপ্ত বসতির
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও:
৪৫. ছকে ‘ক’ বলতে কোনটিকে নির্দেশ করে?
● প্রাকৃতিক পরিবেশ
খ. সামাজিক পরিবেশ
গ. সাংস্কৃতিক পরিবেশ
ঘ. রাজনৈতিক পরিবেশ
৪৬. ছকে উল্লিখিত বিষয় ছাড়াও আর যে বিষয়গুলাে প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত-
র. পানি
রর. সূর্যালোক
ররর. আবহাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৭. ক্ষুদ্র পল্পি, গ্রাম, শহর ও নগরে মানুষ তাদের আবাসস্থলের সমষ্টি হচ্ছে বসতি সংজ্ঞাটি কার?
ক. Drunhes
● Dicken Pias
গ. Jen Brulnues
ঘ. Stone
নিচের উদ্দীপকটি পড়ে ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও:
মুরং চাকমার গ্রামের বাড়ি বান্দরবানের লামায়। সেখানকার ঘরগুলো পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করে।
৪৮. বান্দরবানের লামার ঘরগুলো কোন ধরনের?
ক. পুঞ্জীভূত বসতি
খ. সারিবদ্ধ বসতি
গ. বিক্ষিপ্ত বসতি
● বিচ্ছিন্ন বসতি
৪৯. বান্দরবানের উপজাতিরা সাধারণত কোনটিকে কেন্দ্র করে বসতি গড়ে তোলে?
ক. নদীকে
খ. পাহাড়কে
গ. বাজারকে
● ঝরনাকে
৫০. বাংলাদেশের গ্রামীণ হাটবাজারগুলো গড়ে ওঠার কারণগুলো হলো-
র. স্থানীয় চাহিদার উদ্বৃত্ত চালান
রর. দূরবর্তী পরিব্রাজক সেবা প্রদান
ররর. ভৌগোলিক কারণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
ভূগোল ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq
১. ঢালু ভূমি ও পর্যাপ্ত বৃষ্টিপাত কোন ফসল চাষের সহায়ক?
● চা
খ. আখ
গ. গম
ঘ. ধান
২. কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক কোনটি?
ক. জনসংখ্যা
খ. বিজ্ঞান ও প্রযুক্তি
● পরিবহন
ঘ. সরকারি নীতি
৩. বিশ্বের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটি?
● ধান
খ. গম
গ. যব
ঘ. ভুট্রা
৪. গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাতের পরিমাণÑ
ক. ২০ – ৫০ সে.মি.
খ. ৩০ – ৫০ সে.মি.
● ৩০ – ১০০ সে.মি.
ঘ. ৬০ – ১৫০ সে.মি.
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
৫. উদ্দীপকের ‘ই’ চিহ্নিত অঞ্চলে উৎপাদিত শীর্ষস্থানীয় ফসল কোনটি?
ক. ধান
খ. গম
● আখ
ঘ. চা
৬. উদ্দীপকের ‘A’ ও ‘B’ দেশে উৎপাদনের দিক থেকে শীর্ষস্থানীয় ফসলের ভৌগোলিক নিয়ামকের বৈসাদৃশ্য-
র. তাপমাত্রায়
রর. ভূপ্রকৃতিতে
ররর. মৃত্তিকায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৭. বিশ্বে দ্বিতীয় প্রধান কৃষিখাত কোনটি?
ক. ফসল উৎপাদন
● পশুপালন
গ. বনায়ন
ঘ. মৎস্য চাষ
৮. বিশ্বের শীর্ষ আখ উৎপাদনকারী দেশ কোনটি?
ক. থাইল্যান্ড
খ. ভারত
● ব্রাজিল
ঘ. চীন
৯. আখের আদিভূমি কোথায় অবস্থিত?
ক. ব্রাজিল
খ. মেক্সিকেৎ
গ. থাইল্যান্ড
● ভারত
নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
একটি খাদ্যশস্যের বৈজ্ঞানিক নাম Triticum Sativum। এর প্রধান জাতগুলোর আদিভূমির একটি স্থান হলো উত্তর আমেরিকা। পরবর্তীকালে এ অঞ্চল থেকে শস্যটি সারা বিশ্বে বিস্তারলাভ করে।
১০. উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি কোনটি?
ক যব
খ. ভুট্টা
গ. ধান
● গম
১১. উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি উৎপাদনের জন্য প্রয়োজন
র. ১৫ ° – ২০ ° সে. তাপমাত্রা
রর. ৫০ সে.মি. – ১০০ সে.মি. বৃষ্টিপাত
ররর. কর্দময় দোআঁশ মৃত্তিকা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১২. নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও: ঐশী বাবার সাথে বেড়াতে গিয়ে দেখল পাহাড়ের ঢালে সবুজে আচ্ছাদিত ভূমি। বাবা বললেন ইহা এক ধরনের কৃষি পদ্ধতি।
১২. ঐশীর বাবা কোন ধরনের কৃষি পদ্ধতির ইঙ্গিত করেছেন?
ক. প্রগাঢ়
খ. ব্যাপক
গ. মিশ্র
● বাগান
১৩. উদ্দীপকে ইঙ্গিতকৃত কৃষি পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে—
র. নারী শ্রমিকের আধিক্য
রর. ছায়াদানকারী বৃক্ষ
ররর. স্বাভাবিক বৃষ্টিপাত
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৪. চা উৎপাদনে অনুকূল অবস্থা-
র. ঢালু ভূমি
রর. অপেক্ষাকৃত নিচু ভূমি
ররর. প্রচুর বৃষ্টিপাত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:
কাঁচামাল হিসেবে একটি ফসলকে কেন্দ্র করে বাংলাদেশের উত্তরবঙ্গে কিছু শিল্প গড়ে উঠেছে যা চট্টগ্রাম অঞ্চলে দেখা যায় না।
১৫. ফসলটি সবচেয়ে বেশি কোন দেশে উৎপন্ন হয়?
ক. চীন
● ব্রাজিল
গ. ভারত
ঘ. মালদ্বীপ
১৬. উদ্দীপকের ফসলটি-
র. ক্রান্তীয় ও উপক্রান্তীয় এলাকায় জন্মে
রর. চাষের জন্য বৃষ্টিপাত দরকার হয়
ররর. বেলে মাটিতে উৎপাদন ভালো হয়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৭. বসতি গড়ে ওঠার সাংস্কৃতিক নিয়ামক কোনটি?
ক. ভূপ্রকৃতি
খ. জলবায়ু
● কৃষি
ঘ. মাটি
১৮. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?
ক. চা
● পাট
গ. আখ
ঘ. তামাক
১৯. পৃথিবীর প্রধান গম উৎপাদনকারী দেশ কোনটি?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. ভারত
● গণচীন
২০. ঢালু ভূমি ও পর্যাপ্ত বৃষ্টিপাত কোন ফসল চাষের সহায়ক?
ক. গম
খ. ধান
গ. আখ
● চা
২১. নিরক্ষীয় অঞ্চলে সাধারণত গম চাষ করা হয় না কেন?
র. তাপমাত্রার আধ্যিকের কারণে
রর. বৃষ্টিপাতের আধ্যিকের কারণে
ররর. মৃত্তিকায় জৈব পদার্থের ঘাটতির কারণে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
২০১৩ সালের হিসাব অনুযায়ী ‘অ’ ও ‘ই’ দেশ দুটি তাদের প্রধান খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে যথাক্রমে চতুর্থ ও ষষ্ঠ স্থানে রয়েছে। উক্ত খাদ্যশস্য রপ্তানির ক্ষেত্রে ‘অ’ দেশের তেমন ভূমিকা না থাকলেও ‘ই’ দেশটি প্রায় শীর্ষ স্থানে রয়েছে।
২২. উদ্দীপকের দেশ দুটিতে যে খাদ্যশস্য উৎপন্ন হয় তার অনুকূল তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড?
ক. ৮-১৭
● ১৮-২৭
গ. ২৮-৩৭
ঘ. ৩৮-৪৭
২৩. উদ্দীপকে উল্লিখিত ‘অ’ দেশটি ইঙ্গিতপূর্ণ খাদ্যশস্যটির রপ্তানি বাণিজ্যে কম গুরুত্বপূর্ণ কেন?
র. অধিক জনসংখ্যা
রর. অভ্যন্তরীণ চাহিদা
ররর. বাজারজাতকণের অসুবিধা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২৪. Agriculture কোন শব্দ?
● ল্যাটিন শব্দ
খ. ফারসি শব্দ
গ. ইংরেজি শব্দ
ঘ. গ্রিক শব্দ
২৫. কৃষি এক ধরনের-
ক. বৃহৎ শিল্প
খ. কুটিরশিল্প
● জেনেটিক শিল্প
ঘ. ক্ষুদ্র শিল্প
২৬. কৃষির নিয়ামক কয়টি?
ক. ৫টি
খ. ৪টি
● ৩টি
ঘ. ২টি
২৭. কাদা মাটির বুনন বৈশিষ্ট্য কোনটি?
● সুসম
খ. পরিমিত
গ. মোটা
ঘ. মধ্যম
২৮. পরিমিত ‘মোটা’ কোন মাটির বুনন বৈশিষ্ট্য?
ক. কাদা মাটি
খ. দোআঁশ মাটি
গ. পলি মাটি
● বালি মাটি
২৯. মৃত্তিকায় pH মান কত হলে তা নিরপেক্ষ মাটি নির্দেশ করে?
ক. ৫
খ. ৬
● ৭
ঘ. ৮
ভূগোল ২য় পত্র ৪র্থ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
৩০. মৃত্তিকায় মোটা পাথরের ব্যাস কত মিলিমিটার?
ক. ১<
খ. <২
● >২
ঘ. ২
৩১. মৃত্তিকায় উপস্থিত কণার মধ্যে কোনটির ব্যাস <.০০২ মিলিমিটার?
ক. পলি
● কাদা
গ. চিকন বালি
ঘ. চিকন পাথর
৩২. কোনটি বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে?
● উদ্ভিদ
খ. মাটি
গ. বাতাস
ঘ. পাহাড়
৩৩. পৃথিবীর সর্বাধিক ধান উৎপাদনকারী মহাদেশ কোনটি?
● এশিয়া
খ. ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. উত্তর আমেরিকা
৩৪. ধান চাষে প্রভাববিস্তারকারী উপাদানগুলোকে কী বলা হয়?
● ভৌগোলিক অবস্থা
খ. রাজনৈতিক অবস্থা
গ. প্রযুক্তিগত অবস্থা
ঘ. সামাজিক অবস্থা
৩৫. খরিফ শস্য কোন ঋতুভিত্তিক ফসল?
ক. গ্রীষ্মকালীন
খ. শীতকালীন
● বর্ষাকালীন
ঘ. শরকালীন
৩৭. ধান উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
ক. জাপান
● চীন
গ. ভারত
ঘ. বাংলাদেশ
৩৬. ধান উৎপাদনে কোন দেশ তৃতীয় স্থানে রয়েছে?
ক. বাংলাদেশ
খ. ভিয়েতনাম
গ. থাইল্যান্ড
● ইন্দোনেশিয়া
৩৭. ইন্দোনেশিয়ার কোন অঞ্চল ধান উৎপাদনে প্রসিদ্ধ?
● জাভা
খ. সুমাত্রা
গ. বোর্নিও
ঘ. সেলিবিস
৩৮. ধান উৎপাদনে বাংলাদেশ কততম স্থানে রয়েছে?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
● চতুর্থ
৩৯. পৃথিবীর ধান্যাগার (Rice Bowl) বলা হয় কোন দেশকে?
● চীন
খ. ভারত
গ. বাংলাদেশ
ঘ. মায়ানমার
৪০. জাপানিকা ও ইন্ডিকা প্রকৃতির ধান কোন অঞ্চলের উৎপাদিত ধান?
ক. তুন্দ্র
● মৌসুমি
গ. পার্বত্য
ঘ. সামুদ্রিক
৪১. ধান চাষের অনুকূল তাপমাত্রা কত?
● ১৬° – ৩০° সেলসিয়াস
খ. ১৬° – ২২° সেলসিয়াস
গ. ২০° – ৩৫° সেলসিয়াস
ঘ. ১৯° – ৩০° সেলসিয়াস
৪২. গম রপ্তানিকারক দেশ কোনটি?
ক. মিশর
খ. ইরান
গ. বাংলাদেশ
● কানাডা
৪৩. কোন জমিতে চা ভালো হয়?
ক. সমতল জমি
খ. বন্ধুর জমি
● ঢালু জমি
ঘ. নিচু জমি
৪৪. চা রপ্তানিতে চীন কততম?
● প্রথম
খ. তৃতীয়
গ. চতুর্থ
ঘ. পঞ্চম
৪৫. কোন মহাদেশে মহিষপালন করা হয় না?
ক. আফ্রিকা
খ. ইউরোপ
● উত্তর আমেরিকা
ঘ. দ. আমেরিকা
৪৬. চা চাষের জন্য কেমন জলবায়ু উপযোগী?
ক. উষ্ণ
● উষ্ণ ও আর্দ্র
গ. আর্দ্র
ঘ. শীতল
৪৭. ছাগল উন্নয়ন ও পাঁঠাকেন্দ্র কোথায় অবস্থিত?
ক. শরিয়তপুর
খ. মাদারীপুর
গ. ফরিদপুর
● রাজবাড়ি
৪৮. বাংলাদেশ মাছ রপ্তানিতে বিশ্বে কততম স্থানে রয়েছে?
ক. চতুর্থ
খ. পঞ্চম
গ. ষষ্ঠ
● সপ্তম
৪৯. বিশ্বে তুলা উৎপাদনে কোন দেশ শীর্ষে রয়েছে?
● চীন
খ. ভারত
গ. যুক্তরাষ্ট্র
ঘ. পাকিস্তান
৫০. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়?
● ১৯৭০ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭৬ সালে
ঘ. ১৯৭৮ সালে
pdf download ভূগোল ২য় পত্র এইচএসসি সুপার নৈবিত্তিক সাজেশন ২০২৫
ভূগোল ২য় পত্র ৫ম অধ্যায় mcq : প্রকৃতির স্বাভাবিক নিয়মে এক বা একাধিক উপাদানে গঠিত বা সামান্য পরিবর্তিত যে সব রাসায়নিক প্রক্রিয়াজাত যৌগিক পদার্থ শিলাস্তরে দেখতে পাওয়া যায় তাকে খনিজ বলে। উল্লেখ্য যে, খনিজ পদার্থ গঠনে মানুষের কোন হাত নেই। এটা সাধারণত বিভিন্ন শিলার উপাদানগুলো ভূতাত্ত্বিক সময়ের উপর নির্ভরকরে ধীরে ধীরে রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তিত হয়ে খনিজ পদার্থে পরিণত হয়।
এগুলো মাটির মধ্যে বিভিন্ন স্তরে বিবিধ পদার্থের সাথে মিশ্রিত অবস্থায় আকরিক চূর্ণ হিসেবে থাকে। যেমন-আকরিক লৌহ, চূনাপাথর, গ্রাভেল, কঠিন শীলা, গ্যাস স্যান্ড, তামা, এ্যালুমিনিয়াম (রাং), মাঙ্গানিজ, ট্যাংস্টেন, সোনা, হিরা, রূপা, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি মূল্যবান খনিজ সম্পদ।
ভূগোল ২য় পত্র ৫ম অধ্যায় mcq
১. কঠিন শিলা ব্যবহৃত হয়-
র. রাস্তাঘাট নির্মাণে
রর. সিমেন্ট প্রস্তুতে
ররর. রেলপথ নির্মাণে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২. বর্তমানে আকরিক লৌহ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি?
● অস্ট্রেলিয়া
খ. ভারত
গ. ব্রাজিল
ঘ. চীন
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও: (চিত্রটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)
৩. উদ্দীপকের ‘অ’ অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি?
ক. প্রাকৃতিক গ্যাস
● কয়লা
গ. কাচ বালি
ঘ. খনিজ তেল
৪. উদ্দীপকের ‘অ’ ও ‘ই’ অঞ্চলে প্রাপ্ত প্রধান খনিজের মধ্যে বৈসাদৃশ্য-
র. যানবাহনের জ্বালানি
রর. সার শিল্পে ব্যবহার
ররর. বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৫. বাংলাদেশের কোন জেলায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে?
● নওগাঁ
খ. রংপুর
গ. পাবনা
ঘ. নীলফামারী
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশে একটি খনিজ প্রচুর পরিমাণে পাওয়া যায় যা সার কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
৬. উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি বাংলাদেশের কোথায় সর্বপ্রথম আবিষ্কৃত হয়?
● হরিপুর
খ. রশিদপুর
গ. তিতাস
ঘ. বাখরাবাদ
৭. উদ্দীপকের খনিজটি আর কোন কোন কাজে ব্যবহৃত হয়?
র. রান্নার কাজে
রর. পরিবহনের জ্বালানি হিসেবে
ররর. পারমাণবিক চুল্লিতে তাপ প্রশমক হিসেবে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৮. সিমেন্ট প্রস্তুতে ব্যবহৃত হয়-
ক. কাচ বালি
খ. খনিজ বালি
গ. চীনামাটি
● চুনাপাথর
৯. লৌহ ও ইস্পাত উৎপাদনে এশিয়ার শীর্ষদেশ কোনটি?
ক. ভারত
খ. জাপান
● চীন
ঘ. দঃ কোরিয়া
১০. নিচের কোন খনিজ উৎপাদনে ভারত বিশ্বে প্রথম?
● অভ্র
খ. বক্সাইট
গ. ম্যাঙ্গানিজ
ঘ. ফেলসফার
১১. গ্রাফাইট উৎপাদনকারী দেশ কোনটি?
● ভারত
খ. নেপাল
গ. মালদ্বীপ
ঘ. ভুটান
১২. মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি?
ক. ইরান
খ. ইরাক
● সৌদি আরব
ঘ. কুয়েত
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:
ছাতক সিমেন্ট কারখানায় একটি খনিজ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় যা আমাদের দেশে পাওয়া গেলেও অপর্যাপ্ততার কারণে বিদেশ থেকে আমদানি করতে হয়।
১৩. খনিজটি আমদানি করা হয় কোন দেশ থেকে?
● ভারত
খ. অষ্ট্রেলিয়া
গ. চীন
ঘ. মালয়েশিয়া
১৪. খনিজটি বাংলাদেশে পাওয়া যায়Ñ
র. টেকেরহাট
রর. জয়পুরহাট
ররর. বিজয়পুর
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৫. বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?
● তিতাস
খ. রশিদপুর
গ. হবিগঞ্জ
ঘ. কৈলাসটিলা
১৬. যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কোন শিল্প বেশি গড়ে উঠেছে?
ক. কার্পাস বয়ন
● লৌহ ও ইস্পাত
গ. তৈরি পোশাক
ঘ. ঔষধ প্রস্তুতি
১৭. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোন জেলায়?
ক. নাটোর
খ. যশোর
গ. খুলনা
● পাবনা
১৮. OPEC প্রতিষ্ঠার উদ্যোক্তা রাষ্ট্র কোনটি?
● ইরাক
খ. ইরান
গ. ইন্দোনেশিয়া
ঘ. ভেনিজুয়েলা
১৯. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
ক. কয়লা
● প্রাকৃতিক গ্যাস
গ. খনিজ তৈল
ঘ. চুনাপাথর
২০. বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলে যে খনিজ সম্পদ পাওয়া যায় তার প্রধান উপাদান কোনটি?
ক. ক্লোরিন
খ. ফ্লোরিন
● মিথেন
ঘ. ব্রোমিন
২১. ২০১২ সালের তথ্যানুযায়ী বিশ্বের শীর্ষ লৌহ আকরিক উৎপাদনকারী দেশ কোনটি?
ক. ভারত
খ. সুইডেন
● চীন
ঘ. দক্ষিণ আফ্রিকা
২২. OPEC কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫০
খ. ১৯৫৫
● ১৯৬০
ঘ. ১৯৬৫
২৩. খনিজ সম্পদকে মূলত কয়ভাগে ভাগ করা হয়েছে?
● ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
২৪. কোনটি লৌহ সংকর ধাতু?
● নিকেল
খ. তামা
গ. রূপা
ঘ. দস্তা
ভূগোল ২য় পত্র ৫ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
২৫. প্রাথমিক অবস্থায় মানুষ কোন শক্তির ওপর নির্ভর করত?
● পেশিশক্তি
খ. পশুশুক্তি
গ. বিদ্যুৎশক্তি
ঘ. আলোকশক্তি
২৬. কানাডায় লৌহ আকরিক উৎপাদনের শতকরা হার কত?
● ১.৭৮%
খ. ১.৬৮%
গ. ১.৫৮%
ঘ. ১.৪৮%
২৭. কোন মহাদেশে পৃথিবীর অর্ধেকেরও বেশি লৌহ আকরিক উৎপাদিত হয়?
● এশিয়া
খ. ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. উত্তর আমেরিকা
২৮. কৃষ্ণ সিসা কী?
● গ্রাফাইট
খ. ম্যাঙ্গানিজ
গ. লোহা
ঘ. তামা
২৯. বর্তমানে কোন দেশ কৃত্রিমভাবে গ্রাফাইট তৈরি করছে?
ক. কানাডা
খ. রাশিয়া
● মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ. মেক্সিকো
৩০. নিচের কোনটি খনিজ সম্পদ?
ক. আলোকশক্তি
খ. তাপশক্তি
● গ্রাফাইট
ঘ. পানিবিদ্যুৎ
৩১. আকরিক লোহা উত্তোলনে কোন দেশ দুটি শীর্ষস্থানীয়?
ক. ভারত ও রূশ ফেডারেশন
খ. দক্ষিণ আফ্রিকা ও আমেরিকা যুক্তরাষ্ট্র
● চীন ও অস্ট্রেলিয়া
ঘ. কানাডা ও সুইডেন
৩২. লৌহ আকরিকের ভূমিকা অনস্বীকার্য হওয়ার ক্ষেত্রে কোনটি যোক্তিক?
ক. যাতায়াতের ক্ষেত্রে
খ. অবকাঠামো তৈরিতে
গ. রাস্তা তৈরিতে
● যাতায়াত ও অবকাঠামো তৈরিতে
৩৩. খনিজ তেল উত্তোলনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
● রাশিয়া
খ. সৌদি আরব
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ভেনিজুয়েলা
৩৪. ‘ডিগবয়’ তেলক্ষেত্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক. মেঘালয়
● আসাম
গ. মধ্যপ্রদেশ
ঘ. কর্নাটক
৩৫. বর্তমান বিশ্বে সর্বাধিক ব্যবহৃত শক্তিসম্পদ কোনটি?
ক. কয়লা
● খনিজ তেল
গ. লোহা
ঘ. স্বর্ণ
৩৬. খনিজ তেলের অপর নাম কী?
ক. স্বর্ণ
খ. রৌপ
● তরল স্বর্ণ
ঘ. তরল রৌপ্য
৩৭. প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল অধিক ব্যবহারের ফলে একদিন ফুরিয়ে যাবে। কারণ-
● উপরের দুটিই অনবায়নযোগ্য সম্পদ
খ. উপরের দুটিই নবায়নযোগ্য সম্পদ
গ. প্রাকৃতিক গ্যাস নবায়নযোগ্য ও খনিজ তেল অনবায়নযোগ্য সম্পদ
ঘ. জনসংখ্যার অত্যধিক বৃদ্ধির কারণে
৩৮. ইরানে খনিজ তেল আবিষ্কৃত হয় কত সালে?
ক. ১৮৯৬
খ. ১৯৭২
গ. ১৯৩৫
● ১৯০৮
৩৯. বিশ্বের প্রধান জ্বালানি শক্তির উৎস হিসেবে তুমি নিচের কোনটিকে যৌক্তিক মনে কর?
ক. বায়োগ্যাস
● ফসিল ফুয়েল
গ. সৌরশক্তি
ঘ. কাঠ
৪০. সৌদি আরব বিশ্বে তেল উৎপাদনে কততম স্থানে রয়েছে?
ক. প্রথম
● দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
৪১. সৌদি আরবের কোন অঞ্চলে অধিকাংশ তেলের খনি রয়েছে?
● হাসা
খ. জেদ্দা
গ. মদিনা
ঘ. মক্কা
৪২. কোনটি কানাডাভিত্তিক তেল-গ্যাস কোম্পানি?
ক. বাপেক্স
● নাইকো
গ. পেট্রোবাংলা
ঘ. ইউনোকল
৪৩. ইউনোকল কোন দেশভিত্তিক তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান?
● যুক্তরাষ্ট্র
খ. কানাডা
গ. পােল্যান্ড
ঘ. চীন
৪৪. পৃথিবীর প্রথম ও দ্বিতীয় প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী দেশ দুটি হলো-
ক. চীন ও আমেরিকা যুক্তরাষ্ট্র
● আমেরিকা যুক্তরাষ্ট্র ও রূশ ফেডারেশন
গ. নরওয়ে ও নেদারল্যান্ডস
ঘ. দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড
৪৫. খনিজ সম্পদ কমে গেলে কোন প্রভাবটি দেখা যাবে?
ক. চিকিৎসা সহায়তা কমে যাবে
● শিল্প ও বাণিজ্য হ্রাস পাবে
গ. মানুষের সুখ-স্বাচ্ছন্দ্য ও সমাজের উন্নতি কমে যাবে
ঘ. রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে
৪৬. বিশ্বের শীর্ষ গ্যাস উৎপাদনকারী দেশ কোনটি?
● যুক্তরাষ্ট্র
খ. ভারত
গ. রাশিয়া
ঘ. চীন
৪৭. রাশিয়া কোন গ্যাস বলয়ে অবস্থিত?
● ইউরোপ গ্যাস বলয়ে
খ. এশিয়া গ্যাস বলয়ে
গ. আফ্রিকা গ্যাস বলয়ে
ঘ. অস্ট্রেলিয়া গ্যাস বলয়ে
৪৮. কয়লার প্রাথমিক পর্যায় কোনটি?
● পিট
খ. বিটুমিনাস
গ. লিগনাইট
ঘ. অ্যানথ্রাসাইট
৪৯. পৃথিবীতে মোট সঞ্চিত কয়লার কত ভাগ এশিয়া মহাদেশে রয়েছে?
ক. ৪৫ ভাগ
● ৪৬ ভাগ
গ. ৪৮ ভাগ
ঘ. ৫০ ভাগ
৫০. কয়লা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে কোন দেশ?
● চীন
খ. রাশিয়া
গ. পােল্যান্ড
ঘ. কানাড়া
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ভূগোল ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq : ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীদের বাংলাদেশের শিল্প সম্পর্কের প্রকৃতি ও পরিচয় সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরী। এ দেশের শিল্প প্রতিষ্ঠানে মানব সম্পদ ব্যবস্থাপনাসহ যে কোন কার্য বিভাগে সফলতার সাথে কাজ করতে হলে শিল্প সম্পর্কের বাংলাদেশের বিধি-বিধান ও বাস্তব অবস্থা জানা থাকা দরকার। এ লক্ষ্যে এই পাঠে বাংলাদেশের শিল্প সম্পর্কের অবস্থা আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা বাংলাদেশে শিল্প সম্পর্কের প্রকৃতি ও বৈশিষ্ট্যাবলী নিয়ে আলোচনা করব।
ভূগোল ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq
১. সার শিল্পের অন্যতম কাঁচামাল হচ্ছে
ক চিনামাটি
খ. চুনাপাথর
● প্রাকৃতিক গ্যাস
ঘ. জিপসাম
২. কোন দেশটি লৌহ ও ইস্পাত শিল্পে প্রথম?
ক. রাশিয়া
খ. ভারত
● চীন
ঘ. ব্রাজিল
৩. বাংলাদেশে রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি?
ক. পাটজাত দ্রব্য
খ. কুটিরশিল্প
● পোশাক শিল্প
ঘ. হিমায়িত চিংড়ি
৪. কার্পাস বয়নশিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. ভারত
● চীন
নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
অনিক ফেঞ্চুগঞ্জ সার কারখানায় চাকরি করে। ঐ কারখানায় ব্যবহৃত প্রধান কাঁচামাল সিলেটের হরিপুর থেকে সরবরাহ করা হয়।
৫. উদ্দীপকে উল্লিখিত কারখানায় কোন খনিজ ব্যবহার করা হয়?
ক. খনিজ তৈল
খ. সিলিকা
গ. কয়লা
● প্রাকৃতিক গ্যাস
৬. উদ্দীপকের কারখানায় ব্যবহৃত কাঁচামাল আর কী কাজে ব্যবহার করা হয়?
র. যানবাহনের জ্বালানি হিসাবে
রর. তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসাবে
ররর. সৌরবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসাবে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৭. বাংলাদেশের সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কোনটি?
ক. বেলেপাথর
খ. নুড়ি পাথর
● চুনাপাথর
ঘ. কঠিন শিলা
৮. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চিনি শিল্প গড়ে না ওঠার কারণ-
ক. অনুন্নত যোগাযোগ ব্যবস্থা
খ. শক্তিসম্পদের অভাব
● কাঁচামালের অভাব
ঘ. সস্তা শ্রমিকের অভাব
নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও:
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের অবহেলিত নারীগোষ্ঠীকে কাজে লাগিয়ে করিম সাহেব নতুন এক প্রকার শিল্প স্থাপনের পরিকল্পনা করেন। করিম সাহেবকে অনুসরণ করে পরবর্তীতে অনেকে এ শিল্পে এগিয়ে আসেন। যার ফলশ্রুতিতে বর্তমানে এটি দেশের অন্যতম প্রধান শিল্প। এই শিল্পজাত পণ্যের প্রধান ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র।
৯. করিম সাহেব কী শিল্পজাত পণ্য রপ্তানি করেন?
ক. পাটজাত সামগ্রী
● তৈরি পোশাক
গ. চামড়া
ঘ. হিমায়িত মাছ
১০. উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পের অনুকূল নিয়ামক কোনটি?
র. আন্তর্জাতিক বাজার
রর. কাঁচামাল
ররর. নারীশ্রমিক
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১১. কেন শীতলক্ষ্যা নদীতীরে সার কারখানা গড়ে উঠেছে?
র. প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি
রর. মিঠা পানির সান্নিধ্য
ররর. সুষ্ঠু পরিবহন ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১২. পৃথিবীতে প্রস্তুতকারী শিল্পে ব্যবহৃত মোট শক্তির কত অংশ কয়লা হতে পাওয়া যায়?
ক. ১৩ অংশ
● ২৩ অংশ
গ. ২৪ অংশ
ঘ. ৩৪ অংশ
১৩. বাংলাদেশের অধিকাংশ শিল্পে কোন খনিজ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়?
ক. কয়লা
● প্রাকৃতিক গ্যাস
গ. খনিজ তেল
ঘ. চুনাপাথর
১৪. কোন ধরনের দেশ কাপাস-বয়নশিল্পে উন্নত?
ক. শীতপ্রধান দেশ
● গ্রীষ্মপ্রধান দেশ
গ. বর্ষাপ্রধান দেশ
ঘ. শরৎপ্রধান দেশ
১৫. আমেরিকার কোন অঞ্চল পৃথিবীর সর্ববৃহৎ ইস্পাত উৎপাদনকারী অঞ্চল?
ক. বার্মিংহাম
● সেন্ট পিটার্সবার্গ
গ. ডুলথ অঞ্চল
ঘ. মধ্য আটলান্টিক অঞ্চল
১৬. সেন্ট পিটার্সবার্গ অঞ্চলে আমেরিকার কত ভাগ লৌহ ও ইস্পাত উৎপাদন করা হয়?
● ২৫ ভাগ
খ. ২৭ ভাগ
গ. ৩০ ভাগ
ঘ. ৩৩ ভাগ
১৭. পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য কোন অঞ্চলের অন্তর্ভুক্ত?
ক. পূর্বাঞ্চল
খ. পশ্চিমাঞ্চল
● উত্তরাঞ্চল
ঘ. দক্ষিণাঞ্চল
১৮. কার্পাস বয়নশিল্পে বিশাল অভ্যন্তরীণ বাজার নিচের কোন দেশের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. ভারত
খ. পাকিস্তান
● চীন
ঘ. জাপান
১৯. সুইজারল্যান্ডের ঘড়ি বিখ্যাত হওয়ার উপযুক্ত কারণ কোনটি?
ক. দেশটি বিখ্যাত বলে
খ. ঘড়ি সুন্দর বলে
গ. বেশি ঘড়ি উৎপাদনের জন্য
● দক্ষ কারিগরের জন্য
২০. টাটা আয়রন অ্যান্ড স্টিল কো. লি. কত সালে প্রথম ইস্পাত তৈরি করে?
ক. ১৯১১
খ. ১৯১২
● ১৯১৩
ঘ. ১৯১৪
২১. রাজশাহী বিভাগে কয়টি চিনির কল আছে?
ক. ৩
খ. ৪
● ৫
ঘ. ৬
২২. দর্শনার কেরু এন্ড কোম্পানি চিনিকলটিতে চিনি ছাড়া আর কী কী উৎপন্ন হয়?
ক. গুড়, চকলেট
খ. কোমল পানীয়
গ. বিস্কুট, মদ
● অ্যালকোহল, স্পিরিট
২৩. ছাতক সিমেন্ট কারখানা কোথায় অবস্থিত?
ক. মৌলভীবাজারে
● সিলেটে
গ. নারায়ণগঞ্জে
ঘ. রংপুরে
২৪. বাংলাদেশের সিমেন্ট কারখানার মধ্যে কয়টি ছাতকে অবস্থিত?
● ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
ভূগোল ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
২৫. কত সালে ছাতকে আসাম বেঙ্গল সিমেন্ট কারখানা প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪০ সালে
● ১৯৩৭ সালে
গ. ১৯৪২ সালে
ঘ. ১৯৪৩ সালে
২৬. আসাম বেঙ্গল সিমেন্ট কারখানার উৎপাদন কত সাল থেকে শুরু হয়?
ক. ১৯৪০ সাল
খ. ১৯৪১ সাল
গ. ১৯৪২ সাল
● ১৯৪৩ সাল
২৭. কত সাল থেকে চট্টগ্রাম সিমেন্ট কারখানার নির্মাণ কাজ শুরু হয়?
● ১৯৭২ সাল
খ. ১৯৭৩ সাল
গ. ১৯৭৪ সাল
ঘ. ১৯৭৫ সাল
২৮. মডার্ন সিমেন্ট কারখানাটি কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. টাঙ্গাইল
● মুন্সীগঞ্জ
ঘ. ফেনী
২৯. হুন্দাই সিমেন্টের বর্তমান নাম কী?
ক. আকিজ সিমেন্ট
● হোলসিম সিমেন্ট
গ. ফ্রেস সিমেন্ট
ঘ. ডায়মন্ড সিমেন্ট
৩০. দর্শনা চিনিকলটি কোন বিভাগে অবস্থিত?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
● খুলনা
ঘ. সিলেট
৩১, লাফার্জ সুরমা ফ্যাক্টরি লি. কোন নদীর তীরে?
ক. মেঘনা নদী
● সুরমা নদী
গ. যমুনা নদী
ঘ. কর্ণফুলী নদী
৩২. শীতলক্ষ্যা নদীর তীরে কোন কারখানা প্রবর্তিত হয়েছে?
ক. যমুনা সার কারখানা
খ. ফেঞ্চুগঞ্জ সার কারখানা
● পলাশ ইউরিয়া সার কারখানা
ঘ. চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা
৩৩. বাংলাদেশে পোশাক শিল্প গড়ে ওঠার কারণ কোনটি?
● শ্রমিকের সহজলভ্যতা
খ. স্থানীয় প্রচুর মূলধন
গ. শ্রমিকদের সর্বোচ্চ সুবিধা
ঘ. সরকারি নীতি
৩৪. আশুগঞ্জ সার কারখানা কোন জেলায় অবস্থিত?
ক. সিলেট
● ব্রাহ্মণবাড়িয়া
গ. মৌলভীবাজার
ঘ. সুনামগঞ্জ
৩৫. রাজনৈতিক স্থিতিশীলতা কীসের জন্য কাম্য?
ক. চাকরি
খ. কৃষি
● শিল্পায়ন
ঘ. খেলাধুলা
৩৬. শিল্প স্থাপনের সাথে কীসের গতিশীল সম্পর্ক বিদ্যমান?
ক. কৃষির
খ. বাণিজ্যের
● উন্নয়নের
ঘ. সরকারের
৩৭. বাংলাদেশে পোশাকশিল্পে কত ভাগ নারী কর্মী কর্মসংস্থানের সঙ্গে
ক. প্রায় ৪৫ ভাগ
খ. প্রায় ৬০ ভাগ
● প্রায় ৮০ ভাগ
ঘ. প্রায় ৯০ ভাগ
৩৮. বাংলাদেশের ওষুধ শিল্প দেশীয় চাহিদার শতকরা কতভাগ পূরণ করে?
ক. ৯৫%
খ. ৯৬%
● ৯৭%
ঘ. ৯৯%
৩৯. পাকশী কাগজকল কোন জেলায় অবস্থিত?
ক. খুলনা
খ. চট্টগ্রাম
● পাবনা
ঘ. রাজশাহী
৪০. ভারতের সর্বপ্রথম পাটকল কোথায় স্থাপিত হয়?
ক. গুজরাট
খ. আসাম
● বিষড়া
ঘ. বরানগর
৪১. আদমজী পাটকল কত সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়?
ক. ২০০২ সালে
খ. ২০০৩ সালে
● ২০০৪ সালে
ঘ. ২০০৫ সালে
৪২. প্রথম কোন দেশ থেকে ভারতে রেশম শিল্পের বিকাশ ঘটে?
● চীন
খ. জাপান
গ. কোরিয়া
ঘ. নেপাল
৪৩. একটি দেশের শিল্পায়নের উন্নতির জন্য বড় বাধা কোনটি?
● রাজনৈতিক অস্থিতিশীলতা
খ. মূলধনের স্বল্পতা
গ. যানজট সমস্যা
ঘ. কাচামালের স্বল্পতা
৪৪. কোন স্থানে সিলিকা বালু সহজলভ্য হলে সেখানে কোন শিল্প বিকাশের সম্ভাবনা বেশি?
● কাঁচ শিল্প
খ. মৃৎশিল্প
গ. সিমেন্ট শিল্প
ঘ. সিরামিক শিল্প
৪৫. বার্মিংহাম কোন দেশের শিল্পাঞ্চল?
ক. জাপান
খ. ইউক্রেন
গ. যুক্তরাজ্য
● যুক্তরাষ্ট্র
৪৬. কীসের সরবরাহ ছাড়া কোনাে শিল্প গড়ে ওঠতে পারে না?
● কাঁচামাল
খ. জমি
গ. পানি
ঘ. বাজার
৪৭. যুক্তরাজ্যের লৌহ ও ইস্পাত শিল্পাঞ্চলসমূহ হলো-
র. ব্লাক কানট্রি অঞ্চল
রর. সেফিল্ড অঞ্চল
ররর. পশ্চিম উপকূলবর্তী অঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৮. চীনের যে অঞ্চলগুলো বয়নশিল্পে উন্নতি লাভ করেছে তা হলো-
র. সাংহাই
রর. নানকিন
ররর. হ্যাজ্ঞাও
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৯. দক্ষিণ-পূর্ব অঞ্চলের অন্তর্ভুক্ত অঙ্গরাজ্য হলো-
র. ভার্জিনিয়া
রর. পেনসিলভানিয়া
ররর. জর্জিয়া
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৫০. জাপানের বন্দর হিসেবে অধিক উপযোগী-
র. ওসাকা
রর. টোকিও
ররর. ইয়োকোহামা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
২০২৫ নৈবিত্তিক ভূগোল ২য় পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড
ভূগোল ২য় পত্র ৭ম অধ্যায় mcq : একটি দেশের উন্নতির পূর্ব শর্ত হচ্ছে উন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা। স্বাধীনতা পরবর্তী সময়ে দীর্ঘ দিন বাংলাদেশের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থায় তেমন উন্নতি হয় নাই। বর্তমানে পরিবহণ ও যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের কাজ চলছে।
এ পর্যায়ে আমরা বাংলাদেশের পরিবহনের বিভিন্ন মাধ্যম ও এ গুলোর গুরুত্ব সম্পর্কে বিশদ আলোকপাত করতে চাই। এ ব্যাপারে প্রথমেই আপনাদেরকে বাংলাদেশের পরিবহণ ব্যবস্থার সাধারন দিক তুলে ধরা হবে। এর পর বিভিন্ন পরিবহণ মাধ্যম সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
ভূগোল ২য় পত্র ৭ম অধ্যায় mcq
১. বাংলাদেশে সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা কোনটি?
ক. রেলপথ
● নৌপথ
গ. সড়কপথ
ঘ. আকাশপথ
২. কোন বিভাগে ডুয়েল গেজ রেলপথ রয়েছে?
● ঢাকা
খ. চট্টগ্রাম
গ. খুলনা
ঘ. সিলেট
নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:
৩. ‘খ’ চিহ্নিত বিভাগীয় শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
ক. ভদ্রা
● রূপসা
গ. মেঘনা
ঘ. কীর্তনখোলা
৪. ‘ক’ ও ‘খ’ চিহ্নিত বিভাগীয় শহর দুটি কোন কোন পথ দ্বারা সংযুক্ত?
র. বিমান
রর. রেল
ররর. নৌ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৫. নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?
ক. মধুমতি
খ. মেঘনা
গ. বুড়িগঙ্গা
● শীতলক্ষ্যা
৬. স্বল্প ব্যয়ে অধিক পণ্য পরিবহনে কোনটি সুবিধাজনক?
ক. সড়কপথ
খ. রেলপথ
● জলপথ
ঘ. আকাশপথ
৭. চট্টগ্রাম বন্দর থেকে সিলেটে জ্বালানি তেল পরিবহনে কোন রেলপথ ব্যবহার করা হয়?
● মিটারগেজ
খ. ব্রডগেজ
গ. ন্যারোগেজ
ঘ. ডুয়েলগেজ
৮. পরিবহন ব্যবস্থা সাধারণত কয় প্রকার?
ক. ২ প্রকার
● ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
৯. বাংলাদেশের নদীর কারণে যেসব সড়কপথ বিচ্ছিন্ন তাদের সংযোগ রক্ষার্থে কোন সার্ভিস চালু আছে?
ক. লঞ্চ
● ফেরি
গ. জাহাজ
ঘ. নৌকা
১০. বাংলাদেশে কোন সড়কের মাধ্যমে একটি জেলার অধীনে বিভিন্ন উপজেলার মধ্যকার সংযোগ রক্ষা করা হয়?
ক. জেলা সড়ক
খ. আঞ্চলিক সড়ক
● উপজেলা সড়ক
ঘ. গ্রাম সড়ক
১১. বাংলাদেশের কোন অঞ্চলে ব্রডগেজ রেললাইন চালু আছে? . ● খুলনা
খ. সিলেট
গ. চট্টগ্রাম
ঘ. ময়মনসিংহ
১২. বাংলাদেশে সর্বমোট রেলস্টেশন কয়টি?
● ৪৯৯টি
খ. ৪৫৮টি
গ. ৪৬২টি
ঘ. ৪৭০টি
১৩. বাংলাদেশে কত কি. মি. নাব্য জলপথ শুধু বর্ষাকালে ব্যবহার হয়?
● ৩০০০ কি. মি.
খ. ৩২০০ কি. মি.
গ. ৩৪০০ কি. মি.
ঘ. ৩৬০০ কি. মি.
১৪. নদীপথে চলাচলকারী যাত্রীদের মধ্যে কতভাগ টাবুরী নৌকা ব্যবহার করে?
ক. ৯০ ভাগ
খ. ৯২ ভাগ
● ৯৪ ভাগ
ঘ. ৯৬ ভাগ
১৫. নদীপথে স্টিমার ব্যবহারকারী যাত্রী শতকরা কতজন?
ক. ৫ জন
● ৬ জন
গ. ৭ জন
ঘ. ৮ জন
১৬. বর্তমানে বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৭. নদীপথ কোন অঞ্চলের মানুষের যোগাযোগের মাধ্যম?
ক. ময়মনসিংহ
খ. পাবনা
গ. কুমিল্লা
● বরগুনা
১৮. জেলা বোর্ড সড়ক বলতে কী বোঝ?
ক. বিভিন্ন উপজেলার সাথে সংযোগ স্থাপনকারী সড়ক
● বিভিন্ন জেলার সাথে সংযোগ স্থাপনকারী সড়ক
গ. বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাথে সংযোগ স্থাপনকারী সড়ক
ঘ. রাজধানীর সাথে বিভিন্ন জেলার সংযোগ স্থাপনকারী সড়ক
১৯. বিভিন্ন গ্রামের সাথে সংযোগ স্থাপনকারী সড়ক কোনটি?
● ইউনিয়ন পরিষদের সড়কপথ
খ. উপজেলা সড়কপথ
গ. জেলা বোর্ড সড়ক
ঘ. জাতীয় জনপদ
২০. অল্প দূরত্ববিশিষ্ট স্থানের জন্য কোন বাহনটি বেশি কার্যকর?
ক. বাস
খ. ট্রাক
গ. ট্রেন
● রিকশা
২১. ভারি পণ্য পরিবহনে কোনটি কার্যকর?
ক. বাস
● ট্রাক
গ. রিকশা
ঘ. ভ্যান
২২. যুদ্ধ সরঞ্জাম প্রেরণে কোন পথ অধিক কার্যকর?
ক. বিমানপথ
খ. নদীপথ
● সড়কপথ
ঘ. সমুদ্রপথ
২৩. বাংলাদেশে কোন ধরনের সমুদ্রবন্দর দেখতে পাওয়া যায়?
ক. খাল বন্দর
খ. উপসাগরীয় বন্দর
● নদী মুখের বন্দর
ঘ. খাড়ি বন্দর
২৪. বাংলাদেশে কয়টি সমুদ্রবন্দর রয়েছে?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
২৫. বড়াল ব্রিজ কোন জেলায় অবস্থিত?
ক. রংপুর
খ. বগুড়া
● পাবনা
ঘ. কুষ্টিয়া
২৬. যমুনা সেতু কোন দুটি জেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে?
ক. টাঙ্গাইল-জামালপুর
খ. জামালপুর-গাইবান্ধা
● টাঙ্গাইল-সিরাজগঞ্জ
ঘ. সিরাজগঞ্জ-বগুড়া
২৭. সমুদ্রগামী জাহাজকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পূর্বে কোন মহাসাগর পাড়ি দিতে হয়?
ক. ভারত মহাসাগর
● আটলান্টিক মহাসাগর
গ. প্রশান্ত মহাসাগর
ঘ. উত্তর মহাসাগর
২৮. ‘সুবর্ণভূমি’ বিমানবন্দরটি কোন দেশে অবস্থিত?
ক. কাতার
খ. দুবাই
গ. সৌদি আরব
● থাইল্যান্ড
২৯. ‘কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর’ সৌদি আরবের কোন শহরে অবস্থিত?
ক. জেদ্দা
● দাম্মাম
গ. রিয়াদ
ঘ. মদিনা
৩০. সৌদি আরবের রিয়াদের বিমানবন্দরের নাম কী?
ক. কি. আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর
● কি. খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর
গ. কি. ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর
ঘ. মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর
৩১. বাংলাদেশে কতটি স্থলবন্দর রয়েছে?
ক. ১০
খ. ১৫
● ১৯
ঘ. ২৪
৩২. বাংলাদেশের কোন জেলায় রেলপথ নাই?
ক. যশোর
খ. রাজশাহী
● বরিশাল
ঘ. জামালপুর
৩৩. বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রধান সড়ক রুট কয়টি?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৬টি
৩৪. ব্রিটিশ আমলে সমগ্র বাংলাদেশ কোন বন্দরের পশ্চাদভূমি ছিল?
ক. মুম্বাই
● কলকাতা
গ. মংলা
ঘ. চট্টগ্রাম
৩৫. বাংলাদেশে কয়টি রেলওয়ে ফেরী আছে?
ক. ১টি
● ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
৩৬. মংলা সমুদ্রবন্দর কোন জেলায় অবস্থিত?
ক. খুলনা
খ. বরগুনা
● বাগেরহাট
ঘ. পটুয়াখালী
৩৭. বাংলাদেশে কয় ধরনের বিমান সার্ভিস রয়েছে?
● ২ ধরনের
খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের
ঘ. ৬ ধরনের
৩৮. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রাম
● সিলেট
গ. ঢাকা
ঘ. সৈয়দপুর
৩৯. বর্তমানে বাংলাদেশ বিমান বহরে মোট কয়টি উড়োজাহাজ রয়েছে?
ক. ১০
খ. ১২
● ১৩
ঘ. ২০
৪০. বাংলাদেশের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার প্রভাব কোনটি?
● অর্থনৈতিক উন্নতি
খ. সম্পদের সুসম বন্টন
গ. বাজার ব্যবস্থার অবনতি
ঘ. শ্রমের গতিশীলতা
৪১. বাংলাদেশে সর্বপ্রথম রেলপথের সূচনা হয় কোন সালের কত তারিখে?
ক. ১৮৬২ সালের ১৪ নভেম্বর
● ১৮৬২ সালের ১৫ নভেম্বর
গ. ১৯৬২ সালের ১৪ নভেম্বর
ঘ. ১৯৬২ সালের ১৫ নভেম্বর
৪২. ইংল্যান্ডে সর্বপ্রথম কত সালে রেল পরিবহন চালু হয়?
ক. ১৮০৫
● ১৮১৫
গ. ১৮২৫
ঘ. ১৮৩০
৪৩. বাংলাদেশের কোন দিক হতে কোন দিকে ক্রমান্বয়ে ঢালু?
● উত্তর হতে দক্ষিণ
খ. দক্ষিণ হতে পশ্চিম
গ. পশ্চিম হতে পূর্ব
ঘ. উত্তর হতে পূর্ব
৪৪. বাংলাদেশের কোন দিক হতে কোন দিকে ক্রমান্বয়ে ঢালু?
● উত্তর হতে দক্ষিণ
খ. দক্ষিণ হতে পশ্চিম
গ. পশ্চিম হতে পূর্ব
ঘ. উত্তর হতে পূর্ব
৪৫. বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে দেশের সমুদ্রবন্দর, বিভাগীয় ও জেলা সদর এবং প্রধান বন্দর ও শহরের সাথে সংযোগ স্থাপনকারী সড়কপথসমূহকে কী বলে?
● জাতীয় জনপথ
খ. জেলাবোর্ড সড়ক
গ. থানা পরিষদের রাস্তা
ঘ. পৌরসভার সড়কপথ
৪৬. বাজারব্যবস্থার উন্নতির জন্য কোন পথ থাকায় খুবই সুবিধা হয়েছে?
ক. রেল
● সড়ক
গ. আকাশ
ঘ. নদী
৪৭. ঢাকাকে দেশের বাণিজ্যিক রাজধানীর সাথে কোন মহাসড়কটি সংযুক্ত করেছে?
● ঢাকা-চট্টগ্রাম
খ. ঢাকা-সিলেট
গ. ঢাকা-খুলনা
ঘ. ঢাকা-বরিশাল
৪৮. বাংলাদেশের কোন অঞ্চলে নদীপথ যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম?
● দক্ষিণাঞ্চলে
খ. পূর্বাঞ্চলে
গ. উত্তরাঞ্চলে
ঘ. পশ্চিমাঞ্চলে
৪৯. বাংলাদেশে যোগাযোগের ক্ষেত্রে কোন মাধ্যমটির দ্রুত প্রসার ঘটছে?
ক. বেতার
খ. টেলিভিশন
গ. টেলিফোন
● মোবাইল
৫০. বাংলাদেশের অন্যতম প্রধান নদীবন্দর ও শিল্পকেন্দ্র কোনটি?
ক. চাদপুর
● নারায়ণগঞ্জ
গ. টঙ্গী
ঘ. সদরঘাট
HSC /Alim Common Suggestion 2025
ভূগোল ২য় পত্র ৮ম অধ্যায় mcq : আধুনিককালে বিশ্বের প্রতিটি দেশই দ্রব্যসামগ্রী ও সেবা আমদানি ও রপ্তানি করে। অন্য দেশের ভূখন্ড দখলের পরিবর্তে এখন প্রতিটি দেশ বিদেশী বাজার দখলের প্রতিযোগিতায় লিপ্ত। ফলে প্রতিটি দেশের অর্থনৈতিক কার্যকলাপ আন্তর্জাতিক বাণিজ্যে ঐ দেশটির অবস্থান দ্বারা প্রভাবিত হয়। এ ইউনিটে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাঠ-১ এ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য, পাঠ-২ এ আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব, পাঠ-৩ এ বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের গতি-প্রকৃতি সম্পর্কে বর্ণনা রয়েছে।
ভূগোল ২য় পত্র ৮ম অধ্যায় mcq
১. বাণিজ্যসংক্রান্ত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করে কোন সংস্থা?
● WTO
খ. APTA
গ. SAPTA
ঘ. NAFTA
২. বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্য কোনটি?
ক. তৈরি পোশাক
● পাটজাত দ্রব্য
গ. হিমায়িত চিংড়ি
ঘ. পাকা চামড়া
৩. বহির্বিশ্বের সাথে বাণিজ্য সংঘটিত হওয়ার প্রধান কারণ-
র. সম্পদের ঘাটতি
রর. পরিবেশগত পার্থক্য
ররর. উৎপাদিত উদ্বৃত্ত পণ্য
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪. বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার কোথায়?
ক. মালয়েশিয়া
খ. লিবিয়া
● সৌদি আরব
ঘ. ইন্দোনেশিয়া
৫. বাংলাদেশের অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্য কোন পথে সংঘটিত হয়ে থাকে?
● জলপথে
খ. সড়কপথে
গ. রেলপথে
ঘ. আকাশপথে
৬. জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনটির ওপর বিরূপ প্রভাব পড়ে না?
ক. জনস্বাস্থ্য
খ. বাসস্থান
● জনশক্তি রপ্তানি
ঘ. আবাদযােগ্য জমি
৭. নিচের অপ্রচলিত পণ্য কোনটি?
● তৈরি পোশাক
খ. কাচাপাট
গ. কাগজ
ঘ. বিটুমিন
৮. বাংলাদেশের শ্রমশক্তি বিদেশে প্রেরণ করা হয় কোন সাল থেকে?
ক. ১৯৭৩
খ. ১৯৭৪
গ. ১৯৭৫
● ১৯৭৬
৯. বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি?
ক. চা
খ. চামড়া
গ. হিমায়িত মাছ,
● তৈরি পোশাক
১০. নিচের কোনটি বৃহত্তম বাণিজ্যিক সংগঠন?
ক. নাফতা
খ. সাফটা
গ. আসিয়ান
● ইউরোপীয় ইউনিয়ন
১১. আন্তর্জাতিক বাণিজ্য কয় প্রকার?
ক. এক
● দুই
গ. তিন
ঘ. চার
১২. গ্রামের হাটবাজারে ক্রয়-বিক্রয় কোন ধরনের বাণিজ্য?
ক. আমদানি
খ. রপ্তানি
গ. আন্তর্জাতিক
● অভ্যন্তরীণ
১৩. বাংলাদেশের আমদানি বাণিজ্যে শীর্ষ দেশ কোনটি?
● চীন
খ. ভারত
গ. সিঙ্গাপুর
ঘ. জাপান
১৪. বাংলাদেশের রপ্তানি পণ্যে তৈরি পোশাকের শতকরা হার কত?
ক. ৩৮.৫%
খ. ৪০.১%
● ৪৩.০২%
ঘ. ৩৯.৫%
১৫. বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে-
● তৈরি পোশাক থেকে
খ. হিমায়িত খাদ্য থেকে
গ. পাট ও পাটজাত পণ্য থেকে
ঘ. চামড়া ও চামড়াজাত পণ্য থেকে
১৬. বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক সবচেয়ে বেশি ও ঘনিষ্ঠ?
ক. ভারত
● যুক্তরাষ্ট্র
গ. জাপান
ঘ. সৌদি আরব
১৭. জাইকা কোন দেশের উন্নয়ন সংস্থা?
ক. জার্মানি
● জাপান
গ. রাশিয়া
ঘ. চীন
১৮. বাণিজ্যিক ও ব্যবসায়ী বিষয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা কোনটি?
ক. WHO
খ. IMF
● WTO
ঘ. GDP
১৯. বাণিজ্যের ধরন ও প্রকৃতির ওপর নির্ভর করে বাণিজ্যকে কয় ভাগে ভাগ করা যায়?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২০. মেলা শব্দটির ইংরেজি প্রতিশব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
ক. জার্মানি
● ফ্রেঞ্চ
গ. ল্যাটিন
ঘ. রোমান
২১. বিশ্বের শীর্ষ পাট রপ্তানিকারক দেশ কোনটি?
● বাংলাদেশ
খ. ভারত
গ. পাকিস্তান
ঘ. চীন
২২. জি-টু-জি-এর আওতায় মালয়েশিয়ায় কতজন কর্মী প্রেরণ করা হয়েছে?
● ১৯৮ জন
খ. ২৯৮ জন
গ. ২০০ জন
ঘ. ২৫০ জন
২৩. দুই বা ততোধিক সার্বভৌম দেশের মধ্যে দ্রব্য ও সেবাকর্ম আদানপ্রদানকে কী বলে?
ক. রপ্তানি বাণিজ্য
খ. আমদানি বাণিজ্য
● আন্তর্জাতিক বাণিজ্য
ঘ. বাণিজ্য
২৪. আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি কোনটি?
● ভৌগোলিক শ্রমবিভাগ
খ. আন্তর্জাতিক পরিস্থিতি
গ. অর্থনৈতিক অবস্থার ভিন্নতা
ঘ. পরিবেশগত পার্থক্য
ভূগোল ২য় পত্র ৮ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
২৫. ইন্দোনেশিয়া কোনটি রপ্তানিতে শীর্ষে রয়েছে?
ক. গম
খ. তেল
● রবার
ঘ. চা
২৬. বর্তমানে আমাদের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ পোশাক খাত থেকে আসে?
ক. ৭৫ ভাগ
● ৮০ ভাগ
গ. ৮৫ ভাগ
ঘ. ৯০ ভাগ
২৭. বাংলাদেশে মোট রপ্তানি আয়ের শতকরা কতভাগ ইতালি থেকে আসে?
● ৩.৭৪ ভাগ
খ. ৪.৬৭ ভাগ
গ. ৫.৪৪ ভাগ
ঘ. ৬.২৮ ভাগ
২৮. বাংলাদেশে আমদানিকৃত প্রাথমিক পণ্য কোনটি?
ক. ভোজ্য তেল
খ. সার
● গম
ঘ. ক্লিংকার
২৯. বাংলাদেশের সাথে কোন দেশের বাণিজ্য ঘাটতি বেশি?
● চীন
খ. জাপান
গ. কোরিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
৩০. বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে কোন দেশ থেকে?
ক. ওমান
খ. কুয়েত
গ. সিঙ্গাপুর
● সৌদি আরব
৩১. কোন কারণে প্রতিযোগী দেশগুলোর ব্যবসায়ীদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে?
● অসম প্রতিযোগিতা
খ. রাজনৈতিক সমস্যা
গ. অর্থনৈতিক বৈষম্য
ঘ. ভৌগোলিক কারণ
৩২. কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি?
ক. জাপান
খ. কুয়েত
গ. রাশিয়া
● চীন
৩৩. বাংলাদেশের মোট জনশক্তির মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে কোন অঞ্চলে?
ক. দুরপ্রাচ্য
খ. ইউরোপ
● মধ্যপ্রাচ্য
ঘ. আফ্রিকা
৩৪. OPEC-এর পূর্ণরূপ কী?
● Organization of Petroleum Exporting Countries
খ. Organization of Polaneum Exporting Countries
গ. Organization of Petroleum Extracting Countries
ঘ. Organization of Polar Enhance Company
৩৫. এশিয়ার দেশগুলোর মধ্যে নিচের কোনটি রপ্তানি বাণিজ্যে শীর্ষে?
ক. ভারত
● চীন
গ. জাপান
ঘ. পাকিস্তান
৩৬. পোশাক শিল্পের বাণিজ্য বৃদ্ধির জন্য সরকার দেশের বিভিন্ন স্থানে কী স্থাপন করেছে?
● EPZ
খ. BCIC
গ. EPG
ঘ. EPI
৩৭. আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক কোন দেশের?
ক. কুয়েত
খ. ভারত
● চীন
ঘ. জাপান
৩৮. বাংলাদেশের অপ্রচলিত দ্রব্যের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয় নিচের কোনটি?
● চামড়া
খ. হিমায়িত খাদ্য
গ. কৃষি দ্রব্য
ঘ. রাসায়নিক দ্রব্য
৩৯. বাংলাদেশের জনশক্তি আমদানিকারক প্রধান দেশ কোনটি?
ক. ওমান
খ. জাপান
● সৌদি আরব
ঘ. লিবিয়া
৪০. বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক দেশ কোনটি?
● ব্রাজিল
খ. কানাডা
গ. চীন
ঘ. ভরত
৪১. বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ)-এর বৃহত্তম বিনিয়োগকারী দেশ কোনটি?
ক. উত্তর কোরিয়া
● দক্ষিণ কোরিয়া
গ. জাপান
ঘ. চীন
৪২. শিল্পজাত রপ্তানি পণ্য নিচের কোনটি?
ক. হিমায়িত খাদ্য
খ. কৃষিজাত দ্রব্য
গ. কাঁচাপাট
● তৈরি পোশাক
৪৩. যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির পরিমাণ
র. শীর্ষস্থানীয়
রর. মোট রপ্তানির ১৮.১৬% শতাংশ
ররর. ৬২২০.৬৫ মিলিয়ন মার্কিন ডলার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৪. বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে বাংলাদেশের বাণিজ্যের অসুবিধা কী?
র. রপ্তানি পণ্যের ওপর কোটা আরোপ
রর. ক্রেতা কর্তৃক মূল্য নির্ধারণ
ররর. পাটের বিকল্প আবিষ্কার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৫. OPEC-এর মূল উদ্দেশ্য-
র. খনিজ তেলসংক্রান্ত বাণিজ্য নীতি প্রণয়ন
রর. সদস্য দেশগুলোর খনিজ তেল উত্তোলন নীতির সমন্বয়সাধন
ররর. তৈলসংক্রান্ত স্বার্থ সুরক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৬. চীন লৌহ ও ইস্পাত শিল্প থেকে উৎপাদিত দ্রব্য রপ্তানি করে-
র. দক্ষিণ কোরিয়ায়
রর. যুক্তরাষ্ট্রে
ররর. ইতালিতে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৭. জাপান বাংলাদেশ থেকে আমদানি করে
র. চামড়াজাত পণ্য
রর. তৈরি পোশাক
ররর. চিংড়ি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৮ ও ৪৯নং প্রশ্নের উত্তর দাও:
আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন দেশের বাণিজ্যনীতি, পৃথক বাজার ব্যবস্থা, পৃথক অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি কারণে ভিন্ন প্রকৃতির হয়। সবকিছু বিবেচনা করে মোবাশ্বের সাহেব ইউরোপে পোশাক রপ্তানি করার সিদ্ধান্ত নেন।
৪৮. মোবাশ্বের সাহেবের বাণিজ্য সংঘটিত হবে কীসের মধ্যে?
● সার্বভৌম দেশে
খ. বিভিন্ন অঞ্চলে
গ. উপনিবেশে
ঘ. বৃহৎ দেশের মধ্যে
৪৯. উক্ত বাণিজ্যে অসুবিধার সৃষ্টি করে-
র. কর ব্যবস্থা
রর. আর্থিক নীতি
ররর. শ্রম নীতি
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৫০ থেকে ৫২নং প্রশ্নের উত্তর দাও:
চীন অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। বর্তমান বিশ্বে শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে চীন অন্যতম। বাংলাদেশ চীন থেকে বহু পণ্য আমদানি করে।
৫০. এশিয়া মহাদেশের মধ্যে রপ্তানিকারক দেশ হিসেবে চীনের অবস্থান কততম?
● প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
আজকের সাজেশস: চূড়ান্ত নৈবিত্তিক সাজেশন এইচএসসি ভূগোল ২য় পত্র ২০২৫
ভূগোল ২য় পত্র ৯ম অধ্যায় mcq : বর্তমান সময়ে বিশ্বব্যাপী বহুল আলোচিত বিষয় দুর্যোগ ও দূষণ। দুর্যোগ হলো প্রকৃতির এমন একটি অবস্থা যা খারাপ বা অকল্যাণকর পরিস্থিতির সম্মুখীন করে। অন্যদিকে, দূষণ হলো পরিবেশের উপাদানগুলোর (যেমন-বায়ু, পানি, মৃত্তিকা প্রভৃতি) নেতিবাচক পরিবর্তন যা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে ক্ষতিগ্রস্ত করে। দুর্যোগ ও দূষণ দুটোই মানুষসহ অন্যান্য প্রাণি ও উদ্ভিদের জন্য ক্ষতিকর।
এই ইউনিটে দুর্যোগ ও দূষণ, দূষণ ও প্রাকৃতিক দুর্যোগের সম্পর্ক, বাংলাদেশের উল্লেখযোগ্য প্রাকৃতিক দুর্যোগসমূহ, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ইউনিট পাঠের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশের নাগরিক হিসেবে দুর্যোগ ও দূষণ সম্পর্কে জানতে এবং তা মোকাবেলায় ভূমিকা রাখতে পারবে।
ভূগোল ২য় পত্র ৯ম অধ্যায় mcq
১. মানষের সম্পূর্ণ বধিরতা সৃষ্টির মাত্রা কত ডেসিবল?
ক. ৬০
খ. ৮০
গ. ১০০
● ১২০
২. গ্রিনহাউস গ্যাস কোনটি?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. হিলিয়াম
● কার্বন-ডাইঅক্সাইড
নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:
হারুন ও তার বন্ধুরা ঈদের পর দিন নৌকা বাইচের আয়োজন করে ফলে সারাদিন নদী ঘাটে লাউড স্পিকারে মিউজিক এবং ঢাকঢোল বাজিয়ে আনন্দ স্ফুর্তি করে।
৩. উদ্দীপকের কর্মকান্ডটি কোন ধরনের দূষণ সৃষ্টি করে?
ক. বায়ু
খ. পানি
গ. মাটি
● শব্দ
৪. উদ্দীপকের কর্মকান্ডের প্রভাবে হতে পারে-
র. মাথা ব্যথা
রর. হৃদরােগ
ররর. স্নায়ুবিক বৈকল্য
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৫. CFC তৈরির জন্য দায়ী-
র. এয়ারকন্ডিশনার
রর. রেফ্রিজারেটর
ররর. ওয়াশিং মেশিন
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও : পুলক সাহেবের বয়স খুব বেশি নয়। তবে তিনি দূষিত পরিবেশে বসবাস করার জন্য দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট ও ফুসফুসের প্রদাহজনিত রোগে ভুগছেন।
৬. উদ্দীপকে ইঙ্গিতপূর্ব দূষণ কোন ধরনের?
ক. শব্দ
● বায়ু
গ. পানি
ঘ. মাটি
৭. উদ্দীপকে দূষণের কারণ হচ্ছে-
র. জমিতে রাসায়নিক সার ব্যবহার
রর. জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার
ররর. রেফ্রিজারেটরের ব্যাপক ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:
শফিকুল বাংলাদেশের উপকূলীয় একটি জেলায় ব্যাংকে চাকরি করে। একদিন সে বিকালে বেড়াতে গিয়ে নিচে উন্মুক্ত তিন তলাবিশিষ্ট বিল্ডিং দেখতে পায়। যা মানুষ ও প্রাণিকুল একটি বিশেষ দুর্যোগে নিরাপদত্থান হিসেবে ব্যবহার করে।
৮. উদ্দীপকে উল্লিখিত উপকূলীয় এলাকা পৃথিবীর অন্যতম দুর্যোগপূর্ণ অঞ্চল হবার কারণ হচ্ছেÑ
র. পার্শ্ববর্তী সাগরের ফানেল আকৃতি
রর. ক্রান্তীয় অঞ্চলে অবস্থান
ররর. সমুদ্র সমতল হতে স্বল্প উচ্চতা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৯. উদ্দীপকে উল্লিখিত দুর্যোগ নিচের কোনটি?
ক. কালবৈশাখী
● ঘূর্ণিঝড়
গ. সুনামি
ঘ. টর্নেডো
১০. আশ্রয়কেন্দ্র নির্মাণ দুর্যোগ ব্যবস্থাপনাচক্রের কোন ধাপের সাথে সংশ্লিষ্ট?
ক. প্রস্তুতি
● প্রতিরোধ
গ. সাড়াদান
ঘ. পুনরুদ্ধার
১১. দুর্যোগ প্রশমনের জন্য কোনটি গুরুত্বপূর্ণ?
র. অবকাঠামোগত উন্নয়ন
রর. দুর্যোগ হ্রাসের কৌশল নির্ধারণ
ররর. শস্য বহুমুখীকরণ
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও: অভি জলপথে ঢাকা হতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। সে লক্ষ্য করল, যাত্রাপথের দুই পার্শ্বের কলকারখানার বর্জ্য সেখানকার প্রবাহমান ধারায় এসে মিশছে?
১২. অভির দেখা সমস্যাটি নিচের কোনটি দূষিত করে?
ক. মাটি
খ. পানি
গ. বায়ু
ঘ. শব্দ
১৩. উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি নিচের কোনটি নির্দেশ করে?
র. প্রাকৃতিক দূষণ
রর. মানবসৃষ্ট দূষণ
ররর. পরিবেশ দূষণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৫. কিয়োটো প্রটোকল অনুসারে বিশ্বের সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশসমূহকে কত সালের পূর্বের কার্বন নিঃসরণ অবস্থায় ফিরে যেতে হবে?
ক. ১৯৭০
খ. ১৯৮০
● ১৯৯০
ঘ. ২০০০
১৬. এসিড বৃষ্টির সৃষ্টি হয় কেন?
● বায়ুমণ্ডলে সালফার ডাই-অক্সাইড বৃদ্ধির কারণে
খ. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির কারণে
গ. বায়ুমণ্ডলে CFC গ্যাস বৃদ্ধির কারণে
ঘ. বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস বৃদ্ধির কারণে
১৭. সম্প্রতি হিমালয়ে খুব দ্রুত বরফ গলছে এর প্রভাবে বাংলাদেশের কোনটি হতে পারে?
ক. ঘূর্ণিঝড়
খ. নিম্নচাপ
● বন্যা
ঘ. সাইক্লোন
১৮. প্রকৃতির দিক থেকে ঘূর্ণিঝড় দুর্যোগের কোন অবস্থা?
ক. মৌসুমি
খ. স্থায়ী
গ. স্থির
● সাময়িক
১৯. শিল্পকারখানায় ঊঞ্চচস্থাপনের যথার্থ কারণ হলো-
ক. মৃত্তিকার ক্ষতিসাধন করা
খ. বর্জ্য সংরক্ষণ করা
● বর্জ্য যত্রতত্র নিক্ষেপ না করা
ঘ. বর্জ্য পুনরুদ্ধার করা
২০. বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশ সম্পর্কিত নীতিমালা প্রণয়ন হয় কত সালে?
● ১৯৯২
খ. ১৯৯০
গ. ১৯৯৬
ঘ. ২০০০
২১. প্রতিবেদন তৈরি কত রকম হতে পারে?
ক. ৬
খ. ৪
● ৩
ঘ. ৫
২২. “পরিবেশ সংরক্ষণ নীতিমালা, পরিবেশ উন্নয়ন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ” এটি কোন আইনে প্রমাণিত হয়?
ক. জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা, ১৯৯৫
খ. বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ নীতিমালা, ১৯৯৭
● বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫
ঘ. বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ২০০০
২৩. বায়ুর উপাদান কোনটি?
● নাইট্রোজেন
খ. মারকারি
গ. সিসা
ঘ. লোহা
২৪. বাংলাদেশে ঘূর্ণিঝড় আইলা কখন সংঘটিত হয়?
ক. ২০০৭ সালে
খ. ২০০৪ সালে
● ২০০৯ সালে
ঘ. ২০১৩ সালে
২৫. গ্রিন হাউস প্রতিক্রিয়া প্রতিরোধের জন্য করণীয় কী?
ক. জমিতে জৈব সার ব্যবহার
খ. সৌরশক্তির ব্যবহার
গ. বেশি করে গাছ লাগানো
● উপরের সব কয়টি সঠিক
২৬. কুয়াশা আর তেল কয়লা দহনের ফলে কী সৃষ্টি হয়?
● ধোঁয়াশা
খ. মেঘ
গ. তুষারপাত
ঘ. এসিড বৃষ্টি
২৭. ধোঁয়াশা সৃষ্টির ফলে মানুষ কোন রোগে আক্রান্ত হয়?
ক. কলেরা
খ. এইডস
● হাঁপানি
ঘ. আমাশয়
২৮. বায়ুদূষণের ফলে কোন রোগটি হওার সম্ভাবনা নেই?
ক. হাঁপানি
খ. শ্বাসকষ্ট
গ. ফুসফুসের ক্যান্সার
● চর্মরোগ
২৯. CFC বায়ুমণ্ডলের কোন স্তরকে ধ্বংস করছে?
ক. ট্রপোস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
● ওজনোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার
ভূগোল ২য় পত্র ৯ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
৩০. গাছপালা নিধনের ফলে বাতাসে কোন উপাদানটির মাত্রা বেড়ে গিয়ে বাতাস দূষিত করছে?
ক. CH4
খ. CO
গ. O2
● CO2
৩১. নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস?
ক. হাইড্রোজেন সায়ানাইড
খ. কার্বন মনোক্সাইড
● ক্লোরো ফ্লুরো কার্বন
ঘ. অ্যামোনিয়া
৩২. পানিদূষণের জন্য প্রধানত দায়ী হলো-
ক. কল-কারখানার নির্গত গ্যাস
খ. যানবাহনের নির্গত গ্যাস
● কৃষি বর্জ্য ও জলযান নির্গত বর্জ্য
ঘ. তাপবিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া ও হাই
৩৩. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?
ক. ১৫
খ. ২০
● ২৫
ঘ. ৩০
৩৪, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন কত সালে পাস হয়?
ক. ১৯৮৯
● ১৯৯৫
গ. ২০০০
ঘ. ২০০৫
৩৫.
৩৫. মৃত্তিকা দূষণের ফলাফল কোনটি?
ক. লবণাক্ততা বৃদ্ধি
● উৎপাদন দক্ষতা হ্রাস
গ. মরুকরণ
ঘ. উর্বরতা হ্রাস
৩৬. বাংলাদেশের পানিদূষণ রোধে কোন প্রতিষ্ঠান মুখ্য ভূমিকা পালন করে?
ক. পরিবেশ ও বন মন্ত্রণালয়
খ. শিল্প মন্ত্রণালয়
গ. ইউএনডিপি
● পরিবেশ অধিদপ্তর
৩৭. পারমাণবিক বিপর্যয়ের উদাহরণ কোনটি?
● ভূপাল দুর্ঘটনা
খ. মিলামাটা দুর্ঘটনা
গ. চের্নোবিল দুর্ঘটনা
ঘ. মেক্সিকো দুর্ঘটনা
৩৮. উত্তর গােলার্ধের গড় তাপমাত্রা কত ডিগ্রি বৃদ্ধি পেলে বরফ গলে সাগরের পানি উঁচু হয়ে উপরে উঠবে?।
ক. ১° সে.
● ২° সে.
গ. ৩° সে.
ঘ. ৪° সে.
৩৯. কোনটি অদৃশ্য দূষণ?
ক শব্দদূষণ
● তেজস্ক্রিয়তার দূষণ
গ. পানিদূষণ
ঘ. বায়ুদূষণ
৪০. তেজস্ক্রিয়তার মূল উৎস কোনটি?
● সূর্য
খ. চন্দ্র
গ. ধূমকেতু
ঘ. উষ্কা
৪১. দেশে পরিবেশ আদালত গঠনের মূল লক্ষ্য কোনটি?
ক. পরিবেশ ভালো রাখা
খ. বিভিন্ন পরিবেশবিষয়ক সম্মেলন করা
গ. জনগণকে সচেতন করা
● পরিবেশ অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা
৪২. সার্বিকভাবে দুর্যোগ মোকাবিলার পর্যায়গুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে
● ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৪৩. পুনরুদ্ধার বলতে নিচের কোনটিকে বোঝানো হয়েছে?
ক. দুর্যোগপূর্বকালীন পর্যায়
খ. দুর্যোগকালীন পর্যায়
● দুর্যোগ পরবর্তী পর্যায়
ঘ. দুর্যোগ পরবর্তী ছয় মাসের পর্যায়
৪৪. নিচের কোনটি দুর্যোগকালীন পর্যায় কর্মসূচির অন্তর্ভুক্ত?
ক. কৃষিঋণের চাহিদা নিরূপণ
খ. শিল্পকারখানা পুনর্নিরমাণ
● তল্লাশিও উদ্ধার
ঘ. বাঁধ নির্মাণ
৪৫. নিচের কোনটি সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার উপাদান?
● ত্রাণকার্য
খ. কৃষিজমি বন্টন
গ. পশুপালন প্রশিক্ষণ
ঘ. খাল খনন
৪৬. ঢাকা বিভাগের কোন অঞ্চলে অধিক শিল্প গড়ে উঠেছে?
ক. টাঙ্গাইল
● গাজীপুর
গ. ময়মনসিংহ
ঘ. ফরিদপুর
৪৭. টিপাইমুখে বাঁধ নির্মিত হলে বাংলাদেশের কোন অঞ্চলে কৃষিকাজে ব্যাপক ক্ষতি হবে?
ক. চট্টগ্রাম
● সিলেট
গ. কুমিল্লা
ঘ. নোয়াখালী
৪৮. অবকাঠামোগত দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থার উদাহরণ কোনটি?
ক. বেড়িবাধ তৈরি
● প্রশিক্ষণ
গ. আশ্রয়কেন্দ্র নির্মাণ
ঘ. নদী খনন
৪৯. দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে কী বলে?
ক. প্রশমন
● পূর্বপ্রস্তুতি
গ. সাড়াদান
ঘ. পুনরুদ্ধার
৫০. নিচের কোনটি ব্যবহার করে পরিবেশবান্ধব উন্নয়ন ত্বরান্বিত করা যায়?
ক. অনবায়নযোগ্য শক্তি
● নবায়নযোগ্য শক্তি
গ. পারমাণবিক শক্তি
ঘ. নিউক্লিয়ার শক্তি
ভূগোল ২য় পত্র ১০ম অধ্যায় mcq : মানচিত্র হচ্ছে হ্রাসকৃত স্কেলে সমতল কাগজের ওপর সম্পূর্ণ পৃথিবীর বা এর অংশবিশেষের প্রতিভূ বা অবিকল প্রতিচ্ছবি। পৃথিবী বর্তুলাকার। ফলে বর্তুলাকার পৃথিবীকে হুবহু সমতলে বিছানো সম্ভব নয় এবং স্বাভাবিকভাবেই কোন সমতল কাগজে আঁকা যাবে না। তবে বর্তুলাকার পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান নির্দেশ করার জন্য অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা রয়েছে।
পৃথিবী বা এর অংশবিশেষের মানচিত্র সমতল পৃষ্ঠে আঁকতে হলে আমাদেরকে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক অক্ষরেখা এবং উত্তর দিকে বিস্তৃত কাল্পনিক দ্রাঘিমা রেখাগুলোর সাহায্য নিতে হবে। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলোকে ভূগোলক থেকে বিভিন্ন পদ্ধতিতে সমতল পৃষ্ঠে বিন্যস্ত করে সঠিক ও নির্ভুলভাবে মানচিত্র আাঁকা সম্ভব।
অতএব, ভূগোলকের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলোকে সমতল পৃষ্ঠে স্থানান্তরিত করার বিভিন্ন পদ্ধতিকে মানচিত্র অভিক্ষেপ বলে। মানচিত্র অভিক্ষক্ষেপে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলো জালের মত ছক তৈরি করে। এই ছককে ইংরেজীতে ‘গ্রাটিকুল’ বলে। মানচিত্র অভিক্ষেপ বলতে মূলত এই জালের মত ছককেই বোঝায়।
ভূগোল ২য় পত্র ১০ম অধ্যায় mcq
১. পৃথিবীর আকৃতি কেমন?
● গোলাকার
খ. আয়তাকার
গ. ত্রিভুজাকার
ঘ. বহুভূজাকার
২. বেলনাকার অভিক্ষেপকে অন্য কী নামে ডাকা হয়?
ক. শঙ্কব অভিক্ষেপ
খ. মেরুদেশীয় অভিক্ষেপ
গ. সাধারণ অভিক্ষেপ
● নলাকার অভিক্ষেপ
৩. যথন আলোকরশ্মি ভূগোলকের কেন্দ্রে অবস্থান করে তখন তাকে কী বলে?
● নমোনিক অভিক্ষেপ
খ. স্টেরিওগ্রাফিক অভিক্ষেপ
গ. অর্থোগ্রাফিক অভিক্ষেপ
ঘ. গলের অভিক্ষেপ
৪. আলোকরশ্মির অবস্থানের প্রেক্ষিতে মেরুদেশীয় অভিক্ষেপকে কত ভাগে ভাগ করা যায়?
● ৩ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৫ ভাগে
ঘ. ৬ ভাগে
৫. নিচের কোনটি নলাকার অভিক্ষেপ?
● যে অভিক্ষেপ কাগজের নলের মধ্যে স্থাপন করা হয়
খ. যে অভিক্ষেপ শাঙ্কবের মধ্যে স্থাপন করা হয়
গ. যে অভিক্ষেপ সমতল কাগজে স্থাপন করা হয়
ঘ. যে অভিক্ষেপ বাক্সের মধ্যে স্থাপন করা হয়
৬. অভিক্ষেপ অঙ্কনের জন্য স্কেলে সাধারণত কোন অনুপাত ব্যবহার করা হয়?
ক. রিকটার স্কেল অনুপাত
● প্রতিভূ অনুপাত
গ. নটিক্যাল মাইল অনুপাত
ঘ. বর্গমাইল অনুপাত
৭. পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত?
● ৩৯৫০ মাইল
খ. ৩৯৫০ মাইল
গ. ৩৯৪০ মাইল
ঘ. ৩৯৩০ মাইল
৮. অঙ্কনের তারতম্য অনুসারে বেনাকার অভিক্ষেপ কত প্রকার?
ক. ৩ প্রকার
খ. ৪ প্রকার
● ৫ প্রকার
ঘ. ৬ প্রকার
৯. আলোকরশ্মির ছায়ার ওপর ভিত্তি করে যে নলাকার অভিন্সে তৈরি হয় তাকে কী বলে?
ক. গলের অভিক্ষেপ
● দৃশ্যানুগ বেলনাকার অভিক্ষেপ
গ. মার্কেটরস অভিক্ষেপ
ঘ. প্রকৃত বেলনাকার অভিক্ষেপ
১০. কোন ধরনের বেলনাকার অভিক্ষেপের দ্রাঘিমারেখা ও অক্ষরেখাগুলো পরস্পর সমান দূরত্বে অবস্থান করে?
ক. প্রকৃত বেলনাকার অভিক্ষেপ
● সরল বেলনাকার অভিক্ষেপ
গ. সমআয়তনিক বেলনাকার অভিক্ষেপ
ঘ. মার্কেটরস অভিক্ষেপ
১১. যখন শাঙ্কবে ভূগোলকের একটিমাত্র অক্ষরেখায় স্পর্শ করিয়ে অভিক্ষেপ অঙ্কন করা হয় তখন তাকে কী বলে?
ক. সরল বেলনাকার অভিক্ষেপ
খ. মেরুদেশীয় অভিক্ষেপ
গ. নমোনিক অভিক্ষেপ
● সরল শাঙ্কব অভিক্ষেপ
১৪. সরল শাঙ্ক অভিক্ষেপে দুটি অক্ষরেখাকে কয়টি পৃথক পরিমিত অক্ষরেখা হিসেবে গণ্য করা হয়?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৫. সরল শাঙ্ক অভিক্ষেপ কয়টি অক্ষরেখা স্পর্শ করে ভূগোলকের ওপর অবস্থান করে?
● ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
১৬. মানচিত্র অভিক্ষেপ বলতে কোনো সমতলের উপর সৃষ্ট গ্র্যাটিকুলকেই বোঝায় এ গ্র্যাটিকুল কী?
● কতকগুলো হুক-এর সমষ্টি
খ. কতিপয় ত্রিভুজের সমষ্টি
গ. কতিপয় রেখার সমষ্টি
ঘ. কতকগুলো চতুর্ভুজের সমন্বয়
১৭. মানচিত্র অভিক্ষেপ কত প্রকার?
ক. তিন
● চার
গ. পাঁচ
ঘ. ছয়
১৮. মানচিত্র অভিক্ষেপের উস্তাবক বলা হয় কাকে?
ক. ডেমোক্রিটাসকে
খ. টলেমীকে
গ. স্ট্রাবোকে
● ইরাটোসথেনিসকে
১৯. মানচিত্র অভিক্ষেপের বৈশিষ্ট্য কয়টি?
● ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
২০. ভূগোলকটিকে কোনো কাগজের শাঙ্কবের ভিতর স্থাপন করে অভিক্ষেপ অঙ্কন করলে তাকে বলা হয়-
ক. সরল বেলন অভিক্ষেপ
● সরল শাঙ্কব অভিক্ষেপ
গ. মেরুদেশীয় অভিক্ষেপ
ঘ. এর কোনোটাই সঠিক নয়
২১. সাধারণত ৫০ক্ক থেকে ৯০ক্ক অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলের মানচিত্র অঙ্গনে কোন অভিক্ষেপ শ্রেয়?
ক. সরল বেলন
খ. সরল শাঙ্কব
● মেরুদেশীয়
ঘ. কোনোটিই নয়
২২. ভূগোলকে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা দ্বারা সৃষ্ট জালের ন্যায় বিন্যস্ত ছককে কী বলে?
ক. গ্রাটিচিউড
● গ্র্যাটিকুল
গ. গ্রানলার
ঘ. গ্র্যাটিফাইড
২৩. সর্বপ্রথম মার্কেটরস অভিক্ষেপের পরিকল্পনা করেন কে?
ক. Galilio
● Gerhard Kramer Flemish
গ. Adam Smith
ঘ. Widro Wilson
২৪. অভিক্ষেপ অঙ্কনের জন্য স্কেল বা মাপনী কোন অনুপাতে দেওয়া হয়?
● প্রতিভূ অনুপাত
খ. অসম অনুপাত
গ. সমানুপাত
ঘ. চিত্রানুপাত
২৫. পৃথিবীর স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের জন্য কোন ধরনের অভিক্ষেপ ব্যবহৃত হয়?
ক. শীর্ষদেশীয়
● আন্তর্জাতিক
গ. বহুশাঙ্কব
ঘ. বোন এর
২৬. সাধারণত ৫০ক্ক থেকে ৯০ক্ক অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে মানচিত্র অঙ্কনে কোন অভিক্ষেপ ব্যবহৃত হয়?
ক. শাকব
খ. মার্কেটরস
গ. সরল বেলনাকার
● শীর্ষদেশীয়
২৭. যেকোনো মানচিত্র বা ইমেজকে জ্যামিতিক আকৃতিতে পরিবর্তন করতে সাহায্য করে কোনটি?
ক. র্যার্স্টার
● ভেক্টর
গ. পিক্সেল
ঘ. অটোক্যাড
২৮. কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে GIS ল্যাব চালু করে?
ক. ১৯৯১
খ. ১৯৯২
● ১৯৯৩
ঘ. ১৯৯৪
২৯. রাস্টার স্কেল কীভাবে বিভক্ত?
ক. বড় বড় পিক্সেল-এ
● ছোট ছোট পিক্সেল-এ
গ. ছোট বড় পিক্সেল-এ
ঘ. মাঝারি পিক্সেল-এ
ভূগোল ২য় পত্র ১০ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
৩০. মানচিত্র অভিক্ষেপে কোন বিষয়টি আবশ্যক?
● সমতল কাগজ
খ. আয়তনের সঠিকতা
গ. আকারের সঠিকতা
ঘ. সঠিক বিয়ারিং
৩১. মানচিত্রের অভিক্ষেপ North line দেখানোর প্রয়োজন হয় না কেন?
ক. অক্ষরগুলো Tree direction নির্দেশ করে
খ. দরকার হয় না
গ. অক্ষরেখা ও দ্রাঘিমারেখা ছক থাকে বলে
● কোনো নির্দিষ্ট দেশ বা পৃথিবীর সীমানা থাকে না বলে
৩২. GIS = ?
● Geobal Information System
খ. Geological Information System
গ. Geographic Information System
ঘ. Geography & Information Service
৩৩. “GIS is a computer system that can hold and use date describing places on the earth’s surface.” .” কে বলেছেন?
ক. Han and Kim
● D.W. Rhind
গ. P.A. Burrough
ঘ. Gerhard Flemish
৩৪. সারা বিশ্বে GIS ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে কত সাল থেকে?
ক. ১৯৮৫
● ১৯৮০
গ. ১৯৭৮
ঘ. ১৯৬৩
৩৫. ISPAN (Irrigation Support Project for Asia and the Near Fast) সর্বপ্রথম কোন প্রকল্পে বাংলাদেশে জিআইএস ব্যবহার করে-
ক. ফ্লাড অ্যাকসন প্লান-১৭
খ. ফ্লাড অ্যাকসন প্লান-১৮
● ফ্লাড অ্যাকসন প্লান-১৯
ঘ. ফ্লাড অ্যাকসন প্লান-২০
৩৬. বাংলাদেশ ও এর আশপাশের এলাকা দেখানোর জন্য কোন অভিক্ষেপ অধিক উপযোগী?
ক. D:M
● BTM
গ. CTM
ঘ. ATM
৩৭. কোন প্রযুক্তির অন্যতম উপাদান হলো মানুষ?
ক. GCS
● GIS
গ. LCC
ঘ. BTM
৩৮. আকৃতির তারতম্য অনুসারে অভিক্ষেপ কত প্রকার?
ক. দুই প্রকার
● তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
৩৯. কত সালে জিআইএস-এর সূচনা হয়?
ক. ১৭৮৪ সালে
● ১৮৫৪ সালে
গ. ১৯৬০ সালে
ঘ. ২০০১ সালে
৪০. CGIS কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৬০ সালে
● ১৯৬৩ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৬৮ সালে
৪১. কাকে GIS জনক বলা হয়?
ক. Otto SchmiD
খ. Kuiper
গ. Rossgun
● Roger Tomlinson
৪২. GIS-এর প্রয়োজনীয়তাকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে
● ৫ ভাগে
গ. ৭ ভাগে
ঘ. ৯ ভাগে
৪৩. উঅচ-এর পূর্ণরূপ কোনটি?
ক. Dhaka Area Plan
খ. Dhaka Area Plot
● Detailed Area Plan
ঘ. Detailed Arina Plan
৪৪. CAD-এর পূর্ণরূপ কী?
● Computer Aided Desing
খ. Complete Aided Desing
গ. Computer Aria Desing
ঘ. Complete Aria Desing
৪৫. কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে তার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি নির্ণয়ে কার্যকরী পদ্ধতি কোনটি?
ক. GPS
● GIS
গ. DBMS
ঘ. CAD
৪৬. ভূমি জরিপ ক্ষেত্রে কোন প্রযুক্তি অধিক কার্যকর?
● GIS
খ. GPS
গ. DBMS
ঘ. CAS
৪৭. GIS কীসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে?
ক. CAD
● Computer
গ. GPS
ঘ. Remote Semino
৪৮. কোনো দেশের অল্প স্থানের মানচিত্র অঙ্গনের ক্ষেত্রে অনুপযোগী অভিক্ষেপ-
র. বেলন অভিক্ষেপ
রর. শাংকব অভিক্ষেপ
ররর. মেরুদেশীয় অভিক্ষেপ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৯. জিআইএস ব্যবহার করে মানচিত্রের উপযোগিতা বৃদ্ধি করা হয়-
র. মানচিত্রে উপাত্তের উপস্থাপন ঘটিয়ে
রর. মানচিত্রের উপাত্তগুলোর বিশ্লেষণ করে
ররর. মানচিত্রে সংকেত ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৫০. GISএর সফটওয়্যারসমূহ
র. ARC-info
রর. GIS
ররর. ARC-View
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
এইচএসসি ১০০% কমন ভূগোল ২য় পত্র নৈবিত্তিক সাজেশন ২০২৫
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও